আপনার আলোচনার বিষয়বস্তু ভীষণ ভালো লাগলো। খুব আন্তরিক ভাবে বোঝাচ্ছেন। আমার একটি প্রশ্ন- নৈঋত কোন অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে পায়খানা বাথরুম না বানিয়ে, সেফটি ট্যাংক ও পায়খানা বাথরুম বায়ু কোনের দিকে বানিয়ে,ঐ নৈঋত কোন টা কর্তার শোবার ঘর অথবা সিঁড়ি করলে কেমন হয়? অবশ্যই জানাবেন প্লিজ। বাস্তু কম্পাস কোথায় পাওয়া যায়? কিরকম দাম হতে পারে ?
দাদা নমস্কার ভিডিওটা খুবই মনে ধরল,আপনার কথা বলার ধরনও খুব ভাল,আমি নতুন একটা বাড়ি করতে যাচ্ছি উত্তর পোতায় অর্থাত দক্ষীন মুখী করব কিন্তু মাঝখানে রাগের কি ব্যাপার আছে নাকি এটা আমাকে ভোগাচ্ছে,আপনার সাহায্য কামনা করতেছি।
খুবই সুন্দর একটি জ্ঞান মূলক একটি ভিডিও, বাস্তু বিষয়ে অনেকটা জানতে পারলাম আপনার দারা | আমার বাড়ির বাস্তু নিয়ে আপনার সাথে আমি পরামর্শ করবো কৃপা করে সহযোগিতা করবেন | ধন্যবাদ 🙏
আপনার বোঝানোর পদ্ধতি খুব সুন্দর । আমি উপকৃত হলাম ।আমার বাড়ীর প্রবেশপথ পশ্চিম এবং দক্ষিণ দিকে । " T " এর মাথায় আমার বাড়ী এবং প্রবেশপথ । আমার সমস্যা প্রচুর । আপনার সমাধানের আশায় রইলাম । ভালো থাকবেন ।
ভিডিও ভালো লেগেছে, আমার মনে হয় আমার বস্তু তে ত্রুটি আছে। সংসার জীবনে রোজ অশান্তি, প্রচণ্ড আর্থিক সঙ্কট, ধার এ জর্জরিত, ঘর এ ঢুকতে ভয় লাগে অশান্তি এর জন্য।
দাদা আপনার বোঝানোর কৌশল আমার খুব ভালো লাগলো। যদি কিছু বাড়ির বাস্তুদোষ ও তার সমাধান নমুনা উদাহরণ হিসাবে তুলে ধরেন ভালো হয় রেমিডির মাধ্যমে। কারণ আমার বাড়িতে মনে হয় কিছু বাস্তু দোষের জন্য প্রবলেম হচ্ছে।
এককথায় ভিডিওটা অসাধারন।আমার বাস্তুুতে কিছু সমস্যা আছে মনে হয়।আমার আয় রোজগার সীমিত,সঞ্চয় হয় না,পারিবারিক কলহ বিবাদ,ভুল বুঝাবুঝি,সকলের সাথে সুসম্পর্ককের অভাব। আপনার সুর পরামর্শ আশা করছি।
প্রণাম 🙏 আমি ত্রিপুরা আগরতলা থেকে লিখছি .. আমি আপ্নার ভিডিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে আপনার ভিডিও.. দাদা আমার ছোট্ট বাড়ি, যখন বাড়ি তৈরী করেছি তখন বাস্তু বিচার করে করা হয় নি সব কিছু,, কিন্তু এখন বাড়িতে দিন দিন শুধু অসুস্থতা বাড়ছে আর রিনি হয়ে যাচ্ছি যদি আপনি অনুগ্রহ করে কোনো উপায় বলেন খুব কৃতজ্ঞ থাকবো.. ধন্যবাদ
🙏 নমস্কার, "অ্যাস্ট্রো আপডেট" অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে "শ্রী প্রভাত ব্যানার্জী" বলছি :-..................... ◆◆আপনার অসুবিধা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ◆◆ আপনার যেকোন রকমের সমস্যা, সমাধানের জন্য, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পারসোনাল ভাবে যোগাযোগ করতে পারেন। ◆◆ যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফোন করবেন,তাহলে তাও করতে পারেন।আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে। ◆◆(Mob :- 9800437051)◆◆ ফোন করার সময়--(10.00 am - 9.00 pm). ☆পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পুরো পরিবার যেন সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে পারেন। ☆ ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
আপনার বাস্তু বিচার খুব ভালো লাগলো। বাস্তু সম্পর্কে আপনার সম্যক ধারণা আমাকে অনুপ্রাণিত করেছে। আমার বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে ঘর আছে, উত্তর-পশ্চিম কোণ টয়লেট, উত্তরপূর্ব কোন বাস ঘর ও দক্ষিণ পূর্ব কোণে বাস ঘর আছে। ঠাকুর ঘর ছাদের উপরে সিঁড়ির মাথায় আছে। তুলসী মন্দির পূর্ব সাইডে মাঝ বরাবর আছে। প্রতিনিয়ত একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। কারো শরীর ভালো যাচ্ছে না। এক্ষেত্রে কি প্রতিকার করতে হবে একটু জানালে ভালো হয়। আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকিব।
নমস্কার আমি চাচ্ছি একটি ঘরে। নিয়মিত বসবাস করার। সবার ঘর। থেকে পাকের ঘর কোনটিকে বাথরুম কোন দিকে পানির ট্যাংকি। কোন দিকে সবার ঘর। কোনদিকে কি করলে শুভ হয় একটি পরিবারের এ টু জেড। জানতে চাই।
উত্তর-পশ্চিম কোন পশ্চিম দিকে একটা কিছু টা ছেড়ে বা ওই কোন একটু ছেড়ে পশ্চিম দিকে। এটা বায়ু কোন বলে এ বায়ু কনের পশ্চিম দিকে । না হলে উত্তর দিকে একটু চেপে
মহাশয়, আজকেই আমি আপনার পেশ করা বাস্তু শাস্ত্রীয় চ্যানেল প্রাপ্তি করে, শ্রবণ করলাম। কিন্তু আজ থেকে ২.৫ বৎসর আগে, চাকরির অবসর কালে একটা ঘর বানিয়ে ফেলেছি ,যা আপনার পেশ করা বাস্তু শাস্ত্রীয় অনেক প্রতিকূল অবস্থা বর্তমান। ফলেই সম্ভবত আমিও দুর্ভোগে আক্রান্ত। কাজেই গৃহ কে বাস্তু দোষ মুক্তো করে অবশিষ্ট জীবন সুখে- সমৃদ্ধিতে, আপনার সহায়তায় অতিবাহিত করার আশা পোষণ করতে চাই। ধন্যবাদ।
প্রভাত বাবু প্রভাত বাবু বাস্তু বিচার পার্ট ১লেগেছে বড় ভাল । প্রভাত বাবুর জ্যোতিষ টিপস করলে সবাই ফলো, রোগ দুখ অশান্তি কেটে জীবনে ফুটবে সুখের আলো। ভিডিও দেখে লাইক শেয়ার দয়া করে সবাই করবে, প্রভাত বাবু উৎসাহ পেয়ে নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারে।।
Vedio ta khub valo legechhe...amar husbend er business akdom ses hoa gechhe....dada ami amar nijer chestai..jibon a onek jhar jhapta samle..2 kathar opor akta bari korte ready hochhi.. please jodi amar bari te aktu ganona kore den...taka r khub tan cholchhe..2 to chhele ke parate hochhe
আপনি খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়েছেন। বেশ ভালো লাগলো। আগামী দিনে আরো ভালো ভালো বাস্তুবিদ্যা সম্পর্কে তথ্য পেলে আমরা খুব ই উপকৃত হবো। আপনার শ্রীবৃদ্ধি কামনা করি।
খুব সুন্দর আপনি বুঝালেন সার। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার আমার বাড়িতে টাকা আসে কিন্তু ধরে রাখতে পারিনা। পেটের সমস্যায় পরিবারের সবাই ভুগছি। এখন নুতন করে আবার ঘর বানাবো same জায়গায় । স্যার আপনাকে অনুরোধ করছি আপনি বলতে পারবেন কি আমার বাড়িতে কোন বাস্তু দোষ আছে কিনা ঈশান কোণ টা কোন জায়গায় হওয়া সবচেয়ে ভালো
Sir khub valo tathya dilen upokrito holam,ei rokom sebamulok kaj kore Jan vogoban apnar mongol korbe.amio bastu somporke apnar kach theke onek kicu jante chai
বাস্তু অনুযায়ী ব্যক্তি যে বাড়ি তৈরি করবেন তার সঙ্গে তার জন্ম ছকের সম্পর্ক অর্থাৎ চতুর্থ ভাব, কেন্দ্র, কোনের সম্পর্ক নিয়ে যদি আলোচনা করেন, উপকৃত হব। ধন্যবাদ।
দাদা আপনার কথা দারুন লাগল ,আমার সব ঠিকঠাক আছে, কিন্তু রাঙস কোন এ সেফটি ট্যাঙক করে ফেলেছি। সবে করলাম, আর জলের ট্যাঙক টা কি sauth & north এর মাঝে বসালে কেমন হয়েছে। আমাকে একটু সাহায্যে করুন।
Dada vhai আপনার video টা দেখলাম। Excellent. ভীষণ ভালো হয়েছে। কিন্ত আমি নতুন flat কিনছি। তাই আপনি যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমার খুব উপকার হয়।
🙏 নমস্কার, "অ্যাস্ট্রো আপডেট" অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে "শ্রী প্রভাত ব্যানার্জী" বলছি :-..................... ◆◆আপনার অসুবিধা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ◆◆ আপনার যেকোন রকমের সমস্যা, সমাধানের জন্য, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পারসোনাল ভাবে যোগাযোগ করতে পারেন। ◆◆ যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফোন করবেন,তাহলে তাও করতে পারেন।আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে। ◆◆(Mob :- 9800437051)◆◆ ফোন করার সময়--(10.00 am - 9.00 pm). ☆পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পুরো পরিবার যেন সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে পারেন। ☆ ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
বর্তমান সমসাময়িক অবস্থায় ,বিগত দিনের চিন্তাভাবনা বিস্তর ফারাক। তবুও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বর্তমান দিনে বিচার বিবেচনার যথেষ্ট প্রয়োজন রয়েছে।বাস্তুতে বিস্তর ফারাক আছে,দৈন্যন্দিন নানারকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কপালের দোষ অথবা ভাগ্যের দোষ দিয়ে জীবন অতিবাহিত করতে হয়।
আমার বাড়ির মেইন দরজা বা মেইন রাস্তা পশ্চিম দিকে আর পূর্ব দিকটা বাড়ির পিছন দিক দক্ষিণ-পূর্ব কনে টয়লেট আছে।এবং উত্তর-পূর্ব দিকে রান্নাঘর ও জলের কল আছে। এ সঠিক জিনিসটা বলে দিলে আমি উপকৃত হব।
dada apka vidio bahut acha hua ...humlog ka ghar jab se banaya tab se shuk shati sab chala gya ...hamesha koi na bimar rehte hai Ghar me rehne se acha nhi lagta hai ..or ghar me hamsha jagra laga huu rehya hai .tantrik ka pass bhi gya lekin problem solve nhi hua gruji ...ap plz contact kijiye plz
Respected Sir, I am very happy. to see the concept on vastu.But l am very unfortunet to see the same vastu tips before my life's 40 years ago when l was 20 years old.I have home land with broken house.But I have no simple house. This is my life. What can I do now for my next generation.You are my God and wish your happy life.Long live,Long life. Namaskar.
🙏 নমস্কার, "অ্যাস্ট্রো আপডেট" অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে "শ্রী প্রভাত ব্যানার্জী" বলছি :-..................... ◆◆আপনার অসুবিধা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ◆◆ আপনার যেকোন রকমের সমস্যা, সমাধানের জন্য, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পারসোনাল ভাবে যোগাযোগ করতে পারেন। ◆◆ যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফোন করবেন,তাহলে তাও করতে পারেন।আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে। ◆◆(Mob :- 9800437051)◆◆ ফোন করার সময়--(10.00 am - 9.00 pm). ☆পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পুরো পরিবার যেন সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে পারেন। ☆ ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
আমি বাড়ি করবো কিন্তু আমার জায়গাতে দোষ আছে বাড়ি করলে নাকি সমস্যা আসবে জীবনে কেউ একজন বলেছে। আমার জায়গার পূর্ব-পশ্চিম দুই দিকেই রাস্তা আছে। দুই দিকে রাস্তা নাকি ভালো হয় না সেটা কি ঠিক একটু জানাবেন আমাকে। আমি বাড়ি করার আগে কিভাবে বুঝবো যে আমার জায়গা ঠিক আছে।
দাদা আপনি জন্ম কুন্ডলী দেখে জন্ম ছক করে খুব সহজেইবুঝিয়ে দেন আমার সব মিলে গেছে রেমিডি টা তাড়াতাড়ি নিয়ে নেবো। আমার সব থেকে ভালো লাগে পড়াশোনা করে জ্যোতিষ হয়েছেন আমি বিজ্ঞান বিশ্বাস করি বাস্তু টা দেখিয়ে নেবো আপনার বিচার জাস্ট অসাধারণ 100%ঠিক
আপনার অভিজ্ঞাতা আমাকে মুগ্ধ করেছে।
বক্তব্যে জ্ঞানতার প্রমান আছে।
Apnar vastu niye bojhanota eto sundor lage je sobkichu valovabe bujhte pari. Amar ichcha ekta notun flat kenar kintu apnar moto manuser help pele dhongi & upokrito hobo. Ami bastuta khub mani kintu keui valovabe bojhate parena. Aj apnar vedio ta dekhe mone jor pelam.
আমি নতুন বাড়ি করবো কোন দিকে মুখ করে ,আপনার প্রতিটি কথা খুব সত্যি খুব খুব ভালো লাগলো ভাই তোমার কথা গুলো খুব পরিস্কার বোঝা গেলো
আপনি 100% বাস্তূ বিশেষজ্ঞ অসাধারণ
নমস্কার দাদা খুবই ভাল লাগলো
Thank you sir .amar khub pochondo holo apnar astro update
আপনার আলোচনার বিষয়বস্তু ভীষণ ভালো লাগলো। খুব আন্তরিক ভাবে বোঝাচ্ছেন। আমার একটি প্রশ্ন- নৈঋত কোন অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে পায়খানা বাথরুম না বানিয়ে, সেফটি ট্যাংক ও পায়খানা বাথরুম বায়ু কোনের দিকে বানিয়ে,ঐ নৈঋত কোন টা কর্তার শোবার ঘর অথবা সিঁড়ি করলে কেমন হয়? অবশ্যই জানাবেন প্লিজ। বাস্তু কম্পাস কোথায় পাওয়া যায়? কিরকম দাম হতে পারে ?
Panter pokata paben... Dam 20cotti porbe.....
খুব সুন্দর বলেছেন। সত্যিই অনেক কিছু জানলাম। ভাল থাকুন। 🙏🙏🙏🙏
Ami
আপনি শিক্ষকদের মত বোঝালেন সের। ধন্যবাদ🙏💕
All is well. Good bless you
khub sundor bolchhen apni.Amar toilet ishan kone.Amar sob ses hoe gechhe.Apnar proti amar khub biswas.
দাদা নমস্কার ভিডিওটা খুবই মনে ধরল,আপনার কথা বলার ধরনও খুব ভাল,আমি নতুন একটা বাড়ি করতে যাচ্ছি উত্তর পোতায় অর্থাত দক্ষীন মুখী করব কিন্তু মাঝখানে রাগের কি ব্যাপার আছে নাকি এটা আমাকে ভোগাচ্ছে,আপনার সাহায্য কামনা করতেছি।
দাদা আপনার ভিডিও করে মানুষ খুবই উপকৃত হবে সাধারণ মানুষে
খুব সুন্দর বুঝিয়েছেন দাদা। এর সাথে মনের বিশ্বাস ও বাস্তু দেবতার পূজো করা দরকার।
স্যার মাটির বাড়িই ভালো অনেক সুখ / শান্তি আছে।
খুবই সুন্দর একটি জ্ঞান মূলক একটি ভিডিও, বাস্তু বিষয়ে অনেকটা জানতে পারলাম আপনার দারা |
আমার বাড়ির বাস্তু নিয়ে আপনার সাথে আমি পরামর্শ করবো কৃপা করে সহযোগিতা করবেন |
ধন্যবাদ 🙏
আজ পর্যন্ত এত ভালো ভাবে কেউ বুঝায়নি। আপনার ভিডিও অসাধারণ লেগেছে আমার। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️।
khub tel dilen
KHUB VALO .100/RIGHT .TU.💐
Anek dhannobad sir,anek kichu siklam apnar kach teka
জয় নিতাই।প্রনাম নেবেন সত্যিই অসাধারণ বোঝানোর কৌশল আপনার,খুবই ভাল লাগল ঈশ্বর আপনার মঙ্গল করুন। সুস্থ থাকুন,ভাল থাকুন আর এই ভাবেই নুতন নুতন ভিডিও পরিবেশন করুন।
Sir, Namaskar, onak dekhachi kintu aapnar tai sathik, Excellent.
আপনার বোঝানোর পদ্ধতি খুব সুন্দর । আমি উপকৃত হলাম ।আমার বাড়ীর প্রবেশপথ পশ্চিম এবং দক্ষিণ দিকে । " T " এর মাথায় আমার বাড়ী এবং প্রবেশপথ । আমার সমস্যা প্রচুর । আপনার সমাধানের আশায় রইলাম । ভালো থাকবেন ।
Bari ta vange falen....
বাস্তুর বেসিক কনসেপ্ট টা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন।
Nomoskar dada,aponi amake khub bhalo upodesh dilen,eirokom onek tips din
খুব ভালো বুঝি এছেন
Sir
You are the bests of best Bastubid.
ভিডিও ভালো লেগেছে, আমার মনে হয় আমার বস্তু তে ত্রুটি আছে। সংসার জীবনে রোজ অশান্তি, প্রচণ্ড আর্থিক সঙ্কট, ধার এ জর্জরিত, ঘর এ ঢুকতে ভয় লাগে অশান্তি এর জন্য।
Abar bia koren sob tik hoea jabe. .
দাদা আপনার বোঝানোর কৌশল আমার খুব ভালো লাগলো। যদি কিছু বাড়ির বাস্তুদোষ ও তার সমাধান নমুনা উদাহরণ হিসাবে তুলে ধরেন ভালো হয় রেমিডির মাধ্যমে। কারণ আমার বাড়িতে মনে হয় কিছু বাস্তু দোষের জন্য প্রবলেম হচ্ছে।
Bastu dos achea....
এককথায় ভিডিওটা অসাধারন।আমার বাস্তুুতে কিছু সমস্যা আছে মনে হয়।আমার আয় রোজগার সীমিত,সঞ্চয় হয় না,পারিবারিক কলহ বিবাদ,ভুল বুঝাবুঝি,সকলের সাথে সুসম্পর্ককের অভাব।
আপনার সুর পরামর্শ আশা করছি।
প্রণাম 🙏
আমি ত্রিপুরা আগরতলা থেকে লিখছি .. আমি আপ্নার ভিডিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে আপনার ভিডিও.. দাদা আমার ছোট্ট বাড়ি, যখন বাড়ি তৈরী করেছি তখন বাস্তু বিচার করে করা হয় নি সব কিছু,, কিন্তু এখন বাড়িতে দিন দিন শুধু অসুস্থতা বাড়ছে আর রিনি হয়ে যাচ্ছি যদি আপনি অনুগ্রহ করে কোনো উপায় বলেন খুব কৃতজ্ঞ থাকবো.. ধন্যবাদ
🙏 নমস্কার, "অ্যাস্ট্রো আপডেট" অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে "শ্রী প্রভাত ব্যানার্জী" বলছি :-.....................
◆◆আপনার অসুবিধা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
◆◆ আপনার যেকোন রকমের সমস্যা, সমাধানের জন্য, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পারসোনাল ভাবে যোগাযোগ করতে পারেন।
◆◆ যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফোন করবেন,তাহলে তাও করতে পারেন।আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে।
◆◆(Mob :- 9800437051)◆◆
ফোন করার সময়--(10.00 am - 9.00 pm).
☆পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পুরো পরিবার যেন সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে পারেন।
☆ ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
আপনার বাস্তু বিচার খুব ভালো লাগলো। বাস্তু সম্পর্কে আপনার সম্যক ধারণা আমাকে অনুপ্রাণিত করেছে। আমার বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে ঘর আছে, উত্তর-পশ্চিম কোণ টয়লেট, উত্তরপূর্ব কোন বাস ঘর ও দক্ষিণ পূর্ব কোণে বাস ঘর আছে। ঠাকুর ঘর ছাদের উপরে সিঁড়ির মাথায় আছে। তুলসী মন্দির পূর্ব সাইডে মাঝ বরাবর আছে। প্রতিনিয়ত একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। কারো শরীর ভালো যাচ্ছে না। এক্ষেত্রে কি প্রতিকার করতে হবে একটু জানালে ভালো হয়। আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকিব।
উত্তর-পশ্চিমে টয়লেট থাকলে বাড়ির মহিলা রা স্ত্রী-রোগে ভোগেন। বাড়ির কারও কিডনির সমস্যা হতে পারে। সন্তান রা মা-কে মা বলে ডাকে না
আপনি সরকারি চাকরি করেন তো সমস্যা নেই। কীন্তু ব্যবসা করলে বিপদে পড়বেন
Ghor ta vange falen...
নমস্কার আমি চাচ্ছি একটি ঘরে। নিয়মিত বসবাস করার। সবার ঘর। থেকে পাকের ঘর কোনটিকে বাথরুম কোন দিকে পানির ট্যাংকি। কোন দিকে সবার ঘর। কোনদিকে কি করলে শুভ হয় একটি পরিবারের এ টু জেড। জানতে চাই।
Taka dan.... Sob jante parben...
উত্তর-পশ্চিম কোন পশ্চিম দিকে একটা কিছু টা ছেড়ে বা ওই কোন একটু ছেড়ে পশ্চিম দিকে। এটা বায়ু কোন বলে এ বায়ু কনের পশ্চিম দিকে । না হলে উত্তর দিকে একটু চেপে
মহাশয়, আজকেই আমি আপনার পেশ করা বাস্তু শাস্ত্রীয় চ্যানেল প্রাপ্তি করে, শ্রবণ করলাম। কিন্তু আজ থেকে ২.৫ বৎসর আগে, চাকরির অবসর কালে একটা ঘর বানিয়ে ফেলেছি ,যা আপনার পেশ করা বাস্তু শাস্ত্রীয় অনেক প্রতিকূল অবস্থা বর্তমান। ফলেই সম্ভবত আমিও দুর্ভোগে আক্রান্ত। কাজেই গৃহ কে বাস্তু দোষ মুক্তো করে অবশিষ্ট জীবন সুখে- সমৃদ্ধিতে, আপনার সহায়তায় অতিবাহিত করার আশা পোষণ করতে চাই। ধন্যবাদ।
Khub bhalo laglo apnar video ta deke.
Bastu samparke sachya prathamik dharana dewar jannya anek dhanya bad. amar attyanta bhalo legache.
আপনাকে ধন্যবাদ ,বাস্তুর সম্পর্কে এত ভালো করে কোন বাস্তু শাস্ত্র বোঝাই না।
প্রভাত বাবু প্রভাত বাবু
বাস্তু বিচার পার্ট ১লেগেছে
বড় ভাল ।
প্রভাত বাবুর জ্যোতিষ টিপস
করলে সবাই ফলো,
রোগ দুখ অশান্তি কেটে
জীবনে ফুটবে সুখের আলো।
ভিডিও দেখে লাইক শেয়ার
দয়া করে সবাই করবে,
প্রভাত বাবু উৎসাহ পেয়ে
নতুন নতুন বিষয় নিয়ে
ভিডিও বানাতে পারে।।
খুব সুন্দর একটি পোস্ট ।
Dada khub valo laglo .
Vedio ta khub valo legechhe...amar husbend er business akdom ses hoa gechhe....dada ami amar nijer chestai..jibon a onek jhar jhapta samle..2 kathar opor akta bari korte ready hochhi.. please jodi amar bari te aktu ganona kore den...taka r khub tan cholchhe..2 to chhele ke parate hochhe
খুব ভালো লাগছে
Khub bhalo oneker upokare lagbe
Dada আপনার মত টা ভালো লাগলো
Dada apni je bolechen north facing house hole ki koronio ba east facing hole ki korte hobe sheta satti khub bhalo legeche...Thank you
দাদা, অসংখ্য ধন্যবাদ।
অনেক নতুন কিছু শিখলাম।
ঈশ্বরের কাছে আপনার সুস্থতা প্রার্থনা করি।
আপনার মাধ্যমে আমরা যেন আরো সমৃদ্ধ হই।
ওম নমঃ শিবায়।🙏🙏🙏
Purnima.haldara.amar.notun.bari.korbo.amar.bastu.tik.aeha..kina.bola.daban
Bolbo na....
Ami to susto.....
খুব সুন্দর সাবলীল ভাবে বুঝিয়েছেন
ধন্যবাদ ও শুভ কামনা
Khub Sundor bolechen
আমি ভাড়া বাড়িতে থাকি।রাক্ষসকোনে রান্না ঘর আর বায়ু কোনে পায়খানা বাথরুম আর অগ্নিকোনে ছাদে যাওয়ার দরজা আর দেবকোনে শোবার ঘর
আপনি খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়েছেন। বেশ ভালো লাগলো। আগামী দিনে আরো ভালো ভালো বাস্তুবিদ্যা সম্পর্কে তথ্য পেলে আমরা খুব ই উপকৃত হবো। আপনার শ্রীবৃদ্ধি কামনা করি।
খুব সুন্দর আপনি বুঝালেন সার। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার আমার বাড়িতে টাকা আসে কিন্তু ধরে রাখতে পারিনা। পেটের সমস্যায় পরিবারের সবাই ভুগছি।
এখন নুতন করে আবার ঘর বানাবো same জায়গায় । স্যার আপনাকে অনুরোধ করছি আপনি বলতে পারবেন কি আমার বাড়িতে কোন বাস্তু দোষ আছে কিনা ঈশান কোণ টা কোন জায়গায় হওয়া সবচেয়ে ভালো
Call me ☎️8768510603
Sir apnar vdo khub vlo laglo. Amar বাড়ি hooghly jelar গুড়াপে.amar husband cancer a akranto. 5 years age accident hoechhe. Plz jdo remady bolen
Sir khub valo tathya dilen upokrito holam,ei rokom sebamulok kaj kore Jan vogoban apnar mongol korbe.amio bastu somporke apnar kach theke onek kicu jante chai
Sir, Aami notun bari bana bo aapni jodi help koren tahole khub valo hobe aapnar video dekhe khub valo laglo.
ধন্যবাদ খুব ভালো বুঝিয়েছেন আমার বাড়ীর উত্তর পূর্ব কোনে মনে হয় বাথরুম এর প্রতিকার জানালে । উপকৃত হব।
প্রতিকার করাতে হবে।আপনি পার্সোনাল ভাবে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা কল করুন-9800437051.
ধন্যবাদ।
Khub bhalo vedio
বাস্তু অনুযায়ী ব্যক্তি যে বাড়ি তৈরি করবেন তার সঙ্গে তার জন্ম ছকের সম্পর্ক অর্থাৎ চতুর্থ ভাব, কেন্দ্র, কোনের সম্পর্ক নিয়ে যদি আলোচনা করেন, উপকৃত হব। ধন্যবাদ।
দাদা আপনার কথা দারুন লাগল ,আমার সব ঠিকঠাক আছে, কিন্তু রাঙস কোন এ সেফটি ট্যাঙক করে ফেলেছি। সবে করলাম, আর জলের ট্যাঙক টা কি sauth & north এর মাঝে বসালে কেমন হয়েছে। আমাকে একটু সাহায্যে করুন।
Dada vhai আপনার video টা দেখলাম। Excellent. ভীষণ ভালো হয়েছে। কিন্ত আমি নতুন flat কিনছি। তাই আপনি যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমার খুব উপকার হয়।
🙏 নমস্কার, "অ্যাস্ট্রো আপডেট" অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে "শ্রী প্রভাত ব্যানার্জী" বলছি :-.....................
◆◆আপনার অসুবিধা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
◆◆ আপনার যেকোন রকমের সমস্যা, সমাধানের জন্য, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পারসোনাল ভাবে যোগাযোগ করতে পারেন।
◆◆ যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফোন করবেন,তাহলে তাও করতে পারেন।আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে।
◆◆(Mob :- 9800437051)◆◆
ফোন করার সময়--(10.00 am - 9.00 pm).
☆পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পুরো পরিবার যেন সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে পারেন।
☆ ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
Amar-bosto-ta-dakhabea
@@happysarkar8164 apnar sathe ki vabe jogajog korbo?
Hi, ami chiroshree guchait.
Apnar ai vedio ti khub valo legeche. But amr barir vastu dekhate chai. Km
Nice VIDEO
Thank you so much
উত্তর দিকে বাথ রুম করা যাবে,বা দক্ষিণ দিকে বাথ রুম করা যাবে, বলে দিলে খুব উপকৃত হব, ধন্যবাদ আপনাকে স্যার
বর্তমান সমসাময়িক অবস্থায় ,বিগত দিনের চিন্তাভাবনা বিস্তর ফারাক। তবুও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বর্তমান দিনে বিচার বিবেচনার যথেষ্ট প্রয়োজন রয়েছে।বাস্তুতে বিস্তর ফারাক আছে,দৈন্যন্দিন নানারকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কপালের দোষ অথবা ভাগ্যের দোষ দিয়ে জীবন অতিবাহিত করতে হয়।
আপনার... বাস্তু শাস্ত্র এর উপর বিশেষ.... দক্ষতা আছে, বোঝা যায়।
Valo laglo .again iwill meet u.
Sara vdo sar.onk manush apnar DEA opakar haby
Apnar Katha besh laglo, Amar barite ekta baro problem achhe, East North kone sep. tank acee..
ektu dekben..pls
পূর্ব মুখী ঘরের জন্য কিছু টিপস দিলে ভাল হত
আমার বাড়ির মেইন দরজা বা মেইন রাস্তা পশ্চিম দিকে আর পূর্ব দিকটা বাড়ির পিছন দিক দক্ষিণ-পূর্ব কনে টয়লেট আছে।এবং উত্তর-পূর্ব দিকে রান্নাঘর ও জলের কল আছে। এ সঠিক জিনিসটা বলে দিলে আমি উপকৃত হব।
khub valo laglo
দাদা নমস্কার আমার একটি প্রশ্ন বাড়ির কোন দিকে পুকুর
বা নলকূপ হবে ।আশাকরি জানাবেন।
আপনার কথা গুলো আমার কাছে অনেক
ভালো লাগল।
সরাসরি ফোন করুন 8768510603
বাংলাদেশ থেকে বলছি
Thanks for your suggestion l Think you are well known for Bastu ldia Thanks my dear friend God bless you
Jai hind...
আপনার ভিডিও ভীষণ ভালো লাগলো __ আমার পশ্চিম দিকে সেপটিক ট্যাংক আছে ___এটার প্লিজ একটা রেমিডিঃ দিন۔
8768510603 এই নাম্বারে ফোন করুন
Khub valo laglo,aro details pele valo hoto,amar tanki bathroom ek jaygay ,dokhin poschim kone, প্রতিকার দেবেন pls
Dada apnar katha valo lagchhe.
dada apka vidio bahut acha hua ...humlog ka ghar jab se banaya tab se shuk shati sab chala gya ...hamesha koi na bimar rehte hai
Ghar me rehne se acha nhi lagta hai ..or ghar me hamsha jagra laga huu rehya hai .tantrik ka pass bhi gya lekin problem solve nhi hua gruji ...ap plz contact kijiye plz
Respected Sir,
I am very happy. to see the concept on vastu.But l am very unfortunet to see the same vastu tips before my life's 40 years ago when l was 20 years old.I have home land with broken house.But I have no simple house. This is my life. What can I do now for my next generation.You are my God and wish your happy life.Long live,Long life.
Namaskar.
🙏 নমস্কার, "অ্যাস্ট্রো আপডেট" অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে "শ্রী প্রভাত ব্যানার্জী" বলছি :-.....................
◆◆আপনার অসুবিধা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
◆◆ আপনার যেকোন রকমের সমস্যা, সমাধানের জন্য, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পারসোনাল ভাবে যোগাযোগ করতে পারেন।
◆◆ যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফোন করবেন,তাহলে তাও করতে পারেন।আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে।
◆◆(Mob :- 9800437051)◆◆
ফোন করার সময়--(10.00 am - 9.00 pm).
☆পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনি এবং আপনার পুরো পরিবার যেন সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে পারেন।
☆ ধন্যবাদ, ভালো থাকবেন। 🙏🙏🙏
Dada video ta khub valo laglo, akta prosno chilo? Rakhos kone e ranna ghor hole ki problem hobe?
সরাসরি ফোন করুন 8768510603
আমি বাড়ি করবো কিন্তু আমার জায়গাতে দোষ আছে বাড়ি করলে নাকি সমস্যা আসবে জীবনে কেউ একজন বলেছে। আমার জায়গার পূর্ব-পশ্চিম দুই দিকেই রাস্তা আছে। দুই দিকে রাস্তা নাকি ভালো হয় না সেটা কি ঠিক একটু জানাবেন আমাকে। আমি বাড়ি করার আগে কিভাবে বুঝবো যে আমার জায়গা ঠিক আছে।
পূর্ব মূখি বাড়ীর জন্য সিঁড়ি কোন দিকে করব জানালে খুব খুশি হব
দাদা আপনার বোঝানোর কায়দা খুব সুন্দর
দক্ষিণে জলের উৎস আছে। প্রতিকারের উপায় কি ❓
Apni khub sundor bojan.....tai ekta help chaichi.....ekta plan er picture dekhe ektu bolben thik ache kina ??
Apurbo.
Aro onek vidio chai.
দাদা আপনার বোঝানো টা দারুন
খুবই ভালো লাগল
আমি ঘর করতে চাই কোন দিকে কিকরলে ভালো হবে আপনি একটুখানি বলেন ভালো হবে
এতদিন একটা ঠিকঠাক বাস্তু ভিডিও দেখলাম
Dada north west bathroom korle kichu problem hote pare??
দাদা আপনি কথাগুলো খুব ভালো করে বুঝিয়ে দিলেন..🙏
দাদা আপনার কথা গুলো খুব ভালো লাগলো
Kuub kom time e onek boro jinis jante parlam.
Ami chaichhilam mon theke keu jodi kore dito ...r takhon e apnar ai vedio ta pelam
Amader barite debkone barthroom royeche ar sotti sotti poribare rog legei ache ki korle thik hobe aktu bolun
দাদা আপনি জন্ম কুন্ডলী দেখে জন্ম ছক করে খুব সহজেইবুঝিয়ে দেন আমার সব মিলে গেছে রেমিডি টা তাড়াতাড়ি নিয়ে নেবো। আমার সব থেকে ভালো লাগে পড়াশোনা করে জ্যোতিষ হয়েছেন আমি বিজ্ঞান বিশ্বাস করি বাস্তু টা দেখিয়ে নেবো আপনার বিচার জাস্ট অসাধারণ 100%ঠিক
দক্ষিণমুখী বাৰীৰ জন্য কিছু উপদেশ দিলে ভাল হয় ৷ মহাশয়
Khub sunder Bhave apni basto Vidya k sahaj pat korlen
দাদা উত্তর-পশ্চিমে টয়লেট একমাত্র যারা সরকরী চাকরি করেন তারা করলে অসুবিধা নেই
কিন্তু যারা ব্যবসা করে তারা এই কোণে টয়লেট করলে লোন হয়ে যায়
পশ্চিম দিশায় অবস্থিত আঠারোশ স্কয়ার ফিট জায়গায় কিভাবে ঘর বানালে ভালো হবে
Call me 8768510603.
Sundor
নমস্কার দাদা,আমাদের পূর্ব মুখের দু"তলা ঘরে অগ্নিকোণে ঠাকুর ঘর করলে কেমন হবে।জানাবেন প্লিজ।
অনেক কিছু জানা গেল
Sir, Bastar janya sab samay asanti chalache please solve kare din.