বুকে ব্যথা দূর করার উপায় | বুকে ব্যথার ধরন, লক্ষণ এবং চিকিৎসা | ডাঃ মুনিরা আফরোজ সিদ্দিকা

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • বুকের ব্যথার কারণ ও ধরন যাই হোক না কেন, মানুষ তাকে মারাত্মক হিসাবেই বিবেচনা করে থাকে। যদি কখনো বুকের ব্যথা বেশি মনে হয়, তখন মনের অজান্তেই একটা ভয় চলে আসে! মনে হয় বড় কোন সমস্যা হইনি তো ! কিন্তু এই বুকের ব্যথার কারণ, ধরণ এবং প্রতিকার জানা থাকলে, অযাচিত এই ভয় দূর করে করা যেত সহজ সমাধান।
    আসুন ডাঃ মুনিরা আফরোজ সিদ্দিকার কাছ থেকে জেনে নেই বিস্তারিত।
    #chest_pain #Internal_Medicine
    Dr. Munira Afroz Siddika
    MBBS (DMC)
    FCPS ()
    - Consultant, LifeSpring
    ডাঃ মুনিরা আফরোজ সিদ্দিকা এর অ্যাপয়ন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুন আমাদের অ্যাপয়ন্টমেন্ট সেকশনেঃ
    ০১৭৬৩-৪৩৮১৪৮, ০১৭৭৬-১১০৫১০ | প্রতিদিন সকাল ৯টা - রাত ৯টা

КОМЕНТАРІ • 739

  • @itinstitute24
    @itinstitute24 11 місяців тому +103

    আপনারা যারা ডক্টর আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ। আপনারা রোগীদেরকে বাংলা ভাষায় এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবেন কারণ রোগীরা তো আর এত কঠিন ভাষা বুঝে না, তারা বেশিরভাগই এত শিক্ষিত নয়। কথার মাঝে মাঝে যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করেন সেগুলো বুঝতেও হয়তো তাদের অনেক সমস্যা হয় কিন্তু তারা বলে না বা বলতে পারে না। অনেক রোগী ভয়েও কিছু জিজ্ঞেস করতে পারে না।

    • @benimkiz8985
      @benimkiz8985 10 місяців тому +9

      Akdom thik kotga blsen

    • @tarekmahmud8986
      @tarekmahmud8986 6 місяців тому +2

      Uni akhne shundar bangla vashay o bolse abar doctori ba genetic language e bolse, je jevabe bujte pareee

    • @binodroy2678
      @binodroy2678 2 місяці тому

      আমার বয়স 47 বছর কাঁশ আসলে ব্যথা হয়

  • @AlAminKhan-zm7hr
    @AlAminKhan-zm7hr 2 роки тому +16

    খুব সহজ সাবলীল ভাবে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ।❤️ আরো অনেক ভিডিও দেখেছি তবে আপনার কথার মতন সবার কথার সাথে রিলেট করতে পারিনি।

  • @tompasonia7525
    @tompasonia7525 Рік тому +18

    আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো আল্লাহ আপনাকে মঙ্গল করুক।

  • @mdsaruar2589
    @mdsaruar2589 3 місяці тому +2

    লাষ্ট এর কথা টার সাথে আমার মিল আছে আপা বুক গলা কান গাড় হাত পা পেট ব্যাথা আর শাস কষ্ট মুল কথা পুরো শরীরে ব্যাথা চড়িয়ে গেছে এই ভালো এই খারাপ আর নিশ্বাসে শান্তি নাই এই মরলাম মরলাম ভাব এখন আমার আর হেসকি আসে সারাদিন কিন্তু অনেক সময় হেসকি গলায় আটকে যায় তখন নিশ্বাস নিতে খুবই তারাহুরো করতে হয় খুবই কষ্টে আছি আল্লাহ কারো উসিলায় আমাকে সুস্থতা দান করলে আমি খুবই শান্তি পেতাম
    আল্লাহ ভরসা

  • @anmolla3581
    @anmolla3581 3 роки тому +43

    ইন্ডিয়া থেকে বলছি আপু ভালো থাকুন সুস্থ থাকুন আমি আল্লার কাছে এই দোয়াই করবো খুদা হাফেজ

  • @subratachatterjee3343
    @subratachatterjee3343 Рік тому +6

    অপূর্ব আলোচনা ।খুব সহজে অনেক কিছুই জানা গেলো।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।বাবা লোকনাথ ও আললাহ আপনাকে অনেক অনেক আশীর্ব্বাদ করবেন।। সুব্রত চ্যাটার্জী।কলিকাতা-১২১

  • @rabeasultana8414
    @rabeasultana8414 3 роки тому +11

    আপনাকে অনেক ধন্যবাদ. আমি আপনার জন‍্য দোয়া করি আপনি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন. আমাদেরকে এরকম অনেক তথ‍্য দিতে পারেন.

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому +2

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @tarinkhan7160
    @tarinkhan7160 7 місяців тому +4

    এই পর্যন্ত যতগুলো বুকে ব্যাথার ভিডিও দেখেছি সবচেয়ে আপনার কথাগুলো খুব বেশি ভালো লাগলো। অন্য ডা: কথা শুনলে সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে যাবে তার এমন ভাবে বলে। আল্লাহ আপনার ভালো করুক ❤

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  7 місяців тому +1

      আপনাদের অনুপ্রেরণায় আমাদের ভালো কাজ করার উৎসাহ প্রদান করে।

    • @user-jc7ld9wf1l
      @user-jc7ld9wf1l 5 місяців тому

      আসসালামুআলাইকুম মেম আমার বুকে আঘাত লেগেছে তার পর থেকে আমার বুকে ব্যাথা করছে কি করতে পারি ​@@LifeSpringLimited

  • @mdmahedihasanrubel2274
    @mdmahedihasanrubel2274 2 роки тому +6

    ধন্যবাদ প্রিয়ো আপুটি,,,আল্লাহ আপনাকে সুস্থ ও নেক হায়াত দান করুন।

    • @sharminamin6344
      @sharminamin6344 2 роки тому

      আপু আমার বুকের মাঝখানে ব্যাথা করছে আর চাপ দিলের ব্যাথা করছে

  • @abdulhoque6334
    @abdulhoque6334 3 роки тому +14

    শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান।

  • @jasimkhan1794
    @jasimkhan1794 3 роки тому +11

    ভাল নির্দেশনার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @shahanamony5212
    @shahanamony5212 3 роки тому +5

    আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন তথ্য দেয়ার জন্য।

  • @Laxmi-xo6bi
    @Laxmi-xo6bi Рік тому +6

    খুব সুন্দর বুঝিয়েছেন, ভালো লাগলো ৷

  • @al-humayrafabrics6922
    @al-humayrafabrics6922 3 роки тому +6

    আসসালামুয়ালাইকুম আপু।
    অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর উপস্থাপনা।

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @mdsagorhowlader9355
    @mdsagorhowlader9355 2 роки тому +21

    আমার বয়স 23 বছর ।হঠাৎ তিন দিন আগে রাতের বেলা বুকে প্রচণ্ড ব্যথা করেছিল পরে ঠিক হয়ে গেছে। কিন্তু তার পর থেকে পানি ছাড়া( পানি খেলে এমনটা হয় না) খাবার খাওয়ার সময় গলা থেকে বুক পর্যন্ত প্রচুর ব্যথা করে মনে হয় বুকের মধ্যে কিছু আটকে আছে। এমন লাগে খাবার গেলার সময় পানি খেয়ে গিলতে হয়। খাবার গিলতে গেলে অনেকটা কষ্ট এমনটা কেন হচ্ছে বুঝতে পারছিনা

    • @mdrajuahmed2910
      @mdrajuahmed2910 2 роки тому +1

      আপনার সমস্যা কি সমাধান হয়ছে?

    • @mdsagorhowlader9355
      @mdsagorhowlader9355 2 роки тому +7

      জি ডাক্তার দেখিয়েছি মেডিসিন ব্যবহার করেছি আলহামদুল্লিলাহ এখন সুস্থ

    • @abidst332
      @abidst332 2 роки тому +2

      ভাইয়া সেম প্রব্লেম আমার হইসে।খাবার খেতে গেলে বুক থেকে পেট পর্যন্ত ব্যথা & মনে হয় বুকের মাঝে কিছু আটকে আছে।একটু বলবেন প্লিজ ড.আপ্নাকে এটা কি সমস্যার কথা বলেছেন।বল্লে খুব উপকার হত ভাই।

    • @MdImran-rk1fe
      @MdImran-rk1fe Рік тому

      Amr o aky somossa kintu amr 6 din dore hocce r ami pani o gilte parchina onek beta lage

    • @mdsalauddin-gm2wh
      @mdsalauddin-gm2wh Рік тому

      ভাই আপনার যেই সমস্যা
      আমার সেইম সমস্যা
      আপনার কি সমাধান হয়েছে কিনা জানাবেন উপকার হবো

  • @muminitv7711
    @muminitv7711 11 місяців тому +3

    স্যার! আমার শুধু বক্ষের মাঝখানে (স্তনদ্বয়ের মাঝখানে) সারাক্ষণ গরম থাকে। আর মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা লাগে। সাথে নাকে সর্দি জমা থাকে। বহু পরীক্ষা ও ট্টেটমেন করেও কোন ফল পাচ্ছিনা। আমার কি করনীয় বা কিভাবে মুক্তি পেতে পারি। পরামর্শ দিয়ে বা কোন প্রকারের চিকিৎসা নিলে উপকার পাবো জানালে চির কৃতজ্ঞ থাকবো স্যার। ধন্যবাদ স্যার আপনাকে।

  • @aklemakk7657
    @aklemakk7657 3 роки тому +4

    আস সালামু আলাইকুম। আপু মনি অনেক অনেক ধন্যবাদ ।মাসাআল্লাহ 👍অনেক ভালো তথ্য দিয়েছেন।আল্লাহ আপনাকে ভালো রাখেন এ কামনা করি।

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому +1

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @islamnet1672
    @islamnet1672 3 роки тому +3

    মেডাম আপনার কথা শুনে অনেক ভালো লাগলো এবং উপকৃত হলাম ধন্যবাদ

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @shyamalkumarroy786
    @shyamalkumarroy786 Рік тому +3

    খুব সুন্দর, উপকৃত হলাম।

  • @hydrogenbond2002
    @hydrogenbond2002 3 роки тому +5

    জাযাকাল্লাহু খাইরান ম্যাম

  • @alexabdulawal9637
    @alexabdulawal9637 2 роки тому +2

    ম‍্যাডাম,
    আমার বুকে পেইনফুল কন ব‍্যাথা নেই সবসময় ব‍্যাথা অনুভব হয় না বাট অনেকক্ষন বসে বা সুয়ে থাকলে তার পর যখন কাজ করতে যাই তখন বুকের ভেতর চাপ চৃষ্টি হয় এবং ব‍্যাথা অনুভব হয় করনিয় কি

  • @mehjabinmedha6333
    @mehjabinmedha6333 Рік тому +3

    শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান।

  • @beentere8137
    @beentere8137 2 роки тому +2

    ম্যাডাম, আসসালামু আলাইকুম। বুক ব্যথার সর্বশেষ যে কারণ টা বললেন। আমি সেই ব্যথায় ভূগতেছি। এখন আমি কি করতে পারি। জানাবেন দয়া করে। ধন্যবাদ।

  • @MH_MEHEDI
    @MH_MEHEDI Рік тому +3

    এরকম আমার হয়,, আগে বুক ধরফর করে তারপর বুক ব্যাথা ও খামচে ধরে,, তখন নিশ্বাস নিতে পারিনা হাটা চলা করা যায়না খুব কষ্ট হয়🥺

    • @Zannat222
      @Zannat222 Рік тому

      Apu ekhn kmn achn?? R ki koresen ekhn amr ammur o hocche.... Kono kichu te kichui hocche nah

    • @farhanatithi587
      @farhanatithi587 Рік тому

      আমারো এই রকম হয়

  • @dalimkumar552
    @dalimkumar552 3 роки тому +9

    গুরুত্বপূর্ণ আলোচনা, ধন্যবাদ ম্যাম।

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому +2

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

    • @mdtajbid4450
      @mdtajbid4450 3 роки тому +1

      কিতকঠটঠওপওজকে

  • @Nadianadia-lv1um
    @Nadianadia-lv1um 3 роки тому +3

    ম্যাডাম আপনার কথা শুনে খুব শান্তি পেলাম,

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому +1

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @KamrulIslam-cj2pe
    @KamrulIslam-cj2pe 2 роки тому +1

    আপু আমি একদিন আগে বন্ধুদের সাথে মিলে বাজি ধরে খুব বেশি জাল খাবার খেয়েছি। এখন বুকের ঠিক মধ‍্যখানে হালকা থেকে মাধারি ব‍্যাথা অনুভব করছি। এই ব‍্যাথা বুধা যায় তখন যখন হাত দিয়ে বুকের মধ‍্যখানে স্পর্ষ করলে ।এমনিতে এ ব‍্যাথা বুধা যায় না। এটা একদিন ধরে অনুভব করছি। এখন এটা প্রতিকার যদি বলতেন দয়া করে। ইউটিউবে অনেক ভিডিও পেলে ও আপনার মতো এতো সুন্দরভাবে কেউ বুধিয়ে বলে না। তাই আপনার চ‍্যানেল সাবক্রইব করেছি

  • @MdSohel-tf7vk
    @MdSohel-tf7vk Рік тому +1

    আমার বাচ্চার বয়স 9 বছর। হটাৎ দুই দিন ধরে বুকের মাঝখানে ব‍্যাথা আর ব‍্যাথাটা একটু পর পর দুই পাশে ছাড়িয়ে পড়ছে। আবার হালকা পিঠেও ব‍্যাথা। এই ব‍্যাথাটা কিসের লক্ষণ দয়া করে একটু জানাবেন।

  • @villageboy-cd7ju
    @villageboy-cd7ju Рік тому +1

    আপু আমি বড়ো কষ্টে আছি, আমার বুকের ডানদিকে অনেক দিন থেকে ব্যথা,খুব ব্যথা হয় অনেক ডাক্তার দেখাছি সাতটি ডাক্তার কিন্তু আজও কমলোনা ব্যথা এই দুবছর থেকে কষ্টে ভুগছি আপু। ঔষধ যখন খাই তখন ব্যাথা হয় না ,যখন খাই না তখন আবার ব্যথা হয়। বিশেষ করে সন্ধ্যায় খুব ব্যথা হয়। বিশেষ করে যে কনো সময়ে যেখানে সুয়ি কিংবা হেলে থাকলে খুব ব্যথা অনুভব হয়।

  • @rubelmia566
    @rubelmia566 2 роки тому +1

    ম্যাডাম আমার বয়স ২৩বছর । কাল রাতে হঠাৎ করে আমার বুকের বাম পাশে ব্যথা অনুভব করি । ব্যথা অনুভূত হচ্ছে শুধু মাত্র শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় । এখন আমার করণীয় কী???

  • @baulbanglamedia7865
    @baulbanglamedia7865 3 роки тому +2

    আপা আপনার পরামর্শ খুব ভালো লাগলো আমার এই সমস্যাটার সমাধান কিভাবে পাব আপা

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের সাথে অনলাইনে কথা বলে সেবা নিতে পারেন কিংবা নিজে এসে সেবা নিতে পারেন। ডাক্তারদের সাথে কথা বলতে অ্যাপয়ন্টমেন্ট নিনঃ
      09638505505
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
      Level # 6 & 14 - Union Heights (Square Hospitals extension building), 55/2 Panthapath, Dhaka - 1205, Bangladesh.

  • @engjahir3069
    @engjahir3069 2 роки тому +4

    আপনি যা বলেছেন তার অনেকটাই আমার শরীরের ভিতরে আছে এজন্য অনেক ডক্টর দেখিয়েছি অনেক টেস্ট করিয়েছি কোন সমাধান পাচ্ছিনা

  • @quazikabir546
    @quazikabir546 Рік тому

    আপু, কথা অনেক ভালো লাগলো, আপু আমি বগুড়া থেকে বলছি, আমার বয়স 42 বছর, আমি, চার বছর হল ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছি, যদিও আমার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, আমি লিনাক্স 5 ওষুধ খাই, আমি পারিবারিকভাবে নানা অশান্তিতে ভুগি, 2018 সালে পারিবারিক অশান্তি তে আমি একবার হারপিকের এক ফোঁটা খেয়ে নিয়েছিলাম, যদি হতো এমন কিছু হয় নাই, হাসপাতালে 4 দিন থাকার পর আমাকে ছেড়ে দিয়ে ছিল, বাগধারা না সেজন্যই আমার ডায়াবেটিস হয়েছে, যাইহোক আপনার কাছে যেটা শুনতে চাচ্ছি তা হল, আমার বুকে বাম পাশে বেস্ট এর উপরিভাগে, বাম হাতের জয়েন্ট এবং বগলের নিচে, মাঝে মাঝে ঘারেএবং বাম পাজরের কাছে ব্যথা হয়, আমি তিনবার ইসিজি করেছি, কার্ডিয়লজিস্ট কে দেখানোর পরে রক্তে ট্রপোনিন পরীক্ষা, সোনোগ্রাফিগ্রাফি এবং ইটিটি পরীক্ষা করে আপনার সব নরমাল আছে, সে আমাকে carba,indover,ñewrolin,rosomax ঔষধ খেতে দেয়, দেড়মাস কন্টিনিউ করেছি, আমার বুকের ব্যথা করে এবং তিতো হয়ে পড়ি এবং তখন আরো বেশি করে কিসের ব্যথা আপু,এখন আমার কি করনিয়, প্লিজ আপু জানালে কৃতার্থ হতাম

    • @quazikabir546
      @quazikabir546 Рік тому

      চিন্তিত

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  Рік тому

      আমরা খুবই দুখিঃত।
      ভালো হয় যদি আপনি একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন। আপনি চাইলে আমাদের ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। অ্যাপয়ন্টমেন্ট নিতে চাইলে কল করুনঃ09638505505 অথবা 01763438148
      ধন্যবাদ আমাদের সাথেই থাকুন।

    • @quazikabir546
      @quazikabir546 Рік тому

      @@LifeSpringLimited এটা কি মোবাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শোনা যাবে নাকি ঢাকায় যেতে হবে

  • @SumaiyaBinteismail
    @SumaiyaBinteismail 11 місяців тому +3

    ম্যাম আমি খুব বেশি টেনশন করলে বুকের বা পাশে খুব ব্যাথা করে এবং সবসময় হয় এবং অনেক্ষন থাকে এবং শ্বাস কষ্ট ও হয়

    • @shehnajsarwarayraasmom8068
      @shehnajsarwarayraasmom8068 8 місяців тому

      Apnar prblm ki solve হয়েছে? আমিও বেশি টেনশন করলে আমার এই সমস্যা হয়।

    • @SumaiyaBinteismail
      @SumaiyaBinteismail 8 місяців тому

      @@shehnajsarwarayraasmom8068 না আপু

  • @manikporosh6974
    @manikporosh6974 2 роки тому +2

    অতি মুল্যবান কথা বলেছেন,

  • @mehedy278
    @mehedy278 2 роки тому +1

    আপু আমার সকালে পিছাব ফেরার সময় যদি একটি সালকা চাপ দিই তো বুকের মাঝে খিল মেরে ধরে আর তার পাশা পাশি বাম হাত বা ডান হাত আবাস হয়ে আসে। আবার ১ মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যায়। এটা কেন হয় একটু যদি বলতেন অনেক উপকার হতো

  • @user-bc8nf5fr9r
    @user-bc8nf5fr9r 2 роки тому +1

    আমার বুক বরাবর পিঠে ব্যথা।মাঝে মাঝে বুকের বাম পাশ নিয়ে বরাবর পিঠ ব্যথা করে।আবার মাঝে মাঝে মনে হয় পুরা পিঠ নিয়ে বুকের পাজর সহ বিস।সাথে ঘাড় ব্যথা ও হয় মাঝে মাঝে। কিছুক্ষন দাড়াতে পারিনা।কিছুক্ষণ বসতে পারিনা।মনে হয় কোমর জাম হয়ে যায়। আমার মনে হয় আমার ঘাড় থেকে কোমর পযন্ত পুরা মেরুদণ্ড সমস্যা।কি করবো বুঝতেছি না। এক্স রে করিয়েছি। ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই তবে দৈনন্দিনের কাজ না করলে ভালো থাকবো বলেছে।আমার বয়স ৩৩ বছর।

  • @jasimjashore7502
    @jasimjashore7502 3 роки тому +3

    খেতে গেলে বুকে প্রচন্ড ব্যাথা করছে খেতে পারছি না কি করনীয়? আমার আঙুল কেটে গিয়েছিল তাই ঔষধ রাতে ঘুমানোর সময় পানি ছাড়া খেয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে তার পরে খাবার সময় প্রচন্ড ব্যাথা

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      আপনার সমস্যাটি নিয়ে বিস্তারিত ভাবে কথা না বলে কোন সমাধান দেওয়াটা ফলপ্রসূহবে না। আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের কাছে এ ব্যাপারে সাহায্য নিতে পারেন। অনেকেই আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন। আমরা আশাবাদী যে আপনাকে ও আমরা সাহায্য করতে পারবো। অ্যাপয়ন্টমেন্ট নিতে ফোন করুনঃ
      09638505505
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।

    • @nudratjahanriya803
      @nudratjahanriya803 2 роки тому

      Following

    • @shehnajsarwarayraasmom8068
      @shehnajsarwarayraasmom8068 2 роки тому

      অাপনার এই সমস্যার কি হয়েচে? এখন কেমন অাছেন অাপনি?

  • @ahdarifhossain644
    @ahdarifhossain644 2 роки тому +1

    আপু বুকে হালকা ব্যথার জন্য। কি বিশেষজ্ঞ ডক্টর দেখাতে হবে বলবেন প্লিজ??

  • @hamedhosen281
    @hamedhosen281 2 роки тому +1

    আমি সৌদিআরব থেকে বলছি আপু আমার পেটের উপরের অংশ তীর বেথা করে আমি অনেক ডাক্তার কাছে গেছি কেউ রোগ ধরতে পারে নি কিন্তু আমার এখন অনেক বেশি বেথা করে আমি এখন আমায় একটা শটটি একটা পরামর্শ দায় আপু আপনার মোবাইল লম্বা দায় আপু আপনার লম্বা দিলে আমার অনেক টা ভালো হয় ইশাআল্লা

  • @zillurahmmedzillur2983
    @zillurahmmedzillur2983 Рік тому

    আপু, আমার মুরগির খামারের ব্যবসা আছে। আমি নিজেই কাজ করছি দশ বছর। তার পুর্বে বিদেশ ছিলাম। এখন এক মাস হলো পুরো বুক শুধু কাজের সমর ব্যথা করে। স্বাভাবিক হতে কাজ শেষে এক ঘন্টা পার হয়ে যায়,আমার এজমা আছে। এখোনও ডাক্তার কে দেখানি, কোন ডাক্তার দেখালে স্থায়ী ভাবে ভালো হবো।

  • @user-rh6ow7in1j
    @user-rh6ow7in1j 2 місяці тому +1

    আমার বুকে কেমন ব্যথা করে আমি তো বুঝতে পারছি না মানে একবার বাম পাশে একটু ব্যথা করে আবার ডান পাশে একটু ব্যথা করে পিঠে ব্যথা করে আর শাস নিতে কষ্ট হচ্ছে 😢😭🥺😩😫

    • @rhanik504
      @rhanik504 Місяць тому +1

      আমারও সেম ভাই,,কোনো সলিউশন পাইছেন?

  • @MimnoyiMahi5
    @MimnoyiMahi5 Рік тому +1

    আপু আমার এই প্রথমবারের মতো বুকে ব্যথা হচ্ছে খুব কষ্ট হয় আর চার থেকে পাঁচ দিন ধরে রেয়েছে আমার বুকের বাম পাশে আর খুব মাথা ব্যথা আর হার্বিড খুব দ্রুত লাফাই আমি কি করবো বুঝতে পারছি না প্লিজ আমার কমেন্ট এক এনসার দিয়েন😢

  • @MDSaddam-sv3pi
    @MDSaddam-sv3pi Рік тому +1

    বাচ্চার বয়স ১৪/১৫বছর হবে। হঠাৎ বুকের মাঝখানে ব্যথা করছে। বিষয় টা কি বুঝতে পারছি? এখন রাতও করনীয় কি এখন??

  • @hasanzahid6354
    @hasanzahid6354 Рік тому +2

    জাযাকাল্লাহ খাইরান 🖤

  • @allahtumerohomotdankoro3932
    @allahtumerohomotdankoro3932 2 роки тому +2

    আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে। আমার বুকের ডান পাশে ব্যথা আমি ডাক্তার দেখাইছি তিনি বলছেন ফুসফুসে ইনফেকসন আর বুকে কোন কারনে চাপ বা টান লাগার কারনে ব্যাথা বাট আমার শ্বাস কষ্ট আছে। এখন কাশি উঠলে ব্যাথা প্রচন্ড বেরে যায় কমছে না। আমার এখন করনিয় কি আর কোন ডাক্তার দেখালে ভালো হবে একটু বলবেন প্লিজ

    • @harunurrashid2437
      @harunurrashid2437 Рік тому

      ভাইয়া আপনি এখন সুস্থ হইছেন জানায়েন

  • @bestfriendforeverrk2494
    @bestfriendforeverrk2494 Рік тому +2

    আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে বলছি আমার বুকের মাঝখানে সব সময় ব্যাথা ব্যাথা অনুভব হয় । নিঃশ্বাস নিতে হালকা হালকা কষ্ট হয় বুকটা সব সময় দর বর করতে থাকে। আমি এখন কি ধরনের ডাক্তার দেখাতে পারি। আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। তাতে আমার কোন ফলাফল পাই না

  • @fahimaakter2600
    @fahimaakter2600 2 роки тому +1

    Tnq... Mam onak sondhor kore bolar jonno

  • @nusrat07070
    @nusrat07070 2 роки тому +5

    🙏ধন্যবাদ 🙏

  • @tahatv.banglabangla8987
    @tahatv.banglabangla8987 3 роки тому +2

    ডাক্তার আপা
    আমার বুকের মাঝে ( করির স্থানে) ব্যাথা বেশ কিছু দিন ধরে রয়েছে, আর কোন সমস্যা নেই,শোয়া থেকে বসার সময় ব্যাথাটা পেয়ে থাকি, এটা কি সমস্যা হতে পারে।

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      আপনার সমস্যাটি নিয়ে বিস্তারিত ভাবে কথা না বলে কোন সমাধান দেওয়াটা ফলপ্রসূহবে না। আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের কাছে এ ব্যাপারে সাহায্য নিতে পারেন। অনেকেই আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন। আমরা আশাবাদী যে আপনাকে ও আমরা সাহায্য করতে পারবো। অ্যাপয়ন্টমেন্ট নিতে ফোন করুনঃ
      09638505505
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।

    • @hmmusic4203
      @hmmusic4203 3 роки тому

      আমার ও সেম,

    • @sumonsumon3121
      @sumonsumon3121 2 роки тому

      এখন কি অবস্থা আপনার?

    • @sumonsumon3121
      @sumonsumon3121 2 роки тому

      @@hmmusic4203 এখন কি অবস্থা আপনার?

  • @harunurrashid2437
    @harunurrashid2437 Рік тому +1

    আসসালামু আলাইকুম আপু ১মাস জাবত বুকে হালকা ব্যাথা অনুভব করছি ওষুধ খাচ্ছি কোনো ফল পাচ্ছি না। আমি আপনার সরাপ্নন হতে চাই। দয়া করে কোন মেডিক্যাল বসেন জোগাজোগ করতে পারলে উপকার হতো। আমি মিরপুর ১৩ থাকি

  • @samratbaidya7413
    @samratbaidya7413 3 місяці тому

    দাদা আমি অতিরিক্ত ভাড়ি বোঝা তোলার দুদিন পর থেকে সারা শরীলে ব্যাথা ও জ্বর অনুভব করছি !! ব্যাথার মেডিসিন নেওয়ার পরে,, জ্বরটা আর নেই কিন্তু এখনো বুকের ভেতরে হালকা করে জালা পোড়া করতেছে
    কি করবো এখন ?

  • @jfjohaislam633
    @jfjohaislam633 2 роки тому +1

    Onk sahos pailam mem tnxqq very much

  • @TipsAR42
    @TipsAR42 2 роки тому +1

    ম্যাডাম বুকের খাঁচা বাম পাশ দুই হাত নিচে দিলে ব্যথা করে মাঝে মাঝে যখন নিচে হয়ে থাকলি পরে যখন আবার উপর দিকে উঠে পড়ে বুকে ব্যথা করে দুইটা না যখন নিজ দিকে চাপ দেই তখন ব্যথা করে ব্যথাটা পড়ায় দুই বছর যাবত

  • @mon-kadestatus4086
    @mon-kadestatus4086 11 місяців тому +1

    ম্যাম আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার বয়স 20 বছর । ম্যাম আমার বুকের মধ্যখানে আবার মাঝে মাঝে বুকের ডান পাশে চিহ্নিত করে ব্যাথা করে উঠে। আবার কিছুক্ষণ পর চলে যায়। এটা সাধারণত ১সপ্তাহ পর আবার ২-৪ -৫ দিন পর ও এই ব্যাথা টা অনুভব করি । যখন ব্যাথা টা উঠে তখন শাস নিলেই ব্যাথা করে প্রচুর । এতে আমার করনীয় কি । এটা কি হার্টের সমস্যা দয়াকরে পরামর্শ দিবেন পীজ😮

    • @shehnajsarwarayraasmom8068
      @shehnajsarwarayraasmom8068 8 місяців тому

      আপনার কি এই সমস্যা কমেছে।আমার ও সেইম সমস্যা

    • @marzanrimi7516
      @marzanrimi7516 6 місяців тому

      Amro same apni ki valo hoicen?

  • @m.dmammanmamman2860
    @m.dmammanmamman2860 Рік тому

    মেডাম আপনার কথাটা খুব ভালো লাগছে আমি দুবাই থেকে ভিডিও টা দেখেছি😊

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  Рік тому

      ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটির জন্য।আমাদের সাথেই থাকুন।

  • @RiyaMoni-wq9kd
    @RiyaMoni-wq9kd Рік тому +3

    ধন্যবাদ আপনাকে,,, আল্লাহ আপনাকে ভালো রাখুক 💓💓

  • @sknaiem6518
    @sknaiem6518 3 роки тому

    ধন্যবাদ আপনাকে ।
    আপনি যেই তিনটা মেডিসিনের কথা বোলেছেন, প্রথন সিন্ড্রোম থাকলে শেগুলো কি সেবন করতে পারি । বা তিনটাই কি একই নাকি, তিনটা ভিন্যকাজ করে। আর কতোদিনের ডোজ খেতে হবে । জানাবেন প্লিজ।

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের ডাক্তারদের সাথে কথা বলেন। তারা এসব বিষয়ে অভিজ্ঞ এবং উনারা আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারবেন। ডাক্তারদের সাথে কথা বলতে অ্যাপয়ন্টমেন্ট নিনঃ
      09638505505
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।

  • @sujonhossen3261
    @sujonhossen3261 2 роки тому +1

    ভাত বা অন‍্য কোন খাবার খেলে বুকের ডান পাশে ব‍্যাথা করে এর কারন কি pls জানাবেন

  • @pinkipinki72
    @pinkipinki72 3 роки тому +4

    আমার বুকের ডান পাশে ব্যাথা হয়। গ্যসটিকের ওউষদের মাধ্যেমে কিচুটা কমে / অথবা পুরো ভালো হয়।আবার ব্যাথা শুরু হয়। এখন কি করি ?

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому +1

      আপনার সমস্যাটি খুবই সংবেদনশীল। আপনার সমস্যাটি নিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করলে উপকৃত হবেন। অনেকেই এমন সমস্যা নিয়ে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট সেকশনে কল করে আপনার সমস্যার কথা বললেই তারা আপনাকে এই বিষয়ের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট নিতে সাহায্য করবেন। কল করুনঃ
      +8801763438148
      +8801776110510
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।

    • @pinkipinki72
      @pinkipinki72 3 роки тому

      @@LifeSpringLimited আপনাদের অনেক অনেন ধন্যবাদ বিশেষ মতবাদটি দেওয়ার জন্য।

    • @bablumondal196
      @bablumondal196 3 роки тому

      আমারও right side

  • @JamalKhan-qp1vr
    @JamalKhan-qp1vr 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম আমার কয়দিন ধরে ভারী কোনো কাজ করতে পারছিনা অবস্থায় চলে আসছি এডভান্স সেটিং ব্যথা করছে মাঝে মাঝে রোদে গেলে সুর গুড়া গুড়া হচ্ছে ঈশ্বরদীতে কষ্ট হচ্ছে এই রোগটা কি

  • @MdRasel-ei3xe
    @MdRasel-ei3xe Рік тому

    মেম খুব সুন্দর আলোচনা করলেন ধন্যবাদ ❤️❤️❤️😥😥

  • @user-bw4kw1kt6g
    @user-bw4kw1kt6g 7 місяців тому +1

    ভালো লাগলো

  • @mdmahedihasan2648
    @mdmahedihasan2648 Рік тому

    হার ভাঙ্গা পরিশ্রম করার কারনে যুদি ব্যাথা হয় তখন কি করনিয় আর কিভাবে তা থেকে পরিত্রান পাওয়া যাবে একটু যুদি বলতেন খুব উপকৃত হতাম

  • @tasdidprodhan01
    @tasdidprodhan01 4 години тому

    ধন্যবাদ

  • @needvoice8239
    @needvoice8239 Рік тому +4

    অতিরিক্ত খেলে বুক ব্যাথার সমাধান বলুন

  • @arjinmoni1531
    @arjinmoni1531 Рік тому

    Assalamualaikum, ,,apnake onk dhonnobad mem,,,,,amr buke onk bheta hoy r bheta howar somoy nissash nite kosto hoy ,,,ame doctor dekayce amk just 2ta osut dilo Reelife,Beklo 5
    Aygola Khiye amr kono opukar hossena

  • @mohiuddin5843
    @mohiuddin5843 3 роки тому +3

    Thanks 🌹

  • @mahinmysha1373
    @mahinmysha1373 2 роки тому +2

    আপু আপনার অনেক ধন্যবাদ

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  2 роки тому

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @mdhazrataliabuhadeja8531
    @mdhazrataliabuhadeja8531 Рік тому +1

    ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে

  • @arafathossain6773
    @arafathossain6773 3 роки тому +4

    অসাধারণ বুঝিয়েছেন 😍😍😍

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому +1

      ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।

  • @user-ph9sw6me9d
    @user-ph9sw6me9d 2 роки тому +1

    ধন্যবাদ আপনাকে

  • @MDIsmail-qx6pe
    @MDIsmail-qx6pe 11 місяців тому +1

    আল্লাহ্ আপনাকে ভালো রাখোক

  • @MdNurislamHridoyA
    @MdNurislamHridoyA Рік тому +1

    ধন্যবাদ মেডাম

  • @fm-farhanmamun3217
    @fm-farhanmamun3217 3 роки тому +1

    আপু,,আমার মাজে মধ্যে শাস নিলে বুকে হঠাৎ করে ব্যাথা করে ওঠে। এখন এর সমাধান কি একটু জানাবেন প্লিজ♥

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      আপনার সমস্যাটি খুবই সংবেদনশীল। আপনার সমস্যাটি নিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করলে উপকৃত হবেন। অনেকেই এমন সমস্যা নিয়ে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট সেকশনে কল করে আপনার সমস্যার কথা বললেই তারা আপনাকে এই বিষয়ের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট নিতে সাহায্য করবেন। কল করুনঃ
      +8801763438148
      +8801776110510
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।

  • @ashimpaul926
    @ashimpaul926 2 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ আপা

  • @lopafaria.9407
    @lopafaria.9407 Рік тому +1

    ম্যাম, আমার বয়স ২১। আমি বাম কাত হয়ে ঘুমালে না শুলে বুক ব্যাথা করে আর তখন জোরে শ্বাস নিতে চাইলেও ব্যাথা করে। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। প্রায় ১ সপ্তাহ যাবৎ এমন হচ্ছে। এমন কেনো হচ্ছে? হেল্প করেন প্লিজ।

    • @MSTRUNA-um8wn
      @MSTRUNA-um8wn 6 місяців тому

      সেইম আমার ও

    • @lopafaria.9407
      @lopafaria.9407 6 місяців тому

      @@MSTRUNA-um8wn solution paisen?
      Ami ekhono vugchi ei shomosshay.. doctor kache jeteo voy lage

    • @marzanrimi7516
      @marzanrimi7516 6 місяців тому

      ​@@lopafaria.9407amro same onek Doctor dekhaici valo hoiteci na😭

  • @MdAbuBakkor-sx1bo
    @MdAbuBakkor-sx1bo 6 місяців тому +1

    Thank you madam

  • @brokenangel8337
    @brokenangel8337 3 роки тому +3

    Tnx Mem. From Thakurgaon Nursing Institute.

  • @shamimaaktherrube8061
    @shamimaaktherrube8061 Рік тому +1

    Thank you

  • @bibikhodeja2415
    @bibikhodeja2415 2 роки тому

    মেডাম আমার পিওে পাথর আছে,ডান হাতের দিকে প্রায় ব্যাথা হয়,এখন হঠাত বুকের মধ্য খান জুড়ে ওজন ও ব্যাথা একই সময়ে উঠে ২ ঘণ্টা প্রায় পরে ঠিক হয়ে যায়(,রসুভা, 10mg, রেনসিস২০mg, ইডেভার 10mg, ইসোনিক্স ২০mg খাচ্ছি, জরায়ু ইনপেকস্ন আছে,বুকে ও হাতের ব্যাথা কারণ বলুন।

  • @sharminkhan2043
    @sharminkhan2043 Рік тому

    আসসালামু আলাইকুম আপু,প্লিজ দয়া করে আমাকে সাহায্য করতে,আজ৫,৬দিন ধরে আমার বুকে খুব ব্যাথা বিষেশ করে কোনো কিছু পিলতে গেলে নামার সময় খুব ব্যাথা হচ্ছে,পিঠে ও ব্যাথা হচ্ছে,মনে হচ্ছে বুকের ভেতরে কিছু একটা আটকে আছে,নিঃস্বাস নিতে বা এমনিতে ব্যাথা লাগেনা শুধু খাবার খেতে অতিরিক্ত ব্যাথা লাগছে,ঠিক মতো খেতে পারছিনা,বুক,পেট হালকা জ্বালাপোড়া ও করে।প্লিজ বুন এটা কিসের ব্যাথা কি খেলে বা করলে ভালো হবে।প্লিজ আপু সাহায্য করেন আমাকে😭😭😭😭

  • @mamun07media
    @mamun07media 2 роки тому

    ম্যাম আমার বুকের বাম পাশের উপরের অংশে বোন জয়েন্টে মাঝে মাঝেই সুচের মতো ব্যাথা অনুভব হয়,, হাঁচি বা কাশির সাথেও এবং নিচু হলেও ব্যাথা অনুভব হয়,, এক্সরে এবং ইসিজি রিপোর্ট নরমাল,, তবে ব্যাথা কেন হচ্ছে,, এই ব্যাথাটা আমার পোষ্ট কোভিডের পর থেকেই হচ্ছে, আগে ছিলো না

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  2 роки тому

      আপনি চাইলে আমাদের ডাক্তারদের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। তারা অভিজ্ঞ এবং তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট নিতে চাইলে কল করুনঃ
      09638505505
      প্রতিদিন কাল ৯ টা- রাত ৯ টা।

  • @QuranSunnaAmol24-sm2jp
    @QuranSunnaAmol24-sm2jp 2 роки тому

    স্যার আমার হঠাৎ হঠাৎ বুকের নিচে খ্যাচার বা করির পাশ বরাবর ব্যথা করে এটা তিব্র ব্যথা । এটা ২ থেকে ৪ মি. এর মধ্যে আবার ঠিক হয়ে যায় (এটা সব সময় হয়না মাসে একবার হতেও পারে নাও পারে। তবে ব্যথা হয় এটা কয়েকবার হয়েছে) প্লিজ স্যার একটু বলবেন❤️

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  2 роки тому

      আপনার সমস্যাটি নিয়ে বিস্তারিত ভাবে কথা না বলে কোন সমাধান দেওয়াটা ফলপ্রসূ হবে না। আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের কাছে এ ব্যাপারে সাহায্য নিতে পারেন। অনেকেই আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন। আমরা আশাবাদী যে আপনাকে ও আমরা সাহায্য করতে পারবো। অ্যাপয়ন্টমেন্ট নিতে ফোন করুনঃ
      09638505505
      প্রতিদিন সকাল ৯ টা- রাত ৯ টা।

  • @sajidsujon82
    @sajidsujon82 Рік тому

    আমার বুকের ডান পাশে পাঁজরের হারের উপর বরাবর 10 সেকেন্ড এর মত ব্যাথা করে আমার স্বাভাবিক হয়ে যায়। এটা প্রায় 1 মাস যাবত হয়ে চলছে। প্রতি ঘন্টায় 3,4 বারের মতো ব্যাথাটা দেখা দেয়। আমার করণীয় কি ?

  • @user-jq8vi3vo6g
    @user-jq8vi3vo6g Рік тому +1

    ওষুধ সেবন করার পর বুকের উপরে হার দিয়ে প্রচন্ড ব্যথা করে এবং শ্বাস নিতে কষ্ট হয় হওয়ার কারণ কি

  • @gobindadebnath2615
    @gobindadebnath2615 3 роки тому

    খুব সুন্দর টিপস অনেক দন্যবাদ থেঙ্কইউ মেম

    • @gobindadebnath2615
      @gobindadebnath2615 3 роки тому

      মেম আমি পচিমবঙ্গে থাকি করোনার ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছিনা কিছু দিন আগে পায়ে শাবল পরে ইনফেকশন হয় ডাক্তারের পরামসে ওষুধ খাওয়ার পর থেকে বুঁকের বা পাশে ব্যথা হচ্ছে এখন আমার কি করা উচিৎ পায়ের ব্যথা ও কমে নি

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      আপনার সমস্যাটি নিয়ে বিস্তারিত ভাবে কথা না বলে কোন সমাধান দেওয়াটা ফলপ্রসূ হবে না। আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের কাছে এ ব্যাপারে সাহায্য নিতে পারেন। অনেকেই আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন। আমরা আশাবাদী যে আপনাকে ও আমরা সাহায্য করতে পারবো। অ্যাপয়ন্টমেন্ট নিতে ফোন করুনঃ
      09638505505
      (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।

  • @ANOWARMARJAHAN
    @ANOWARMARJAHAN Рік тому

    ম্যাডাম আমার স্ত্রীর বুকে ২৪ ঘন্টা ব্যথা করে।ডাক্তার দেখানো হয়েছে কিছু টেষ্ট করানো হয়েছে,মেডিসিন দিয়েছে কিন্ত একমাস সেবন করে কোন ফলাফল আসছে না।এখন কি করতে পারি? শ্বাস নিতেও কষ্ট হয়

  • @princesarker6891
    @princesarker6891 2 роки тому

    মেম আমার সহধর্মিণীর বুকে দুই দিকে বেথা অনুভব করে।বুকের মাঝখানে ও হয় এবং গেস ও হয়। বেথা অনুভব হলে ডান দিক থেকে বাম দিক ঘুরতে পারে না।কি করব মেম।ডক্টর দেখাইছি ও অনেক টেস্ট করানু হইচে কিন্তু রোগ পায় না।মেম আমি খুব চিন্তিত আমার ৩ বছরের বাবু আছে। আমার অনেক চিন্তা হয়। মেম প্লিজ রিপ্লে দেন।শাসকস্ট হয় বুক দরপর ও করে।

  • @user-le4bc1rv9e
    @user-le4bc1rv9e Рік тому +1

    Thanks ❤❤❤

  • @safiasafia3518
    @safiasafia3518 3 роки тому

    sir আমার গত ২ বছর ধরে বুকের বামপাসে ব্যাথা কখনো আবার ডানপাসে।আবার মাঝেমধ্যে বুকের মাঝখানে ব্যথা হতো। তারপর গত ৭ মাস আগে ইকু করিয়ে জানতে পারি আমার mild mitral regurgitation আছে ( একটা হাটে্র ভালবে সামান্য সমস্যা) আমার বয়স ১৯। আজ গত ২দিন ধরে আমার বুকের মাঝখানে কিছুহ্মণ পর পর বেথ্যা করতেছে আর বেথ্যা টা ১/২ মিনিট মত করে।বেথ্যা টা হাটলে বেশ ভাল করেই ফিল করতে পারতেছি। এখন কি করবো সার অনেক ভয় লাগতেছে।

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  3 роки тому

      সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের ডাক্তারদের সাথে কথা বলেন। তারা এসব বিষয়ে অভিজ্ঞ এবং উনারা আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারবেন। ডাক্তারদের সাথে কথা বলতে অ্যাপয়ন্টমেন্ট নিনঃ
      09638505505
      প্রতিদিন সকাল ৯ টা- রাত ৯ টা।

  • @mdmahedi5650
    @mdmahedi5650 2 роки тому +1

    বুকের মধ্যে ব্যাথা কি করে এই সমস্যা দুর করবো। আপু বলেন

  • @ranarana-ro2qz
    @ranarana-ro2qz 2 роки тому +1

    দন্নবাদ আপু সটিক পরামর্শ দিয়েছেন

  • @armanchodhowry6208
    @armanchodhowry6208 2 роки тому +1

    আমার বুকে এখন ব্যাথা করতেছে খুব বেশি একদম ঠিক মধ্যে খানে আপু কি করতাম বলেন🙏

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  2 роки тому

      সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের ডাক্তারদের সাথে কথা বলেন। তারা এসব বিষয়ে অভিজ্ঞ এবং উনারা আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারবেন। ডাক্তারদের সাথে কথা বলতে অ্যাপয়ন্টমেন্ট নিনঃ
      09638505505
      প্রতিদিন সকাল ৯ টা- রাত ৯ টা।

  • @tahidulhaque6520
    @tahidulhaque6520 2 роки тому

    আমি পেশায় শিক্ষক, এ পেশায় প্রায় ৪ বছর, বয়স ৩২। সম্প্রতি আমার বুকের মাঝখানে মৃদু ব্যথা ও চাপ অনুভূত হচ্ছে, একই সাথে গলা ব্যথা করছে, কথা বলতে ইদানিং কষ্ট হচ্ছে। প্রসঙ্গত, আমার বাম নাকের হাড় বাঁকা, শ্বাসকষ্টও হচ্ছে, মনে হচ্ছে কণ্ঠনালী সংকীর্ণ হয়ে যাচ্ছে।
    আমাকে কিছু পরামর্শ দিন, আমি কি ডাক্তারের শরণাপন্ন হবো, এটি চিন্তার কিছু, নাকি ঘরোয়া চিকিৎসায় আরোগ্য পেতে পারি।
    ধন্যবাদ

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  2 роки тому

      It would be wise to consult a doctor at your earliest. Please call us at 09638-505505 to book an appointment with Dr. Munira.

  • @sharifulhasandurjoy3265
    @sharifulhasandurjoy3265 2 роки тому

    আসসালামু আলাইকুম আপু, আশা করি উওর দিবেন,,,
    আপু,, আমার বুকে ব্যথা করে, বুক মনে হয় পিঠের সাথে চেপে যায়,, শ্বাস নিলে মনে হয় নিশ্বাসের সাথে ভিতরে সব উপরে উঠে যায়,, নিশ্বাস ছাড়লে নিচে যায়,, বুকে ব্যথা হলে নিশ্বাস নিতে কষ্ট হয়,,, সাথে মাথাও খারাপ লাগে,,, ইসিজি ,, এক্সরে রক্ত পরিখা এগুলো করছি সবই নরমাল,, মুনসুর আলী মেডিকেল ,, মেডিসিন ডাক্তার দেখাইছি,,, যে ঔষধ গুলো লিখে দিছে সবই ঠিক মত খেয়েছি কোন পরিবর্তন হয়নি,,, খাবারে ও রুচি নেই অনেক স্বাস্থ্যহীনতা,,, যদি ভালো পরামর্শ দিতেন উপকৃত হইতাম

    • @LifeSpringLimited
      @LifeSpringLimited  2 роки тому

      আপনার সমস্যাটি নিয়ে বিস্তারিত ভাবে কথা না বলে কোন সমাধান দেওয়াটা ফলপ্রসূ হবে না। আপনি চাইলে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের কাছে এ ব্যাপারে সাহায্য নিতে পারেন। অনেকেই আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে উপকৃত হয়েছেন। আমরা আশাবাদী যে আপনাকে ও আমরা সাহায্য করতে পারবো। অ্যাপয়ন্টমেন্ট নিতে ফোন করুনঃ
      09638505505
      প্রতিদিন সকাল ৯ টা- রাত ৯ টা।

    • @mursalinrumaisa364
      @mursalinrumaisa364 2 роки тому

      Same amr o

  • @royalboy1365
    @royalboy1365 2 роки тому +2

    এত কিছু না বলে পরীক্ষা যা যা করে কিছু না পেলে সোজা হিসাব মানুষিক কারনে হচ্ছে বললেই তো হয়।

  • @monikadeb01
    @monikadeb01 Рік тому +1

    আমার বুকের বাঁ পাশে সুঁচের মতো ব্যথা হয় অথচ অন্য কোন উপক্রাম নেই,এ ব্যথা পিরিয়ডের আগে বেড়ে যায়, এর কারন কি?

  • @habibhabiba138
    @habibhabiba138 Рік тому

    আপু আমি দুই মাসের পেগনেন্ট আজকে আমার বুকে।অনেক ব্যাথা এখন সন্ধা হয়ে গেয়ে আমি তো সাধারন কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না আমি কি করবো প্লিজ জানাবেন😂😂😂

  • @PiyaSarkar-lb6fy
    @PiyaSarkar-lb6fy Рік тому

    আচ্ছা মেম আমার হাসবেন্ট এর ১ বছর যাবত বুকের মাঝখানে বেথা সব টেস্ট করছি।কিছু ধরা পরে না ।