YouTube এ এই প্রথমবার Lucky Bamboo গাছের বিশেষ পরিচর্যা ।

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • ☯️ ফেংশুই মতে Lucky Bamboo ঘরে রাখা সৌভাগ্যের প্রতীক। যদিও এরা কতটা সৌভাগ্য আনতে সক্ষম সেটা কিন্তু আমার জানা নেই।
    🎋 তবে এরা ভীষণ ভালো, Air purifier plants । ঘরের বাতাসকে কার্বন-ডাই-অক্সাইড মুক্ত করে শুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দেওয়ার কাজটা এরা খুব ভালোই করে থাকে।
    🏡 আর ঘরে এরকম দুই একটি Lucky Bamboo থাকলে দেখতেও ভালো লাগে। আজকাল ঘর সাজানোর জন্য যে সমস্ত গাছ ব্যবহার হয়ে থাকে তাদের মধ্যে এই Lucky Bamboo অন্যতম।
    🎍 আজকের এই ভিডিওতে Lucky Bamboo বাড়িতে রাখার সম্পূর্ণ পদ্ধতি ( কোথায় রাখবেন, কেমন জল দেবেন, কতটা আলো প্রয়োজন, খাবার অর্থাৎ সার দিতে হয় কিনা, মরে যায় কেন ইত্যাদি ) এবং অনেক বছর ভালো রাখার উপায় অর্থাৎ প্রায় সমস্ত কিছু নিয়েই বিশদে আলোচনা করা হয়েছে।

КОМЕНТАРІ • 17