#তবে_ভালোবাসো_কী

Поділитися
Вставка
  • Опубліковано 5 бер 2024
  • #তবে_ভালোবাসো_কী#সকল পর্ব #গল্প#Heart Touching story #Bangla short story #Romantic Story
    #লেখনীতে- #Mehek_Enayya
    সামনে বসা নিজের হবুবরকে দেখে ভড়কে যায় মাহানুর। একবার তার বেস্টফ্রেন্ডের দিকে তাকাচ্ছে তো আরেকবার স্মুখীন বসা ছেলেটির দিকে। ফ্যামিলির পছন্দ করা ছেলের সাথে দেখা করতে এসেছিলো মাহানুর। আপাদত তার বিয়ে করার সখ নেই। কিন্তু পরিবারের বাধ্য মেয়ে! তাই বড়দের মুখের ওপরে না করতে পারলো না। ভেবেছিলো এখানে এসে উল্টাপাল্টা কথা বলে পাত্রকে বলবে বিয়ে ভেঙে দিতে। সঙ্গী হিসেবে নিজের বেস্টফ্রেন্ডকেও সাথে নিয়ে এসেছে। কিন্তু এখন পাত্রকে দেখে মিনেশা পারে না হাত পা ছড়িয়ে এখানেই কান্না করে দেয়!
    মাহানুরের বেস্টফ্রেন্ড তন্দ্রা মেকি হাসি দিয়ে সামনে বসা ছেলেটির দিকে তাকায়। ভোঁতা মুখে বলে,
    -ভাইয়া ভালো আছেন?(তন্দ্রা)
    -হ্যাঁ আপু। আপনি ভালো আছেন?
    -জি ভাইয়া। আপনিই কী হামযা চাচ্চুর বন্ধুর ছেলে? আপনি দেখতে আসলেই অনেক হ্যান্ডসাম!(তন্দ্রা)
    মাহানুর বিস্ময়বিমূঢ় হয়ে তাকায় তন্দ্রার দিকে। মনে মনে বলে,"এই ছেরির মাথা আবার গেলো নাকি!" মাহানুর সম্পূর্ণ এটিটিউড নিয়ে জিজ্ঞেস করে,
    -আপনিই তাহলে আরহাম চৌধুরী? আমার বাবা চাচারা আপনার কী যে তারিফ করলো আমার সামনে ভাই রে ভাই! কিন্তু এ তো দেখি মুলা!(মাহানুর)
    -আমি আস,,,,,,,,,,,,
    -ঐ মিয়া দাঁড়ান আমার কথা শেষ হয়নি। আপনিই কী আর্মি? সিরিয়াসলি ভাই এই হেংলা পাতলা শরীর নিয়ে যুদ্ধ কীভাবে করেন? আপনার জন্য তো দেখছি বাংলাদেশ যুদ্ধে হেরে যাবে! আপনার থেকে তো মনে হয় আমিও ভীষণ শক্তিশালী! (মাহানুর)
    -কী হলো মিস্টার মুলা? আপনার কী আবার কথা কম বলারও অভ্যাস আছে নাকি? আচ্ছা ভাই আমরা যাই। সযত্নে আমার বাপ্ চাচাদের ফোন করে বলে দিয়েন মেয়ে আপনাকে রিজেক্ট করে গিয়েছে। লাগবো না আমার আর্মি। আমি রিকশালাকে বিয়ে করবো। (মাহানুর)
    বসা থেকে উঠে দাঁড়ায় মাহানুর ও তন্দ্রা। বসা ছেলেটি এখনও ভেবছেঁকা খেয়ে বসে আছে। মাহানুরের সব কথা তার মাথার ওপর দিয়ে গেলো। দেখতে কত সংস্কারি লাগে অথচ মুখের ভাষা!
    #জীবনের গল্প
    #সত্য ঘটনা অবলম্বনে
    • অদ্ভুত_আঁধার_এক

КОМЕНТАРІ • 8

  • @molychatterjee8316

    খুব সুন্দর

  • @mousomekhatun8930

    এত গল্প দিতাছেন এক পলশা বৃষ্টি এই গল্প দেন না কেন?

  • @molychatterjee8316

    দু সপ্তাহ হয়ে গেল এক পশলা ঝুম বর্ষায় আসছে না কিন্তু নতুন নতুন গল্প আসছে । আর কোনো গল্প পড়বই না ।

  • @binajanaroysona1755

    Last parbo plz

  • @Mitacartoontv12

    এক পশলা বৃষ্টি গল্প দিচ্ছেন না কেন

  • @shamimayasmin1118

    গ্রামের নাম খুলনা হয় নাকি? হাস্যকর🤪