Uttaradhikar 3rd & Final Part By Samaresh Majumdar | Deep | Mir |

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 697

  • @sanjibbanerji2038
    @sanjibbanerji2038 16 днів тому +81

    অন্যান্য চ্যানেলের মতন শুধু রহস্য গোয়েন্দা গল্প না করে মীর যে বাংলা সাহিত্যের সমুদ্র থেকে মনিমুক্ত তুলে নিয়ে আসছে, সেটা ভীষণ প্রশংসাযোগ্য। তাই যারা এই ধরণের সাহিত্যকে উপভোগ না করে একঘেয়ে বলছেন, তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। ❤😊

  • @donasen2170
    @donasen2170 17 днів тому +56

    এত বড় উপন্যাস নিখুঁত ভাবে পাঠ করা খুবই ধৈর্যের ব্যাপার। মীর এব্যাপারে তুলনাহীন। ❤❤

  • @indranilsaha3373
    @indranilsaha3373 18 днів тому +154

    সমরেশ মজুমদারের "উত্তরাধিকার" সবকটি পর্ব মিলিয়ে প্রায় ১০ ঘন্টার গল্প 🔥🔥🔥
    গপ্পোমীরের ঠেকের এখনো পর্যন্ত সবচেয়ে বড় পরিবেশনা ❤❤❤
    ঠেকের সমস্ত শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏

  • @banalatamaji99
    @banalatamaji99 17 днів тому +37

    চোখে জল না এনে বুক ভরে কাঁদা যায় কথাটি একান্তই বাস্তব❤ লেখকের লেখা প্রতিটি লাইন যেন জীবন্ত হয়ে উঠেছে ক্যাপ্টনের কন্ঠে ❣️

    • @molyghosh2437
      @molyghosh2437 5 днів тому

      Ki bhison satyi.. Ki ek kasto jno tham mere buk e chap hoe bose ache

  • @mohimalaskar272
    @mohimalaskar272 17 днів тому +46

    উফফ কলকাতায় যাবার সময় অনিমেষ এবং শরিত শেখরের বিচ্ছেদের মুহূর্তটা যেনো বুকের ভেতর গিয়ে লাগছে 😢❤
    এত্ত সুন্দর উপস্থাপনা সবকিছু যেনো জীবন্ত চোখের সামনে ঘটছে ❤❤❤❤team goppo mir hats off 🎉love you from sankrail, howrah ❤❤❤

  • @aditydey4227
    @aditydey4227 14 днів тому +24

    'স্বর্গছেড়া'য় বসে স্বর্গছেড়ার কথা শোনার যে অনুভূতি তা প্রকাশ করার ভাষা নেই। সমরেশ মজুমদার অমর করে দিয়ে গেছেন জায়গাটাকে। Thank you to Mir sir and the entire team for presenting this masterpiece in such brilliant way.

    • @AnishGhosal
      @AnishGhosal 8 днів тому

      Dada sotti ke cha bagan ta acha 😢😮

    • @kaushikdas8847
      @kaushikdas8847 5 днів тому

      sorgochera ta kothy ??

    • @tanusrihalder7477
      @tanusrihalder7477 4 дні тому

      Sorgo cherata kothay??

    • @sagnikroy8754
      @sagnikroy8754 3 дні тому +1

      Swarga chera bole sotti kono toh nei sir,
      Apni ki similar kono jaygar katha bolchen jeta hoyto samaresh majumdar mathay rekhe ei golpo ta likhechen naa ki apnar imagination power ta etto tai higher level e ache je apni nijeke swarga cherar chaa bagan e ghurte dekchen mone mone?

  • @citizen8165
    @citizen8165 18 днів тому +91

    এই গল্পটা যেন অনেক না বলা গল্প বলে। যারা নব্বই এর দশকে জন্মেছি...এই উপন্যাস যেন গোটা দেশের,রাজনীতির, রাজ্যের সমগ্র গল্পটার একটা পরিষ্কার ছবি দেখায়...আমাদের দেশে যোগ্য প্রতিষ্ঠান কখনও ছিল না আজও নেই।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 12 днів тому +8

    কাহিনী যেমন আকর্ষণীয় তেমনই উপস্থাপনা ! সরিৎ শেখর চরিত্রটি বড়ো মন কেড়ে নিয়েছেন । সঙ্গে অনিমেষ ও! ❤❤

  • @debaratiroybarman9027
    @debaratiroybarman9027 16 днів тому +43

    "কম্যুনিস্ট এখন যেসব বড় বড় কথা বলছে সেগুলো বলারই জন্য! ওরা যদি ক্ষমতা পায় তাহলে আমরা যা করছি তখন তাই করবে" !
    কি ভীষণ সত্যি 😔

    • @dhrubabhattacharya3853
      @dhrubabhattacharya3853 5 днів тому

      ei kotha ti sob dol gulor jonnoi sotti, politics soccho bhabe korle kono din power e asbe.....eder modhye sob theke kom kharap kei vote dite hoy

    • @tanusrihalder7477
      @tanusrihalder7477 4 дні тому +1

      একদম।

    • @barshaparui4699
      @barshaparui4699 4 дні тому +1

      রাজা বার বার বদল করা যায়!
      প্রজা কিন্তু সেই একই থেকে যায়😅

  • @kalpitamahajan8642
    @kalpitamahajan8642 17 днів тому +30

    উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে হাতে পেয়েছিলাম "উত্তরাধিকার "। পড়ার বই পাশে রেখে মায়ের চোখ বাঁচিয়ে গোগ্রাসে গিলেছিলাম বইটা।অনিমেষের গুলি লেগেছে শুনে কেঁদে ফেলেছিলাম।তারপর পরীক্ষার শেষে পড়লাম
    " কালবেলা"।তারপর বহুবছর গড়িয়েছে। আবার শুনলাম আপনাদের চ্যানেলে।ধন্যবাদ আমাকে ওই ১৮ বছর বয়সটা আবার ফিরিয়ে দেওয়ার জন্যই 🙏🙏🙏🙏🙏🙏

    • @sampritydawn4281
      @sampritydawn4281 10 днів тому

      Ki valo 😁,amio erokom lukia lukia boi pori ❤

  • @p.d.c-249
    @p.d.c-249 8 днів тому +19

    "কালবেলা" আর "কালপুরুষ" চাই ❤ অসাধারণ লাগলো

    • @lipikakole9889
      @lipikakole9889 2 дні тому +1

      Sotti chai, chai, chai

    • @Spyder-r34
      @Spyder-r34 День тому +1

      আমাকে একটু বলবেন এটার পরে কোন বই টা পড়া উচিত , কালবেলা না কালপুরুষ ?

    • @p.d.c-249
      @p.d.c-249 День тому +1

      @Spyder-r34 কালবেলা

    • @Spyder-r34
      @Spyder-r34 День тому

      @@p.d.c-249 ধন্যবাদ

  • @osimakhatun310
    @osimakhatun310 18 днів тому +36

    অবশেষে কলকাতা চলে যাচ্ছে অনিমেষ.. নতুন অভিজ্ঞতা, অচেনা মানুষ, অধরা আনন্দ বেদনা.. সব মিলিয়ে অনিমেষ এর 'স্বর্গছেঁড়ার' স্মৃতি ঘাঁটা ছাড়া আর কিছুই নেই.. এভাবেই ছোটো থেকে কত কত অনিমেষ পরিণত হয় তার প্রতিচ্ছবি এই 🙏উত্তরাধিকার🙏.. 😢😢hat's off মীর আফসার আলী.. অনেক অনেক স্যালুট তোমায়.. 🙏🙏

  • @somnaths.m5774
    @somnaths.m5774 18 днів тому +57

    আগের দুটো পর্বই শোনা হয়েছে আমার, অনবদ্য! এখন মনে হচ্ছে, কিছুক্ষণের জন্য, অন্য এক জগত থেকে ঘুরে এলাম। যার হালকা অথচ মৃদু রেশ এখনো কাটিয়ে উঠতে পারছিনা। সেটা আমি মনে প্রানে চাইও না, যে আনন্দকে আমি স্পর্শ করে এসেছি, সেই স্পর্শটুকু সব সময় থেকে যাক আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন।।❤🙏🏻

  • @osimakhatun310
    @osimakhatun310 18 днів тому +36

    অসময়ে বড় হয়ে যাওয়া অনিমেষ, আজ যেন বেশি বেশি করে বড় হয়ে গেছে.. ছোট্ট 'অনি' টা আজ যেন সামঞ্জস্য পূর্ণ ব্যবহারে পরিণত.. আর এভাবেই ছোটরা কখন যে পরিপূর্ণ মানুষ হয়ে গেছেন, তা ওই সমরেশ মজুমদার এর উপন্যাস এই চিহ্নিত.. 🎉❤🎉 মীর আফসার আলীর কন্ঠে আজ গপ্পো পাঠ শুনে মনে হচ্ছে, পরিণত অনিমেষ আরও কঠোর ভাবে অভ্যস্ত হয়ে গেছেন যুবক হয়ে যেতে.. ❤💐মুভিং কাসেল এর চরিত্র খানা বেশ মজার.. 😊 🙏🌿🙏😘😘😘😘

    • @YuvarajMarik-c5i
      @YuvarajMarik-c5i 13 днів тому

      Shesh hoyeo hailona shesh. Atripti roye gelo ....

  • @parthsarathikarmakar7884
    @parthsarathikarmakar7884 18 днів тому +14

    Thanks

  • @piyalichattopadhyay990
    @piyalichattopadhyay990 11 днів тому +4

    "অনেকদিন মাটির থেকে দূরে থাকলে, শিকড় আলগা হয়ে যায়"
    " কোনো সৃষ্টির সময় যদি যন্ত্রণা না হয়, তবে সে সৃষ্টি বৃথা" খুবই অনবদ্য সৃষ্টি লেখকের❤।

  • @piyalidas6730
    @piyalidas6730 10 днів тому +4

    একটার পর একটা অধ্যায় যেন চোখের সামনে জীবন্ত দেখতে পেলাম। খুব সুন্দর একটা পরিবেশনা। সেদিন আর আজকের পরিস্থিতির পার্থক্য খুব কম।

  • @sanchayanmaity8351
    @sanchayanmaity8351 17 днів тому +18

    "কালবেলা" র জন্য অপেক্ষা করে থাকলাম । 🙏🙏❤️

  • @SourojeetMoitra
    @SourojeetMoitra 18 днів тому +15

    উত্তরাধিকার মনের মণিকোঠায় থেকে যাবে❤❤❤ এরপর কালবেলা কালপুরুষ শোনার অপেক্ষায় রইলাম😊😊😊তার আগে তো নতুন বছরে অবশেষে তারানাথ আসছে😍😍😍

  • @shibanibiswas217
    @shibanibiswas217 16 днів тому +10

    উফ্! আচ্ছন্ন হয়ে আছি এখনও…
    অনন্য উপস্থাপনা যা মনকে ভরিয়ে দিল … অপেক্ষা করে থাকলাম “কালবেলা”র জন্য❤
    একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের পুরো টিমের জন্য❤

  • @Arpansarkar-x9e
    @Arpansarkar-x9e 18 днів тому +10

    গপো মীরের ঠেক এ প্রথম পর্ব থেকেই শ্রোতা আমি কিন্তু এই গল্পের সময় দেখে সত্যিই অবাক হয়ে গেছিলাম প্রথমে😲😲 ....4:03:07 এর গল্প🔥🔥... দারুন মীর দা❤❤

  • @AMIRSK700
    @AMIRSK700 18 днів тому +22

    আমরা কাজ করে খাই।
    তাই সপ্তার শেষে যেমন টাকা পাওয়ার আশা। ঠিক তেমন গল্প মীরের ঠেকে গল্প শোনার আশা নিয়ে প্রতি শনিবার অপেক্ষায় থাকি❤❤❤❤

  • @AbdurRahman-fz4mr
    @AbdurRahman-fz4mr 18 днів тому +15

    🎉"সমরেশ মজুমদারের ‘উত্তরাধিকার’ বাংলা সাহিত্যের এক অনন্য রত্ন। 🌟 এই উপন্যাসের প্রতিটি পৃষ্ঠা জীবনের রঙ, আবেগ, ও বাস্তবতার গভীরতাকে ছুঁয়ে যায়। তাঁর অসাধারণ গল্প বলার ক্ষমতা এবং চরিত্রগুলোর জীবন্ত উপস্থাপনা পাঠকদের মন জয় করে। 📖❤️ এটি শুধু একটি বই নয়, বরং অনুভব করার মতো এক গভীর অভিজ্ঞতা। যারা এখনো পড়েননি, তাদের জন্য বলব-এটি আপনার বইয়ের তালিকায় অবশ্যই থাকা উচিত। 🔥✨"

  • @bikrampramanik5130
    @bikrampramanik5130 17 днів тому +19

    অনিমেষের পায়ে যখন গুলি লাগলো 😢।
    আবার যখন শুনলাম সে বেঁচে যাবে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি।
    আমার ছোট্ট একটা লেখা, তার কথা মনে পড়ে গেলো।
    আমি অনিমেষের পায়ের কাছে বসে বললাম,
    " জানো আমি যতবার এই ক্ষুধার্থ বাস্তুহারা সাধীনতাহীন মানুষ গুলোর কথা ভাবছি, ততবার চোখে জল চলে আসছে।
    চোখে জল চলে আসছে সেইসব মানুষদের কথা ভেবে,
    যারা নিজের রক্তকে জলের স্রোতের মত বইয়ে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে ।
    মনে পড়ে সেই সব কবিদের কথা, যারা কলম দিয়ে নিজেদের আঙ্গুল ভেঙ্গে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।।
    চোখের জল চলে আসে এই স্বাধীন দেশে থেকেও, এখনো অনেক মানুষ একটুকু স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে।
    কথাটা আমার সত্যি বলে মনে হয়।
    🙏আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।।।

    • @Ziasmi
      @Ziasmi 17 днів тому +1

      Bah 👏🏻

    • @diganta8286
      @diganta8286 16 днів тому

      Darun

    • @nirmalchakrabortys
      @nirmalchakrabortys 16 днів тому +2

      Khubi sundor
      Ajj amio khubi confuse ki ke thik r ke vul.
      Ami bam somrthok na ki dan
      Prithibi te thik r vul ki sarjibon Amar kache apekhik hoye thak be
      ❤😢

  • @subhajit3224
    @subhajit3224 14 днів тому +3

    প্রায় চল্লিশ বছর আগে তিনটি উপন্যাস পরেছিলাম। গল্প দূরে Nostalgic হয়ে পরলাম। ছোটবেলা থেকে নকশাল আন্দোলনের অনেক কেই দেখেছিলাম। তাদের কাছে কিছু কিছু ঘটনা শূনতাম। কূর্ণীশ ঠেকের সবাই কে। আজকের প্রজন্মকে কালজয়ী উপন্যাসের স্বাদ আস্বাদনের সুযোগ দেওয়ার জন্য। 🙏🙏🙏

  • @priyankabanerjee9753
    @priyankabanerjee9753 17 днів тому +11

    শুনতে শুনতে মনে হচ্ছিলো যেন নিজেই পড়ছি। কতবার যে চোখ ঝাঁপসা হয়ে এলো! আমি রোজ রান্না করতে করতে গল্প শুনি, আমার কাজে সাহায্য কারী মেয়েটিও শুনতে শুনতে কেঁদে ফেলেছিলো। ধণ্যবাদ পুরো টিমকে। 🌹❤️

  • @sanghamitrachatterjee1248
    @sanghamitrachatterjee1248 18 днів тому +23

    কালবেলা শোনার অপেক্ষায় রইলাম।

  • @Sadhan15
    @Sadhan15 18 днів тому +16

    উত্তরাধিকার বইয়ে পড়েছি। কিন্তু এখন গল্পে ভীষণ ভালো লাগছে। মীর দা কে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই রকম একটা অনবদ্য উপহার দেওয়ার জন্য।

  • @susmitachakraborty6518
    @susmitachakraborty6518 17 днів тому +3

    মন্ত্রমুগ্ধের মত শুনলাম। অনিমেষ কলকাতায় যাওয়ার সময় মনে পড়ে গেলো নিজের একমাত্র ছেলের বিদেশে যাওয়ার মুহূর্ত,মুখ লুকিয়ে হাউহাউ করে কেঁদেছি। কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম,চমক ভাঙলো অনিমেষের গুলি লাগাতে। মনের গভীরে সুপ্ত হয়ে থাকা সূক্ষ্ম অনুভূতিগুলোকে মীরভাই তার কণ্ঠের জাদুস্পর্শে জাগিয়ে দিয়ে গেলো। ধন্যবাদ দেবোনা শুধু বলবো গপ্পো মীরের ঠেক এভাবেই এগিয়ে চলুক যাতে আমাদের সুপ্ত অনুভুতি গুলো মরে না যায়।

  • @osimakhatun310
    @osimakhatun310 18 днів тому +9

    আর একটু পরেই সাতদিন এর অধীর আগ্রহের অপেক্ষার সমাপ্তি. 🎉❤ মীর আফসার আলী, শেষ পর্বের জন্য সত্যিই ভীষণ উন্মুখ আছি.. "অনিমেষ" কতটা বড় হল, কতটা অধিকার এর পেলো আধিক্য.. আজ সব লড়াই এর সমাধানে হবে উত্তরাধিকারের ঐক্য.. 💪🤝💪💚🇮🇳💚👍🙏💐🙏💐🙏🌿❣️

  • @thenameisrul
    @thenameisrul 17 днів тому +9

    সম্পূর্ন গল্পটা 9:48:48 second.. এত বড় production ❤❤❤😮😮😮😮😮😅

  • @mrroniyt7879
    @mrroniyt7879 16 днів тому +6

    কুর্নিশ জানাই এত সুন্দর করে গল্প টা পরিবেশন করার জন্য । সমরেশ মজুমদারের এত অভূতপূর্ব বর্ণনা তাঁর লেখনীতে উঠে এসেছে যে মনে হয় কোনো সিনেমা দেখছি । আশা করছি পরবর্তী খণ্ডটি অর্থাৎ কালবেলা খুব তাড়াতাড়ি শুনতে পাবো 🤍💝

  • @kankarajbiswas8275
    @kankarajbiswas8275 17 днів тому +5

    Anek anek dhanyabad goppo mirer thek ke . Appekhay thaklam poroborti 3 ti khanda Kalbela, Kalpurush r Mousalkal
    ar jonno

  • @sudip776
    @sudip776 18 днів тому +8

    Desh boro na desh er manus. Ei kotha ta bortoman rajniti te amar mone o jage. Lekhok er mone sei kobei esechilo kotha ta.🙏🙏🙏

  • @kirtichakraborty1668
    @kirtichakraborty1668 18 днів тому +32

    অসাধারণ লাগলো... 👌👌😍😍🥺🥺
    GMT এর top 3 পরিবেশনার মধ্যে এটা নিশ্চয়ই থাকবে... 🤌🤌❣❣
    আমার চোখে
    ১. উত্তরাধিকার
    ২. পথের পাঁচালি
    ৩. আদর্শ হিন্দু হোটেল / দেবদাস (এখনও ভুলতে পারিনি 🥺)
    এই series এর পরবর্তী দুটি উপন্যাসের অপেক্ষায় রইলাম 🤩🤩🤩🤩

    • @souravsarkar5845
      @souravsarkar5845 17 днів тому

    • @sagardas4218
      @sagardas4218 15 днів тому

      @@souravsarkar5845 1. উত্তরাধিকার 2. পরিণীতা 3. কাউরি বুড়ির মন্দির

    • @MojammelHaque-mu4om
      @MojammelHaque-mu4om 15 днів тому +1

      তাছাড়াও ক্যাপ্টেন থমসনের গুপ্তধন, the picture of Dorian Grey, Dracula, the Crown of Montecrysta অনবদ্য পারলে শুনে নিয়েন🎉

  • @osimakhatun310
    @osimakhatun310 18 днів тому +5

    আজ অনিমেষ এর বাবার প্রতি শ্রদ্ধা টা যেন অন্যরকম.. খুব খুব ভাল্লাগছে অনিমেষ এর বাবার জন্য.. এতক্ষণে দীপ বাবুর কন্ঠ শুনে তৃপ্ত হলাম মীর আফসার আলী.. কিন্তু আজ এই পর্যন্তই আমার গপ্পো শোনা স্থগিত রাখতে হল.. পরের গপ্পো গুলো কিন্তু, দেড় থেকে দু ঘন্টার বেশী রেখো না মীর আফসার আলী.. বাকীটা আগামী কাল শুনে নেব.. কিংবা গভীর রাতেও শুনতে পারি.. টা টা 😢😢💕🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @tapuelectricalpartical2490
    @tapuelectricalpartical2490 18 днів тому +5

    এই গল্পটা শুনে জন্মভূমি বিচ্ছেদ ও আপনজনের থেকে দূরে থাকার একটা কষ্ট অনুভব হচ্ছে। পরিস্থিতি কারণে জন্মভূমি আত্মীয় বাড়ি মনে হয়।

  • @Sidd2698
    @Sidd2698 18 днів тому +6

    Sotti montromugdho kore dilo ei kahini r sob porbo "Uttaradhikar".... Thankyou Goppo Mirer Thek ei uponnash ti niye ele ❤❤

  • @Tripathi-e3u
    @Tripathi-e3u 18 днів тому +11

    সত্যি এতো সুন্দর গল্প.... টানা শুনেও যেনো কোনো কষ্ট ই হচ্ছে না ❤❤❤

    • @souravsarkar5845
      @souravsarkar5845 17 днів тому

      সত্যিই তাই , সমরেশ বাবুর এটাই বিশেষত্ব

  • @ishitapramanik6287
    @ishitapramanik6287 17 днів тому +5

    serar sera golpo ❤.....mon ta vore jachhe sunte sunte ....1:59:33

  • @osimakhatun310
    @osimakhatun310 18 днів тому +4

    সুনীলদা'র মৃত্যু টা অনিমেষ কিছুতেই মেনে নিতে পারছিল না যেন.. আর তাই তো তার মায়ের মৃত্যু মনে পড়ে ডুকরে কেঁদে উঠল..😢😢😢 আর বারবার সুনীল দার কথা গুলো কানে ভাসছে.. "কখনো কখনো কান্না এত আরামের.. আর নীরবতা ও কখনও এত তৃপ্ত".. এই লাইন দুটো গপ্পো খানি তে awesome.. 👍🌹👍🙏🙏💐💐

  • @Rakeshsarkarr
    @Rakeshsarkarr 17 днів тому +14

    ঠেকের কাছে একটাই রিকুয়েস্ট যে গল্পের শুরুতে লেখক সম্পর্কে একটু বেশি করে ডিটেলস বলতে কারণ ভালো গল্প শোনার পর লেখক এর জীবনী সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছা করে। 🩷🩷

    • @Deepthi2317
      @Deepthi2317 5 днів тому

      Eta ekdom thik bolechen ....amio ekmot 👍

  • @ketanmondal43
    @ketanmondal43 18 днів тому +5

    মির দা ও টিমের সবাই কে অনেক অনেক ভালোবাসা, দারুন শুনলাম।
    একটি ছোটো অনুরোধ এই শ্রবণ পিপাসুর তরফ থেকে, যদি একটি Alexandre Dumas এঁর গপ্প তাড়াতাড়ি শুনতে পাই।❤

  • @byapari2638
    @byapari2638 17 днів тому +3

    ধন্যবাদ মীর দা এত সুন্দর একটা গল্পঃ আমাদের উপহার দেওয়ার জন্য❤

  • @guhakakoli
    @guhakakoli 18 днів тому +5

    “Shei shomoy” ta shonabar aabedon roilo!
    Eta khub bhalo laaglo!🙏

  • @HemantaSmp
    @HemantaSmp 17 днів тому +2

    প্রত্যেকটা গল্প শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই, অসাধারণ প্রেজেন্টেশন।

  • @Jafarbhai7
    @Jafarbhai7 18 днів тому +5

    আমি আপনার খুবই বড় ভক্ত মীর দা আমি এখন বাইরে আছি আমি বাড়ি এসে আপনার সঙ্গে একবার দেখা করব অবশ্যই
    আপনার প্রতিটি গল্প শুনতে অসাধারণ লাগে আমি চার-পাঁচবার করে শুনি❤❤

  • @DebasishKhara-m2m
    @DebasishKhara-m2m 18 днів тому +7

    জানিনা গল্পটা সত্যি কিনা এত সুন্দর ভাবে বলা হচ্ছে মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি

  • @saswatisengupta7754
    @saswatisengupta7754 18 днів тому +4

    বৃদ্ধ হরবিলাস দুর্দান্ত। এইজন্যই মীর অসাধারণ।

  • @sakuntaladey8448
    @sakuntaladey8448 17 днів тому +2

    'উত্তরাধিকার' এমন এক ঘোরের মধ্যে ফেলে গেল,, যে অনিমেষের সঙ্গী হওয়া ছাড়া আর কিছুই যেন চাইছে না মন....!
    ঠিক প্রথমবারের উপন্যাস টি পড়ার অনুভূতির পুনরাবৃত্তি যেন...❤❤
    অতি অতি চমৎকার উপস্থাপনা বললেও কম বলা হয়....! ❤
    কালবেলা র জন্য মনটা আকুল হয়ে রইলো....পরের শনিবারই 'কালবেলা' শুরু হলে সবচেয়ে ভালো হোতো.....😔
    তাও অনুরোধ করি,খুব তাড়াতাড়ি যেন 'কালবেলা' আসে....মুখিয়ে আছি শোনার জন্য!❤

  • @provasmalik5817
    @provasmalik5817 18 днів тому +25

    প্রথম প্রতিশ্রুতি
    আশাপূর্ণা দেবী
    সুবণলতা টিলজি
    গল্প শুনতে চাই মির দাদা

  • @sudeshnamondal8750
    @sudeshnamondal8750 18 днів тому +2

    সমরেশ মজুমদার এর উত্তরাধিকার গল্পের উপস্থাপনl দারুণ লাগলো I গল্প শুনে মনে হচ্ছে চরিত্র গুলো খুবই জীবন্ত I

  • @ManjimaNaskar
    @ManjimaNaskar 17 днів тому +3

    Thanks a lot Mir da. কালবেলা আর কালপুরুষের অপেক্ষায় রইলাম।😢😢❤❤❤

  • @bikrampramanik5130
    @bikrampramanik5130 17 днів тому +3

    গপ্পো মীরের ঠেকের এতো সুন্দর একটা Presentetion, সত্যি মন মুগ্ধ করে দিয়েছে।
    সমরেশ মজুমদারের "উত্তরাধিকার" যেটা গল্পো হলেও সত্যি অনেক কিছু শেখালো জানিয়েও দিলো। অনিমেষের এভাবে বড় হয়ে ওঠা এতো ভালো রেজাল্ট করা, যে ছেলেটা ছোটবেলায় মাকে😢 হারিয়েছে।

  • @manashimondal9314
    @manashimondal9314 18 днів тому +2

    যতবারই ধনধান্যে পুষ্পে ভরা শুনলাম আপনা আপনিই চোখে চলে এলো এ যেন এক নাড়ির টান 🇮🇳❤❤

  • @tinkumondal6149
    @tinkumondal6149 16 днів тому +1

    দাদা আমি আপনার একনিষ্ঠ এক তুচ্ছ শ্রোতা প্রথম কমেন্ট করলাম এই গল্প টা শুনতে শুনতে কখন যে চোখে জল চলে এলো যেনো মনে হচ্ছে সত্য চোখের সামনে সব জিবন্ত এখন ১৯৪৭ সাল ২০২৪ না সবাই মানে আপনার টিম অনেক অনেক ভালোবাসা জানাই এই ভাবে আমাদের শরীর ও মনের পরিবত্রন করায় ভালো থাকবেন ভালো রাখবেন।

  • @bhattacharya_arnab_1999
    @bhattacharya_arnab_1999 18 днів тому +2

    👌🏻👌🏻💯 laaglo 3 te part i shuney satyii just, dada! Thanks a lot to you and the entire team of 'Goppo Mir er Thek'!

  • @sujeetpatra8806
    @sujeetpatra8806 16 днів тому +4

    পুরো গল্পটা শুনলাম খুব ভালো লেগেছে খুব ইমোশনাল এন্ডিং টা ঠিক যেমন আনফিনিশ

  • @creativeidea6624
    @creativeidea6624 17 днів тому +2

    Prottek ta porbe mon theke kendechi janina keno chokhe jol eseche❤

  • @EshitaBiswas-op8by
    @EshitaBiswas-op8by 17 днів тому +2

    বর্তমান প্রেক্ষাপটের জন্য উপযোগী গল্প উপস্থাপন আপনাদের।খুব শীগ্রই কালবেলা ও বাকি সিরিজটা শুনবো আশা করি।

  • @fanofbyomkesh6453
    @fanofbyomkesh6453 18 днів тому +9

    কিন্তু এই কথাটি ১০০ শতাংশ সত্য যে যায় লঙ্কায় সে ই হয় রাবণ.. 🙂

    • @dipalidas56
      @dipalidas56 18 днів тому +1

      সে তো আর নতুন কিছু নয় ! কেন্দ্র-রাজ্যের দিকে তাকিয়ে একটু মুচকি হাসুন ।

  • @Susmita-y7l
    @Susmita-y7l 13 днів тому

    অসাধারণ কম বলা হবে, এতো দরদ পাঠ করাতে চোখে জল চলে আসছে। মুগ্ধ হয়েছি গল্প শুনে

  • @AnjaliBose-g4h
    @AnjaliBose-g4h 22 години тому

    অসাধারণ, মীর তোমার তুলনা তুমি। অসাধারণ গল্পের বিন্যাস, খুব ভালো লাগলো।।

  • @kishormondal7914
    @kishormondal7914 17 днів тому +3

    ক্ষমতায় বসলে সব মাথায় উঠে যাবে।এই একটা লাইন কঠিন বাস্তব

  • @sukantachatterjee160
    @sukantachatterjee160 18 днів тому +24

    এরপর কালবেলা এবং তারপর কালপুরুষ শুনতে চাই

    • @ritamkarmakar8490
      @ritamkarmakar8490 18 днів тому +1

      একদম ভীষনভাবে চাই

    • @Ziasmi
      @Ziasmi 17 днів тому +1

      Akdom

    • @rony_4121
      @rony_4121 17 днів тому

      সহমত 🥰

    • @RoysOdyssey
      @RoysOdyssey 12 днів тому

      ভীষণ ইচ্ছে সেটাই

    • @Shibajiban007
      @Shibajiban007 11 днів тому

      এবং মৌষলকাল

  • @tanvirkhanlemon9005
    @tanvirkhanlemon9005 18 днів тому +3

    ধন্যবাদ মীরদা শুরু টার জন্য! অনবদ্য ছিলো পুরোটাই!কালবেলার জন্য অপেক্ষায় রইলুম!❤

  • @subhodipchakraborty7837
    @subhodipchakraborty7837 17 днів тому +4

    "Kalbela" joldi sunte chai r jodi somvob hoy tahole 3te uponyash e ekebare por por ber korle khub valo lagto ❤❤

  • @kunalchowdhury9930
    @kunalchowdhury9930 7 днів тому +1

    Samaresh Majumdar er ei series ta purota sunte chai Uttoradhikar, Kalbela, Kalpurush, Moushalkal 🙏🙏

  • @sandipchatterjee9106
    @sandipchatterjee9106 16 днів тому +2

    সমরেশ মজুমদারের অসাধারণ রচনা কুশিলবদের সুন্দর উপস্থাপনা এক কথায় অসাধারণ

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 14 днів тому

    অসাধারণ! বারে বারে চোখ ঝাপসা হয়ে যাচ্ছিলো। মীরকে❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹

  • @aditighoshmallick4723
    @aditighoshmallick4723 11 днів тому

    কলেজে পড়ার সময় প্রথমবার উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ পড়ি। অনেক পরে মৌশল কাল। কলেজে পড়তে এক রকম ভাবে ভেবেছিলাম, আজ প্রায় 40 এর দোরগোড়ায় এখন অন্যভাবে অনিমেষ কে চিনলাম। কিছু কথা আজ এত বছর পরেও ভীষণ সত্যি, ভীষণ বাস্তব।
    মীরদা তোমাকে অনেক ধন্যবাদ নতুন অনিমেষকে চেনানোর জন্য। তবে শেষের 'ধনধান্য পুষ্প ভরা' সুর চোখে জল এনে দিল।

  • @SangitaBhattacharjee-j5k
    @SangitaBhattacharjee-j5k 16 днів тому +1

    খুব সুন্দর উপস্থাপনা, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম।এক কথায় অনবদ্য।

  • @srabanighorai7518
    @srabanighorai7518 18 днів тому +5

    Emotions overflowing 😢❤😢❤

  • @Tuliguha711
    @Tuliguha711 13 днів тому

    সবকটা পর্ব খুব মন দিয়ে শুনেছি। এই কালজয়ী উপন্যাসগুলো অ্যাসেট হয়ে থাকছে ইউটিউব চ্যানেলে। অনেক সময় অনেক বই কিনেছি কিন্তু সমরেশ মজুমদারের এই বইগুলো কেনা হয়নি পড়া হয়নি। ওনার "অর্জুন সমগ্র" পুরো সেটটাই আমার কাছে আছে। কতবার বইমেলা থেকে ভেবেছি এই সিরিজটাও কিনবো। কেনা হয়নি। তাই এখন বাড়িতে বসে গপ্পো মীরের ঠেকে "উত্তরাধিকার" পর্বগুলো শুনে এত ভালো লাগলো কিভাবে প্রকাশ করি। পুরো টিমটার প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
    ❤ গপ্পো মীরের ঠেক❤

  • @Shuvajit7074
    @Shuvajit7074 16 днів тому

    কিছু কিছু গল্প নিজের অজান্তে এসে মন এর ভেতর পর্যন্ত ছুয়ে যায়।
    যা কিছু মাস বা বছর নয়।
    সারাটা জীবনে তার ছাপ ফেলে যায়।
    এই উপন্যাস টা তার মধ্যে একটি।
    অসংখ্য ধন্যবাদ মির দা
    তুমি আছো বলেই বাংলা সাহিত্যেকে আরো ভালো ভাবে বুঝতে শিখছি।
    অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️😌

  • @त्रिनेत्रा
    @त्रिनेत्रा 18 днів тому +9

    অপেক্ষায়.....

  • @bongobrita
    @bongobrita 18 днів тому +2

    সব সব স‌অঅঅঅঅব গল্প অসাধারন লাগে। শুনতে শুরু করলেই মনে হয় শেষ হয়ে গেল হুস করে।
    শরৎ চন্দ্রের আরক্ষণীয়া চাই আমাদের ঠেকে।
    প্লীজ প্লীজ প্লীজ।

  • @laxmansamanta562
    @laxmansamanta562 18 днів тому +7

    ইতি
    অপেক্ষারত গল্প পাগল আমরা

  • @shriachatterjee1116
    @shriachatterjee1116 18 днів тому +3

    আহারে মনটা ভরে গেল ❤

  • @SamaniaJannatee
    @SamaniaJannatee 16 днів тому

    ক্যাপ্টেন তোমার গলায় জাদু আছে
    চোখ বন্ধ করে narration শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই!
    অসংখ্য ধন্যবাদ এরকম একটা অসাধারন উপস্থাপনা উপহার দেয়ার জন্যে ❤

  • @kushaldasgupta2004
    @kushaldasgupta2004 17 днів тому +1

    Amar jibane shona+pora best upanyas uttardhikari,,,, khuuub wait kore achi kobe kalbela kalpurush shunte paboo. Bishesh koee kalbela.

  • @ankitasil5169
    @ankitasil5169 14 днів тому

    Kothay jeno dube giyechilam sunte sunte. Thank you goppo mir er thek. Vison bhalo lglo eto boro presentation upohar debar jonne 😢😢❤❤❤

  • @amitnandy7794
    @amitnandy7794 18 днів тому +2

    দীপ স্যার আর মীর স্যার সম্পত্তি ভাগ হয়ে গিয়েছে।২ জন একসাথে কাজ করছে। Love you the Legend ❤️🙏.

  • @krishnamalik1185
    @krishnamalik1185 18 днів тому +3

    Part 3 jonoy opekhai chilam 😌❤️

  • @chirasreeroy499
    @chirasreeroy499 17 днів тому +1

    Khub khub valo laglo, ❤❤❤❤papiya, Dip, Mir ❤❤❤❤

  • @nehadutta8654
    @nehadutta8654 6 днів тому

    এই অসাধারণ উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ পুরো goppo mirer thek er crew কে

  • @rony_4121
    @rony_4121 17 днів тому +3

    শেষ হইয়াও হইল না শেষ! কালবেলা নিয়ে আসছেন কবে মীর দা🙏

  • @wbgenius4591
    @wbgenius4591 17 днів тому +1

    প্রত্যেক টা পর্ব শুনে খুব খুব কান্না আসছিল ।

  • @abirkumardutta1839
    @abirkumardutta1839 17 днів тому +1

    Mir da Thank you so much..
    Ei golpo ta osomapto theke gelo

  • @GitaNaskar-vf3kd
    @GitaNaskar-vf3kd 18 днів тому +1

    এক কথায় অসাধারণ ❤ এরকম গল্প আরও শুনতে চাই

  • @debaratiroybarman9027
    @debaratiroybarman9027 16 днів тому +2

    Khub khub bhalo laglo! Thank you so much GMT ❤

  • @parthojitbiswas7856
    @parthojitbiswas7856 16 днів тому

    ডুয়ার্সের স্বর্গছেড়া ছোট্ট চা বাগান থেকে থেকে তিস্তার কুল ঘেসা জলপাইগুড়ি শহর সেখান থেকে মহানগর কলকাতায় যাত্রা করা শিশু থেকে কিশোর,কিশোর থেকে যুবক অনিমেষের কিছুটা সুখ অনেকটা দুঃখ ভরা অতিসাধারণ জীবনকাহিনী সাথে স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের জীবন যাত্রার অসাধারণ কাহিনী সমরেশ মজুমদারের #উত্তরাধিকার শুনতে শুনতে আমরাও যেন অনিমেষের পথ চলার সাথী হয়ে গিয়েছিলাম,৩টি পর্ব মিলিয়ে প্রায় ১০ ঘন্টার এই গল্পটা মীরের অসাধারণ‌ উপস্থাপনা মন ভরিয়ে দিয়েছে এ যেন শেষ হয়েও হ্ইল না শেষ ❤️❤️❤️🔥🔥🔥
    অসংখ্য ধন্যবাদ #গপ্পোমীরেরঠেক Mir Afsar Ali গপ্পো মীরের ঠেক(Fanpage)

  • @purbachattopadhyay7219
    @purbachattopadhyay7219 14 днів тому

    Ei golpota amr onk na jana proshner uttor diye dilo. Sei somoyer rajnitir somporke ekta sundor dharona paowa gelo. Even golpota shune ekta kathai mne hocche, ei rajnitir chitra akhono ek i ache, kathay bole, j ase lonkay sei hoy rabon. Ingrej der sathe juddho ta sohoj, tbe nijer desher loker sathe juddho ta onek shokto. Thank you MIR Da k eto bhalo ekta goppo shonanor jonno. Asha korbo ei trilogy r onno oddhay gulo o ei thek ei shunte pabo. A very happy new year mir da and goppo mir thek's team ❤️

  • @swarup69190
    @swarup69190 16 днів тому

    অসাধারণ উপস্থাপনা .....কালবেলার অপেক্ষায় থাকবো। প্রত্যেক শিল্পী দের ধন্যবাদ।

  • @NiharikaMandal0000
    @NiharikaMandal0000 17 днів тому +5

    Please কালবেলা দেবেন 🥺🙏
    খুব অপেক্ষা করে থাকব।

  • @antimataraphdar4212
    @antimataraphdar4212 14 днів тому

    অসাধারণ উপস্থাপনা। গপ্পো মীরের ঠেক- এর পুরো টিমকে জানাই অনেক অভিনন্দন।

  • @nibeditasarkar1808
    @nibeditasarkar1808 8 днів тому

    কালবেলা ও কালপুরুষ ও শোনার অপেক্ষায় রইলাম। অসাধারণ উপস্থাপনা 👌👌

  • @Romana_42
    @Romana_42 18 днів тому +1

    Mir da
    The soundtrack is sth else.
    Mone hocche kon ak juge chole gechi.
    Thank you so much for the audiobook presentation of this story.
    Thank you.
    Onek channel ato boro and complex golpo present korbar shahosh korbena.
    But apni korechen and it is top tier.

  • @milankar2695
    @milankar2695 12 днів тому

    আমি অভিভূত হয়ে গেলাম❤️❤️❤️ অনেক সুন্দর গল্প উপহার দেবার জন্য ধন্যবাদ মীর দা❤❤❤

  • @mukulsen6505
    @mukulsen6505 10 днів тому +1

    খুব সুন্দর হয়েছে মীর দা