Loreto College Controversy | ক্ষমা চেয়েও ওপর চালাকি? তারপরে, ধরা পড়ে নতিস্বীকার

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • লরেটো কলেজের ওপরচালাকি! ইংরেজি মাধ্যম ছাড়া ভর্তি নেওয়া হবে না বলার পর ক্ষমা চেয়েও তারা নিজের জায়গা থেকে নড়েনি। তাদের বাধ্য করা হয়েছে নতুন তালিকা প্রকাশ করতে।
    #loretocollege #engishmedium #bengali #bengalilanguage #westbengal
    Join this channel to get access to perks:
    / @hothatjodiuthlokotha
    Follow us on Twitter: Ho...

КОМЕНТАРІ • 675

  • @swagata_JUHI_paul
    @swagata_JUHI_paul Рік тому +151

    সালটা তখন ২০১৩, আমি মফঃস্বলের এক বাংলা মিডিয়াম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ইংলিশ অনার্স নিয়ে পড়ার সুযোগ পাই গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে, যদিও আমার কলেজে এমন লিখিত কোন বিজ্ঞপ্তি না থাকলে অনেক সহপাঠী তথা শিক্ষিকাদের থেকেও একটা নাক সিটকানো ব্যাবহার পেয়েছি, হাবেভাবে তারা বুঝিয়েছে বাংলা মিডিয়াম থেকে পড়ে এসে ইংরিজিতে স্নাতক হবার স্বপ্ন যেন বিরাট কোন অপরাধ, অথচ হলফ করে বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রে বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীর ইংরিজির বুনিয়াদি শিক্ষা তথাকথিত ইংলিশ মিডিয়ামের তুলনায় অনেক বেশি থাকে ।

    • @pradiptapoddar7124
      @pradiptapoddar7124 Рік тому

      Girls college a konodino porte nei mam ra valo hoi na।।ar Dara ke saragyan bve

    • @amar-kotha290
      @amar-kotha290 Рік тому

      আপনি ভুল করছেন ,তখন চাকরির পরীক্ষায় পাশ করা শিক্ষক দের রাস্তায় বসে থাকতে হতো না ,ইংলিশ টিচার বিচারপতি কে বলতো না বাংলায় বলুন plz ।এখন ২০১৪ থেকে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা কি পড়াবে ?তাই আগের বাংলা মিডিয়াম র সাথে এখনকার তুলনা করবেন না ।২০২০ তে মাধ্যমিক পরীক্ষা হয় নি kintu sabai ৪০০/৪০০ পেয়ে presidency College এ ভর্তি হয়ে গেলো একনট্রান্স পরীক্ষা ছাড়াই । অথচ আমার মেধাবী কন্যা আইএসসি পুরো পরীক্ষা দিয়ে ৯৬ /নম্বর পেয়েও সুযোগ পেলো না ,যে ফেব্রুয়ারি মাসে ৪০০ টাকা দিয়ে ফর্ম তুলে নাম enrol করে রেখেছিল । গরু গাধারা ভালো কলেজে ঢুকে ব্যাক পেলে প্রতিষ্ঠানের ঐতিহ্য /সুনাম কি নষ্ট হয় না ?সে ক্ষেত্রে ভালো কলেজের এই উদ্যোগকে
      আমি সাধুবাদ জানাই ।আমি এক ইংলিশ honors কে চিনি যে এবার 3র্ড year ইংলিশ র E জানে না,একটা বানান ঠিক করে লিখতে /বলতে পারে না ,বাড়িতেও কেউ E জানে না। এরা কি বেথুন,ব্রাবর্ন , presidency University r student হতে পারে ?

    • @ritwikbanerjee3475
      @ritwikbanerjee3475 Рік тому +3

      Mante prlm na

    • @rifanishamollah7639
      @rifanishamollah7639 Рік тому +10

      Sohomot. Ami 2014 te English hons e graduation kori. Onek English medium school theke asa meye der songe class kore bujhechi ora sudhu fluently English ta bolte e pare (amader moddhe jeta ekta jorota kaj korto onnobhyas er jonno), kintu basic English er kichu e janto na. Grammatical kono knowledge nei. Infact maximum 1st year ei hons kete bosechilo.

    • @nupurmotionvintagefilms6172
      @nupurmotionvintagefilms6172 Рік тому +5

      ​@@ritwikbanerjee3475seta aapnaar knowledge er obhav...

  • @tanmoysarkar2590
    @tanmoysarkar2590 Рік тому +119

    যদি করতে চাও চাকরী
    হয়ে যাও বিক্রি
    শিক্ষা যাক চুলোয়
    সততা মিশবে ধুলোয়

  • @akashnandi5571
    @akashnandi5571 Рік тому +116

    আমিও বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি তার জন্য আমি গর্বিত। মাতৃভাষা মাএর সমান।

    • @vimalkhaini
      @vimalkhaini Рік тому +2

      Kintu bhalo jaiga chance paben na ❤❤❤😂😂

    • @memoriesmoments4654
      @memoriesmoments4654 Рік тому +1

      এতে গর্বিত হওয়ার কি আছে.?? আমাদের সুযোগ ছিলো না তাই বাংলাতে পড়েছিলাম... এখন হলে ইংরেজিতেই পড়তে হতো বাড়ির লোকের চাপে

    • @rohitslearningcentre5710
      @rohitslearningcentre5710 Рік тому +2

      Matri basha niye tumi ki koreccho vai amar

    • @rajibsingha531
      @rajibsingha531 Рік тому +2

      Job peyecho😂

  • @rajatmukherjee6230
    @rajatmukherjee6230 Рік тому +48

    My son is a student of Bengali medium but at present working in Singapore as Software Engineer. Therefore medium is not the factor.

    • @ritwikbanerjee3475
      @ritwikbanerjee3475 Рік тому

      Don't compare with your son.. But there are students who faces real issue.

    • @monojdas-gupta5918
      @monojdas-gupta5918 Рік тому +2

      Not much knowledge of English is necessary to do one's job as a software programmer.Hiwever if you don't speak Mandarin or Tamil living in Singapore you have to have a smattering if English to get along.

  • @munnamajumdar3321
    @munnamajumdar3321 Рік тому +88

    পশ্চিমবঙ্গের শিক্ষা টা যতদিন ব্যবসাতে পরিনিত থাকবে ততদিন এই ভাবেই চলবে। যেদিন মানুষ বুঝতে পারবে শিক্ষাটা আসলে জ্ঞানের আলো সেদিন কেই শিক্ষার আসল রূপ দেখা দেবে

    • @cablenetworksystems
      @cablenetworksystems Рік тому

      Sei alo diye ki khujchi amra? Gari bari nei, target ar na hole parae parae mostani? Ekhane na ache babsa Buddhi na leadership sob chakri chakri korche?

  • @asitkumarbhowmik4715
    @asitkumarbhowmik4715 Рік тому +20

    বাংলা স্কুল এ গোড়ার গলাদ শুরু a,b,c,d, তুলে ক্লাস 5 থেকে দাঁত ভাঙ্গা English book হতে ধরিয়ে, তার পরে স্কুলে ইংলিশ শিক্ষকের যোগ্যতার মান, সার্বিক মান যথেষ্ট কমেই চলেছে।

    • @420Sumanta
      @420Sumanta Рік тому

      sikkhok ra ki bangla medium e porate ase? ase to politics korte , chop muri khete ar trinomul korte.

  • @brajeswarbandyopadhyay6508
    @brajeswarbandyopadhyay6508 Рік тому +11

    পৌলমী কিছু কথা বলি
    ১. আমাদের সময়ে সেন্ট জেভিয়ার্স ছিল একদম ইংরেজি কলেজ। আমি মিত্র ইনস্টিটিউশনের ভালোই ছাত্র ছিলাম। আমি চান্স পেয়েছিলাম ওই কলেজে কিন্তু দেরি হয়ে গিয়েছিল বলে আমাকে ওরা নিল না। এতটুকু দুঃখ পাইনি। বিদ্যাসাগর কলেজে অঙ্কে honours নিয়ে ভর্তি হয়েছিলাম। খুব গর্ব হয়েছিল ১৯৭৪ সালে। অবশ্য নানা কারণে আমি ১৯৭৫ সালে আমাকে B SC পড়া ছাড়তে হয়। তাতেও দুঃখিত হইনি। পড়াশুনা শেষ করে বিদেশ গিয়ে ফিরে এসে কর্পোরেট এ ভালো পজিশনে চাকরি করেছি।
    বলতে চাইছি ইংলিশ বেঙ্গলি কোনও কিছু matter করে না। নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। আজকাল কার বাচ্চারা লক্ষ্য স্থির করতে পারে না। তোমাকে দেখে আমি ( বয়স ৬৬) অনেক শিখেছি। আমি পাতি বাংলা মিডিয়াম এ পড়ে সাকসেসফুল।

  • @sumitkhara5212
    @sumitkhara5212 Рік тому +11

    আমার মেয়েকে ২০১২ সালে লরেটো কলেজে ভর্তি করাতে গেলে সংশ্লিষ্ট শিক্ষিকা মহাশয়া খুব মিষ্টি করে বলেন সব কিছুই ঠিক আছে তবে যেহেতু বাংলায় পড়াশোনা করেছে তাই বাংলা মাধ্যমেই পড়লে বেশি ভালো হবে বলে কায়দা করে ফিরিয়ে দেন। তবে ফর্মের দামটা কোষাগারে রেখে দেন ফেরত দেননি।

  • @jayati69
    @jayati69 Рік тому +62

    I did my graduation and post graduation from Mumbai University. I had many colleagues, who did their schooling in Marathi medium schools. I am proud to state that inspite of coming from Marathi medium, they were not only hard working and meritious, they passed out with flying colours and had an excellent scientific mind. The colleges were very supportive and ensured language was never a barrier.

    • @asimghosal6763
      @asimghosal6763 Рік тому +7

      Madam ,aamar atwiya ra Pune and Goa te thake ,Aami jani je Marathi Medium e History, Science khub bhalo porano hoy.Aamader ekhane Bardhaman e School gulo der mass chutir por ,7 din age theke Vote er chuti suru hoyeche .Aamader Science er BSC Hons e kono Bengali Medium e boi nei .Khamoha Loretto College k dosh dichchen keno ,ota Missionary College .Asun amra age Bangla y Uccha Siksha r boi likhi , Sentiments er chash kore labh ki ?

    • @diptidutta4423
      @diptidutta4423 Рік тому +2

      @@asimghosal6763 এখানে বই কোন ভাষা সেটা আসল না,

    • @jayati69
      @jayati69 Рік тому +3

      আপনি ভুল বুঝলেন। মুম্বই তে উচ্চশিক্ষা ইংলিশে পড়ানো হয়। যারা মারাঠি মিডিয়াম থেকে স্কুলিং করেছে, based on merit, get admitted for higher education. Language is never a barrier as the colleges ensure their English is brushed up. Loretto College খুব বাজে কাজ করেছে। Bengali আর vernacular ছাত্র দের শযোগ দিতে চাইনি।

    • @dipanjanadutta6525
      @dipanjanadutta6525 Рік тому +1

      ​@@asimghosal6763physics er higher level er onek boi bangla te ache. Bt college e English e porano hoe. Setai savabik. Karo interest thakle Bengali boigulo kine porte pare.

    • @monamibanerjee2661
      @monamibanerjee2661 Рік тому

      ​@@asimghosal6763Ei sadharon kothatai keu bujhche na je Loreto ekta missionary college, bangla medium school gulor obostha bhison sochoniyo ekhon.

  • @tusharkantidas9825
    @tusharkantidas9825 Рік тому +58

    প্রথম ফরম টাকা ফেরত দিতে হবে। দেশের আইন কঠিন হোক। 75বৎসর পার এখন ও এই অবস্থা। কি করছে দেশের আইন।

    • @user-vu4od5hi6c
      @user-vu4od5hi6c Рік тому +1

      DA মামলা নিয়ে ব্যস্ত

  • @bodhisatwachakrabarty959
    @bodhisatwachakrabarty959 Рік тому +31

    খুব ভালো বললেন ম্যাডাম। হিন্দি ভাষায় একে বলে, "সব কো ধো ডালা।"
    আপনার অনুষ্ঠান আরো পল্লবিত হোক। সাংবাদিকতার জগতে আপনি একজন নক্ষত্র হিসাবে উঠে আসছেন, অনুমান করতে পারছি।

  • @soumyakrishnahalder3008
    @soumyakrishnahalder3008 Рік тому +5

    প্রত্যেক ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়েই বলছি, আমি বাংলা মিডিয়াম।।
    আমার যথেষ্ট সন্দেহ আছে যে যারা নিজেদের মাতৃভাষা নিয়ে সম্মানশীল নয় , তারা অন্য কোনো ভাষা নিয়ে কতটা সম্মানশীল!!

  • @bimangupta8691
    @bimangupta8691 Рік тому +13

    এই সমস্যা প্রথম শুরু করেছিল ইং মিডিয়াম স্কুল গুলো। ওরা স্টুডেন্টস দের ইচ্ছে মত নম্বর বেশি দিত যাতে ভালো কলেজে সুযোগ পায়। অপর দিকে বাঙলা মাধ্যম স্কুলে কঠোরভাবে খাতা পরীক্ষা করে সঠিকভাবে নম্বর দেয়। এই নিয়ে আদালতে মামলা হয়েছে। কিন্তু
    কোন সুরাহা হয়নি। তাই এখন বাঙলা মাধ্যম ও বেশি বেশি নম্বর দিচ্ছে।

    • @420Sumanta
      @420Sumanta Рік тому +2

      LoL. dada, college e admission school er marks diye hy na. Ar english medium state board eo ache ar ICSE and CBSE teo ache. ICSE and CBSE te cut off beshi thake bangla medium er theke. Jodi college admission e state board er admission cut off 70% hy tahole ICSE te thakbe 80%

  • @rajatnandi1236
    @rajatnandi1236 Рік тому +34

    ম্যাডাম এর জন্যে Chief Minister responsible কারণ উনি বলেন সবার নম্বর বাড়িয়ে দিচ্ছেন

  • @debasishbaidya685
    @debasishbaidya685 Рік тому +15

    কোনো একটি ভাষা ভালো জানা মানেই শিক্ষিত হওয়ার পরিচয় নয়, আপনি ঠিকই বলেছেন আমাদের মানসিকতা হয়ে গিয়েছে অন্যের ভাষা ভালো জানতে হবে তবেই তাদের পাতে দেওয়ার মতো ভাবী, নিজের ভাষা নিজের শিক্ষা, সংস্কৃতি গঙ্গায় ভেসে যাক।

  • @mdabdulmonim3188
    @mdabdulmonim3188 Рік тому +10

    এ প্রসঙ্গে আমি একটা ঘটনা শোনাই । আমি একজন হাইমাদ্রাসা শিক্ষক । আমার এক কলিগ ছিলেন , অত্যন্ত বনেদি ঘরের এবং পয়সাওয়ালা মানুষ । তার একমাত্র ছেলে তাকে আমেরিকা পাঠিয়েছিলেন ছোটবেলাতেই । সেখানে স্কুল পর্যায়ের শিক্ষা গ্রহণ করেছিল । তারপরে কোনো কারনে সে বাড়ি ফিরে আসে , এবং গ্রামের বাড়িতে থাকতে শুরু করে । আমেরিকার স্কুলের ছাত্র হওয়ায় এখানে কলেজে ভর্তি হতে তার কোন অসুবিধা হয়েছিল না , ছাড়া তার বাবার একটা আলাদা প্রভাব ছিল । যার কারণে ভর্তি হতে কোনো সমস্যা হয়নি । আসল কথাটা হচ্ছে তারপর । বেচারা অন্যান্য সাব্জেক্ট এর সঙ্গে ইংরেজীও নিয়েছিল । কিন্তু পরীক্ষায় দেখা গেল , অন্য সাবজেক্টে পাশ করলেও সে ইংরেজিতেই ফেল করেছে । কিন্তু তার সহপাঠী অন্যান্য বাংলা মিডিয়ামের ছাত্ররা কৃতিত্বের সঙ্গে ইংরেজিতে পাস করেছে ।
    অতএব লরেটো কলেজের যে সমস্ত কর্তৃপক্ষ ইংলিশ মিডিয়ামের পড়ুয়াদের কে প্রাধান্য দিয়ে অন্যদের বঞ্চিত করেছে , তারা নিতান্তই অর্বাচীন । তারা আর যাই হোক বিচারবুদ্ধি ও অভিজ্ঞতার কোন আবেশ তাদের মধ্যে অনুপস্থিত ।

  • @bubai446
    @bubai446 Рік тому +9

    দিদি আপনার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ... কোন রাজনৈতিক দলের দরকার নেই... আপনাদের মতোন কিছু মানুষ দরকার যারা এই ধরনের অন্যায় কাজকে সকালের সামনে যুক্তি দিয়ে তুলে ধরেবেন ... কলেজ কর্তৃপক্ষকে বাধ্য করা হোক বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে নতুন করে ভর্তি করতে... আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন... আমরা সবাই সাথে আছি।

  • @mrinalkundu5678
    @mrinalkundu5678 Рік тому +5

    আমি তামিলনাড়ুতে থাকি। এখানে প্রায় সবাই English mediumএ পড়ে। আমার অফিসের চাপরাসীর ছেলেও তামিল মাধ্যমে পড়ে না।
    আমার মত বাংলার সাথে English শেখা দরকার। ধন্যবাদ

  • @biswajitdas-uo9bm
    @biswajitdas-uo9bm Рік тому +139

    ইংরেজ চলে গেছে কিন্তু মানসিকতাটা রয়ে গেছে।

    • @Jenny_Mitter
      @Jenny_Mitter Рік тому

      Exactly😢

    • @rohitslearningcentre5710
      @rohitslearningcentre5710 Рік тому

      98% of Indian laws are still the copy of 300 years old English laws....can you imagine?

    • @sumansarkar6984
      @sumansarkar6984 Рік тому +1

      এগুলো ব্রিটিশ বানানোর কারখানা। এই ধরনের ইংরেজি ইনস্টিটিউট থাকা উচিত নয় যেখানে ভারতীয় ভাষাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় না ।

    • @ramitchatterjee9626
      @ramitchatterjee9626 Рік тому

      মানসিকতা হবে, মানুষিকতা নয়।

    • @14debanjan
      @14debanjan Рік тому

      ইংরেজ তো চলে গেছে, কিন্তু আপনারা তো বাংলাটা ঠিক করে লেখা শিখুন ! ওটা "মানুষিকতা" নয়, মানসিকতা

  • @bobanroy616
    @bobanroy616 Рік тому +4

    আমি লরেটো কলেজের উদ্দেশ্যকে সর্বান্তঃকরণে সমর্থন করছি । আমি যখন আমার কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়তাম , তখন আমাদের বিভাগীয় প্রধান তমালী ম্যাডাম সব ইংরেজিতে লেকচার দিতেন বলে ছাত্রছাত্রীদের কাছে খুব নিন্দা কটুক্তির শিকার হতেন । কিন্তু ওঁর মত অধ্যাপিকা আমি খুব কমই দেখেছি - অসাধারণ পাণ্ডিত্য ।
    লরেটো কলেজের উদ্দেশ্য ঠিক ছিল , পদ্ধতি ভুল ছিল । ন্যূনতম ইংরেজি বলতে বা লিখতে না পারলে তাদের ইংরেজি অনার্স নিয়ে পড়া উচিত নয় । কারণ এতে তারা বেশিদূর এগোতে পারবে না।

    • @saheli9328
      @saheli9328 8 днів тому

      Just go through their application form ..you will see their continuous preference for English medium schooling in secondary and higher secondary level. I am an M.A. in English Literature...belonging to a Bengali medium school. Testing the ability of writing and testing the background of a student is different thing, ma'am. Just think before saying.

  • @MsGirlnextdoor123
    @MsGirlnextdoor123 Рік тому +3

    অনেক ধন্যবাদ। দেশের বাইরে থাকি বলে এই খবরটা জানতাম না। অবাক হলাম না কারণ যে কলকাতায় বড় হয়েছি প্রতিনিয়ত এই মানসিকতা দেখেছি, এবং 'সেই ট্র‍্যাডিশন সমানে চলিতেছে।' নিজের জীবনের অভিজ্ঞতা থেকে একটি সত্য উপলব্ধি করেছি - একটা ভাষাকে সম্মান না করলে কোনো ভাষাকেই আমরা সম্মান করতে শিখি না। অবশ্যই মাতৃভাষার একটা আলাদা ইমোশনাল স্থান থাকে, কিন্তু অন্য সব ভাষাই তো কারো না কারো মাতৃভাষা! আজ colonial hangover এর বশে ইংরিজিকে তুলতে গিয়ে লরেটো কলেজ যে অপকম্মটি করেছেন, তাতে কি ইংরিজিকেও সম্মান করা হল? লড়াইটা আসলে বাংলা (বা হিন্দি বা অন্য কোন) মাধ্যম বনাম ইংরিজি মাধ্যমের নয় - লড়াইটা হল দম্ভ, বৈষম্য এবং চরম সংকীর্ণমনস্কতার বিরুদ্ধে। এর জড় বহু গভীরে, এবং (হতাশাজনক হলেও সত্য) একে উপড়ে ফেলা যাবে বলে মনে হয় না।

  • @joyantatensubam7898
    @joyantatensubam7898 Рік тому +11

    ability to speak in English doesn't related with studying in english medium school. i myself studied in Bengali school upto class 10 and still i can read and write even regular viewers of national english channel. for the sake of those who advocates english medium education let me tell you that some person came across to me who were from English medium background but still too poor in English............ finally i am a manipuri speaking guy who studied in Bengali school from a remote village in silchar,Assam, feel proud to speak Bengali Assamese and any languages. DIDI apnake asanakhya dhanyabad ei pratibedoner janya.ami apner gunmugdha struta, dhanyabad.

  • @piyalibanerjee2615
    @piyalibanerjee2615 Рік тому +8

    লরেটো সোজাসুজি বলেছে....আমার পিসতুতো দিদি ভিক্টোরিয়া স্কুল থেকে পড়ার পর ব্রেবোর্ন কলেজে যখন অনার্সের জন্য apply করেছিল, সালটা হয়তো 74/75/76 হবে, তখনও তাকে বলা হয়েছিল, "তুমি বাংলা মাধ্যমের মেয়ে তুমি ইংলিশ অনার্স পাবে না"। তারও কিছু বছর পরে সেই একই ঘটনা ঘটে আমার জ্যেঠতুতো দিদির সাথেও। এমনকি কিছু প্রফেসর আছেন যাঁরা মনে করেন বাংলা মাধ্যমের মেয়েরা অনার্স পড়ারই যোগ্য নয়। আমার বোন বেথুন কলেজে ইকনমিক্স অনার্স পড়তো, ওকে 1st year থেকে 2nd year-এ ওঠার সময় supplement দিতে বাধ্য করা হয়েছিল। ওই ডিপার্টমেন্টের অন্য একজন প্রফেসর ওকে বলেছিলেন তোমরা যারা বাংলা মাধ্যমের মেয়ে আছো তারা অন্য কোন কলেজে চলে যাও, তা নয়তো 2nd year টেস্ট পরীক্ষায় তোমাদের আটকে দেবে। এবং হয়েছিলও তাই।

  • @skullcrusher1846
    @skullcrusher1846 Рік тому +7

    আপনাদের সময় বাংলা মিডিয়ামের শিক্ষক, শিক্ষিকারা তাদের সন্তানদের বাংলা মিডিয়াম স্কুলে পড়াতেন। এখন কোন শিক্ষক তার সন্তানকে বাংলা মিডিয়ামে পড়ান? শিক্ষকরাই যখন এই শিক্ষা ব্যবস্থাকে ভরসা করতে পারেন তা তাহলে সেই শিক্ষা ব্যবস্থার কি অবস্থা?

  • @sushmi1973
    @sushmi1973 Рік тому +29

    I am from bengali medium student but I am now working for a multinational company where I deal with foreign country

    • @bapparocks84
      @bapparocks84 Рік тому +2

      Ami o bangla medium tao call centre e us process e kaj korechi...ekhon anyo chakri korchi...amar mone hoy state er order deoya uchit e dhoroner notice na deoya

    • @The.Jyotiska
      @The.Jyotiska Рік тому

      দিদি বাংলা বলুন, ইংরেজি বুজি না

    • @asimghosal6763
      @asimghosal6763 Рік тому +1

      Ta to bujhlam , English Hons e English Medium Nile , asubidha ki ?Apnar porichito keu ki Loretto College e poreche ?Koto College ache English Hons pore nin ,ora Missionary , oder nijer moto thakte din .

    • @shantanubhaduri5928
      @shantanubhaduri5928 Рік тому +1

      Ekhon banglay bolte lojja lage??

    • @amar-kotha290
      @amar-kotha290 Рік тому

      @@shantanubhaduri5928 হা লাগে ।যেখানে অশিক্ষিত রা ঘুষ দিয়ে বিনা যোগ্যতায় শিক্ষকতার মত পবিত্র পেশাকে কালি লাগায় সেখানে বাংলা নিয়ে গর্ব করতে লজ্জা হয় ।সবাই তো দুকান কাটা নয়

  • @dulalchandraaditya2102
    @dulalchandraaditya2102 Рік тому +4

    সঠিক সময়ে সঠিক প্রতিবেদন। লরেটো কলেজটাই বন্ধ করে দেওয়া উচিৎ। কলকাতার বুকে বসে এই রকম সাহস পায় কোথা থেকে। আসলে কলকাতায় এখন বাঙ্গালীর সংখ্যা বড়ো ই কমে গেছে হয়তো তাই।

  • @Rwikm
    @Rwikm Рік тому +2

    এখন যাদের রাগ হচ্ছে তাঁদের অনেকেরই নিজের বাড়ির ছোটদের জন্য প্ৰথম পছন্দ ইংরেজি মাধ্যম । এটা আজকের রোগ নয় । আমি বাংলা মাধ্যমে 12 বছর তারপর বাংলার বাইরে ইংরেজি মাধ্যমে 6 বছর পড়াশোনা করেছি। এবং চাকরি জীবন সম্পূর্ন রূপে বাংলা এবং কিছু বছর দেশের বাইরে । বাংলা মাধ্যম বলে বাদ দিয়ে দিলে খুবই দুঃখ পেতাম ।

  • @sauravchowdhury7333
    @sauravchowdhury7333 Рік тому +2

    সাবাশ।।।পুরো ধুয়ে দিয়েছেন।সেলাম আপনাকে।

  • @nilanjanghatak7847
    @nilanjanghatak7847 Рік тому +19

    অবিলম্বে SFI -র তরফ থেকে এই কলেজের বিরুদ্ধে তীব্র আন্দোলন করা উচিত।

    • @ritwikbanerjee3475
      @ritwikbanerjee3475 Рік тому

      Why man

    • @cablenetworksystems
      @cablenetworksystems Рік тому +1

      Kano Bhai ? Andolon chara kichu Jano na? Jao the court e? Type kore Gyan diye dile? Party ta Kano korbe ? Taka r faida ba political mileage chara?

  • @biswajitde8652
    @biswajitde8652 Рік тому +32

    আমাদের সকলের একসাথে প্রতিবাদ করা উচিত।

    • @Jenny_Mitter
      @Jenny_Mitter Рік тому +2

      Obosshoi😢

    • @asishmal792
      @asishmal792 Рік тому +2

      এই কলেজ র গুরুত্ব কম

    • @amar-kotha290
      @amar-kotha290 Рік тому +1

      প্রতিবাদ করার আগে টেস্ট করুন যাদের হয়ে লরছেন তারা আদৌ Englis র "E " জানে কি না ।

    • @amar-kotha290
      @amar-kotha290 Рік тому +1

      @@asishmal792 বোকা বোকা কথা । Loreto, Bethun, braborn, presi এগুলো ই তো কলেজ ,বাকি সব তো গোয়াল ।

    • @monamibanerjee2661
      @monamibanerjee2661 Рік тому

      Ta Victoria, Princep ghate e ghurte jabar somoy mone pore na protibad kora uchit Victoria Memorial er nam ta change kore amader desh er freedom fighters der name kora uchit??

  • @tapaskumarray9897
    @tapaskumarray9897 Рік тому +3

    আমরা বাঙলা মাধ্যমে পড়াশোনা করে কলেজে বিশ্ববিদ্যালয়ে English medium এ পড়েছি, কোথাও কোনো অসুবিধা তো হয় নি। এখন যদি অন্য কলেজ গুলো বলে English medium এ পড়া students দের ভর্তি নেবো না, তখন কেমন লাগবে। আপনি খুব সুন্দর বলেছেন। কাউকে ছাড়েননি। বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। সত্যি ই কিছু একটা করা দরকার। অসাধারণ প্রতিবেদন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আশা রাখব আরো চাবুক মারুন আরো অনেক বিষয় নিয়ে। শুভেচ্ছা থাকলো।

  • @indranildas8835
    @indranildas8835 Рік тому +43

    Loreto college er professor der spoken bangla sekhano uchit

    • @Theyarnland
      @Theyarnland Рік тому +2

      Professors der kono dos nei... Eta sudhu administrative department

    • @dipaksah5553
      @dipaksah5553 Рік тому +2

      Correct they should learn bengal staying in Bengal they should learn bro being bihari we learn Bengal and studied in Bengal school

    • @SAHILKHAN-dc5hb
      @SAHILKHAN-dc5hb Рік тому

      kichu na beton bondho kore dewa uchit. je takata pai tar maximum tai bangalider taka.

    • @tanishamukherjee3297
      @tanishamukherjee3297 Рік тому +1

      90% of the profs are Bengali and they are proud of being a Bengali. So better don't comment on stuffs which you yourself don't know. Eita administration er torof theke hoyeche, profs der kono haath nei.

  • @sanjoysarkar3529
    @sanjoysarkar3529 Рік тому +14

    আমি ও বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি M.A পর্যন্ত। একদম সাধারণ ঘরের ছেলে। এখন ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করছি। একটি কলেজ এর পক্ষে এরকম বৈষম্য মনোভাব রাখা, শিক্ষিত মনোভাবের পরিচায়ক নয়।

  • @bhabesbasu8678
    @bhabesbasu8678 Рік тому +52

    এই কলেজে শিক্ষকদের যোগ্যতা কি ?সেটা আগে খতিয়ে দেখা হোক।তারপর এই কলেজ বন্ধ করে দেওয়া দরকার।শিক্ষামন্ত্রী বাড়ি আছেন ? আপনার কালো মুখটা দেখতে ইচ্ছে করছে।

    • @koushikchakravarti
      @koushikchakravarti Рік тому +2

      😂 শিক্ষামন্ত্রী কোন মিডিয়াম?

  • @anirbanchakraborty6473
    @anirbanchakraborty6473 Рік тому +3

    You cant stop a school to devide on whether they need english medium students or from other mediums..... Thats why they are missionaries and private schools..... The government should setup their own infrastructures to provide justice to good students who are not from English medium...

  • @sandipkumarnandi818
    @sandipkumarnandi818 Рік тому +21

    লরেটোর অনুমোদন এখনই বাতিল করে দেওয়া হোক

    • @Kimkatherine748
      @Kimkatherine748 Рік тому +2

      They will be happy. They will join under private university like amity. In near future students passing from English medium schools will join private universities where teaching is done in English version.
      Check in your locality in which collages class 12 arts and science students of English medium background are joining.

  • @SoumenduBanerjee94
    @SoumenduBanerjee94 Рік тому +5

    একদম সঠিক কথা বলেছেন আপনি । আমি নিজেও বাংলা মাধ্যম এর ছাত্র সেই জন্য অবশ্য আমার ইংলিশ বুঝতে বা বলতে কোনো সমস্যা হয় না আর কাজের সূত্রে গতমাসে আগে ফ্রান্স যেতে হয়েছিল ওখানে ইংলিশ ভাষা তে কোথা বলে মানুষের সংখ্যা খুব ই কম। কাজের অবসরে সুইজারল্যান্ড , স্পেন এ যাওয়ার ও সুযোগ হয়েছিল সেখানেও চিত্র তা কিছু মাত্র ভিন্ন নয় আসলে ঔপনবেশিক প্রেক্ষাপটে বিভিন্ন ইউপিয়ান ভাষার প্রসার ভিন্ন ভিন্ন জায়গাই ছড়িয়ে পড়ে, কিন্তু মার্কেটিং গিমিক এর ফাঁদে পা দিয়ে আজ কে শুধু ইংলিশ মাধ্যম এর স্কুল গুলোকে গুরত্ব দেওয়া বা মহবিষ্টতা এখন কার অনেক অভিভাবক এর মধ্যে দেখা যাই এও একধরণের হীনমন্যতা ও ঔপনবেশিক বিস্তার এর প্রকারভেদ।

  • @riyamondal7775
    @riyamondal7775 Рік тому +6

    শুধু শিক্ষিত হলেই চলে না মানসিকতা সঠিক হতে হয় তবেই তাকে শিক্ষিত বলে।

  • @sayantanch.2820
    @sayantanch.2820 Рік тому +2

    Apni thik bolechen . Amio akjon english medium school er chatro chilam kintu konodino ei mindset hoini . Kintu onek kei emon achen j ninera english medium a pore nijeder k sobtheke educated mone kore. Ashole manush er ei generation a ohonkar ta onek beshi hiye geche har jonno ajke prithibir ei durdosha! Ei protigoto sikkha ashar pechone a babar mayeder mindset je bhabhe nijeder sontan k toiri koreche. Tader sikkhar ebong sothik dristibhongi diye manush k dekhate tara byartho jar fol e chele meyra iutcome hisabe ei rokom toiri hoyeche. Tai tader baba mader k sobtheke age sothik sikkha are sothik manushikota chele meyder moddhe prothome toiri korano uchit. Dhonnobad ! 🙏

  • @moumitasur7561
    @moumitasur7561 Рік тому +2

    আপনার জিভের ধার কে কুর্নিশ।আপনি এখন আদর্শ সাংবাদিক। খুব ভালো প্রতিবেদন।আমরা মেরুদন্ড হিন হয়ে পড়ছি।

  • @subhrakantibose6371
    @subhrakantibose6371 Рік тому +7

    অন্যরকম ভাবনার কোন প্রশ্নই নেই। নতুন করে মেধা তালিকা প্রকাশ করে যোগ্যদের সুযোগ দেওয়া উচিত। শুধু বিজ্ঞপ্তি জারি নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে যোগ্যদের সুযোগ নিশ্চিত করা উচিত বলেই মনে করি

  • @cameliadas4528
    @cameliadas4528 Рік тому +3

    Amar college Loretto na holeo or asepasei ekti college e amio portam jetao English medium based college. Sekhane ekdin ekjon teacher jiggasa korechilen tomra hat toto k k Bengali medium theke esecho hat uthlo tar modhye amar hat o chilo. Uni bollen tokhon "asole eta to English medium based college tomader jonno eta wrong choice hoyeche".
    Loreto notice diyeche baki ra notice deyna, kintu ei rajniti ba monovab teacher student dupokkhor khetrei dekha jay

  • @gautamchatterjee9969
    @gautamchatterjee9969 Рік тому +1

    অত্যন্ত মূল্যবান একটি প্রতিবেদন। শতকরা একশো ভাগ সমর্থন করি আপনার বক্তব্য। ,,, ,,, আরো অনেকের মত আমাদের রাজনীতিজীবিদের অনেকেই ঠিকঠাক বাংলায় কথা বলতে পারেন না।

  • @Bratin_Basu
    @Bratin_Basu Рік тому +21

    বাংলার মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে বাংলা ভাষা'র সাথেই বঞ্চনা⁉️
    সাথে আমাদের দেশের আরেকটি ভাষা হিন্দী'কেও অবজ্ঞা⁉️
    এদের স্পর্ধা তো কম নয়!😡

    • @pritamsamanta2698
      @pritamsamanta2698 Рік тому +1

      এখন শুধু বাংলার মেয়ে হলেই হবে বাংলা ভাষা ছাড়া

    • @Bratin_Basu
      @Bratin_Basu Рік тому

      @@pritamsamanta2698 যা বলেছেন!👍🏻🙂

  • @RAY86092
    @RAY86092 Рік тому +15

    দারুন বললেন দিদিভাই।

  • @moumitabasak1936
    @moumitabasak1936 Рік тому +1

    কারণটা আমি প্রত্যক্ষ করলাম। হিন্দি মিডিয়াম থেকে উচ্চমাধ্যমিক পাশ করা ও ইংরেজি তে 85 ( পঁচাশি) পাওয়া একটি ছাত্র, যখন ভর্তির ফর্ম ফিল আপ করতে এসে (সাইবারে)ইংরেজি তে ফর্ম দেখে তার অনেক কিছুর মানেই বুঝতে পারল না। সত্যিই আশ্চর্য হলাম!

  • @jyotirgamaya6243
    @jyotirgamaya6243 Рік тому +2

    আমি নিজে বাংলা মাধ‍্য‍্যম স্কুলে পড়ে দীর্ঘদিন ICSE স্কুলে সম্মানের সাথে শিক্ষকতা করেছি। আমার মতো আরো অনেকেই আছেন এবং ছিলেন।

  • @namobaby9747
    @namobaby9747 Рік тому +4

    2016- 2017 উত্তর দিনজাপুর রায়গঞ্জ university তে হটাৎbangla to English convart hoy, jar ফলে পরিমান হয়ে ছিলো গ্রামের ১০০ জন স্টুডেন্ট এর মধ্যে ৯৬ জন ফেল হয়।
    হায় রে ইংরেজ কলেজ তোর মহিমা আজও ভুলি নি 🙏🏼। টাকা মাটি r মাটি টাকা

  • @kabiprabiswas8900
    @kabiprabiswas8900 Рік тому +5

    দিদির বক্তব্য সত্যি অসাধারণ অনেকদিন ধরেই শুনছি 😌❤। চালিয়ে যাও

  • @shantanubhattacharyya5361
    @shantanubhattacharyya5361 Рік тому +3

    সত্যি বলবার কোন ভাষা নেই। আমি একজন প্রত্যন্ত গ্রামের থেকে আসা এবং খুবই সাধারন মানের মানুষ। আজ পৃথিবীর বেশ কিছু দেশ ঘুরে, আমেরিকাতে কতো কৃতী মানুষের সংস্পশ্বে্ এসে দেখেছি, জীবন সায়হ্নে এসেও তাঁদের বাংলা ভাষার ওপরে কতো দখল ও ভালোবাসা। এতো বছর বিদেশে থাকার পরেও, তাঁদের একটি বাক্যে বাংলা ছাডা কোনো বিদেশী শব্দ প্রয়োগ নেই। আমার নিজের বংলা বাক্য এতো শুদ্ধ নয়, সেটা স্বীকার করতে কোনো দ্বীধা নেই। নিজের থেকে অন্যের মা, সত্যিই কী বেশী স্নেহময়ী হতে পারেন (মা সারদা-র কথা এখানে আমি বলছি না)।
    * অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য ক্ষমাপ্রাথী।

  • @arpitagain1530
    @arpitagain1530 Рік тому +2

    আমার মেয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে ইংলিশ অনার্স নিয়ে পাশ করেছে। ১৭৪ জন এরমধ্যে একমাত্র আমার মেয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়া। ফাইনাল ইয়ার পর্যন্ত ৭ জন ছিলো। এম বি এ করে এখন এম এন স কম্পানি তে আছে দিদি। তবে এই কথা টা বলতেই হয় কলেজ খুবই ভালো ছিল। বাংলা মিডিয়াম স্কুল থেকে আসা হলেও ওর কোন অসুবিধা হয়নি।ওর কলেজ ছিল মহারাজা মনিন্দ্রচনদ্য ।এখন এই সব নিউজ গুলো দেখে অবাক লাগে দিদি।,

  • @rinapaul3771
    @rinapaul3771 Рік тому +7

    বর্তমানে শিক্ষা, চাকরি, এবং রাজনীতি সমস্ত কিছুর উপর চতুরতা ব্যবহার করছেন ।নীতি ও আদর্শ বলে কিছু নেই ।

  • @avikbasu4546
    @avikbasu4546 Рік тому +1

    *বলিষ্ঠ ও সঠিক প্রতিবেদন দিদিভাই, সহমত পোষণ করি আপনার সাথে। ভালো থাকুন❤️❤️*

  • @majirulmallick6639
    @majirulmallick6639 Рік тому +2

    লরেটো কলেজের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। মামলা করা উচিত।

  • @nirvana9891
    @nirvana9891 Рік тому +1

    College এ পড়ার সময় দেখেছি, বিশেষত মফঃস্বলের বাংলা মাধ্যমের ছাত্রীদের দেখেছি বেশ সমস্যার সম্মূখিন হতে হত শুধুমাত্র পঠন-পাঠনের মাধ্যম হঠাৎ ইংরিজি হয়ে যাওয়ায়।
    Comment section এ অনেকেই বাংলা মাধ্যমে পড়েছেন বলে গর্বিত এবং বিনা প্ররোচনায় নিজে থেকেই বলছেন “English medium এর studentরা english জানেনা”।
    তাদের কাছে ২টো প্রশ্ন রাখতে ইচ্ছে হয়,
    ১। বাংলা মাধ্যমে পড়ে তাঁরা কতজন বাংলাটা ভালো জানেন এবং নিয়মিত তার চর্চা করেন?
    ২। এঁদের মধ্যে যাঁদের সন্তান আছে, তাঁরা কতজন নিজেদের সন্তানদেরও বাংলা মাধ্যমে পড়াচ্ছেন ?
    ২টোর উত্তর সহজেই অনুমেয়। তাই বাংলা মাধ্যমে পড়ে এবং অনবরত বাংলায় কথা বলেও যেমন বাংলায় কাঁচা হওয়াটা মার্জনীয়, তেমনই বঙ্গসন্তান হয়ে English medium এ পড়েও Shakespeare না হওয়াটা অপরাধ নয়।
    পড়াশোনার মাধ্যমটির গুরুত্বপূর্ণ নয়। তাই Loreto college উন্নাসিকতা দেখাচ্ছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে English medium দের “এক হাত নিয়ে নিই” এই মানসিকতাটা বোধহয় ঠিক নয়।
    উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষত science subject এর বই সমস্তই english এ থাকে। Research article গুলোর কথা নাহয় বাদই দিলাম। তাই english কে পাশ কাটিয়ে যাওয়ার option নেই। যারা english medium এ পড়েছে তাদেরকে আক্রমণ করলেও সমস্যাটা একই থাকবে। সে ক্ষেত্রে শিক্ষকদের হয়ত কিছুটা বেশি সময় ব্যয় করতে হবে, বাংলা মাধ্যমের ছাত্র/ছাত্রীদের পিছনে। Loreto সেটা করতে চায়নি, সেটা নিঃসন্দেহে অন্যায় । কিন্তু তার জন্যে “ইংরিজি ভাষায় শিক্ষাদান তুলে দেওয়া হোক “ বা “বাংলার English medium school নিপাত যাক” এই ধরণের স্লোগান দেওয়াও ঠিক নয়।

  • @susantasinha8552
    @susantasinha8552 Рік тому +10

    Loretto management should be dragged under the court of law for showing the audacity of insulting world's one of the richest language.
    Their affiliation should be immediately canceled by the concerned University.

  • @udayshankarbanerjee6539
    @udayshankarbanerjee6539 Рік тому +3

    ঔধত্য দেখিয়ে আগে থেকে ধারণা করা হল যে বাংলা বা হিন্দি মিডিয়ামের ছাত্রীরা পড়তে/বুঝতে পারবে না,তাহলে ঐ কলেজের টিচারদের ১টা পরীক্ষা নেওয়া হোক।

  • @tapansarkar5454
    @tapansarkar5454 Рік тому +4

    হয়তো এটাও আপনি জানেন যে ভালো স্কুলে নিজের বাচ্চাকে ভর্তি করতে গেলে বাবা মায়ের source of income, কতটা income করে নিজের বাড়ি ঘর আছে কিনা সব criteria important।

  • @lipika6
    @lipika6 Рік тому +4

    Ami Bangla medium..English e post-graduate 😅

  • @sanjaydebroy5855
    @sanjaydebroy5855 Рік тому +6

    এই স্পর্ধা পশ্চিমবঙ্গেই সম্ভব। Loreto college ধিক্কার জানাই...

    • @amar-kotha290
      @amar-kotha290 Рік тому

      এটা স্পর্ধার বিষয় নয় ,বাংলা মিডিয়াম থেকে ইংলিশ অনর্স পড়তে বহু ছেলেমেয়ে ল্যাজে গোবরে হয়ে C U র পরীক্ষায় ব্যাক পেয়ে যায় ।নামী ঐতিহ্যবাহী স্কুল/ কলেজ কেন সে রিস্ক নেবে সুনাম নষ্ট করার জন্য?

  • @debasishdas1150
    @debasishdas1150 Рік тому +2

    Loreto college এটা খুব ভুল করেছে কিন্তু রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য আমার তরফ থেকে শুভনন্দন

  • @purvighosh7719
    @purvighosh7719 Рік тому +2

    ডিরেক্ট লরেটো থেকে পার্কস্ট্রিট থেকে অক্সফোর্ড তারপরেই শেক্সপিয়ারের পাশে :')

  • @sudiptonag8457
    @sudiptonag8457 Рік тому +7

    Unfortunately, English is not a language in India, whereas it's a class. 😢🙁

  • @TanmoyRouth-eh8nc
    @TanmoyRouth-eh8nc Рік тому +9

    সুকান্ত, সুকুমার রায় এনারা থাকলে বুঝি কত না কষ্ট পেতেন।

    • @amar-kotha290
      @amar-kotha290 Рік тому

      ওনারা কেউ মধুকবির মত কাক হয়ে কোকিল সাজতে যায় নি ।ওনারা বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন,ইংলিশ অনার্স পড়তে যান নি

  • @matideb660
    @matideb660 Рік тому +2

    Impartial analysis on the attitude of an English Medium College in Bengal.
    Thanks for this presentation .

  • @saswatimukherjee2272
    @saswatimukherjee2272 Рік тому +2

    এই অভিঙগতা আমার হয়েছিল গোখেল মেমোরিয়াল কলেজ এ আমার মেয়ে আলিপুর মাল্টিপারপাস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করছিল 72%নম্বর পেয়ে 2004 সালে। গোখেল এ ভূগোল অনার্স পড়তে চাইলে তারা বলেন Icsc and cbsc যারা আছে তাদের সবাইকে নিয়ে যদি আসন থাকে তবেই সুযোগ পেতে পারে ।আসন মোটে 35 .কাজেই ফিরে আসতে হয়। মজার ব্যাপার আমার মেয়ে অন্য কলেজ থেকে ভূগোলে 1st class পেয়ে পাশ করে।ধন্যবাদ।

  • @rstradingudyog7974
    @rstradingudyog7974 Рік тому

    অণবদ্য বিশ্লেষণ, খুব ভালো লাগলো। অনেক দিন পর এমন ঝরঝরে পরিস্কার বক্তব্য শুনলাম। ধন্যবাদ।

  • @dipankarchakraborty3467
    @dipankarchakraborty3467 Рік тому +8

    গর্গ বাবু কোথায়? উনি থাকতে বাংলায় এতো ইংরেজি মাধ্যমের রমরমা কেন? নাকি এই গুলো থেকেও কালি ঘাটে প্রানামী যায়।

    • @user-uv5nm7zg7q
      @user-uv5nm7zg7q Рік тому

      অন্য কে সম্মান করতে শিখুন।

    • @user-hj8xs9it5k
      @user-hj8xs9it5k Рік тому +1

      এই অসাধুতার বিরুদ্ধে প্রতিবাদের পুরোভাগে ছিল বাংলা পক্ষ। অবহিত হোন।

  • @sandipkumardas8196
    @sandipkumardas8196 Рік тому

    আজকের বিষয় নিয়ে আলোচনা খুব ভালো লাগলো। এই বিষয়ে আমার একটা নতুন ঘটনার কথা শেয়ার করছি। আমার এক স্টুডেন্ট বাংলা মিডিয়ামের পড়াশোনা করে নাভাল তে চান্স পায়। সেটা হল একপ্রকার জাহাজ তৈরি ইঞ্জিনিয়ার। সে যখন ওখানে ভর্তি হতে যায়, খুব ভালো স্টুডেন্ট হয়েও ওখানকার ইংরেজিতে সাধারণ কথাবার্তাও বুঝতে পারছিল না। সে ভেবেছিল- এটা তার জন্য নয়। কিন্তু ওখানে ভর্তি হওয়ার এক মাস পর থেকে কোনকিছুই অসুবিধা হয়নি তার। চার বছর কোর্স শেষ করে সেখানে সে ফার্স্ট হয়। গোল্ড মেডেল পায়।

  • @hillolkrdas7744
    @hillolkrdas7744 Рік тому +1

    আমরা তো বাংলা মাধ্যমে পড়েছি, লিখেছি, পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তারপর থেকে ব‌ইপত্তর, নোট, পরীক্ষা সব ইংরেজিতেই। প্রথম প্রথম অসুবিধা হয়েছিল, শুধুমাত্র টেকনিক্যাল টার্মিনোলোজি নিয়ে; কিন্তু "বুঝতে" বা "বোঝাতে" অসুবিধে হয় নি।
    হ্যাঁ, আমাদের সবাই ওই একই বিষয়গুলো বাংলা ভাষাতেও বোঝাতে সক্ষম।

  • @rabinpaul5957
    @rabinpaul5957 Рік тому

    দিদি তোমার র প্রত‍্যেকটি প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 Рік тому

    ঔপনিবেশিক সুপিরিয়রিটি কমপ্লেক্স তথা দাবিয়ে রাখার মনোভাব দোষযুক্ত, সর্বদা বর্জনীয়। ধন্যবাদ

  • @manashimajumder8798
    @manashimajumder8798 Рік тому +1

    ১৯৮২ সালে আমি বাংলা মিডিয়াম স্কুল থেকে আর্টস নিয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করে লেডি ব্রেবোর্ণ কলেজে ফিলসফিতে অনার্স কোর্সে ভর্তির জন্য ফর্ম জমা দিয়েছিলাম। আমার মার্ক সিট দেখে কলেজ থেকে আমাকে ডায়রেক্ট অ্যাডমিশন দেওয়া হয়।তিন বছর কলেজ জীবনের একদিনও কোন প্রফেসর বাংলা মিডিয়াম স্কুল থেকে আসা কোন ছাত্রীকে কখনো নিচু চোখে দেখেন নি। আমি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পাওয়াতে আমাদের হেড অফ দ্যা ডিপার্টমেন্ট আমার মাথার চুল ঘেঁটে দিয়ে বলেছিলেন: "লক্ষী মেয়ে "। উনি নিজে সারাদিনে একটা বাংলা শব্দও বলতেন না। কিন্তু আমাকে আদর করতে ওনার ঘেন্না করেনি।
    এই কয়েক বছরে সমাজ কোথায় নেমে গেল !

  • @jagannathsaha9460
    @jagannathsaha9460 Рік тому

    প্রতিবাদের ক্ষুরধার ভাষায় সমোজ্জল, অরাজনৈতিক এবং আত্মপলদ্ধি সমৃদ্ধ সময়োপযোগী আপনার এই প্রতিবেদন টি আন্তরিক ভাবে সমর্থন করছি। আমার সশ্রদ্ধ শুভেচ্ছা গ্রহণ করবেন 🙏

  • @the_high_guy_2023
    @the_high_guy_2023 Рік тому +4

    Ke jane vai.. Baba rajjo sorkarer kaaj korto, sarajibin Bangla medium-ei pore aslam.. PhD korte parlam England theke, r ekhon ekhanei ekta Uni-te porai r kichu research-er kaaj korar chesta kori.. mone to hoyna ekhankar studentder bisal kichu problem hoy amar English lecture bujte jehetu chotobelai Bengali medium-e porechilam.. r Loretto college-r professor-ra kon English/British family-te belong koren jani na but college-ta jokhon WB te then Bengali medium students eder ki khoti kore ke jane.. Loretto hoyto goriber Oxford mone korche nijerderke.. God Knows!

    • @suparnasarkar9533
      @suparnasarkar9533 Рік тому

      এগুলো ওই যেটা বলে আর কি 😜 সেটা পাকামি বলে! 😂😂

  • @arnatri1503
    @arnatri1503 Рік тому +1

    আমার বাবা through and through বাংলাতেই পড়াশোনা করেছেন, কিন্তু ইংরেজিতে কখনো কোনো আরষ্টতা চোখে পরেনি। আজ আমি ইংরেজি ভাষাতেও নিজের মত প্রকাশ করতে পারি, তার কারণ আমার ইংরেজি মাধ্যম স্কুল নয়, তার জন্য দায়ী আমার বাবা।
    আমার মনে হয় না লোরেটো কলেজ যেই ভাষাতে 'ক্ষমা' চেয়েছেন, সেটাকে আদৌও ক্ষমা বলা চলে। আর এটাও ভেবে দেখার মতো যে, এই বছরে তারা বিজ্ঞপ্তিতে বলেছেন, এর আগে অবধি কি উনারা এই একই ভাবে যোগ্য ছাত্রীদের বঞ্চিত করে গেছেন শুধুমাত্র একটি ভাষার নিরিখে?
    দক্ষিণ ভারতের কোনো কলেজ এইরকম কিছু করলে তো বোধহয় কলেজটিই উঠে যেতো!

  • @pradiptapoddar7124
    @pradiptapoddar7124 Рік тому +2

    বাংলা মিডিয়াম স্কুলে পড়ে bioinformatics porte engineering kono somossa holo na যতসব

  • @premchand273
    @premchand273 Рік тому +20

    প্রাইভেট স্কুল বা কলেজ থেকে কাটমানি যায়।

    • @asimghosal6763
      @asimghosal6763 Рік тому

      Amader Rajye prochur WBBSE and WBCHSE r English Medium , Government, govt Aided school ache ,ora to tader baad Dey na .

  • @bishnupadasamaddar2654
    @bishnupadasamaddar2654 Рік тому +2

    মা বলে যখন প্রথম ডেকেছি। পেয়েছি ছন্দ সুরের ছোয়া। আমার জীবনের প্রথম ছন্দ মার হাসি থেকে নেওয়া।

  • @supriyabasu2755
    @supriyabasu2755 Рік тому

    আপনার মতামত খুব যুক্তি যুক্ত।এই ভিডিও করা র জন্য আপনাকে ধন্যবাদ।

  • @rumabandyopadhyay5303
    @rumabandyopadhyay5303 Рік тому +1

    Tomay bhisan pochhondo kori...antorik avinandan...moner kotha gulo ato joralo vabe prokash hote dekhe 🎉🎉🎉❤❤❤aktai shobdo boli, sabbbbaàs

  • @ronighosh590
    @ronighosh590 Рік тому +12

    It's really unfair where we are talking about saving our own language, this thing is an injustice and those who are tolerating this injustice and those who don't want to protest are doing the same injustice.

  • @saikatroy9069
    @saikatroy9069 Рік тому +1

    Ami Bangla medium er student but 7/8 ta language bolte pari including 3 foreign language. Tai onno language/ culture k respect kori. Loretor ekta nijer culture ache seta nie eto kichirmichir korar kichu nei. Eto merit merit kore lafanor o kichu nei. Jader merit ache tara thik placed hoe jabe. God bless.

  • @saswatisardar29
    @saswatisardar29 Рік тому +2

    Loreto কলেজের অধ্যক্ষ কেনো তাহলে এইই পশ্চিম বঙ্গের বুকে কলেজ খুলে বসেছেন আমেরিকায় করতেই পারতো ব্যাবসাটা 😂 আমি পশ্চিম বঙ্গে থাকবো কিন্তূ বাঙ্গালা ভাষা কে একদম বরদাস্ত করবো না 🙄 আমি তোমার ইনকামে খাবো তোমার পরিবেশে বড়ো হবো , তোমার নাম নিয়ে বিখ্যাত হবো ... কিন্তুু তোমার ভাষা কে একদম বরদাস্ত করবো না😂😂

  • @moumitachandra6504
    @moumitachandra6504 Рік тому

    অসাধারণ প্রতিবেদন দিদি...সম্পূর্ণ সহমত...

  • @TannyRoy-jy5gl
    @TannyRoy-jy5gl Рік тому

    Asadharon... Darun..puro mone holo nijer e moner sobkota katha apnar mukh diye sunlam. Bangla medium a pore ak chatri tar jodi amon sundor bolistho driro manoshikota r bachon vongi hoe Tahole to Bangla medium amar Garbo.

  • @brojagopalghosh8834
    @brojagopalghosh8834 Рік тому +2

    আমি এখানে লরেটো কলেজের কোন দোষ দেখছি না, যেহেতু এটা ইংরেজি মিডিয়াম কলেজ, ইংরেজি ভাষা জ্ঞানের উপর জোর দেবে, প্রতিষ্ঠানের সুনামের প্রশ্ন আছে। বর্তমান সময়ে চাকরী ব্যবসায় তুখোড় ইংরেজি ভাষা জানা বাধ্যতামূলক...

  • @RakeshDey-rt4yk
    @RakeshDey-rt4yk Рік тому +1

    দিদি আমি কৃষ্ণনগর govt college 2semester Student। Bengali honours তাই তেমন একটা engilsh মিডিয়াম স্কুলের student পায়নি আমার department। আমাদের পঠন -পাঠন সব কিছুই বাংলা। কিন্তু history deparment আমার যারা পড়ি সেখানে একটা অধ্যপক আছে আমাদের কলেজ বাঙালি মিডিয়ামের হলেও উনি ইংলিশ পড়ায় বুঝতে বেশ problem হয়। কিন্তু ম্যানেজ করে নি। কিছু বাংলাই প্রশ্ন করলে উনি আমাদেরকে একটু তিরস্কার মত করে। আমাদের সঙ্গে যারা পড়ে তাড়া স্যার সঙ্গে শুধু es নয়তো no বলে।

  • @anonymous_vocalist
    @anonymous_vocalist Рік тому

    এই ব্যাপারটা চিরকাল ই ছিল। সত্যিই আমার বাবাকে দেখতাম এইধরণের প্রশ্নে রেগে গিয়ে react করতে। আমি নিজের সত্যিই কোনোদিন affected হইনি। তার কারণ college ও মফস্বলেই ছিলো, কেউ medium নিয়ে প্রশ্নই করেনি। তারপর সেই বাংলা medium school আর মফস্বলের college এর শিক্ষকদের অকুণ্ঠ সাহায্য ও আন্তরিকতায় IIT Kharagpur থেকে chemistry তে masters আর IIT Kanpur থেকে phd degree নিই। IIT তেও কেউ কোনোদিন medium নিয়ে মাথা ঘামাননি। বেশির ভাগ faculty ও english বলতে ওতো ভালো পারেননা। কেউ বাঙালি, কেউ south Indian, নিজেদের ভাষাতেই বেশি স্বচ্ছন্দ। চাকরি টা পেয়েছেন কারণ chemistry টা তাঁদের মতো কেউ পারেনা। English বললেই তো chemistry পারা যায় না।
    এইসব english medium এর কচকচানি শুধু শুনেছি বাড়িতে, সেই কিছু কুচুটে relative থাকে না, তাঁদের থেকে খোটা খেয়েছি। এমনকি IIT তে পড়ি যখন তখন আমার মাকে এটাও শুনতে হয়েছে যে IIT ঠিক ভালো না। জানি না ওনার বাড়ির পাশের কোনো english medium university হয়তো ভালো। এসব কথা শুনলেই তো বোঝা যায় যে মনোযোগ হেওয়ার অর্থ ই নেই। নিজেদের insecurity নাকি কে জানে। ভাবে হয়তো এত এরা গরিব লোক গ্রামে থাকে এরা কেন পড়াশোনা করবে! করে ফেললে এদের খুব গায়ে লাগে। তখন এসব বলে।

  • @bahnisikhadutta7344
    @bahnisikhadutta7344 Рік тому +2

    We should protest& make sure that they change their motive.

  • @PradipDas-bz2ds
    @PradipDas-bz2ds Рік тому +2

    এই ক্ষেত্ৰে পশ্চিমবঙ্গের প্ৰতিবেশী রাজ্য আসামের জনসাধারণ খুবই সচেতন । আসামের কোনো শিক্ষা প্ৰতিষ্ঠানে এই ধরনের কোনরকম ফতোয়া জারি করলে তার ফল ভালরকমই ভোগ করতে হতো । তাছাড়া পশ্চিমবঙ্গে RTE আইনের ধারা কি প্ৰযোজ্য নয় ?

  • @kanikabhattacharjee7679
    @kanikabhattacharjee7679 Рік тому +1

    এর থেকেই বোঝা যাচ্ছে আমাদের রাজ‍্যের শিক্ষার মান কোথায়। ইংরেজ চলে গেছে কিন্তু বাংরেজ রেখে গেছে। এইরকম বিজ্ঞপ্তি তামিলনাড়ু তে অথবা অন্য কোনো রাজ‍্যে দিতে পারত???

  • @debiprasadchakraborty6973
    @debiprasadchakraborty6973 Рік тому

    মা , সঠিক বিশ্লষণের জন্যে তোমাকে অনেঅনেক ধন্যবাদ ।

  • @sudipdutt9699
    @sudipdutt9699 Рік тому +2

    Calcutta University should deal it strongly and strictly.
    However, they did it very subtly in the previous(few) years.

  • @sudipdutta72
    @sudipdutta72 Рік тому +1

    বহুকাল ধরেই কলকাতার কিছু মিশনারী আর প্রাইভেট স্কুলে এই জিনিস চলে আসছে... নতুন কিছুই নয়... নোটিস দেওয়ায় কেবল পাবলিক হয়ে গিয়েছে প্রকাশ্যে... কিছুদিন পর আবার এই ভাবেই চলতে থাকবে

  • @sandipandey7084
    @sandipandey7084 Рік тому +1

    আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি তার জন্য আমি গর্বিত।

  • @pranabroy4573
    @pranabroy4573 Рік тому +18

    It is the resultant effect of hankering for English Medium. I am residing in Mofussil town. My son has learnt through Bengali Medium subsequently graduated from Scottish Church College & P. G. From C. U. But majority of my friends & in-laws sent their son to English Medium School on please that Bengali Medium students are not smart enough. The colleges like Loretto are exploiting such mentality of the Guardians. Before blaming them our self- introspection is required. Don't except from any positive from political system who are totally responsible for mess in our education system.

    • @Kimkatherine748
      @Kimkatherine748 Рік тому

      Good thought. But your son may not send his next generation to bengali medium school. Think twice.

    • @swagatadas8091
      @swagatadas8091 Рік тому +1

      আশা করি পরের বার আপনার উত্তর বিশুদ্ধ বাংলায় হবে। ধন্যবাদ

  • @mukulorg4010
    @mukulorg4010 Рік тому +10

    High court e case kora uchit

  • @aninditachowrashi7992
    @aninditachowrashi7992 Рік тому

    Ami bengali medium e porechi. jokhon college e vorti holam tokhon ekta meye bolechilo- “amar ma boleche tumi college e gie sobar sathe vlo vbe mishbe, bengali medium r chele meyeder satheo kintu kotha bolo.” Ei meyeti aj o amr bes close friend. ekhon vble khub hashi pae bcz ami USA te thaki r se India e.

  • @diliphaldar6984
    @diliphaldar6984 Рік тому

    সুন্দর প্রতিবেদন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।