পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, বাংলার অন্যতম জাতীয় উৎসব। নববর্ষ মানে নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা, পুরাতন জীর্ণ অতীতকে বিদায় জানিয়ে সতেজ, সজীব, নবীন এক বৎসরের মধ্যে প্রবেশ করার আনন্দ ও উচ্ছ্বাস। আর সেই পুনরুজ্জীবনের ধারণা, পুরাতন বছরকে বিদায় দেয়া, নতুন বৎসরে প্রবেশ করার আনন্দ বিভিন্ন কবি সাহিত্যিকের কলমে প্রকাশ পেয়েছে বহুকাল ধরে। সত্যি মনটা ভরে গেলো।.........🌹🌹
বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের বাঙ্গালীদের অন্যতম রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানটি পালন করতে দেখে সত্যিই বাঙালি বলে নিজেকে গর্বিত মনে হচ্ছে, এভাবেই যুগযুগান্তর ধরে আমাদের বাংলা সংস্কৃতি বেঁচে থাক ও ছড়িয়ে পড়ুক সারা বিশ্বব্যাপী.. খুব খুব ভালো লাগলো দিদি..💓💓
অসাধারণ দিদি। বিদেশের মাটিতে প্রবাসী বাঙালি দের নববর্ষ অনুষ্ঠান দারুণ হয়েছে। মেহাকে অনেক অনেক শুভেচ্ছা খুব সুন্দর হয়েছে ওর পিয়ানো বাজানো। বাংলা গান, বিহু সব মিলিয়ে দারুণ ব্যাপার।
বাংলায় থেকেও যখন আমরা অনেক কিছু ভুলতে বসেছি।তখন বিদেশে বসবাসকারী সব বাঙালী কত যত্ন সহকারে করছে।সত্যিই দেখে মন ভরে গেলো।📢📢📢📢📢📢💓💓💓 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আমার তো মনেহয় দেশে আমরা থেকে সেভাবে নববর্ষ পালন করতে পারি না। বিশেষ করে আমাদের মত সাধারণ যারা তারা খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করে। তোমাদের এইভাবে পালন করতে এবং আনন্দ করতে দেখে খুব ভালো লাগলো।
Khub valo laglo. Mon vore galo. Organizers der antarik procheshta hridoy chuney galo. Sobai valo thakben. Nabo barsher shuveccha o valobasa sobar jonyo.
সত্যি মন ছুঁয়ে গেলো। অসাধারণ ।আমেরিকা তে থেকেও আপনারা এত সুন্দর করে বাঙালির ঐতিহ্য টাকে ধরে রেখেছেন।এখন তো আমাদের মধ্যে থাকা অনেক বাঙালিরাই এই দিনটিকে পালন করতে চান না ।আমাদের বাংলায় থাকা অনেক বাঙালিরাই ইংরেজী টাকেই বেশি প্রাধান্য দেয়। আজ আপনাদের দেখে সত্যি গর্ব হচ্ছে। ভালো থাকবেন।🙏🙏🙏🙏 শুভ ণববর্ষ।
আজকের vlog টা দেখতে এত ভালো লেগেছে ভাষায় বলে বোঝাতে পারবো না ❤️ অসম্ভব সুন্দর পিয়ানো বাজিয়েছে মেহুরানী ❤️ দাদার গানের গলাটাও বেশ খাসা 👍 আমেরিকা তে নববর্ষ পালন আমাদের মত সাধারণ মানুষের কাছে এক কথাই অকল্পনীয় ❤️ ভীষণ ভালো লাগলো, ওখানে বাংলা গান, আবৃত্তি, বাংলা গানে নাচ দেখে আমার নিজের গায়ে কাঁটা দিয়ে দিয়ে উঠেছিল । সত্যিই অনবদ্য ❤️ ❤️ মন ছুঁয়ে গেলো❤️ ভালো থাকবেন দিদি ❤️
@@madhumitadas3166 সত্যিই তাই, আমি মনে করি অন্তত আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটা একেবারেই অকল্পনীয় । দেখুন, ওনার মতো অন্য কেউই means others indian vlogers who settled in America or others country , তারা এই জিনিস টা আমাদের সামনে তুলে ধরেননি । তাই একটু আশ্চর্য হয়েছিলাম এবং অকল্পনীয় বলেছি । 😊
সত্যি অসাধারণ লাগলো নববর্ষ উদযাপন দেখে❤️ চোখ ভরে গেলো। মানিক দার গান দারুন লাগলো👍❤️। আর ছোট বাচ্চা গুলোর নাচ ও খুব কিউট ❤️। সব মিলিয়ে খুব সুন্দর একটা ভালো vlog ❤️❤️❤️।
অনেক সিরিয়াল, সিনেমা তে দেখায় যে অনেকই বিদেশ থেকে ইন্ডিয়া তে আসলে তারা তাদের বাড়ির ,দেশের সংস্কৃতি সব ভুলে যায় তাদের মধ্যে বিদেশি চালচলন দেখা যায় কিন্তু তাদের এটা দেখা উচিত যে নিজের সংস্কৃতিকে ভালোবাসলে,সন্মান করলে যেকোনো জায়গায় যেকোনো পরিস্হিতিতেই নিজেদের উৎসব ,সংস্কৃতি পালন করা যায় ।শুভ নববর্ষ সবাইকে ।শুধু মনে হচ্ছে এক ছুটে চলে যাই।
পূর্বা যে এতো সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে সবাইকে নিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। মেহা ও দাদার অংশগ্রহণ বেশ ভালো হয়েছে। এমন একটা আড্ডার জায়গা খুব দরকার সবাইকে ফ্রেশ রাখতে। এমন আরও অনুষ্ঠান করুক পূর্বার সকলে মিলে। অনেক শুভেচ্ছা রইল সবার জন্য 💐💐🤗
Suvo nababarsho 1429 সত্যি 📹 টি দেখে নিজেকে বাঙালি বলতে ভালো লাগে I বিদেশের মাটিতে bangla novoborsho palon মন টা খুশি তে ভরা গেলো I Bangla নতুন বছরে আবার bangla গান অসাধারণ I Manik দাদার bangla গান Asdharan
Wonderful celebration of পয়লা বৈশাখ (প্রথম বহাগ), the Bengali New Year which also happens to be the Assamese New Year. Liked Neha's dexterity in piano strings. Also surprised and enjoyed the Bihu dance on the occasion.
আমাদের ছোট বেলায় ২রা বৈশাখ অনুষ্ঠান হতো ১ লা বৈশাখ সকালে বাবার দোকানে পুজো, বিকালে দোকানে দোকানে ঘুরে মিস্টির পেকেট সংগ্রহ করা আর ২ তারিখ বিকালে অনুষ্ঠান। এখোন খুব মিস করি। ধন্যবাদ কিছু সময়ের জন্য আমার শৈশব ফিরিয়ে দেবার জন্য।
শুভ নববর্ষ মহুয়া। বিদেশের মাটিতে নববর্ষের অনুষ্ঠান খুব ভালো লাগলো। মেহার পিয়ানো বাজানো খুব সুন্দর হয়েছে, প্রত্যেকের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। তোমাদের সকলের জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
Subho noboborsho aunty....Manik uncle darun gaan geyeche. Ami to first time bhablam kono professional singer gaan korche. Aar Rama buro r last er nach ta darun Chilo😂😂
দুর্দান্ত , খুব খুব ভালো লাগলো। মেহা কি সুন্দর বাজালো। মাণিক কিন্তু ভালোই গান গান।ফাগুনেরও মোহনায় তে কি ভালো নাচ করলেন সবাই।আমরাও খুব আনন্দ করলাম আপনাদের সাথে।
আপনার সব vlog দেখলাম ভীষণ ভাল লাগল ❤️ বিদেশ এর মাটিতেও আপনি আপনার ঐতিহ্যও কে ধরে রাখছেন 👍🏻 We all r very proud of you ❤️ All the best 😊 আপনি আরো এগিয়ে যান মন থেকে বলছি আপনাকে ভীষণ ভালোলাগলো।। ভালো থাকবেন ❤️
নমস্কার মহুয়াদি, শুভ নববর্ষ। মেহার পিয়ানো বানানো খুব ভালো হয়েছে।মানিকদার গানের গলা খুব ভালো লাগলো।ছোট ছোট বাচ্চারা দারুণ ভালো কবিতা আবৃত্তি করলো,নাচ করলো।মনে হলো কোলকাতায় বসে কোনো অনুষ্ঠান দেখছি।সবার পারফরমেন্স খুব ভালো হয়েছে।আমাদের কোলকাতায় এখনও নববর্ষের দিন হাল খাতা হয়।আজকের ব্লগটা ভীষণ উপভোগ করলাম।মেহাও রামাবুড়িকে আমার অনেক আদরআর ভালোবাসা জানাই।আপনাকেও মানিকদাকে জানাই কোলকাতা থেকে অনেক ভালোবাসা,প্রীতি শুভেচছা।আপনার ইউ টিউব পরিবার একলক্ষ পরিবারে পৌঁচছে যাক,এই অপেক্ষায় রইলাম।
আদাব দিদি, আজকের ভিডিও টি দেখে খুব ভালো লাগলো।আর নেহার পিয়ানো বাজানো টি খুবই ভালো লেগেছে। আমি বাংলাদেশ থেকে আপনার ব্লগগুলো দেখি। অসংখ্য ধন্যবাদ ভিডিও টি শেয়ার করার জন্য ❤️🇧🇩
ভাবা যায় বিদেশের মাটিতে আমাদের বাংলা গানের sathe নাচ সত্যি🤗🤗অসাধারণ দিদি বুকটা গর্বে ভরে গেলো আমরা বাঙালি❤️❤️❤️
Bidese jy erkom nboborser anusthan hoty pary just vaba jay na....suvo Nababarso
Amra bharatyeo
একদম ঠিক বলেছেন খুব ভালো লাগলো ভিডিও টা ..... শুভ নববর্ষ জানাই ........খুব ভালো লাগলো তোমাদের ওখানে অনুষ্ঠান আর সাথে দাদার গানাটাও এককথায় অসাধারণ 👍👍👍
Thank you 😊
মনের কথাটাই বলে ফেলেছো।
পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, বাংলার অন্যতম জাতীয় উৎসব। নববর্ষ মানে নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা, পুরাতন জীর্ণ অতীতকে বিদায় জানিয়ে সতেজ, সজীব, নবীন এক বৎসরের মধ্যে প্রবেশ করার আনন্দ ও উচ্ছ্বাস। আর সেই পুনরুজ্জীবনের ধারণা, পুরাতন বছরকে বিদায় দেয়া, নতুন বৎসরে প্রবেশ করার আনন্দ বিভিন্ন কবি সাহিত্যিকের কলমে প্রকাশ পেয়েছে বহুকাল ধরে। সত্যি মনটা ভরে গেলো।.........🌹🌹
বিদেশে মায়েরা যে সন্তানদের সুকুমার রায়ের কবিতা শেখাছেন, সত্যিই অতুলনীয়। 😊😊
অসাধারণ। একবারের জন্যও মনে হয়নি আমেরিকায় বাস করে বাংলা নববর্ষ উদযাপন করা যায় এত সুন্দর ভাবে। এটাই বাঙালির শিক্ষা ও সংস্কৃতি। শুভেচ্ছা রইল।
Thank you 😊
আমাদের প.বাঙলাতেও এতো ভালো করে নব বর্ষের এমন আয়োজন আজকাল আর হয় না। ধন্যবাদ আমেরিকাবাসী বাঙালি।
একদম সঠিক বলেছেন।
Sobi poisa bujlen
বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের বাঙ্গালীদের অন্যতম রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানটি পালন করতে দেখে সত্যিই বাঙালি বলে নিজেকে গর্বিত মনে হচ্ছে, এভাবেই যুগযুগান্তর ধরে আমাদের বাংলা সংস্কৃতি বেঁচে থাক ও ছড়িয়ে পড়ুক সারা বিশ্বব্যাপী.. খুব খুব ভালো লাগলো দিদি..💓💓
বিদেশের মাটিতেও কত যত্ন করে আন্তরিকতার সঠে অনুষ্ঠান টি পরিচালনা করা হয়েছে ।প্রত্যেকেই অসাধারণ
Thank you 😊
সত্যি America এর মাটিতে এরম জিনিস দেখে বুকটা খুশিতে ফুলে উঠছে.... গর্বিত বাঙালি ❤️✌🏻
Thank you 😊
❤❤❤
উফফ গায়ে কাটা দিয়ে দিল...🥺
বিদেশে থেকেও যে এভাবে নিজেদের সংস্কৃতি তে বাচিয়ে রাখা যায়, তা হয়তো এই ভিডিও টা না দেখলে বুঝতেই পারতাম না...❣️❣️❣️
বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতি কে রক্ষা করার প্রচেষ্টা ~অসাধারণ। একজন বাঙালি হিসেবে গর্ব বোধ করছি
অসাধারণ দিদি। বিদেশের মাটিতে প্রবাসী বাঙালি দের নববর্ষ অনুষ্ঠান দারুণ হয়েছে। মেহাকে অনেক অনেক শুভেচ্ছা খুব সুন্দর হয়েছে ওর পিয়ানো বাজানো। বাংলা গান, বিহু সব মিলিয়ে দারুণ ব্যাপার।
Thank you 😊
বাংলায় থেকেও যখন আমরা অনেক কিছু ভুলতে বসেছি।তখন বিদেশে বসবাসকারী সব বাঙালী কত যত্ন সহকারে করছে।সত্যিই দেখে
মন ভরে গেলো।📢📢📢📢📢📢💓💓💓
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thank you 😊
Wellcome💓
আমার তো মনেহয় দেশে আমরা থেকে সেভাবে নববর্ষ পালন করতে পারি না। বিশেষ করে আমাদের মত সাধারণ যারা তারা খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করে। তোমাদের এইভাবে পালন করতে এবং আনন্দ করতে দেখে খুব ভালো লাগলো।
Thank you 😊
কেন জানি না। আমি এই ভিডিও টা দেখলাম আর সারাক্ষণ চোখ থেকে জল গড়িয়ে পড়লো। মনে হয় আনন্দে।
সত্যি বিদেশে এর মাটিতে আমাদের সঙ্গীত এ নাচ গুলো কি সুন্দর লাগছে পুরো অনুষ্ঠান কি সুন্দর❤️ মেহা দারুন পিয়ানো বাজিয়েছে 🥰
অপূর্ব , অসাধারণ , বিদেশের মাটিতে এতো সুন্দর অনুষ্ঠান , গর্বে মন ভরে গেল
Thank you 😊
এত সুন্দর একটা ব্লগ। মনটা জুড়িয়ে গেলো বিদেশের মাটিতে এমন সুন্দর করে নববর্ষ উদযাপন দেখে❤️🍀
পয়লা বৈশাখ অনুষ্ঠান এ সবইকে খুব সুন্দর লাগছিলো বিদেশে থেকে এতো সুন্দর করে আনন্দ করলেন আমরা দেশের মাটিতে থেকে কিছুই করতে পারি না ভালো থাকবেন👍👍👍👍👍
Thank you 😊
👍👍👍
খুবই সুন্দর অনুষ্ঠান৷ প্রবাসে বাঙালীয়ানা ধরে রেখেছেন দেখে ভালো লাগলো৷
Akdom thik bolecho
অসাধারণ লাগলো, রামকৃষ্ণ নাচ ফাটাফাটি, অপূর্ব সুন্দর হয়েছে অনুষ্ঠান, জয় বাংলা, ❤️❤️❤️
Thank you 😊
যখনদেখতে শুরু করলাম তখনো ভাবি নি এত সুন্দর লাগবে ৷দেশের মাটি থেকে এত দূরে নববর্ষের জন্য এত সুন্দর আয়োজন সত্যিই খুব প্রশংসনীয় ৷
Thank you 😊
Darun anusthan hoyeche, jeo Bangali, ebhabe bidesher matite Bangla Noboborsho udjapan, just fatafati
মনে ই হচ্ছে না,এটা আমেরিকার একটি দেশের অনুষ্ঠান , আমাদের ভারত যেন সবার মাঝে, খুব সুন্দর হয়েছে 👍💕
Ki sundor laglo ae anusthan ta dakhe.Apnader o subho Naboborsho bachor ta bhalo katuk sabar..
আমরা দেশে থেকে বাংলা ভুলতে বসেছি, বাচ্চাদের প্রথম ভাষা ইংরেজি,পারবো তো নিজেদের এই সুন্দর ভাষাটা কে বাঁচাতে
নিশ্চই পারব 😊
Khub valo laglo. Mon vore galo. Organizers der antarik procheshta hridoy chuney galo. Sobai valo thakben. Nabo barsher shuveccha o valobasa sobar jonyo.
সত্যি মন ছুঁয়ে গেলো। অসাধারণ ।আমেরিকা তে থেকেও আপনারা এত সুন্দর করে বাঙালির ঐতিহ্য টাকে ধরে রেখেছেন।এখন তো আমাদের মধ্যে থাকা অনেক বাঙালিরাই এই দিনটিকে পালন করতে চান না ।আমাদের বাংলায় থাকা অনেক বাঙালিরাই ইংরেজী টাকেই বেশি প্রাধান্য দেয়। আজ আপনাদের দেখে সত্যি গর্ব হচ্ছে। ভালো থাকবেন।🙏🙏🙏🙏 শুভ ণববর্ষ।
সত্যিই খুব সুন্দর লাগল বিদেশে এই রকম অনুসটান
আজকের vlog টা দেখতে এত ভালো লেগেছে ভাষায় বলে বোঝাতে পারবো না ❤️ অসম্ভব সুন্দর পিয়ানো বাজিয়েছে মেহুরানী ❤️ দাদার গানের গলাটাও বেশ খাসা 👍 আমেরিকা তে নববর্ষ পালন আমাদের মত সাধারণ মানুষের কাছে এক কথাই অকল্পনীয় ❤️ ভীষণ ভালো লাগলো, ওখানে বাংলা গান, আবৃত্তি, বাংলা গানে নাচ দেখে আমার নিজের গায়ে কাঁটা দিয়ে দিয়ে উঠেছিল । সত্যিই অনবদ্য ❤️ ❤️ মন ছুঁয়ে গেলো❤️ ভালো থাকবেন দিদি ❤️
Thank you 😊
শুভ নববর্ষ
You're most welcome ❤️😊
@@madhumitadas3166 সত্যিই তাই, আমি মনে করি অন্তত আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটা একেবারেই অকল্পনীয় । দেখুন, ওনার মতো অন্য কেউই means others indian vlogers who settled in America or others country , তারা এই জিনিস টা আমাদের সামনে তুলে ধরেননি । তাই একটু আশ্চর্য হয়েছিলাম এবং অকল্পনীয় বলেছি । 😊
দারুণ অনুষ্ঠান। সকলকে শুভ নববর্ষ। বাংলা ও সকল বাঙালির নতুন বছর শান্তি ও সমৃদ্ধি তে কাটুক।
সত্যি অসাধারণ লাগলো নববর্ষ উদযাপন দেখে❤️ চোখ ভরে গেলো। মানিক দার গান দারুন লাগলো👍❤️। আর ছোট বাচ্চা গুলোর নাচ ও খুব কিউট ❤️। সব মিলিয়ে খুব সুন্দর একটা ভালো vlog ❤️❤️❤️।
Thank you 😊
USA teo eto sundor program dkhe khub valo lglo🥰
এটাই হলো বাঙালি ঐতিহ্য। দেশ বা বিদেশ যেকোনো জায়গার সংস্কৃতিকে সহজে আপন করে নেয়।
নববর্ষের অনুষ্ঠানেও ইস্টারের ছোট্ট স্বাদ।❤️
শুভ নববর্ষ।
Thank you 😊
Apnar desher bari Medinipur er kothay????
Asadharon, ভাষায় প্রকাশ করা যাবে না, মেহা আর মানিক দার গান অপূর্ব সুন্দর হয়েছে
খুব ভালো লাগলো , দাদার গানের গলা খুব সুন্দর। আপনার ছেলে মেয়ে দুজনকেই অনেক ভালোবাসা আর আপনাদের সকলকে শুভ পয়লা বৈশাখ।
Thank you 😊
অনেক সিরিয়াল, সিনেমা তে দেখায় যে অনেকই বিদেশ থেকে ইন্ডিয়া তে আসলে তারা তাদের বাড়ির ,দেশের সংস্কৃতি সব ভুলে যায় তাদের মধ্যে বিদেশি চালচলন দেখা যায় কিন্তু তাদের এটা দেখা উচিত যে নিজের সংস্কৃতিকে ভালোবাসলে,সন্মান করলে যেকোনো জায়গায় যেকোনো পরিস্হিতিতেই নিজেদের উৎসব ,সংস্কৃতি পালন করা যায় ।শুভ নববর্ষ সবাইকে ।শুধু মনে হচ্ছে এক ছুটে চলে যাই।
Thank you 😊
বাঙালি যেখানেই যাক রাজা। বোঝাই যাচ্ছে না যে ওটা বিদেশ। খুব সুন্দর অনুষ্ঠান।দিদিভাই তোমাকেও জানাই শুভ নববর্ষ।❤️❤️❤️❤️
Thank you 😊
Ki sundor sunte laglo bachgader mukhe choragulo.....adha adha bangla..khub valo...
সত্যি বিদেশেও কত enjoy করে সবাই এইদিন টা শুধু আমরাই বাড়িতে বসে কাটাই
Exactly..
😊❤️🙏
Hai go stti tai
oshadharon .didi Tumi kon sohore thako California te. it's too good.
amader deshei aesob dekhte powoa jai nah..khub valo laglo....Bihu dance ta darun laglo
Vlog তাহলে এই খানে শেষ করছি ।-- এই কথা টা শুনলেই মন টা খারাপ হয়ে যায়। কারণ আবার সেই 2-3 দিন এর অপেক্ষা 😊
এ কথা ঠিক বলছেন।!
একদম 👍😔
😊🙏❤️
👍👍👍👍
Program ta vishan valo hoeche.egulodekhanor janno thanks
দিদিভাই এত সুন্দর অনুষ্ঠান বিদেশের মাটিতে। যা দেখে আমাদের দেশের মাটিতে মন প্রাণ ভরে গেল।❤❤👍
Thank you 😊
এই ভ্লগ টা দারুন লাগল।দেশের বাইরে পয়লা বৈশাখ👌👌👍👍👏👏গর্বে বূক ভরে গেল।
Thank you 😊
দারুণ লাগল। মানিক দা দারুণ গাইলেন। নেহা বেশ সুন্দর। সেরা পারফরম্যান্স কিন্ত রামকৃষ্ণের নাচ।
পূর্বা যে এতো সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে সবাইকে নিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। মেহা ও দাদার অংশগ্রহণ বেশ ভালো হয়েছে। এমন একটা আড্ডার জায়গা খুব দরকার সবাইকে ফ্রেশ রাখতে। এমন আরও অনুষ্ঠান করুক পূর্বার সকলে মিলে। অনেক শুভেচ্ছা রইল সবার জন্য 💐💐🤗
Thank you 😊🙏
Suvo nababarsho 1429
সত্যি 📹 টি দেখে নিজেকে বাঙালি বলতে ভালো লাগে I
বিদেশের মাটিতে bangla novoborsho palon
মন টা খুশি তে ভরা গেলো I
Bangla নতুন বছরে আবার bangla গান
অসাধারণ I
Manik দাদার bangla গান Asdharan
এই ভাবেও যে নিজের সংস্কৃতি কে বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখা যায় তা আপনার এই ব্লগ দেখলে বোঝা যায়,ভালো থাকবেন।
Osadharon onushthan . Dadar ganer gola ta daruun . Sobai k subho noboborsher suvechcha 😊❤️
শুভ নববর্ষ।
বিদেশের মাটিতে নববর্ষ উদযাপন দেখে মন টা ভোরে গেল।
আপনাদের সবাইকে খুব সুন্দর লাগছে।
মেহা পিয়ানো শুনে খুব ভালো লাগলো। দাদার গান সত্যি অসাধারণ।
পুর অনুষ্ঠান অপূর্ব সুন্দর হয়েছে।
Thank you 😊
আপনারা ওখানে অনুষ্ঠান করছেন আমার গায়ে কাঁটা দিচ্চে।অপূর্ব।
Darun laglo.. sokol ke shuvo nabobarsher onek onek suveccha o avinandan. Eivabei sobai valo thakun ❤️
Thank you 😊
অসাধারণ অনুষ্ঠান দিদি। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ❤️ কিছু মূহূর্তের জন্য ওখানে গিয়ে পড়ে ছিলাম। অসাধারণ লাগলো অনুষ্ঠান।❤️ তোমরা ও ভালো থেকো সুস্থ থেকো।
Thank you 😊
Excellent,fabulous, extra ordinary all adjectives are not sufficient for such programs.SHUVA NABABARSHA.
Wonderful celebration of পয়লা বৈশাখ (প্রথম বহাগ), the Bengali New Year which also happens to be the Assamese New Year. Liked Neha's dexterity in piano strings. Also surprised and enjoyed the Bihu dance on the occasion.
দিদি আপনাদের এই অনুষ্ঠান অসাধারণ । বিদেশের মাটিতে বাঙালী দের এই উৎযাপন দারুণ
প্রথমেই যখন পুচকে গুলোকে কবিতা পাঠ করা শুনলাম গায়ে কাটা দিয়ে গেলো ।
খুব ভালো লেগেছে দিদি, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি খুব খুব ভালো লেগেছে 👌👌
কষ্ট করে video বানাচ্ছি কিন্তু video টে views হয়না😔 আপনি চাইলে আমার video গুলো দেখতে পারেন 💚💚
Thank you 😊
Khub khub khub sundor many many thanks for this video
গায়ে কাঁটা দিয়ে উঠলো আর সঙ্গে চোখে জল চলে এল ❤️❤️
Same Amaro...
বিদেশের মাটিতে এতো সুন্দর বাংলা অনুস্ঠান দেখে কি যে ভালো লাগলো, ধন্যবাদ,❤️❤️❤️❤️❤️
সাতসমুদ্র তেরো নদীর ওপারেও যে এত সুন্দর করে নববর্ষ পালন হতে পারে ভাবাই যায় না ,♥️♥️♥️♥️♥️♥️
Thank you 😊
Thank you 😊
Sotti khub bhalo laglo dadar gan ta sune... ❣️👍😊
অদ্ভুত সুন্দর পরিবেশ, মেহা কে congrats এবং আপনার কর্তা কেও। ভালো লাগলো যে পরবাসেও বাঙালি আছে বাঙালির মতন 🙏🏻
কষ্ট করে video বানাচ্ছি কিন্তু video টে views হয়না😔 আপনি চাইলে আমার video গুলো দেখতে পারেন 💚💚
Thank you 😊
ধন্য বাঙালি, ধন্য বাঙালিয়ানা। বাঙালি খাবারে জারিত শুভ বাংলা নববর্ষ উদযাপন। অভাবনীয় প্রচেষ্টা। অনেক অনেক ভারতীয় শুভেচ্ছা রইল।
Thank you 😊
আমাদের ছোট বেলায় ২রা বৈশাখ অনুষ্ঠান হতো ১ লা বৈশাখ সকালে বাবার দোকানে পুজো, বিকালে দোকানে দোকানে ঘুরে মিস্টির পেকেট সংগ্রহ করা আর ২ তারিখ বিকালে অনুষ্ঠান। এখোন খুব মিস করি। ধন্যবাদ কিছু সময়ের জন্য আমার শৈশব ফিরিয়ে দেবার জন্য।
Thank you 😊🙏
Chandannagartheke.kakolidi.darun manikdar anek gunto.sobai guni apnara.Donnobad
শুভ নববর্ষ 🙏❤....USA তে আমাদের Assam র বিহু নাচ দেখে ভীষন ভালো লাগলো ❤🤗 I'm From Assam 🙏❤
আমিও আসাম থেকে
বরপেটা রোড ❤️
আপনারা কি অসমের বাঙালি??
@@Ahare-moriwow.. Ami sorbhoger
Thank you 😊🙏
@@probaseghorkonna2712 you most welcome ❤🤗
আমরা বাঙালি আমার গর্বিত আমরা বাঙ্গালী।ভীষণ ভালো লাগলো আপনাদের অনুষ্ঠান।
Thank you 😊
আপনার vlog দেখার সময় মনটা ফুরফুরে হয়ে যায়। এতো আনন্দ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Thank you 😊
অসাধারণ. সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ।
শুভ নববর্ষ মহুয়া। বিদেশের মাটিতে নববর্ষের অনুষ্ঠান খুব ভালো লাগলো। মেহার পিয়ানো বাজানো খুব সুন্দর হয়েছে, প্রত্যেকের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। তোমাদের সকলের জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
Thank you 😊
খুব সুন্দর লাগলো/তোমার মতোই সুন্দর ভিডিও। পয়লাবৈশাখের শুভেচ্ছা/ভালোবাসা রইলো সকলের জন্য।💓🌻💓
Subho noboborsho aunty....Manik uncle darun gaan geyeche. Ami to first time bhablam kono professional singer gaan korche. Aar Rama buro r last er nach ta darun Chilo😂😂
Thank you 😊
দুর্দান্ত , খুব খুব ভালো লাগলো। মেহা কি সুন্দর বাজালো। মাণিক কিন্তু ভালোই গান গান।ফাগুনেরও মোহনায় তে কি ভালো নাচ করলেন সবাই।আমরাও খুব আনন্দ করলাম আপনাদের সাথে।
Thank you 😊
আজকের ভ্লগটা দারুণ ছিল। খুব সুন্দর। মেহার পারফরম্যান্স সত্যিই খুব ভালো। মানিকদার গান ও। 😌🌼
Thank you 😊
Darun laglo video ta dekhe.... ki darun enjoy korecho tomra...khub valo theko....
ভীষন ভীষণ ভালো লাগলো 😍 বিদেশে এমন একটা অনুষ্ঠান ভাবাযায়না।মেহা ও কি সুন্দর বাজলো 👌👌😍
Thank you 😊
Subho noboborsho!! Seshe ramkrishnor nach ta darun laglo
আপনার সব vlog দেখলাম ভীষণ ভাল লাগল ❤️
বিদেশ এর মাটিতেও আপনি আপনার ঐতিহ্যও কে ধরে রাখছেন 👍🏻
We all r very proud of you ❤️
All the best 😊
আপনি আরো এগিয়ে যান
মন থেকে বলছি আপনাকে ভীষণ ভালোলাগলো।।
ভালো থাকবেন ❤️
Thank you 😊❤️
দাদার গানের গলা খুব সুন্দর বিদেশের মাটিতে পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে
আরে আমাদের আসামের অসমীয়া নৃত্য সুদূর প্রবাসে ❤️
Sobar performance khub sundor. Bisesh kore mehar piano bajano khub e sundor.
শুভ নববর্ষ দিদি🙏 । আমি আজ প্রথম লিখছি, খুব খুব খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠান
Thank you 😊
Ki bhison antorik, sundar, sankskritik vlog.😍😍😍 sotti mon bhalo hoye galo dekhe.
Subho noboborsho apnake. 🙏🌸❤
নমস্কার মহুয়াদি, শুভ নববর্ষ। মেহার পিয়ানো বানানো খুব ভালো হয়েছে।মানিকদার গানের গলা খুব ভালো লাগলো।ছোট ছোট বাচ্চারা দারুণ ভালো কবিতা আবৃত্তি করলো,নাচ করলো।মনে হলো কোলকাতায় বসে কোনো অনুষ্ঠান দেখছি।সবার পারফরমেন্স খুব ভালো হয়েছে।আমাদের কোলকাতায় এখনও নববর্ষের দিন হাল খাতা হয়।আজকের ব্লগটা ভীষণ উপভোগ করলাম।মেহাও রামাবুড়িকে আমার অনেক আদরআর ভালোবাসা জানাই।আপনাকেও মানিকদাকে জানাই কোলকাতা থেকে অনেক ভালোবাসা,প্রীতি শুভেচছা।আপনার ইউ টিউব পরিবার একলক্ষ পরিবারে পৌঁচছে যাক,এই অপেক্ষায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ 😊🙏
আমি আপনার ব্লগে নতুন ।আপনার কথা বলা টা সত্যিই দারুণ ।সহজ সাবলীল ।আমি বাংলাদেশ থেকে ।
শুভ নববর্ষের শুভেচ্ছা। মানিক বাবুর গানের গলা টা তো ভালোই আমি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখলাম এবং খুব ভালো লাগলো
Thank you 😊
@@probaseghorkonna2712 শুভ রাত্রি ভারতবর্ষে
দারুণ দারুণ দারুণ সুন্দর ভিডিও। সত্যিই ভাবা যায় না বিদেশের মাটিতে এই ভাবে নববর্ষ উদযাপন। বাঙালি বলে সত্যিই অহংকার হয়
।👍👍👍😊😊💖💖
Thank you 😊
Oh my god. Your husband sings so well. You should capture him singing more often.
Thank you 😊Nischoi 😊
Khub bhalo laglo je bedesh a ato sundor kore nabobarsho palan holo
আদাব দিদি, আজকের ভিডিও টি দেখে খুব ভালো লাগলো।আর নেহার পিয়ানো বাজানো টি খুবই ভালো লেগেছে। আমি বাংলাদেশ থেকে আপনার ব্লগগুলো দেখি। অসংখ্য ধন্যবাদ ভিডিও টি শেয়ার করার জন্য ❤️🇧🇩
Thank you 😊🙏
Khub sundor programme..dada r ganer gola khub sundor....Meha r performance 👍👍
আপনাকে শাড়ি পরে দারুন লাগছে। আর মেহা রামা বুড়ি ওদের কেও খুব সুন্দর লাগছে। আর ব্লগ টা দেখে মন টা ভরে গেলো।
Thank you 😊
Dadar performance ta khub bhalo....baki ja bolar sabai ble diechn...vlo thakben...Meha khub sundor bajieche .
শুভ নববর্ষ দিদি। বিদেশের মাটিতেও নিজেদের সংস্কৃতি এর চর্চা দেখে সত্যি খুব ভালো লাগলো
Thank you 😊
বাহ্, খুব ভালো লাগলো। আপনার husband তো দারুন গান গান। আর সব থেকে সুন্দর রামকৃষ্ণের নাচ 👌😍
Thank you 😊
মাসি তোমার ভিডিও গুলোতে যেনো একটা করে অনুভূতি জরানো থাকে...মন খারাপ থাকলে তোমার করা ভিডিও গুলো দেখলে মন ভাল হয়ে যায় ...😊 খুব সুন্দর ❤ শুভ নববর্ষ 🥳
Thank you 😊❤️
Bahh darun usa je amader bangla niye chorcha bahb khub vlo lglo
Vlog-টা এক কথায় " দারুণ " হয়েছে, শুভ নববর্ষ । Vlog-টা UA-cam-এ Recording-এর Option নেই, যে Recording করে রাখবো ।