আজ ২০২৪ সাল! আহ! সেই নীলপরি নিলাঞ্জনা! নস্টালজিক! আমরা যারা এস.এস.সি ১৫ এর ব্যাচ, তারাই বুঝবে কি ছিলো তাহসানের এই নাটক আর গানগুলো! তাহসানের এই রোমান্টিক নাটকের বেস্ট লং পিরিয়ডটা ছিলো ২০১১/১২ থেকে মোটামুটি ২০১৭/১৮ পর্যন্ত! এরপরেও কিছু বছর অনেক ভালো নাটকে কাজ করেছেন। এই এতগুলো বছর পুরো সময়টায় আমরা পাগল ছিলাম তাহসানের ঈদ, বিভিন্ন দিবসের নাটক আর গানগুলোর জন্য! আমরা ক্লাস ৯ থেকে কলেজ শেষ করা পর্যন্ত পুরো সময়টায় এই মানুষটার নাটক আর গান উপভোগ করেছি! আজ এই দিনে আমরা সবাই গ্রেজুয়েশন শেষ করে ফেলেছি। সময় চলে যায়! তাহসান স্যারেরো বয়স হচ্ছে। সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে গেলো! দিনগুলোর কথা! ❤️❤️❤️❤ -- ব্যাচ ১৫,১৭ 🌸
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কেন হটাৎ তুমি এলে কেন নয় তবে পুরো টা জুরে আজ পেয়েও হারানো যায়না মানা বাচার আশাটা রয়ে যাবে দূরে আমায় খমা করে দিও তোমাকে পেয়েও আজ হারিয়ে ফেললাম। ১০ বছর পর পেয়েছিলাম। ৩ বছর ছিলে আবার হারিয়ে গেলে। কেনই বা এসেছিলে কেনই বা চলে গেলে একরাশ স্মৃতি রেখে। ভুলব না তোমায় কোন দিন।
খোলা জানালা,বড় অবেলায় পেলাম তোমায়,,,এই ২টি গান শুনলে রুমির কথা মনে পরে যায়😭😭😭😭 সিরাজগঞ্জে ইকো পার্কে বসে গান গুলু ২০১৫ সালে আমার মোবাইলে সেন্ড করে বলেছিল আমি না থাকলে এই গান গুলু শুনবে,,কিন্তু তখন ওর ওই কথার মানে বুঝতে পারিনি😭😭😭😭
আহা! সেই ছেলেবেলায় ফিরে গেলাম,স্কুলের পিছনের টেবিলে,কানে হেডফোন আর গানগুলো! সেই অনুভূতি, আর সেই অচেনা প্রিয়সী❤️ আজ আর নেই, সে কোথায়,কোথায় কার বুকে😭 শুধুই গানগুলো! আর সেই মানুষগুলোর মায়াই বারবার ফিরে আসে।
২০১৫ সাল,,, HSC exam,, ঠিক ওই মূহুর্তে কেউ একজন সকল সম্পর্কের ইতি টেনে অন্যে কারো হাত দরে চলে যায়,,কি যে একটা মূহুর্তের মধ্যে exam টা শেষ করি। আর ঠিক তখন থেকেই গানটা নিয়মিতই শোনা হয়।
মায়া আর বাস্তবতা কখনো এক হতে পারে না। ভালোবাসা মানুষটা অন্তরে আছে থাকবে আজীবন। মাঝেমধ্যে মনে হয় সব ছেড়ে তোমার বুকে ফিরে আসি কিন্তু প্রকৃতির কাছে হেরে গেছি আমি ।দোয়া ও ভালোবাসা rsb
২০২০ থেকে শুনছি,এখন ২০২২ তবু্ও সেই প্রথমবার শোনার ফিলিংস টাই ফিল করি😊 জানিনা কি আছে গানটার লিরিকে আর তাহসান এর কণ্ঠে কি আর বলবো,, তবে এইটুকু জানি গানটা কোনদিন পুরোনো হবেনা🍂🤍 ১৯.০৬.২০২২
আমি তো ২০১২ সাল থেকেই গানটা শুনছি। সাজিদের মিউজিক ডিরেক্টর হবার সবচেয়ে সফল গানই এটা। আর ভয়েসে তো সেরাজনই ছিল। মূলত যেই নাটকের জন্য এই গানটা সেটাই বেষ্ট নাটক এবং সেখানেই গানটা সবচেয়ে ভালো মানিয়েছে। তাহসান ও মম’র অভিনীত।
তখন ২০১৬। আমার সখ ছিলো। স্বপ্ন ছিলো কিনা মনে নেই। গান টা নতুন শুনেছিলাম। এখন আর ফিরে তাকাতেও ভয় হয়। কত ভয়নক স্মৃতি জড়িয়ে আছে এই গানটাই। না কোনো প্রেম ভালোবাসার গল্প না৷ নিজের ধ্বংসের গল্প জড়িয়ে আছে। তখন গান ছিলো, গলা ছিলো,হাত ছিলো,নতুন গজানো ডানা ছিলো এখন তা পুড়ে অঙ্গার 😂
ভালোবাসা এক অকথ্য যন্ত্রণার নাম,, ভালোবাসার মানুষ গুলো সর্বদাই কষ্ট দিয়ে থাকে,, খুব ভালোবাসতাম বলে বেকার অযুহাত দিয়ে চলে গেছে ,, এখন ৪ টা সরকারি চাকরি হয়েছে, তবে সে নেই,, অন্য কারো দিকে তাকাতেও ইচ্ছে করে না। তবুও বলবো পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা তোমার জন্য প্রিয়
যখন বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলেছিলাম তখন ও এলো, আমাকে বাঁচতে শেখাল। যখন ওকে নিয়ে বাঁচতে শিখলাম তখনই ও আমাকে একা করে চলে গেলো.... বেকারত্ব ওকে আমার থেকে কেড়ে নিলো....🖤 কিছুদিনের মধ্যেই ও উচ্চপদস্হ একজন সরকারী কর্মকর্তার ঘরনী হতে চলেছে।বেকারত্ব একটা ভালোবাসার মর্মান্তিক মৃত্যুর নাম..... কেন হঠাৎ তুমি এলে???? খুব খুব ভালো থাকুক আমার ভালোবাসা🖤.... সুখী হও প্রিয়ন্তী ❤️
কিছুদিন আগে যোগাযোগ হলো.... ও ভালোই আছে ওর মেয়ে হয়েছে। আমিও এখন একজন উচ্চপদস্হ কর্মকর্তা 🙂। কিন্তু ওকে এখনো প্রচন্ড ভালোবাসি। এই জীবনে ওকে আর পাওয়া হলোনা।
কিছু কিছু গানের কমেন্টবক্স চোখ ভিজিয়ে দেয়,এই কমেন্টগুলো শুধু লিখা থাকে না,অনেকের না বলা কথা কতো আবেগ কতো অভিমান প্রকাশ করে যায়। শুধু প্রিয় মানুষের জন্য 🥀❤️
1) বড় অবেলায় পেলাম তোমায় কেন এখনি যাবে হারিয়ে ? কি করে বলো রব একলা ... ফিরে দেখো আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে..... কেন হঠাৎ তুমি এলে ? কেন নয় তবে পুরোটা জুড়ে .... আজ পেয়ো ও হারানো যায় না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ...... 2 ) শুনছো কি তুমি আমাকে ছিলে আমার হয়ে পুরোটাই যাবে কোথায় রেখে আমায় এ পথ চলায় তোমাকেই চাই .... শুনছো কি তুমি আমাকে ছিলে আমার হয়ে পুরোটাই যাবে কোথায় রেখে আমায় এ পথ চলায় তোমাকেই চাই .... কেন হঠাৎ তুমি এলে ? কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায় না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ....... 3 ) তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই ...... তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই ...... কেন হঠাৎ তুমি এলে ? কেন নয় তবে পুরোটা জুড়ে আজ পেয়ো ও হারানো যায় না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে কেন হঠাৎ তুমি এলে ? কেন নয় তবে পুরোটা জুড়ে আজ পেয়ো ও হারানো যায় না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে #Mastermind Education Abroad : Foreign University Admission , Study , Family , Tourist Visa process .... 🏠 Head Office : 3 A / A - Mirpur Mazar Road South ( মাজার রোড - দক্ষিন প্রান্ত ) সপ্তর্ষী স্কুল মার্কেট । প্রাইম ইউনিভার্সিটি ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি'র মাঝামাঝি Walton এবং বণফুলের উত্তর পার্শ্বে । ☎ : Mobile & IMO : 01758-964928 , +8801835540301 🖱 : facebook Page : facebook.com/mastermind9000
বন্ধু হালিম গানটা খুব গাইতো,,,খুব মিস করি তোদের সবাইকে,,,মিস করি হোস্টেল লাইফ,, কই হারিয়ে গেলো দিনগুলো,,,, একদিনের জন্য যদি আবার ফিরে পেতাম,,,😥😥😥আহা,,,,IHT Jhenaidah
গানটা ২০১৩ সালে নীল পরী নিলাঞ্জনা নাটকে প্রথম শুনি। ২০২৫ সালে এসেও যখনি এই গানটা শুনি ফিরে চলে যাই সেই ২০১৩ সালের দিন গুলিতে। আহা সেই সময় টা যে কতো মধুর ছিল সেটা এখন বুঝি। কেনো যে বড় হয়ে গেলাম !🙂
আজ ২০২৫ -এসেও তাহসান ভাইয়ের সেই পুরোনো গান শুনলাম এবং আমার ভালোবাসার সেই পুরোনো স্মৃতির কথা মনে করে দিলো! সেও আমার এই ছুট্ট জীবনে স্বল্প সময়ের জন্য এসে মায়ায় জড়িয়ে আবার হঠাৎ হারিয়ে গেছে💔😥🥀
Old is gold. I really appreciate Tahsan’s all songs. All songs are great and heart touching. It’s make me cry and remind me my past loving memories. Love this song 😘 He is awesome 😎 🙏🙏🙏thanks to him. May Allah bless him🤲🏼🤲🏼🤲🏼
চার বছর পর গানটা আবার শুনলাম, বিচ্ছেদের চার-চারটা বছর পার হয়ে গেলো। আমাদের জীবনটা জুড়েই ছিলো এই গান গুলো, কতো রাত তাহসান ভাই এর গান শুনিয়েছি ওকে এখন আর মনে করতে পারি না। ভূলতে পারিনি ওকে, পারিনি জীবনে নতুন কাউকে জায়গা দিতে, পারিনি ওর কথা, হাসি বা কোন কিছুই ভূলতে, শুধু পেরেছি প্রিয় সব কিছু ত্যাগ করে নিজেকে একটা বদ্ধ জগতে আবধ্য করতে। কোন দিন যদি এই গানটা শুনার সময় আমার কমেন্টটা তোর চোখে পরে, মনে রাখিস এখনো আমি তোকে ভালোবাসি, আগের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ফিরে আসার জন্য আর জোর করবো না আমি, শুধু যেখানেই আছিস, ভালো থাকিস।
এই গানটা আমার প্রিয় মানুষ তার ডিপার্টমেন্টে গেয়েছিলো, আমার প্রিয় মানুষ হওয়ার আগে,আর আমি তার খালি গলায় এই গানটা শুনে প্রথম অনাকাঙ্ক্ষিত তার প্রেমে পড়ে যায়😇 এখনো সে জানে না, সে আমার কতটা প্রিয়🥰
আজ ২০২৪ সাল!
আহ! সেই নীলপরি নিলাঞ্জনা! নস্টালজিক! আমরা যারা এস.এস.সি ১৫ এর ব্যাচ, তারাই বুঝবে কি ছিলো তাহসানের এই নাটক আর গানগুলো! তাহসানের এই রোমান্টিক নাটকের বেস্ট লং পিরিয়ডটা ছিলো ২০১১/১২ থেকে মোটামুটি ২০১৭/১৮ পর্যন্ত! এরপরেও কিছু বছর অনেক ভালো নাটকে কাজ করেছেন। এই এতগুলো বছর পুরো সময়টায় আমরা পাগল ছিলাম তাহসানের ঈদ, বিভিন্ন দিবসের নাটক আর গানগুলোর জন্য! আমরা ক্লাস ৯ থেকে কলেজ শেষ করা পর্যন্ত পুরো সময়টায় এই মানুষটার নাটক আর গান উপভোগ করেছি! আজ এই দিনে আমরা সবাই গ্রেজুয়েশন শেষ করে ফেলেছি। সময় চলে যায়! তাহসান স্যারেরো বয়স হচ্ছে। সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে গেলো! দিনগুলোর কথা! ❤️❤️❤️❤
-- ব্যাচ ১৫,১৭ 🌸
Amra o bujhi 2009 sal ssc
@@nusratrabeyameem1457 obosshoi 🌸
Ami 15
Ssc 15
Miss kori shei muhurto golo😢..
সে ছিলো,এখন নেই,কিন্তু গানটির সাথে তার স্মৃতিগুলো জড়িয়ে আছে,ভালো থাকুক সে....🌼🌼
Same😢
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?🌼
😊❤
কিছু কিছু গান কখনো পুরোনো হয়না ভালোবাসার অবিরাম তাহাসান ভাই 😍😍😍
Hats off to you Tashan Sir love from Kolkata ❤️❤️🇮🇳
tnx bro
২০২৪ এ এসে যারা গানটা শুনতে আসছেন একটা লাইক দিয়ে যাবেন প্লিজ ❤
Done 👍
হুম প্রতিদিন
ডান
আমিও প্রতিদিন শুনি
শুনি আমি মাঝে মাঝে 😂
তাহসান মানে হারানো স্মৃতির রোমন্থন... ❤️
গানটা শুনতেসি, হঠাৎ করে তার চেহারার কথা মনে পরে যায়। বিশ্বাস করবে কিনা জানিনা এতো কষ্ট পেয়েছি।চোখের পানি ধরে রাখতে পারিনি।😢💔
আহারে। কলিজাটা ছিড়া খানে আলী খান হই গেছে। তাই না?
😢😢😢😢
❤❤❤❤
এখনো সেম অবস্থা? পেরেছেন ভুলতে?
বাংলাদেশের মধ্য ২ জন শিল্পীর গান খুব ভাল লাগে? ১ তাহসান খান _২ মিনার রহমান কে কে আমার সাথে এক মত?
Right
Amar sudhu tahsan er gaan valo lage ❤️
আমার নিজের অন্তত প্রিয় একজন শিল্পী মিনার রহমান দা এবং তাহসান দা 💗 ✨
অনেক ভালোবাসা রইল ইন্ডিয়া থেকে তাদের জন্য 💖
Ami ekjon
Yeah
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
ভাই ঠিক লিখছেন
ঠিক বলেছেন, সব কিছু রেখে আমরা সবাই চলে যাবো একদিন, শুধু এই কমেন্ট গুলোই রয়ে যাবে, পছন্দের গানের মধ্য দিয়ে।।
কেন হটাৎ তুমি এলে
কেন নয় তবে পুরো টা জুরে
আজ পেয়েও হারানো যায়না মানা
বাচার আশাটা রয়ে যাবে দূরে
আমায় খমা করে দিও
তোমাকে পেয়েও আজ হারিয়ে ফেললাম।
১০ বছর পর পেয়েছিলাম।
৩ বছর ছিলে
আবার হারিয়ে গেলে।
কেনই বা এসেছিলে
কেনই বা চলে গেলে একরাশ স্মৃতি রেখে।
ভুলব না তোমায় কোন দিন।
প্রতিদিন যেহেতু গানটি শুনি,কমেন্টি রেখে গেলাম।এরপর লাইক দেখে বুঝে নিবো,কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো।।।🙋♂️🙋♂️
তাদের থেকে আমরা দূরে থাকি আর বিনিময়ে সুখ চাই 😇
সুখ তাদের কাছে সস্তা হলেও আমাদের কাছে আকাশছোঁয়া মূল্যবান ❤️
খোলা জানালা,বড় অবেলায় পেলাম তোমায়,,,এই ২টি গান শুনলে রুমির কথা মনে পরে যায়😭😭😭😭
সিরাজগঞ্জে ইকো পার্কে বসে গান গুলু ২০১৫ সালে আমার মোবাইলে সেন্ড করে বলেছিল আমি না থাকলে এই গান গুলু শুনবে,,কিন্তু তখন ওর ওই কথার মানে বুঝতে পারিনি😭😭😭😭
রুমি কই এখন
রুমির কি হয়েছে?
ধন্যবাদ তাদেরকে যারা তাদের নিজেদের জায়গা নিজেরা নষ্ট করে আমাদেরকে আমাদের বিবেক থেকে মুক্তি দিয়েছে!! 🖤
কেনো হঠাৎ এসেছিলে?? 🙏
বড়ো অবেলায় পেলাম তোমায়
কেনো এখনি যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে
দাড়িয়ে...
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছু পায়নি ঠাই
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছু পায়নি ঠাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
❤
২০২৩ এ এসে যারা গানটা শুনতে আসছেন একটা লাইক আর রিপ্লাই দিয়ে যাবেন,,,?
i am
Asi
11:35 Ramadan Month,
Ghumanor Age😅
ami
হ্যাঁ ভাই
সেই পুরান ফিলিংস, কলেজ জীবনের শুরুটা এই গান শুনেই পার করে দিয়েছি, কত মধুর স্মৃতি যে অাছে গানটাকে ঘিরে। 😍😍😍
💓😍💓
কেন হঠাৎ তুমি এলে,
কেন নয় তবে পুরোটা জুড়ে 😢😥
ভালো থাকুক প্রিয় ভালোবাসার মানুষ❤️
কেন হঠাৎ তুমি এলে,
কেন নয় তবে পুরোটা জুড়ে😥😪
ভালো থাকুক প্রিয় ভালোবাসার মানুষ ❤❤
ভালোবাসা অবিরাম তাহসান ভাই💕,অনেক পুরোনো কিন্তু যেকোনো সময়েই গানটা শুনতে খুব ভালো লাগে।❤
আজ তাহসানের ভক্ত হয়ে গেলাম। অসম্ভব সুন্দর গান।
Are you gay !
বড়ো অবেলায় পেলাম তোমায়
কেনো এখনি যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে
দাড়িয়ে...
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
ভেরি নাইস সং
😘
পুরোনো গান তাও ভালো লাগে "কেনো হটাৎ তুমি এলে"💓
ভালোবাসা অবিরাম তাহাসান ভাই ✋😍
Ekmot vai
i..like..it...
@@MohammadAliBabu nice
আহা! সেই ছেলেবেলায় ফিরে গেলাম,স্কুলের পিছনের টেবিলে,কানে হেডফোন আর গানগুলো!
সেই অনুভূতি, আর সেই অচেনা প্রিয়সী❤️
আজ আর নেই, সে কোথায়,কোথায় কার বুকে😭 শুধুই গানগুলো! আর সেই মানুষগুলোর মায়াই বারবার ফিরে আসে।
২০১৫ সাল,,,
HSC exam,, ঠিক ওই মূহুর্তে কেউ একজন
সকল সম্পর্কের ইতি টেনে অন্যে কারো হাত দরে চলে যায়,,কি যে একটা মূহুর্তের মধ্যে exam টা শেষ করি। আর ঠিক তখন থেকেই গানটা নিয়মিতই শোনা হয়।
লিরিক্স এর সাথে বয়েস এর দারুন কম্বিনেশন,,, পুরাই অস্থির ❤❤❤
বন্ধু তাহসান তোমার এই গানটি অমর হয়ে থাকবে,,,,,,,,,,,,,,,,খুবই অপুর্ব গানটি
কোনো কথা হবে না just awesome love this song 😍🤩🔥
তাহসান ভাই, জোভান, চমৎকার সব মিলিয়ে,
কে কে জোভানের ভক্ত??
😑😍
🙋
আমি 😍😍😍জোভান 😍😍😍
জোভানরে সামনে পাইলে লাত্থি মারমু কসম। হেবলা চো**
NiCe OnE afrin 💜🌹my fevarit 💞😍
সে ছিলো, এখন নেই, কিন্তু গানটির সাথে তার স্মৃতিগুলো জড়িয়ে আছে, পরপারে ভালো থাকুক সে....😢😢😢😢
😭😭😭😭😭😭😭😭
কতো স্মৃতি গানটায় জড়িয়ে আছে ♥♥♥
কে কে ২০২০ এ শুনছেন?
✋
ami
ami
@@haroonmia1240 ami to eto shuni je sob somoy val lage
2021
যেখানে এতো এতো যোগ্য মানুষেরা প্রিয় মানুষদের পায়না সেখানে আমার মতো অযোগ্যরা কয়েকজনকে হারাতেই পারে এটাই স্বাভাবিক 🥹🥺
😢😢😢
হঠাৎ করেই মানুষ আসে, আর হঠাৎ করেই হারিয়ে যায়। শুধু আমাদের বুঝতে দেরি হয়ে যায় 🙃❤️
সবার সাথেই কি তবে এমন হয়.... ⁉️
right
৭ বছর হয়ে গেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এই গান টা শুনে অনুভূতি টা এখনও একই আছে 💖
প্রায় ২ বছর হতে চললো....😔
Hmmmm❤😢❤
প্রিয় মানুষটার দেওয়া গিফট ছিলো এই গানটা,আজ সেই চলে গেছে গানটা গিফট হিসেবে রয়ে গেছে 💔😥😥
❤❤❤❤
😢😢
তার পর একবছর কই মাস?
কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে দুঃখ বোধ করবেন না। লোকেরা সাধারণত ব্যয়বহুল জিনিসগুলি প্রত্যাখ্যান করে এবং সস্তা জিনিসগুলির জন্য যায়।
❤️❤️👌
❤️❤️
অনেক মুল্যবান কথা💖
Can i copy that???
Nijeke santona dichho naki
"বড় অবেলায় পেলাম তোমায়"। আসলেই ভালোলাগাটা অবেলা আর অসময়ে আসে। 🌸🌻🌼
Right.
Wz
Hmm
ভালোবাসাটাও হয়তো একই😔
Hm appi
৩ বছরের প্রেম ৮ বছরের সংসার তবুও গানগুলা শুনলে কেমন যেন একটা ফিলিংস হয় আর যারা পেয়েও হারিয়ে ফেলেছে তাদের কষ্টটা বোঝানোর মত না। 😔😔
কেন হঠাৎ তুমি এলে,
কেন নয় তবে পুরোটা জুড়ে ❤️❤️
ফেভারিট গান ❤️❤️
খুব ইচ্ছা ছিল তোকে আমার জীবনের সবচেয়ে প্রিয় কথাটা বলব, হবে না... 💔
"অপরিচিতা" হয়েই না হয় তুই থাক...
💛হাদু💛
মায়া আর বাস্তবতা কখনো এক হতে পারে না। ভালোবাসা মানুষটা অন্তরে আছে থাকবে আজীবন। মাঝেমধ্যে মনে হয় সব ছেড়ে তোমার বুকে ফিরে আসি কিন্তু প্রকৃতির কাছে হেরে গেছি আমি
।দোয়া ও ভালোবাসা rsb
আমার প্রিয় শিল্পী তাহসান ,, গানের কথা গুলো মনের গভীর থেকে আনা,,, জাস্ট অসাধারণ ❣️❣️❣️
R8🥰
২০২০ থেকে শুনছি,এখন ২০২২ তবু্ও সেই প্রথমবার শোনার ফিলিংস টাই ফিল করি😊
জানিনা কি আছে গানটার লিরিকে আর তাহসান এর কণ্ঠে কি আর বলবো,, তবে এইটুকু জানি গানটা কোনদিন পুরোনো হবেনা🍂🤍
১৯.০৬.২০২২
আমি তো ২০১২ সাল থেকেই গানটা শুনছি। সাজিদের মিউজিক ডিরেক্টর হবার সবচেয়ে সফল গানই এটা।
আর ভয়েসে তো সেরাজনই ছিল। মূলত যেই নাটকের জন্য এই গানটা সেটাই বেষ্ট নাটক এবং সেখানেই গানটা সবচেয়ে ভালো মানিয়েছে। তাহসান ও মম’র অভিনীত।
হঠাৎ করেই আসলো আবার চলেগেলো।
রেখেগেলো কিছু স্মৃতি।
হুট করে জীবনে আসা মানুষগুলো আবার হুট করেই চলে যায়।
গানটি কখনো পুরানো হবে না 💞
ভালোবাসা তাহসান ভাই ❤️
লিজেন্ডদের কোন কিছুই কোনদিন পুরনো হয় না, তাহসান খাঁন একটা লিজেন্ড এবং মাস্টার পিছ। ❤❤
কেন হটাত তুমি এলে?
কেন নয়ত পুরোটা জুরে❤❤
তখন ২০১৬। আমার সখ ছিলো। স্বপ্ন ছিলো কিনা মনে নেই। গান টা নতুন শুনেছিলাম। এখন আর ফিরে তাকাতেও ভয় হয়। কত ভয়নক স্মৃতি জড়িয়ে আছে এই গানটাই। না কোনো প্রেম ভালোবাসার গল্প না৷ নিজের ধ্বংসের গল্প জড়িয়ে আছে। তখন গান ছিলো, গলা ছিলো,হাত ছিলো,নতুন গজানো ডানা ছিলো এখন তা পুড়ে অঙ্গার 😂
কমেন্ট গুলো পড়েও অনেক ভালো লাগলো। আসলে জীবন এর মানে হলো কস্ট।
এতো সুন্দর গান,, আমি কেন এতো দিন মিস করলাম??? love this song 2024💙💔💚
চোখে পানি + কানে হেডফোন + কিছু প্রিয় গান = এভাবেই চলছে আর কি..!😑💔
একটা মানুষ কে না পেয়ে নিজেকে খুব অসহায় লাগতো। আজ সে অন্য কারো কিন্তু স্মৃতিতে আমার ❤
তাহসান এর গান মানে অন্য কিছু,ভালোবাসার একজন প্রিয় তাহসান ভাই
তাহসানের গান কার কার ভাল লাগে আমার মতো
Tahsan khan' one of the most important person or personality , as a singer, model , actor,hero,composer,songwriter, and teacher...
Iiiii
absolutely he is an outstanding personality
Y5 see to 6
@@lizasayeda6715 ⁰0000⁰0000PPppPPPPPpPP0PP0ppPP0ppPPPppPPPLPLLLLLPPLPLLPLPalPPpppPPPPPL
All rounder
ভালোবাসা এক অকথ্য যন্ত্রণার নাম,,
ভালোবাসার মানুষ গুলো সর্বদাই কষ্ট দিয়ে থাকে,, খুব ভালোবাসতাম বলে বেকার অযুহাত দিয়ে চলে গেছে ,,
এখন ৪ টা সরকারি চাকরি হয়েছে, তবে সে নেই,, অন্য কারো দিকে তাকাতেও ইচ্ছে করে না। তবুও বলবো
পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা তোমার জন্য প্রিয়
তাহসান-মমো ভিডিওটা অনেক বেটার ছিল। ওটাতে একটা অন্যরকম আবেগ ছিল।
ঠিক, আরিজিনাল তো অরিজিনাল এর মতোই হবে ।
মাঝ রাতে জোছনায় আলোই গান টা স্ক্রীনের সামনে চলে আসলো অদ্ভুত সুন্দর লাগছে,,thank you a lot তাহসান ভাই এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য
ভালোবাসার মানুষ গুলো হটাৎ করে আসে আর হটাৎ করে হারিয়ে যায়। 😥
যখন বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলেছিলাম তখন ও এলো, আমাকে বাঁচতে শেখাল। যখন ওকে নিয়ে বাঁচতে শিখলাম তখনই ও আমাকে একা করে চলে গেলো....
বেকারত্ব ওকে আমার থেকে কেড়ে নিলো....🖤 কিছুদিনের মধ্যেই ও উচ্চপদস্হ একজন সরকারী কর্মকর্তার ঘরনী হতে চলেছে।বেকারত্ব একটা ভালোবাসার মর্মান্তিক মৃত্যুর নাম.....
কেন হঠাৎ তুমি এলে????
খুব খুব ভালো থাকুক আমার ভালোবাসা🖤.... সুখী হও
প্রিয়ন্তী ❤️
brhh ekhn kar ki obstha🙂(jodi real hoyee thke)
কিছুদিন আগে যোগাযোগ হলো....
ও ভালোই আছে ওর মেয়ে হয়েছে। আমিও এখন একজন উচ্চপদস্হ কর্মকর্তা 🙂। কিন্তু ওকে এখনো প্রচন্ড ভালোবাসি। এই জীবনে ওকে আর পাওয়া হলোনা।
হঠাৎ করেই মনে পড়ে যায় প্রিয় লাইন গুলা ♥️🌼
Yes...
Tai to gan suntase.....hotat hotat kora akta line mona porsa ti... Jaita mona pora sai ta sunse....
Tahsan sir er jekono Gan Valo na hoye pare... talented musician bole kotha...so sweet voice 😍😍😍onek sundor Gan ...wow
কতশত স্মৃতি এই গানের সঙ্গে।প্রথম প্রেম কি ভোলা যায়?
২০২১ এ এসে কে কে গান টা শুনেছো তারা সবাই লাইক দিয়া যাও পারলে রিপ্লাই সহ দিয়ে তাহসান ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করো
O really??
Ador তোর লেখা অনেক সুন্দর একটি গান ৷
Koyek din por por e sunchi...
Ami
prote den sona hoi ai song tah ,,,,,,,,,,,preyo akta song
গান টা আমৃত্যু থেকে যাবে 2050 সাল জেনারেশন দের জন্য রেখে গেলাম
কিছু কিছু গানের কমেন্টবক্স চোখ ভিজিয়ে দেয়,এই কমেন্টগুলো শুধু লিখা থাকে না,অনেকের না বলা কথা কতো আবেগ কতো অভিমান প্রকাশ করে যায়।
শুধু প্রিয় মানুষের জন্য 🥀❤️
একটা সময় তাহসানের এই গানটা অনেক শুনতাম,আজ আবার নতুন করে দেখা+শুনা হলো😊
তখন ৭/৮ বছরের আমি, আমার মামা এই গানটা প্রচুর শুনতো । তখন থেকেই কেমন জানি একটা ভালোলাগা কাজ করে এই গানটার প্রতি 💖
1) বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে ?
কি করে বলো রব একলা
...
ফিরে দেখো আছি দাঁড়িয়ে
আছি দাঁড়িয়ে.....
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
....
আজ পেয়ো ও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
......
2 ) শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই
....
শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই
....
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
.......
3 ) তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই
......
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু একে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাই
......
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
কেন হঠাৎ তুমি এলে ?
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়ো ও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে
#Mastermind Education Abroad
: Foreign University Admission , Study , Family , Tourist Visa process ....
🏠 Head Office : 3 A / A - Mirpur Mazar Road South ( মাজার রোড - দক্ষিন প্রান্ত ) সপ্তর্ষী স্কুল মার্কেট ।
প্রাইম ইউনিভার্সিটি ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি'র মাঝামাঝি Walton এবং বণফুলের উত্তর পার্শ্বে ।
☎ : Mobile & IMO : 01758-964928 , +8801835540301
🖱 : facebook Page : facebook.com/mastermind9000
অঅএক
*_Music + Headphone + Someone's Memory_*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
বন্ধু হালিম গানটা খুব গাইতো,,,খুব মিস করি তোদের সবাইকে,,,মিস করি হোস্টেল লাইফ,, কই হারিয়ে গেলো দিনগুলো,,,, একদিনের জন্য যদি আবার ফিরে পেতাম,,,😥😥😥আহা,,,,IHT Jhenaidah
গানটা ২০১৩ সালে নীল পরী নিলাঞ্জনা নাটকে প্রথম শুনি। ২০২৫ সালে এসেও যখনি এই গানটা শুনি ফিরে চলে যাই সেই ২০১৩ সালের দিন গুলিতে। আহা সেই সময় টা যে কতো মধুর ছিল সেটা এখন বুঝি। কেনো যে বড় হয়ে গেলাম !🙂
আজ ২০২৫ -এসেও তাহসান ভাইয়ের সেই পুরোনো গান শুনলাম এবং আমার ভালোবাসার সেই পুরোনো স্মৃতির কথা মনে করে দিলো! সেও আমার এই ছুট্ট জীবনে স্বল্প সময়ের জন্য এসে মায়ায় জড়িয়ে আবার হঠাৎ হারিয়ে গেছে💔😥🥀
কাল তার গায়ে হলুদ, পরশু বিয়ে। দুজনের কত না স্বপ্ন, কত আবেগ। সব কিছু চোখের পানিতে মিলিয়ে গেলো। আজ পেয়েও হারানো যায়না মানা। বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
আজকে আমার প্রেয়সীর বিয়ে হয়ে গেল 😢😔
@@arafathossainmaruf0328 PoV: Whatever goes on your heart and mind it doesn't matter. Because life goes on.
অতীত মনে পড়ে কান্না চলে আসলো গানটা শুনে...
🥺🥺🥺
Onk din por Tahsan er new song pelam...,😍😍😍😍😍
Love you Tahsan Bro
bhai aita onek ager gaan😥
2014 saler gan.....nilpori nilanjana natok er gan
2014 sale shuni nai bro
Eta new song 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
New🤣🤣🤣🤣
তোমার গান ও অভিনয়ের প্রেমে আমি সর্বদাই নিমজ্জিত! অবিরাম ভালবাসা প্রিয় তাহসান ভাই..❤️❤️🙏
এই গান টা আমার এতোটাই ভালো লাগে যে যতো বার শুনবো ঠিক ততবারই শুনতে ইচ্ছে করে i ❤ this song এই গানের কথা গুলো just wow❤❤❤❤
তাহসানের ভক্তরা লাইক দাও
Nc
আমার অনেক পছন্দের এই গানটা...ধন্যবাদ সবাই কে যারা এখন এই গানটা শুনছেন...
কেন হটাৎ তুমি এলে কেন নয় তবে পুরোটা জুড়ে??? 🖤🖤💔
চোখে পানি +কানে হেডফোন +হাতে সিগারেট
+তোমার রেখে যাওয়া স্মৃতি +সব মিলিয়ে দারুন কম্বিনেশন
Old is gold. I really appreciate Tahsan’s all songs. All songs are great and heart touching. It’s make me cry and remind me my past loving memories. Love this song 😘 He is awesome 😎 🙏🙏🙏thanks to him. May Allah bless him🤲🏼🤲🏼🤲🏼
💞👌
চার বছর পর গানটা আবার শুনলাম, বিচ্ছেদের চার-চারটা বছর পার হয়ে গেলো। আমাদের জীবনটা জুড়েই ছিলো এই গান গুলো, কতো রাত তাহসান ভাই এর গান শুনিয়েছি ওকে এখন আর মনে করতে পারি না। ভূলতে পারিনি ওকে, পারিনি জীবনে নতুন কাউকে জায়গা দিতে, পারিনি ওর কথা, হাসি বা কোন কিছুই ভূলতে, শুধু পেরেছি প্রিয় সব কিছু ত্যাগ করে নিজেকে একটা বদ্ধ জগতে আবধ্য করতে। কোন দিন যদি এই গানটা শুনার সময় আমার কমেন্টটা তোর চোখে পরে, মনে রাখিস এখনো আমি তোকে ভালোবাসি, আগের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ফিরে আসার জন্য আর জোর করবো না আমি, শুধু যেখানেই আছিস, ভালো থাকিস।
Kothe gulo kub vlo laglo........ Akono True love ace........ 😊😊😊........... Jai hok tmr eccha gulo puron hok...... 🤗🤗🤗....
@@sanchitaroy7319 :) ❤️
এখন কে শুনছেন গানটি
😢
কেন জানি গানটা শুনলে মনে হয় কখনো যদি হঠাৎ কেউ অাসে,,অাবার মায়ায় জড়িয়ে চলে যায় সত্যিই খুব এলোমেলো হয়ে যাবো আমি...🖤💙
বড়ো অবেলায় পেলাম তোমায়
কেনো এক্ষনি যাবে হারিয়ে
আহ্ লাইন টা ☺️🥺🙂
Ami from India. Ei gaan ta kodin age shunlam, khuuuuuuuuubbbbb valo Laglo. Jodio Mosharof Korim er fan ami.
21.09.23 বাহিরে খুব বৃষ্টি আর এই গানটা শুনছি, পুরনো হলেও পুরনো লাগে না, তাহসান❤
এই গানটা আমার প্রিয় মানুষ তার ডিপার্টমেন্টে গেয়েছিলো, আমার প্রিয় মানুষ হওয়ার আগে,আর আমি তার খালি গলায় এই গানটা শুনে প্রথম অনাকাঙ্ক্ষিত তার প্রেমে পড়ে যায়😇
এখনো সে জানে না, সে আমার কতটা প্রিয়🥰
আজ পেয়েও হারানো যায়না মানা বাঁচার মানে রয়ে যাবে দূরে 🥺
গানটা যতবার শুনি যেন স্মৃতিতে হারিয়ে যাই!💗
২২ এ এসে যারা এই গানটা শুনছেন তারা লাইক দিয়ে যান
২২ এসে কেন..!
সব সময় শুনি 🤍
Srry broh 23 🙂
Hmmmm
আজও গানটা শুনলে যেনো কোনো এক অজানায় হারিয়ে যাই....ভালো থাকুক আমাদের পেয়ে হারিয়ে ফেলা প্রিয়ে মানুষ গুলো 😌🖤
আসসালামু আলাইকুম 😍
তাহসান -লাইক👉👌
জোভান-কমেন্ট😍
দেখি কার কত ভক্ত
i love jovan and tahsan...
Love you Jovan and Tahsan 😍😍😍
😍😍😍
😍
জোভান 😍😍
বড় অবেলায় পেলাম তোমায় 🥺🙂 (athu)
সারাদিন শুনতে ইচ্ছা করে।প্রিয় তাহসান....
কত না স্মৃতি জড়িয়ে আছে গানটায় সেই ১৪ তে প্রথম শোনা এখন পর্যন্ত প্রতিদিন ই শোনা হয়। শুধু একটায় চাওয়া ভালো থাকুক প্রিয় মানুষটি💔
২০২৩ এ শুনতেছেন সেই লেজেন্ডদের দেখতে চাই!...✨🌺😍
হিট দ্যা লাইক বাটন Notification পেলেই আবার শুনতে আসব প্রিয় গানটি !🥲😭
০৩/22/২০২৩
একটি মানুষের কাছে আর একটি মানুষ, সারাজীবন বিশ্বস্ত হয়ে থাকাটা, একটি চ্যালেঞ্জ, যা কিনা যুদ্ধের মতন,,,,