Holey Artisan, Faraaz এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক | রকমারি
Вставка
- Опубліковано 16 лис 2024
- Holey Artisan, Faraaz এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক | রকমারি
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ঘটনাগুলোর একটি। এর আগেও একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। কিন্তু কোনো একটি হামলায় একসঙ্গে এত বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার এর আগে হয়নি। Holey Artisan নিয়ে নির্মিত হচ্ছে "Faraaz" এমনকি জিম্মি ঘটনারও কোনো নজির নেই আমাদের দেশে।
হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। সারা বিশ্বেও আলোচিত হয়েছে এই হামলা। এই ঘটনার পর দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সরকারকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের চলাচলের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। বিদেশি নাগরিকদের অনেকেই দেশ ছেড়েছেন।
পাশাপাশি এই ঘটনা সামাজিকভাবে চাঞ্চল্য ও অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এই হামলার ঘটনার তদন্তে মোট ২১ জন জঙ্গির জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। কিন্তু ১৩ জন জঙ্গি বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। আদালত বিচার শেষে ৭ জনের ফাঁসির দণ্ড দিয়েছে।
গুলশানের সেই কাল রাতের প্রত্যক্ষদর্শী সাংবাদিক নুরুজ্জামান লাবু। সেই ভয়াল রাতের অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন “হোলি আর্টিজান- একটি জার্নালিস্টিক অনুসন্ধান”। বইটিতে সেই রাতে অন দ্য স্পট কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের কথা যেমন আছে, তেমনি আছে যারা হামলার পরও বেঁচে আছেন তাদের কথা। আছে জঙ্গিদের নৃশংসতা ও নৃশংস পরিকল্পনার কথা। হোলি আর্টিজান নিয়ে এমন অনেক অজানা কথা আছে যা নুরুজ্জামান লাবু তার বইতে প্রথম প্রকাশ করেছেন।
আজকের গল্পগ্রাফির আলাপচারিতায় বার বার উঠে এসেছে সেই ভয়াল রাতের কথা।
চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুনঃ www.youtube.co...
#রকমারি #গল্পগ্রাফি #বইকথা
নুরুজ্জামান লাবুর বইগুলো সংগ্রহ করতে পারেনঃ rokshort.com/c...
গল্পগ্রাফির আরও পর্ব দেখতে ভিজিট করুনঃ ua-cam.com/play/PL-XLkV2VPrjSrNA_kOdCCZSvwWeSufZO4.html
বইটি কিনতে চাই। কি বই?
বইয়ের নাম কি
price?