আপনার এই টক দই এর রেসিপিটা দেখে আমি কাল রাতে বাড়িতে বানানোর চেষ্টা করেছিলাম, কি বলবো দাদা সকালে দেখি এতো সুন্দর দই টা জমেছে মনে হয় আপনার টা থেকেও ভাল হয়েছে। আমি যে কত টা খুশি হয়েছি তা দেখে আপনাকে বলে বুজাতে পারবো না। আমার তো বিশ্বাসই হয় নাই যে ওটা আমি তৈরি করেছি। খুব ভালো থাকবেন, আর আমাদের এইভাবে আনন্দ দিবেন। ভাগবানের কাছে আপনার সুসাস্থা কামনা করি। Heavy josssss........... (Manik Banik from India)
আপনি থাকায় রান্না যে কত সহজ হইছে! রেস্টুরেন্ট বা বাজারের কত্ত জিনিস যে এখন বাসায় বানিয়ে খাই! অনেক দোয়া করি আপনার জন্য। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।
Bhaia. I tried ur recipe this whole lock down. My abbu is a cancer patient. He needs to have some form of yogurt without sugar. I make 1 for him just like this after watching ur recipe atleast twice a week. Thanks so so much. Ekhon ekta petechhi raat 8tay. Raat 12tar modhhe hoe jabe asha korchhi. Abbu can have it in the morning. Onve again the best recipe ever. Love from SF
vaia ami borna.er age doi bananor onk tri korsi.but hoy nai.ajk ei recipe daky banaysi misty doi .akdom perfect hoisa.aj ami tai onk khusi.allah apner valo koruk.
বানান ! ঠিক এভাবে বানাতে চেষ্টা করেন ! কয়েকবার বানালেই এক্সপার্ট হয়ে যাবেন ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Primoy Graham --bhai ai procedure 2 bar apply korlam.kintu doi er opore jol jome galo.sundor vabe tight kore doi boslo na.janina ki vul korlam.apni ki dudh ta ghono kore niyechilen?
Vaia, Apnar recipe gulo Apni ato sahog vabe Kore dhekhen ze amra Zara kisu korte pari na Tader Mone o sahos jage kisu korte parbo a asay.Oneket recipe dhekle Mone hoy Amar dara kisu e Hobe na.Allah Apnar sohay hok.
Vaiya..ami kal rat a doi bosaicelam..ajke sokale othe dekhlam...allah r rohomot a onk sundor hoice doi...in fact bazar er kena doi thake onk valo..ajke misti doi banabo kal khawar jnno..apnake onk dhonnobad apnar recipe r jnno..asole atto sohoj a j doi banano jay aita amr dharonar baire celo... Thank u..
এভাবে বানান, খুবই ভালো জমবে ইনশাহ আল্লাহ্। শুধু দুধ বেশী গরম করবেন না ! আমাদের শরীর যতটুকু গরম, ততটুকু গরম হবে ! এর বেশি গরমে দই বীজ নিস্তেজ হয়ে যায় ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
এটা বানানো আসলেই অনেক সোজা ! একবার বানিয়ে দেখেন। ৪-৫ ঘণ্টার আগে নাড়া দিবেন না বা ঢাকনা খুলে দেখতে যাবেন না ! দই হবেই ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
ভাল রেসিপিটা, এরকম সহজে ঝটপট রোজায় ঠান্ডা, হেলদি কিছু আপলোড করেন ভাই, সারাদিন যেন রোজা রেখে, শুধু খাবারের প্রিপারেশানে দিন গুলা শেষ হয়ে না যায়। ধন্যবাদ।।
রোজার আগে পাবেন অনেক সোজা আর মজার রেসিপি ! এত্তগুলা দই তো বানালামই ওগুলো তৈরি করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Vaia ami apnar recipe flow kori.apnar recipi dheke ami doi,sorisha vorta,chowmin,r ow onek kisu ranna korsi abu onek like korse recipe gula.thank u vaia.amader avabe e sundor sundor recipe gift korben.
Thanks vaia ato easy kora dhekhanor jonno...onek recipe dekce.but apnar ta easy😄😄....shbai ato complecated kora dhekai...😒😒😒..u r vey simple vaia....Allah apnak valo rakhuk.☺☺☺
অনেকেই ঠিক মত বানাতে না পেরে এই ভিডিও তে অনলাইক দিয়েছে। আমার আম্মু বানিয়েছে এভাবে এই রেসিপি ফলো করে, অনেক ভালো হয়েছে। টক দই এবং মিষ্টি দই দুটোই বানিয়েছে আর দুটোই জমাট বেঁধেছে।
Onk upokrito holam rcpi ta peye. Ekhon dekhar bishoy ami pari kina. Ami first comment korlam. Apnar kothagulo khubi shabolil vlo lage. Doa korben jeno thik apnar tar moto korei banate pari..apni onk onk vlo thakun evabei aro onk onk recpi jeno Pete pari Allah apnak sustho rakhuk. 😊
আপনিও পারবেন ইনশাহ আল্লাহ্। এটা খুবই সহজ একটা জিনিষ। খালি দুধ বেশী গরম করবেন না। আমাদের শরীরের তাপমাত্রার মতো গরম হলেই চলবে। নইলে দই এর বীজ মারা যাবে। আর আমার দেখান ভিডিওর মতো একটা বড় পাতিল বা প্যান খুবই হালকা গরম ওরে তার মধ্যে দই এর পাত্রটা বসিয়ে কিছু ভারি কাপড় দিয়ে ঢেকে একটা যায়গায়, যেখানে বাতাস তেমন চলাচল করে না, যেমন আপনার রান্নাঘর এর এক কোনায় রেখে দিন। ঠিক ৪ ঘণ্টা পরে খুলে দেখুন। দই জমবে কিন্তু একটু নরম থাকতে পারে, তাই ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন, একবারে শক্ত হয়ে যাবে। প্যাকেটের দুধ ব্যবহার করলে, দুধ ফুটিয়ে নেবার দরকার নাই। আপনাকে অনেক ধন্যবাদ ! আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
assalamualikum bhaia kmn asen.?apnar doi khub sundor hoiche..but onk channel e dekhi bole milk joto ghono hobe doi toto ghono hobe..but apnar process tai khuub pochondo hoiche ..Inshallah aivabei banabo..valo thakben
ওয়ালাইকুম আস সালাম। সব ভুয়া রেসিপি !আপনি ঠিক এভাবে বানান ! দেখেন দই কত্ত সুন্দর হয় ! আর ৪ ঘণ্টার আগে যেন নাড়া না পরে, তাহলে কোনও পানি জমবে না ! বানিয়ে জানাবেন কিন্তু ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
masha allah. kamrul Bhai rainy girl er moto amr o aki golpo apner vlog dekha niye. ashustho jibon niye achi apni janen....khub depression thaki r apner vlog akdin khub interest niye dekhe atto heshechilam amr meyera obak hoye takiyechilo....shei shuru ami jani vlog ta dekhle 1 theke 2 hours ami fresh thaki. akhono apner khub mojer vlogs ber kore dekhi. ami khub e simple manush tai apni atto shoja shapta kotha bole jan shotti khub bhalo lage. bhalo thakben . onek doa korben amr jonno.
অবশ্যই দোয়া করি আপনার জন্য। আরও অনেকেই আপনার জন্য দোয়া করে, খোজ নেয় ! আল্লাহ্ আপনাকে জলদি সুস্থ করুন! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Ramjan ne khob khob proyojon, thank you very much,ji baiya apni thic bol chen arche shohoz, doi ar recipe r dekhi nai,shobo shokal.allah apnake balo rakhok.
আসসালামু আলাইকুম। কেমন আছেন। আমি আপনার ভিডিও তে নতুন। আপনার দেওয়া রেসিপি গুলো দেখলাম।ঈদের দিনের জন্য কয়েকটি পছন্দ করলাম। আপনাকে অনেক জাজাকাল্লাহ এজন্য দই তৈরি করলাম সুনদর হয়েছে। একটা কথা দই খাওয়ার পর কোথায় রাখলে ভাল থাকে ডীপে না নরমালে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন আর ভাল ভাল রেসিপি উপহার দিবেন।
ভাই আপনার রেসিপি গুলো বেশ ভালো এবং বুজতে সহজ। আমি বেশ কয়েকটা ট্রাইও করছি যেমনঃ কাচ্চি বিরিয়ানি ( জাকির বাবুর্চির) আমচুর,, শাহী লাচ্চা সেমাই,, ফালুদা,,,মাঠা,,, ম্যাগী সস,, চিকেন পাউডার,, সয়া সস,, আরো বেশ কিছু আইটেম।।। মাশাআল্লাহ দারুন টেস্ট ছিলো।।। ধন্যবাদ ভাই। ভাই পারলে হজমীর রেসিপি দিয়েন। আর আফগানী পোলাও আর কাশ্মীরী নেহারী রেসিপি দিয়েন। ধন্যবাদ ভাই
Vai, apnar niyom follow kore doi bosiyechi. Onek sundor doi boseche. Kintu ekta problem holo, doi tok hocche na. Mane doi khete panse type er. Doi ke kivabe tok banabo? Ami dudh e shukna morich diye doi bij toiri korechilam. oi doi bij diye ei tok doi bosalam. doi valo boslo kintu tok holo na. doya kore somadhan bolben. Zazakallah.
মাশাআল্লাহ ভাইর দেখি সেই প্রতিভা।আমি অবাক, আমি বাকরুদ্ধ মানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এত সহযে কেমনে সম্ভব। সবাই কত কমপ্লেক্স করে ফেলেছে এই সিম্পল একটা টক দই বানানো। আমার যে এখন কি রাগ হইতাছে অইসব মানুষদের জন্য, কিচ্ছু জানে না কোথাকার। আপনার কথা শুনেই বুঝতে পারছি আমার মত আপনারও ওদের প্রতি অনেক রাগ। ভাই আপনাকে ধন্যবাদ। এভাবে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ভাই আপনি এগিয়ে যান...
সকাল সকাল আত্ত সুন্দর সহজ টক দই দেখানর জন্যে আর ছাগলের ডাক শুনানোর জন্যে আপনাকে অনেক থ্যাংকস। টক দই আমাদের জন্যে অনেক বেশি উপকারি। সকাল বেলা একটু টক দই আর কালোজিরা মিক্স করে খাওয়া খুব ভালো।
আপনার এই টক দই এর রেসিপিটা দেখে আমি কাল রাতে বাড়িতে বানানোর চেষ্টা করেছিলাম, কি বলবো দাদা সকালে দেখি এতো সুন্দর দই টা জমেছে মনে হয় আপনার টা থেকেও ভাল হয়েছে। আমি যে কত টা খুশি হয়েছি তা দেখে আপনাকে বলে বুজাতে পারবো না। আমার তো বিশ্বাসই হয় নাই যে ওটা আমি তৈরি করেছি। খুব ভালো থাকবেন, আর আমাদের এইভাবে আনন্দ দিবেন। ভাগবানের কাছে আপনার সুসাস্থা কামনা করি। Heavy josssss........... (Manik Banik from India)
আমি দৈ এর অনেক রেসিপি দেখেছি তার মধ্যে এটা সহজ এবং ঝামেলাবিহীন মনে হইছে। এটা আমি বাসায় ট্রাই করব ইনশাল্লাহ।। জোশ!!!!
ঠিক এভাবে বানান ! হবেই ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Korban na hobana amar 2 litter dud nosto hoicha ai vaba faltu recipe
@@ayanzone7804 আপনি ঠিক করে করতে পারেন নি হতো। আমার আম্মু বানিয়েছে এভাবে অনেক ভালো হয়েছে। টক দই এবং মিষ্টি দই দুটোই বানিয়েছে আর দুটোই জমাট বেঁধেছে।
@@ayanzone7804 ami o porshudin korlm amrtaw hoise.....apnr kono vul hoise hyto....ami 15 ghonda rekhechilm misty doi akdm perfect hoise....ajke abr banacchi
আপনি থাকায় রান্না যে কত সহজ হইছে! রেস্টুরেন্ট বা বাজারের কত্ত জিনিস যে এখন বাসায় বানিয়ে খাই! অনেক দোয়া করি আপনার জন্য। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।
অনেক সহজ একটা রেসিপি পাইলাম খুঁজতে খুঁজতে। ধন্যবাদ @enjoy_amar_rannaghor
আল্লাহ আপনাকে সুখী মানুষ হওয়ার তৌফিক দান করুন।।
______আমিন
Doita dekhte khub sundor hoise Monta fresh hoye galoo 😛😛😛😛😛😛😛😛😛😛
আলহামদুলিল্লাহ, খুব সহজ সুন্দর উপকারী। জাজাকাল্লাহ খইর
আপনি সব রান্না এতো সহজ করে দেখান 🙂
অনেক ধন্যবাদ ভাইয়া❤
ওয়াও,আমার ছোট বেবি দই অনেক পছন্দ করে। আপনার রেসিপি দেখে অবশ্যই আজকেই ট্রাই করব বাসায়
Ami baniyeci,,masha Allah onek shundor hoyce
Shokal shokal tok doi er recipe hehe. Bhalo ghum theke utthe tok doi khele shorir bhalo thakbe
খাইছে আমারে ! এত্ত সকাল সকাল মানে আপনার সন্ধ্যা সন্ধায় আপনে কেমনে আইলেন !!! দেখছেন কি অবস্থা ! সবাই এখন প্রতিদিন নতুন রান্না দিতাছে ! সপ্তাহে একটা দুইটা রান্না যারা দিত, তাগো টনক নড়ছে! আরাম কোইরা বইসা থাকার দিন শেষ ! হি হি হি ! আপনি নবম হইছেন আর হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
fOODIES fUSION Bangla, আমিও তো তাই ভাবতাছি!!এতো সকালে!! তোমাদের বুঝি বিকাল 😍😍😍
Apu apnar golu molu r Ki khobor ? Apni Ektu patishapta recepi ta deyen to
Apu re... tomader din shesh.
Food chanale
দারুন!!! দই এবং আপনার কথা! আল্লাহ আপনাকে ভালো রাখুন, আমিন
Ree
অনেকে অনেক ভাবে দই এর রেসিপি দেয়,👍🏼 আপনার টাই পারফেক্ট ভাইয়া।
Bhaia. I tried ur recipe this whole lock down. My abbu is a cancer patient. He needs to have some form of yogurt without sugar. I make 1 for him just like this after watching ur recipe atleast twice a week. Thanks so so much. Ekhon ekta petechhi raat 8tay. Raat 12tar modhhe hoe jabe asha korchhi. Abbu can have it in the morning. Onve again the best recipe ever. Love from SF
How is your father now?
Abbu left us, it jas been 33 days to be exact. Thanks for thinking of my father. Plss pray for him
Oshadharon and sohoj onk Dhonnobad apnak
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
ভাইয়া দই রেসিপি খুব ভাল হয়েছে
জি, খুব সহজে হইছে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
vaia ami borna.er age doi bananor onk tri korsi.but hoy nai.ajk ei recipe daky banaysi misty doi .akdom perfect hoisa.aj ami tai onk khusi.allah apner valo koruk.
Onk sundor hoise....tnx vaeya
অনেক সোজা দই বানানো ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor vaeya doi bananor por ki freeze e nrmle rakhbo nki deep freeze e rakhbo?
আমি তো নরমালেই রাখি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
এর চেয়ে সহজ আর হতেই পারেনা..অনেক চমৎকার হয়েছে....এখন থেকে রেগুলার টক দই বানিয়ে খাবো💜
বানান ! ঠিক এভাবে বানাতে চেষ্টা করেন ! কয়েকবার বানালেই এক্সপার্ট হয়ে যাবেন ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Primoy Graham --bhai ai procedure 2 bar apply korlam.kintu doi er opore jol jome galo.sundor vabe tight kore doi boslo na.janina ki vul korlam.apni ki dudh ta ghono kore niyechilen?
Vaia, Apnar recipe gulo Apni ato sahog vabe Kore dhekhen ze amra Zara kisu korte pari na Tader Mone o sahos jage kisu korte parbo a asay.Oneket recipe dhekle Mone hoy Amar dara kisu e Hobe na.Allah Apnar sohay hok.
Onek valo hoieche!
জি, অনেক সোজাও ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
আমার প্রিয় এবং আমার জানামতে সবচেয়ে জেনুইন কুকিং রেসিপির চ্যানেলের স্যারের দই বানানোটা খুবই ভালো লাগল।
মাশাআল্লাহ
সেই হয়েছে ভাইয়া
আসলেই, অনেক ভালো জমেছে আর খুবই সহজ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Oshadaron bhaiya...
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
কামরুল ভাই, সালাম জানবেন। আপনার রেসিপি দেখে টক দই বানিয়েছিলাম। একদম পারফেক্ট হয়েছে। টেস্ট দোকানের থেকে অনেক ভালো আর খরচ অর্ধেকেরও কম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহপাক আপনাকে ভালো রাখুন।
Vaiya prothome dekhlam 30ta comment tar por dekhi hajar hajar comment
ভাই, কমেন্টের ঠ্যালায় আমি সবার উত্তর দিতে পারছি না। আমার পিসি ক্রাশ করছে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
agei uttor deua dorkar chilo.dhire dhire comment barche.
ভাইয়া এরকম সহজ পদ্ধতি আমি আগে দেখিনি
আপনার রেসিপিটা খুব ভালো লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
কামরুল ভাই মানেই সহজ সহজবলেই তো এতো ভালো বাসী আললাহ আপনাকে ভালো রখুক
তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
সুন্দর হয়েছে
এই রেসিপি টা আসলেই খুব ভাল। আমি সেই ১রোযা থেকে এখন পরযন্ত এইটা খাচ্ছি খুব অল্প সময়ে হয়ে যায়
ওনেক শুন্দর হইছে রেসিপি 👌👌👌👌👌
Onk shundor r onk perfect hoeise, thnx ato valo n easy wayte bananor jonno
Vaiya..ami kal rat a doi bosaicelam..ajke sokale othe dekhlam...allah r rohomot a onk sundor hoice doi...in fact bazar er kena doi thake onk valo..ajke misti doi banabo kal khawar jnno..apnake onk dhonnobad apnar recipe r jnno..asole atto sohoj a j doi banano jay aita amr dharonar baire celo... Thank u..
vaia apnar rcp dekhe ajk try korsi,shara rat rakhar poreo hoynai,mon etto kharap hoye gesilo,erpor abar deke rekhe disi,dupure dekhi mashaallah amr tok doi jome gese😍😍..ki j khushi lagse...onk dhonnobad vaia,allah apnake onk valo rakhuk
khub nice hoisa,,ajka Ami try korbo🙂
দই ৩-৪ ঘণ্টার আগে নাড়া দিবেন না ! আর অবশ্যই জানাবেন কেমন হোল। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Enjoy Amar Rannaghor ok Thank you
Amake daoyat dio
Amr doi khub shundor moto hoise ai recipe follow korar por. Alhamdullilah.
Khub valo laglo.shotti kotha shob shomoy valo lage. Asha kori amar doi ebar jombe inshallah. 😃😃😃😃😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄😄😀😀😀😀😀😊😊😊😊☺☺☺☺☺☺
এভাবে বানান, খুবই ভালো জমবে ইনশাহ আল্লাহ্। শুধু দুধ বেশী গরম করবেন না ! আমাদের শরীর যতটুকু গরম, ততটুকু গরম হবে ! এর বেশি গরমে দই বীজ নিস্তেজ হয়ে যায় ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
apnr recipe gula vlo
অনেক সুন্দর হয়েছে
অনেক সোজাও ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Thanks... Ato easy kore dekhanor jonno....
thanks, apnrkothay sahos peye banalam, gorur dudh diye banaisi khub valo hoise
Vlo hoise. Kintu taste ki dokaner mto tok hoise apu
এত্ত ইজি দই বানানো! ধন্ন্যবাদ ভাইয়া
Apnar recipe try Kora Amar tok doi jamsa.ami khubi khusi.ajka Misti doi try korbo. thanks
Onek onek onekkkk sundor hoiche,thanks for your recipe.
Thanks খুব সহজ করে দেখানর জন্য।
আমি তো কঠিন রান্না পারি না, তাই সহজ জিনিষ দেখাই ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলাম ভাই।এত সহজ করে দই বানিয়েছেন।বানাবো ইনশাল্লাহ।রেসিপিগুলা দেখি সবসময় কমেন্টে আসা হয়না।ভালো থাকেন।
আরে, দই বানানো খুবই সোজা ! বানিয়ে দেখেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
onek sundor vaiya
Valo laglo. Dhonnobad brother.
আপনাকেও অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Vaya eto easy kore ranna sikhie den..ekbar sikhle r vule jabar Kono way nai...thank you soo much. :-)
আপনাকে লাভ না দিয়ে পারলাম না। কথাই জোস💓❤
আজকে বানিয়েছি। অনেক ভালো হয়েছে।
ধন্যবাদ কামরুল ভাই এত সহজ পদ্ধতিতে দই বানানো শিখানোর জন্য হেব্বি জোশ।
আসলেই অনেক সহজ
ধন্যবাদ ভাইয়া
খুবই সোজা ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
Khub e valo hoyasa
অনেক সোজা দই বানানো ! আপনি ষষ্ঠ হইছেন আর হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
Khub e sohoj r nice recipi vaia.eta khete ki dokaner mto tok hobe . 💛💛💛💛
Apni eto easy recipe dekhan shei jonno Allah apna k rohomot korun. Ameen.
এটা বানানো আসলেই অনেক সোজা ! একবার বানিয়ে দেখেন। ৪-৫ ঘণ্টার আগে নাড়া দিবেন না বা ঢাকনা খুলে দেখতে যাবেন না ! দই হবেই ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
অসাধারণ ভিডিও, ধন্যবাদ... 👍💐
অনেক সোজা বানানো ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Allah apna k uttom hayat rizik daan korun.Ameen.
আপনার জন্যই সহজে বানালাম। আপনি চতুর্থ হইছেন আর হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
অবশ্যই ট্রাই করব, আমি এত সহজ রেসিপি র দেখিনাই
হেব্বি জুশ।
ভাল রেসিপিটা,
এরকম সহজে ঝটপট রোজায় ঠান্ডা, হেলদি কিছু আপলোড করেন ভাই, সারাদিন যেন রোজা রেখে, শুধু খাবারের প্রিপারেশানে দিন গুলা শেষ হয়ে না যায়। ধন্যবাদ।।
রোজার আগে পাবেন অনেক সোজা আর মজার রেসিপি ! এত্তগুলা দই তো বানালামই ওগুলো তৈরি করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
অসাধারণ ভাই
Onek nice 👍🏼
অনেক জোশ কিন্তু ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Thanks ... Onek kichu shikhlam
wow khub sohoj chilo eta. thanks
Vaia ami apnar recipe flow kori.apnar recipi dheke ami doi,sorisha vorta,chowmin,r ow onek kisu ranna korsi abu onek like korse recipe gula.thank u vaia.amader avabe e sundor sundor recipe gift korben.
Thanks vaia ato easy kora dhekhanor jonno...onek recipe dekce.but apnar ta easy😄😄....shbai ato complecated kora dhekai...😒😒😒..u r vey simple vaia....Allah apnak valo rakhuk.☺☺☺
অনেকেই ঠিক মত বানাতে না পেরে এই ভিডিও তে অনলাইক দিয়েছে। আমার আম্মু বানিয়েছে এভাবে এই রেসিপি ফলো করে, অনেক ভালো হয়েছে। টক দই এবং মিষ্টি দই দুটোই বানিয়েছে আর দুটোই জমাট বেঁধেছে।
Akdom perfect hoyeche apnar দ্ই banano
জি, অনেক মজার হইছে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
ভাই একদম ঠিক কথা। আপনার সততাইতো আমাদের এতো ভালো লাগে।
Funny boy আসসালামু আলাইকুম....
ভালো আছেন ভাই?
তাই নাকি ! হা হা হা ! আপনেরে সবাই খুজতাছে ! কবিতার লেইগা ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Rita
Ruqcorca
স্যার আপনার ভিডিওটা দেখে ক্লিয়ার হলাম। দই কিভাবে করে। স্যার ট্রাই করব।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমার দই জমছে।
Valo idea.
হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Onk upokrito holam rcpi ta peye. Ekhon dekhar bishoy ami pari kina. Ami first comment korlam. Apnar kothagulo khubi shabolil vlo lage. Doa korben jeno thik apnar tar moto korei banate pari..apni onk onk vlo thakun evabei aro onk onk recpi jeno Pete pari Allah apnak sustho rakhuk. 😊
আপনিও পারবেন ইনশাহ আল্লাহ্। এটা খুবই সহজ একটা জিনিষ। খালি দুধ বেশী গরম করবেন না। আমাদের শরীরের তাপমাত্রার মতো গরম হলেই চলবে। নইলে দই এর বীজ মারা যাবে। আর আমার দেখান ভিডিওর মতো একটা বড় পাতিল বা প্যান খুবই হালকা গরম ওরে তার মধ্যে দই এর পাত্রটা বসিয়ে কিছু ভারি কাপড় দিয়ে ঢেকে একটা যায়গায়, যেখানে বাতাস তেমন চলাচল করে না, যেমন আপনার রান্নাঘর এর এক কোনায় রেখে দিন। ঠিক ৪ ঘণ্টা পরে খুলে দেখুন। দই জমবে কিন্তু একটু নরম থাকতে পারে, তাই ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন, একবারে শক্ত হয়ে যাবে। প্যাকেটের দুধ ব্যবহার করলে, দুধ ফুটিয়ে নেবার দরকার নাই। আপনাকে অনেক ধন্যবাদ ! আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর ভালো রাখুন।
Enjoy Amar Rannaghor Onk dhonnobad.Accha fridge e ki normal naki deep e rakhbo jodi ektu bolten. Ami banale obosshoi share korbo apnar sathe 👍😊
assalamualikum bhaia kmn asen.?apnar doi khub sundor hoiche..but onk channel e dekhi bole milk joto ghono hobe doi toto ghono hobe..but apnar process tai khuub pochondo hoiche ..Inshallah aivabei banabo..valo thakben
ওয়ালাইকুম আস সালাম। সব ভুয়া রেসিপি !আপনি ঠিক এভাবে বানান ! দেখেন দই কত্ত সুন্দর হয় ! আর ৪ ঘণ্টার আগে যেন নাড়া না পরে, তাহলে কোনও পানি জমবে না ! বানিয়ে জানাবেন কিন্তু ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
Enjoy Amar Rannaghor inshallah obossoi banabo....
masha allah. kamrul Bhai rainy girl er moto amr o aki golpo apner vlog dekha niye. ashustho jibon niye achi apni janen....khub depression thaki r apner vlog akdin khub interest niye dekhe atto heshechilam amr meyera obak hoye takiyechilo....shei shuru ami jani vlog ta dekhle 1 theke 2 hours ami fresh thaki. akhono apner khub mojer vlogs ber kore dekhi. ami khub e simple manush tai apni atto shoja shapta kotha bole jan shotti khub bhalo lage. bhalo thakben . onek doa korben amr jonno.
অবশ্যই দোয়া করি আপনার জন্য। আরও অনেকেই আপনার জন্য দোয়া করে, খোজ নেয় ! আল্লাহ্ আপনাকে জলদি সুস্থ করুন! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
ভাইয়া, অনেক সহজ দই তৈরি করা। ধন্যবাদ আপনার সহজাত কথাবার্তার জন্য....
Ramjan ne khob khob proyojon, thank you very much,ji baiya apni thic bol chen arche shohoz, doi ar recipe r dekhi nai,shobo shokal.allah apnake balo rakhok.
জি, রমজানে অনেক সস্তায় দই বানিয়ে নেয়া যাবে ! দোকানের পাড়ায় অর্ধেক খরচে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
ওয়া 'আলাইকুমুস্-সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহ্! 💝
Onek interesting abong sohoj laglo
Onnnnek bhalo hoyche:)
জি, হেব্বি জোশ হইছে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
আসসালামু আলাইকুম। কেমন আছেন। আমি আপনার ভিডিও তে নতুন। আপনার দেওয়া রেসিপি গুলো দেখলাম।ঈদের দিনের জন্য কয়েকটি পছন্দ করলাম। আপনাকে অনেক জাজাকাল্লাহ এজন্য দই তৈরি করলাম সুনদর হয়েছে। একটা কথা দই খাওয়ার পর কোথায় রাখলে ভাল থাকে ডীপে না নরমালে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন আর ভাল ভাল রেসিপি উপহার দিবেন।
Vai apnar kotha gula sunte onk moja lage....
তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
Vaia doi bij ghor e banano jay kivabe.janale upokar hobe
ভাই আপনার রেসিপি গুলো বেশ ভালো এবং বুজতে সহজ।
আমি বেশ কয়েকটা ট্রাইও করছি
যেমনঃ কাচ্চি বিরিয়ানি ( জাকির বাবুর্চির)
আমচুর,, শাহী লাচ্চা সেমাই,, ফালুদা,,,মাঠা,,, ম্যাগী সস,, চিকেন পাউডার,, সয়া সস,, আরো বেশ কিছু আইটেম।।। মাশাআল্লাহ দারুন টেস্ট ছিলো।।। ধন্যবাদ ভাই।
ভাই পারলে হজমীর রেসিপি দিয়েন।
আর আফগানী পোলাও আর কাশ্মীরী নেহারী রেসিপি দিয়েন।
ধন্যবাদ ভাই
*_bah,, sokal sokal doi.. hebby josh toj_*
জি, স্বাস্থ্যকর জিনিষ দিয়েই দিন শুরু ! সাথে ছাগলের ডাক ফ্রি !!! হি হি হি !! হেব্বি জোশ ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
*_Enjoy Amar Rannaghor ha sunlam chagoler dak😂😂😂😂_*
Vai, apnar niyom follow kore doi bosiyechi. Onek sundor doi boseche. Kintu ekta problem holo, doi tok hocche na. Mane doi khete panse type er. Doi ke kivabe tok banabo? Ami dudh e shukna morich diye doi bij toiri korechilam. oi doi bij diye ei tok doi bosalam. doi valo boslo kintu tok holo na. doya kore somadhan bolben. Zazakallah.
সেই রকম ভালো
মাশাআল্লাহ ভাইর দেখি সেই প্রতিভা।আমি অবাক, আমি বাকরুদ্ধ মানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এত সহযে কেমনে সম্ভব। সবাই কত কমপ্লেক্স করে ফেলেছে এই সিম্পল একটা টক দই বানানো। আমার যে এখন কি রাগ হইতাছে অইসব মানুষদের জন্য, কিচ্ছু জানে না কোথাকার। আপনার কথা শুনেই বুঝতে পারছি আমার মত আপনারও ওদের প্রতি অনেক রাগ। ভাই আপনাকে ধন্যবাদ। এভাবে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ভাই আপনি এগিয়ে যান...
Khub valo vaiya.Shokal shokal dudh jatio khabar jemon apnar banano doi shasther pokhe HEVY JOSH
Ekta HART kintu chai
তাইলে খালি বানান আর খান (আমারেও একটু দিয়েন কিন্তু ) ! হি হি হি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
acha dibo,age banayato nei.
সাহেব ১০০গ্রাম পাউডার দুধে কতটুকু পানি লাগবে।
সকাল সকাল আত্ত সুন্দর সহজ টক দই দেখানর জন্যে আর ছাগলের ডাক শুনানোর জন্যে আপনাকে অনেক থ্যাংকস। টক দই আমাদের জন্যে অনেক বেশি উপকারি। সকাল বেলা একটু টক দই আর কালোজিরা মিক্স করে খাওয়া খুব ভালো।
আপনের এত দেরি লাগলো ক্যান !!! ছাগলের ডাকটা শুভ লক্ষন ! হি হি হি ! আপনি অষ্টম হইছেন আর হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন।
Rainy girl dguh
ভাই আমার জমছে
Mashallah..... onk vlo lglo
Wow atto sohoj....
জি ! এটা বানাতে আর Phd ডিগ্রী নিতে হবে না ! হি হি হি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর আর ভালো রাখুন
vaiya, apnar recipe follow kore tokdoi banalam.Alhamdulillah 1st barei sofol.
Apu apni dokaner kon dudh ta nisen? Arong diye hobe?
Jazakallahu Khair for saying Bismillah when opening. May Allah Guide you.
dud jal dite hobe na?
Doi perfect hoise . Alhamdulillah
Nice bhaiya. Tobe ai doita ki normal frizze a rakbo