AAMAR GAYE JOTO DUKKHO SHOY - TAPOSH FEAT. BARI SIDDIQUI : OMZ WIND OF CHANGE [ S:02 ]

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @tusharabdullah7913
    @tusharabdullah7913 Рік тому +2145

    রেখে গেলাম আধুনিক মানুষের জন্য।যখন কেউ আমার কমেন টিতে লাইক দিবে আমি তখন বার বার এই গানটি শুনবো।যেখানে থাকবেন ভালো থাকবেন স্যার।

    • @srgemar8571
      @srgemar8571 Рік тому +30

      বাই এহোন আমি সোন তাসি 🎉আপনি সোন বেন কবে

    • @nurmohammadnahid4709
      @nurmohammadnahid4709 Рік тому +11

      ​@@srgemar8571 ami tushar vai abar sunlam

    • @tusharabdullah7913
      @tusharabdullah7913 Рік тому +8

      @@srgemar8571 ki rw vai asis to sunlam

    • @itzshakil9018
      @itzshakil9018 Рік тому +5

      ভালোবাসা রইলো ❤

    • @tusharabdullah7913
      @tusharabdullah7913 Рік тому +7

      @@itzshakil9018 তোমাকেও

  • @humayunkabir-cw8xi
    @humayunkabir-cw8xi 10 місяців тому +14

    এই কলিজা ছেঁড়া চরম কষ্টের গান
    এভাবে এতো দরদ দিয়ে
    আর কেউ গাইতে পারবে না।
    সাথে একই সার্থক সাধক শিল্পীর
    এই অপূর্ব বাঁশীর সুর। এই যুগলবন্দী
    আর কখনো হবে না।
    ওপারে ভালো থাকো মহান শিল্পী।

  • @SaLmAn-bg8hg
    @SaLmAn-bg8hg Рік тому +5

    এই ক্লাস সিক্স থেকে ওনার গান শুনি।আমার দেখা সেরা প্রতিভাবান Sending, সুরাকার,বংশীবাদক,শিল্পী। বয়স তাকে সুর থেকে বঞ্চিত করতে পারে নাই❤

  • @mdakashrana6269
    @mdakashrana6269 Рік тому +97

    ২০৩০ সালের জন্য রেখে গেলাম। লাইক দিলে আবার শুনবো।

    • @rifatalxahid3672
      @rifatalxahid3672 10 місяців тому +2

      ভাই অই পর্যন্ত আমরা বাচ বো কিনা তার কোনো গ্যারান্টি নেই!!

    • @raihankhan-g9p
      @raihankhan-g9p 8 місяців тому +2

      ভাই মনে হয় ২০৩০ সাল পর্যন্ত বেচে থাকবেন😂

  • @md.shahjalalplabon1595
    @md.shahjalalplabon1595 7 років тому +132

    স্যারের সাথে বিটিভি টে একসাথে অনেকবার কাজ করেছি, প্রতিবার স্যার আমাকে নতুন কিছু শিখিয়েছে, তাইতো স্যার কে আর তার গান কে আমি এত ভালোবাসি।
    সালাম বারী সিদ্দিক স্যার আপনাকে আপনি আমার গুরুজি

  • @tuhinsorkar826
    @tuhinsorkar826 11 місяців тому +6

    ভালোবাসা সত্যি খুব কঠিন জিনিস,,, যেটা সবাই আকড়ে ধরে রাখতে পারে নাহ,, যে পারে সে সফল,, যে হারায় সে বিফল,, তাকে হারিয়ে এত সুন্দর গান শোনার ভাগ্য হয়েছে আমার 😢😢

  • @mohammadalinaeem5740
    @mohammadalinaeem5740 Рік тому +18

    আমার বিশ্বাস আরও ১০০ বছর পরেও এই গান শুনতে আসবে পরবর্তী জেনারেশন। অনেক ভালবেসে কষ্ট পেয়ে যখন দিশেহারা, তখনি এরা এরকম মাস্টারপিস খুজে বেড়াবে একটু শান্তির জন্য। হয়তো তখন আমরা পৃথিবীর মায়া ছেড়ে ওপারে চলে যাব। কমেন্ট টা রয়ে যাবে 😢😭💔😭😭😭

  • @mdasaduljaman2933
    @mdasaduljaman2933 Рік тому +22

    বারী সিদ্দীক এর গান গুলো শুনলে অতিতের সব কষ্ট গুলো মনে পরে যায়,,,,কিন্তু যে মানুষটা এই গান গুলো আমাদের জন‍্য রেখেগেল তার কথাটা করো মনে নাই,,,,হায়রে নিঠুর দুনিয়া

  • @mdahadali950mdahadali2
    @mdahadali950mdahadali2 Рік тому +16

    তোমাকে পেয়ে গেলে হয়তবা এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় লামিয়া 😢
    যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে এসে আমার কমেন্টে একটি লাইক দিয়ে নটিফিকেসন আসার সাতে তোমার কথা মনে পড়বে

    • @sinjulahmedshakib7964
      @sinjulahmedshakib7964 Рік тому

      আর কত কষ্ট পেতে থাকবো ভাই এই কষ্টের কি শেষ নেই?

    • @hmhasib09
      @hmhasib09 Рік тому +1

      না পাওয়ার বেদনা মনে হয় একটু বেশিই 😢 হয় রে ভাই😢😢😢

  • @MuhammadShaon-z6y
    @MuhammadShaon-z6y Рік тому +9

    গানটার সাথে ১২ বছর থেকে পরিচয়, যখন প্রযুক্তি এত উন্নত ছিল না,১ যুগ পর কমেন্ট করলাম!! স্মৃতি রেখে গেলাম!!

  • @akkhorsaha
    @akkhorsaha 7 місяців тому +26

    ২০২৪ সালে কেউ দেখবেন আমি নিশ্চিত❤

  • @imrullkayes2440
    @imrullkayes2440 Рік тому +26

    যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার। ২০২৩ সালে এসেও আপনাকে স্বরণ করি আমরা সকলে। ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে গেলাম কমেন্ট টা, তাদেরকে বলতে পারব আমাদের সময় বারি সিদ্দিক নামের একজন সংগীত শিল্পী ছিলেন।

  • @thespokesman5345
    @thespokesman5345 7 років тому +77

    " অনন্য গায়কী শৈলী " গায়ের রোম দাড়িয়ে যায়। বারী সিদ্দিকী সারের মত ভেতর থেকে এত দরদ দিয়ে এ গানটা আর কেউ গাইতে পারেনি।

    • @rgashidmd6338
      @rgashidmd6338 7 років тому +3

      নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে ।আজ কয়েক দিন ধরে মন টা খুব খারাপ ।খুব ইচ্ছে ছিল খুব কাছে থেকে আবার তার গান শুনে চোখের পানি ফেলব ।কারণ রজনী হোস না অবসান আমি নিজেকে সামলাতে পারি না এই গান শোনার পর ।কি হারিয়ে ফেললাম আমরা।ভালো থাকবেন এই দোয়া করি ।

  • @sanjaysarkar8789
    @sanjaysarkar8789 Рік тому +3

    যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছা করে। কি যেন একটা আছে এই গানে, জানিনা কেন এত পাগল আমি এই গানের প্রতি।
    অসাধারন অনুভূতি।
    এক একটা শব্দের কতটা যে অর্থ তা বোঝার ক্ষমতা সবার নেই।

  • @AbulKalam-ri4pj
    @AbulKalam-ri4pj 3 місяці тому +5

    একটা মানুষ এতটা আবেগ দিয়ে গাইতে পারে। সত্যি অবাক করার মতো।😮😮😮

  • @tazulislamrabby2004
    @tazulislamrabby2004 3 місяці тому +3

    গান শুনতে শুনতে ভাবলাম কতটা আক্ষেপ নিয়ে গানটা গাইছেন। সত্যি অসাধারণ ❤

  • @Crazy_boy-JR
    @Crazy_boy-JR Рік тому +13

    ২০২৩ শেষ হতে যাচ্ছে 😢কে আছেন আমার মতো গানটা এই সময় শুনতাছেন লাইক করেন প্রিয় আজকে তোমায় পেয়ে গেলে এত সুন্দর একটা গান কখনো শুনা হইতো না 💔😅 তুমি এত কষ্ট দিছো রুহ পর্যন্ত গেছে তোমারে কখনো মাফ করা সম্ভব না😭 জিবনে তাকে ক্ষ্মমা করা উচিত যে ভুল করে তাকে ক্ষমা করা উচিত নয় যে বেইমানি করে😭💔💔🥀

  • @Konikakhatun-q7o
    @Konikakhatun-q7o Місяць тому +12

    তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান শুনা হতো না স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে আবার আসবো গানটা শুনতে ❤❤হয়তো তখন তোমার কথা মনে হয়ে চোখ দিয়ে পানি পড়বে😢😢😢

  • @user-tasnim24639
    @user-tasnim24639 Рік тому +4

    স্যারের গানটা হৃদয়ে লাগার মত হৃদয় ছুঁয়ে যায় যতবার এই গানটা শুনি আমি চট্টগ্রামের মুরাদপুর থেকে বলছি মোহাম্মদ তাছনিম শিকদার তোমরা যারা আমার এই কমেন্ট কমেন্ট করবে ততবারই আমি ভাববো স্যারের একজন ভক্ত এসেছে এবং তার প্রিয় গান এখন শুনছে আর আমিও তার জন্য গানটা আরেকবার শোনান সুযোগ পাবো।আল্লাহ স্যারকে যেখানেই রাখুক ভালো রাখুক।🥀❤️

  • @MdHaizum
    @MdHaizum Місяць тому +10

    নিঠুর বন্ধু রে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে 😢সাক্ষী কেউ ছিল না সে সময় 🥺সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু ত্রিভুবনে বিচার যে দিন হয় 😢

  • @MahamudulhasanRocky
    @MahamudulhasanRocky Рік тому +15

    আজ থেকে ৫ বছর যাবত এই গানটি শুনতেছি তাই একটা কমেন্ট রেখে গেলাম কেউ যদি লাইক দেই তাহলে আবার আসবো নোটিফিকেশন পেয়ে গানটা শুনার জন্য 😊😅😢❤

    • @TichChomok
      @TichChomok Рік тому

      আসুন একসাথে শুনি ❤😊

  • @S_K_Ovy
    @S_K_Ovy Рік тому +5

    কিংবদন্তি 'গীতিকার ও সুরকার' উকিল মুন্সি ও গায়ক বারি সিদ্দিকী আমাদের নেত্রবাসীর গর্ব! নেত্রকোনা ❤

  • @mdswapon3947
    @mdswapon3947 Рік тому +5

    গান যদি এমন না হয় তাহোলে তা পূর্ণতা পায়? কতটা দরদ ভালোবাসা দিয়ে এই গান গাওয়া।
    প্রিয় জন হারানোর বেদনা বুঝি এমনি হয়। ৮ টি বছর হলো সে হারিয়ে গেছে কিন্তু ভালোবাসা একবিন্দু ও কমেনি।

  • @mdshajadafokire
    @mdshajadafokire Рік тому +5

    কি বলবো ভাষা হারিয়ে ফেলে ছি বারি সিদ্দিক স্যারে গান ও বাঁশির শুর শুনে মুগ্ধ হয়ে আমি বাঁশি চর্চা শুরু করি ইনশাআল্লাহ আমি ৬ বছর দরে বাঁশি বাজাই ❤❤❤

  • @MosharofRebel-f2k
    @MosharofRebel-f2k Рік тому +5

    গানটা ভীষণ ভাবে আমার অতীত মনে করিয়ে দেয় 😔বুঝতে পারি বরফের মতো জমাট কষ্ট অতৃপ্তি বুকে রয়ে গেছে।

  • @rajonsarker3940
    @rajonsarker3940 Рік тому +6

    জন্ম একবারই বার বার নয়।।থাকবে না কেউ চিরদিন।। এই গানের মাঝে বারী সিদ্দিকি স্যার থেকে যাবে।।
    ব্যথ আমি ভালবাসার জায়গায়।।আপসোস থেকে যাবে তার জন্য।।সেই মানুষ টির জন্য 🙏🙏💔

  • @rafiqjesan4318
    @rafiqjesan4318 7 років тому +975

    শিল্পীর নাম দেখার সাথে সাথেই গান শোনার আগেই লাইক দিয়ে রাখছি 😍

  • @sabbirislam8696
    @sabbirislam8696 11 місяців тому +4

    আজ থেকে কয়েক বছর আগে থেকেই গানটি শুনতাম ভালো লাগতো। কখনো ভাবিনি এই গানের প্রতিটি লাইন আমার বাস্তব জীবনের সাথে মিলে যাবে।

  • @shayanparvez2933
    @shayanparvez2933 6 років тому +1239

    কলিজাতে জায়গা পাওয়া শিল্পির মধ্যে,তিনি একজন।
    আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

  • @shihadulislam846
    @shihadulislam846 Рік тому +10

    যুগে যুগে অনেক গায়কই আসবে কিন্তু একজন বারী সিদ্দিকী আর আসবে না,,,এই কমেন্ট রেখে গেলাম যদি কেউ লাইক দেয় তাহলে আবারও শুনতে আসবো..!

  • @MdBillal-hv6co
    @MdBillal-hv6co 6 місяців тому +6

    ছোট বেলায় চাচ্চুর বাটম ফোনে শুনতাম গানগুলি। আজকে আবার চলে আসলাম শুনতে, সত্যিই এসব গানের কোন তুলনা হয় না। আধুনিক যুগে গানের আড়ালে আমরা ৯০ দশকের পোলাপানই এসব শুনি।

  • @MostafaShekh-d3y
    @MostafaShekh-d3y Місяць тому +10

    বারী সিদ্দিকীর গান সুধু তারাই বুজে,যাদের সবকিছু থাকতেও কিছু জিনিসের অভাব রয়েছে।

  • @RubelAhmed-ux3sg
    @RubelAhmed-ux3sg Рік тому +12

    ৫৬ নাম্বার এ শুনে আবারও কমেন্ট করে গেলাম আমার মতো কেউ জদি এতবার শুনে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যানাবেন আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন♠সৌদি আরব প্রবাসী বিরহী রুবেল💚

  • @shaagorforaazi
    @shaagorforaazi 8 місяців тому +3

    কি দরদ দিয়ে গাইলো, আহ্!!
    আল্লাহ আপনাকে ভালো রাখুক..

  • @Tahsan-Rakib768
    @Tahsan-Rakib768 Рік тому +8

    ২০২৩ এসে গানটা আবার শুনলাম কেও গানটা শুনলে আমার কমেন্ট দেখলে একটা লাইক দিয়ে জাবেন বেঁচে থাকলে আবার গানটা শুনবো 😥

  • @alaminvaiya6653
    @alaminvaiya6653 8 місяців тому +11

    - ২০৩০ সালের জন্য রেখে দিলাম লাইক দিলে আবার শুনবো! 🥹☺️

  • @xionshawon8758
    @xionshawon8758 2 роки тому +36

    এই গান গুলা হাজার বছর বেচে থাকুক 🖤

  • @emonaralif5108
    @emonaralif5108 6 місяців тому +6

    হয়তো নতুনতরের পুলাপাইন গানটির মানে বুজবে না,,তবে যতবার লাইক পরবে ততবার ই গানটি সোনা হবে😓✅

  • @SouravDuttaJoy
    @SouravDuttaJoy 7 років тому +102

    রক্ত হিম করে দেয়া দরদি স্বর। দ্রুত সুস্হ হয়ে উঠুন এই কামনা করি।

  • @SiamSiamkhan-xf6kj
    @SiamSiamkhan-xf6kj 2 місяці тому +10

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। 😇স্মৃতি রেখে গেলাম। 🙃যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার শুনতে আসবো প্রিয় গানটা

  • @pbbarua5718
    @pbbarua5718 7 років тому +58

    বারী স্যারের বাঁশিটাই মিস করছিলাম, আজ পুষিয়ে দিলেন। এই মাস্টারপিস নতুন করে সংগীতায়োজন করায় গানবাংলাকে অভিবাদন জানাই

  • @MushuRahman
    @MushuRahman 15 днів тому +5

    এই গানগুলো রিদয়ে জায়গা করে নিচে🖤

  • @FarhanHasan007
    @FarhanHasan007 7 років тому +38

    I just become freeze. Really don't know what to say. This song was one of my favorite songs of Bangla history. Now it got a new life. The fusion has taken it to a different level. This folk and classical fusion took me somewhere else for last 8 minutes. Really hats off again to @Taposh Bhai and the legend himself Guru Bari Siddique. Big round of clause for all the instrument players.

  • @gmislamicmanid8493
    @gmislamicmanid8493 7 місяців тому +8

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়😅

  • @SawonAhmed-q3o
    @SawonAhmed-q3o Рік тому +5

    আসলে এগুলা কেই গান বলে যেমন তার কন্ঠ তেমন গানের কথা কলিজাটা পুরা জুরাইয়া যায় 🥺🥺

  • @mahimahamedjoy31
    @mahimahamedjoy31 5 місяців тому +2

    লেখক কিন্তু অস্থির লেভেলের টেলেন্টেড 🙂
    অনেক মায়া করে লেখছে গানটা, অস্থির হইছে 😊

  • @jonysarkar3124
    @jonysarkar3124 11 місяців тому +7

    আধুনিক যুগে এসেও নব্বই দশকের গানগুলোই সেরা মনে হয়..

  • @mdfirozhossainpabna4514
    @mdfirozhossainpabna4514 Місяць тому +4

    বারী সিদ্দিকী ছিলেন একজন অসাধারণ শিল্পী। তিনি নিজেই ছিলেন বাংলা সংগীতের একজন জ্বলন্ত নক্ষত্র।❤❤❤❤

  • @gazirocky1469
    @gazirocky1469 7 років тому +94

    আমার গায়ে যত দুঃখ সয়
    বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।
    নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
    মন দিয়াছি এই ভেবে
    সাক্ষী কেউ ছিলনা সেসময়।
    সাক্ষী শুধু চন্দ্র-তারা,
    একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
    ত্রিভুবনের বিচার যেদিন হয়।।
    নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
    একদিনও না লইলে খবর
    এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।
    কি জানি কি আশা দিয়া
    কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
    দূরে থাকা উচিত কি আর হয়।।
    (পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
    তোমার প্রেম বিকি দিয়া
    করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।
    উকিলের হয়েছে জানা
    কেবলই সুরের কারখানা রে বন্ধু
    চোরে চোরে বেওয়াইয়ালা হয়।।

  • @mim8166
    @mim8166 8 місяців тому +36

    ২০২৪ সালে কে কে এই গান শুনতে আসলেন??

  • @সাধনামিডিয়া-ধ৯ণ

    ১১ নভেম্বর ২০২৪! আমার মতো কে কে এই গান শুনতেছেন

  • @pujoysingha2339
    @pujoysingha2339 5 місяців тому +3

    এই গান গুলো কিছু মানুষের বেচে থাকার অনুপ্রেরণা। কমেন্টটা স্মৃতি হিসেবে রেখে গেলাম।😢

  • @minhajahmedripon1941
    @minhajahmedripon1941 11 місяців тому +5

    একের পর যারা হাড়িয়ে যাচ্ছে তাদের সাথে সাথে হয়তো এরকম হৃদয় নিংড়ানো সুর দিয়ে গাওয়া গায়কও বিলুপ্ত হয়ে যাচ্ছে,,,আর আসবেনা দ্বিতীয় কোনো বারি সিদ্দিক,, শাহ আলম সরকার,,

  • @shawonsoya
    @shawonsoya 4 місяці тому +12

    ১৯.৯.২৪❤ সারা দিয়েন ২৪ এর ভক্ত গুলা

  • @sagorchowdhury7827
    @sagorchowdhury7827 Місяць тому +11

    বয়স যত বাড়তেছে, গান গুলোর প্রতি যেন আকৃষ্ট তীব্র হচ্ছে।
    তারিখ: ২৭ নবেম্বর,২০২৪

  • @MithilaIslam-l7v
    @MithilaIslam-l7v 2 дні тому +3

    Feel korar moto ekta gaan mone chuye jay🥺💔

  • @rxrubel2910
    @rxrubel2910 Рік тому +9

    একটা মানুষ কতটা গানের ভিতরে ডুবে গেলে তার ভেতর থেকে এত টা দরদ মাখা কন্ঠ বের হয় সেটা এই গানটা শুনেলে বোঝা যায়

  • @ShakRana-hg7xw
    @ShakRana-hg7xw Рік тому +3

    জানতাম আবার শুনতে হবে গানটা। কারন একটা অদ্ভুত সম্পর্ক আছে লাইন গুলার সাথে। কেন জানি মিলে যায় আমার মনের লাইনের সাথে। 😢 স্যারকে হারালাম তারপর থেকে আর এইসব গান পায়না। 😢😢

  • @eyasinrana2159
    @eyasinrana2159 Рік тому +4

    আমার মন খারাপ থাকলে এই গানটি শুনতে আসি।
    জানি না আমি কি আছে এই গান এর মধ্যে তবে গানের প্রতিটা কথা আমার জীবনের একটা অংশ

  • @rubaiyathasan8381
    @rubaiyathasan8381 8 місяців тому +4

    আমি যখন খুব ছোট ২০০৬ এর দিকে তখন আব্বা এই গানটা গাইত । তখন কিছু বুঝতে পারতাম না গানের মর্মইটা। আজ বুঝতে পারি ২৪ এ আইসা গানটা আসলে কি।আগামী হাজার প্রজন্ম এই গানটার প্রেমে পরবে। যে কেউ যখন লাইক কমেন্ট করবেন তখন ই আবার শুনে যাব গানটা।

  • @Ezaz..the..SERAPHIC
    @Ezaz..the..SERAPHIC Рік тому +8

    নব্বইয়ের দশকের মাঝামাঝি। হুমায়ূন আহমেদ হাসন রাজার গান নিয়ে কাজ করছিলেন। একদিন সাসটেইন স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় বিদ্যুৎ চলে যায়। ওইদিন বংশীবাদক হিসেবে ছিলেন বারী সিদ্দিকী। বিদ্যুৎ চলে গেলে সহশিল্পীরা বারী সিদ্দিকীকে গান গাওয়ার জন্য অনুরোধ করেন। পরপর কয়েকটি বিচ্ছেদ গান গেয়েছিলেন তিনি। গান শুনে মুগ্ধ হন হুমায়ূন আহমেদ। তারপর হুমায়ূন আহমেদের জন্মদিনে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। বারী সিদ্দিকীকে দু’একটা বিচ্ছেদ গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়। সেই রাতে ধানমন্ডিতে হুমায়ূন আহমেদের বাসায় বসার ঘরে ৩৫ টা গান গেয়েছিলেন তিনি।
    ১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশন করেন তিনি। এর চার বছর পর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। ওই ছবিতে বারী সিদ্দিকী ছয়টি গানে কণ্ঠ দেন। গানগুলো হলো- শুয়াচান পাখি, পুবালি বাতাসে, আমার গায়ে যত দুঃখ সয়, ওলো ভাবিজান নাও বাওয়া, কেহ গরিব অর্থের জন্যে ও মানুষ ধরো মানুষ ভজো।
    পরবর্তীতে আরো সিনেমায় প্লে-ব্যাক করেন বারী সিদ্দিকী। নিয়মিত বিরতিতে প্রকাশ হয় অ্যালবাম। এরপর তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।
    আজ গুণী এই শিল্পীর ষষ্ঠ প্রয়াণ দিবস। ছয় বছর আগের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমানো প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকীর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি........🖤🌸

  • @SaLmAn-bg8hg
    @SaLmAn-bg8hg Рік тому +1

    এই ক্লাস সিক্স থেকে ওনার গান শুনি।আমার দেখা সেরা প্রতিভাবান গীতিকার, সুরাকার,বংশীবাদক,শিল্পী। বয়স তাকে সুর থেকে বঞ্চিত করতে পারে নাই❤

  • @MamunRashid-vi4cx
    @MamunRashid-vi4cx 7 років тому +527

    চলে গেছ তবু তুমি রয়েছ এ মনে
    সুরে সুরে বেচেঁ রবে সবার প্রানে

  • @Shankar-fr9bx
    @Shankar-fr9bx Рік тому +3

    বিচ্ছেদ মানব মানবীর জন্য সর্বোৎকৃষ্ট ফলের আধার। বিচ্ছেদ না হলে আমরা এমন অমর সৃষ্টির সাথে মিলন ঘটাতেই পারতাম না। জীবন বৃথা হত আমাদের। আমি মানুষ এইটা বলতে পারি যাদের বিচ্ছেদের স্বাদ হয় নাই তারা জীবন যৌবন মর্ম কথা কিছুই বুঝতে পারে নাই।
    গানের কথা গুলো অসাধারণ।

  • @srafrin4326
    @srafrin4326 Рік тому +8

    যদি আমার চোখের পানির হিসাব নেওয়া হয়,,,,তাহলে আমার শখের পুরুষ ভীষন ভাবে ফেসে যাবে,,,, আমার চোখের পানির পরিবর্তে যেনো তার জীবনে সুখের ঢেউ হয়ে উঠে.....🥀🖤

  • @imranehussain-d4v
    @imranehussain-d4v 8 місяців тому +3

    একজন বড় মাপের শিল্পী চিনেন।
    সত্যি উনার গানগুলা খুবই আধ্যাত্মিক। ❤❤

  • @JulhasAhmed-p2k
    @JulhasAhmed-p2k 5 місяців тому +10

    এই প্রাবাসের মাটিতে যে কত রাত কেটে গেল.!😅💔এই এই বারী সিদ্দিকীর স্যার গান শুনতে শুনতে! জানি নাহ আরো কত রাত কাটবে.! 📖🖋️💜
    বয়স টা আলাদা হলেও কষ্ট টা একই স্যার.!! এইসব গানের মর্ম সব মানুষ বুঝবে না!🙂
    20:08:2024 স্মৃতি রেখে গেলাম! 📖🖋️

  • @beparishanto2296
    @beparishanto2296 10 місяців тому +6

    ভবিষ্যতে এই গান ইউটিউবে থাকলেও এসব গান শুনার জন্য মানুষ থাকবে না,,
    আর এসকল গান সবাই সুনতে পারে না 😢😢 যারা শুনো তারা জানে এটার মর্মতা কেমন এবং একতরফা ভালোবাসা কাকে বলে 😅😅 বুকটা ছিড়ে যায় 😢

  • @islamicstylem5206
    @islamicstylem5206 4 місяці тому +6

    কত রাত যায়
    তবুও এই গান ফুরায় না😢

  • @MdRiad-mb2hn
    @MdRiad-mb2hn Рік тому +5

    সাক্ষী শুধু চন্দ্র-তার,একদিন তুমি পরবে দরা তৃভূবনের বিচার যেদিন হয়🙂

  • @rashedrahman5032
    @rashedrahman5032 7 років тому +19

    Hats off... Lot of Respect to Bari Sir... Love you Sir from the core of heart ... This song is out of the world type one... Thanks Taposh vai.... Great Job done....

  • @bdcricketshorts
    @bdcricketshorts 11 місяців тому +7

    এরকম শিল্পী আর আসবে না হয়তো😢

  • @mdlatif3559
    @mdlatif3559 2 роки тому +76

    আমি দোয়া করি আল্লাহ যেন বারি সিদ্দিকী কে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন

  • @faisalikbalchowdury6730
    @faisalikbalchowdury6730 8 місяців тому +10

    এইসব গান ২০২৪ সালে এসেও না শুনলে ঘুম আসে না দুই চোখে😢😢

  • @shakilmdshakilmd2220
    @shakilmdshakilmd2220 Рік тому +8

    2023 সালের ১৫ অক্টোবর রেখে দিলাম। জানি কত বছর বাচবো😢😅😢

  • @Apurba_ahmed
    @Apurba_ahmed 4 місяці тому +6

    স্মৃতি রেখে গেলাম আজ।❤😢

  • @arrupom5759
    @arrupom5759 7 місяців тому +13

    আমি রুপম ২০২৪ রাত ২. ৩৭ মিনিটে কমেন্ট রেখেগেলাম,,,পরবর্তী প্রজ্জম্মের জন্য।।।কেউ একটা লাইক দিলে গানটা আবার শুনবো

  • @TajulIslam-jc8ey
    @TajulIslam-jc8ey Місяць тому +6

    তুমি কখনো আমকে বুঝতে পারেনি, কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে তুমি। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়।যা কখনো পরিমাপ করা যাবে না।Toha ts❤️❤️

  • @Ariyenpal
    @Ariyenpal Рік тому +6

    এই গান টা যতবারই শুনি আমার বাবার কথা মনে পড়ে যায়।
    ওনার মুখের আর কন্ঠে গানটা সেই গাইত

  • @mdshakibhasan8916
    @mdshakibhasan8916 Рік тому +2

    প্রিয় আজ যদি তোমায় পেয়ে যেতাম তাহলে এতো সুন্দর একটি গান বার বার শুনা হতো না ❤❤❤ প্রত্যেকের ভালোবাসা যেন পূর্ণতা পায় সেই কামনা করছি।।

  • @AshrafAli-ep7kr
    @AshrafAli-ep7kr Рік тому +8

    প্রতিদিন একবার হলেও যারা এ গান শুনেন একটা করে লাইক দিয়ে যান

  • @SFTMULTIMEDIA
    @SFTMULTIMEDIA Рік тому +4

    বছরের শেষ দিন,,,,, 😢😢😢😢
    গান শুনলাম আর চোখের জলে নিজেকে কষ্টের নদীতে ভাসালাম 😢😢😢

  • @h.mjuwel3435
    @h.mjuwel3435 2 місяці тому +6

    তোমাকে যে আমি পাইনি তাতে তোমার কোনো দোষ ছিলোনা, তুমি তো আমারই ছিলে তবে সম্পূর্ণভাবে নাহ...! চাইলেই তুমি আমার হইতে পারতে....!!

  • @mdsani2673
    @mdsani2673 5 місяців тому +11

    রেখে গেলাম স্মৃতি ২০/৮/২৪ রাত ১২:১৪ কেউ লাইক দিলে আবার আসবো

  • @suhag8645
    @suhag8645 Рік тому +6

    বলেছিলে আমার হবে মন দিয়েছি এই ভেবে সাক্ষী কেউ ছিলোনা সে সময়,, 😭

  • @emonxxmia1
    @emonxxmia1 4 місяці тому +4

    এই জুগে এসে ও আপনার গান শুনার মজা আলাদা❤️ আপনার গান আর কন্ঠ মনে গেতে যায়❤️

  • @MdShoron-eb9uk
    @MdShoron-eb9uk Рік тому +5

    এ গানের মধ্যে বারিসিদ্দিক সার সারা জিবন আমাদের মাজে বেচে থাকবো

  • @SafinZone
    @SafinZone 20 днів тому +4

    বারী সিদ্দিকী ছিলেন একজন অসাধারণ শিল্পী।

  • @SakibAhmed-b9z
    @SakibAhmed-b9z 16 днів тому +5

    Me see this song last 7 years ❤❤ Barry hart touched song for me😢😢 01.01.2025

  • @mahbubahetoma1524
    @mahbubahetoma1524 15 годин тому +3

    ভালোবাসলে মানুষ গান শুনে আর বিচ্ছেদ হলে গানের অর্থ বুঝে।

    • @sidsohan9940
      @sidsohan9940 10 годин тому +1

      বিচ্ছেদ জানেনা ভালোবাসা কতটুকু ছিলো
      বিচ্ছেদ জানে ভালোবাসা কতখানি বাকি ছিলো....

  • @user-AmtalaMultimedia
    @user-AmtalaMultimedia Рік тому +7

    এতো এতো পাগলামী করলাম 😢
    তারপর ও সে আমার হয়নি। 🥀💔😌😌

  • @hossainamzad1329
    @hossainamzad1329 Рік тому +2

    এই গান সহ শ্রাবণ মেঘের দিন মুভির যত গুলো সিকোয়েন্স আছে যত গুলো গান আছে!
    যতগুলো স্পট আছে প্রতিটা ডায়ালগ আছে!
    একটা সিনও কেও বানাতে পারবেনা!
    বারী সিদ্দিকের গান থাকলে জাহিদ হাসান থাকবেনা!
    কিছু না কিছু মিস থাকবে!
    আহা এমন সাবলীল অভিনয় আর হয় না!
    বারবার দেখে এখনো বুকের ভিতর তোলপাড় উঠে!

  • @MdKhan-wo3qw
    @MdKhan-wo3qw Рік тому +5

    এই গান টা যতবারই শুনি আমার কলিজায় ঠান্ডা হয়ে যায়।

  • @black-mafia9252
    @black-mafia9252 7 місяців тому +2

    আহা একটা এতো সুন্দর কিভাবে হয়😢

  • @KrishnaRoy-np6gi
    @KrishnaRoy-np6gi 14 днів тому +6

    ৪/০১/২০২৫ এখনোও‌ শুনছি 💞

  • @m.s6829
    @m.s6829 11 місяців тому +2

    Uni je wind of change e Rojoni gaan ta singing korlo
    Onk darun hoisey👌👌👌👌💝💖

  • @lovebird1270
    @lovebird1270 7 років тому +178

    😭😭 miss u bari siddiki.....ontor ta vainga abar jora lage abar vange.... ato sundor gan tar kotha gulo........

  • @madlybrothers4473
    @madlybrothers4473 Рік тому +8

    My father was bari siddiquis die hard fan & I'm also but i Don't know my son can find this masterpiece or not.❤

  • @lslakadfarhanvlog
    @lslakadfarhanvlog Рік тому +4

    এই গানটার প্রতিটা অংসো যেন মনে হয় আমার জীবনের সাথে রয়েছে গানটা মন খারাপ থাকলে যদি সুনি পরানটা জুরে যায়।।

  • @Nurulamin-ur2vu
    @Nurulamin-ur2vu 7 місяців тому +4

    আহহা এমন শুরে আর কোনো গান শুনতে পারবো না😢😢😢