বর্ষাকালে গোলাপ গাছের গুরুত্বপূর্ন পরিচর্যা,গাছ সবুজ,রোগমুক্ত রাখতে ৫টি টিপস

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ •

  • @indranimazumder4481
    @indranimazumder4481 Рік тому +1

    Very informative suggestions. Thanks

  • @rinadey6671
    @rinadey6671 Рік тому +1

    দারুন উপকারী ভিডিও টি।।খুব উপকার হলো, স্নেহের রাজু।
    এই মুহূর্তে এই টিপসের খুব দরকার ছিল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আমার প্রণতি জানাই।
      আপনাদের উপকারে লেগেছে, এতেই আমি আনন্দিত।

  • @papiyamukherjee5570
    @papiyamukherjee5570 Рік тому

    খুব ভালো লাগলো,অনেক উপকৃত হলাম,রাজু ভাই।

  • @sanjoypaul6480
    @sanjoypaul6480 Рік тому +1

    Khub dorkari video

  • @apurbasingha1706
    @apurbasingha1706 Рік тому +1

    Khub valo laglo 🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আন্তরিক ধন্যবাদ আপনাকে অপূর্ব দা।

  • @babitamondal7520
    @babitamondal7520 Рік тому +1

    খুব ভালো লাগল ভাই।

  • @reenasarkar8762
    @reenasarkar8762 Рік тому +1

    ভীষণই উপকারী ভিডিও সঠিক সময়ে পেলাম। অসংখ্য ধন্যবাদ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      Wekcome
      খুব ভালো লাগছে আপনার মূল্যবান মতামত পেয়ে।

  • @srestangshukundu8278
    @srestangshukundu8278 Рік тому +1

    Very good and informative tips ❤️❤️

  • @niladas929
    @niladas929 Рік тому +1

    খুব ই উপকারী ভিডিও

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому +1

      আন্তরিক ধন্যবাদ আপনাকে দিদি।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому +1

      আন্তরিক ধন্যবাদ আপনাকে দিদি।

  • @helaluddin6411
    @helaluddin6411 Рік тому +1

    দাদা, মাটির গোলাপের রাসায়নিক মিক্স খাবারের র‍্যাসু যদি বলে দিতেন উপকার হতো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      মাটির গোলাপের জন্য জৈব রাসায়নিক সার দিন।
      এই ভিডিওটি দেখুন,
      এই সার বানিয়ে দু চামচ করে দিন প্রতি টবে সপ্তাহে একবার করে 👇
      ua-cam.com/video/9eCdGQAGVaA/v-deo.htmlsi=a_q9DhyOY8fQjl8i

  • @soumenkamila5266
    @soumenkamila5266 Рік тому +1

    So informative

  • @sushmitachakraborty8062
    @sushmitachakraborty8062 5 місяців тому

    Raju ভাই এই সময়ে তুষের গোলাপ এসেছে এখন কিভাবে প্রতিস্থাপন করবো তুস গুলো ছাড়িয়ে টবে বসাবো আপনি যে ভাবে বলবেন সেই ভাবে করবো আপনার ভিডিও দেখে আমাদের মতো নুতন বাগানীদের হাতে খড়ি তাই আপনার কাছেই জানতে চাইছি ভালো থাকবেন

  • @SumitaChatterjee-o3q
    @SumitaChatterjee-o3q Рік тому +1

    সালফিউরিক অ্যাসিড কি ঘেষের গাছেও দেব দাদা?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      ঘেঁষের গাছে একদম মাস্ট।
      দিতেই হবে।

  • @plantscare7593
    @plantscare7593 Рік тому +1

    রাজু ভাই
    ভীষণ ভীষণ উপকার পেলাম।
    গোলাপের এই শর্ট ভিডিওটি জাস্ট অসাধারণ লাগলো।
    শেয়ার করলাম সব্বার সাথে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আমি আপ্লুত।
      Thanks with regards ❤️

  • @krishanughosh2568
    @krishanughosh2568 Рік тому +1

    Soil jodi veja thake thole ki ei sob khabar/medicine/fungicide ei gulo ki spray kora jabe ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      হ্যাঁ যাবে।
      কিন্তু গাছের গোড়ায় কিছু দেওয়া যাবে না।

  • @dorabanerjee2464
    @dorabanerjee2464 Рік тому

    আমি নুতন্ গাছ লাগাতে চাইছি টবে কিভাবে করব বুঝতে পারছি না গোলাপ গাছের মাটি কিভাবে হবে বা প্রথম অবস্থা থেকে কি করব যদি আমাকে একটু গাইড করেন তাহলে খুব উপকার হয় আমি আপনার ভিডিও দেখে উৎসাহিত

  • @jayeetagd8084
    @jayeetagd8084 Рік тому +1

    আমার গোলাপ গাছের শিকর বাড়ছে না।কি দেব কতটা দেব।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      গাছ কোন মিডিয়ায় আছে?
      ঘেঁষে না মাটিতে?

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Рік тому +1

    ভাই আমি যদি খুব ভোরে উঠে সব গাছে বোরণসার দেই ও সকাল সাড়ে নয়টার থেকে দশটার মধ্যে টবে কোন তরল সার দিতে পারব? ভাই প্লিজ একটু জানাবেন

  • @sampritpanda6496
    @sampritpanda6496 Рік тому +1

    সালফিউরিক অ্যাসিড হাতে লাগলে কি হাত পুড়ে যাবে?, কোথায় পাবো?অনেক সারের দোকানে পায়নি, Sealdah তে ও পায়নি

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      হ্যাঁ যাবে তো।
      খুবই বিপদজনক।
      আপনি কলেজ স্ট্রিট মার্কেট এ, বর্ণ পরিচয় মল এর B -Block এর 1st floor এ একটা Chemical এর দোকান আছে।
      সেখানে চলে যান। Laboratory Grade এর সালফিউরিক এসিড পেয়ে যাবেন।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Рік тому +1

    ভাই আমি আপনাকে অনেক আশা নিয়ে দুটি প্রশ্ন করেছিলাম আপনার জবার বিষয়ের ভিডিও তে কিন্তু আমি কোনো উত্তর পাইনি তাই আমি আবার এই ভিডিওতে জানতে চাই তে নীল জবা গাছে মিরাকুলান দেওয়া যাবে কিনা দয়া করে একটু জানাবেন প্লিজ ধন্যবাদ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      দিদি
      আর কত বার আমি উত্তর দেবো বলতে পারেন?
      মীরাকুলান নিয়ে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। Plz দেখুন।

  • @pratimamajumdar1777
    @pratimamajumdar1777 Рік тому +1

    এগুলো কি জবা গাছেও দিতে পারবো । একটু জানাবেন প্লিজ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      না
      জবা গাছের জন্য, নিচের লিঙ্ক এ ক্লিক করে ভিডিওটি দেখুন
      ua-cam.com/video/tVjc8KkT7OQ/v-deo.html

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Рік тому +1

    ভাই আপনি কোথা থেকে আপনার গোলাপ গাছ কিনেছেন দয়াকরে একটু জানাবেন প্লিজ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      খড়গপুর স্টেশন এর আগের স্টেশন জকপুরের
      পুষ্পাঞ্জলি নার্সারী থেকে।

  • @satyajitchatterjee3713
    @satyajitchatterjee3713 Рік тому +2

    রাজু দা , আপনি ঠিক সময়ে ঠিক ভিডিও দিয়েছেন ধন্যবাদ। একটা প্রশ্ন: এই জুলাই মাসের মধ্যে নার্সারি থেকে গোলাপ গাছ কেনা যাবে ও তাকে বাচাঁনো যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому +1

      হ্যাঁ
      স্বচ্ছন্দে কিনুন।
      ঘেঁষে চাষ করলে অবশ্যই ভালো ফুল পাবেন।

    • @satyajitchatterjee3713
      @satyajitchatterjee3713 Рік тому

      @@sadherchhadbagan ধন্যবাদ দাদা। তবে আমি মাটি তে গাছ বসাবো

  • @babitamaitra8343
    @babitamaitra8343 Рік тому +1

    Sulfuric acid kothai pabo,ami durgapur e thaki

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      Chemical laboratory তে পাবেন।
      না হলে নিকটবর্তী HS school এর Science এর Chemistry lab এ খোঁজ করুন।

    • @babitamaitra8343
      @babitamaitra8343 Рік тому

      ​@@sadherchhadbagan please apni jodi এনে দিতে পারেন খুব ভালো হয়, আমি গুগল পে মাধ্যমে তাহলে নিতাম।আর সালফিউরিক এসিড না পেলে তাহলে কি দেবো। please help me

    • @babitamaitra8343
      @babitamaitra8343 Рік тому

      Ami apner guide line follow Kora bagan kori

  • @kakalimukherjee2848
    @kakalimukherjee2848 Рік тому +1

    ভাই এর আগের comments এ তোমার কাছে জানতে চেয়ে ছিলাম রজনী গন্ধা গাছের যত্ন কি করে নেব এবং পিটুনিয়া গাছের বীজ বপন করা যায় কি এই সময়। তুমি কোন উত্তর পাইন। দয়া করে এবার উত্তর টা দিও।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      কাকলী দি
      রজনীগন্ধা এই সময় প্রচুর পরিমাণে ফুল দেবে।
      কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে।
      নইলে গাছের গোঁড়ায় জল জমে পাতা পচে যাবে।
      সপ্তাহে একবার করে NPK 20 20 20 fertilizer 5 গ্রাম 1লিটার জলে মিশিয়ে স্প্রে করুন গাছের পাতায়।
      এতেই আসবে প্রচুর ফুল।
      পিটুনিয়া গাছের বীজ সেপ্টেম্বর মাসে বপণ করবেন।

  • @alpanabanerjee6189
    @alpanabanerjee6189 8 місяців тому

    আমার গোলাপ গাছটার পাতা পুড়ে গেছে পাতাগুলো কেটে দিয়েছে ডালটা সবুজ আছে রুট ট্রিটমেন্ট করেছি গাছকে ছায়া রেখেছি একটা দুটো পাতা ছেড়েছে এখন গাছটাকে কি করবো

  • @newtonmc8285
    @newtonmc8285 3 місяці тому

    আমার গাছ এর পাতা হলুদ হয়ে গেছে,আমি ঘন ঘন কলার ছোলা ও চা পাতি দিয়েছি!😢 কী কারণে সমস্যা বলবেন প্লিজ😢

  • @kakalimukherjee2848
    @kakalimukherjee2848 Рік тому +1

    ভাই এর আগে ও তোমার কাছ থেকে জানতে ঢেয় ছিলাম এই সময় কিভাবে রজনী গন্ধা গাছের যত্ন নিতে হবে এবং কি সার প্রয়োগ করতে হবে। আর পিটুনিয়া গাছের বীজ লাগানো যায় কি না কিন্তু তার কোনো উত্তর পাই নি। Please এবার অনন্ত উত্তর টা দিও

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      কাকলী দি
      রজনীগন্ধা এই সময় প্রচুর পরিমাণে ফুল দেবে।
      কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে।
      নইলে গাছের গোঁড়ায় জল জমে পাতা পচে যাবে।
      সপ্তাহে একবার করে NPK 20 20 20 fertilizer 5 গ্রাম 1লিটার জলে মিশিয়ে স্প্রে করুন গাছের পাতায়।
      এতেই আসবে প্রচুর ফুল।
      পিটুনিয়া গাছের বীজ সেপ্টেম্বর মাসে করবেন।

  • @balaramdas5999
    @balaramdas5999 Рік тому +1

    It is very helpful if you tell me the address of where to get this sulfuric acid. labgraded 90purity near Shyambazar area. 😮

  • @abhijitbanerjee7374
    @abhijitbanerjee7374 Рік тому +1

    Superb 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      Welcome Abhijit Da
      Stay in tuned with sadher chhad bagan

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Рік тому

    ভাই আপনি জবার মত গোলাপ গাছের জন্য যদি সাপ্তাহিক পরিচর্যার বিষয়ে কিছু বলেন তাহলে আমাদের খুব ই উপকার হয় ভালো থাকবেন ভাই

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আছে তো ভিডিও।
      ua-cam.com/video/-Z3Uyi9Cwy8/v-deo.html
      এই লিংকে ক্লিক করুন।