চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন গানটা অসাধারন উদাস দুপুর বেলা সখি গীতিকার সুরকার জাকির হোসেন রাজু

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 897

  • @hajirashed40400
    @hajirashed40400 17 днів тому +2

    গানটা আবারও শোনলাম, এই নিয়ে অসংখ্য বার শোনা হলো এই গানটা, শিল্পীর গলায় গানটা শিল্প হয়ে রইলো ❤️

  • @sipradas5664
    @sipradas5664 Рік тому +20

    গত কাল এক আত্মীয়ের এনগেজমেন্ট এর জমকালো অনুষ্ঠানে গান চলছিল বিভিন্ন ধরনের।
    আমার মনের ভিতরে চলছিল শুধু এই গানটি।
    আমি সাউন্ড সিস্টেম এ গিয়ে
    এই গানটি চালু করে দেয়ার পর শত শত মানুষ যে যেখানে যে অবস্থায় ছিল নিবিষ্ট মনে গানটি শুনে নিয়েছিল।
    এত বড় অনুষ্ঠানে সবাই নির্মল আনন্দ পাওয়ার উৎস এই গানটি।
    শুভকামনা তোমাদের জন্য।

  • @docpooblogs
    @docpooblogs Рік тому +28

    darun…Bangladesh dekhte tumay mon chaise .❤from 🇮🇳

  • @amitbanerjee8278
    @amitbanerjee8278 Рік тому +137

    সহজ সরল শব্দচয়ন, সাধারন অথচ মন ছুঁয়ে যাওয়া সুর। ইন্ডিয়া থেকে ৫৬ বছরের প্রৌড়, তোমাদের অভিবাদন জানাই। তোমাদের আরো গান শোনার জন্য অপেক্ষা করছি।❤

    • @MdRabbi-zn9qh
      @MdRabbi-zn9qh Рік тому +3

      এটাই আমাদের বাংলাদেশ ভাই

    • @abulkalamzaman4558
      @abulkalamzaman4558 Рік тому

      UA-cam e type korun: bangla natok violin/elomelo sobder jolsiri/kohen kobi vutnath/sopne dekha rajkonna/chader chondrobindu nei/laise fita/panjabiwala/pan supari/showrov/talpatar shepai. Series dekhben? Type korun: bangla natok house full/dadar desher jamai/sakin sarisuri/alta sundori/tal misri hawai mithai/mike/tomar duai balo achi maa. Music? Type korun: bangla song by romesh das/fokir saheb. Thanks..

    • @finix420
      @finix420 11 місяців тому

    • @JohirulislamKw
      @JohirulislamKw 10 місяців тому

      ​@@MdRabbi-zn9qhLll

    • @sumonsumon9653
      @sumonsumon9653 3 місяці тому +1

      অভিনন্দন ভাই

  • @dibyendubiswas8528
    @dibyendubiswas8528 11 місяців тому +4

    আমি বিস্মিত হয়ে যাচ্ছি, এই গানটি যে রচনা করেছে আর সুরালোপ করেছেন ,তিনি কি বিরাট শিল্পী । প্রণাম আমার বাংলার মাটি ।

  • @ganerghor
    @ganerghor 2 роки тому +34

    আমি পশ্চিম বাংলার একজন লোকশিল্পী। খুব ভালো। লাগলো আপনাদের এই গানখানি।সুর এবং কথা হৃদয় ছুঁয়ে যায়। পরের গানের অপেক্ষায় র ই লা ম।

  • @emranmollikofficial
    @emranmollikofficial Рік тому +59

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শেনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসব প্রিয় গানটা❤❤

  • @aditimondol6810
    @aditimondol6810 Рік тому +27

    উফফ 😌❤️
    কোনো তুলনা হবে না 😌❤️, একে এখন বসন্ত কাল, মৃদু হাওয়া, দূরে কোয়েলের ডাক, সাথে এই গান টা»🌚 💕🌸

  • @baijeedbd389
    @baijeedbd389 2 роки тому +198

    কালিমার দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লালাহু মোহাম্মদোর রাসূল আল্লাহ্ 🥰🥰🥰

    • @mdkabirhasan9567
      @mdkabirhasan9567 2 роки тому

      ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলতাম ভাই আমার এই ধরনের একটি চ্যানেল আছে একবার শুধু ঘুরে আসবেন চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন না হলে চলে আসবেন ভাইয়া প্লিজ একবার ঘুরে আসুন #channel KOB Tv #youtube.com/@kobtv3619👍👍🙏🙏

    • @sumayaakter2747
      @sumayaakter2747 2 роки тому +3

      ❤️❤️❤️❤️

    • @m.rriday125
      @m.rriday125 2 роки тому +6

      কালিমার দাওয়াত দিলেন খুব ভালো কথা কিন্তু কালিমাটাতো শুদ্ধ করে লিখবেন!

    • @lmmamun3202
      @lmmamun3202 2 роки тому +1

      কালিমা না হবে কালেমা সবাইকে সঠিক বুঝ দান করুন আমীন।

    • @shajant6883
      @shajant6883 Рік тому +1

      La ilaha
      While listening to songs !!

  • @saidgaming1835
    @saidgaming1835 Рік тому +14

    Love from India 🇮🇳🇮🇳

  • @asadzaman3583
    @asadzaman3583 Рік тому +27

    দেশের প্রান্তিক মানুষদের এমন সব গান শহুরে মানুষদেরও মাতিয়ে দেয়। পুরো গানটা শুনতে শুনতে নিজেও গুন গুন করলাম___ আহা ভালোবাসা! ❤️❤️

  • @MdSakib-k8z
    @MdSakib-k8z 3 місяці тому +2

    সবচেয়ে দারুণ কথা হলো ওই ব্রাজিল সাপোর্টার

  • @preronasinha167
    @preronasinha167 Рік тому +41

    যত বার শুনি তত শুনতে ইচ্ছা করে,গ্রাম বাংলার খাঁটি হৃদয়ের গান ( Madhuchhanda Sinha , শিলিগুড়ি থেকে)

  • @RubelHossain-js1eo
    @RubelHossain-js1eo 2 роки тому +20

    ফেসবুক থেকে অনেক বার শুনছি

  • @sojibkumar8319
    @sojibkumar8319 2 роки тому +29

    পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই । প্রার্থনা করি তুমিও যেনো তাই হও । এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন । হৃদয়ে, পেটে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিয়তমা । পরেরবার সাংসারিক, বন্ধুসুলভ হবো নীলতিমির মত । অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে । তোমার খুব কাছাকাছি থাকবো । তারপর একদিন তুমি হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো ৷ তখন আর আমাকে স্বার্থপর বলার সুযোগ থাকবে না কিন্তু !! 😊

    • @monirulofficial3599
      @monirulofficial3599 2 роки тому +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🧡🧡🧡🧡🧡🧡🤍🤍🤍🤍🤍🤍🤍

    • @ahmedjubaer8182
      @ahmedjubaer8182 Рік тому

      তারপর তৃতীয় জন্মে কি হয়ে জন্মানোর ইচ্ছে আছে?😁

  • @AliHossen-xh1qj
    @AliHossen-xh1qj 7 місяців тому +10

    সাধারণ কথার আসাধারন গান চমৎকার

  • @mohasinali8185
    @mohasinali8185 Рік тому +9

    - কালেমার দাওয়াত দিলাম!🌸🌺
    🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰🌺
    - লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)-🥰🌸

  • @md.rejaulislam738
    @md.rejaulislam738 2 роки тому +10

    ব্রাজিল সাপোর্টার বলে কথা ❤️❤️❤️

  • @sumanroy7737
    @sumanroy7737 2 роки тому +4

    Saradine 50 bar sunlam .sob cheye beshi moja peyechi jokhon lyrics ta samannno bhule sobai sobar tike takiye hese samner dike gaan ta ke agiye niye jauyar sundor mohima.!!🙏🙏🙏

  • @surbanglamedia2359
    @surbanglamedia2359 2 роки тому +8

    আমি এই গানটা টিকটক থেকে দেখে আসলাম আপনারা কে কে দেখেছেন অবশ্যই লাইক করে সাথে থাকবেন

  • @kartikdhibar5721
    @kartikdhibar5721 Рік тому +79

    বাঙালির সুর ছাড়া আর কিছুই নাই, এই মাটির গন্ধ মাখা সুর নিয়েই গর্বিত আমরা ।🧡💙❤💜🧡💙❤🌷🧡💙❤💜🧡💙❤💜🧡💙❤💜🧡💙❤💜🧡💙❤💜

  • @mohammadbishalsagour7100
    @mohammadbishalsagour7100 Рік тому +5

    একতা Express ট্রেনে ঢাকা যাওয়ার পথে এক ছোটভাইয়ের মুখে শুনেছিলাম ভালো লাগছিল, মেবি ছোটভাইটার রেকর্ডিং ছিল ঢাকায়, কমেন্ট চোখে পড়লে রেসপন্স করিও ছোট।

  • @RatanHira-rhk
    @RatanHira-rhk Рік тому +14

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয়
    স্মৃতি রেখে গেলাম... যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়❤❤❤❤

  • @bivasbindukolay6201
    @bivasbindukolay6201 8 місяців тому +36

    অনেক গুলো channel -এ এই গানটা শুনলাম, কিন্তু এইরকম মাদকতা মেশানো সহজিয়া উপস্থাপনা কোথাও পেলাম না । সামনে দুর্নিবার এগিয়ে যাওয়ার স্রোতে পারি দেওয়া ছাড়া কোনও কৌশল কাজ করবে না ।

  • @aolathhossen8625
    @aolathhossen8625 2 роки тому +8

    আমি মানিকগঞ্জ জেলা থেকে শুনছি অনেক ভালো লাগলো পদ্মা নদী পার এ বসে শুনছি লাম অন্য রকম মুহূর্ত

  • @ismailbhuyanetc6746
    @ismailbhuyanetc6746 2 роки тому +11

    আমিও একজন গায়োক। তবুও বলতে মনে চাইতাছে। অসাধারণ

    • @askanalli6256
      @askanalli6256 2 роки тому

      ua-cam.com/video/EFifIGFRNTQ/v-deo.html

  • @MdZiaulHuda
    @MdZiaulHuda Рік тому +7

    বাংলাদেশের লোক সঙ্গীত অনেক সমৃদ্ধ। গানটির কথা, সুর, কণ্ঠ ও পরিবেশনায় আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ সবাইকে।

  • @jalilsarkar3069
    @jalilsarkar3069 Рік тому +4

    অপূর্ব চমৎকার লাগলো

  • @maitrayeebandyopadhy
    @maitrayeebandyopadhy Рік тому +11

    কি মিষ্টি গান টা। আমি কলকাতা র শিল্পী। তো মেদের অনেক ভালোবাসা জানাই। অপূর্ব গেয়েছো।

  • @shohrabshohrab5495
    @shohrabshohrab5495 2 роки тому +192

    বর্তমানের বাংলা গানগুলোতে যন্ত্রের সংমিশ্রনে যে হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে, তার মাঝে আপনাদের প্রচেষ্টাকে স্বাগতম।অনেক ভালো হয়েছে। বেঁচে থাকুক বাংলা গান বাংলার সংস্কৃতি।🌱💚💚

    • @abhikbandyopadhyay7708
      @abhikbandyopadhyay7708 Рік тому +4

      সত্যিই এক অনবিল মেঠো গানের সুর যা মনকে খুব ভালো দেয়।

    • @cob1channel247
      @cob1channel247 Рік тому +4

      🎉❤

    • @abulhussain672
      @abulhussain672 Рік тому +3

      Thanks bro

    • @MdZiaulHuda
      @MdZiaulHuda Рік тому +2

      বাংলাদেশের লোক সঙ্গীত অনেক সমৃদ্ধ। গানটির কথা, সুর, কণ্ঠ এবং পরিবেশনায় আমি মুগ্ধ হয়েছি।

    • @abdulmalak5590
      @abdulmalak5590 Рік тому +2

      ভাই খুব বাস্তবিক কথা বলছেন,,, ❤❤❤

  • @fahimafm
    @fahimafm 2 роки тому +5

    ai ganta sunle amr ato vala lage ja bole bujanu jaito na...lovely song,,,just osadaron😘😘

    • @mdlovelu4724
      @mdlovelu4724 2 роки тому +1

      same to you ❤️❤️❤️

  • @thedesignhouse2673
    @thedesignhouse2673 Рік тому +2

    অনেকেই দেখলাম গানটি করেছে তবে তোমাদের গায়কী সবার থেকে সেরা। আর যিনি গীতিকবি সুরকার কি বলব বিরল প্রতিভা তার। অসাধারন।

  • @mohammadsouravahmad
    @mohammadsouravahmad Рік тому +3

    ব্রো আমার মনে হয় এই গানটি আমি এই পরযন্ত যতবার শুনেছি ৩০/৪০ জন মিলেও ততবার শুনে নাই তার পরেও যতো শুনি ততই ভালো লাগে

  • @joyghosh1348
    @joyghosh1348 2 роки тому +4

    ❤️❤️ দারুন

  • @sanjaymajumder9197
    @sanjaymajumder9197 Рік тому +4

    অসাধারণ গান। অসাধরণ গলা।
    আপনার গলায় নরম মাটি আর ভরা নদীর বাঁকে সুর আছে। ঈশ্বর প্রদত্ত প্রতিভা। খুব ভালো লাগলো।
    ভালো থাকবেন। নমস্কার।

  • @monirmonir9047
    @monirmonir9047 2 роки тому +15

    আমি তেমন একটা গান শুনিনা এই ছেলেটা কে অনেক ধন্যবাদ দারুন কন্ঠ ও হাসি মুখে গানের সুর দিয়ে সবার মাঝে ভালো বাসা আদাই করেন

  • @armysuman8730
    @armysuman8730 Рік тому +3

    তোমার গান যখন শুনি সবকিছু ভুলে যায়। তখন মনে হয় অন্য জগতে চলে এসেছি। বেচেঁ থাকুক গ্রাম বাংলার গান। আমি ইন্ডিয়া থেকে

  • @mehebulalom9363
    @mehebulalom9363 2 роки тому +6

    খুব সুন্দর গান এবং গ্রুপটা ভালো লাগছে

  • @biplobkumar1372
    @biplobkumar1372 2 роки тому +23

    গানটা আমার মনে ধরছে 🥰🥰
    একদম মনের মতো অসাধারণ 👌👌

  • @samir00011
    @samir00011 Рік тому +2

    A ha khub sundor .. Osadharon

  • @travelvillagebd
    @travelvillagebd 2 місяці тому +1

    আপনারা সবাই যদি একসাথে থাকতেন আগের মত। তাহলে হয়তো আরো এইরকম অনেক গান শুনতে পেতাম

  • @mihirkumarkumar2665
    @mihirkumarkumar2665 Рік тому +1

    Darun brother 🇮🇳west Bengal. 👌👌👌👌

  • @shakilmolla5109
    @shakilmolla5109 2 роки тому +6

    অসাধারণ ,,,,, , কতটা তা বলার ভাষা হারিয়ে ফেলেছি,,,,,, ভালোবাসা অবিরাম

  • @SwaponMia-kw6dc
    @SwaponMia-kw6dc 2 роки тому +3

    Valo laglo vaiya love u ধন্যবাদ লাভ ইউ 😍 💕💕💕

  • @RafiqulIslam-y7g1x
    @RafiqulIslam-y7g1x Рік тому +7

    এত সুন্দর কন্ঠ আল্লাহ আপনাদের দান করেছে কুরআন পড়ার জন্য। আমাদের হেদায়েত দান করুক।

    • @shajant6883
      @shajant6883 Рік тому +1

      Why why
      Why do you people do that
      Why don’t you read Quran other than listening to this song?

  • @markalokmitra6902
    @markalokmitra6902 Рік тому +3

    খুব খুব খুবই ভাল লাগলো, বাংলা গান সেকি আবেদন, মন যে কোন দূুর দূরান্তে ছুটে যায়।

  • @fokirtarek1319
    @fokirtarek1319 2 роки тому +162

    গানটি অসাধারণ -গাড়ী রানিং অব্স্হায় হাল্কা মৃত বাতাশ লেগেছিলো..গানটির ভাষায় আমি মুগ্ধ 🙃..তখন ছিলাম যমুনা ব্রিজ রানিং বঙ্গবন্ধু সেতু.💚

    • @monbaulerkotha
      @monbaulerkotha 2 роки тому +6

      ধন্যবাদ এই গানের গীতিকার ও সুরকার জাকির হোসেন রাজু

    • @md.younusalisagorstudent245
      @md.younusalisagorstudent245 2 роки тому +4

      আজ আমিও রাজা বাদসা গাড়ী করে সিরাজগঞ্জের রোডে যমুনা ব্রিজ পার হওয়ার সময় হালকা জানালা খুলে, মৃদু বাতাসের সাথে গানটা শুনতেছিলাম,,তো সেই সময় কমেন্ট টা চোখে পরেছে,,তাই রিপ্লে দিলাম

    • @jamilrigen3179
      @jamilrigen3179 2 роки тому

      ধূতি পায়জামা

    • @fahimfaysal1536
      @fahimfaysal1536 2 роки тому +1

      Owo❤️❤️❤️❤️

    • @khokonkhokon2729
      @khokonkhokon2729 2 роки тому +1

      @@monbaulerkothaA

  • @gopinathtudu5969
    @gopinathtudu5969 Рік тому +6

    অসাধারণ, গ্রামবাংলার মাটির গন্ধ মাখা সুর, মন ছুঁয়ে যাওয়া সুর, যতবার শুনছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি, অপেক্ষায় রইলাম তোমাদের গান শোনার জন্য ❤💚💚💚❤পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলা (জঙ্গলমহল) থেকে । জোহার ᱡᱚᱦᱟᱨ ᱾ 🌿👍🌿💚💚💚❤

  • @sumisajol7878
    @sumisajol7878 2 роки тому +7

    যতবারই গানটা শুনি মন ভরে না, আমার সাথের বন্ধু-বান্ধবরা সবাই বলে বারবার একই গান ছাড়িস কেন কিন্তু গানটা যে আমার কাছে অনেক ভালো লাগে।

  • @masummedia2210
    @masummedia2210 Рік тому +3

    যত বার শুনি তত শুনতে ইচ্ছা করে,গ্রাম বাংলার খাঁটি হৃদয়ের গান ( নড়াইল থেকে)

  • @Thesoulcharger
    @Thesoulcharger Рік тому +13

    Love this song, love from India🇮🇳 ❤luv you my bangladeshi brothers

  • @HgJc-lf2wo
    @HgJc-lf2wo 2 роки тому +3

    osadharon
    🥰🥰🥰🥰🥰

  • @sohelomanofficial
    @sohelomanofficial Рік тому +3

    এই গানটা আমার ভালো লাগে কেন জানি এত যত শুনি মন ভরে না কখনো কখনো রাত একটা দুটার সময় ও শুনি, এখন রাত ১ টা ২ মিনিট হেডফোন দিয়ে গান টা শুনতেছি এতটা ভালো লাগতেছে কি বলমু বলে বুঝানো সম্ভব না

  • @mdsifathasansb4537
    @mdsifathasansb4537 2 роки тому +6

    এখন কমেন্ট করে গেলাম,হয়ত ২০৬০ সালে এসে আমাদের সন্তানেরা বলবে আমাদের সময়ও এই গানটি কত জনপ্রিয় ছিল

  • @COR-GAMER-NOOR
    @COR-GAMER-NOOR Рік тому +2

    অসাধারণ হইছে

  • @mdraselalfaz4140
    @mdraselalfaz4140 2 роки тому +11

    ২০২২ বা ২০২৩ সালে এসে কৈশোরের প্রেমের স্মৃতি মনে করিয়ে দিতে বাংলার মিউজিকে এই গান একটি চমৎকার সংযোজন। তাছাড়া এখন তো প্রেমের গানের জনরাতে এরকম সচ্ছ, পরিষ্কার মিউজিক কমই হয়।
    চমৎকার হয়েছে।

    • @nurulafsar2304
      @nurulafsar2304 Рік тому +1

      দারুন বলেছেন,সহমত

  • @YousufAli-ok8gf
    @YousufAli-ok8gf 2 роки тому +88

    তুমি যদি গানটি শুনে কখনো
    কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট
    দেখে একটা লাইক দিয়ে যায়য়ো।।। ৩০/১১/২০২২

  • @mdraselislam287
    @mdraselislam287 2 роки тому +3

    অনেক সুন্দর হয়েছে গানটি

  • @shampamukherjee6398
    @shampamukherjee6398 Рік тому +2

    Khub khub khub sundor geyechhen r asadharan music

  • @atulchandra4379
    @atulchandra4379 2 роки тому +3

    miso bolar nai vai ak kothai osdaron!

  • @milanchakmamilan3608
    @milanchakmamilan3608 Рік тому +5

    সবকিছুই যদি পূর্ণতা পেতো জীবনে,তবে অপূর্ণতার সৌন্দর্য্য উপভোগ করতে পারতাম না।সুখে থেকো অতীত।

    • @nurulafsar2304
      @nurulafsar2304 Рік тому +1

      দারুন বলেছেন,সহমত

  • @MdForid-qm9kk
    @MdForid-qm9kk Рік тому +2

    চালুয়ে❤চালিয়ে জাও বাই অনেক সুন্দর হয়েছে❤ নাইচ❤

  • @swapnasarker9860
    @swapnasarker9860 Рік тому +1

    খুব সুন্দর পরিবেশন।
    গানটা শুনে নিজেই উদাস হয়ে যাই।
    তোমাদের সবার জন্য 💜💙🤍💚💛🧡❤

  • @স্বপ্নীলএগ্রোফার্ম

    বাহ্ অনেক সুন্দর

  • @applekumar9815
    @applekumar9815 2 роки тому +6

    ভালোবাসা ‌অবিরাম,, দিনাজপুর থেকে।।

  • @mishti_sur
    @mishti_sur Рік тому +3

    সত্যি দদাটা খুব talented তার singing একদম osm🥰❤

  • @bakulchandra3500
    @bakulchandra3500 Рік тому +12

    আমি পশ্চিম বঙ্গের থেকে বলছি বড় সুন্দর গেয়েছেন আপনারা

  • @mdoasim3199
    @mdoasim3199 2 роки тому +3

    আহ অসাধারণ

  • @anamulsarkar2787
    @anamulsarkar2787 Рік тому +1

    অসাধারণ ছিলো গানটা,
    I Love This Song ❣️❣️❣️

  • @samimislam2947
    @samimislam2947 Рік тому +3

    Dada ami India thake sunchi apnar gan i love this song........

  • @rasudkhajj9687
    @rasudkhajj9687 2 роки тому +7

    খুব সুন্দর হয়েছে, ছোট ভাই এগিয়ে যাও অনেক অনেক দোয়া রইল। চেষ্টা করলেই তুমি সফল হবেই সেই প্রতিভা তোমার মধ্যে আছে।

  • @baharullah5070
    @baharullah5070 Рік тому +2

    চমৎকার হয়েছে।

  • @nayemhawlader1991
    @nayemhawlader1991 Рік тому +2

    আমি এখানের কোনো singer কে ই চিনি না,
    কিন্তু তাদের sound & song really Heart touching 😍
    অনেক ভালোবাসা ভাই🫠

  • @sabbirahamed88143
    @sabbirahamed88143 Рік тому +1

    আর একবার যদি আসো সখি
    জল ভরিবার ছলে মনের কথা
    বলবো তোমায় বসে কদম তলে....2
    সুরটা অসাধারণ।

  • @abdullatalukder238
    @abdullatalukder238 2 роки тому +19

    সত্যি গানটা শুনে মনে অন্য রকম শান্তি পাওয়া যায় 🌷🌷🥀🥀🥀🥀😍😍😍

  • @MDSHAKIL-ni4cf
    @MDSHAKIL-ni4cf 2 роки тому +3

    এক কথায় খুব ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @MDFOYEZULLAH73
    @MDFOYEZULLAH73 2 роки тому +6

    ভাই, তোমার গান আমার হৃদয় কেড়ে নিয়েছে...

  • @royalteamfighter9728
    @royalteamfighter9728 2 роки тому +2

    Osadaron ekta gan onek valo laglo

  • @soheltanvir9619
    @soheltanvir9619 Рік тому +3

    এক কথায় অসাধারণ🥰🥰

  • @debasisroy7400
    @debasisroy7400 Рік тому +4

    ভাই সেরা

  • @pmpayel4637
    @pmpayel4637 2 роки тому +3

    খুব সুন্দর গানটি

  • @mdsoheb9822
    @mdsoheb9822 2 роки тому +4

    খুব সুন্দর গান!
    শুভ কামনা রইলো!

  • @djfardosdj3676
    @djfardosdj3676 2 роки тому +23

    আমি টাংগাইল থেকে গানটি শুনতেছি, ১০০ বারের বেশি গানটি শুনছি, এখনো শুনি 😘😘😘😘😘

  • @md.humayunkabir6464
    @md.humayunkabir6464 Рік тому +2

    সুন্দর হয়েছে শুভ কামনা

  • @utpalbain7313
    @utpalbain7313 2 роки тому +4

    অসাধারণ একটি গান

  • @ayatbabu3572
    @ayatbabu3572 Рік тому +3

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় 💔😭 জীবন প্রিয় কিছু গান
    যুগ যুগ ধরে মানুষ যখন এই গন শোনতে
    আসবে তখোন কেউ লাইক দিলে আমার মোবাই
    এ নোটিফিকেশন পেয়ে আবার ও এই গান শুনতে আসবো প্রিয় আর তোমার কথা মনে করে কান্ন করব💔😭🥀
    ভালো থেক আন্ন কার হয়ে..!!😭💔🥀
    (M+S❤️) তোমার আপেক্ষাই
    Minhaj

  • @BoniAmin-tn6cv
    @BoniAmin-tn6cv 6 місяців тому +1

    যাই হোক সারা জীবন মনে থাকবে এই গানটা । স্কুল জীবনে এই গানটার জন্য মার খেয়েছি ,এই গান ভুললে চলবে। তবুও গানটা অনেক সুন্দর লাগে শুনতে হোক বা গাইতে ,। ❤❤

  • @abdurrahman-sb7ov
    @abdurrahman-sb7ov 2 роки тому +44

    আর উদাস দুপুর বেলা সখি
    আসবে কি একলা নদীর ঘাটে রে,
    দেখতে তোমায় মন চাইছে
    ও কি দেখতে তোমায় মন চাইছে।।
    আর একবার যদি আসো সখি
    জল ভরিবার ছলে ..
    মনের কথা বলবো তোমায়
    বসে কদম তলে,
    মনের কথা বলবো তোমায়
    বসে কদম তলে।
    তুমি সকল দুঃখ ভুলে যেও
    চোখের পানে চেয়ে,
    তুমি সকল দুঃখ ভুলে যেও
    চোখের পানে চেয়ে,
    আর শক্ত কইরা ধরিয়ো হাত
    ছাইড়া যাইবার ভয়ে,
    দেখতে তোমায় মন চাইছে
    ও কি দেখতে তোমায় মন চাইছে।

    • @mdkabirhasan9567
      @mdkabirhasan9567 2 роки тому

      ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলতাম ভাই আমার এই ধরনের একটি চ্যানেল আছে একবার শুধু ঘুরে আসবেন চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন না হলে চলে আসবেন ভাইয়া প্লিজ একবার ঘুরে আসুন #channel KOB Tv #youtube.com/@kobtv3619👍👍🙏🙏

    • @skrahim8322
      @skrahim8322 Рік тому +1

      Wow 🥰🥰🥰

  • @apinchakma5657
    @apinchakma5657 Рік тому +3

    Amazing songs.পেলে আসা পুরোনো দিন গুলো মনে পড় যায় 😪😪😪

  • @sujon9016
    @sujon9016 2 роки тому +4

    সত্যি অসাধারণ লাগছে গান টা

  • @abdurrafik5107
    @abdurrafik5107 Рік тому +3

    কতবার যে শুনলাম.........

  • @মাসুমঅপারেটর

    যে ভাইয়া টা গিটার বাজাচ্ছে,তার তাকানোর ধরন টা অসাধারন,চাহোনিটা অনেক সুন্দর,

  • @towfiqulislam-h5k
    @towfiqulislam-h5k Рік тому +1

    ❤❤❤❤❤অসাধারণ

  • @skrahim8322
    @skrahim8322 Рік тому +1

    সৃতি রেখে গেলাম এই গান টা জুগ জুগ ধরে মানুষ যখন এই গান টা শুনবে ওর সাথে আমার কমেন্ট লাইক করলে নটিফেকসন পেয়ে আমিও শুনবো খুব একটা অসাধারণ গান🥰🥰🥰

  • @nasiruddinmolla381
    @nasiruddinmolla381 7 місяців тому +1

    আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,| এই গান শুনলে বাংলাদেশ এর প্রকৃতির কাছে মিশে যেতে ইচ্ছে করে , জয় বাংলা, | ভারত , পশ্চিমবঙ্গ , নেয়ার কলকাতা থেকে |আপনার এমন সুন্দর সুন্দর গান উপহার দিন |আপনারা সকলে খুব ভালো থাকবেন , নাসিরউদ্দিন মোল্লা,

  • @ahmednasim4869
    @ahmednasim4869 2 роки тому +3

    জুনিয়াদহ মাঠের মধ্যে ভিডিও টি বানানো হয়েছে,,,অসাধারণ 🥰🥰🥰

  • @eftyrahman3053
    @eftyrahman3053 2 роки тому +4

    আমি বাউল শিল্পী মিজান সরকার, তুমার গানটা অনেক ভাল লেগেছে

  • @uttamsarkar8054
    @uttamsarkar8054 2 роки тому +2

    Agia cholo Vhai (nice)

  • @laughzone3889
    @laughzone3889 Рік тому +2

    অসাধারণ।

  • @mdosman5295
    @mdosman5295 Рік тому +2

    অসাধারণ হয়েছে