অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্ধু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।। পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে সঙ্কট-দুঃখ-ত্রাতা। জনগণ-পথ-পরিচায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।। ঘোর-তিমির-ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। জনগণ-দুঃখ-ত্রায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।। রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা। জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীত ও আমাকে দারুণ ভাবে আকর্ষিত করে 💯❣️🥰🥰🥰🥰 আমি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে আমার জীবন কে ভালোবাসার মতো ই ভালোবাসি,,, তার প্রতিটা সৃষ্টি ই সমান ভাবে ভালোবাসি ❣️❣️🥰🥰🥰🥰👌👌👌👌🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
অসাধারন। আমি অনেকের গলায়ই গানটি শুনেছি, কিন্তু, যে দরদ, যে দৃপ্ত অথচ মোলায়েম কণ্ঠে গানটি গাওয়া হলো, তা অসামান্য শ্রুতি মধুরতার সৃষ্টি করেছে, যা সহসাই খুজেঁ পাওয়া দুস্কর।
আপনার গায়কী আমার খুব পছন্দ হয়েছে।পিয়ালী কুণ্ডুর চ্যানেলে প্রচারিত আপনার গান শুনে মুগ্ধ হয়েছিলাম।এটা বেড়েই যাচ্ছে। অনেক বড় বড় মন্তব্য করলে পড়ে দেখবেন তো ? আমার বয়স মধ্য ষাট পেরিয়ে ।অনেক ধন্যবাদ ভাই।
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্ধু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি
দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কট-দুঃখ-ত্রাতা।
জনগণ-পথ-পরিচায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
ঘোর-তিমির-ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণ-দুঃখ-ত্রায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে
গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
এই সঙ্গীতটা অনেকের কন্ঠে ই শুনেছি,, তবে এতো সুন্দর পরিবেশনায় এই প্রথম আমার মনে হলো👌 এটা শ্রেষ্ঠ কন্ঠ ও সুর 💯❣️👌
রোজ সকালে এই গানটা একবার শুনলে দিনটা ভালোভাবে শুরু হয়। শ্রদ্ধা জানাই সৃষ্টিকর্তা ও পরিবেশক কে ।
Thik
অনবদ্য উপস্থাপনা। স্রষ্টাকে প্রণাম জানাই।
যেমন স্রষ্টার সৃষ্টি তেমনই পরিবেশন
গুরুদেবের অসাধারণ সৃষ্টিকর্মের সঙ্গে সামজ্যচ্ছ রেখে অসাধারণ উপস্থাপনা Just Amazing ❤🇮🇳
Apurbo gayoki apnar....aj prothom sunlam....kintu bar bar sunlam
আহা কি গলা 😌
অপূর্ব।
সুনির্বাচিত ও সু-গীত
আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীত ও আমাকে দারুণ ভাবে আকর্ষিত করে 💯❣️🥰🥰🥰🥰 আমি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে আমার জীবন কে ভালোবাসার মতো ই ভালোবাসি,,, তার প্রতিটা সৃষ্টি ই সমান ভাবে ভালোবাসি ❣️❣️🥰🥰🥰🥰👌👌👌👌🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
অনবদ্য
আমি শুধু বার বার শুনি আর চেষ্টা করি।🥰 কিন্তু এতসুন্দর গাইতে পারি না ।😔😔
একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতযশ অন্য দিকে গায়কের কণ্ঠযশ। এই দুয়ে মিলে আমাদের জাতীয় সংগীতের শেষ অংশ টি হয়ে উঠেছে আনবদ্য উপস্থাপনা।
Apurbo, darun presentation.
অসাধারন। আমি অনেকের গলায়ই গানটি শুনেছি, কিন্তু, যে দরদ, যে দৃপ্ত অথচ মোলায়েম কণ্ঠে গানটি গাওয়া হলো, তা অসামান্য শ্রুতি মধুরতার সৃষ্টি করেছে, যা সহসাই খুজেঁ পাওয়া দুস্কর।
Vison valo laglo.
THE ULTIMATE SONG OF ALL SONGS.
দারুণ সুন্দর। ভীষন দরদ দিয়ে গাওয়া!
Ei gaan ato apurbo ami ei prothom shunlam
আপনার গায়কী আমার খুব পছন্দ হয়েছে।পিয়ালী কুণ্ডুর চ্যানেলে প্রচারিত আপনার গান শুনে মুগ্ধ হয়েছিলাম।এটা বেড়েই যাচ্ছে। অনেক বড় বড় মন্তব্য করলে পড়ে দেখবেন তো ? আমার বয়স মধ্য ষাট পেরিয়ে ।অনেক ধন্যবাদ ভাই।
Thank you so much
@@SougataKundu You are so welcome !
আমার অ-সুর কন্ঠে তো আর গান আসে না তাই আমি আবৃত্তি করি এটা...... আপনার কন্ঠ এবং গায়কী শুনে মনটা ভরে গেলো। একদি যদি সামনা-সামনি শোনার সুযোগ পেতাম....
Aaha aasadharon
খুব ভাল
Darun 👌👌👌
অসাধারণ.. মন ছুঁয়ে গেল ❤🇮🇳
Anabadya
অনবদ্য!
Daaaaarun, 🙏🙏🙏
আপনার গান শুনে মুগ্ধ হয়ে যুক্ত হলাম। আমার পরিবারে আসার আমন্ত্রণ রেখে গেলাম
অপূর্ব অপূর্ব, সৌগত দা ❤️
Khub bhalo Kaj 🙏
কী আর বলবো দিদি, তুমি আমার গান শুনে লিখলে এ আমার চলার পাথেয় হয়ে রইলো। 🙏
Apurbo
অপূর্ব....যেমন সুর তেমন কন্ঠ।
অসাধারন লাগলো
দারুণ 🇮🇳🙏🇮🇳
খুব সুন্দর গাওয়া।প্রথম স্তবকটা বাদ দিলেন কেন?
না, তাহলে জাতীয় সঙ্গীতের অবমাননা হতো।
Unparallel.
আহা। অপূর্ব!
Superb presentation Sougatada.
দারুণ 🌈 🎙️
Apurba gailen. Mon shanto hoye gelo. Aro shonar sujog kore din.
Anek dhanyobad apnake. Bhalobasa janben
মনে আগুন লাগানোর জন্য গাওয়া হয়েছিল
Please put some Tagore songs in Hindi in my mobile sung in Hindi
অসাধারণ ❤️❤️
দারুণ ! 👍👍👍👍
voice টা দারুণ !
Song ta valoi
Ami akjon Bangladeshi