IVUS & OCT; অ্যাঞ্জিওপ্লাস্টিতে আইভাস (IVUS) এবং ওসিটি (OCT)-এর গুরুত্ব

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • 🩺Dr. Debopriyo Mondal
    📌MBBS, MD (Internal Medicine), DM (Cardiology)
    👉Consultant Interventional Cardiologist
    📌Attachment : 🏥Medica Superspeciality Hospital 127, Eastern Metropolitan Bypass, Nitainagar, Mukundapur, Kolkata West Bengal 700099
    ☎️Call for Appointment : 9230090526/9903131602
    📧Email ID: drdebopriyo.heartcare@gmail.com
    📌Facebook Page : / dr-debopriyo-mondal-ca...
    📍Other Attachments :
    🏥EEDF (Sree Aurobindo Seva Kendra, Jodhpur Park)
    🏥Apollo clinic (Narendrapur, Sodepur)
    📌Services :
    👉Interventional Cardiology
    👉Complex coronary interventions .
    👉Cardiac implantable electronic devices (CIED) including conduction system pacing.
    👉Electrophysiology study of arrhythmias and Radiofrequency ablation.
    👉Device closure
    ইন্ট্রাভাসকুলার আলট্রাসাউন্ড বা আইভাস (IVUS) এবং অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি ওসিটি (OCT) কী?
    অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে এবং কার্ডিওলজিস্ট জানিয়েছেন একটি বিশেষ ক্যামেরার মাধ্যমে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি হবে, কিংবা আপনার লেফট মেইন আর্টারিতে যে ব্লক আছে সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গেলে কিন্তু আইভাস লাগবে। অথবা তিনি বলেছেন, সিভিয়ার করোনারি ক্যালশিফিকেশন আছে। ওসিটি ছাড়া অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না!- আপনি কি কখনও এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছেন? প্রশ্ন হল কী এই আইভাস এবং ওসিটি?
    আইভাস (IVUS)-এর পুরো কথা ইন্ট্রাভাসকুলার আলট্রাসাউন্ড। অন্যদিকে ওসিটি (OCT)-এর পুরো কথা অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি।
    আলট্রাসাউন্ড সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি। অ্যাবডোমিনাল বা পেটের আলট্রাসাউন্ড হয় সেকথা আমরা সকলেই জানি। পেটের অভ্যন্তরীণ অঙ্গ, প্রস্টেট, থাইরয়েড, চোখের নানা সমস্যা ধরার জন্য আলট্রাসাউন্ড ব্যবহার হয় আমরা সকলেই জানি। তেমনই একই প্রযুক্তি ব্যবহার করে সাউন্ড এনার্জিকে কাজে লাগিয়ে আমরা একটা ক্যাথিটারের মুখে ক্যামেরা প্রবেশ করিয়ে আমরা ইন্ট্রাভাসকুলার আলট্রাসাউন্ড করতে পারি। এভাবে আমরা দেখতে পারি ব্লকটা কত বড় এবং সেই ব্লকে ক্যালশিয়াম আছে কি না। এছাড়া যে রক্তবাহী নালীর মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে তার আকার কত? সেক্ষেত্রে স্টেন্ট কত বড় নেওয়া উচিত সেই বিষয়ে আমরা জানতে পারব।এছাড়া ব্লকে ক্যালশিয়াম থাকলে সেই ক্যালশিয়াম মডিফিকেশনের জন্য আর কী কী ব্যবস্থা নিতে হবে। সবচাইতে বড় কথা, অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে তা আদৌ সফল হল কি না বা কোনও জটিলতা তৈরি হল কি না তা বোঝার জন্য কার্ডিওলজিস্ট আইভাস ব্যবহার করতে পারেন। তবে সব অ্যাঞ্জিওপ্লাস্টিতে আইভাসের দরকার পড়ে না।
    এবার বলা যাক ওসিটি নিয়ে। এই প্রযুক্তিতে আলোর শক্তি ব্যবহার করা হয়। ওসিটি-এর ক্ষেত্রে রক্তবাহী নালীর ছবি অনেক বেশি পরিষ্কার হয়। একের বেশি শাখা বিশিষ্ট রক্তবাহী নালীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় ওসিটি বিশেষভাবে সাহায্য করে। এছাড়া রক্তবাহী নালীতে থাকা ফ্যাট ভালো না খারাপ তা বুঝতেও সাহায্য করে ওসিটি। সেক্ষেত্রে সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা ঠিক হবে না ভালো সেই ব্যাপারে সহজেই সিদ্ধান্ত নেওয়া যায়। আর কী কী জানা যায়। জানতে দেখুন ভিডিওটি।
    #Heart_Specialist #Cardiac_Specialist #Cardiac_Care #Cardiology #Interventional_Cardiology #Heart_Disease #Coronary_Disease #Pace_Maker #temporary_and_permanent_pacing #coronary_angiography #angioplasty #echocardiography #balloon_mitral_and_pulmonary_valvuloplasty #EP_study_ablation #catheterization_study #IVUS_guided_angioplasties
    #leadless_pacemaker_implantation #subcutaneous_ICD #LAA_Closure #CRT #ICD #TAV #Angiana
    #Hypertension #Bradychardia #Trachycardia #Blood_Pressure #Syncope #Blackout #Heart_Attack #Heart_Failure #healthy_heart_diet#heartblock#heartattack#angioplasty#heartstent#balloonangioplasty#diabetes#sugar#kidneydisease#stenosis#laserinheart#newblockinheart#uncontrolleddiabetes#uncontrolledcholesterol#bypassgraft#heartfailure#suddencardiacdeath#ICD#intracardiacdefibrillator#bypass#angioplasty#heartattack#ivus#oct#

КОМЕНТАРІ • 1