শুকনো পাতার নূপুর পায়ে | Shukno Patar Nupur Paye | Puja Shill | Club Young Star

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ •

  • @banamalikundu4128
    @banamalikundu4128 Рік тому +35

    মাগো,অনেকদিন পর সেই পুরোনো দিনের একটা সুরেলা কন্ঠের গান তোমার কণ্ঠেই শুনলাম1আমি এপার বাংলার মানুষ হয়ে ঈশ্বরের কাছে কামনা করি তুমি বড়ো মাপের গায়িকা হও1

  • @indranilmukherjee4299
    @indranilmukherjee4299 2 роки тому +201

    খুব ভাল লাগলো মা রে, অনেক দূর থেকে, কাঁটা তারের এইপার থেকে অনেক আশীর্বাদ পাঠালাম ছোট্ট একটা মাকে।💚💙

    • @indranilmukherjee4299
      @indranilmukherjee4299 2 роки тому

      @@kaushikdas4606 ভাই তোর হেয়ালি ঠিক নিতে পারলাম না। বাড়ি কোথায় তোর? একটু ভেবে কথা বললে বোধহয় আরো বুদ্ধি খরচ হতো তাই দুম করে বলে দিলি। বড় হয়ে কিছু করার ক্ষমতা দেখা তবে তো সাপ বা বাপ নিয়ে নাড়াচাড়া করবি। এখন ভাল কাজে মন দে ভবিষ্যতে সাপের ভয় করতে হবে না, তার বিষ হজমের শক্তি জন্মে যাবে।😊

    • @kashinathhazra1123
      @kashinathhazra1123 Рік тому +5

      অপূর্ব লাগলো,মন ভরে গেল,

    • @kmandurrahim5971
      @kmandurrahim5971 Рік тому +1

      Very good , thank you.

    • @tapasdas9178
      @tapasdas9178 10 місяців тому +1

      এক বারে নূতন রূপে / just অসাধারণ

    • @paritoshbhowmick7788
      @paritoshbhowmick7788 10 місяців тому

      Very nice song

  • @mdmoshiurrahaman4495
    @mdmoshiurrahaman4495 Рік тому +97

    বাংলা গানের জগতের সেরা গানগুলোর মধ্যে অন্যতম একটি গান,
    হয়তো এই গানগুলো বিশ্বের সেরা গানগুলোর মধ্যে জায়গা করে নিবে না,
    কিন্তু এই গানগুলোতে যে আবেগময় ভালোবাসা ফুটে উঠেছে তা সত্যিই অসাধারণ, পরবর্তী যুগের পাঠকদের জন্য কমেন্টে রেখে গেলাম, এই গানের সকল কলা কৌশলী শিল্পী গীতিকার সুরকার ক্যামেরাম্যান সহ সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ❤️❤️❤️

    • @বাংলাজনসমাজ
      @বাংলাজনসমাজ 10 місяців тому +3

      মানে কি বলছেন ভাই । গীতিকার নজরুল ইসলাম , বিশ্বের সেরা গান এগুলি

    • @Md.MonirHossain-b4u
      @Md.MonirHossain-b4u 9 місяців тому +1

      🎉❤

  • @bimolbabu8912
    @bimolbabu8912 8 місяців тому +70

    নজরুল সঙ্গীত গেয়েছেন শিল্পী পুজা শীল বিশ্বের সেরা কন্ঠে, শুভ কামনা রইলো বোন

  • @hamidulislamraju
    @hamidulislamraju 8 місяців тому +11

    নজরুল গীতি চির অম্লান হয়ে থাকবে, কিংবদন্তি মরে নাই, বেচে আছে কোঠি বাংগালীর হৃদয়ে,,, এক কথায় অনবদ্য, হৃদয়ছোয়া 🥀♥️

  • @tahsanahmedjulhash9181
    @tahsanahmedjulhash9181 Рік тому +78

    নজরুল তুমি পৃথিবীতে একজনি এসেছিলে আর আসবেনা তোমার মতো কেউ!!
    অসাধারণ হয়েছে আপু গান এমনি হওয়া উচিত,সারা জীবন গানের পাখি হয়ে থেকো আপু❣️
    গানের প্রতিটি লাইন আমি তোমার জন্য তোমাকে উদ্দেশ্য করে এরেকটিবার গাইলাম🙊❣️

    • @myWeltanschauung
      @myWeltanschauung 8 місяців тому +4

      এক এবং অনবদ্য,নজরুল মনের সিংহাসনে সদা বিরাজমান

    • @ThelightofIslam-gq1yl
      @ThelightofIslam-gq1yl 7 місяців тому +3

      এক কথায় অসাধারণ 💞💞

    • @haque2002
      @haque2002 5 місяців тому +1

      Awsam 🎉🎉🎉

    • @sarojmahata8796
      @sarojmahata8796 4 місяці тому

      অসাধারণ।

  • @rafiya4218
    @rafiya4218 Рік тому +54

    অসাধারণ হয়েছে।বাহিরে বৃষ্টির হচ্ছে আর আপনার গানটা শুনছি ।এক কথায় অনেক ভালো লাগছে❤️❤️আপনার এরকম সুন্দর কন্ঠ আর অনেক গান আমাদের জন্য নিয়ে আসবেন।

  • @syedmdhassan7967
    @syedmdhassan7967 Рік тому +71

    নজরুলের গান কোনদিনই পুরানো হবেনা।সব সময় একইভাবে আনন্দ দিয়ে যাবে। শিল্পীকে কোটি কোটি বার ধন্যবাদ।খুব খুব খুব ভালো হয়েছে।

    • @bidyutsantra7964
      @bidyutsantra7964 Рік тому

      Very beautiful song. Very nice presentation.

    • @shariftanvirzaman
      @shariftanvirzaman Рік тому

      এই গানের ১:০৮ মিনিট থেকে যা, Rasputin 1979 গানেও সেই সেইম টিউন, কপি কপি কপি 🌚🤣

    • @mrhasan5310
      @mrhasan5310 11 місяців тому +1

      @@shariftanvirzaman 1930 সালের ডিসেম্বরে প্রথম রেকর্ড হয় ”শুকনো পাতার পায়ের নুপুর”
      1935 সালে ত্রিভুবনের প্রিয় মুহম্মদ রেকর্ড হয় ।
      রবি ঠাকুরের প্রতিভা বা কপি নিয়ে বিতর্ক হতে পারে নজরুলকে নিয়ে নয় । তিনি একজন অসমান্য প্রতিভাধর নক্ষত্র । রা রা রাসপুতিন যে নজরুলকে অনুকরন করে তৈরি করেনি সেটার প্রমান কি??

    • @Arjunjana-tw7cc
      @Arjunjana-tw7cc 8 місяців тому

      😅​@@mrhasan5310

    • @meghchau1
      @meghchau1 8 місяців тому

      ​@@mrhasan5310
      "রবি ঠাকুরের প্রতিভা নিয়ে বিতর্ক হতে পারে, নজরুলকে নিয়ে নয়" !!! ........... সাহিত্য এর সঙ্গীত নিয়ে এত পড়াশুনা করেছেন যে এতবড় কথা বলে দিলেন ?

  • @muzahidulislam3707
    @muzahidulislam3707 8 місяців тому +50

    শিল্পীর অদ্ভুদ অঙ্গভঙ্গি সত্য গানের মধ্যে একটা আলাদা রোমাঞ্চকর মুহূর্তর জন্ম দিয়েছে।
    অসাধারণ

  • @farabiahmed8033
    @farabiahmed8033 Рік тому +37

    প্রিয় একজন কবি ছিলেন কাজী নজরুল ইসলাম! 🖤 মেয়েটির কণ্ঠ সত্যিই অসাধারণ!🖤🖤

    • @AnantaAnanta-s7s
      @AnantaAnanta-s7s 10 місяців тому

      অসাধারণ একটা গান❤❤❤

  • @omargazi8320
    @omargazi8320 Рік тому +48

    ভংকয় রকম সুন্দর।
    প্রিয় কবির লেখা এতো সুন্দর কি ভাবে লিখলেন এমন সব রচনা।
    প্রিয় কবিকে যত যানার চেষ্টা করি তত বেশি অবাক হয়ে যাই।
    প্রিয় কবি তুমি মোর অনুপ্রেরণা।
    তুমিই মোর শিক্ষা।

  • @smoliar6894
    @smoliar6894 2 роки тому +77

    যখন জন্ডিস মার্কা ডায়বেটিস মার্কা
    গান শুনে মনটা অতিষ্ট হয়ে যায়, তখন এমন গুণি শিল্পিদের গান শুনলে মনটা ভরে যায়,,,*★এই গানটা গাওয়ার জন্য★পুজা★ তোমাকে,,অযুত লক্ষ্য,নিযুত, কোটি, সালাম,,

  • @Nahid-nm9jd
    @Nahid-nm9jd 2 роки тому +56

    অসাধারণ
    কাজী নজরুল ইসলাম কে তুলে ধরার জন্য ধন্যবাদ। ❤️

    • @myWeltanschauung
      @myWeltanschauung 8 місяців тому +1

      কাজী নজরুল ইসলাম বিরচিত ভক্তিগীতি বিশেষ করে শ্যামাসংগীত অনবদ্য,মনে ভক্তি স্রোতের এক প্লাবন বয়ে আনে।

  • @Qwert38848
    @Qwert38848 10 місяців тому +8

    Suparb... Puja shil... 🕉🕉🕉🕉🕉

  • @prizejoarder7722
    @prizejoarder7722 Рік тому +20

    চমৎকার গান! চমৎকার কম্পোজিশন!! শুনেই যাচ্ছি!! ভালোবাসা সবাইকে !!! ❤

  • @tarunkumarmali6608
    @tarunkumarmali6608 Рік тому +10

    খুব খুব খুব ভালো লাগলো, অনেক অনেক অনেক শুভকামনা রইলো, আগামী দিনে অনেক বড় মঞ্চে দেখতে পাব বলে আশা রাখছি, তোমার সকলেই খুব খুব খুব ভালো ও সুস্থ থেকো।

  • @subhasmandal393
    @subhasmandal393 Рік тому +14

    খুব স্বাচ্ছন্দ গায়কি ঢঙে নূতন ভাবে শুনলাম। অসাধারণ।।অনবদ্য । যারপর নাই আনন্দিত।।

  • @shiburoy9572
    @shiburoy9572 Рік тому +16

    ছোট বেলায় শুনেছি, আর আজ শুনলাম 😍 সত্যি খুব সুন্দর হয়েছে 😍
    ছোট বেলার কথা মনে পরে গেল 🥰

  • @bakulsova3039
    @bakulsova3039 8 місяців тому +6

    Khub Valo 🤩 ❤

  • @subhasishghosh7566
    @subhasishghosh7566 Рік тому +18

    এক অদ্ভুত আনন্দে ভরে গেল মন তোমার এই গান শুনে ।বাংলার স্বর্ণ যুগের গানে তারুন্যের আধুনিক উপস্থাপনার যথাযথ মিশেল।

    • @parthasm
      @parthasm Рік тому +1

      Ghoshbabu Eta famous Turkish folk song - Ottoman Era ->> Üsküdar'a gider iken (Katibim)
      ua-cam.com/video/Ddz3uX4GFj4/v-deo.html
      Bony M's "Rasputin" also an adaptation of the same

    • @subhasishghosh7566
      @subhasishghosh7566 Рік тому

      @@parthasm I knew about Rasputin, it was also one of my favorite childhood song. But I didn't know about Turkish folk song. Thanks for this valuable information.

  • @Manikruidas-l2h
    @Manikruidas-l2h 7 місяців тому +3

    খুবই ভালো হয়েছে , ধন্যবাদ।

  • @dilipacharjya3370
    @dilipacharjya3370 5 місяців тому +6

    তুমি জনমে জনমে এই জায়গায় আসবে আর এত সুন্দর করে গান করিবা আর আমরাও তোমার গান শুনতে শুনব।
    ঈশ্বরের নিকট আমার প্রার্থনা রইলো।
    God bless you.
    Thank you.

  • @sanjoydewan9072
    @sanjoydewan9072 8 місяців тому +3

    অসাধারন ❤

  • @bongtech5367
    @bongtech5367 8 місяців тому +3

    Asadharon ❤❤❤

  • @kanizfatemamoni2241
    @kanizfatemamoni2241 Рік тому +11

    সহজ সুন্দর আর নিখুত ভাবে গাওয়া নজরুল গীতী -মন কেড়ে নিলো! অপুর্ব অপুর্ব অপুর্ব

  • @tanvirmahbub1950
    @tanvirmahbub1950 Рік тому +14

    এর চাইতে ভাল আর কি হতে পারে! দারুন লেগেছে।

  • @amitacharjee77
    @amitacharjee77 Рік тому +11

    একটা নতুন স্বাদে অনন্য মন্ত্রমুগ্ধ উপস্থাপন, সত্যিই দারুণ লাগলো

  • @kabirhossain-mo8bk
    @kabirhossain-mo8bk 8 місяців тому +7

    কমেন্ট গুলো পড়ে গর্বে বুক ভরে যায় চোখ ভিজে যায় এই ভেবে যে আমি বাঙ্গালি।
    তানা হলে এই সৃষ্টির স্বাদ পেতাম না।
    চমৎকার পরিবেশনা।

  • @jobayeralam4340
    @jobayeralam4340 8 місяців тому +18

    নজরুল গীতি, অসাধারণ গান, ধন্যবাদ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।

  • @mithundas9525
    @mithundas9525 Рік тому +10

    ছোট্ট বেলার সেই দুষ্টু মিষ্টি বিকেলে বিটিভির পর্দায় নজরুলগীতির অনুষ্ঠান দেখার দিনগুলোতে ফিরে গেলাম❤❤❤❤😢 দারুণ

  • @audiojukebox-musicforconte7672
    @audiojukebox-musicforconte7672 Рік тому +11

    অসম্ভব সুন্দর কম্পোজিশন, সুন্দর কন্ঠে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে উপস্থাপন করছেন সুন্দরী পূজা শীল❤❤❤

  • @nasinuddin6342
    @nasinuddin6342 Рік тому +15

    বাদ্যযন্ত্র বাজানো অনেক সুন্দর হয়ছে

  • @bmsrisinha5753
    @bmsrisinha5753 8 місяців тому +6

    খুব ভালো লাগলো গানটা শুনে অনেক দিন পর গানটা শুনলাম। সত্যি মাটির গান শুনে মনটা জুড়িয়ে যায়।

  • @juwelalam
    @juwelalam Рік тому +11

    অসাধারণ! সুর, আবেগ পারফেক্ট ছিলো। ❤👍

  • @souvikbiswas4353
    @souvikbiswas4353 Рік тому +6

    Apnara achen bole ei misty bangla gan gulo bangali ekhono sunte pay love from India❤

  • @pujashill7384
    @pujashill7384 2 роки тому +1412

    কেমন হয়েছে জানাবেন সবাই 🙂

    • @redoyroy3768
      @redoyroy3768 2 роки тому +65

      গানটা যেমন সুন্দর হয়েছে,,,তেমন আপনার হাসিতে ও আপনাকে খুব সুন্দর লাগছে গানটি তে,,,,

    • @prityroy3895
      @prityroy3895 2 роки тому +17

      @@redoyroy3768 ধন্যবাদ

    • @supriarani537
      @supriarani537 2 роки тому +15

      Khub shundor shona moni amar...Barguna theke onnnk valobasha roilo

    • @nusratchowdhury1360
      @nusratchowdhury1360 2 роки тому +15

      ভালো লেগেছে আমার
      অনেকদিন পর নজরুল গীতি শুনলাম
      ধন্যবাদ আপনাকে

    • @J...D
      @J...D 2 роки тому +8

      অনেক সুন্দর ❤️

  • @hitanshuprasadchakraborty6102
    @hitanshuprasadchakraborty6102 Рік тому +2

    Khub bhalo. Nice presentation

  • @jagadishsarkar4150
    @jagadishsarkar4150 8 місяців тому +4

    Awesome song ❤️❤️

  • @SumayeaAkter-g8c
    @SumayeaAkter-g8c 6 місяців тому +14

    স্কুল লাইফে এ গান শুনতাম আর এখন ফিরে গেলাম স্মৃতিতে ❤

  • @Nayan085-qm2fq
    @Nayan085-qm2fq 10 місяців тому +3

    Va.ki oshadaron.❤

  • @msshanjida1941
    @msshanjida1941 Рік тому +8

    এই গানগুলো খুব মিচ করি, এখন কার গান এই গানে কাছে কিছুই নয়।অনেক ভালো লাগলো।অসাধারণ গেয়েছে।

  • @talashmahmud9148
    @talashmahmud9148 5 місяців тому +5

    শিল্পী আর মিউজিশিয়ানরা এই গানটি অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে

  • @nasiruddin7960
    @nasiruddin7960 2 роки тому +20

    এই গান টা গাইতে অনেক দম লাগে এবং অনেক কঠিন গানের কথা গুলো উচ্চারণ করা এই মেয়েটা যেনো হাসতে হাসতে গেয়ে গেলো এই বোনের জন্য অনেক দোয়া আর ভালবাস রইলো আমার

  • @KrishnoRoy-r7e
    @KrishnoRoy-r7e Рік тому +8

    অনেক সুন্দর লাগলো দারুণ। ❤❤❤❤

  • @jahidahsan2
    @jahidahsan2 Рік тому +17

    সত্যিই নজরুল বাংলা সাহিত্য ও সঙ্গীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

  • @SubirKurel
    @SubirKurel 5 днів тому +1

    গায়ে কাঁটা দিয়ে ওঠে গানটা শুনতে I ❤❤❤❤❤❤❤❤❤❤ my India 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samirbiswas3392
    @samirbiswas3392 Місяць тому +2

    Khub sundor

  • @queen-an424
    @queen-an424 2 роки тому +26

    শুকনো পাতার নুপূর পায়ে
    নাচিছে ঘূর্ণিবায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    দীঘির বুকে শতদল দলি
    ঝরায়ে বকুল-চাঁপার কলি
    চঞ্চল ঝরনার জল ছলছলি
    চঞ্চল ঝরনার জল ছলছলি
    মাঠের পথে সে ধায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
    আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
    বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
    আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
    পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
    ধূলি-ধূসর কায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    ইরানী বালিকা যেন মরু-চারিণী
    পল্লীর-প্রান্তর-বনমনোহারিণী
    ছুটে আসে সহসা গৈরিক-বরণী
    বালুকার উড়নী গায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    শুকনো পাতার নুপূর পায়ে
    নাচিছে ঘূর্ণি বায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
    ঢেউ তুলে সে যায়
    ঢেউ তুলে সে যায়
    ঢেউ তুলে সে যায়
    ঢেউ তুলে সে যায়
    সোর্স: Musixmatch
    Shukno Patar Nupur Paye গানের কথা © Saregama Music United States
    লোকজন এগুলিও সার্চ করেন
    Tumi Sundar Tai Cheye Thaki
    সতীনাথ মুখোপাধ্যায়
    Shaon Raate Jadi
    মান্না দে
    Anjali Laho Mor Sangite
    সন্ধ্যা মুখোপাধ্যায়
    Jare Haat Diye Mala Diye Paro Nai
    মানবেন্দ্র মুখোপাধ্যায়
    সবগুলি দেখুন
    ওয়েব ফলাফলগুলি
    www.gdn8.com › 2018/01
    Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নুপুর পায়ে

  • @laxmichandrasil1761
    @laxmichandrasil1761 Рік тому +7

    এই গানটা অসাধারণ হয়ছে❤
    শুভ কামনা রইল আপনার জন্য❤

  • @muhammadakash5841
    @muhammadakash5841 8 місяців тому +25

    শুকনো পাতার নূপুর পায়ে (shukno patar nupur paye)
    আরবি সুর, তাল: কাহারবা
    শুকনো পাতার নূপুর পায়ে
    নাচিছে ঘুর্ণিবায়
    জল তরঙ্গে ঝিল্‌মিল্ ঝিল্‌মিল্
    ঢেউ তুলে সে যায়॥
    দীঘির বুকে শতদল দলি'
    ঝরায়ে বকুল-চাঁপার কলি
    চঞ্চল ঝরনার জল ছল ছলি
    মাঠের পথে সে ধায়॥
    বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
    আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
    পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
    ধূলি-ধূসর কায়॥
    ইরানি বালিকা যেন মরু-চারিণী
    পল্লীর-প্রান্তর-বনমনোহারিণী
    আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
    বালুকার উড়্‌নি গায়॥
    ভাবার্থ: ফাল্গুন চৈত্র মাসে, গ্রাম বাংলার পথে-প্রান্তরে অনেক সময় এক ধরনের ঘূর্ণিবায়ু দেখা যায়। এই ঘূর্ণিবায়ু কোনো প্রলয়ঙ্করী ঝড়ের সৃষ্টি করে না। ধুলিবালি, শুকনো পাতা ইত্যাদি ঘূর্ণিত করে এই বায়ু ছুটে চলে। তারপর এক সময় গতি হারিয়ে তা মিলিয়ে যায়। গ্রাম-বাংলার এই নিতান্ত সাধারণ ঘূর্ণি বায়ুকে কাজী নজরুল ইসলাম অসাধারণ রূপকল্প এবং উপমার ভিতর দিয়ে সুর ও ছন্দ দিয়ে উপস্থাপন করেছেন- একটি সচল চিত্রকল্পের ক্যানভাসে। যা চোখে দেখা যায়, তা মনোজগতের বাস্তব স্তর। শিল্প এই স্তরকে অতিক্রম যখন কল্প-বাস্তব জগতে প্রবেশ করে তখন তা হয়ে উঠে শিল্পীর সৃষ্টি। বাস্তবজগতকে দেখতে হয় চোখে খুলে, আর শিল্পের জগৎ দেখতে হয় বাইরে চোখকে বন্ধ করে। এই গানের রূপ মনোজগতের, যা একান্তই শিল্পের জগত, শিল্পীর জগৎ। তাই এই জগতের সাধারণ একটি ঘূর্ণি বায়ু হয়ে উঠেছে ছুটে চলা নৃত্যশীলা চঞ্চলা বালিকা। তার অবয়ব ধূলিময়, তাই তার বর্ণ গৈরিক। তার পায়ে পাতার নূপুর বাজে, তার গতিময় আবর্তনের ছন্দে।
    তার চলার পথের জলাশয়ের পদফুলের পাপড়ি, জলের ভিতরে প্রথিত হয়ে যায়। একে সাধারণভাবে বলা যায় বায়ুদলন। কবি তাই ঘূর্ণি-বালিকার নৃত্যাঘাতে পদফুলের অবস্থাকে 'শতদল দলি' ব্যবহার করেছেন। ঘূর্ণি-বালিকা থেমে থাকে না। সে শতদলকে দলিত করে এগিয়ে যায় বনভূমির পথে। সেখানে সে আন্দোলিত করে বনভূমির বকুল-চাঁপাকে। চঞ্চলা ঝর্নার বুকে ছলছল জলতরঙ্গধ্বনি মুখরিত করে, কিন্তু থেমে থাকে না। মুহুর্তেই সেই নৃত্যময়ী ঘূর্ণিবায়ু মাঠের পথে ধেয়ে যায়। চলতে চলতে তার চাপল্যে বনভূমির আভরণরূপী বনফুল খসিয়ে দেয়।
    কবির কল্পজগতের এই নৃত্যশীলা বালিকার ধূলিধূসরিত শরীরে ঊর্ধদিকের বিস্তার- হয়ে উঠেছে আলুথালু কেশ। আর তার এই অস্থির চলা যেন কোনো এক দিকভ্রান্ত পাগলিনীর সচঞ্চল গমন। ফাল্গুন-চৈত্র মাসের শুকনো প্রান্তর যখন মরুময় হয়ে উঠে, আর সেই প্রান্তরে ছুটে চলা ঘূর্ণিবায়ু হয়ে উঠেছে কবির কাছে মরুচারিণী ইরানি বালিকা। যেন হঠাৎ ছুটে আসা ধূলিধূসরিত গৈরিকবর্ণা নৃত্যশীলা বালিকা, যার অঙ্গের উড়নি বালুকাখচিত। ছুটে আসে প্রকৃতি তথা পল্লী, প্রান্তর, বনান্তের মনকে আপন সৌন্দর্যবিভায় মোহিত করে। আপনার নৃত্যান্দনে সে সবার মনকে হরণ করে নেয়।
    গানটিতে ব্যবহার করা হয়েছে আরবের মরুসুর। কিন্তু বাণী ও সুরের অপূর্ব মিশ্রণ, আরব-পারশ্যের প্রাকৃতিক পরিবেশকে অতিক্রম করে বাংলার হয়ে উঠেছে। গানের শুরুতে পাই বাংলার পদ্মফুল শোভিত জলাশয়, পাই বাংলার আরণ্যক ফুলের নাম। গানের শেষ অন্তরার ইরানি বালিকা শুধুই উপমা, সে পারশ্য-কন্যা হয়েও বঙ্গীয় জনপদের।
    ঘূর্ণিবায়ুর চাঞ্চল্যে এ গানের সুর বাঁধা, তাই এর প্রতিটি স্তবকের সুরের চলন পাল্টে যায়। স্থায়ীর শুরু থেকেই এর শুরু। চঞ্চল ঘূর্ণিবায়ুর ঘূরণন, স্থায়ীর 'ঘূর্ণি বায়'-এ স্পষ্ট হয়ে উঠে- 'জ্ঞ া মা া । ণা দা পা মা। জ্ঞা রা জ্ঞা মা'- সুরবিন্যাসে। এই চলনের ঘূর্ণিই সুরের অলঙ্কার হয়ে উঠেছে। একই ভাবে জলতরঙ্গের ঝিলিমিলি আন্দোলন নান্দনিক হয়ে উঠে ভিন্নরূপ স্বরবিন্যাসে। সুর-বাণীর এই মনকে ছুঁয়ে যায় 'ঢেউ' শব্দের মীড়সহযোগে 'রমা'। এখানে এসে শব্দের ঢেউ আর সুরের ঢেউ একাকার হয়ে যায়।
    গানটির প্রথম অন্তরায় সুরকার, দীঘির বুকে 'শতদল দলি'-তে কোমল ঋষভ ব্যবহার করেছেন। সুরের চঞ্চল চলনকে এই কোমল ঋষভ কিছুটা মন্থর করে দেয়। অন্যদিকে ঘূর্ণির বালিকা যে কোমল ঋষভে পা রেখে পদ্মফুলকে দলিত করে, তার চিত্ররূপ মূর্তমান হয়ে উঠে অন্যান্য স্বরসমূহকে সাথি করে। আবার এই কোমল ঋষভে ভর করেই ঘূর্ণিবালিকা বনভূমিতে পথে ধেয়ে যায়, সেখানে ঝরিয়ে দেয় বনের বকুল চাঁপাকে।
    দ্বিতীয় অন্তরায় আবার ঘূর্ণিবালিকা চঞ্চল হয়ে উঠে। সুরে বিন্যাসে অস্থির আলুথালু অবস্থাকে মূর্তমান করে তোলে। এই বিন্যাসে সুরের অস্থিরতা পাগলিনীর মতোই যেন দিকভ্রান্ত। শেষ অন্তারাতেও এই অস্থিরতা ইরানি বালিকার মনোহারিণী রূপকে স্পর্শ করেছে। এবং সেই রূপই সুরের ছোঁয়ায় ধ্বনিচিত্রের ব্যঞ্জনায় অপরূপ হয়ে উঠেছে।

  • @chandankarmakar-ds5lp
    @chandankarmakar-ds5lp 16 днів тому +2

    দারুন দারুন

  • @dannyroy149
    @dannyroy149 Рік тому +8

    Brilliant. Very rhythmic Heard it 7 times in a row. From Mumbai. India.

  • @devsircar2408
    @devsircar2408 Рік тому +6

    Spellbound!!
    I think its following the steps of the lyrics of KAZI Nazrul Islam?

  • @prosantasarkar6818
    @prosantasarkar6818 6 місяців тому +3

    অনন্য, অসাধারণ ...... প্রাণময় এক অপূর্ব শান্তি ❤❤❤❤❤❤❤

  • @Diproyvloging1
    @Diproyvloging1 8 місяців тому +2

    Osmmmmmmmmmm❤❤ didi

  • @BhumikaSarkar613
    @BhumikaSarkar613 6 місяців тому +2

    Prothom theke e bakruddho ❤❤❤, janina ato sundor gangulo kano underground e theke jai

  • @md.rafiqulislam2456
    @md.rafiqulislam2456 Рік тому +31

    বাঙালির একজন কাজী নজরুল ইসলাম ছিলেন। ❤️❤❤

    • @____-ww5me
      @____-ww5me Рік тому +1

      আজও আছেন এবং থাকবেন আজীবন। 🙏

    • @gulshandui6317
      @gulshandui6317 Рік тому

      @@____-ww5me llllolkoki

    • @mofazzalmonir1562
      @mofazzalmonir1562 Рік тому +2

      আজীবন থাকবে অমর হয়ে ❤️❤️

    • @samzihadi
      @samzihadi 5 місяців тому

      কবি নজরুল সবার। যারা ধর্মবাদী, যারা ধর্মবিরোধী, যারা একত্ববাদী, যারা বহুত্ববাদী, যারা বাস্তববাদী, যারা আশাবাদী, যারা সাম্যবাদী, যারা ন্যায্যবাদী সকলের এক নজরুল। কেবল নজরুল অত্যাচারীদের নয়। অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে নজরুল সারাজীবন যুদ্ধ করে গেছেন।

    • @supriyobhattacharyya791
      @supriyobhattacharyya791 3 місяці тому

      যিনি মহাভারত লিখেছিলেন

  • @soumenmukherjee5967
    @soumenmukherjee5967 Рік тому +9

    Superb performance with owsm voice by you n excellent music 🎶🎶🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏. beautyfull singing

  • @MDshakilHasan-v3f
    @MDshakilHasan-v3f Рік тому +8

    গানটা শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤

  • @ripanghosh6928
    @ripanghosh6928 19 днів тому +1

    Childhood life had been starting with this song..

  • @swapankundu1058
    @swapankundu1058 3 місяці тому +2

    Tomader gaanta sune amar ganta haomoniam - a bajate aro ichhe korlo ❤❤❤
    Oshadharon just, wow❤😮😊😊

  • @pulokkumar2585
    @pulokkumar2585 7 місяців тому +3

    এই, মেয়েটার গান ♪ কয়েকদিন ধরে শুনছি, আর খালি মুগ্ধ হচ্ছি❤

  • @anuppatra3595
    @anuppatra3595 6 місяців тому +108

    2024 সালে কে কে শুনছেন

    • @NipaAkter-sk2gf
      @NipaAkter-sk2gf 6 місяців тому +1

      আমি

    • @souvik_vlogs
      @souvik_vlogs 6 місяців тому +2

      আমি ❤❤ আমি নাচ করি এই সব গানে

    • @JoyfulZebrafish-bj5qc
      @JoyfulZebrafish-bj5qc 6 місяців тому +3

      আমি😊😊😊😊😊😊

    • @nasirakhatun780
      @nasirakhatun780 6 місяців тому +1

      Ami❤

    • @nilamoni7153
      @nilamoni7153 5 місяців тому +1

      আমি, 👀আজকে আমার ক্লাস মেট এই গান টা গাইসে, আমার অনেক ভালো লেগেছে 😊,

  • @BinoyModak-u5w
    @BinoyModak-u5w 5 місяців тому +4

    ❤❤❤❤অসাধারণ সুর আপনার ❤❤❤❤

  • @ShuklaPaul-j3g
    @ShuklaPaul-j3g 2 місяці тому +2

    তোমাদের বাংলাদেশের নাটক ও অন্যান্য শিল্প সাধনা কে সন্মান করতাম কিন্তু এখন যে বাঙলা দেশ তোমরা তৈরি করলে ভবিষ্যৎ বলবে ঠিক হলো কি না ? আমি কলকাতা থেকে বলছি ধন্যবাদ🙏💕

    • @কথোপকথন৪
      @কথোপকথন৪ Місяць тому

      অবশ্য‌ই বাংলাদেশ আগের থেকে অনেক ভালো 🎉

  • @knowledge15134
    @knowledge15134 4 місяці тому +4

    সত্যিই, রাধাকৃষ্ণ নামের কী অপূর্ব অপার মহিমা.....চোখের জল অজান্তেই চলে আসে.....বেঁচে থাকুক মানুষের প্রকৃত প্রেম, ভালোবাসা.....❤😢🕉🙏🚩🌿🌺🌼

  • @prosenjitsingha7440
    @prosenjitsingha7440 Рік тому +17

    U are sing this precious song in an unique style. Awesome. I hear your song again & again.Pray to saraswati you may go ahead smoothly in future.❤️ From INDIA.

  • @nirjharbiswas3368
    @nirjharbiswas3368 Рік тому +7

    অসাধারণ একটি গান। খুব ভালো লাগলো গানটি শুনতে ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShuklaPaul-j3g
    @ShuklaPaul-j3g 7 місяців тому +4

    তোমরা আছো বলে এসব গান আজও মন ছুয়ে যায় আমি কলকাতার একজন যে বাংলাদেশের শিল্পী মন্ডল কে খুবই ভালোবাসি

  • @bapibiswas5961
    @bapibiswas5961 2 місяці тому +2

    ভালো লাগলো
    ভালো থাকবেন

  • @SOMNATHBERA-b8e
    @SOMNATHBERA-b8e 8 місяців тому +3

    Outstanding performance God bless you sister 💝💝💝💝💝

  • @samirkumarmondal864
    @samirkumarmondal864 2 роки тому +5

    খুব মনোরম আকর্ষণীয় excellent

  • @sandipkumarnandi4567
    @sandipkumarnandi4567 11 місяців тому +4

    খুব সুন্দর হয়েছে দিদি।মন ভরে গেলো।

  • @subratapaltuchowdhury7885
    @subratapaltuchowdhury7885 3 місяці тому +1

    বাহ্, নতুন প্রচেষ্টা, খুব ভালো লাগলো, মনটা ভরে গেলো ❤️❤️

  • @ParthaMajumdar-w1u
    @ParthaMajumdar-w1u 2 місяці тому +2

    খুবই সুন্দর গেয়েছে।

  • @rmalfu1543
    @rmalfu1543 Рік тому +5

    PUJA go ahead for bright future. I wish your success. You will be popular singer as your voice is very sweet.Are you relative of kanai lal seel a great singer , composer of lyrics & writer , Music director .

  • @sultanmahmudapu9145
    @sultanmahmudapu9145 8 місяців тому +3

    মন টা ঠান্ডা হয়ে গেলো গান টা শুনে

  • @abhijitmondal2621
    @abhijitmondal2621 Рік тому +4

    শুধু সুন্দর হয়েছে বলবো না, সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে,

  • @sanjibmaity469
    @sanjibmaity469 18 днів тому +1

    So Nice , Wonderful 😊😊😊❤❤❤

  • @palashibiswas-f1s
    @palashibiswas-f1s 2 місяці тому +2

    দারুন গেয়েছে

  • @arijitmaity4752
    @arijitmaity4752 Рік тому +5

    অনেক দিন পরে গানটি আবার শুনলাম, অসাধারণ লাগছে মনে হলো সেই পুরোনো দিনে ফিরে গেছি।

  • @surajitchakraborty100
    @surajitchakraborty100 Рік тому +4

    যেটা বলবো, সেটাই কম বলা হবে৷ তাই কিছু না বলাই ভালো...❤❤❤
    ❤❤অ সা ধা র ণ❤❤

  • @jibonsutradhar-l7f
    @jibonsutradhar-l7f 8 місяців тому +7

    অসাধারণ গেয়েছে, ধন্যবাদ কম্পোজার কে

  • @ShuvroHalder-xt1ll
    @ShuvroHalder-xt1ll 3 місяці тому +2

    🎉🎉🎉🎉 অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ডাবেরকুল,উজিরপুর থেকে দেখছি....

  • @sheikhmusafir
    @sheikhmusafir 2 роки тому +9

    বাংলাদেশের মিউজিশিয়ানরা যে এত সুন্দর গান কম্পোজিশন করতে পারে তা এই গান না শুনলে বুঝতে পারতাম না।

    • @mahmudkhanseam1482
      @mahmudkhanseam1482 5 місяців тому

      এই গানের কম্পোজিশন নজরুল তুর্কি গান থেকে নিয়েছে

  • @TotaSoundOfficial
    @TotaSoundOfficial Рік тому +6

    দারুন হয়েছে

  • @amalbanerjee8317
    @amalbanerjee8317 Рік тому +19

    Excellent. Sweet voice with perfect instrumental side. I feel this song as a new one. My blessing to Puja.

  • @palashibiswas-f1s
    @palashibiswas-f1s 2 місяці тому +2

    দারুন গেয়েছে❤❤

  • @sudiptasamanta8662
    @sudiptasamanta8662 8 місяців тому +1

    Fantastic, fantastic hoacha

  • @AftabAlam-hd7bo
    @AftabAlam-hd7bo Рік тому +6

    অনেকের কন্ঠে এই গানটা শুনেছি কিন্তু মনে হয়েছে পূজার কন্ঠের গানই শ্রেষ্ঠ।

  • @falguniroy8774
    @falguniroy8774 Рік тому +5

    খুব সুন্দর হয়েছে 💞💞

  • @santanaraninandy8007
    @santanaraninandy8007 Рік тому +5

    খুব সুন্দর হয়েছে ❤

  • @DilipBiswas-d8b
    @DilipBiswas-d8b 3 місяці тому +2

    এই গানটা বার বার শুনতে আশি আমি, আসলে তোমার গান গাইতে দেখতে খুবই ভালো লাগে আমার।❤

  • @manojmukherjee13
    @manojmukherjee13 Місяць тому +2

    Darun darun laglo daily suni

  • @moumitadas-pe5zj
    @moumitadas-pe5zj 6 місяців тому +3

    খুব সুন্দর presentation

  • @NitaiDah
    @NitaiDah 6 місяців тому +4

    খুব সুন্দর হয়েছে

  • @syedmdhassan7967
    @syedmdhassan7967 Рік тому +10

    খুব খুব খুবই সুন্দর হয়েছে,যা ভাষায় প্রকাশ করা যায়না।

  • @subalmandal3424
    @subalmandal3424 Місяць тому +1

    অসাধারণ উপস্থাপনা

  • @mazumdersubir5547
    @mazumdersubir5547 2 місяці тому +2

    অন্যন্য অনবদ্য

  • @suvadippaul9973
    @suvadippaul9973 Рік тому +5

    GAAN TA KHUB SUNDOR HOYA CHA. FROM INDIA🇮🇳🇮🇳