Gitimoy Ei Din Chirodin (Chondo Hariye Gelo)

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Singer - Sabina Yasmin

КОМЕНТАРІ • 347

  • @gopalchandradatta9118
    @gopalchandradatta9118 3 роки тому +42

    আহা কি গান!চলচ্চিত্রের স্বর্ণালি যুগের।আজ শুধুই অতীত। বাংলাদেশের চলচ্চিত্র আজ মরে গেছে।

  • @nasimgawhar1164
    @nasimgawhar1164 Рік тому +30

    👁️‍🗨️.."চোখেরো ভাষাতে আজকে না হয় মনেরই কথা বলো না"..আহ! বেহেতারিন লিরিক 👏!

  • @MahabubAlam-vx7qf
    @MahabubAlam-vx7qf Рік тому +8

    এই গানগুলো কখনো পুরানো হবে না সেই ছোটবেলায় শুনেছি যেভাবে আজও অন্তরের গভীরে পরশ বুলিয়ে যায় ঠিক সেইভাবে গানগুলো শুনলে কেন জানি অনেক দূরে চলে যাই কত সুমধুর সুরেলা কন্ঠে আহা কি জাদু মাখা সত্যি ওল্ড ইজ গোল্ড

  • @rstv9565
    @rstv9565 Рік тому +8

    কখনো বসন্ত কখনো শ্রাবণ
    কেন যে এত ছলনা--অসাধারণ।।

  • @mdbabulhossen5299
    @mdbabulhossen5299 Рік тому +2

    সত্যিই আজ কমেন্ট করতে গিয়ে আমার ছন্দ হারিয়ে গেল কি আবেদনময়ী গান তুলনা হয়না

  • @akmkarim1
    @akmkarim1 Рік тому +11

    স্মৃতিতে অম্লান, আমাদের শৈশবকাল টা ছিলো পাকিস্থান ও
    বাংলাদেশের সবচেয়ে আনন্দময় আর স্বর্ণযুগ।
    আর সেটা ছিলঃ ১৯৭০-১৯৮২ সাল।
    অগাষ্ট ২, ১৯৮২ যুক্ত্রাষ্ট্রে আসা হয় পড়াশুনার উদ্দেশ্যে।
    আর আমার আনন্দময়, উদ্দেশ্যহীন দিন শেষ হয়।

  • @balayethossainjoy1345
    @balayethossainjoy1345 2 роки тому +5

    🇿🇦🇧🇩 My Childhood Girlfriend was singing for me At School Life now she someone wife Living with Husband 🇿🇦 in South Africa

  • @rstv9565
    @rstv9565 Рік тому +7

    অসাধারণ গান।।।।
    আসলে প্রতিটি মানুষের জীবনে-ই
    'ছন্দ হারিয়ে গেল '।।।।।।।।।।।।
    তাই-ছন্দ হারিয়ে গেল ছবির গান
    ভালো লাগবেই।।।।।।।।।।।।।।।।।।
    ভেতর-টা ভরিয়ে দিবেই.............

  • @probirchakma186
    @probirchakma186 Рік тому +10

    মানুষ যতই ম্যচুউর হয় তথ পুরনো গানের প্রতি আকৃষ্ট হতে থাকে। কালজয়ী গান অপরূপ এক কণ্ঠ

  • @rafiqulislam-gz9qu
    @rafiqulislam-gz9qu Рік тому +6

    ছন্দ হারিয়ে গেল ছবির গান শিল্পী সাবিনা ইয়াছমিন।শুধু শৈশবে স্মৃতিই মনে পরে।

  • @ronelsinha3186
    @ronelsinha3186 2 роки тому +8

    আমার খুব প্রিয় গানের একটি এই গান 💖 সাবিনা ইয়াসমিন বাংলা চলচ্চিত্রে কত অসাধারণ গান উপহার দিয়েছেন - তার কোনো হিসাব নাই 💖

  • @shameemakhtar1375
    @shameemakhtar1375 2 місяці тому

    কি যে মন ভরানো গান ছিলো সেই দিনগুলো! বাংলাদেশের সেই গানের ঐতিহ্য কি করে হারিয়ে গেলো ভাবতে কষ্ট হয়!!

  • @mafijuddin1074
    @mafijuddin1074 3 роки тому +7

    গানটি শুনলে কেন জানি সেই পুরনো দিনের ফেলে আশা দিনগুলির কথা বারে বারে মনে পরে তখন বড় কষ্ট হয়

  • @tipuchakma2386
    @tipuchakma2386 Рік тому +5

    আগেরকার গানগুলো এখনো মানুষ শোনে,এখনকার গানগুলো দুইদিন হিট হয়, তিন দিনের মাথায় আর শোনে না মানুষ

  • @user-so6hq5do8p
    @user-so6hq5do8p Рік тому +6

    সাদা কালোর কালজয়ী গান
    শুনে আজও ভরে মন প্রাণ
    সুর যেন মহাসাগরের কলতান

  • @deephossain7213
    @deephossain7213 3 роки тому +32

    সাদা কালোর কালজয়ী গান,
    শুনে আজও ভরে মন প্রাণ,❤️

  • @shafiqislam2273
    @shafiqislam2273 4 роки тому +58

    যতই শুনি ততই ভাল লাগে। সুরের রানী, কোকিল কন্ঠী, গানের পাখি সাবিনা ইয়াসমিন।

  • @muhammadwaliullah8869
    @muhammadwaliullah8869 3 роки тому +16

    " কখনো বসন্ত কখনো শ্রাবণ, কেন যে এত ছলনা" কী চমতকার গান, কথা আর গায়কী, আর অবশ্যই অসাধারণ শাবানার অসাধারণ অভিনয়, ফেইসলুকিং!!!

    • @suadzhub8570
      @suadzhub8570 2 роки тому +1

      আপনার কি শুধু শাবানার অভিনয় ও ফেইসলুকটাই চোখে পড়লো ভাই ? রাজ্জাকের ফেইসলুক চোখে পড়লো না !

  • @munshimd.asadullah5014
    @munshimd.asadullah5014 2 роки тому +6

    হৃদয় ছোয়া গান। এই ধরনের গান যখন শুনি তখন প্রশান্তিতে মন ভরে যায়। নিজেকে বাঙালী হিসেবে অনেক বেশি গর্ববোধ করি যে, আমাদের গর্ব বোধ করার একটা সংগীত জগত আছে, আমাদেরও অনেক বড় সংস্কৃতি আছে। সাথে সাথে দুঃখ লাগে যে এই নতুন প্রজন্ম এই সমস্ত গান শোনার এবং বোঝার চেষ্টা করল না। নতুন প্রজন্মের মধ্যে আমার সন্তানেরাও।

  • @md.badshamia16
    @md.badshamia16 Рік тому +4

    আহ কি মধুর কি সুরেলা কন্ঠ সোনালী দিনের সোনালি গান মনটাকে খুব আঘাত করে পুরনো দিনের কথা গান থাকলেও দিনগুলো আর কোনদিন পাব না কি সুন্দর পরিবেশ মধুর পরিবেশ পিতা-মাতা ভাইবোন নিয়ে একসঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতাম এসে সিনেমার কতইনা গল্প বলতাম বলতাম আরেক বন্ধুর কাছে ভাইয়ের কাছে শ্যামল বাবুর কন্ঠে আমার খুবই প্রিয় ছিল নিখুঁত অভিনয় রাজ্জাক শাবানা ছিল না তাদের কোনো জীবনের খাদ কোন ত্রুটি বিচ্যুতি মধুময় প্রেম সিনেমাতেই প্রযোজ্য ছিল বাইরে তাদের কোন স্পট ছিল না শুধু রাজ্জাক স্যার শাবানা নয় ওই গ্রুপের যারা সবাই ছিল অনেকে প্রয়াত হয়ে গেছেন অনেকে বেঁচে আছেন আজ চিত্র জগতের কথা মনে পড়লে ঘিনে আসে ডাস্টবিনের দিকে তাকাতে ইচ্ছা করে তাদের দিকে ইচ্ছা করে না চরিত্র জগৎ নোংরা জগত বেশ্যার জগৎ

  • @golammostafa3994
    @golammostafa3994 2 місяці тому

    ছেলেবেলায় এ গানটি যে কতবার শুনেছি , তার কোন হিসেব নেই। " ছন্দ হারিয়ে গেল " ছবির এ গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

  • @rstv9565
    @rstv9565 Рік тому +6

    মানুষের জীবনে দিন চলে যায়।।
    কিন্তু কথা থেকে-ই যায়............

  • @khaledadilu2495
    @khaledadilu2495 3 роки тому +24

    এই গান গুলি পুরোনোদিন এর কথা মনে করিয়ে দেয়, এত সুন্দর প্রান ভরিয়ে দেয়

    • @mojharulislam4618
      @mojharulislam4618 Рік тому

      ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে। কিসের উত্তম সুচিত্রা? পাক ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা মানানসই মধুময় রোমান্টিক কালজয়ী কিংবদন্তি চির স্বরনিয় অমর জুটি দ্বয় হচ্ছেন রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা এবং রাজ্জাক ববিতা। এ-সব জুটি দ্বয় তরুণ তরুণীর মনে কাঁপন ধরিয়ে দিয়ে আবালবৃদ্ধবনিতার মনের মনিকোঠায় আসীন হয়ে মিশে গিয়ে আজও অমলিন হয়ে আছেন। এ-সব জুটি দ্বয় হচ্ছেন সর্ব কালের সর্ব সেরা এবং অহংকার এবং গর্ব করার মতো।

  • @mdmizanurrahmanmitu4621
    @mdmizanurrahmanmitu4621 Рік тому +1

    আমার প্রিয় একটি গান। বার বার শুনলেও ভালো লাগে

  • @kamalsarker8698
    @kamalsarker8698 5 років тому +97

    ছোটবেলায় গান গুলো শুনতাম ,তখন এই গান গুলোর মাধুর্য বুঝতাম না ,এখন বুঝিতে পারছি কি অপূর্ব এই গান গুলো । মহারাসট্ট , ভারত।

    • @user-sultan1080
      @user-sultan1080 4 роки тому +1

      আপ‌নি বাংলা বুঝেন কিভা‌বে? বাংলা‌দে‌শি গান শু‌নেন?

    • @abdulquddus2842
      @abdulquddus2842 4 роки тому

      Maharastra onek bangle ase .+8801713720232 .Abdul Quddus.

    • @nainaarobi9920
      @nainaarobi9920 3 роки тому

      @@user-sultan1080 llllpppp

    • @julhasuddin5123
      @julhasuddin5123 10 місяців тому

      ভারতের অনেক লোক বাংলাদেশের শিল্পীদের গান শুনে মনে হয়। ইউটিউবে অনেক কমেন্ট দেখি ভারত থেকে। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আঃ হাদি, শাহনাজ রহমতউল্লাহ,এন্ড্রও কিশোরের গান বিশেষ শ্রেনীর মানুষ শুনে ভারতের বিভিন্ন এলাকায়।

  • @golamkhan5028
    @golamkhan5028 Рік тому +6

    কত পুরোনো দিনের গান, আগামী দিনের স্মৃতি হয়ে থাকবে। 😊

  • @md.rafiqulislam7056
    @md.rafiqulislam7056 3 роки тому +39

    ছোট বেলাতে শুনতাম,
    এখুন বড় বেলাতে ও
    শুনছি, রুচির পরিবর্তন হয়নি।

  • @abulkalam7138
    @abulkalam7138 2 роки тому +6

    ধন্যবাদ জানানোর সুন্দর বাংলা ভাষা আমার জানা নাই কি ভাবে কৃজ্ঞতা জানাবো গীতিকার ও সুরকারকে।💙💙💙।

  • @anwarhussain-tb1yz
    @anwarhussain-tb1yz 3 роки тому +20

    Wow that's awesome singing. I am nostalgic to hear that song. I'm growing up to see that kind of music. I'm from India and I love Sabina yeasmin.

    • @nkmedium9903
      @nkmedium9903 2 роки тому +2

      she has honeycomb inside her vocal cord &she is the only singer in this world to whom it concern 🙂❤️❤️❤️

    • @AnikaAkter-fq5be
      @AnikaAkter-fq5be 10 місяців тому

      ​@@nkmedium9903xxxx😮

  • @md.shafiqulalam2518
    @md.shafiqulalam2518 Рік тому +3

    আহা কি গান, মনটা জুড়িয়ে গেল।

  • @user-xb3vj5og7t
    @user-xb3vj5og7t 5 місяців тому +1

    সাবিনা ইয়াসমিনের মতো সুরেলা আর জাদুকরী কন্ঠ ভারতীয় উপমহাদেশে আর কারো নেই। হ্যামিলনের বাঁশিওয়ালা যেন সুকরুন সুরের ইন্দ্রোজালে মোহাবিষ্ট করে রাখছেন কয়েক যুগ ধরে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ পাক উনাকে সুস্থ্যতা দান করুন আর আমাদের ডুবিয়ে রাখুন তার অতল সুর দরিয়ায়।

  • @kartickroy7805
    @kartickroy7805 5 років тому +60

    আঃ হাঃ রে কি গান মাইরি। মনটা জুড়িয়ে গেল। সাববাস সাবিনাই ইয়াসমিন ।

  • @al-ashrafeemedia3730
    @al-ashrafeemedia3730 4 роки тому +144

    নেই সেই গীতিময় গান, নেই সেই গীতিময় সৈসব, নেই সেই গীতিময় আনন্দঘন মূহুর্ত, নেই সেই গীতিময় ভালোবাসা।আছে শুধুই বুক ভরা কষ্ট,আর হারিয়ে যাওয়া স্মৃতি।

  • @nanigopaldas304
    @nanigopaldas304 4 роки тому +33

    এ ধরনের গান গুলা সারা জীবন মনের মনি কোটায় গেথে থাকবে।

  • @MOFIZURRAHMAN-hn2cz
    @MOFIZURRAHMAN-hn2cz 3 місяці тому

    আহ! মনটা ভরে গেল। অতুলনীয়, অপূর্ব।

  • @raihankabir5765
    @raihankabir5765 Рік тому +2

    বারবার শুনি,লাখোবার শুনি।মন হারিয়ে যায় পুরনো সেই দিনে।

  • @nomanchowdhury7803
    @nomanchowdhury7803 3 роки тому +32

    সেই দিন যদি আবার ফিরে আসত। সেলুট রাজ্জাক, শাবানা, সাবিনা ইয়াসমিন, নামনাজানা
    সুরকার, গীতিকার।

    • @mdshafiqrehman6317
      @mdshafiqrehman6317 2 роки тому

      Apni ki sei koste achi aiezz Uddin?

    • @qamrulialam7214
      @qamrulialam7214 Рік тому +2

      সুরকার আনোয়ার পারভেজ
      গীতিকার গাজী মাজহারুল আনোয়ার

  • @jihadulislam5853
    @jihadulislam5853 5 років тому +21

    গানগুলো একান্তই আপন মনে হয়। অথচ আমাদের ৩-৪ প্রজন্মের আগের।❤❤❤

  • @নিতুহোসেন
    @নিতুহোসেন 5 років тому +25

    উপমহাদেশের সেরা শিল্পীর মধ্যে সাবিনা ইয়াসমিন একজন । গড গিফটেড কন্ঠ।

    • @muhammadbayzidtalukdar1437
      @muhammadbayzidtalukdar1437 4 роки тому

      Sorry!!!!!

    • @masudmasud8917
      @masudmasud8917 4 роки тому +2

      খুলনা বেড়াতে গিয়েছিলাম "উল্লাসিনী "হলে "ছনদো হারিয়ে গেলো"সিনেমাটা দেখেছিলাম। ১৯৮৩ সালে

    • @mottakinurrahmanwasek4096
      @mottakinurrahmanwasek4096 4 роки тому +1

      গলা চেপে ধরে গান করেন, খুলে কখনো গাইতে পারেননি। কিন্তু তিনি খুব মিস্টি ও সুরেলা কন্ঠের অধিকারিনী।

    • @নিতুহোসেন
      @নিতুহোসেন 3 роки тому

      @@mottakinurrahmanwasek4096 😲😲😲😲😲

    • @julhasuddin5123
      @julhasuddin5123 10 місяців тому

      সাবিনা ইয়াসমিন যদি গলা ছেড়ে গাইতে না পারেন, তাহলে এই উপমহাদেশে কে আছে যে তার মতো ধারালো, উচ্চ, মসৃণ, মধুময় কন্ঠের অধিকারী? লতার চাইতে সাবিনা ইয়াসমিনের কন্ঠের কারুকাজ আরো উঁচু লেভেলের নও ডাউট? আপনি হাজার টা যুক্তি উপস্থাপন করেন তাতে কি

  • @rabiulhassan4147
    @rabiulhassan4147 4 роки тому +55

    শাবানা, রাজ্জাকের অভিনীত এই ছবিটি খুবেই দারুন ছিলো,,গানটি এখনও অমর হয়ে আছে সাবিনা ইয়াসিন এর কন্ঠের।

    • @ridaykhan6807
      @ridaykhan6807 3 роки тому

      ভাই ছবির নাম কী

    • @nituhossain3975
      @nituhossain3975 2 роки тому

      @@ridaykhan6807 ছন্দ হারিয়ে গেল।

  • @shoebahmed3512
    @shoebahmed3512 3 роки тому +18

    ভুলি নাই,,,এখন সুধু সৃতি।। আর আসবেনা ফিরে সেই দিনগুলি।।

  • @robiulkarim9810
    @robiulkarim9810 4 роки тому +44

    ছোট্ট বেলায় যখন টেলিভিশন ছিল খুবই কম তখন রেডি ওর কদর খুবই বেশি ছিল। মাঝে মাঝে রেডিও তে গান গুলো শুনতাম রূপকথার মত মনে হত, আবার নিশীথি অধিবেশন নামে রাত্রে এই মধুর সুরেলা গান গুলো প্রচার হত আর এখন সভ্যতার বিকাশে সেই গানের ভিডিও দেখছি অসাধারণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সেই স্মৃতি মধুর গান গুলো উপহার দেবার জন্যে।

    • @mahbubislamchowdhury6625
      @mahbubislamchowdhury6625 Рік тому

      Oh very very nice and sweet song never come back golden past days.. remember and feel again and again

  • @majiburrahman3468
    @majiburrahman3468 Рік тому +2

    কলিজা ঠাণ্ডা করা গান....................খুব ভাল লাগে।

  • @ronelsinha3186
    @ronelsinha3186 2 роки тому +8

    সাবিনা ইয়াসমিনের কন্ঠের যাদুতে মন একসঙ্গে ভালো ও উদাস হয়ে যায় 💖 এমন কন্ঠ কি বাংলা গানে আর আসবে ?💖

  • @najirimran1424
    @najirimran1424 5 років тому +16

    Ato sundor kere ganta?
    Razzak + shabana😍😍😘😍

  • @kalambhuyain5467
    @kalambhuyain5467 2 роки тому +15

    এত ছন্দ, এত অনুরণ,এত আবেগ আর হবে না।

  • @piusjohnpalmer7676
    @piusjohnpalmer7676 Рік тому +4

    কত সুন্দর সুর ও কথা মন জুড়ে যায়।

  • @rahmanmoti
    @rahmanmoti 2 роки тому +2

    চিরদিন কী আর গীতিময় থাকে!!
    প্রিয় গান...♥♪

  • @saidurraham4661
    @saidurraham4661 5 років тому +28

    ওল্ড ইজ গোল্ড। অসাধারণ গান দেশসেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে

  • @humayunnewaz5570
    @humayunnewaz5570 6 місяців тому

    ভাষা নেই ভালোলাগার অনুভূতি প্রকাশ করার

  • @syyiedwaliullah9731
    @syyiedwaliullah9731 Рік тому +1

    এক সময় এই গান টি অনেক শুনেছি। অনেক বছর পরে আজ শুনলাম।

  • @romezuddin5345
    @romezuddin5345 3 роки тому +4

    স্মৃতি কেনো কাঁদায়? মানুষ স্মৃতি নিয়ে বেঁচে থাকে।আসলে স্মৃতি টা মানুষের আমল।

  • @MominMia-ie6ff
    @MominMia-ie6ff 11 місяців тому +2

    Unparalleled song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rstv9565
    @rstv9565 Рік тому +1

    গীতিময়,সেইদিন চিরদিন
    বুঝি আর এলোনা।।।।।

  • @shamsherali1818
    @shamsherali1818 3 роки тому +12

    ঐ সময় টি ছিলো সোনালী যুগ, সেই দিন চিরদিন আর বুঝি আসবেনা।

  • @rahmanmoti
    @rahmanmoti Рік тому +5

    যত তুমি হও অভিমানী
    ভেতরে দুয়ার খোলা জানি...♥♪

  • @akmkarim1
    @akmkarim1 3 роки тому +17

    অসাধরন একটি গান, শুনে মুগ্ধ হলাম।
    এখানে তুলে আমাদের শুনতে সুজোগ করে দেয়ায় অভিন্দন রইল।

  • @mdsaeed4158
    @mdsaeed4158 4 роки тому +7

    Sei lovely & sweety Shabana. .nice song.

  • @azizulislam3295
    @azizulislam3295 Рік тому +2

    প্রেম অনন্য ও অপূর্ব ।

  • @salimrezasalimreza9685
    @salimrezasalimreza9685 3 роки тому +3

    হারিয়ে যাবে সবাই। কিন্তুু এই গান গুলো বেছে থাকবে রিদয় জুড়ে। আজ কালকের ছবি মানুষের দেখার মতো না।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 10 місяців тому +2

    জীবনটাই গীতিময় স্মৃতিময় !❤❤😂😂

  • @mohiuddinalamgir2327
    @mohiuddinalamgir2327 3 роки тому +6

    Those beautiful days will never return, recollect with tearful eyes.

  • @sky497
    @sky497 28 днів тому

    আমরা অমানুষরা বেচে আছি,কি সুন্দর অতীত আমাদের, চোখে পানি এসে গেল

  • @seniornoob4600
    @seniornoob4600 4 роки тому +34

    ছোট বেলায় গান গুলো শুনে যেমন হৃদয় ছুয়ে যেত আজো শুনলে তেমনি হৃদয় ছুয়ে যায়।

  • @ajmotali240
    @ajmotali240 8 днів тому

    যত হও তুমি অভিমানি,ভিতরে দুয়ার খোলা জানি------- কি দারুন কথা

  • @jahangirkhan177
    @jahangirkhan177 3 роки тому +3

    হায়রে আমার অনুরোধের আসর গানের ডালি ! বাংলাদেশ বেতারের সেই আয়োজন আর পুকুর পারে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া আর রেডিওর গান শোনা ৷

  • @thehunter4661
    @thehunter4661 2 роки тому +1

    কোকিল কন্ঠী সাবিনা ইয়াসমিন বাংলাদেশের অহংকার।

  • @hossainamjad6194
    @hossainamjad6194 4 роки тому +4

    অসাধারণ একটি গান।আমার কলেজ জীবনে অনেক গেয়েছি

  • @story9139
    @story9139 2 роки тому +1

    এই অতীত চলচিত্র আমার বিনোদনের চিরসুখ

  • @rstv9565
    @rstv9565 Рік тому +1

    চোখের ভাষাতেই মনের কথা
    বলা যায়।।।

  • @OishyGhosh-hq6bs
    @OishyGhosh-hq6bs 5 місяців тому +1

    গানটা আমার খুব প্রিয়

  • @kalidasmukhopadhyay8007
    @kalidasmukhopadhyay8007 2 роки тому

    Asadharon khub sundor laglo gan khani thanks for uploading

  • @shawonsadnan2745
    @shawonsadnan2745 3 роки тому +3

    Razzak shabana.is the most femous juti of bangladesh

  • @misirali4133
    @misirali4133 3 роки тому +3

    The old is gold. The old beautiful melodious song which has spell-bounded our heart ❤️🌹 and mind with deep impression. Till then , recalled past boyhood days which was sweet and honest days. The sweet voice touch and to cast spell my heart ❤️🌹.

  • @mramiry1503
    @mramiry1503 3 роки тому +1

    কোথায় হারিয়ে গেল সোনালী দিন গুলো আমি তখন সিক্সে পড়ি!

  • @nurulIslam-tn7jx
    @nurulIslam-tn7jx 3 роки тому +3

    অতীত কি আরও ফিরে আসবে?শুধুই বুক ভরা...... আর হারানো বেদনাময় স্মৃতি।।।

  • @rstv9565
    @rstv9565 11 місяців тому +3

    দিন যায়,কথা জেগে থাকে
    মন তারে কাছে ধরে রাখে

  • @nuralam5014
    @nuralam5014 Рік тому +1

    সেই মানুষরা সবাই না হলেও অনেকে রয়েছেন। শুধু হারিয়ে গেছে _____ কথা/ সুর / গায়কী । 😪

  • @maislam7652
    @maislam7652 4 роки тому +16

    So sweet music
    proud of our legend

  • @ensaftourstravels3580
    @ensaftourstravels3580 4 роки тому +16

    I saw the Cinema a few times specially with the attraction of most melodious singing of glorious artist Sabina Yasmin

  • @mahfuzurrahman8444
    @mahfuzurrahman8444 10 місяців тому

    এতো ভালো গান তুলনা হয় না।

  • @mithelahaque7070
    @mithelahaque7070 3 роки тому +9

    গীতিময় সেইদিন চিরদিন বুঝি আর হলো না
    মরমে রাঙ্গা পাখি উড়ে সে গেলো নাকি
    সে কথা জানা হলো না।।
    দিন যায় কথা জেগে থাকে
    মনটারে কাছে ধরে রাখে।
    কখনো বসন্ত কখনো শ্রাবণ।
    কেন যে এত ছলনা।।
    যত তুমি হও অভিমানী
    ভিতরে দুয়ার খোলা জানি।
    চোখের ভাষাতে আজকে না হয়।
    মনের কথা বলো না।।

  • @maqu21
    @maqu21 4 роки тому +19

    simply old is gold ...fantastic.

  • @borhanuddin8170
    @borhanuddin8170 2 роки тому +2

    🇧🇩এই গান গুলো শুনতাম চিঠি ডাকযোগে
    পাঠিয়ে তখন কোনো মোবাইল ছিলনা কোনো সিডি ডিবিডি ছিলনা ছিলনা রংগিন টেলিভিশন তখন একটি ইউনিয়নে ১৪ ইঞ্চি একটি সাধা কালো টেলিভিশন ছিল। তখন রেডিও গ্রামে কচিৎ কোন এক জনের কাছে একটি। কথাগুলো লিখে গেলাম ২০২২ ইং

  • @delwarhossain9202
    @delwarhossain9202 5 років тому +15

    মনটা ভরে গেলো

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 10 місяців тому +2

    আমার ❤😢 র গান @

  • @mdrahman-mm6bz
    @mdrahman-mm6bz Рік тому +1

    চমৎকার ভালো লাগা একটি গান।

  • @Nadia_islam
    @Nadia_islam Рік тому +1

    amar ammu aj sunte cailo tar sei chutobelar gan❤️ 23/03/2023

  • @user-wj3qd1de9k
    @user-wj3qd1de9k Рік тому +1

    গানটা শুনতে ভালো লাগে। অনেক বার শুনেছি।

  • @susantaray170
    @susantaray170 3 роки тому +9

    সত্যি ই সেই দিন আর সেই বয়স আর কখনোই ফিরে আসবে না।সে দিনের স্মৃতি নিয়ে মৃত্যুর অপেক্ষায়প্রহর গননায় বসে আছি ।

    • @hiramanik1759
      @hiramanik1759 3 роки тому

      So sad

    • @abdulgaffar2439
      @abdulgaffar2439 2 роки тому +1

      মৃত্যুর আগে স্রষ্টাকে চিনে যেতে হবে নাহলে কোথায় যাব।

  • @zahidhossain8600
    @zahidhossain8600 11 місяців тому

    Exceptional Evergreen emotional song.

  • @mamunhowlader8522
    @mamunhowlader8522 Рік тому

    জীবন থেকে জীবন হারিয়ে গেছে তবুও এরকম গান শুনলে চলে যাই সেই দিনে

  • @princesheikhraselcaptain5191
    @princesheikhraselcaptain5191 4 роки тому +6

    অনেক আগের গানটি - আমি তখোন ক্লাশ সিক্সে পড়ি ১৯৮৬ সাল ! দেখিছি ছবি টি - এখনো মনে পড়ে সেই স্মৃতি ! গ্রামের সেই সুন্দরী মানষী মেয়েটি ! - প্রিন্স

    • @salimreza1323
      @salimreza1323 4 роки тому

      Excellent singer song old is gold.

    • @OnlineBlogs
      @OnlineBlogs 4 роки тому +1

      Valoi loicca chila takan tomi🤣🤣🤣

  • @user-bi4nu9zz6h
    @user-bi4nu9zz6h 5 років тому +12

    গান সুর অভিনয় এক কথায় অপুব ।এই গান আর হবে না ।

  • @selimbosunia1628
    @selimbosunia1628 4 роки тому +39

    হারানো দিনের গানগুলির মত আমরা ও যদি অতীতের দিনগুলো ফিরে পেতাম ?

    • @adylehossain1197
      @adylehossain1197 3 роки тому

      Aha it's not possible. Time and tide wait for none.

  • @kartickroy7805
    @kartickroy7805 2 роки тому

    গানটি তখন ই শুনি তখন মনের ভেতর যেন উথাল পাথাল করে ওঠে, অন্ধকারে খুঁজে বেড়ায় সেই দিন গুলো। হারিয়ে খুঁজে বেড়ায় ।

  • @golammurshed3756
    @golammurshed3756 4 роки тому +12

    1971 theke1989 sal porjonto chinema gulo ki punorai hole prpdorson hole khub valo hoto 11-05-2020year

  • @alauddinhossain3428
    @alauddinhossain3428 Рік тому

    ছন্দ হারিয়ে গেছে। ফিরে আর আসবেনা।

  • @hasanuzzaman6718
    @hasanuzzaman6718 Рік тому

    এই সমস্ত গান ও ছবি
    শুধুই স্মৃতি এখন।

  • @shawonsadnan2745
    @shawonsadnan2745 3 роки тому +2

    Razzak Shabana is the most Romantic and the most Popular and the most Greatest Famous Juti. Razzak Shabana is the best Juti then the Shabana . .... .... Alamgir Juti. Alagir is a Valueless Hiro without Shabana.