সাপ সাবধান | সচেতনমূলক নাটক | সাপ থেকে বাচার উপায় | সাপ কামড়ালে কি করবেন

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • সাপ সাবধান | সচেতনমূলক নাটক | সাপ থেকে বাচার উপায় | সাপ কামড়ালে কি করবেন
    আমাদের দেশে সাপ নিয়ে প্রচুর কুসংস্কার রয়েছে। বীণ বাজিয়ে সাপ আনা, সাপ দুধ খায়, দাঁড়াশ সাপ মারাত্মক বিষধর-লেজ দিয়ে বাড়ি দিলে মানুষ বাঁচে না, বাড়ি দেওয়ার স্থান পচে যায়, সাপ মানুষকে চিনে রাখে, আঘাত করলে রাতে বাসায় এসে কামড় দেয়, সাপ কামড়ালে ওঝা ভাল করতে পারে ইত্যাদি হলো কুংসস্কার। সাপের কামড় বিষয়ে প্রথম জাতীয় জরিপে জানা গেছে, বাংলাদেশে প্রতি বছর অন্তত ৬ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। আর কামড়ের শিকার হয় ৫ লাখ ৮৯ হাজার ৯১৯ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসকের কাছে যান মাত্র ৩ শতাংশ।
    #natok

КОМЕНТАРІ • 3