TVS Apache RTR 4V ফার্স্ট ইমপ্রেশন রিভিউ | BikesGuide

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • বিশ্বখ্যাত টিভিএস ব্র্যান্ডের জনপ্রিয় একটি মডেল অ্যাপাচি ৪ভি, আর আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে টিভিএস অ্যাপাচি ৪ভি নিয়ে বিস্তারিত আলোচনা। অ্যাপাচি ছাড়াও বাংলাদেশে জনপ্রিয় কিছু টিভিএস মডেলের মধ্যে রয়েছেঃ TVS Apache RTR 160 Single Disc, TVS Apache RTR 160 Double Disc, TVS Metro Plus Drum, TVS Metro, TVS Radeon ইত্যাদি।
    TVS Apache RTR 160 4V বাইকটির রিভিউ, অভিজ্ঞ মতামত, দাম এবং বিস্তারিত জানুন: bikesguide.bik...
    তবে আজকে আমরা কথা বলবো বিশেষ একটি বাইক নিয়ে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক। ২০১৮ সালে বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকেই বাইকটি অনেকের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে। এলিগ্যান্ট লুক এবং দুর্দান্ত সব ফিচার ১৫০ সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলো থেকে অ্যাপাচি ৪ভি কে যেমন আলাদা করেছে তেমনি বাইকটিও পূরণ করেছে ব্যবহারকারীদের প্রায় সকল চাহিদা।
    ডিজাইন এবং স্টাইলঃ
    TVS Apache RTR 160 4V 2022 স্পেশাল এডিশনটি বাইক প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। 2022 TVS Apache RTR 160 4V এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 180mm এবং ডিস্ক ভেরিয়েন্টের ওজন 147kg। এর সাথে এখানে দেওয়া হয়েছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
    ইঞ্জিন এবং পার্ফরমেন্সঃ
    TVS Apache RTR 160 4V এ ব্যবহার করা হয়েছে 159.7cc BS6 ইঞ্জিন যেটি 17.39 bhp শক্তি এবং 14.73 Nm টর্ক তৈরি করতে সক্ষম এবং এটিকে সাপোর্ট দিচ্ছে একটি ৫-স্পিড গিয়ারবক্স।
    ফুয়েল এফিসিয়েন্সি
    যারা নেকেড স্পোর্টস বাইক পছন্দ করেন তাদেরকে এই বাইকটি প্রিমিয়াম ফিল দিতে সক্ষম কিন্তু ফুয়েল ইফেসিয়েন্সির দিক থেকে এই বাইকটি মডেস্ট সার্ভিস দিবে।
    বাইকটি রাস্তাভেদে প্রায় ৪০-৪৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম যা মূলত ১৫৫সিসি বাইকের জন্য যথেষ্ট।
    ব্রেকিং এবং কর্নারিং
    ব্রেকিং সেটআপ এবং পিছনের টায়ারের প্রকারের মাধ্যমে এই বাইকের ভেরিয়েন্টগুলোকে আলাদা করা হয়েছে। বেস মডেলটিতে সামনের ডিস্ক/পিছন ড্রাম ব্রেক সেটআপ দেওয়া হয়েছে। অন্যদিকে মিড এবং হায়ার ভেরিয়েন্টগুলোতে স্ট্যান্ডার্ড হিসাবে উভয় চাকায় পিছনের রেডিয়াল টায়ার এবং ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
    সুবিধা-অসুবিধা
    বাইকটি চালানোর বেশ কিছু সুবিধার মধ্যে রয়েছে, সিটই রাইডিং করার ক্ষেত্রে বাইকটি বেশ জনপ্রিয়। আরামদায়ক সিটিং ক্যাপাসিটি ইঞ্জিনের স্মুথ আওয়াজ, যে কাউকে সহজেই আকৃষ্ট করবে।
    অন্যদিকে বাইকটির অসুবিধা বলতে, এখানে স্প্লিট সিট ব্যবহার করলে এটি আরও বেশি জনপ্রিয় হতো বলে আমাদের ধারণা।
    #tvs #apache #motorcycle #bikesguide #bikereview

КОМЕНТАРІ • 4

  • @minhazzsourovv9297
    @minhazzsourovv9297 2 роки тому

    Very informative. Great work

  • @2ndgear902
    @2ndgear902 2 роки тому

    This is really informative, Thanks bikesguide

  • @mdshohag6915
    @mdshohag6915 2 роки тому

    Supper

  • @juwelrana7070
    @juwelrana7070 Рік тому

    ব্রাক ব্যাংক প্রেমেন্ট সিস্টেম আছে কিনা প্লিজ জানাবেন