সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২৪

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024
  • শিক্ষা বৃত্তি-২০২৩: সোনালী ব্যাংক পিএলসি
    ১। কোন প্রতিষ্ঠান এই শিক্ষা বৃত্তি দিচ্ছে?
    কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড়/দ্বীপ/চর এর শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মেধাবী সন্তান, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে সোনালী ব্যাংক পিএলসি।
    ২। কারা আবেদন করতে পারবে?
    (ক) ২০২৩ সালে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত।
    অথবা
    (খ) ২০২৩ সালে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী।
    ৩। আবেদনের যোগ্যতা কি বা কত জিপিএ লাগবে?
    SSC HSC দরিদ্র ও মেধাবী
    GPA মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী: GPA শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের GPA
    2023 2023 5.00 4.50 ৩.৫০
    ৪। আবেদনের অন্যান্য শর্তগুলো কি কি?
    ক) শিক্ষার্থী যাদের পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতিত) বেশী নয় তারা আবেদন করতে পারবেন। স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
    খ) বৃত্তির পরিমাণ এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা।
    গ) প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
    ৫। কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিতে হবে?
    প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্ন-বর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবেঃ
    (ক) প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সুপারিশসহ);
    (খ) বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ;
    (গ) অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি;
    (ঘ) জন্ম নিবন্ধন সনদ/এনআইডি এর সত্যায়িত কপি;
    (৩) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকুরীরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র;
    (চ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ
    (ছ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি
    (জ) ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ/প্রত্যয়নপত্র এবং (বা) তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ্যপ্রত্যয়নপত্র।
    ৬। কীভাবে আবেদন করবে এবং শেষ সময় কত?
    আগ্রহী প্রার্থীদেরকে ২০-১১-২০২৪ তারিখ হতে ০৯-১২-২০২৪ তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইট www.sonalibank.com.bd/csr Online Application Form পুরণের মাধ্যমে আবেদন করতে হবে।
    লিংক: www.sonalibank...
    ৭। চলো এবার অনলাইনে আবেদন সম্পন্ন করি…..

КОМЕНТАРІ •