Це відео не доступне.
Перепрошуємо.

রাজশাহীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ী || Documentary || Priyojon TV

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2021
  • রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্ট । এই স্থানটিকে ঘিরে এক সময় বসতো ঘোড়ার গাড়ি চালক বা কোচোয়ানদের মিলনমেলা। জিরো পয়েন্টের আশপাশে সারি সারি করে সাজানো থাকতো সুসজ্জিত ঘোড়ার গাড়ি। তখন দূরবর্তী বাহন হিসেবে ঘোড়ার গাড়িই ছিল একমাত্র মাধ্যম। কিন্তু কালের বিবর্তনে এবং উন্নত প্রযুক্তির ছোঁয়ায় বিলীন হয়ে গেছে সেই সময়ের গুরুত্বপূর্ণ এই বাহনটি।
    দেশ স্বাধীন হওয়ার আগে রাজশাহীতে প্রায় ৭’শ ঘোড়ার গাড়ির ছিল। নগরবাসীর দুরের যাত্রার একমাত্র বাহন ছিল ঐহিত্যবাহী ঘোড়ার গাড়ি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজশাহীর হরিপুর, কাটাখালি, বানেশ্বর ও নওহাটাসহ বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে গাড়ি নিয়ে জড়ো হতেন কোচোয়ানরা। যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিববহণেও এই গাড়ির জুড়ি ছিল না।
    তখনকার আমলে প্রতিবেশী দেশ ভারত থেকে বেশি ঘোড়া আনা হতো। কিছু কিছু ঘোড়া বগুড়া থেকে নিয়ে আসা হতো। তখন একটি ঘোড়ার দাম ছিল ২’শ থেকে ৩’শ টাকা। এখন এই ঘোড়ার দাম ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা।
    কালের বিবর্তনে রাজশাহীর সেই ঘোড়ার গাড়ি এখন বিলুপ্তির পথে।

КОМЕНТАРІ • 1