যে ৭টি ভুলে রমাদানের পূর্ণ সদ্ব্যবহারে আমরা বারবার ব্যর্থ হই | মুহাম্মাদ নাসীল শাহরুখ।
Вставка
- Опубліковано 8 гру 2024
- যে ৭টি ভুলে রমাদানের পূর্ণ সদ্ব্যবহারে আমরা বারবার ব্যর্থ হই
মুহাম্মাদ নাসীল শাহরুখ
২৪ ফেব্রুয়ারী ২০২৪, সন্ধ্যা ৭:০০
প্রকাশিত হচ্ছে উস্তাজ নাসীল শাহরুখ সংকলিত এবং ড. মোহাম্মদ মানজুরে ইলাহী সম্পাদিত বহুল আকাঙ্খিত বই:
ফিকহুস সিয়াম - রোযার বিধান ও মাসায়েল বইটির তৃতীয় সংস্করণ
প্রতি বছর রামাদান আমাদের উপর ছায়া বিস্তার করে, আবার চলে যায়। রামাদান বিপুল সম্ভাবনার হাতছানি নিয়ে আমাদের জীবনে উপস্থিত হয়। কিন্তু যথাযথ প্রস্তুতির অভাবে আমরা অনেকেই রামাদানকে পুরোপুরি কাজে লাগিয়ে আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তনটুকু আনতে ব্যর্থ হই। তাই রামাদানের জন্য প্রস্তুতি প্রয়োজন। আর এই প্রস্তুতির মধ্যে অন্যতম হল জ্ঞানের প্রস্তুতি। যে ব্যক্তি জ্ঞান ছাড়া ইবাদত করে, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে জেনেবুঝে ইবাদত করে - তারা দুজন কখনোই সমান নয়। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِيْ عَلَى أَدْنَاكُمْ
সাধারণ ইবাদতকারীর ওপর আলেমের মর্যাদা তোমাদের সবচেয়ে সাধারণ ব্যক্তির তুলনায় আমার মর্যাদার অনুরূপ... তিরমিযী
প্রি-অর্ডার ফরম: forms.gle/yVhz...
যোগাযোগ:
সবুজ উদ্যোগ প্রকাশনী
মোবাইল: ০১৭০০৭১৪১০০ (Call/WhatsApp)
Website: supublications...
#religion
জাযাকাল্লহু খইরন
আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ জাঝাকাললাহ।
جزاكم الله خيرا 🌺🌺🌺
আল্লাহ আমাদের সবাইকে সহিহ পদ্ধতিতে সোয়াম পালন করার তৌফিক এনায়েত করুন।
JazakAllahu Khairan
جزاك الله خيرا
Alhamdulillah.
May ALLAH Blesses us best out of Ramadan...Ameen.
Jazaka Allahu Khairan........