মাসে লাখ টাকা আয় করেন ইন্টেরিয়র ডিজাইনের শিক্ষার্থী মুনিয়া

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • মাসে লাখ টাকা আয় করেন ইন্টেরিয়র ডিজাইনের শিক্ষার্থী মুনিয়া-
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গভঃ কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের শিক্ষার্থী মেহজাবিন মুনিয়া, ফ্রিল্যান্সিং সম্পর্কে যার ধারণা ছিল শূন্যের কোটায়। তার ক্যাম্পাস থেকেই প্রথম জেনেছিলেন ক্রিয়েটিভ আইটির বিষয়ে এরপর ইন্টেরিয়র ডিজাইন কোর্স করেছেন। একজন নারী হিসেবে নিরাপদ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্নও ছিলেন তিনি, তবে কোর্স করার পর তার ভাবনা পরিবর্তন হয়ে যায়। ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে যখন পরিপূর্ণ ধারনা পান তখন বুঝতে পারেন যে নারীদের জন্য নিরাপদ পেশা হতে পারে ফ্রিল্যান্সিং। ক্রিয়েটিভ আইটির সার্বিক সহায়তা, মেন্টরদের গাইডলাইন তাকে পৌঁছে দিয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। মুনিয়া এখন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এমনকি কাজের ব্যস্ততায় নতুন করে আর কিছু ভাবারও সুযোগ পাচ্ছেন না।
    ঘরে বসেই মুনিয়া পরিবারকে সাপোর্ট দিতে পারছেন পাশাপাশি উল্লেখ না করলেই নয় তার বেশ কিছু বিদেশি ক্লায়েন্ট আছে যাদের মাধ্যমে কাজ পেয়ে থাকেন এবং মাসে লাখ টাকারও বেশি ইনকাম করেন। একজন নারী হিসেবে পরিবার সামলে নিজ যোগ্যতায় ফ্রিল্যান্সিং সেক্টরে জায়গা করে নিয়েছেন।
    নিঃসন্দেহে মুনিয়ার এই সফলতা হাজারো নারীর জন্য অনুপ্রেরণা, ক্রিয়েটিভ আইটি গর্বিত তার এই অর্জনে।
    ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে যে কোন তথ্য জানতে অংশ নিন সেমিনারে,
    রেজিস্ট্রেশন করুন- forms.gle/QaH66kB4BkFKGWP58
    ক্রিয়েটিভ আইটি সম্পর্কে যে কোন তথ্য জানতে,
    কল করুন - 01777308777, 01624666000, 01624888444
    ইনবক্স করুন:- m.me/creativeitinstitute
    ক্যাম্পাস ভিজিট করুন :
    ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (মেইন ক্যাম্পাস)
    মমতাজ প্লাজা (৫ম তলা),
    ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
    বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫
    #CREATIVEITINSTITUTE #CareerInIT
    #entrepreneurlife #webdevelopment

КОМЕНТАРІ •