জ্বালাময় আকিজ Durdanto V6 🔥 | জ্বলে পুড়ে কয়লা আমি । Akij Motors | আকিজ ইবাইক । Chowdhury Shaheb

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @sanaullahsunny972
    @sanaullahsunny972 Рік тому +273

    সত্যি বলতে কি এতো সুন্দর ও সুশৃঙ্খলভাবে কাউকেই আমি বাইকের রিভিও করতে শুনিনি। অনেক বড় বড় ইউটিউবারকেও না।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +24

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আমি শুধু চেষ্টা করে যাচ্ছি। আপনাদের এই অনুপ্রেরণা আমাকে শক্তি দিয়ে আসছে। সাথে থাকবেন আশা করছি

    • @sanaullahsunny972
      @sanaullahsunny972 Рік тому +5

      @@ChowdhuryShaheb127 যদি সময় হয় তাহলে বাইকের ইউজার রিভিউ তৈরি করতে পারেন। বাইক কেনার ক্ষেত্রে ইউজার রিভিউ খুব হেল্পফুল হয়।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +8

      @@sanaullahsunny972 চেষ্টা করবো ভাইয়া

    • @sanaullahsunny972
      @sanaullahsunny972 Рік тому +3

      @@ChowdhuryShaheb127 ধন্যবাদ ভাইজান

    • @monjurelahi7414
      @monjurelahi7414 Рік тому

      🤣🤣😂😁

  • @smrony7728
    @smrony7728 Рік тому +47

    আপনার বক্তব্য সঠিক আছে ভাইয়া,,সমাজে ভালো মন্দ মিলেই বেচে থাকতে হবে, যারা ভালো তারা ভালো কিছু বলবে💞

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +3

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, সাথে থাকবেন আশা করছি

  • @ShikkhokForum
    @ShikkhokForum Рік тому +3

    ধন্যবাদ প্রিয় ভাই, ই বাইক এর আগের ভিডিওটি আমি দেখেছি। মাশাআল্লাহ্‌, অনেক সুন্দর রিভিউ দিয়েছেন। আমি বাইক চালাই ১৪ বছর ধরে। এখনো ই বাইক চালাই নাই। এই পর্যন্ত ৩ টি বাইক কিনেছি। ওয়ালটন এর বাইক দিয়ে যাত্রা শুরু ,তারপর বাজাজ পালসার , এরপর প্লাটিনা কিনেছি। এখন আকিজ এর এই বাইকটি কিনার ইচ্ছা আছে। ১৩০ এম্পিয়ার এর ব্যাটারির টা নেওয়ার ইচ্ছা আছে। শুনলাম ৩.৬ থেকে ৪ লাখের মত লাগবে। আর আপনার রিভিউ এর জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইজান, কষ্ট করে সময় নিয়ে ভিডিওগুলো দেখার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো বেশ কিছু ভিডিও আসবে ইবাইক নিয়ে, আশা করছি সাথে থাকবেন। ভালো থাকবেন ভাইজান

  • @muhammadanassiddiki5753
    @muhammadanassiddiki5753 Рік тому +10

    খুব গোছানো স্বতঃস্ফূর্ত উপস্থাপনা! ধন্যবাদ!

  • @S.A._Creation
    @S.A._Creation Рік тому +76

    সবার চেয়ে সুন্দর ছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা)। 🖤
    কে কে প্রিয় নবীকে ভালোবাসেন?

    • @rakibulazad1725
      @rakibulazad1725 Рік тому

      ❤Amra Shobai ❤

    • @jabedrana3847
      @jabedrana3847 Рік тому

      I love Mohammad sallahu alaihiya sallam

    • @md.ferozealam126
      @md.ferozealam126 6 місяців тому

      বাইকের রিভিউয়ের কমেন্টে এটা কী করলেন? দেখেতো মনে হচ্ছে নামাজ করেন কী না সন্দেহ হচ্ছে। ধান ভানতে শীবের গীত। কীসের মধ্যে কী পান্তা ভাতে ঘি।

    • @MDMizanurRahamanGoldar
      @MDMizanurRahamanGoldar 5 місяців тому

      এই শালার বেটা তোর এই ভিডিওর ভিতর কি কাজ?

  • @azamgolam9670
    @azamgolam9670 6 місяців тому +1

    সুন্দর রিভিউ

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  6 місяців тому

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  • @mafizuddin6655
    @mafizuddin6655 Рік тому +10

    ভাই যে যাই বলুক ভিডিও এ অনেক উপকার হয়েছে। ধন্যবাদ ❤️

  • @praponkhan-lq7ey
    @praponkhan-lq7ey Рік тому +5

    ভাইয়া লিথিয়াম ফসফেট ব্যাটারি ছাড়া জীবনেও ই-বাইক নিবোনা তার পরেও আপনার ভিডিওগুলো দেখি.... আপনার মানসিকতাটা খুব ভালো লাগে আমার।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

  • @younusmiamia
    @younusmiamia Рік тому +6

    মন্দ মানুষেরা সব সময় মন্দ কথায় ব্যবহার করে আপনার কথাগুলো খুবই সুন্দর লাগলো ভাইয়া আপনার জন্য দোয়া ও শুভেচ্ছা রইলো আগামীর শুভকামনায় আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন

  • @afsaruddin-hx5nf
    @afsaruddin-hx5nf 12 днів тому +1

    কি সিহাব চৌধুরী কি খবর,? বলুন তো কে বলছি? যাই হোক খুব সুন্দর ইনফরমেশন পেলাম খুশী হলাম।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  11 днів тому

      অসংখ্য ধন্যবাদ ভাই 😁, নামেই পরিচয় পেয়ে গেসি

  • @mrmeils1
    @mrmeils1 Рік тому +54

    সময় এসেছে দেশ প্রেম দেখানোর দেশ কে ভালোবাসব নিজ দেশের পন্য ব্যবহার করি দেশকে এগিয়ে যেতে সাহায্য করি❤❤❤❤❤

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +3

      সুন্দর কথা ভাই, সবাইকে একই মতামত প্রদর্শন করতে হবে

    • @blackbob4445
      @blackbob4445 Рік тому +9

      ভাই চায়না মাল দেশিয় কম্পানির লেবেল বসানো

    • @adnan143234
      @adnan143234 Рік тому +11

      সময় এসেছে দেশ প্রেম দেখানোর দেশ কে ভালোবাসব এবং পু...মারা খাবো।
      এই দেশ প্রেম আমাকে দুচে দিয়েছে সেই দশ বছর আগে থেকেই। দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সেই ২০১৩ থেকে ওয়াল্টনে শিফট করি মোবাইল ফোন দিয়ে। ১বার নয়,৩-৩বার ধরা খাইসি এদের ফোন কিনে।তবুও শিক্ষা হয় নাই,গত বছর একটা ডীপ ফ্রিজ কিনে ধরা খাইসি সর্বশেষ! ৮মাস হয় নাই তবুও এর মাঝে ৪বার সার্ভিস করাতে হইসে।তবুও এর প্রবলেম ছাড়ে না।

    • @mirsoburali2293
      @mirsoburali2293 Рік тому +4

      কোন মালটা দেশের ভাই সবই তো চায়না, 😂😂😂😂

    • @mojahid1631
      @mojahid1631 Рік тому

      এটা আমদানি করা।

  • @mdal-amin7741
    @mdal-amin7741 Рік тому +3

    আলহামদুলিল্লাহ, ভাই অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও টা। এই বাইক গুলো অল্প দুরত্বের জন্য অনেক ভালো। অল্প খরচে চালাচল করা যায়। আমার ভাই ২০১৫ সাল থেকে এখন পযন্ত চালাচ্ছে,দুইজন সবসময় আশা যাওয়া করে। আমি নিজে ও অনেক চালিয়েছি।ইনশাআল্লাহ আমি একটি কিনবো

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আর শুভকামনা আপনার জন্য

    • @mdrashed-oc7kf
      @mdrashed-oc7kf Рік тому

      The best Amar akta lagba

  • @akash..talukder..roman1234
    @akash..talukder..roman1234 8 місяців тому +1

    কমেন্ট দেখে বুঝতে পারলাম আসলে ভালোদের সবাই ভালোবাসে, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য।আমি আপনার চ্যানেলের নতুন সদস্য।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  8 місяців тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার কমেন্ট এর জন্য, অনুপ্রেরণা হয়ে থাকবে। আশা করছি সাথে থাকবেন

  • @obydullahislamicmedia2554
    @obydullahislamicmedia2554 6 місяців тому +5

    বিদেশি পণ্য বর্জন করে দেশের পণ্য ব্যবহার করি এতে কর্মসংস্থান বাড়বে দেশ ও দশের উন্নয়ন হবে।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  6 місяців тому

      ধন্যবাদ ভাইয়া, আপনার মতামতের সাথে আমিও একমত।

  • @prohosanbd
    @prohosanbd Рік тому +1

    ফুল চার্জ দিতে কতক্ষন সময় লাগে?? এই বাইক এর জন্য কি brta সব রুলস মানতে হবে? কেমন tax, registration, insurance, digital number plate etc... জানাবেন প্লিজ

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      10+ hours for 0-100% charge. আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে ইবাইকের, আশা করছি সেখানে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভাইয়া

  • @mdnazmoolhasan885
    @mdnazmoolhasan885 Рік тому +5

    অনেক কিছু শিখলাম, বুঝলাম।
    ধন্যবাদ ব্রো। উপস্থাপনা দারুন ছিলো।

  • @JasimUddin-e7u
    @JasimUddin-e7u Рік тому +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে দুই বছর পরে যখন ব্যাটারিগুলো বদলি করতে হবে সেই সময় কত টাকা খরচ করতে হবে

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      খোজ করেছিলাম, ব্যাটারি আমদানিকৃত পন্য হওয়াতে এক এক সময় দাম কম-বেশি হতে পারে। তবে ৫০ এম্পিয়ার এর জন্য ৫ টা জেল ব্যাটারি কম-বেশি ৪০০০০ টাকার মতো। আর লিথিয়াম ব্যাটারি হলে দাম আরো বেশি হবে তবে লিথিয়াম ব্যাটারির মেয়াদ ৫ বছর অনায়াসে থাকে

  • @soul.mahbub
    @soul.mahbub Рік тому +8

    অনেক ভাল লাগলো ভাই। খুবই ডিটেইল ইনফরমেটিভ হয়েছে আপনার রিভিউটা। কখনো গ্রামে চালানোর জন্য কিনতে চাইলে আপনার সাহায্য চাইবো। 👍🏼

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +2

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া, Any time information লাগলে জিজ্ঞেস করবেন

  • @wahidulislam100
    @wahidulislam100 Рік тому +1

    ভাইয়া যেহেতু এটা ইলেক্ট্রিক বাইক সেহেতু বাইক ওয়াশ করার পর কি কোন প্রবলেম হয়? আর আমরা যারা হিলে থাকি তারা কি এটা use করতে পারব?

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      হিলে ব্যবহার করা গেলেও ব্যটারি আর মটরের উপর চাপ পরবে। আর সাধারণ ওয়াশে কোন অসুবিধা নেই। ইবাইকের অন্যান্য কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসুন আরো জানতে পারবেন আশা করছি

  • @sadat10162701
    @sadat10162701 Рік тому +5

    অনেক ধন্যবাদ ভাই। ইনফরমেটিভ ভিডিও। এই সেগমেন্ট এমন ডিটেল রিভিউ শুধু আপনারই আছে সম্ভবত। আর বাংলাদেশে ফুয়েল এবং গ্যাসের প্রাইস যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে এই ই বাইক ই একমাত্র ভরসা।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

    • @mdmustakimbillah6814
      @mdmustakimbillah6814 Рік тому

      আলহামদুলিল্লাহ আমাদের চৌধুরী সাহেবের এই রিভিউটা বেশ ভালো হয়েছে 🥰🥰🥰 কিন্তু ভাই গভারমেন্ট তো ইলেকট্রিসিটি বিল বাড়িয়ে দিল।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      @@mdmustakimbillah6814 ওই যে ভাইয়া আগের কথাটাই বলি- জন্ম থেকে জলছি। আমাদের দেশে বাড়বেই সব কমবেনা 😞। অসংখ্য ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেয়ার জন্য

  • @saadbinashraf8941
    @saadbinashraf8941 Рік тому

    ব্যাটারি নষ্ট হইলে কি করব?
    আর তখন খরচ কেমন হবে?
    বিস্তারিত জানালে উপকৃত হতাম।
    (আপনার ভিডিও পুরোটা দেখলাম,খুবই সুন্দর বর্ণনা!)

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ভাই। ব্যাটারি যদি পরিবর্তনের দরকার হয় তাহলে সম্ভবত এখন ৪০০০০-৪২০০০ হাজার লাগবে (জেল ব্যটারি)। তবে ব্যাটারি যেহেতু আমদানিকৃত পন্য তাই দামের এদিক সেদিক হতে পারে ভাই

  • @ShamimSumon
    @ShamimSumon Рік тому +7

    আসলে ভাই অসাধারণ আপনার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি ৷

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই 😍

  • @MRA-ke4ex
    @MRA-ke4ex 10 місяців тому

    আসসালামুআলাইকুম চৌধুরী ভাই আসলেই আপনি একজন পাগল মানুষ কারণ আপনি আমাদের মতো কিছু সংখ্যক পাগলদের জন্য এই রকম তথ্য বহুল একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিয়েছেন, পাছে লোকে কিছু বলে সেই জন্য কি থেমে আছি, এই প্রথম আপনার ভিডিও দেখলাম এবং খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া ❤

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  10 місяців тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, এই উৎসাহগুলো পাই বিধায় কিছু তথ্যবহুল ভিডিও বানানোর সামান্য প্রয়াসে মগ্ন হই এই ভেবে যে আমার মতো হাজারো পাগল আছেন যারা হয়তো অল্প কিছু তথ্যের জন্য সখ পুরনে সাহস পাচ্ছেনা। সাথে থাকবেন প্রিয় ভাই

  • @MizanurRahman-mw4uv
    @MizanurRahman-mw4uv Рік тому +4

    অনেক সুন্দর আলোচনা ভাই খুব ভালো লাগলো উৎসাহ পেলাম আপনার থেকে আমারও ই বাইকের উপর হেব্বি একটা ঝোক আছে

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, সাথে থাকবেন আশা করছি

  • @mohammedshiblohossain
    @mohammedshiblohossain 4 місяці тому

    সত্যি বলতে খুবই সুন্দরভাবে গোছিয়ে রিভিউ দিয়েছেন,ধন্যবাদ আপনাকে❤

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  4 місяці тому

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  • @MdSharifulIslam-re1cc
    @MdSharifulIslam-re1cc Рік тому +3

    Vai Eita niya ektu regular Video diyen.... ❤️Thank you vai for sharing.

  • @MdMasudRana-pm5lz
    @MdMasudRana-pm5lz Рік тому +6

    অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে,নিজের মূল্যবান সময় দিয়ে জনস্বার্থে ভিডিও এবং স্বতঃস্ফূর্ত কমেন্টের উত্তর প্রদান করছেন।
    পাশে আছি ভাই সবসময়💚❤️

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

  • @আলকোরআনমিডিয়া-গ৩খ

    ধন্যবাদ ভাই আপনাকে আমি কিনবো কিনবো বলে এখনো কিনতে পারি না৷ টাকার জন্য৷ আশাকরি একদিন কিনবো ইনশাআল্লাহ৷ এই জন্য আপর ভিডিও কয়েক বার দেখেছি ❤❤❤❤

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  8 місяців тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আর শুভকামনা আপনার জন্য

  • @ankitachowdhury8614
    @ankitachowdhury8614 Рік тому +3

    কারো কথায় কান দিবেন্না, অনেকেই অনেক কিছুই বলবে, সব ধরতে যাবেন না। কারন যে যেটা বলে সেটা সে নিজেও পারেনা বা জানেনা। খুব ভালো Content আর খুব সুন্দর উপস্থাপন। যদিও আমার Interest নেই বাইকের কিন্তু খুব ভালো লাগলো

  • @Sunny_Subhan
    @Sunny_Subhan 8 місяців тому

    আপনার শেষ দিকের কথা গুলোর সাথে একমত পোষণ করছি।
    আপনার এই প্রয়াস সফল হোক।
    ধন্যবাদ।
    🌺
    ✌🏻

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  8 місяців тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ❤️

  • @md.ashrafulalam4732
    @md.ashrafulalam4732 Рік тому +5

    অপেক্ষায় ছিলাম 💚

  • @Anik97t
    @Anik97t Рік тому +2

    দেখছেন ভাই, আজিকই সুপারহিট। আপনার চ্যানেলের বেস্ট ভিডিও হয়ে থাকবে।

  • @wazedulhoque5088
    @wazedulhoque5088 Рік тому +8

    Thanks brother for most informative vlog. Riding Duronto for last five years without any major problem.

  • @khanmonir6595
    @khanmonir6595 Рік тому +1

    ভাই চার্জ ফুল করতে কত সময় লাগে? ধন্যবাদ

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      0-100% korte 10 hours vaia, depends on the battery level to start

  • @mdrokibulhasan1133
    @mdrokibulhasan1133 Рік тому +12

    Review টা অনেক সুন্দর হয়ছে 👍👍👌👌

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অনেক ধন্যবাদ ভাইজান, সামনে অন্যান্ন ভিডিও আসবে, আশা করছি সাথে থাবেন

  • @jonayedshovo2186
    @jonayedshovo2186 4 місяці тому

    ❤ অসাধারণ উপস্থাপনা❤️‍🔥
    কেনার আগ্রহ আরো একধাপ বাড়লো🥰🥰

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  4 місяці тому

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️

  • @adnankhirullah3728
    @adnankhirullah3728 Рік тому +8

    ভাইয়া সুন্দর রিভিউ ছিল। ভাইয়া আমার ২টা প্রশ্ন ছিল। এইটা হলো আপনি কতদিন ধরে ব্যবহার করছেন?? দ্বিতীয় এটার সার্ভিস কীভাবে maintenance koren? ধন্যবাদ ❤️

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +10

      ধন্যবাদ ভাই। ১ বছরের মতো চালাচ্ছি, আজ অব্দি কোন সমস্যা পাইনি তাই service এর প্রয়োজন পরেনি

  • @kabyabasak4
    @kabyabasak4 Рік тому +1

    অনেক সুন্দর একটি ভিডিও উপহার দিয়েছেন। তবে আমার একটি প্রশ্ন হচ্ছে যে বাইকটি সার্ভিসিং কিভাবে করতে হয়?

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      Akij থেকেই নিতে পারবেন ভাই, তবে বাইকের শপ থেকেও নেয়া যায় কারন প্রায় সবিই একই। শুধু মটর আর ইলেকট্রিকাল লাইন ধরার প্রয়োজন নেই।

  • @burnedbrowncoal7536
    @burnedbrowncoal7536 Рік тому +10

    the fact is, i start liking your video as far it going deep and deep...nice analytical vLog. Love it bro. keep it up. 🙂

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +2

      Its an honor for me brother, trying my best. Thanks a lot, stay safe and keep inspiring

  • @kaziabdulmotin8219
    @kaziabdulmotin8219 7 місяців тому +1

    আশা করি আমরা যারা ক্রুজার বাইক পছন্দ করি আকিজ কোম্পানি কিছু ক্রুজার মজবুত শক্তিশালী বাইক নিয়ে আসবে সামনের দিনগুলোতে

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  7 місяців тому

      আকিজের রোমিও নামে একটি ইলেকট্রিক বাইক বাজারে আছে জেটা কিছুটা ক্রুজার টাইপের,তবে ব্যক্তিগতভাবে আমার তেমন ভালো লাগেনা। অদুর ভবিষ্যতে হয়তো আকিজ বা অন্য কোন কোম্পানি যদি উদ্দোগ নেয় তাহলে হয়তো আমরা পেতেও পারি, সেক্ষেত্রে ব্যাটারির চার্জ এবং স্থায়িত্ব নিয়ে তাদের ভাবতে হবে অনেক।

  • @nirbansarker5448
    @nirbansarker5448 Рік тому +3

    সব সময় উচিত কথাই বলবেন ভাইতা অনেক ধন্যবাদ।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      সবসময় চেষ্টায় থাকবো ভাই

  • @abdullahrafiqueuddin828
    @abdullahrafiqueuddin828 Рік тому +1

    ami bike chalate pari na this bike will be best for me ...thanks for the info bro ...apnar aro vedios dekhe ami inspired hoice ai bike proti ....

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      thanks a lot dear brother, take a wise decision and best wishes

  • @mdurjoy0
    @mdurjoy0 Рік тому +18

    Very helpful for me. I followed you from the beginning. Your user review is really great. I'll buy a e-bike in future.
    Please continue and share your journey with e-bike in a regular gap.

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +3

      Thanks for the inspiration bro, trying my best to share the actual informations. Stay safe and take care

  • @abdulllahal-shahir5490
    @abdulllahal-shahir5490 7 місяців тому

    Eto shundor ekta review dewar jonno onek onek dhonnobad vai. Eto madhurjota diye explaination dewar karone apni ekjon subscriber earn korlen. Ami apnar next video er opekkha korbo. Hopefully we would meet someday. Take care of your health vai.

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  7 місяців тому +1

      Thank you so much brother, it’s my pleasure.... Will meet someday inshallah

  • @mdmustakimbillah6814
    @mdmustakimbillah6814 Рік тому +4

    ভাই বাংলাদেশি ইবাইকের রিভিউ আপনি যেভাবে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের উপকারের আসছে। তবে ইন্ডিয়ান কিছু ই-বাইক দেখলাম লুকিং আরো বেশি প্রফেশনাল। ওগুলো কি বাংলাদেশ মার্কেটে ঢোকার কোন পসিবিলিটি আছে...?

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      Totally depends on market vaia,actually ekta group ebiker marketing er jonno try kore kacche abar BRTA ar proshashoner majhe pore onekei agroho haracche.. tobe near futurei ebiker market aro boro hobe asha korchi, sathe LC issue gulao shesh hobe. Tokhon hoyto paoa jabe

  • @AshiqurRahman
    @AshiqurRahman Рік тому +1

    এসব বাইক আসলে তখনই successful হবে যখন বেটারি কেপাসিটি এমন হবে যে এক চার্জে সারাদিন টানা চালানো যাবে।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      জি, তবে তার আগে বি আর টি এ অনুমোদন পেতে হবে

  • @zak3077
    @zak3077 Рік тому +3

    Thank you so much for this informative video.I am sure it will come handy to all the people who have future plan to buy a e bike.

  • @omarsharifmd3299
    @omarsharifmd3299 4 місяці тому

    আল্লাহ তায়ালা আমাদের ভালো রাখুন, আপনাকে ধন্যবাদ

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  4 місяці тому

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  • @txr8142
    @txr8142 Рік тому +3

    বাহরাইন 🇧🇭 থেকে দেখছি ভাইয়া । সেলাই মেশিন কাজ করি আর তোমার ভিডিও গুলা দেখি । দয়া রইল সোনা ভাইয়া ♥️♥️♥️

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, সাবধানে থাকবেন আর সাথে থাকবেন অবশ্যই

  • @pockettvupc
    @pockettvupc Рік тому +2

    Good information good technology so thanks
    Akij motor and YOU Brother

  • @kazihasnat4334
    @kazihasnat4334 Рік тому +3

    Many thanks for the info Brother ❤

  • @ThatsRahman
    @ThatsRahman Рік тому

    osadharon vlog

  • @hoomanAdnan
    @hoomanAdnan Рік тому +2

    Good content brother 👌🏼
    Though I'm not interested in bike at all 🎯
    ❤️ From CTG

  • @mdhabiburrahmanjeshan2582
    @mdhabiburrahmanjeshan2582 Рік тому +1

    Bhai onek dhonnobad, Ebike gulir review asholei kom , apni disen tai thanks. Shuvokamona bhai.

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। সাথে থাকবেন

  • @sayemsam124
    @sayemsam124 Рік тому +5

    Thanks, Buddy, for the detail info! Just need to know about Charging Time, Warranty & Spare Parts!

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      ভাইয়া আমার ইবাইকের অন্যান্য কিছু ভিডিও আছে সেখানে বিস্তারিত বলেছি, দয়া করে দেখে আসবেন

  • @SaifulIslam-l6c1y
    @SaifulIslam-l6c1y Рік тому

    ভাই আমার দুইটা প্রশ্ন ছিল, ব্যাটারি ফুল সেটআপ চেঞ্জ করতে কত টাকা লাগে। ব্যাটারি যদি দুইটা বা তিনটা থাকে তার মধ্যে যে ব্যাটারি নষ্ট হয়েছে সেটাই চেঞ্জ করলে হবে এবং ব্যাটারি ফুল চার্জ হতে কত সময় লাগে।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      যেহেতু আমার ব্যটারি পরিবর্তন করা লাগেনি তাই একদম সঠিক তথ্য দেয়া মুশকিল হবে ভাই, তবে আকিজের সাথে একবার কথা বলে যেটা বুঝলাম তা হলো এসব চায়না জিনিস Dollar Price এর উপর ভিত্তি করেই দাম হয়। এখন সম্ভবত ৩৫-৪০০০০ টাকা যদি ফুল সেটাপ লাগে আর হ্যা যদি কোন ব্যটারি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে বাকিটা পরিবর্তন করলেই হবে

  • @AMNIRJON517
    @AMNIRJON517 Рік тому +1

    Bhai battery koto km por por change kora lage?
    Ebike maintenance khroj kamon?

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      Vaia details bolechi video te,kindly ektu shunben..battery change kora jayna,charge shesh hobar moto hole charge dei..like mobile…and no maintenance cost brother..

  • @hisensetv1979
    @hisensetv1979 Рік тому

    Policer bepare shothik sotto kotha bolar jonno apnk onk Dhonnobad,,,

  • @JohnWick-mr6le
    @JohnWick-mr6le 8 місяців тому

    Bhaiya apnar bike ta kenar shomoy total koto porsilo kindly janaben, ar ei 2024 e eshe 175k diye newa thik hobe kina kindly janaben

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  8 місяців тому

      185k porechilo. Ebike totally depends on personal need, apnar need thakle and police issue mene nite parle its a good deal,but just for passion its not worthy

  • @AshiqurRahmanAshik
    @AshiqurRahmanAshik Рік тому

    অনেক বিস্তারিত বলেছেন ভাই। এজন্য ধন্যবাদ। ভাই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার একটা গাইডলাইন দিলে ভাল হয়।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো ভাইয়া

  • @mdshawon63126
    @mdshawon63126 Рік тому

    খুব সুন্দর হইছে ভাই ধন্যবাদ কে কি বললো তা নিয়া ভাইবেন তাহলে আর জীবন চলত না

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

  • @CURIOUSJONI
    @CURIOUSJONI Рік тому

    এটা চালালে সাইকেল,অটোরিক্সা আর বাইকের ফিল একসাথে পাওয়া যাবে। তবে ভালো একটা জিনিস আরও আপগ্রেড করতে হবে

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      আমি প্রায় ৬-৭ বছর চালিয়ে এখনো এমন ফিল পাইনি, যারা ব্যবহার করেছে তারাও কেউ পেয়েছে কিনা জানিনা

  • @RezaReza-qo9fj
    @RezaReza-qo9fj 8 місяців тому +1

    গুলি খাইতে,আমি রাজি নাই,,🏃‍♂️🏃‍♂️
    ব্রেক অনেক ভয়ঙ্কর,, ২০ বছর গাড়ি চালাইছি প্রাইভেট এক হাতে ব্রেক,,,১৫ দিন ট্রেনিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে,, কিন্তু এই মোটর থেকে আমার টেনশন হচ্ছে হাসি লাগছে,,

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  8 місяців тому

      😅😅😂😂...কোন চিন্তা নেই ভাই, কিছুদিন চালালে এমনিতেই হাতে চলে আসবে

  • @js-sajib
    @js-sajib 11 місяців тому

    আজকে প্রথম দেখাতেই আপনার ভিডিও ভালো লাগলো কথা গুলো ভালো লাগলো ধন্যবাদ চেনেলটা ফোলো দিলাম❤❤❤❤❤❤

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  11 місяців тому

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া

  • @mdnayeemhassanshanto1552
    @mdnayeemhassanshanto1552 Рік тому

    ভাইয়া, বিআরটি তে গিয়েও কি ই-বাইকের পেপার্স করা যায় না?

  • @sazzadsazu5116
    @sazzadsazu5116 9 місяців тому

    ১০ মাস ত ব্যবহার করলেন।এখন কী অবস্থা আপডেট জানায়েন।উপকার হবে আমাদের। অপেক্ষায় রইলাম।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  9 місяців тому

      প্রায় আড়াই বছর হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ ভালোই চলছে তবে ব্যাটারি পরিবর্তনের সময় হয়েছে। চেষ্টা করবো ভবিষ্যতে সুযোগ করে ভিডিও করার

  • @nahianpinok8471
    @nahianpinok8471 Рік тому

    দোস্ত আমি জানতামইনা যে তোর UA-cam channel আছে।
    আমি আজ তোর video first time দেখলাম।
    Really happy for you dost.😊
    Go ahead. 🎉

  • @omarsharif8381
    @omarsharif8381 Рік тому

    free mind এর কথা ।খুব ভালো লাগলো

  • @nayonvyaa9836
    @nayonvyaa9836 Рік тому +2

    অনেক ধ্ননবাদ ইনফরমেশনের জন্ন, মাফ ও চাই দোয়া ও চাই 😘😘

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অনেক ধন্যবাদ ভাইজান, সামনে অন্যান্ন ভিডিও আসবে, আশা করছি সাথে থাবেন

  • @MdLipon-ju6bx
    @MdLipon-ju6bx 3 місяці тому

    Awesome video vaiya☺️apnr video valo laglo 🥰

  • @badolmtasnin8173
    @badolmtasnin8173 6 місяців тому

    ভাই এটা ব্যবহার করার জন্য বিআরটি থেকে কোন কাগজ নিতে হয় কিনা

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  6 місяців тому

      এসব ইবাইকের কাগজ হয়না ভাই

  • @Gamer-mp3vd
    @Gamer-mp3vd Рік тому

    অনেক সুন্দর রিভিউ কিন্তু আপনি কোথা থেকে এটা কিনছেন সেটা যদি বলতেন তাহলে অনেক ভালো হতো কারণ আমি অনেক ভিডিওতে দেখছি অনেকে প্রাইস যত প্রাইস তার থেকে অতিরিক্ত দাম বলছে আপনি কোথা থেকে পেয়েছেন যদি বলতেন তাহলে অনেক ভালো হতো।

  • @johirtalukdar888
    @johirtalukdar888 Рік тому +2

    ধন্যবাদ ভাই, ৩০/৪৫ এর জন্য কোন টাইপের বাইক নিতে হবে? কতো এমপিআরের ব্যাটারির

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      স্কুটি টাইপের নিতে পারেন

  • @mdhazratali7143
    @mdhazratali7143 Рік тому +1

    অনেক অনেক ধন্যবাদ ভাই এই ইনফর্মেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। টপ ইস্পিড 100 এবং মাইলেজ পাওয়া যাবে দেড়শ এই ধরনের কোন e-bike আসলে বাজারে অবশ্যই জানাবেন অনুরোধ রইল

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, আর অসংখ্য ধন্যবাদ কমেন্ট এর জন্য

  • @ashishkumarghosh528
    @ashishkumarghosh528 Рік тому

    ভাই ব্যাটারি চেন্জ করার সময় কতটাকা লাগবে? পুরাতন ব্যাটারি দিয়ে ৫০ এম্পিয়ারের টা?

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি ভাই, আর আমি এখনও পরিবর্তন করিনি তাই সঠিক খরচ জানা নেই

  • @sarkertraders4493
    @sarkertraders4493 Рік тому +1

    খুব ভাল এবং অনেক ইনফরমেটিভ। ধন্যবাদ ।

  • @arfinsakib4680
    @arfinsakib4680 Рік тому

    vaiya ai bike er jnno lisence lage ki? ......... charge hote kotokkhn lage?

  • @All-rounder-hasan.
    @All-rounder-hasan. Рік тому

    ভাইয়া কিছু প্রশ্ন আছে, আমি আপনার ভিডিও দেখছি কিন্তু কিছু সমস্যার কারনে ততটাও বুঝতে পারিনি তাই প্রশ্নটা করা,
    প্রথম বাইকটার দাম কত?
    দিত্বীয় এক টানা কতক্ষন চালানো জায়?
    আশাকরি রিপ্লাই দিবেন।❤️❤️

  • @md.sajjadhossen5610
    @md.sajjadhossen5610 Рік тому

    ভাইয়া দাম কত? বৃষ্টিতে ভিজলে কি কোনা সমস্যা হয়????দয়া করে একটু বলবেন 🙏🙏🙏

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      দাম এখন সম্ভবত ১৮৫০০০ টাকা আর ভিজলে প্রব্লেম হয়না তবে দীর্ঘসময় পানিতে না রাখাই উত্তম

  • @JahidHasan-yo6if
    @JahidHasan-yo6if 9 місяців тому

    এই বাইক কি wash করা হলে সমস্যা হবে? আমরা ত honda সপ্তাহে wash করা হয়ে থাকে'বাইক কিনার ইচ্ছে আছে

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  9 місяців тому

      জি ক্লিন করা জায়, তবে বাইকের প্রেশার ওয়াশ না করাই ভালো। সাধারনভাবে ওয়াশ করলে তেমন সমস্যা নেই

  • @dhaku5183
    @dhaku5183 Рік тому

    ভাই রিভিউটা ভালো লাগছে ধন্যবাদ এটা কি আলাদাভাবে খুলে চার্জ দেওয়া যায় বা বাইকের সাথে লাগানো থাকে সে সময় চার্জ দিতে হবে একটু জানাবেন।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      বাইকের সাথে ফিক্সড ব্যাটারি ভাই

  • @EmonKhan-wc5ro
    @EmonKhan-wc5ro Рік тому +1

    ভাই আপনি অনেক সুন্দর করে বলেছেন অনেক কিছু শিকতে পারলাম tnx my kolizar brother এবং আপনার কথা শুনেও মজা পাইলাম, ❤️❤️❤️❤️

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রানপ্রিয় ভাই, আশা করছি সাথে থাকবেন।

  • @Md.KhaledSorkarVK
    @Md.KhaledSorkarVK Рік тому

    ভাই পিছনের চাকার ব্রেকটা কি ডান পায়ের সাথে সেটিং করা কি সম্ভব হবে..?♠♣♥🎉

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      মডিফাই করে নিলে সম্ভব হবে ভাই

  • @tanzidtv2206
    @tanzidtv2206 Рік тому +2

    Congratulations for 5k subscribers

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

  • @Shajahansha-q2c
    @Shajahansha-q2c 10 місяців тому

    ভাই সত্যি বলতে আমি আপনার বিডিও আজকে প্রথম দেখলাম, খুব ভালো লেগেছে,তাই সাবস্ক্রাইব করলাম, আমার একটা প্রশ্ন, আপনি জে বাইক টি চালিয়ে ছেন, সেই টির মডেল কি এবং দাম কত

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  10 місяців тому +1

      অন্যান্য ভিডিওতে সব বিস্তারিত বলেছি ভাইয়া, দাম আসলে ৩ ধরনের বাইকে ৩ রকম। আমি ১৮৫০০০ টাকা দিয়ে নিয়েছিলাম ২ বছর আগে, আরেকটু কমেও আছে আবার আরও অনেক দামে আছে, সেটার কারন বলেছি। এটা akij Durdanto v6

  • @arfanapon1355
    @arfanapon1355 Рік тому

    Brother, speed 50/60 te drive korle koto kilo drive kora jabe?? Oneke bole speed besi hole miles kom day

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      100% right brother accelerator joto hobe milage toto kom hobe. 50-60 avg te 95-100km ar 70-80 avg te 75-80km max

    • @arfanapon1355
      @arfanapon1355 Рік тому

      @@ChowdhuryShaheb127 tnx a lot bro

  • @Abubakar-op1uj
    @Abubakar-op1uj 5 місяців тому

    সুন্দর একটা রিভিউ এর জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  5 місяців тому

      আপনাকেও ধন্যবাদ সময় দিয়ে ভিডিও দেখার জন্য

  • @msjannat-cj5px
    @msjannat-cj5px Рік тому

    আপনি অনেক ভাল মনের মানুষ
    ধন্যবাদ আপনাকে ভাই ❤️

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অনেক অনেক ধন্যবাদ, ভালো মানুষ কিনা জানিনা তবে চেষ্টা করি যদি সুযোগ পাই।

  • @md.rashed4201
    @md.rashed4201 Рік тому

    ভাই আশাকরি উত্তর দিবেন, আমাকে প্রতিদিন প্রায় ৪০ কিলো যাওয়া-আসা করতে হবে, আমার কি ই-বাইক কেনা ঠিক হবে?মাসে ২০ দিন চার্জে দিলে খরচ আনুমানিক কেমন হবে?

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      ভাই ইবাইক এভাবে চালানোর জন্য না নেয়াই ভালো

  • @shamsulhaque9542
    @shamsulhaque9542 5 місяців тому

    ভাই পুলিশি ঝামেলা থেকে উদ্ধার হওয়ার কোন ব্যবস্থা হয়েছে? রিসেন্টলি আমি একটা কিনতে যাচ্ছি।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  5 місяців тому

      ভাই বেশিরভাগ সময় এই মডেলের বাইক দেখলে বুঝেনা জে এটা ইবাইক। এর পর যদি বুঝেও তাহলে অনেক ক্ষেত্রেই ভালো ব্যবহার আর ক্ষমা চাইলে এমনিই ছেড়ে দেয়। আর কিছু ক্ষেত্রে চা-পানির খরচের জন্য ওনেক সময় ডাম্পিং এর কথা বলে ভয় দেখায়। অবস্থা বুঝে কথা বললে সবই ম্যানেজেবল

  • @mahmudagro6991
    @mahmudagro6991 Рік тому

    Servicing Kivabe hobe?? I mean parts nosto holo.... Break e prob holo... Egulo niyei Vdo diyen vai, kinte chai!!!

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому +1

      Vaia amar ekhono kichu lageni so damer bishoyta amio janina, kokhono lagle apnader sathe share korbo inshallah

  • @mahdihasan6030
    @mahdihasan6030 Рік тому

    Vai,valo lagar moto ekta review.
    Vai price koto niye chilo,weight koto kg.pls ektu janaben..

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      amar aro kichu video ache ebiker shekhane details bolechi vaia.. weight 160 kg,price 185k right now

  • @rajumanik544
    @rajumanik544 Рік тому

    Apnar ai video er opekkhai celam....
    16 min er video, tar por o mon vorlo na.....
    Aro amon electric bike er video cai💝💝

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ভাই, ভবিষ্যতে সময় সুযোগ করে আরো ভিডিও দিব ইনশাআল্লাহ, সাথে থাকবেন আশা করছি

  • @smakif3428
    @smakif3428 Рік тому

    সুন্দর ইনফরমেটিভ ভিডিও..........
    প্রশ্ন হলো, ,চার্জার কত ভোল্ট এর এবং কত অ্যাম্পিয়ার এর?? আর ফুল চার্জ হতে কত ঘন্টা সময় লাগে??

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই উত্তরগুলো আমার অন্য ভিডিওগুলোতে দিয়েছি ভাই, চাইলে দেখে আসবেন। আর চারজার ৭২ ভোল্ট ৫০ এম্পিয়ার, ০-১০০% চারজ হতে ১০ ঘন্টার মতো সময় লাগে।

  • @abdurrahim3771
    @abdurrahim3771 Рік тому

    Thanks bhai সিন্ধান্ত নিতে সুবিধা হলো

  • @nuhasboy0.02
    @nuhasboy0.02 Рік тому +1

    আমাদেরও দেখতে শুনতে ভালো লাগে
    ধন্যবাদ ভাই

  • @MohidulIslam-dr1ei
    @MohidulIslam-dr1ei Рік тому

    আকিজ বাইক নিয়ে গভেসনায় আছি কি ভাবে কারেন্টে চার্জ করা ছারাই কি ভাবে সারা দিন চালানো যায় আমি মেকানিক দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ

  • @ImtiazDhruubo31
    @ImtiazDhruubo31 Рік тому

    অনেক সুন্দর রিভিউ ভাই। ইউটিউব বা ফেইসবুক এ এই বাইক এর তেমন কোন ইনফো পাচ্ছিলাম না, আপনার এই রিভিউ টা খুব ই তথ্যবহুল ছিল। ধন্যবাদ এজন্য।
    দুইটা প্রশ্ন ছিল আমার,
    ১. এর পিলিয়ন সিট কেমন? পিলিয়ন নিয়ে চালানোর অভিজ্ঞতা থেকে থাকলে জানাবেন।
    ২. আমি বর্তমান এ একটা স্কুটি ই বাইক চালাই।কিন্তু স্পিড ব্রেকার এ বাইকের নিচের অঙ্গশ ঘষা খায় সব সময় ই। এই বাইকের হাইট কেমন এবং এধরনের সমস্যা হয় কি?
    সময় পেলে জানাবেন।

    • @ChowdhuryShaheb127
      @ChowdhuryShaheb127  Рік тому

      অসংখ্য ধন্যবাদ ভাই।
      আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি ইবাইকের অন্যান্য ভিডিও গুলো দেখেন আমার চ্যানেলের।
      তবুও আপনার সুবিধার্থে বলছি
      ১. পিলিয়ন সিট আরামদায়ক তবে উচ্চতা সামান্য বেশি
      ২. হাইট নিয়ে এক ফোটাও চিন্তা করা লাগবেনা কারন নিচে কোথাও লাগেনা
      আরও বিস্তারিত ভিডিওগুলোতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ

  • @bdhardship3149
    @bdhardship3149 Рік тому +1

    চৌধুরী সাহেব আপনি মজা দিয়ে কথা বলেন ভালো লাগলো🤣🤣🤣🤣

  • @mksalimsowdagor5341
    @mksalimsowdagor5341 Рік тому +2

    Very reasonable analytical news, we hope to get more such analytical news from you, thank you