কী উদ্দেশ্যে ফুটপাত দখলমুক্ত?
Вставка
- Опубліковано 9 лют 2025
- ফুটপাত দখলমুক্ত অভিযান- ফুটপাত দখল হচ্ছে কেন? দখলমুক্তের পিছনের উদ্দেশ্য কী? ফুটপাত দখলমুক্ত অভিযান আজকের নয়। কংগ্রেস আমল থেকে বাম আমল এবং বর্তমানে তৃণমূল আমল পর্যন্ত এক ধারাবাহিক কাজ। প্রতিক্ষেত্রেই বিরোধীরা বাধা দেন। উত্তরপ্রদেশে বি যে পি সরকার ফুটপাতে বুলডোজর চালায়, আর পশ্চিমবঙ্গে বিরোধিতা করে। এ রাজনৈতিক পদক্ষেপ।
কিন্তু মানুষকে ফুটপাত দখল করতে হয় কেন? তার জানেন এটা বেআইনি বা অনৈতিক কাজ তবুও বারে বারে ফুটপাত দখল হয়। একদলকে সরানো হয়, অন্যদল ফুটপাত দখল করে।
কে বা কারা সাহাযয করে? কী করা উচিৎ ফুটপাত পরিষ্কার রাখার জন্য? অন্যদিকে ফুটপাতে যারা ব্যবসা করেন বা করছিলেন তাদেরই বা কী করা উচিৎ? তারা ত কর্মহীন হয়ে পড়ছেন। তাদের পুনর্বাসন বা রোজগারের রাস্তা দেখানোর জন্য সরকারের করণীয় কী? এই ভিডিওতে রয়েছে তারই কিছু পদক্ষেপের কথা। ভাল মন্দ যাই হোক মন্তব্য করুন।
------------------------------------------------
সোর্স-
www.prothomalo...
bengali.news18...
www.indiatoday...
indianexpress....
-----------------------------------------------------------
#ফুটপাত #ফুটপাতদখল #footpath #bulldozer #businessinfootpath #bulldozerpolitics #hawkereviction