আমার তো মনে হয়, আপনি একপেশে ইতিহাস জানেন। অথবা একটা পক্ষের প্রতি পূর্ব ধারণা থেকে বিদ্বেষ বশত নিজের জানাটাকেই নির্ভুল মনে করেন। আপনার জানা থাকা উচিত, ইতিহাসে মীমাংসিত সত্য বলতে কিছু নেই। ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক আগে ঘটে যাওয়া ঘটনা থেকে প্রাপ্ত তথ্যের ১০০% নির্ভুলতা যাচাই করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রাপ্ত তথ্য-উপাত্তের যাচাই-বাছাই করে ইতিহাসবিদ নিজস্ব বুদ্ধিমত্তার প্রয়োগ করে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করেন। এবং সেটাই তার গ্রন্থে উল্লেখ করেন। একই বিষয় নিয়ে গবেষণা করে একেক জন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে থাকতে পারেন। ঐতিহাসিকরা কেউই তার ব্যাখ্যার ১০০% নির্ভুলতা দাবী করেন না। ধরুন, ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলো। দুই দেশের মিডিয়াই তাদের দেশের পক্ষে এবং প্রতিপক্ষকে হেয় করে রিপোর্ট প্রকাশ করবে। উভয় দেশের যুদ্ধ কৌশল কখনোই সঠিকভাবে জানা সম্ভব হবে না। কারণ কোনো পক্ষই তার রণকৌশল প্রকাশ করবে না। আবার উভয় দেশে গিয়ে আর্মির সাথে থেকে থেকে সঠিক তথ্য সংগ্রহ করাও সম্ভব নয়। এক্ষেত্রে মিডিয়ায় প্রাপ্ত তথ্যের আলোকে নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে মধ্যপন্থা অবলম্বন করে বিশ্লেষণ করা ছাড়া উপায় নেই। এমনও হতে পারে আপনার আলোচনা বা বিশ্লেষণ ঘটে যাওয়া মূল ঘটনার ধারে কাছে নাও যেতে পারে। তারপরেও আপনাদের এসব বিশ্লেষণ নিয়েই একসময় ইতিহাস রচিত হয়। ভিডিও ক্লাসের আলোচনায় আমি যা বলেছি তারও বৃহত্তর অংশ বিভিন্ন ঐতিহাসিকদের লেখা মতামতের সংকলন মাত্র। এক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা হয়েছে। ওহাবী আন্দোলন নিয়ে আবদুল মওদুদের লেখা বইটা পড়ে দেখতে পারেন। তার সাথে অনেক ব্যাপারে আপনি একমত হতেও পারেন, নাও পারেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়া সম্পর্কে আপনার কতটুকু ধারনা আছে জানিনা। এ পর্যায়ে যুক্তি সহকারে মুক্তমত প্রকাশকে উৎসাহিত করা হয়। আমাদের ক্লাসগুলোতে টপিকের ওপর একটা ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। শিক্ষার্থীদেরকে টপিকের ওপর বিভিন্ন লেখকের মতামত পর্যালোচনা করে নিজের আইডিয়া গ্রো করতে বলা হয়, যেখান থেকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে । আমরা যা আলোচনা করি, তার ওপর শতভাগ বিশ্বাস করতে উৎসাহিত করা হয় না। উত্তর লেখার ক্ষেত্রেও শিক্ষার্থীদের যু্ক্তিসংগত সকল মতামতকেই গ্রহণ করা হয়। আরেকটা ব্যাপার হলো, ইতিহাস আলোচনা আমাদের কাজ। ধর্মীয় বিষয় নয়। আবার কারা সঠিক, কারা বেঠিক আকিদা লালন করে সে সার্টিফিকেট দেওয়াও আমাদের কাজ নয়। আমার লেকচার ভালো না লাগলে আপনার মতবাদ বা বিশ্বাস করা আকিদা নিয়ে ক্লাস তৈরি করে আপনিও প্রচারে নেমে যেতে পারেন। কোনো বিতর্কিত বিষয়ে সঠিক মূল্যায়ন করতে হলে, আপনার আকিদার বিপরীতে যারা আছেন, তাদের দৃষ্টিভঙ্গিও উদার মনে স্টাডি করুন, তাদের যুক্তিগুলো পর্যালোচনা করুন। আশাকরি, আপনার জানা বিষয়ই ১০০% সঠিক এই কূপমণ্ডূকতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। ধন্যবাদ।
আমি গুনাহগার আপনার আলোচনা মনযোগের সাথে শুনে গত 2 দিন আগে 2.5 আড়াই লাইনের 1 টা Comment no.19 করে ছিলাম এবং আজকে 1টা Dislike দিয়েছি এর ই প্রেক্ষিতে আপনি ড.ওহাব মিয়া ঘন্টা 3 আগে নাতি দীর্ঘ 68. 25 সোয়া আটষট্টি লাইনের 1 টা Relpy দিয়েছন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই । তো আমি গুনাহগার আপনার আলোচনা এই প্রথম শুনেছি আর আমার জানা নেই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোন পদ্ধতি তে ক্লাস এ পড়ানো হয়!! আর আপনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্ৰী নিয়েছেন !! যাই হোক এই টা আপনার একান্ত ই ব্যক্তিগত ব্যপার ! তবে আপনার এই ভিডিও তে 80 আশি টা Like 1 টা Dislike এবং 24 টা Comments হয়েছে৷ আমি গুনাহগার সবগুলা Comments Reply সহ পাঠ করার মাধ্যমে এই টা বুঝতে পারছি. ....... আপনার নাম যেমন ওহাব মিয়া তেমনই আপনার আলোচনা শুনে সাধারণ সরল ধর্মপ্রাণ মুসলমানগণ ওহাবী ভ্রান্ত মতবাদ এর আক্বীদা পোষন করার মাধ্যমে গোমরাহ হয়ে যাচ্ছে আপনার জ্ঞাতার্থে. …..... আমি গুনাহগার 1994 ইং সনে প্রাচ্যের Oxford খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্ৰী নিয়ে সফল ভাবে ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। যেহেতু আপনি একজন জনপ্রিয় গবেষক এবং অধ্যাপনায় জড়িত আছেন সেই জন্য আমাদের প্রাণপ্রিয় নবীজীর শানে রেসালাতের বিষয়ে সঠিক আক্বীদা পোষন করার এবং তাহা প্রচার প্রসারে কাজ করে যাবেন এই প্রত্যাশায় যাতে দয়াল নবীজীর শাফায়াত নিদানে আখেরাতে নসীব হয় ....... আপনার ইহকাল এবং পরকালীন মুক্তি কামনায় আমি গুনাহগার আপনার কাছে ও এক ই দোয়া প্রত্যাশায় এই পর্যন্ত ই....... মহান আল্লাহপাক নবীজীর উছিলায় আমাদের কে ক্ষমা করুন আমীন ছুম্মা আমীন ❤
আলহামদুলিল্লাহ আমি ওয়াহাবি সালাফি
জনাব,আপনার এই ভিডিও আমাকে বিশ্বাস মজবুত করেছে।।
আলহামদুলিল্লাহ।
জি, ধন্যবাদ।
🌹🌹🌹🌹🌹,,,,, খুব ভালো আলোচনা,,,, আমি সহমত,,,, আছ ও ভারতীয় উপমহাদেশের বেশির ভাগ জনতা এর অনুযায়ী,,,,
Thanks.
ধন্যবাদ স্যার।
You're welcome.
হাদিস গুলো ভালো করে পড়লে ভালো হয়
স্যার আপনার আলোচনা শুনেছি অনেক সুন্দর হয়েছে আপনাকে ধন্যবাদ
স্বাগতম
😊😊😊😊
@@JahidShuvo-lw5ic আপনি কি বক্তব্য সমর্থন করেন না কি করেন না এই টা কিন্তু বুঝতে পারছি না সম্ভব হলে জানাবেন ধন্যবাদ
❤
আব্দুল ওহাব তার বিরুদ্ধে কাফের ফতোয়া জারি করেন
❤❤❤❤ mashallah
ধন্যবাদ
জীবনযোগ ফাউন্ডেশনের বিদিশায় দিশা বইটি পড়েন। অহাব কে তাকে কি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল তা জানতে পারবেন। হামফারের ডাযেড়ী পড়েন।
আপনি ইতিহাস বিকৃত করে তথ্য প্রচার করছেন । আরও পড়ুন এবং গবেষণা করুন এবং সঠিক আক্বীদা প্রচার করুন 19
আমার তো মনে হয়, আপনি একপেশে ইতিহাস জানেন। অথবা একটা পক্ষের প্রতি পূর্ব ধারণা থেকে বিদ্বেষ বশত নিজের জানাটাকেই নির্ভুল মনে করেন। আপনার জানা থাকা উচিত, ইতিহাসে মীমাংসিত সত্য বলতে কিছু নেই। ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক আগে ঘটে যাওয়া ঘটনা থেকে প্রাপ্ত তথ্যের ১০০% নির্ভুলতা যাচাই করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রাপ্ত তথ্য-উপাত্তের যাচাই-বাছাই করে ইতিহাসবিদ নিজস্ব বুদ্ধিমত্তার প্রয়োগ করে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করেন। এবং সেটাই তার গ্রন্থে উল্লেখ করেন। একই বিষয় নিয়ে গবেষণা করে একেক জন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে থাকতে পারেন। ঐতিহাসিকরা কেউই তার ব্যাখ্যার ১০০% নির্ভুলতা দাবী করেন না। ধরুন, ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলো। দুই দেশের মিডিয়াই তাদের দেশের পক্ষে এবং প্রতিপক্ষকে হেয় করে রিপোর্ট প্রকাশ করবে। উভয় দেশের যুদ্ধ কৌশল কখনোই সঠিকভাবে জানা সম্ভব হবে না। কারণ কোনো পক্ষই তার রণকৌশল প্রকাশ করবে না। আবার উভয় দেশে গিয়ে আর্মির সাথে থেকে থেকে সঠিক তথ্য সংগ্রহ করাও সম্ভব নয়। এক্ষেত্রে মিডিয়ায় প্রাপ্ত তথ্যের আলোকে নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে মধ্যপন্থা অবলম্বন করে বিশ্লেষণ করা ছাড়া উপায় নেই। এমনও হতে পারে আপনার আলোচনা বা বিশ্লেষণ ঘটে যাওয়া মূল ঘটনার ধারে কাছে নাও যেতে পারে। তারপরেও আপনাদের এসব বিশ্লেষণ নিয়েই একসময় ইতিহাস রচিত হয়।
ভিডিও ক্লাসের আলোচনায় আমি যা বলেছি তারও বৃহত্তর অংশ বিভিন্ন ঐতিহাসিকদের লেখা মতামতের সংকলন মাত্র। এক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা হয়েছে। ওহাবী আন্দোলন নিয়ে আবদুল মওদুদের লেখা বইটা পড়ে দেখতে পারেন। তার সাথে অনেক ব্যাপারে আপনি একমত হতেও পারেন, নাও পারেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়া সম্পর্কে আপনার কতটুকু ধারনা আছে জানিনা। এ পর্যায়ে যুক্তি সহকারে মুক্তমত প্রকাশকে উৎসাহিত করা হয়। আমাদের ক্লাসগুলোতে টপিকের ওপর একটা ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। শিক্ষার্থীদেরকে টপিকের ওপর বিভিন্ন লেখকের মতামত পর্যালোচনা করে নিজের আইডিয়া গ্রো করতে বলা হয়, যেখান থেকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে । আমরা যা আলোচনা করি, তার ওপর শতভাগ বিশ্বাস করতে উৎসাহিত করা হয় না। উত্তর লেখার ক্ষেত্রেও শিক্ষার্থীদের যু্ক্তিসংগত সকল মতামতকেই গ্রহণ করা হয়।
আরেকটা ব্যাপার হলো, ইতিহাস আলোচনা আমাদের কাজ। ধর্মীয় বিষয় নয়। আবার কারা সঠিক, কারা বেঠিক আকিদা লালন করে সে সার্টিফিকেট দেওয়াও আমাদের কাজ নয়। আমার লেকচার ভালো না লাগলে আপনার মতবাদ বা বিশ্বাস করা আকিদা নিয়ে ক্লাস তৈরি করে আপনিও প্রচারে নেমে যেতে পারেন। কোনো বিতর্কিত বিষয়ে সঠিক মূল্যায়ন করতে হলে, আপনার আকিদার বিপরীতে যারা আছেন, তাদের দৃষ্টিভঙ্গিও উদার মনে স্টাডি করুন, তাদের যুক্তিগুলো পর্যালোচনা করুন। আশাকরি, আপনার জানা বিষয়ই ১০০% সঠিক এই কূপমণ্ডূকতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। ধন্যবাদ।
আমি গুনাহগার আপনার আলোচনা মনযোগের সাথে শুনে গত 2 দিন আগে 2.5 আড়াই লাইনের 1 টা Comment no.19 করে ছিলাম এবং আজকে 1টা Dislike দিয়েছি এর ই প্রেক্ষিতে আপনি ড.ওহাব মিয়া ঘন্টা 3 আগে নাতি দীর্ঘ 68. 25 সোয়া আটষট্টি লাইনের 1 টা Relpy দিয়েছন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই ।
তো আমি গুনাহগার আপনার আলোচনা এই প্রথম শুনেছি আর আমার জানা নেই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোন পদ্ধতি তে ক্লাস এ পড়ানো হয়!! আর আপনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্ৰী নিয়েছেন !! যাই হোক এই টা আপনার একান্ত ই ব্যক্তিগত ব্যপার !
তবে আপনার এই ভিডিও তে 80 আশি টা Like 1 টা Dislike এবং 24 টা Comments হয়েছে৷ আমি গুনাহগার সবগুলা Comments Reply সহ পাঠ করার মাধ্যমে এই টা বুঝতে পারছি. ....... আপনার নাম যেমন ওহাব মিয়া তেমনই আপনার আলোচনা শুনে সাধারণ সরল ধর্মপ্রাণ মুসলমানগণ ওহাবী ভ্রান্ত মতবাদ এর আক্বীদা পোষন করার মাধ্যমে গোমরাহ হয়ে যাচ্ছে
আপনার জ্ঞাতার্থে. …..... আমি গুনাহগার 1994 ইং সনে প্রাচ্যের Oxford খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্ৰী নিয়ে সফল ভাবে ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।
যেহেতু আপনি একজন জনপ্রিয় গবেষক এবং অধ্যাপনায় জড়িত আছেন সেই জন্য আমাদের প্রাণপ্রিয় নবীজীর শানে রেসালাতের বিষয়ে সঠিক আক্বীদা পোষন করার এবং তাহা প্রচার প্রসারে কাজ করে যাবেন এই প্রত্যাশায় যাতে দয়াল নবীজীর শাফায়াত নিদানে আখেরাতে নসীব হয় .......
আপনার ইহকাল এবং পরকালীন মুক্তি কামনায় আমি গুনাহগার আপনার কাছে ও এক ই দোয়া প্রত্যাশায় এই পর্যন্ত ই.......
মহান আল্লাহপাক নবীজীর উছিলায় আমাদের কে ক্ষমা করুন আমীন ছুম্মা আমীন ❤
❤️❤️
Sayeed Ahmed raibrelvi wahabbi chilena uni tarika e muhammadia toiri korechilen uni chilen imam e ahle sunnat
Salafi, Wahabi, kaderia, kara jani, abar balun barnosora Sunni kara ba kaderkey boley?
Cursed Wahhabi explanation