বাংলাদেশ-আর্জেন্টিনা ভাই ভাই | Lots of Love From Argentina | Bitik BaaZ | Rifat Esan

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 571

  • @BitikBaaZ_2016
    @BitikBaaZ_2016  2 роки тому +241

    ওহে এত প্রেম-ভালোবাসা দেখেতো আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি।
    আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো?
    জানিয়ে দিন।
    আর ভিডিওটিতে লাইক দিয়েছেন তো??

    • @its__your__bad__boy0152
      @its__your__bad__boy0152 2 роки тому

      Nice

    • @mamunnipa2891
      @mamunnipa2891 2 роки тому +2

      অনেক বেশি সুন্দর হয়ছে,,, দুয়া করি আরো ভালো কর,,,all the best bro

    • @dmmasud7737
      @dmmasud7737 2 роки тому +1

      ২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
      ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
      ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
      ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
      ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
      ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
      ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
      ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
      ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
      ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
      ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
      ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
      ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
      ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
      ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
      ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
      ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
      ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
      ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে।

    • @samiahosundip6701
      @samiahosundip6701 2 роки тому

      আর্জেন্টিনা যে গ্রুপটা খুলেছে তার নাম জানতে চাই।

    • @mdsanny60
      @mdsanny60 2 роки тому +5

      - খেলছে খ্রিস্টান জিতছে খ্রিস্টান...🇧🇷🇦🇷🇵🇹
      - হারছে ও খ্রিস্টান কিন্তু...🇧🇷🇦🇷🇧🇫
      - কাঁদছে মুসলমান আর হারাচ্ছে ঈমান...😭❌🚫
      - খুশি হচ্ছে শয়তান 🚫🛐
      - সাবধান⚠সময় থাকতে ফিরে আসুন 🤲❤

  • @AliAhmad-yv8tj
    @AliAhmad-yv8tj 2 роки тому +151

    যখন আরেকটা দেশের মানুষের মুখে যখন শুনি বাংলাদেশের প্রশংসা তখন মনটা ভরে যায়

    • @BitikBaaZ_2016
      @BitikBaaZ_2016  2 роки тому +6

      কথা সত্য।।

    • @Mike1234-o6s
      @Mike1234-o6s 2 роки тому

      Because, our government and politics, both are banchod. Those type character prople have been destroying our country. We are Mass- Banglsdeshi pepole... Good prople. Those hyprocrate society love India, pakistan people, not our people.

  • @imbiju8481
    @imbiju8481 2 роки тому +171

    অবশেষে তারা যেনে গেল আমারা তাদের কত ভালোবাসি, তা জানে বুঝে জন্য তারাও ভালোবাসার মর্যাদা দিতেছে🥰🥰

    • @taheratahsin6118
      @taheratahsin6118 2 роки тому +3

      Khubi valo lagtese aita dekhe 🥺💙

    • @imbiju8481
      @imbiju8481 2 роки тому

      @@taheratahsin6118 ji 🥰🥰

    • @taheratahsin6118
      @taheratahsin6118 2 роки тому

      @@imbiju8481 Argentina supporter?

    • @imbiju8481
      @imbiju8481 2 роки тому

      @@taheratahsin6118 yah😌

    • @taheratahsin6118
      @taheratahsin6118 2 роки тому +4

      @@imbiju8481 vai shei jita jitsi kal to 🥰just one step baki, amader shobar shopno puron hoite

  • @mohammadosama536
    @mohammadosama536 2 роки тому +14

    ভাই রে ভাই কি যে খুশি লাগতেছে বলার বাহিরে খুশিতে মন টা ভরে গেল যাই হোক আর্জেন্টিনার একজন পাগলা ফ্যান হয়েও আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে তাদের মুখে অন্তরে আমার প্রাণের দেশ
    বাংলাদেশের প্রতি এত আন্তরিক ভালোবাসা দেখে মন টা ভরে একদম চৌচির হয়ে গেছে লাভ ইউ আর্জেন্টিনা টিম 🇦🇷🇦🇷🇦🇷❣️❣️🇦🇷🇦🇷🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🤙🤙🤙🤙🤙🤙

  • @musafirrumi
    @musafirrumi 2 роки тому +114

    এবারের আর্জেন্টিনার বিডি ভক্তের পাগলামিটা সারা আর্জেন্টিনা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে,,যা দেখে সত্যই গর্ববোধ করছি। 🇧🇩⚽🇦🇷

    • @Mike1234-o6s
      @Mike1234-o6s 2 роки тому

      Tell Awami league and BNP, we never proud for both party. We love our Bangladeshi people. Plse, choose, Prime-Minuster and MPs from not Mujib or Zia family. Choose, leader from mass- Bangladeshi people. Trust me, we' ll be good as a country.

    • @johirulislam6255
      @johirulislam6255 2 роки тому

      @@Mike1234-o6s হায়রে ভাই বাংলা দেশী নেতাকে ভোট না দিয়ে রাস্তার কুকুরকে ভোট দিলে অনেক ভালো

  • @salomisamata
    @salomisamata 2 роки тому +15

    এটা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। কারণ আমরা শুধুমাত্র আর্জেন্টিনার ফুটবল দলকেই সাপোর্ট করি, এবং ফুটবলের খবরাখবর রাখি। কিন্তু তারা আমাদের পুরো দেশ সম্পর্কে জেনে নিচ্ছে। এমনি একজন আর্জেন্টািন বলেছে বাংলাদেশ যদি কখনো ফুটবল খেলে সমগ্র আর্জেন্টিনা তাদের সাপোর্ট করবে। আমরা যা দিয়েছি, তার থেকে বেশিই তারা আমাদের দিতে চাইছে। ভাগ্যিস বিতিকবাজ আর্জেন্টিনার সাপোর্টার, নইলে এই টেনশনের সময়ে কিছুটা স্বস্তি পাওয়ার মত ভিডিও পেতাম না।

  • @pesyt1399
    @pesyt1399 2 роки тому +25

    বাংলাদেশের প্রতি আর্জেন্টিনা ভালোবাসা দেখে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা আরো বেরে গেছে।।।।🇧🇩❤️🇦🇷

  • @MonzurulAgunChowdhur
    @MonzurulAgunChowdhur 2 роки тому +15

    আমি খেলা নিয়ে একদমই আগ্রহী নই। এমনকি বাঙালিদের খেলা নিয়ে বাড়াবাড়ি দেখে বিরক্তই হই। কিন্তু আজকে আর্জেন্টিনার বাংলাদেশের প্রতি ভালোবাসার যে চিত্র আপনাদের এই ব্লগে ফুটে উঠলো তা দেখে সত্যই খুবই ভালো লাগলো। আর্জেন্টিনার সাধারণ মানুষ বাংলাদেশের প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছে তা সত্যিই গর্বের ও প্রশংসনিয় বিষয়।

  • @ananyayasmin7870
    @ananyayasmin7870 2 роки тому +28

    আলহামদুলিল্লাহ, একতরফা ভালোবাসার দিন শেষ 🇧🇩❤️🇦🇷।

  • @pronkbuzz2761
    @pronkbuzz2761 2 роки тому +46

    এটা আমাদের জন্য বিশ্বকাপ পাওয়ার চেয়ে অনেক গর্বের🇦🇷🥰🇧🇩

  • @adnansikderrabbi3680
    @adnansikderrabbi3680 2 роки тому +27

    যেহেতু আমি ব্রাজিল সাপোর্ট করি। আজেন্টিনা বাংলাদেশে প্রতি ভালোবাসা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম । ধন্যবাদ আজেন্টিনা

  • @axionx5460
    @axionx5460 2 роки тому +22

    ব্রাজিল সাপোর্টার হয়েও তাদের এই ভালোবাসা প্রদর্শন দেখে খুব আহ্লাদিত হলাম।

  • @Farhantoxic-FX
    @Farhantoxic-FX 2 роки тому +37

    এই ভিডিও টা দেখার পর মন টা ভরে গেলো I Love You Tem Argentina 🇦🇷🇦🇷🇦🇷🥰🥰

  • @jannat6001
    @jannat6001 2 роки тому +23

    ভাই আমি ব্রাজিল সাপোর্ট করি কিন্তু এটা মন হৃদয় সব ছুঁয়ে গেছে ❤️❤️

  • @silentkiller7491
    @silentkiller7491 2 роки тому +40

    হারলেও আর্জেন্টিনা জিতলেও আর্জেন্টিনা🇧🇩🇧🇩🇧🇩🇦🇷🇦🇷🇦🇷

  • @sohedullahfuad9998
    @sohedullahfuad9998 2 роки тому +41

    যে আমার দেশকে সম্মান জানায়
    আমার পতাকাকে সম্মান জানায়।
    আমি তাকে ভালোবাসি সম্মান করি।

  • @CBL99VLOGS
    @CBL99VLOGS 2 роки тому +20

    যখন থেকে আর্জেন্টিনার ভালবাসা আমাদের প্রতি দিচ্ছে সেটা দেখার পর কি যে শান্তি লাগছে তা বলেই বুঝানো সম্ভব না🇦🇷🇧🇩🇧🇩

  • @wonderark_vision_21
    @wonderark_vision_21 2 роки тому +2

    অনেক ভালো লাগলো। আর্জেন্টিনার মানুষদের অনেক ধন্যবাদ। আমাদের এভাবে গুনে গুনে ভালোবাসা ফেরত দেওয়ার জন্য। এই ভিডিও টা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আর্জেন্টিনার মানুষ বাংলা ভাষা শিখছে, তাহলে আমরা কেন বাদ থাকবো। আমি আর্জেন্টিনার ভাষা শিখছি। অনেক কিছু শিখে ফেলেছি, আরো শিখবো।ইনশাআল্লাহ

  • @CptRumi
    @CptRumi 2 роки тому +8

    ভাই সুরসুরি লাগতাছে এতো ভালোবাসা দেখে।।❤️‍🔥❤️‍🔥🇦🇷🇦🇷❤️‍🔥❤️‍🔥🇧🇩🇧🇩❤️‍🔥❤️‍🔥

  • @mdshantomojumder3459
    @mdshantomojumder3459 2 роки тому +4

    হুম ভাই সত্যি খুবই আনন্দ হচ্ছে যে যে দেশটাকে ছোট্ট বলে সবাই পিছিয়ে যায় কিন্তু দেখে এই খেলার কারনে আজ কত বড় রাষ্ট্রের মাঝে বাংলার লাল সবুজের 🇧🇩পতাকা উরছে❤️❤️❤️ যে আমার সোনার বাংলাকে ভালোবাসে সম্মান করে আমি সেই দেশকে ভালোবাসি 🇦🇷❤️🇧🇩

  • @maahi_deluxe_games
    @maahi_deluxe_games 2 роки тому +24

    অন্য দেশের মানুষের মুখে নিজ দেশের প্রশংসা শুনলে মনটা কেমন যেন ভরে যায় 🥰🥰🥰♥️♥️♥️

  • @TravelarUzzal
    @TravelarUzzal 2 роки тому +11

    ভালোবাসা রইলো আর্জেন্টিনার জন্য,বাংলাদেশ তুমি চিরোজীবি হও🥰🇧🇩🇦🇷

  • @mahiuddinbulbul4051
    @mahiuddinbulbul4051 2 роки тому +22

    আমি ব্রাজিল দলের একজন ভক্ত, কিন্তু আজকে থেকে আর্জেন্টিনার ও ভক্ত হয়ে গেলাম।

  • @NoobXDgaming
    @NoobXDgaming 2 роки тому +24

    Feel proud to be Bangladeshi. Though I am a Brazil supporter But I am Also big fan of massi

  • @travelsfishing130
    @travelsfishing130 2 роки тому +6

    আবেগে চোখের পানি ধরে রাখতে পারলাম না।সত্যিই আমরা আবেগী জাতি

  • @tisha9837
    @tisha9837 2 роки тому +4

    ভাই আপনাদের অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা দিক তুলে দরবার জন্য, আসলে কোনো দেশকে মর্যাদা দিলে তারাও আমাদের দিবে 🥰🥰🥰🥰
    #VamosBangladesh 🇧🇩
    #VamosArgentina🇦🇷⚽💙🤍💙

  • @iqefbk1
    @iqefbk1 2 роки тому +15

    We support Argentina🇦🇷❤️🇧🇩Bangladesh.....
    কিন্তু, ফিলিস্তিনে আমাদের মূসলিম ভাইদের উপর প্রতিনিয়ত অত্যাচার চলছে সেইটা আমরা উপেক্ষা করতে পারি না।
    #FreePalestine 🇵🇸❤️🇧🇩

  • @sabbirhasan2309
    @sabbirhasan2309 2 роки тому +4

    আর্জেন্টিনাকে সাপোর্ট করে নিজেকে অনেক গর্বিত মনে করি কারণ যে দেশকে খেলার মাধ্যমে ভালোবাসি সেই দেশ আমাদের ভালোবাসাকে সম্মানের সাথে ফিরত দিচ্ছে। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে?

  • @SongAll104
    @SongAll104 2 роки тому +11

    আমরা গর্ভিত 🥰🇦🇷🇧🇩🇦🇷🥰 আমরা বাঙালি।

  • @moviesvlogs5610
    @moviesvlogs5610 2 роки тому +9

    ভালবাসি বাংলাদেশ🇧🇩 ভালবাসি আর্জেন্টিনা🇦🇷

  • @Pagla_Director
    @Pagla_Director 2 роки тому +2

    valo laglo 🤩😍🥰

  • @XarkiX
    @XarkiX 2 роки тому +2

    সত্যই মনোমুগ্ধকর। চোখে পানি আসার মতো

  • @Saif.6600
    @Saif.6600 2 роки тому +3

    আপনার বানানো সব ভিডিওর সেরা ভিডিও...ধন্যবাদ এত সুন্দর ইনফরমেটিক্স একটা ভিডিও উপহার দেয়ার জন্য

  • @md.khayrulbasarraju7376
    @md.khayrulbasarraju7376 2 роки тому +5

    ভাই আপনার ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছি আপনি আর্জেন্টিনার ফ্যান😍,অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ভাবে ভালবাসা বিনিময়ের গল্পটা দেখানোর জন্য, আমরা তো জানি, যারা যানেনা তারাও বুঝবে আর্জেন্টিনার প্রতি বাংলার মানুষের আবেগ দেখে এখন তারাও আমাদের ভালোবাসে ❤️🇦🇷🇦🇷🇧🇩🇧🇩

  • @altafmolla6621
    @altafmolla6621 2 роки тому +3

    শুধু ভালোবাসায় না তারা নিজদের দেশে জাতীয় টেলিভিশনে বাংলাদেশের জাতীয় সংগীত প্রচার করা হয়েছে।
    রাত জেগে বাংলাদেশের খেলা দেখেছে।

  • @jeonhiya1
    @jeonhiya1 2 роки тому +15

    I am proud to be a fan of Argentina 🇦🇷🇦🇷🇦🇷

  • @mdhridoyhasan3944
    @mdhridoyhasan3944 2 роки тому +9

    I'm feeling proud as an Argentina fans.

  • @emongolder3287
    @emongolder3287 2 роки тому +6

    এটাই হলো ভালোবাসা 😍🇧🇩🥰🇦🇷😊

  • @ummehabiba1718
    @ummehabiba1718 2 роки тому

    আর্জেন্টিনার মানুষের মুখে বাংলাদেশের প্রতি এমন ভালবাসা দেখে মন-প্রাণ দুটাই জুড়ে গেল🇧🇩🇧🇩🇦🇷🇦🇷

  • @bdbtsarmygirlkrm8603
    @bdbtsarmygirlkrm8603 2 роки тому +1

    খুব ভালো লাগছে 🇧🇩💜🇦🇷 আর এটাএ ভালো লাগলো আপনার ভিডিও এর মাঝে Jk এর song শুনে

  • @moonemhossain3585
    @moonemhossain3585 2 роки тому +1

    এভাবে যে দুই দেশ কানেক্টেড হয়ে গেল এটা দেখে সত্যি ভালো লাগছে, হয়তো কোনদিন আমরা ক্রিকেট বিশ্বকাপ জিতলে আমাদের সাথে তারাও উদযাপন করবে

  • @KHN-nm6ru
    @KHN-nm6ru 2 роки тому +6

    Vamos Argentina we will win today😍💪🇦🇷💙🇧🇩

  • @abdulquddus1958
    @abdulquddus1958 2 роки тому +22

    Who wants to see Argentina as a champion🇦🇷🇧🇩

    • @abdulquddus1958
      @abdulquddus1958 2 роки тому

      @SŪPÊRÏØR ÉDÏTZ Yeah bro I am very happy

  • @movzone6170
    @movzone6170 2 роки тому +1

    ওরে প্রেম! ওরে ভালোবাসা! আমিতো আবেগাপ্লুত বিদেশীদের মুখে বাংলা ভাষা শুনে😍♥️

  • @joeblasco5470
    @joeblasco5470 2 роки тому

    VIVA BANGLADSH, from ARGENTINA, spetial thank you Brothers

  • @rokaiyahaqueeyanur3190
    @rokaiyahaqueeyanur3190 2 роки тому +13

    A Brazil fan
    But also feel proud 🇧🇩🇧🇩

  • @mdastakerrahman8834
    @mdastakerrahman8834 2 роки тому

    খুব ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে।

  • @saju.ahmed458
    @saju.ahmed458 2 роки тому +9

    Love You Bitik Team ♥

  • @saydulsumon6879
    @saydulsumon6879 2 роки тому

    খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন congratulations 🎉 Argentina

  • @sabbirhasan2309
    @sabbirhasan2309 2 роки тому +2

    I feel very proud to support Argentina because the country we love through the game is returning our love with respect. What can be more proud?

  • @mst.sahida4160
    @mst.sahida4160 2 роки тому

    এটা আমাদের বড় পাওয়া,,,আমরা ও যেমন তাদের ভালোবসি তাড়াও তেমনি।

  • @sumaiyarahman3655
    @sumaiyarahman3655 2 роки тому +4

    Vamos Bangladesh 🇦🇷🇧🇩❤️‍🔥

  • @nayememon712
    @nayememon712 2 роки тому +2

    Emotional hoyegelam 🇦🇷🇦🇷🇦🇷❤️❤️❤️

  • @muradahmed6552
    @muradahmed6552 2 роки тому +3

    ভাই চোখে পানি চলে আসছে❤️

  • @raisa9256
    @raisa9256 2 роки тому +1

    0:46আমাদের জাতীয় সংগীত শুনে গায়ের লোম দাড়িয়ে গেছে।

  • @samcurran4608
    @samcurran4608 2 роки тому +1

    সম্মান দিলে সম্মান পাওয়া যায় 🇦🇷🇦🇷🏆🏆

  • @mdjosimuddin-s6k
    @mdjosimuddin-s6k 2 роки тому +5

    Bangladesh Argentina 🇦🇷🇧🇩 ভাই ভাই

    • @enrique8207
      @enrique8207 2 роки тому

      You are very kind and generous !
      I wish you the best !
      Take care 💚❤💙

  • @Mehedi758
    @Mehedi758 2 роки тому +2

    ami 🇧🇷🇧🇷🇧🇷
    but vedio ta khob valo lagce
    tnx Argentina ❤️

  • @sunrowrozario4742
    @sunrowrozario4742 2 роки тому +5

    Bangladesh + Argentina + Messi = FIFA world cup champion 2022 in Qatar.. inshallah ❤️🇧🇩❤️💙🇦🇷💙⚽🏆🏅

  • @AshikurRahman-w9z
    @AshikurRahman-w9z Рік тому

    এ ভিডিও টা দেখার পর আমার মন টা জুরেয়ে গেল love you Argentine 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

  • @mrfaisal6666
    @mrfaisal6666 2 роки тому +4

    Any Argentina fans here 💗 We hope eibar world cup jitbe Argentina 🇧🇩🇦🇷🇧🇩💗 InshaAllah InshaAllah InshaAllah

  • @bornoheenashik8038
    @bornoheenashik8038 2 роки тому +3

    অনেক দিন পর মনের মতো একটা ভিডিও দেখলাম।শান্তি পেলাম। ভালোবাসা রইলো ভাই ❤️

  • @mdzahidhossainrubel6954
    @mdzahidhossainrubel6954 2 роки тому

    ভালোবাসায় তাদের জন্য চোখে পানি এসে যায়। 💕🇦🇷💕🇧🇩🏆🏆🏆

  • @mdsorowar5945
    @mdsorowar5945 2 роки тому

    আবেগ আপ্লুত হয়ে যাই,আমাদের দেশের ছেলেমেয়েরা রীতিমত একটা দেশকে জয় করে ফেলেছে,ভা্বতে গেলে তেমনটাই। সকল প্রশংসা আললাহ তা লার।

  • @shamimhosain3610
    @shamimhosain3610 2 роки тому

    ভাই আমিও একজন আর্জেনটিনার সাপোর্টার,, কিন্তু মাঝে মাঝে মনে হতো,, এতো কিছু করে কি লাভ তারাতো আমাদের পাগলামিটা দেখতেছে না জানতেও পারছে না আমরা তাদের কতো ভালোবাসি,,, আজ সত্যিই মনে হচ্ছে আমাদের নিঃস্বার্থ ভালোবাসা পূর্ণতা পেয়েছে।😢 আমি একজন আর্জেনটিনার সাপোর্টার হতেপেরে নিজেকে ধন্য মনে করছি।❤️❤️❤️😢 Love argentina......

  • @monakhan9623
    @monakhan9623 2 роки тому

    এতো ভালোবাসা আদান পদান দেখে শরিরের লোম দাড়িয়ে যায়💞💞💞💞🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇸🇦🇸🇦🇸🇦

  • @nafiskhan8801
    @nafiskhan8801 2 роки тому +2

    Thank you Argentina 🇦🇷 💖 🇧🇩

  • @atikahmed9375
    @atikahmed9375 2 роки тому

    বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে আর্জেন্টিনা দেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে এতো মধুর সম্পর্ক আই লাভ ইউ বাংলাদেশ আই লাভ ইউ আর্জেন্টিনা

  • @smkhairuzzaman1768
    @smkhairuzzaman1768 2 роки тому +1

    আমার কাছে খুব ভালো লাগছে❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️।
    I love u Argentina.

  • @mariaakterila7098
    @mariaakterila7098 2 роки тому

    ভালোবাসার বিনিময় ভালোবাসাই 😍😍😍 🇧🇩❤️🇦🇷

  • @mohammednaiem3402
    @mohammednaiem3402 2 роки тому +1

    অনেক ভালো লাগলো ভাই,,, Love you 🇦🇷🇧🇩

  • @Nury_art_zone
    @Nury_art_zone 2 роки тому +3

    Love you 🥰🥰 আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে

  • @alamgirhossain4870
    @alamgirhossain4870 2 роки тому

    আরজেন্টিনার জনগনের এতো ভালোবাসা দেখে মনেহচ্ছে... আরজেন্টিনা দল শুধু তাদের দেশের জন্য খেলছেনা... বাংলাদেশের জন্যও খেলতেছে

  • @niazahammedkhan5939
    @niazahammedkhan5939 2 роки тому

    ধন্যবাদ আর্জেন্টাইন...♥️💖💝

  • @priomsarkar5787
    @priomsarkar5787 2 роки тому

    2022 শে বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেশে।কিন্তু আনন্দ উপবোগ করছে বাংলাদেশী🇧🇩🇦🇷

  • @taheratahsin6118
    @taheratahsin6118 2 роки тому +1

    Ato valobasha dekhe mugdho hoilam🥺
    💙🤍🤍🤍💙❤️💚💚💚❤️

  • @mozafformia8836
    @mozafformia8836 2 роки тому

    ভাল্লাগছে ধন্যবাদ আর্জেন্টিনা

  • @m.anamulbhuiyan3742
    @m.anamulbhuiyan3742 2 роки тому +3

    এবার চাই আর্জেনটিনার কাপ টা নেক কারণ বিশ্ব তারকা ফুটবলার মেসির লাস্ট খেলা ✌️🇦🇷,, যদি ও আমি ব্রাজিলের সাপোর্টার আমার কাছে মেসির খেলা বিশ্বাস করেন এত তর্ক বির্তক সমালোচনা আমার ভালো লাগে না,,

  • @Skkowsar280
    @Skkowsar280 2 роки тому +5

    Proud of A Argentina

  • @smsakib3883
    @smsakib3883 2 роки тому +3

    বিষয়টা আসলে অনেক গর্বের 💝💝

  • @khanjesan
    @khanjesan 2 роки тому

    ভাই আপনার ভিডিওটা দেখে তো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার এত ভালোবাসা দেখে তো আমার আর্জেন্টিনা সাপোর্ট করতে ইচ্ছা করতেছে যদিও আমি ব্রাজিল 😭😭😭😭😭😭

  • @mayamoni7336
    @mayamoni7336 2 роки тому +1

    I love you argentina💛💛💛💜💜💜💜💕

  • @Sylheti_gamer_rajib
    @Sylheti_gamer_rajib 2 роки тому +2

    🇦🇷☺️🇧🇩 love you Argentina & Bangladesh

  • @mozafformia8836
    @mozafformia8836 2 роки тому

    ভালোলাগা ভালোবাসা একটা বহুৎ গভীর জগতের কথা এটা

  • @rummanrumman4851
    @rummanrumman4851 2 роки тому

    simply the great achievement of this world cup. Either Argentina win or not. I will give support to Argentina Football till Bangladesh qualify world cup Football.

  • @Craftaloywithmaliha
    @Craftaloywithmaliha 2 роки тому +8

    It gives goosebumps ❤️

  • @tasin420
    @tasin420 2 роки тому +1

    দেখতেই ভালো লাগে 🥰🥰🥰🇦🇷🇧🇩🇧🇩🇧🇩

  • @nadimmahmud8251
    @nadimmahmud8251 2 роки тому +2

    This is the power of love and support

  • @s.kfunnyfamily5115
    @s.kfunnyfamily5115 2 роки тому

    Kolijay lage agula Vai🥰🥰🥰

  • @BBGGHS_Unoffical-123.
    @BBGGHS_Unoffical-123. 2 роки тому +1

    Jak mon etu santi pailo🙂🙃💘💘🇦🇷🇦🇷

  • @azadhossainshuvo204
    @azadhossainshuvo204 Рік тому

    আজ আমার মনে হয় আর্জেন্টিনার সাপোর্ট করে আমি সফল তাদের ভালোবাসায় অভিভূত পুরো বাংলাদেশ।🥰😍🇦🇷🇧🇩

  • @famouscomputer9734
    @famouscomputer9734 Рік тому

    খুব-ই ভালো লাগলো ভাই! ধন্যবাদ।

  • @aburayhan1406
    @aburayhan1406 2 роки тому +1

    বাংলাদেশ, আজেটিনার ভালোবাসায় গবিত

  • @beautyworld8014
    @beautyworld8014 Рік тому

    মেসি এবং মেসির পরিবার ও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে 🇧🇩❤️🇦🇷

  • @bedurabegum
    @bedurabegum 2 роки тому +2

    Love you Messi🥰🥰🇦🇷🇦🇷🇦🇷👍👍

  • @nazmulhasanshadin2390
    @nazmulhasanshadin2390 2 роки тому +2

    আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনছি💖🇦🇷

  • @anikastudio6845
    @anikastudio6845 2 роки тому +1

    Sei hoice vai sei

  • @riyadhossain194
    @riyadhossain194 2 роки тому +3

    খুব ভালো লাগলো🥰

  • @rabeyarabu6978
    @rabeyarabu6978 2 роки тому

    Sotti valo lagse... 🙂 😍

  • @mainuddinhasan8035
    @mainuddinhasan8035 2 роки тому

    মনটা আনন্দে ভরে গেল 🥰