হৃদয় বারোতা | Hridoy Barota | Full Song | MINAR | Apurba, Totini | Sajid, Oli |Pothe Holo Deri |Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @MonarulIqbal
    @MonarulIqbal 10 місяців тому +23

    মিনারের গান তাও আবার অপুর্ব ভাইয়ের নাটকে সব মিলিয়ে অসাধারণ ❤।।।

  • @subhonilbhattacharyasecaro5170
    @subhonilbhattacharyasecaro5170 Рік тому +71

    অত্যন্ত সুন্দর গান। সত্যিই 2023 সালের সবচেয়ে সেরা নাটক হিসেবে পুরস্কৃত করা উচিত 'পথে হলো দেরী' নাটকটিকে। মনমুগ্ধকর এক সঙ্গীতের পরিবেশন। CMV Channel কে অসংখ্য ধন্যবাদ।

  • @rimrachai4726
    @rimrachai4726 Рік тому +1542

    ❤এই গানটি অপেক্ষা ছিলাম 😢😢😢রেখে গেলাম সৃষ্টি হিসাবে, যদি কখনো কেউ গানটি শুনতে এসে কমেন্ট লাইক দেয়, নোটিফিকেশন পেয়ে আবার ও গানটি শুনে যাবো।

    • @Hyjutjhrehgeherhhe
      @Hyjutjhrehgeherhhe Рік тому +13

      ভাই আমিও শুনতে আসলাম

    • @tasfiatabassum3987
      @tasfiatabassum3987 Рік тому +8

      Ti

    • @muniratabassum6796
      @muniratabassum6796 Рік тому +5

      Tai

    • @IrfanSardar-ts7vu
      @IrfanSardar-ts7vu Рік тому +6

      Bal

    • @ZahidHasan-qe4pf
      @ZahidHasan-qe4pf Рік тому +9

      পুরুষ মানুষ বেশি ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায়,
      তারপর শিশুখাদ্য খেতে চায়! 🍼🙂
      Follow for more

  • @JahidHasan-mc5cg
    @JahidHasan-mc5cg 7 місяців тому +20

    মিনার রহমান শুধু একজন সংগীত শিল্পী নন, তিনি বাংলার হৃদয়ের সুরের যাদুকর। তার কণ্ঠে যেন প্রতিটি গান জীবন্ত হয়ে ওঠে, আবেগের ঢেউয়ে মনকে ভাসিয়ে নিয়ে যায়। তাঁর গানগুলোতে আছে গভীরতা, মাধুর্য এবং এক অতুলনীয় প্রাঞ্জলতা যা শ্রোতার মনে এক অন্যরকম অনুরণন সৃষ্টি করে। মিনারের সুরের যাদুতে আমরা যেন হারিয়ে যাই এক স্বপ্নীল জগতে, যেখানে প্রতিটি সুরের ধ্বনি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তাঁর সংগীতময় জীবনের প্রশংসা সত্যিই অতুলনীয়।

  • @SaifulIslam-f4f7g
    @SaifulIslam-f4f7g Рік тому +111

    মনে থাকবে কি?
    আমি কে ছিলাম।
    মুছে ফেলবে কি আমার নাম।
    অনেক স্মৃতির ছোট গল্প হয়ে,থাকবো আমি রেখো হৃদয়ে।
    এই লিরিক্স টা মন ছুঁয়ে যায়। 🙂

  • @abidhussain-s4i
    @abidhussain-s4i 11 місяців тому +11

    নিঃশব্দে বুক ভরে কাঁদলাম। মৃত্যুর আগে জীবনের ফ্ল্যাশব্যাক এর মতন, প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে পুরো গানটা জুড়ে দেখতে পাচ্ছিলাম। ব্রো ইউ আর এ লিজেন্ড ।

  • @MUSFIKURROHMANMOHAN-vf9rn
    @MUSFIKURROHMANMOHAN-vf9rn Рік тому +277

    এখন থেকে ১০ বছর পরেও " হৃদয় বারোতা " গানটা " পথে হলো দেরী " নাটক এর কথা মনে করিয়া দিবে 🙂💝 ............

    • @MoumitaKabir
      @MoumitaKabir Рік тому +1

      Ai gan e o 😂😂

    • @MdJakir-h4o4n
      @MdJakir-h4o4n Рік тому +2

      Vaiya,, apnader sob jogra gula porlam,,jak at last mill hoise😊

    • @akashahmedsaid489
      @akashahmedsaid489 Рік тому

      apnader jhogra golo dekhte parlam na 🥺​@@MUSFIKURROHMANMOHAN-vf9rn

    • @akashahmedsaid489
      @akashahmedsaid489 Рік тому +1

      @@MoumitaKabir This is true love 🥰

    • @ummehabiba12367
      @ummehabiba12367 Рік тому +1

      @@MoumitaKabir 5 din theke ai ganta sunte aslei tumader 2 jon ar msg gula samne ase. Valoi lage tumader kahini dekhte. Tobe tumra jodi msg gula dellet na korta tahole amar moto sobai ai kahini gula dekhte Parto arki.🤭 Carry-on

  • @JosimUddinSorder
    @JosimUddinSorder 11 місяців тому +49

    Night + Bed + lights off + alone + silent + airpods + full volume + eyes close + fall in love + this song + raining out = I am in a another world

    • @tamim674
      @tamim674 9 місяців тому

      Same to u vaii❤😊

  • @RatanChandraDas-y4q
    @RatanChandraDas-y4q Рік тому +87

    এই নাটকের গল্প,অভিনয়,ক্যামেরা,দৃশ্য,ব্যাকগ্রাউন্ড মিউজিক ও এই গান এক কথায় অসাধারণ❤

  • @sm.shawan9608
    @sm.shawan9608 10 місяців тому +6

    প্রতিটা সম্পর্ক পূর্ণতা পাক, এ শহর থেকে বি'চ্ছেদ উঠে যাক মানুষ গুলো সুখী হোক.!❤️

  • @sanbirmahamudmunna2776
    @sanbirmahamudmunna2776 Рік тому +54

    মনে থাকবে কি..?
    আমি কে ছিলাম..!
    মুছে ফেলবে কি আমার নাম..?
    অনেক স্মৃতির ছোট গল্প হয়ে..
    থাকবো আমি রেখো হৃদয়ে..💔
    লিরিক্স টা..😍💔

    • @emonhasan108
      @emonhasan108 8 місяців тому

      Really love this song😢

  • @riyazulreaz7378
    @riyazulreaz7378 Рік тому +22

    "হৃদয় বারোতা"
    স্মৃতির চেয়ে অন্য কিছু কখনো এত কষ্ট দিতে পারে না 🥲

  • @mizanurrahmanovi1426
    @mizanurrahmanovi1426 Рік тому +124

    যে কোনো গান যখম মিনারের কন্ঠ পায় তখন এক অদ্ভুত ম্যাজিক তৈরি হয়। সুন্দর ❤️

  • @abdurrohman5015
    @abdurrohman5015 Рік тому +13

    এই গানটার অপেক্ষায় ছিলাম কবে গানটা রিলিজ দিবে শেষ পর্যন্ত আজকে পাইলাম ভালো লাগলো জাস্ট অসম মিনার ভাই 🎉❤

  • @sdkvlogandtravel520
    @sdkvlogandtravel520 Рік тому +236

    মিনার ভাইয়ের কণ্ঠ মানেই আলাদা অনুভূতি❤

  • @tjpaulmusicworld688
    @tjpaulmusicworld688 7 місяців тому +9

    আজ থেকে তিন বছর আগে যে ছেলেটা নিজের ভালবাসাকে হারিয়ে হৃদয়হীন,অনুভূতিশূন্য হয়ে গিয়েছিল, এই গানটি তার সেই পুরোনো অনুভূতিগুলোকে আবার ফিরিয়ে দিল। যে ছেলেটা কাঁদতে ভুলে গিয়েছিল, এই গান শুনে সেই ছেলেটাও আজ কেঁদে ফেলেছে বর্ষার মতো।

  • @MdRony-ev4mz
    @MdRony-ev4mz Рік тому +55

    অনেক দিন পর মিনার ভাইয়ার গান পেলাম । তাও আবার অপূর্ব ভাইয়ার নাটকের গান। সব মিলিয়ে অসাধারণ ।❤

  • @samsadnajninsajmi294
    @samsadnajninsajmi294 8 місяців тому +5

    সারাজীবন ক্ষয়ে ক্ষয়ে,
    তোমার দিকে যাবো বয়ে বয়ে.....😢
    অনেক স্মৃতির ছোট গল্প হয়ে, থাকবো আমি রেখো হৃদয়ে.......
    ভালোবাসার মানুষের জন্য এটুকু লিখে গেলাম ❤

  • @surajitghosh210
    @surajitghosh210 Рік тому +56

    যেমন নাটক টা খুব সুন্দর ঠিক তেমনই নাটকের গান দুটিও খুবই সুন্দর ❤

  • @mosearaakhi4471
    @mosearaakhi4471 11 місяців тому +6

    ভীষণ ভালো হয়েছে, এক কথায় অসাধারণ... এতো সুন্দর কাজ! দৃশ্য! স্ক্রিপ্ট! আহ পুরাই রোমান্টিক.৷

  • @msfshohag5076
    @msfshohag5076 Рік тому +17

    ~শুরুতেই মিনার ভাই কে ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য বহুদিন পর😊
    অপূর্ব ভাইয়ের বহুদিন পরে এই লুকে ভালো একটা কাজ উপহার দিয়েছেন💙

  • @rsrubelislam6001
    @rsrubelislam6001 10 місяців тому +3

    আমার গানের মধ্যে এই একটি গান আমার হৃদয় জুড়ে গাঁথা ❤

  • @TalhaahmedChowdhury
    @TalhaahmedChowdhury Рік тому +38

    মিনারের গান গুলো হৃদয়ে স্থান করে নেয় মুহুর্তেই❤️

  • @ummehabiba12367
    @ummehabiba12367 Рік тому +14

    Minar Vai ar gan + Apurba Vai ar natok= Perfect combination.❤️🌸

  • @ArifShraboni
    @ArifShraboni Рік тому +10

    গানটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে গান টি প্রকাশিত হলো স্মৃতি হিসেবে কমেন্টটা রেখে গেলাম
    ০৬-০১-২০২৪ ❤

  • @nurhossain3695
    @nurhossain3695 Рік тому +7

    চলে তো গেছো অন্যের ঘরে সেই ২০১১ এর ১১ই ফেব্রুয়ারিতে, কিন্ত আজও কেন আমাকে তুমি মুক্তি দিলেনা তোমার চিন্তা, ভাবনা ও জীবন থেকে??? কোনদিন কি পাবো এ প্রশ্নের উত্তর??? এ গানটার কথাগুলো আমার জীবনের সাথে একেবারে perfectly মিলে গেলো!

    • @jahiirSir
      @jahiirSir Рік тому +1

      e Theke mukti nai, vai

    • @jollyjolly8752
      @jollyjolly8752 10 місяців тому +1

      same to u😢😢😢😢

    • @shawonali134
      @shawonali134 4 місяці тому

      😅😅😅😢😢😢 ভালোবাসা এমনিই ভাই, ভুলে যাওয়ার চেষ্টা করেই বাঁচতে হবে

  • @mdfahimhasan2377
    @mdfahimhasan2377 10 місяців тому +4

    এত সুন্দর একটা গানে কমেন্ট রেখে গেলাম। যখন হারিয়ে যাবো আগামী প্রজন্মের শ্রোতারা কমেন্টটা দেখবে তাদের বলি সৎ থাকো ভালেবাসা ঠিক সাথে থাকবে

  • @VLOGG-b8d
    @VLOGG-b8d 11 місяців тому +15

    গান টি শুনলে চোখের পানি চলে আসে, অনেক কথা বলতে পারে নি আমার বাবা কে। কিন্তু তার অনেক স্মৃতি রেখে গেল আমাদের কে। কথা বলার শেষ হওয়ার আগেই ওপরওয়ালার ডাক এসে বাবা আমাদের কে ছেড়ে চলে গেছে এ পৃথিবী থেকে। বাবা তোমাকে খুব মিস করছি। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক।
    🌹🌹🌹🌹🌹
    💘💘💘💘💘
    🙏🙏🙏🙏🙏
    গানটি অসাধারণ গেয়েছেন।
    ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না।

    • @mdsaifulislam-ri6mi
      @mdsaifulislam-ri6mi 7 місяців тому

      Apnar r amar gototanta sem ami o baba ke onek kesu bolar age Allah er dake opare sole gese ,Allah jeno amar baba ke jannat er sorbosso makam Dan kore amin summa amin

  • @শূন্যবেদনা

    কাকতালীয় ভাবে যে এভাবে মিলে যাবে সেটা কখনোই ভাবিনি,, নাটকটি দেখার পর থেকেই গানটি খুব পছন্দ হয়েছে,,এখন আবার টিকটকে গানটি শুনে যেই মাত্র ইউটিউবে আসছি গানটি ডাউনলোড করতে সেই মাএ দেখি গানটি সামনে হাজির 😊😊

  • @joyantakumarjk4266
    @joyantakumarjk4266 12 днів тому +1

    0:40 আপনাকে অনেক ভালোবাসি,, আত্মীয়
    কখনো বলা হয়নি সাহস করে, হারিয়ে ফেলার ভয়ে😪 0:42
    তোমার কথা ভেবে ভেবে যখন অস্থির আর ভীষণ একা একা লাগে,,হেডফোন আর এই গানগুলোই তখন সঙ্গী হয়ে সঙ্গ দেয় আমাকে💘💘💘জানি না তুমি আমার কতটা আপন আর কতটা কাছের। কতটা অধিকার পেয়েছি তোমায় আগলে রাখার তাও জানি না? তবুও তোমাকে হারিয়ে ফেলার ভীষণ ভয় আমার আত্মীয়? 😭
    🌸 I +💜+U🌸
    🌸🌹মহারানী🌹🌸
    কমেন্ট করে স্মৃতি রেখে যাই, সে যদি কোন দিন দেখে বুঝতে পারে আমি কতটা ভালোবেসে ছিলাম তাকে???

  • @RobiulIslam-es1hp
    @RobiulIslam-es1hp 11 місяців тому +7

    সত্যি পুরনো স্মৃতি গুলো মনে পড়ে গেলো আমিও একটা লাইন রেখে গেলাম সেও যদি গানটা শুনতে আসো তাহলে হরতোবা আমাদের স্মৃতি গুলো তারমনে পড়ে যাবে😢😢

  • @SegmentationFault223
    @SegmentationFault223 10 місяців тому +2

    আমি জানি আমাদের মধ্যে অনেকের একটা অতীত আছে।যে অতীত টা কখনো ভোলার মতো না।চাইলেও সম্ভব না।এই "হৃদয় বারোতা"-গানটাই যথেষ্ট অতীতের ভালোবাসা টুকু বুকের এক কোণায় লালন করার জন্য আর সেটা অবশ্যই ভালো একটা অনুভুতির সাথে।❤❤

  • @shirajpanna3952
    @shirajpanna3952 7 місяців тому +3

    ভালোবাসা বড়ই অদ্ভুত......!!✨
    কাউকে দেয় পূর্ণতা, আর কাউকে দেয় শূন্যতা......!! 💔

  • @jabedkhanjb
    @jabedkhanjb 11 місяців тому +50

    কমেন্ট রেখে গেলাম, কেউ লাইক দিলে হয়তো নোটিফিকেশন পাবো, আবারো শোনা হবে

  • @ahsanedits6849
    @ahsanedits6849 11 місяців тому +12

    হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো প্রতিটা লাইন 😢

  • @babatudip5126
    @babatudip5126 Рік тому +7

    বহুত সুন্দৰ ❤. Love from Delhi India 🇮🇳

    • @ahsanedits6849
      @ahsanedits6849 11 місяців тому

      Love from Bangladesh 🇧🇩💝

  • @djpankaj3252
    @djpankaj3252 Рік тому +6

    গানের সুর মন ছুয়ে যায়। প্রিয় মানুষকে হারানোর বেদনাগুলো এইসব গান শুনলে অতীত মনে করে দেয় । কোথায় জানি হারিয়ে যায় মন গান শুনলে ❤️❤️

  • @Despicable_mee
    @Despicable_mee Рік тому +9

    Can't imagine this song without minar voice. heart touching lyrics, melting melodies created, superb singing- heavenly creation

  • @shahamirulislamemon9624
    @shahamirulislamemon9624 Рік тому +12

    কি চমৎকার একটা নাটক ছিলো, গানটা চমৎকার না হয়ে উপায় আছে! ❤

  • @islamjewel6525
    @islamjewel6525 Рік тому +8

    পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল তাই এখানে লিখে রেখে গেলাম❤😢

  • @prashanta2801
    @prashanta2801 11 місяців тому +5

    Minar da গান টা অনেক দেরি করে দিলে অপেক্ষায় ছিলাম গান শুনে মনে হয় মনের মানুষ গুলো কেন বোঝেনা কেন। মনের মানুষ গুলো বরো অদ্ভুত হয়।
    অনেক স্মৃতি মনে রয়ে গেছে আমার কি করে বোঝাই ও তো বোঝে না।।

  • @shuvoacharjee3856
    @shuvoacharjee3856 11 місяців тому +3

    এইগুলো হল গান...মিনার মানেই আলাদা ভালোবাসা 🖤

  • @themystery57
    @themystery57 7 місяців тому +1

    অনেক স্মৃতির ছোট গল্প হয়ে
    থাকবো আমি রেখো হৃদয়ে!!!
    অনেক প্রেমের যাতনা সয়ে
    রাখবো আমি থেকো হৃদয়ে……. ❤🙂

  • @monjujaman1288
    @monjujaman1288 Рік тому +8

    মিনার ভাইয়ের কন্ঠ শুনলেই মনটা কেন যানি নাড়া দিয়ে উঠে!!নাটকে তার গান আরও বেশি বেশি চাই !!!

    • @shanjoydas4271
      @shanjoydas4271 11 місяців тому

      নাটকটা যত বেশি সুন্দর
      গানটি তার চেয়ে বেশি সুন্দর 😢

  • @sayeedimran1035
    @sayeedimran1035 8 місяців тому +2

    মিনারের কথাগুলো যেন অন্তরের গভীর অন্তস্থল থেকে আসে❤

  • @SohelSohel-qz6zc
    @SohelSohel-qz6zc 7 місяців тому +3

    মিনার ভাইয়া যখন এই গানের মধ্যে একটা লিরিক্স বলে😊অনেক স্মৃতির ছোট গল্প হয়ে,,,, স্মৃতি কথাটাতেই আমার সব কিছু জড়িয়ে আছে 😊💔

  • @chandanabanik3562
    @chandanabanik3562 Рік тому +5

    মিনারের কন্ঠে ম্যাজিক আছে... প্রতিটা গান মন ছুয়ে যায় ❤💝

  • @eteasinarafatsany429
    @eteasinarafatsany429 Рік тому +11

    নাটকটা দেখার পর থেকেই গানটার জন্য অপেক্ষায় ছিলাম😍

  • @JewelMahmud-d7l
    @JewelMahmud-d7l 9 місяців тому

    এক কথায় অসাধারণ। এই গানটির অপেক্ষায় ছিলাম। মিনার রহমান মানেই আবেগ, ভালোবাসার স্মৃতি। কমেন্ট করে রেখে গেলাম। লাইক কমেন্ট পেলে আবারও শুনবো।
    ❤❤❤❤

  • @Nabila-n6b
    @Nabila-n6b Рік тому +19

    নাটকটা এতো সুন্দর ছিলো গান তো সুন্দর হবেই।❤️ তার উপর গানটা মিনার ভাই গেয়েছে।🥰

  • @mdsakibali2282
    @mdsakibali2282 11 місяців тому +4

    এই নাটকের অভিনয় থেকে শুরু করে গান সহ সব কিছুই অসাধারণ হয়েছে,মনোমুগ্ধকর অভিনয়,মনোমুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর গান❤

  • @MohammedRafiqulIslam-lw4yo
    @MohammedRafiqulIslam-lw4yo 8 місяців тому +5

    রাত জাগা অতীতের কথার মাঝে তোমার সুরের সেই গানগুলো নিভিয়ে দেয় আমার পুরোনো স্মৃতিগুলো তোমার সেই সুরের মাঝে লুকিয়ে আছে হাজার মানুষের হাসির খুশির লাইন কখনো ভুলবো না তোমার সেই সুরের গান #minarforever

  • @abirahmedbd
    @abirahmedbd 11 місяців тому +3

    আর কভু হবে না কথা বলা❤️
    হবে না কভু এক পথে চলা..😐
    বাজবে এই হৃদয়ে তোমারই না....ম🙂
    তুমি ভুলে যাবে, লিখে গেলা.....ম😥

  • @shamimahsan683
    @shamimahsan683 Рік тому +5

    অনেক সৃতির ছোট গল্প হয়ে থাকবো আমি রেখো হ্নদয়ে!🌸
    প্রিয় অভিমান🙂

  • @mdaowladhossainashifu4023
    @mdaowladhossainashifu4023 6 місяців тому +1

    মনে থাকবে কি?
    আমি কে ছিলাম!
    মুছে ফেলবে কি আমার নাম?
    অনেক স্মৃতির ছোট গল্প হয়ে থাকবো আমি রেখো হৃদয়ে।
    অনেক প্রেমের যাতনা সয়ে রাখবো আমি থেকো হৃদয়ে।
    লাইনটা উফ ❤

  • @miltondasrony6679
    @miltondasrony6679 8 місяців тому +4

    অসাধারন একটা গান।ধন্যবাদ মিনার রহমান ভাইকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার যন্য।আর নাটকটাও অসাধারন ছিলো॥💝💝💝💝💝

  • @HridoyAbdullah
    @HridoyAbdullah 11 місяців тому +1

    কিছু গান হয়তো ট্রেন্ডিং এ থাকে না,
    কিন্তু হাজার মানুষের হৃদয়ে থাকে আজীবন।

  • @joysnal3869
    @joysnal3869 11 місяців тому +3

    কিছু জিনিস নিজের জেনেও চেয়ে নিতে না পারার ব্যাথা কে বুঝবে😅💔🥀।ভালো থাকুক এতটুকুই চাওয়া। 😑🥺

  • @MonarulIqbal
    @MonarulIqbal 10 місяців тому +1

    হৃদয় স্পর্শক একটা গান মিনার ভাইয়ের তাও আবার অপুর্ব অভিনয় করছেন খুব ভালো লাগলো।।❤

  • @rafirahman1133
    @rafirahman1133 Рік тому +29

    আজ মনটা খুব খারাপ 😥😥
    এই গানটা শুনে মন খারাপ ভালো হয়ে গেছে💞❤️❤️
    গানটা খুব সুন্দর ❤️❤️❤️

  • @somsurya1991
    @somsurya1991 5 місяців тому +1

    Theko hridoye !!!!
    Love from Kolkata, Westbengal, India

  • @EleasKhan-p3v
    @EleasKhan-p3v 8 місяців тому +3

    যুগ যুগ ধরে বেঁচে থাকবে,,মিনারের এই গানটা,,

  • @mdnadimbhuyan4422
    @mdnadimbhuyan4422 8 місяців тому +1

    প্রিয়, অনেক করে চেয়েও তোমায় আমার করে নিতে পারিনি। হয়তো ভাগ্যে ছিলে না তুমি।
    মনে থাকবে কি.?
    আমি কে ছিলাম...!
    মুছে ফেলবে কি আমার নাম..?
    অনেক স্মৃতির ছোট গল্প হয়ে..!
    থাকবো আমি রেখো হৃদয়ে 🌼💙
    ভালো থেকো 💙

  • @mdshihabali2004
    @mdshihabali2004 Рік тому +9

    প্রথম দিন নাটক দেখার সময় থেকেই এই গানটা অনেক ভালো লেগেছে😊 তখন থেকে এই গানটির জন্য অপেক্ষায় ছিলাম 🎉একটা কমেন্ট করে রেখে গেলাম, কখনো কেউ যদি লাইক করে তাহলে এসে আবার শুনবো এই গানটি ❤❤❤❤

  • @MsLn-d2q
    @MsLn-d2q 11 місяців тому +1

    কি সুন্দর একটা গান।
    কিছু কিছু গান আসলেই হৃদয় ছুয়ে যায়।
    কমেন্ট করে গেলাম। বেঁচে থাকলে বহু বছর পড়ে এসে আবার সৃতিচারণ করবো।❤😊

  • @krishnodas
    @krishnodas Рік тому +5

    অপেক্ষায় ছিলাম কখন " cmv music" থেকে হৃদয় বারোটা গানটা পোস্ট করবে.. 👍❤️

  • @razaulkarim4040
    @razaulkarim4040 8 місяців тому +1

    আমি যে কতটা অনুভব করি আজও তোমায়
    তুমি বুঝলে না আফসোস তো এখানটায়
    এত শীঘ্রই ভুলে গেলে
    পরবে না মোরে আর তোমার মনে..!

  • @FarukKhan-co1pr
    @FarukKhan-co1pr Рік тому +43

    💝 পথে হলো দেরি 💝 নাটক টা দেখে যারা এই গান টা শুনতে এসেছেন তাদের কে আমার পক্ষ থেকে (২০২৪) সালের শুভেচ্ছা ও শুভকামনা ❤️🌹

  • @foysalahmed8926
    @foysalahmed8926 11 місяців тому +1

    মিনার মানেই নতুন কিছু অন্য রকম অনুভূতি !! 👌❤️

  • @abdullahsheikhayan
    @abdullahsheikhayan Рік тому +16

    অনেক সুন্দর একটা গান...যতোবার শুনি ততোবার-ই ভালো লাগে ❤❤❤

  • @Panchanan-m3p
    @Panchanan-m3p Рік тому +2

    মিনার মানেই নতুন অনুভূতি ❤❤ আহা !! শান্তি 🔥❤️❤️ সদা প্রাণবন্ত শব্দগুলো ।।

  • @jasttingsajed3503
    @jasttingsajed3503 8 місяців тому +2

    জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু থাকে হারানোর কষ্ট কখন ভুলতে পারিনি 💔

  • @ব্যচলরপয়েন্ট

    This Song is Masterpiece from Singer Minar❤

  • @ariyanhasanshahporan4803
    @ariyanhasanshahporan4803 11 місяців тому +1

    প্রতিটি লাইন হৃদ ছুয়ে যায়, মিনার রহমান মানেই অন্য রকম এক অনুভূতি। 💔❤️‍🔥

  • @mizanurrahaman2393
    @mizanurrahaman2393 11 місяців тому +3

    অনেক স্মৃতি ছোট গল্প হয়ে,,
    থাকবো আমি রেখো হৃদয়ে 😢😢

  • @NazmulMunia
    @NazmulMunia 4 місяці тому

    বাস্তবতার কাছে অনেক কিছু হেরে যায়, কিন্তু সৃতি গুলো অনেক কাঁদায়, এই গানটি যেন সকল সৃতি মনে করিয়ে দেয়, আমার কষ্টের সৃতি হিসাবে একটি কমেন্ট করে গেলাম 😪

  • @taslimaislam62
    @taslimaislam62 Рік тому +5

    মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আর কি করলে সে বুঝতে পারবে যে আমি ওকে কতোটা চাইইইইইইই 😖 আর কাউকে বলতে পারছিনা তাই কমেন্ট টা করে গেলাম, হতো আমি না থাকলে সে বুঝতে পারবে 💔 কিন্তু..........⚰️

  • @abuhossain9475
    @abuhossain9475 10 місяців тому +1

    রেখে গেলাম স্মৃতি, যেভাবে তুমি আমায় রেখে গিয়েছিলে!
    ভালোবাসা সুন্দর, প্রেম নয়।
    __রেখে গেলাম, তুমি কি দেখবে এ লেখা!

  • @enamulislam6309
    @enamulislam6309 Рік тому +4

    যেমন সুন্দর নাটক।তেমনি সুন্দর গানটি❤️

  • @najminnahar4816
    @najminnahar4816 11 місяців тому +1

    ভালোবাসার মৃত্যু আছে কিন্তু মায়া অবিনশ্বর,চিরন্তন ও ধ্রুব 💔😭

  • @mhramim7722
    @mhramim7722 Рік тому +4

    এককথায় অসাধারণ ❤❤

  • @JewelMahmud-d7l
    @JewelMahmud-d7l Місяць тому

    এই ধরনের গানগুলো যুগ যুগ ধরে থাকবে। নভেম্বর ২০২৪ সালে এসে আবার শুনলাম। মনে পড়ে গেলে ২০০৯-১০ সালের কথা। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই গানগুলো রেখে গেলাম।
    ❤❤❤❤

  • @sksojib07
    @sksojib07 Рік тому +40

    ২০৩০ সালের জন্য কমেন্ট টা করে গেলাম আজ থেকে ৮ বছর পর এই কমেন্ট টা যখন ছোটরা দেখবে তখন তারা বুঝবে এই গানগুলো আমরা কত ভালোবাসতাম❤️😊

  • @user-sabbir931
    @user-sabbir931 Рік тому +2

    এই নাটকের অভিনয় থেকে শুরু করে গান সহ সব কিছুই অসাধারণ হয়ছে,মনোমুগ্ধকর অভিনয়,মনোমুগ্ধকর দৃশ্য,মনোমুগ্ধকর গান❤

  • @tonmoyofficialvoicebd9011
    @tonmoyofficialvoicebd9011 3 дні тому

    আপনি কি জানেন বাংলা শিল্পী জগতে আপনি যে সেরাদের ভীড়ে ও সেরা ❤❤😊 প্রিয় মিনার আপনার মতো শিল্পী আরো এক শতকে ও জন্মাবে না বাংলাদেশে 😊

  • @krishnendumaji8777
    @krishnendumaji8777 11 місяців тому +3

    Such a master piece...by its lyrics and presentation..❤❤

  • @jayosanalex1494
    @jayosanalex1494 11 місяців тому +1

    মেরিল প্রথম আলোতে যেনো গানটি নমিনেশন পেয়ে পুরস্কৃত হয় মিনার। এটাই চাই আমি🥰❤️

  • @MdmohiburRahman-px6gb
    @MdmohiburRahman-px6gb Рік тому +4

    নাটকটি যেমন সুন্দর গানটাও তেমনি অনেক সুন্দর বারবার শুনতে ইচ্ছে হয়❤️❤🥺🥺

  • @furkanhossen7273
    @furkanhossen7273 11 місяців тому +1

    আসলে কে যে কার কখন প্রিয় হয়ে যায়।❤

  • @md.ashiquzzaman1995
    @md.ashiquzzaman1995 Рік тому +5

    মিনার ভাইয়ের গান গুলা হৃদয় ছুঁয়ে যায় ❤❤

  • @nobinwahid7633
    @nobinwahid7633 Рік тому +1

    মিনার ভাইয়ের প্রতি আমার অন্য রকম মায়া। আর এই গানটির অফিসিয়াল ভিডিও এর অপেক্ষায় ছিলাম। খুব ভালো লাগলো। ❤❤

  • @saifulhaque4979
    @saifulhaque4979 Рік тому +3

    অনেক দিন পর সেই পুরানো মিনার ভাইকে ফিরে পেলাম।🥰🥰

  • @NirobAhmmed-
    @NirobAhmmed- Рік тому

    সূর্য আসছে হাসি মুখে,
    ফুলের কানে মৃদুল গান বাজছে।
    মেঘের পাখি আসে হাঁটি,
    বৃষ্টির ছায়ায় খেলা রাতি।
    বনে ফুলে খোকা মোহন,
    হৃদয়ে বাজছে ভালোবাসা গান।😊😊

  • @MahmudulKhan-gw2we
    @MahmudulKhan-gw2we 11 місяців тому +7

    একটি কমেন্ট করে গেলাম, ২০২৪ এ সেরার তালিকায় থাকবে গানটি।❤

  • @nazmin74
    @nazmin74 11 місяців тому +2

    মনের ভিতরটা নাড়া দিয়ে যায় এই গানের প্রতিটা লাইন 😢

  • @EMANAhmed-mt1gy
    @EMANAhmed-mt1gy 8 місяців тому +3

    Babte parini tumi Valobasha Choya diye Arek joner Valobasha hoye jaba 🙂💔🥀 life ja chaichi paichi kinto tomake chara 🥺 Valobasha manus ta sotik thakle hoy to take peye jetam jak Allah ja kore valo jonno kore 🙂🥀 miss you 💔🥀

  • @rabbihosen3187
    @rabbihosen3187 7 місяців тому +1

    Song ta khub e vlo lge mjhe mjhe e yt te ese sunei jaii🥰🥰🥰

  • @mdtofazzolhosen1252
    @mdtofazzolhosen1252 Рік тому +4

    Gan tah onak sundor...kaw Abar amar comment a like dila hoyto Abar asbo gan ta sunte...

  • @abidalrahim268
    @abidalrahim268 Рік тому +1

    আহা! মিনার ❤
    টেইক লাভ বস নস্টালজিক

  • @Mojadar_Facts
    @Mojadar_Facts Рік тому +9

    যখনই কেউ গানটি শুনতে আসবেন আমার কমেন্ট একটি লাইক দিয়েন, আবার শুনতে আসবো। feel this music 1:47 😌