"এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো,খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।" যা করেছো হয়তো ভালোই করেছো... তাইতো আজ এই গান এতখানি হৃদয়স্পর্শী হল!😢
Great song of Manna Dey. I have covered this song on my Hawaiian guitar within my own composed music arrangement from Bangladesh. pls enjoy. ua-cam.com/video/cX45DGDZD88/v-deo.html
এখন অনেক ভালো ভালো নতুন গান হয়েছে, তবে মান্না দের গানের এই রকম কথা সুর এবং অবশ্যই শিল্পীর গাওয়া এই দরদী গলা আর খুঁজে পাওয়া যায়নি। সারাজীবন উনি আমাদের মধ্যে বেঁচে থাকুন গানের মাধ্যমে। অসাধারণ প্রতিভা, অসাধারন গায়ক। ভালো থাকুন মান্না দে, আপনি চিরজীবন আমাদের মনের মধ্যে রয়ে যাবেন । প্রথম আপনার গান ১৯৭২ সালে আমাদের বাড়ীর কাছে কোনো এক জলসায় শুনেছিলাম সে সব এখন অতীত। এরপর আরো বহুবার আপনার গান শুনেছি বিভিন্ন জলসায়। অসাধারণ সব গান । সত্যি কথা বলতে কি জীবনে আপনার কোনো জলসা আমি পয়সা দিয়ে দেখিনি, এর থেকে ভাগ্যবান আর কি হতে পারে?
২০১২ ভালোবাসা আসছিলো হৃদয়ে ২০২৪ আজো অপেক্ষা করে আছি হয়তো ফিরে আসবে হয়তো আবার দেখা হবে। ভালোবাসা পোড়ায় খুব পোড়ায় তবুও ভালোবাসতে ইচ্ছে করে তবুও একটা সুখ আছে। কিন্তু এ সমাজ আর একা থাকতে দিচ্ছে না কি করবো দিশেহারা হয়ে যাচ্ছি।
আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয়তো যাবার বেলায় আজ কেনো যে কেবলই মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কত দিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয়তো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখাই শেষ দেখা নয়তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো এ দেখাই শেষ দেখা নয়তো🥰
এখানে সবারই কিছু না কিছু স্মৃতি আছে এই গান শুনে সকলেই নানান মন্তব্য করেছেন। সব পড়ে মনে হলো, সবাই সবার কস্ট নিয়ে জীবন অতিবাহিত করেন রয়ে যায় অসম্পূর্ণ কিছু কাহিনী।🖤🥺
তখন আমি বাবাকে নিয়ে আছিকোলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে.... একই ওয়াড এ সে ও এসেছিল তার বাবার চোখের চিকিৎসার জন্য.. সাল টা 2019 সেই প্রথম দেখা.. আর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম তাকে... আজ 2024... আর দেখা হয় নি!! জানিনা আর কোনো দিন দেখা হবে কি না...
আমাদের প্রথম দেখা হয়েছিলো Chemistry Batch এ আর শেষ টা হলো Mumbai IIPS. জানি আর দেখা হবে না কথা হবে না।তোমায় দেখার আশা আমার সারাজীবন থাকবে।এভাবে সবটা শেষ হবে এটা ভাবতে পারিনি।
1987 সালে আমরা মেদিনীপুরে vidyasaagar teachers' training college এ সহপাঠী ছিলাম, দুজনে দুই জায়গায় থাকতাম, ও মেদিনীপুর শহরের সিপাই বাজারে, আমি ডেবরার দলপতি পুরে। বহুদিন ওদের বাড়ি গিয়েছি খেয়েছি, মাসীমা খুব যত্ন করে খাওয়াতেন। আমরা বহূক্ষন বাসে গল্প করতাম, আমার বাস না ছাড়া পর্যন্ত। ও জমিদার বাড়ির মেয়ে আর আমি চা ওয়ালার ছেলে, চাকরি পাওয়ার কোন নিশ্চয়তা ছিল না, কোনদিন পাইনি। আমি ওকে আমার দারিদ্র্যের মধ্যে এন কষ্ট দিতে চাইনি। তাই ওকে মিথ্যা কথা বলছিলাম আমি বিয়ে করেছি। ও তখন আমাকে ভাত দিচ্ছিল, ওর করুন দৃষ্টিটা আমি আজও ভুলত পারিনি । আমি আজও ওকে ভুলতে পারিনি,ওর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, চোখে জল আসে, এখনও আসছে, 37বছর পরেও। জীবন সায়াহ্নে পৌঁছে গেছি তবু ভুলতে পারিনি।
প্রথম শুনি এই গানটা ক্লাস 11th এ পড়ার সময়, বছর দশেক হয়তো আগে। যখনই শুনি, চোখ ভরে যায় জলে। সত্যিই তো, একদিন তো আমিও পথের মতই হারিয়ে যাব পৃথিবী থেকে, আমার প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে। অত্যন্ত সত্যি কথা এই গানটিতে আছে। এ গান নিছক গান নয়, এ চিরসত্য জীবনদর্শন। আর সেই দর্শন কণ্ঠে মান্নাদে সুরে সুরে ঝরে পড়েছে। 55 Reply
২০১০সালে পরিচয় এরপর ভাল লাগার কথা বলতে গিয়েছিল ১টি বছর।২০১১সালে মন দেয়া-নেয়া,,২০২০সালে এসে হঠাৎ কেন যেন বদলে গেল,,কিছুতেই আর ফিরাতে পারিনি।।অন্যের হাত ধরে এক বৃষ্টি ভেজা বিকেলে আমার সামনে দিয়ে এত বছরের সম্পর্ককে এক নিমিষে শেষ করে চলে গেল।।সেই বৃষ্টিতে আমি ভিজিনি,ভিজেছে আমার দুনয়ন।সেইদিনের পর কোনদিন দেখা হয়নি,মনটাকে কিছুতেই বোঝাতে পারিনি,বিষণ্ন,ভাঙ্গা মনটাকে কিছুতেই ঠিক করতে পারছিলাম না।অনেক কষ্টে মনটাকে বুঝিয়েছিলাম, আমার থেকে অন্যের কাছে সুখে থাকবে ভেবেই,অন্যের হাত ধরে চলে গেছে।খুব ভালবাসি বলেই,তার সুখ কামনা করেছি।।ভাল থাকুক সে,অন্যের বাহুডোরে,অন্যের ঘরের আলো হয়ে।।তার সাথে হাঁটা শহরের চেনা রাস্তা গুলো আমাকে বারে বার,তার কথা গুলো মনে করিয়ে দেয়,স্মৃতি যেন পিছু ডাকে।তাই তার সাথে স্মৃতি জড়িয়ে থাকা পথগুলো এড়িয়ে চলার চেষ্টা করি,কিন্তু কোন না কাজে ঠিকই যেতে হয়।তাই তাকে ভুলে থাকার জন্য তার থাকা শহরটাই ছেড়ে চলে এসেছি বহুদূর।।।তবুও তার সুখ কামনা করে যাব,,ভাল থাকুক সে,সুখে থাকুক।।সব ভালবাসার পূর্ণতা হয়না।।কিছু ভালবাসা অপূর্ণতায় সার্থক হয়।।আমিও না হয় অব্যর্থ দের দলে রইলাম।।জানি না,আর কোন দিন দেখা হবে কিনা,,,,,,,ঠিক আগের মত করে!!!!
মান্না বাবু অসাধারণ সংগীত খানি গেয়ে ছিলেন আজ তা বাস্তবে পরিণত হয়েছে এ দেখা শেষ দেখা নয়তো,,কিন্তু এই দেখা শেষ দেখা হয়েছে,, মান্না বাবু জীবত থাকলে ধন্ন বাদ জানাতাম,,
গানটি যিনিই গেয়ে থাকুন তিনি অত্যন্ত ভালো গেয়েছেন তবে যেসব শ্রোতাদের ঈশ্বর প্রকৃত কান দিয়েছেন তারা শুনলেই বুঝতে পারবে যে এই কন্ঠ মান্না দের নয় , এই গানটি যিনি গেয়েছেন তাঁকে শ্রদ্ধা জানিয়েই বলছি।
হে সুরের জাদুকর, তোমার গুনমুগ্ধ শ্রোতাদেরকে অশ্রুসিক্ত করে তুমি হাসতে হাসতে, গাইতে গাইতে না ফেরার দেশে চলে গেলে। আর রয়ে গেল তোমার সুরেলা কন্ঠের জাদুকরী গানগুলো। সেই মধুময় গানগুলো তোমাকে করেছে অমর। না ফেরার দেশ থেকে তুমি আমার বিনম্র শ্রদ্ধা গ্রহণ করো মান্না জি।
কিংবদন্তি অমর শিল্পী মান্না দে তুমি মৃত্যুঞ্জয়ী যত দিন গান থাকবে গান প্রেমীক মানুষের মনের মণিোঠায় শেষ্ট্রো আসনে বিরাজ করবে। শত কোটি প্রণাম তোমাকে সেই সঙ্গে গর্ভধরিনি মা কে যিনি এমন এক হিরের টুকরো শিল্পি বাঙালি কে উপহার দিয়ে গেছেন।
বিভিন্ন দারুণ বিখ্যাত গায়কদের গান শোনার পর ( মান্না দে, হেমন্ত কুমার, ইন্দ্রানী সেন তারপর অনিল চ্যাটার্জি গলায় (কে গেয়েছে মনে নেই) সিনেমার গানটা শুনে আমি nostalgic হয়ে পডি। কি অপূরব গান গুলো শুনতে দারুণ লাগল। অনিল চ্যাটার্জিকে দেখলেই ( বিশেষ করে চোখ দুটো দেখলে) খুবভালো মানুষ বলে মনে হয়। লিখলাম বলে কিছু মনে করবেন না।
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই। স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ, ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই, আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো। সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি। সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে। নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় । অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে। ÒতুমিÓ সুখে থেকো চির বান্ধবী, পারো যদি ভুলে যেও আমায, আমার হৃদয় ভাঙার অপরাধে অপরাধী করবোনা তোমায়। একাকি জীবন নিয়েছি মেনে, তোমারই সুখের প্রয়োজনে। রেখো না মনে আমার স্মৃতি ভালোবাসার হয়েছে ইতি, মনের বাঁধন ছিন্ন হলে কাউকে কি ধরে রাখা যায়? পারো যদি ভুলে যেও আমায়- - - - !!!
~তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান যদি কোন দিন এই গানে শুর মেলায়, তাহলে ভেবে নিয়ো, সে ও তোমার মতো কোন এক মায়াবতী বেইমানের প্রেমে পড়েছে..., যেমনটা আমি তোমার প্রেমে পড়েছিলাম....!! ~প্রিয় দুঃখ-বিলাশ~
সত্যিই ত কেন ভালোবাসার হারিয়ে যায়?ভালোবাসার মানুষ গুলি কেন বুজেনা তারা হাত ছেড়ে দিয়ে শুধু নিজেকে দুরে সরায় না সেই সাথে সাথে যে মানুষ টির হাত ছেড়ে দেয় সে মানুষ টার বাকী জীবনের হাসি আনন্দ কেড়ে নিয়ে জিন্দাবাদ লাশ করে দিয়ে যায়।ভাল থাকুক আমার হৃদয়ে থাকা মানুষ টা।
এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো,খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।" যা করেছো হয়তো ভালোই করেছো... তাইতো আজ এই গান এতখানি হৃদয়স্পর্শী হল! সোনাখুলী, সৈয়দপুর তুমি আমার জীবনভর মনে ব্যথা দিয়ে স্বপ্নেও মনে রেখেছ ।
যেদিন তুমি ঢাকা চলে যাচ্ছিলে, সেদিন শুধু এই গান টা শুনছিলাম। আর মনে হচ্ছিলো বুক ফেটে যাচ্ছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছো শুধু তাই মনে হচ্ছিলো। খুব মিস করতেছিলাম সেদিন। আর আজ দুজন একসাথে ১ বছর। সারাজীবন এমন করে থাকতে চাই প্রিয়তমা NK💜❤️
এমনটাই যেন হয়,,,,, আবার যেনো কোনো এক বসন্তের গোধুলির আলোতে মেঘনার তীরে তোমার আমার দেখা হয়। এদেখা যেন শেষ দেখা না হয় 😥😥😥😥😥 সেই বসন্ত গোধুলি বেলা আজ কেবল স্মৃতি মাত্র😥😥😥😥
আমার বাবা 10th December 2021 এ স্বর্গগত হয়েছেন।আমার বাবা একজন জীবনযুদ্ধের বীর যোদ্ধা ছিলেন।শূণ্য হতে শুরু করে আমাদের জন্য রাজপ্রসাদ গড়েছিলেন।তিনি ছিলেন সততার পূজারী।আমার জীবনযুদ্ধের Inspiration.এই গান টা আমি আমার স্বর্গীয় বাবা কে dedicate করলাম।বাবা তুমি খুব খুব ভালো থেকো।আমার সাথে তোমার কোনো না কোনো জন্মে আবার দেখা হবে।আমি সেই অপেক্ষায় রইলাম।চিনতে না পারলেও সেদিন আমার অন্তর আত্মা যেনো বলে তুমি আমার অনেক অনেক আগের জন্মে ও কেউ ছিলে।ভালো থেকো বাবা।আমরা খুব খুব ভালো আছি।তোমার কটো ও খুব ভালো আছে।।।
সেই 2017 সালে তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল আজ 2024,এত বছরেও আর দেখা হয়নি,জানিনা আবার দেখা হবে কি না!যেখানে থাকো ভালো থেকো,সুখে থেকো এই প্রত্যাশায় ই করি।
"এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো,খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।" যা করেছো হয়তো ভালোই করেছো... তাইতো আজ এই গান এতখানি হৃদয়স্পর্শী হল!😢
💔💔💔💔💔💔
👍💔💔💔😢😢😢
Yes thank you good night Ajay Bhula Bhola jaaye na
Great song of Manna Dey. I have covered this song on my Hawaiian guitar within my own composed music arrangement from Bangladesh. pls enjoy. ua-cam.com/video/cX45DGDZD88/v-deo.html
Sotti Tai
চিরকালীন ইচ্ছে সবার, এ দেখা যেন শেষ দেখা না হয়।
কি জাদু আছে কে জানে, ১৫ বছর বয়সে এই গান শুনেছি, আজ ৬০ বছরেও সেই আবেগ, আবেদন।
কালজয়ী।
To
@@gourabsamadder1842 9
তবে এই গানটি যিনি গাইছেন তিনি মান্না দে নয়
@@binodonbangla1066 w
@@gourabsamadder1842 অাঅাঅঅাাাা
যেমন কথা, তেমনই গায়কী, তেমনই যন্ত্রানুসঙ্গ- সব মিলে মিশে স্বর্গীয় সুষমা সৃষ্টি করেছে।
এখন অনেক ভালো ভালো নতুন গান হয়েছে, তবে মান্না দের গানের এই রকম কথা সুর এবং অবশ্যই শিল্পীর গাওয়া এই দরদী গলা আর খুঁজে পাওয়া যায়নি। সারাজীবন উনি আমাদের মধ্যে বেঁচে থাকুন গানের মাধ্যমে। অসাধারণ প্রতিভা, অসাধারন গায়ক। ভালো থাকুন মান্না দে, আপনি চিরজীবন আমাদের মনের মধ্যে রয়ে যাবেন । প্রথম আপনার গান ১৯৭২ সালে আমাদের বাড়ীর কাছে কোনো এক জলসায় শুনেছিলাম সে সব এখন অতীত। এরপর আরো বহুবার আপনার গান শুনেছি বিভিন্ন জলসায়। অসাধারণ সব গান । সত্যি কথা বলতে কি জীবনে আপনার কোনো জলসা আমি পয়সা দিয়ে দেখিনি, এর থেকে ভাগ্যবান আর কি হতে পারে?
গভীর রাতে কানে হেডফোন লাগিয়ে শুনছিলাম। পাশে খোলা জানালা দিয়ে মৃদু ঠান্ডা বাতাস শরীর জুড়াচ্ছে। আহা গান! গান শুনে কেমন জানি হয়ে যাই
এখন গানের অর্থটা বুঝি
Hu
ঠিক বলেছেন
২০১২ ভালোবাসা আসছিলো হৃদয়ে ২০২৪ আজো অপেক্ষা করে আছি হয়তো ফিরে আসবে হয়তো আবার দেখা হবে। ভালোবাসা পোড়ায় খুব পোড়ায় তবুও ভালোবাসতে ইচ্ছে করে তবুও একটা সুখ আছে। কিন্তু এ সমাজ আর একা থাকতে দিচ্ছে না কি করবো দিশেহারা হয়ে যাচ্ছি।
এই গান শুনলে কত কিছুই মনে পড়ে।
ধন্যবাদ গীতিকার, সুরকার, এবং মান্না দে কে।
আকাশে যতদিন সূর্য-চন্দ্র থাকবে মান্না দে মহাশয় ততদিন অমর হয়ে থাকবেন।
Good
১৫ বছর থেকে শুরু করে আজ ৩০ বছর পর্যন্ত গানের সেরা গুলোর তালিকায় রয়েছে। এবং দিন যতো যাবে ততোই এই গানটি ভাল লাগবে। এটা কাল জয়ী গান।
À.
মান্নাদে কে সুরের রাজা বলা হয়
অসাধারণ গায়ক যার সুরে সবাই বিমুহিত সুরবিত হচ্ছে। চীরকাল সবার অন্তরে তিনি বেচে থাকবেন।
I am very proud for Manna Deys song
Manna. Da. Sober. Onnrre becy tamun. DoyAreillo
Original singer noy.
ভাবতেও অবাক লাগে যে তিনি আর আমাদের মাঝে নেই কিন্তু তার গানের মাধ্যমে তিনি আজও আমাদের মাঝে জীবিত আছেন❤❤❤❤😢😢😢
Ekdom❤❤
hmmd
Arts longa vita brevis.
..mmmmmóllkkiikookikkknbm?/?/@@biswarupmondal5297
Akono balobasi.takbo❤️🥰
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো
কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজও হয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো
যাবার বেলায় আজ কেনো যে কেবলই মনে পড়ে গো
অসময়ে নীল আকাশে কত দিন কত মেঘ ধরে গো
শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো
এ দেখাই শেষ দেখা নয়তো
এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো
খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো
বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে
হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে
কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো
এ দেখাই শেষ দেখা নয়তো
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো🥰
nice
Tnx
Thank you dada
Fineganty
আমার প্রিয় গান
এই গান শুনলেই মনে সত্যি কারের আবার দেখা হবে আপনজন হারিয়ে যাওয়া মানুষের সঙ্গে। সবথেকে যাকে ভালোবাসি
আমি যখন১৯৬১ ক্লাস ছিক্স এ পঢ়ি তখন এই গান টি শুনে ছিলাম । আমাৰ খুব ভালো লেগেছিল । বৰ্তমান আমাৰ বয়শ ৭৬ বছৰ । ধন্যবাদ ও নমস্কাৰ জানাইলাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
এ সব স্বর্ণ যুগের গান।শুনলেই মন ভাল হয়ে যায়।পিউর নস্টালজিক 👌
এখানে সবারই কিছু না কিছু স্মৃতি আছে এই গান শুনে সকলেই নানান মন্তব্য করেছেন। সব পড়ে মনে হলো, সবাই সবার কস্ট নিয়ে জীবন অতিবাহিত করেন রয়ে যায় অসম্পূর্ণ কিছু কাহিনী।🖤🥺
অপূর্ব সুন্দর কন্ঠ স্বর। গানের মানে
এবং তাকে কি সুন্দর ফুটিয়ে তুলেছেন
আজ মান্না দে নেই, তবু ভুলতে পারিনা
গান গুলো।
আহারে কতো সুন্দর সংগীত 🤝🤝🤝👌👏👏👏👏👌👌👌😍😍👈
হে অমর শিল্পী মান্না দে , তোমার সুমধুর কণ্ঠ আমরা চিরদিন হৃদয়ে লালন করে রাখবো ।
তুমি শাশ্বত, চিরন্তন হয়ে বিরাজিবে মোদের মনের মণি কোঠায়।
খুব ছোট বেলায় শুনতাম, না বুঝেও। এখনও শুনি। বুঝে। আহা অমৃত।
আহা, কি গান, যেমন কথা, তেমন সুর আর গায়কী, মন দিয়ে শুনলে চোখের জল ধরে রাখা যায় না। এই মানুষেরা যে কেনো চলে গেলেন।
এই গান টি শুনলেই আমার চোখে জল এসে যায়। অনেক ভালো লাগার গানের মধ্যে এটি ও একটি। মান্না বাবু এরকম কত অজস্র মনি মুক্ত উপহার দিয়ে গেছেন সব বয়সের জন্য।
কি দরদ ভরা গান! শুনলে পরে মৃত্যুও সহজ করে দেয় গো।❤
তোমাকে না হারালে হয়তো এই গান এতো পিয় হত না এই সব গানের মধ্যে বেঁচে থাকুক হাজারো হারিয়ে যাওয়া ভালোবাসা 😢😢😢😢
তখন আমি বাবাকে নিয়ে আছিকোলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে.... একই ওয়াড এ সে ও এসেছিল তার বাবার চোখের চিকিৎসার জন্য.. সাল টা 2019 সেই প্রথম দেখা.. আর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম তাকে... আজ 2024... আর দেখা হয় নি!! জানিনা আর কোনো দিন দেখা হবে কি না...
Osadharon prokito prem bhalo thakben 💙
Real song❤❤❤❤❤❤
দোয়া করি আবার দেখা হবে ইনশাল্লাহ
আবার দেখা হোক, এই প্রার্থনা করি
আমাদের প্রথম দেখা হয়েছিলো Chemistry Batch এ আর শেষ টা হলো Mumbai IIPS. জানি আর দেখা হবে না কথা হবে না।তোমায় দেখার আশা আমার সারাজীবন থাকবে।এভাবে সবটা শেষ হবে এটা ভাবতে পারিনি।
কিছু কিছু জিনিষ ভগবান কেড়ে নেন, হয়তো তা আমাদের নয়
১৯৮৭ সালে শেষ দেখা আজও প্রতি রাতে একা শুয়ে শুয়ে তোমার কথাই মনে পড়ে। হয়তো জীবনে আর কোন তোমার সাথে দেখা হবে না। খুব ইচ্ছা করে তোমায় শেষ দেখা দেখতে।
1987 সালে আমরা মেদিনীপুরে vidyasaagar teachers' training college এ সহপাঠী ছিলাম, দুজনে দুই জায়গায় থাকতাম, ও মেদিনীপুর শহরের সিপাই বাজারে, আমি ডেবরার দলপতি পুরে। বহুদিন ওদের বাড়ি গিয়েছি খেয়েছি, মাসীমা খুব যত্ন করে খাওয়াতেন। আমরা বহূক্ষন বাসে গল্প করতাম, আমার বাস না ছাড়া পর্যন্ত। ও জমিদার বাড়ির মেয়ে আর আমি চা ওয়ালার ছেলে, চাকরি পাওয়ার কোন নিশ্চয়তা ছিল না, কোনদিন পাইনি। আমি ওকে আমার দারিদ্র্যের মধ্যে এন কষ্ট দিতে চাইনি। তাই ওকে মিথ্যা কথা বলছিলাম আমি বিয়ে করেছি। ও তখন আমাকে ভাত দিচ্ছিল, ওর করুন দৃষ্টিটা আমি আজও ভুলত পারিনি । আমি আজও ওকে ভুলতে পারিনি,ওর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, চোখে জল আসে, এখনও আসছে, 37বছর পরেও। জীবন সায়াহ্নে পৌঁছে গেছি তবু ভুলতে পারিনি।
সত্যি কারের ভালোবাসা এমনই হয়।
গানগুলি আমার প্রিয়।কিন্তু শুনলে দুংখ বেড়ে যায়।
আপনাকে দেখতে ইচ্ছে করে
এই গানগুলো শোনার জন্য অনেকে আমাকে মুরব্বি বলে ডাকে।৷ তারা কবে বুঝবে কলিজা কাপানো এসব গানের কথা?
এই গানের কথাগুলো অতুলনীয়। জীবনের সাথে অতপ্রত ভাবে মিশে থাকবে। পরিবেশনের জন্য ধন্যবাদ।
যখন বুঝতাম না গানের লাইন গুলো তখন গলা মেলাতাম এগুলোর সাথে....আর এখন যখন প্রত্যেক টা লাইন এর মানে বুঝি শুধু শুনি বাকরুদ্ধ হয়ে শুধুই শুনি!❤
Oshadharon protibedan 💙💙
প্রথম শুনি এই গানটা ক্লাস 11th এ পড়ার সময়, বছর দশেক হয়তো আগে। যখনই শুনি, চোখ ভরে যায় জলে। সত্যিই তো, একদিন তো আমিও পথের মতই হারিয়ে যাব পৃথিবী থেকে, আমার প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে। অত্যন্ত সত্যি কথা এই গানটিতে আছে। এ গান নিছক গান নয়, এ চিরসত্য জীবনদর্শন। আর সেই দর্শন কণ্ঠে মান্নাদে সুরে সুরে ঝরে পড়েছে।
55
Reply
Gg
Hum
২০১০সালে পরিচয় এরপর ভাল লাগার কথা বলতে গিয়েছিল ১টি বছর।২০১১সালে মন দেয়া-নেয়া,,২০২০সালে এসে হঠাৎ কেন যেন বদলে গেল,,কিছুতেই আর ফিরাতে পারিনি।।অন্যের হাত ধরে এক বৃষ্টি ভেজা বিকেলে আমার সামনে দিয়ে এত বছরের সম্পর্ককে এক নিমিষে শেষ করে চলে গেল।।সেই বৃষ্টিতে আমি ভিজিনি,ভিজেছে আমার দুনয়ন।সেইদিনের পর কোনদিন দেখা হয়নি,মনটাকে কিছুতেই বোঝাতে পারিনি,বিষণ্ন,ভাঙ্গা মনটাকে কিছুতেই ঠিক করতে পারছিলাম না।অনেক কষ্টে মনটাকে বুঝিয়েছিলাম, আমার থেকে অন্যের কাছে সুখে থাকবে ভেবেই,অন্যের হাত ধরে চলে গেছে।খুব ভালবাসি বলেই,তার সুখ কামনা করেছি।।ভাল থাকুক সে,অন্যের বাহুডোরে,অন্যের ঘরের আলো হয়ে।।তার সাথে হাঁটা শহরের চেনা রাস্তা গুলো আমাকে বারে বার,তার কথা গুলো মনে করিয়ে দেয়,স্মৃতি যেন পিছু ডাকে।তাই তার সাথে স্মৃতি জড়িয়ে থাকা পথগুলো এড়িয়ে চলার চেষ্টা করি,কিন্তু কোন না কাজে ঠিকই যেতে হয়।তাই তাকে ভুলে থাকার জন্য তার থাকা শহরটাই ছেড়ে চলে এসেছি বহুদূর।।।তবুও তার সুখ কামনা করে যাব,,ভাল থাকুক সে,সুখে থাকুক।।সব ভালবাসার পূর্ণতা হয়না।।কিছু ভালবাসা অপূর্ণতায় সার্থক হয়।।আমিও না হয় অব্যর্থ দের দলে রইলাম।।জানি না,আর কোন দিন দেখা হবে কিনা,,,,,,,ঠিক আগের মত করে!!!!
মান্না বাবু অসাধারণ সংগীত খানি গেয়ে ছিলেন আজ তা বাস্তবে পরিণত হয়েছে এ দেখা শেষ দেখা নয়তো,,কিন্তু এই দেখা শেষ দেখা হয়েছে,, মান্না বাবু জীবত থাকলে ধন্ন বাদ জানাতাম,,
পুজোর এধরনের গান শুনলে কি বিরক্ত লাগতো, কিন্তু একটা ধাক্বা যেন গানটাকে খুব প্রিয় করে দিয়েছে
প্রতিটি মানুষের জীবনের সাথে গান গুলো মিলে যায় ❤❤❤☺️
মান্না দের এই গান গুলো দশ বছর বয়স থেকে শুনছি।এখন 75 বছর বয়সের পরেও একই রকম প্রিয় ❤
গানটি যিনিই গেয়ে থাকুন তিনি অত্যন্ত ভালো গেয়েছেন তবে যেসব শ্রোতাদের ঈশ্বর প্রকৃত কান দিয়েছেন তারা শুনলেই বুঝতে পারবে যে এই কন্ঠ মান্না দের নয় , এই গানটি যিনি গেয়েছেন তাঁকে শ্রদ্ধা জানিয়েই বলছি।
2014 সালে সেই শেষ দেখা হয়েছে। কলেজের মধ্যে.....
জানি না, আর হবে কিনা?
যেখানে ই যে অবস্থায় থাকো সুখে থাকো।
দুঃখ করো না বন্ধু
আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে। তাই সারা দিন এই সব পুরান দিনের গান গুলো শুনতে খুব ভালো লাগে আর তার স্মৃতি মনে করে বাচার চেষ্টা করি।
আমি comments porte এসেছি,, porchi, darun lagche porte &সাথে gan ta sunte❤❤❤🎉🎉
হে সুরের জাদুকর, তোমার গুনমুগ্ধ শ্রোতাদেরকে অশ্রুসিক্ত করে তুমি হাসতে হাসতে, গাইতে গাইতে না ফেরার দেশে চলে গেলে। আর রয়ে গেল তোমার সুরেলা কন্ঠের জাদুকরী গানগুলো। সেই মধুময় গানগুলো তোমাকে করেছে অমর। না ফেরার দেশ থেকে তুমি আমার বিনম্র শ্রদ্ধা গ্রহণ করো মান্না জি।
অপূর্ব সুন্দর কন্ঠ স্বর। ইনি হচ্ছেন মান্নাদে
এতো হৃদয় স্পর্শী।আজো শুনলে মন ভরে
যায়।
এর চেয়ে মুগ্ধ আর কি হতে পারে? এত মায়া মুগ্ধতা সমৃদ্ধ গান আর বোধ হয় জন্ম নিবেনা
প্রতিটা মানুষের জীবনের সাথে মিলে যায় গানগুলো
Osadarun. Mon coye. Zowya
কিংবদন্তি অমর শিল্পী মান্না দে তুমি মৃত্যুঞ্জয়ী যত দিন গান থাকবে গান প্রেমীক মানুষের মনের মণিোঠায় শেষ্ট্রো আসনে বিরাজ করবে। শত কোটি প্রণাম তোমাকে সেই সঙ্গে গর্ভধরিনি মা কে যিনি এমন এক হিরের টুকরো শিল্পি বাঙালি কে উপহার দিয়ে গেছেন।
মনে হয় এই পৃথিবীতে এর চাইতে এই গানটা আরো ভালো কেউ গাইতে পারবেন না।
kk
@@satyenrajbanshi757 0000০000000০00০00০০0
তুলনা টা ও সব যায়গায় টানা যায় না।
Sotti, ame apnader onek choto, 29 year ,, but amar kuv valo lage ai gan gulo, Amar kajer jonno baire thakte hoy baba ma chere
বিভিন্ন দারুণ বিখ্যাত গায়কদের গান শোনার পর ( মান্না দে, হেমন্ত কুমার, ইন্দ্রানী সেন তারপর অনিল চ্যাটার্জি গলায় (কে গেয়েছে মনে নেই) সিনেমার গানটা শুনে আমি nostalgic হয়ে পডি। কি অপূরব গান গুলো শুনতে দারুণ লাগল। অনিল চ্যাটার্জিকে দেখলেই ( বিশেষ করে চোখ দুটো দেখলে) খুবভালো মানুষ বলে মনে হয়। লিখলাম বলে কিছু মনে করবেন না।
আপনি ও ভালো মনের মানুষ!
এই সব গান চিরস্হায়ী। যতবর্ষনি কখনো পুরোনো লাগেনা বার বার শুনেও মন ভরে না। শোনানোর জন্য ধন্যবাদ
সত্যি অসাধারন এ গানের তূলনা নেই যুগে যুগে সব বয়সের মানুষের কাছে এই গান অনবদ্য
Q
Ok
Ooooooooooooooo
Sathi ai gan guli kkn o purona hobe sisu kale ai gan guli radio te suntam tkn kono mane bujtame akn ai gane mane ta buji ar chole joll chole ase 😭😭
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই। স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ, ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই, আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো। সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি। সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে। নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় । অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে। ÒতুমিÓ সুখে থেকো চির বান্ধবী, পারো যদি ভুলে যেও আমায, আমার হৃদয় ভাঙার অপরাধে অপরাধী করবোনা তোমায়। একাকি জীবন নিয়েছি মেনে, তোমারই সুখের প্রয়োজনে। রেখো না মনে আমার স্মৃতি ভালোবাসার হয়েছে ইতি, মনের বাঁধন ছিন্ন হলে কাউকে কি ধরে রাখা যায়? পারো যদি ভুলে যেও আমায়- - - - !!!
#AH singer
আমার প্রিয় শিল্পীর প্রিয় গান টি অসাধারণ, দারুণ লাগলো, অনেক অভিনন্দন,
My dearest artist.
অপূর্ব গেয়েছেন। ভালো লেগেছে।
~তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান যদি কোন দিন এই গানে শুর মেলায়, তাহলে ভেবে নিয়ো, সে ও তোমার মতো কোন এক মায়াবতী বেইমানের প্রেমে পড়েছে..., যেমনটা আমি তোমার প্রেমে পড়েছিলাম....!!
~প্রিয় দুঃখ-বিলাশ~
সার্বজনীন চমৎকার গান আর কেউ গাইতে পারবে না।
এই গানটি জীবনের অনেক কিছুই মনে করিয়ে দেয় গানটি শুনলেই শরীর শিহরিত হয়ে ওঠে
সত্যিই ত কেন ভালোবাসার হারিয়ে যায়?ভালোবাসার মানুষ গুলি কেন বুজেনা তারা হাত ছেড়ে দিয়ে শুধু নিজেকে দুরে সরায় না সেই সাথে সাথে যে মানুষ টির হাত ছেড়ে দেয় সে মানুষ টার বাকী জীবনের হাসি আনন্দ কেড়ে নিয়ে জিন্দাবাদ লাশ করে দিয়ে যায়।ভাল থাকুক আমার হৃদয়ে থাকা মানুষ টা।
3 ty
5
@@dr.amalgiri369 বুঝতে পারছি না
3 try মানে কি
Ni
মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি গুলো উপহার হিসেবে দিয়ে য়ায়। 🖤
এই গান গুলো কোনদিন পুরানো হতে পারেনা বা হতে পারেনা
Ekdom thik katha bolechhen 👌
Banga Sanskrit melate ganta sune chilam
যতদিন পৃথিবী থাকবে তো দিন এই গানগুলো মানুষের মনে গেঁথে থাকবে।
এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো,খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।" যা করেছো হয়তো ভালোই করেছো... তাইতো আজ এই গান এতখানি হৃদয়স্পর্শী হল! সোনাখুলী, সৈয়দপুর তুমি আমার জীবনভর মনে ব্যথা দিয়ে স্বপ্নেও মনে রেখেছ ।
হারায়েছি যারে আজো খুজি তারে। গানের মাঝেই স্মৃতি খুজি বারে -বারে।
Wahh
Me too!!
❤❤❤🙏👌🙏
গুরুদেব, বাঙালিকে তুমি কি দিয়ে গেছো তা তুমি জানোনা।তাই আজ বাঙালি তোমার গান কে আকরে ধরে বসে আছে।
অবশ্য ই। এ গানের মৃত্যু নেই।তিনি যে মাননা দে।....
আজকাল সবসময় এই গানটি শুনি। কেন জানি গানটি আমাকে আঁকড়ে ধরে থাকতে চায়।
Asolei aajkaal aei gaan ti suni !keno jani gaanti amake ahkre dhure rakhte chay..!!❤
সত্যি এই গানের মধ্যে যেন মনে কত মায়া জড়িয়ে আছে 😢
সেই 1992 সালে তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল আজ 2022 এতবছরেও তোমার সঙ্গে আর দেখা হয় নাই জানি না, আবার দেখা হবে কি, না, যে খানে থাকো ভালো থেকো।
Old song baharon merajeewon sabalo
উনি না ফিরার দেশে চেলে গিয়েছে
@@nitishdas7936 বানান টা তো লেখা শেখ
.
দু'চোখ বুজে দ্যাখো
কাছ থেকে দূরে গেলে হারানোর ভয় নেই তো
সে দেখাই শেষ দ্যাখাই নয় তো
যেদিন তুমি ঢাকা চলে যাচ্ছিলে, সেদিন শুধু এই গান টা শুনছিলাম। আর মনে হচ্ছিলো বুক ফেটে যাচ্ছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছো শুধু তাই মনে হচ্ছিলো।
খুব মিস করতেছিলাম সেদিন।
আর আজ দুজন একসাথে ১ বছর। সারাজীবন এমন করে থাকতে চাই প্রিয়তমা NK💜❤️
মান্না দের এই অসাধারণ গানটি খুব সুন্দর গেয়েছেন দাদা, আপনার নাম টি উল্লেখ করেন নি। ❤❤❤❤❤❤❤
সময়ের সাথে সাথে এই গানগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে যাচ্ছে।আর প্রতিবারে শুনার পর একটা কষ্ট যেনো মনে জেগে ওঠে।।
শান্তিদের ভট্টাচার্য , গানটি খুব সুন্দর পরিবেশন করেছেন !
Ki Darun gaan
অপূর্ব সুন্দর,, গানের কথা গুলো হৃদয়স্পর্শী ❤❤ ,,,, অবর হবে গো দেখা এই দেখা শেষ দেখা নয়তো 😢😍
Khub bhalo gan
কোটি বছর পরেও পুরোনো হবে না।।। কালজয়ী গান
কতোটা দরদ দিয়ে গাইলেন গানটা ❤️
রাত ১২:৩৫....
শুনছি হৈমন্তী দির এই অমৃত স্বরের গান টা।
এমনটাই যেন হয়,,,,, আবার যেনো কোনো এক বসন্তের গোধুলির আলোতে মেঘনার তীরে তোমার আমার দেখা হয়। এদেখা যেন শেষ দেখা না হয় 😥😥😥😥😥 সেই বসন্ত গোধুলি বেলা আজ কেবল স্মৃতি মাত্র😥😥😥😥
১৯৮৮/ তে শে ষ দেখা আর হবে কি জানি না
দারুণ পদ্ধতি! গায়ক তার নিজের নাম উহ্য রেখেছেন! সবাই ভাবছে এটাই বোধ হয় মান্না দের গাওয়া অরিজিনাল গান! মোটামুটি ভালো গাওয়া গানটা এভাবে এতো ভালো ভিউ পেতে পারে দেখে অবাক লাগলো!
Correct, আমি কিশোর কুমারের গান কেউ কপি কোরলে instant বুঝতে পারি আপনার কমেন্টের পর নোটিশ কোরলাম এটি অন্য কারো গাওয়া from 🇧🇩
আমার বাবা 10th December 2021 এ স্বর্গগত হয়েছেন।আমার বাবা একজন জীবনযুদ্ধের বীর যোদ্ধা ছিলেন।শূণ্য হতে শুরু করে আমাদের জন্য রাজপ্রসাদ গড়েছিলেন।তিনি ছিলেন সততার পূজারী।আমার জীবনযুদ্ধের Inspiration.এই গান টা আমি আমার স্বর্গীয় বাবা কে dedicate করলাম।বাবা তুমি খুব খুব ভালো থেকো।আমার সাথে তোমার কোনো না কোনো জন্মে আবার দেখা হবে।আমি সেই অপেক্ষায় রইলাম।চিনতে না পারলেও সেদিন আমার অন্তর আত্মা যেনো বলে তুমি আমার অনেক অনেক আগের জন্মে ও কেউ ছিলে।ভালো থেকো বাবা।আমরা খুব খুব ভালো আছি।তোমার কটো ও খুব ভালো আছে।।।
আপনার বাবার জন্য আকুতি আমার খুব ভাল লাগল। তাঁর স্মৃতিচারণ করুন , মনে হবে কাছে আছেন।
Ki nikhut sur, kotha, music, ah- a jeno anonto kaler shilpi. R asbena 2nd manna de
ভালোবাসা অবিরাম
Ei gola ti manna jir noy . Kintu je geyechen osadharon geyechen dada apni .
বাংলা গানের সুরের সম্রাট মান্না দে।অমর হয়ে থাকবে তার গান গুলো
এই গান মান্নাদে ছাড়া আর কারো কন্ঠে ভালো লাগে না।
Golam Mostafa,
সেই ২০১৯ সালে শেষ দেখা হয়েছিল, আজ ২০২২ এর শেষ, তবুও তোমার আমার দেখা নেই, যেখানে থাকো, ভালো থেকেো প্রিয়
এমন উদাত্ত কণ্ঠে আর কাউকে এর আগে গাইতে শোনা যায় নি। আমার সৌ ভাগ্য হয়েছিল এই অমর শিল্পীকে চাক্ষুষ দেখার।
এখনকার মানুষেরা এই গানের চরিত্রের মানুষদের মত হয়। মানুষকে কেবল কাঁদিয়ে চলে। নিজেরা আনন্দে থাকে। কলিযুগ তাই।
Asadharon. . . . Biroher gaan manei Manna De, ,
আবার দেখা হবে তুমি হয়তো ব্যস্ত থাকবে আমি হয়তো তোমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকবো❤
হে শিল্পী তুমি আজও আছো, থাকবে আমাদের হৃদয়ে।
সেই 2017 সালে তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল আজ 2024,এত বছরেও আর দেখা হয়নি,জানিনা আবার দেখা হবে কি না!যেখানে থাকো ভালো থেকো,সুখে থেকো এই প্রত্যাশায় ই করি।
গান টি একবার শুনলে সারাদিন শুনতে ইচ্ছা করে। কি আবেগ জড়িয়ে আছে এই গানের মধ্যে।
কাছে থেকে দূরে গেলে, নেই কিছু হারাবার ভয় তো... এ দেখাই শেষ দেখা নয় তো... আহা মান্না দে বাংলার এসেট।
২০১৬ এর পর আর দেখা নাই তবু প্রতিনিয়ত আছো হৃদয়ে।
প্রতিদিনিই দেখছি তাও তোমাকে মনের কথা বলতে পারছি না 😢😢😢
তোমাকে আমি দেখে ছিলাম 2010এখন2024আর দেখা হবে না কি জানি না 😂 ভালো থেকো তুমি ❤❤
হাজার বার শুনলে ও গানটা শুনতে ইচ্ছেকরে
প্রনাম তুমায় এতো সুন্দর গান তুমার
তুমার গান শুনলে নিজেকে হারিয়ে ফেলি তুমার গানে💚💚💚🙏🙏
উনি এই গানে অমর হয়ে থাকবেন।❤
Aha !khub sundor .
জীবন তো শেষ হবে নিরবে তবুও তোমাকে দেখার ইচ্ছাটা থেকে যাবে।