Milon Sathi এর কন্ঠে, কষ্টে কষ্টে জীবন নষ্টরে প্রাণও বন্ধুরে, অসাধারণ একটি বিচ্ছেদ, TH Tarek Giti |

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • 👌 || কষ্টে কষ্টে জীবন নষ্টরে
    🎤 || শিল্পী: মিলন সাথী
    ✍️ || কথা: টি এইচ তারেক
    🎧 || সুর: প্রচলিত
    কলঙ্কিনী বানাইলা, সর্বনাশ করিয়া গেলা ।।
    পিরিতের সেল মারিয়া অন্তরে, প্রাণও বন্ধুরে ।
    কষ্টে কষ্টে জীবন নষ্টরে,, প্রাণও বন্ধুরে, দুঃখে দুঃখে জীবন নষ্টরে,,,,,,,
    তোমায় ভালোবাসিয়া মনও প্রাণ সঁপিলাম,
    জাত কুলোমান সবি হারাইলাম ।।
    কাছেতে আসিয়া, রঙ্গের খেলা খেলিয়া ।।
    আমারে কেন গেলা ছাড়িয়া, প্রাণও বন্ধুরে । ঐ,
    ভালোবাসায় সুখের আশা ছিলো আমার মনে,
    প্রতিদান বেদনার জল নয়নে ।।
    পরাণে পরাণ মিশাইয়া, আমারে পাগল বানাইয়া ।।
    নিঠুর হইয়া গেলা ভুলিয়া, প্রাণও বন্ধুরে । ঐ,
    টি এইচ তারেক বলে ভালোবাসবে যত,
    হৃদয়ের জ্বালা যন্ত্রণা বাড়িবে থত ।।
    পিরিতের অকুলে, তুষের আগুন জ্বেলে ।।
    আমারে গিয়াছো রাখিয়া, প্রাণও বন্ধুরে । ঐ,

КОМЕНТАРІ • 14