বন্ধু শফিক আসসালামুয়ালিকুম। তুমি তো বিরাট সেলেব্রেটি , তোমার যে রান্নার এত্ত সুন্দর চ্যানেল আছে তাতো আমি জানতাম না। আমার পরিবার জানতো, আমি জানতাম না। অবশ্য তুমি বরাবরই অত্যন্ত প্রতিভাবান মানুষ। এখন থেকে তোমার আরেকজন জন শিক্ষানবিস হলো। এই যে চা বানানো শিখলাম। জানার কোন শেষ নেই।
আমি তো অসম্ভব চা খোড়। তবে খাঁটি দার্জিলিং চা আর সেই রকম কড়া, রঙ আপনি যেমন বানালেন তেমন। চায়ের জন্যে সত্যিই দুধ, গাঢ় হওয়া চাই। না হলে গরম জলের মতো লাগে 😂। আর এই ভাবে বাংলাদেশে চা হয় জানতাম না। খাদ্য রসিক বাঙ্গালী, চা ও যে কতো সুস্বাদু বানানো যায়, সেটা করে দেখায় 👍👍👌👏👏👏। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা জানানোর জন্যে 🙏🙏🙏🤗
সত্যি দিদি বাঙ্গালী মানে বুঝতেই পারো ভোজন রসিক.. দুধ চা বা রং রাস্তার ধারের দোকান এর চা গুলোও বেশ মজা করে বানায়। সে স্বাদ এখানের চায়ে নেই। ইংলিশ চা খায় যা কেবল গরম পানিতে চা দিয়ে আলাদা উপরে ঠান্ডা দুধ দেয়া, যদিও হেলদি তবে সেটা খেয়ে কি আর রসিক বাঙ্গালীর পোষায়🤭😆🤐, তাই মাঝে মাঝে এরকম রস খাওয়া আরকি, তোমার দাদা নাকি নিয়ে আসতো যখন দার্জিলিং যেতো😍
@@BelethBilash আজকাল চা খাওয়ার রঙ ধং ই আলাদা। সব healthy চা, খাইতে পারি না 😭😂। মেয়ে তো কতো কিছু র চা এনেছে, আমি খাই না। এক মাত্র mocha tea টাই খেতে ভালো লাগে। তবে রোজ নয়। তোমরা কতো দিন বিদেশে আছো, কতো কিছুই অ্যাডজাস্ট করে নিয়েছো। আমাদের তো সে দায় নেই 😄। চা খাবে, চা খেলে নিজের ও ভালো আর চা বাগান গুলো ও বাঁচবে। দেশের অর্থনৈতিক অবস্থা ও ভালো হবে।🙏🤗❤️💚💚💚
Assalam alikum apu & vaiya I love your videos. Can’t wait to try this tea. Which biscuits spread did you lotus smooth or lotus crunchy you used please if you can let me know I’ll try this tea for sure ❤ thank you so much for sharing such a beautiful video & tips ❤️
ধন্যবাদ ভাইয়া এবং আপু খুব সুন্দর একটা চা তৈরির পদ্ধতি দেখানোর জন্য। আসলে চা একটু আয়েশ করেই খেতে হয়। চায়ের লিকার ও দুধ চিনি এমন পরিমাণে মেশানো উচিত যেন অনেকটা সময় ধরে স্বাধ মুখে লেগে থাকে, এটা আমার অনুভুতি। ভালো থাকবেন।
ভাইয়া আপনারা তো অনেক কিছু শিখান জানান। আজ আমি একটা সামান্য জিনিস জানতে চাইবো। আপনার এই গ্যেস ইষ্টোবটা কি আমাদের বাংলাদেশের কোথাও পাওয়া যাবে? কারন এই চুলাটা আমি অনেক আগে হজে গিয়েছিলাম পড়ে এক গাড়ির ড্রাইভারকে দেখি বেবোহার করতে। তখন থেকেই আমার চমৎকার লাগছে। কিন্তুু আজ পরযন্ত আর কোথাও দেখিনি। আজ আপনাদের দেখলাম একটু জানাবেন।
দেশে বিস্কিট স্প্রেড এর বদলে নাবিস্কো বিস্কুট মেশানো হয় । পান করতে ভালো লাগে কিন্তু আমার পেটে যাওয়ার সাথে সাথে বদ হজম হয়ে পেট মোচড় দেয়😢 এজন্য লেমন টি, আর্লে গ্রে লিকার, গ্রীণ টিই আমার সকাল বেলার প্রিয় পানীয় ।
এত বুদ্ধি রাখেন কই আপনারা? রীতিমতোন ব্যাংকের লকার নেয়া উচিৎ বুদ্ধি রাখার জন্য। Biscoff spread আমার বাসাতেও আছে। আমি তো জানি পাউরুটিতে সেটা স্প্রেড করে। তা দিয়ে চাও বানিয়ে খাওয়া যায় জানতাম না। যদিও আমার হাতের বানানো চায়ের অন্নেক বেশী প্রশংসা আছে মাশাল্লাহ। তারপরও আপনাদের দেয়া বুদ্ধি কাজে লাগিয়ে দেখবো। অনেক ধন্যবাদ।
বন্ধু শফিক আসসালামুয়ালিকুম। তুমি তো বিরাট সেলেব্রেটি , তোমার যে রান্নার এত্ত সুন্দর চ্যানেল আছে তাতো আমি জানতাম না। আমার পরিবার জানতো, আমি জানতাম না। অবশ্য তুমি বরাবরই অত্যন্ত প্রতিভাবান মানুষ। এখন থেকে তোমার আরেকজন জন শিক্ষানবিস হলো। এই যে চা বানানো শিখলাম।
জানার কোন শেষ নেই।
ওয়া আলাইকুম সালাম বন্ধু কেমন আছো? তুমি কি ইউ আর পির রীয়াজ নাকি একটু জানিও প্লিজ। আমার ফেসবুকে একটু নক দিও। ভালো থেকো বন্ধু। 😍😍😍
Apu khub valo laglo biscuit spread diye mojadar deshi chaa er ayojon dekhe. Thanks♥️
আমি তো অসম্ভব চা খোড়। তবে খাঁটি দার্জিলিং চা আর সেই রকম কড়া, রঙ আপনি যেমন বানালেন তেমন। চায়ের জন্যে সত্যিই দুধ, গাঢ় হওয়া চাই। না হলে গরম জলের মতো লাগে 😂। আর এই ভাবে বাংলাদেশে চা হয় জানতাম না। খাদ্য রসিক বাঙ্গালী, চা ও যে কতো সুস্বাদু বানানো যায়, সেটা করে দেখায় 👍👍👌👏👏👏। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা জানানোর জন্যে 🙏🙏🙏🤗
সত্যি দিদি বাঙ্গালী মানে বুঝতেই পারো ভোজন রসিক.. দুধ চা বা রং রাস্তার ধারের দোকান এর চা গুলোও বেশ মজা করে বানায়। সে স্বাদ এখানের চায়ে নেই। ইংলিশ চা খায় যা কেবল গরম পানিতে চা দিয়ে আলাদা উপরে ঠান্ডা দুধ দেয়া, যদিও হেলদি তবে সেটা খেয়ে কি আর রসিক বাঙ্গালীর পোষায়🤭😆🤐, তাই মাঝে মাঝে এরকম রস খাওয়া আরকি, তোমার দাদা নাকি নিয়ে আসতো যখন দার্জিলিং যেতো😍
@@BelethBilash আজকাল চা খাওয়ার রঙ ধং ই আলাদা। সব healthy চা, খাইতে পারি না 😭😂। মেয়ে তো কতো কিছু র চা এনেছে, আমি খাই না। এক মাত্র mocha tea টাই খেতে ভালো লাগে। তবে রোজ নয়। তোমরা কতো দিন বিদেশে আছো, কতো কিছুই অ্যাডজাস্ট করে নিয়েছো। আমাদের তো সে দায় নেই 😄। চা খাবে, চা খেলে নিজের ও ভালো আর চা বাগান গুলো ও বাঁচবে। দেশের অর্থনৈতিক অবস্থা ও ভালো হবে।🙏🤗❤️💚💚💚
Darun Darun😃Aunek dhonnobad aeibhabe dudh-cha er itikotha addopanto share kaurar jonno 🙏
Thank you vaia.
Lotus biscoff spread toh , bashay e ache.
I will make.
❤
Wow 🤩 আপু তাহলে বানায় টেস্ট করে রিভিউ দিও
oshadharon❤
Thanks for sharing the trick
My pleasure🩷
Happy n nice couple V kapot kapoti Masha Allah.👍👍💗💗
চা দেখে ঘুম চলেগেছে 😊 দারুন চাএর রং
Thank you apu 😍💞
Thank you so much apu and Bhai
I have learnt so many good things from you. This one is one of them ❤
অসংখ্য ধন্যবাদ আপু 😍💞🤲
1:13 শফিক ভাই সালাম নিবেন । আপনার হেসেলের হান্ডি ডেকসি চুলা সবগুলো সব সময় অন্যন ❤ জানতে ইচ্ছে হলো মিনি গ্যাস সিলিন্ডারটি কতক্ষণ পর্যন্ত জ্বলবে ?
দারুন রং এসেছে চায়ের , মাশাআললাহ
অসংখ্য ধন্যবাদ 😍
Biscuit spread er bodoley ki dewa jabe?
Looks like peanut butter. Is it the same as the biscuit spread? As you showed?
Just to clarify, it’s Lotus Biscoff spread, not peanut butter. Take a moment to search for ‘Lotus Biscoff spread’ to get a better idea.”
Lotus Buiscuit diye darun mojar Tea Mashallah.
Hmm apu quick and easy hoi 😍💞
Assalam alikum apu & vaiya I love your videos. Can’t wait to try this tea. Which biscuits spread did you lotus smooth or lotus crunchy you used please if you can let me know I’ll try this tea for sure ❤ thank you so much for sharing such a beautiful video & tips ❤️
Wa alaikum salaam Apu. We use smooth one it melts quicker. Thank you so much for everything. 😍😍😍
@@BelethBilash thank you so much apu for getting back to me❤️!!
Very nice 👍
বাংলাদেশী রেস্টুরেন্ট স্টাইলে চা রেসিপির অনুরুধ রইলো
ভাই ইউকের ওয়েদার বেশীরভাগ দিন মেঘলা ও বৃষ্টি থাকে। ঈদের পর যেদিন আবহাওয়া ভালো থাকবে সেদিনই চা বানাবো ইনশাআল্লাহ। 😍😍
ভাইয়া এবং আপু, গ্যাস বোটলের চুলাটা ভাল ভাবে দেখতে চাই প্লিজ!
আচ্ছা আপু আরেকটি ভিডিও দিবো ইনশা আল্লাহ্
Wow,, thanks
Thank you too for your kind words 🩷💞🤲
lutus spread diye ebhabe amio banai . ❤
Alhamdulillah 😍💚
ধন্যবাদ ভাইয়া এবং আপু খুব সুন্দর একটা চা তৈরির পদ্ধতি দেখানোর জন্য। আসলে চা একটু আয়েশ করেই খেতে হয়। চায়ের লিকার ও দুধ চিনি এমন পরিমাণে মেশানো উচিত যেন অনেকটা সময় ধরে স্বাধ মুখে লেগে থাকে, এটা আমার অনুভুতি। ভালো থাকবেন।
স্বাদ
nice sharing ❤❤❤
Thanks a lot for watching 🩷
Wow
Evaproted milk diya hoba ki?
জ্বী দেয়া যাবে
শিখে গেছি হুররেএ
আমি চাখোর।
Tasty ☕
Thank you 😊
ভাইয়া আপনারা তো অনেক কিছু শিখান জানান। আজ আমি একটা সামান্য জিনিস জানতে চাইবো। আপনার এই গ্যেস ইষ্টোবটা কি আমাদের বাংলাদেশের কোথাও পাওয়া যাবে? কারন এই চুলাটা আমি অনেক আগে হজে গিয়েছিলাম পড়ে এক গাড়ির ড্রাইভারকে দেখি বেবোহার করতে। তখন থেকেই আমার চমৎকার লাগছে।
কিন্তুু আজ পরযন্ত আর কোথাও দেখিনি। আজ আপনাদের দেখলাম একটু জানাবেন।
আস্সালামুআলাইকুম আপু, ধন্যবাদ আপনাকে আমার আসলে ঠিক জানা নেই দেশে কোথায় পাওয়া যেতে পারে।যদি কখনো জানতে পারি জানাবো ইনশা আল্লাহ। 💜💙
❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🤩
আমি বিশিষ্ট চাখোর😅।যতরকম উদ্ভট চা আছে মোটামুটি সবই বানিয়ে টেস্ট করতে ট্রাই করি।এখন তো আরেকধাপ এগিয়ে যাবো❤
তাই আপু ভালো মিলে গেলোতো! চা খেতে গেলে এরকম একটু আয়েশ করে নাখেতে পারলে মন ভরেনা 😄🩷🤲
🤲🏼🤲🏼🤲🏼👌🏻👌🏻👌🏻
দেশে বিস্কিট স্প্রেড এর বদলে নাবিস্কো বিস্কুট মেশানো হয় । পান করতে ভালো লাগে কিন্তু আমার পেটে যাওয়ার সাথে সাথে বদ হজম হয়ে পেট মোচড় দেয়😢
এজন্য লেমন টি, আর্লে গ্রে লিকার, গ্রীণ টিই আমার সকাল বেলার প্রিয় পানীয় ।
এত বুদ্ধি রাখেন কই আপনারা? রীতিমতোন ব্যাংকের লকার নেয়া উচিৎ বুদ্ধি রাখার জন্য। Biscoff spread আমার বাসাতেও আছে। আমি তো জানি পাউরুটিতে সেটা স্প্রেড করে। তা দিয়ে চাও বানিয়ে খাওয়া যায় জানতাম না। যদিও আমার হাতের বানানো চায়ের অন্নেক বেশী প্রশংসা আছে মাশাল্লাহ। তারপরও আপনাদের দেয়া বুদ্ধি কাজে লাগিয়ে দেখবো। অনেক ধন্যবাদ।