ফিঞ্চ পাখির ডিম কত দিনে ফোটে | ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা এবং বাচ্চা থেকে এডাল্ট হওয়া পর্যন্ত

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • ফিঞ্চ পাখির ডিম কত দিনে ফোটে ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা এবং বাচ্চা থেকে এডাল্ট হওয়া পর্যন্ত টোটাল সাইকেল
    আজকে আমি আপনাদের বলব ফিঞ্চ পাখি প্রথমবার যখন ব্রিড করে ব্রিড করার পর কতদিন পর ডিম দেয় কত মাস বয়সে আপনি ফিঞ্চ পাখিকে ব্রিড করাতে পারবেন এবং এ পাখিটি প্রথমে কয়টি করে ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা বের হতে কত সময় লাগে সব কিছু আমি আজকে চেষ্টা করব ক্লিয়ার করে দেয়ার। ফিঞ্চ পাখি পালনের ক্ষেত্রে অনেকের কাছে কমপ্লেন থাকে আমার পাখি ডিম দিচ্ছে না ডিমে তা দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি। আসলে আপনাকে খেয়াল রাখতে হবে ফিউজ পাখি কিন্তু খুবই শান্তিপ্রিয় একটা পাখি আপনি এদের যত ডিস্টার্ব করবেন এরা ততই ডিমে তাদেয়া থেকে বিরত থাকবে। আর আপনি যত সেফ নিরাপদ এবং শান্ত পরিবেশ তাদের দিতে পারবেন তাদের থেকে ততই ভালো রেজাল্ট পাবেন। তাই আপনার পাখির জন্য চেষ্টা করুন একটা সেফ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করার।
    এখন আমি আপনাদের বলি ফ্রেন্ডস জেনারেল এ কতদিন বয়সে বা কত বছর বয়সে ডিম বাচ্চা করে। ফ্রেন্ডস পাখিটির ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে কাজটা করে তিন থেকে চার মাস বয়স হলেই এদের জোড়া দিয়ে দেয়। ঠিক আছে এ বয়সে পাখিগুলো মোটামুটি এডাল্ট হয় কিন্তু তাদের থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পেতে এবং পাখির স্বাস্থ্যের কথা চিন্তা করে পাঁচ মাস বয়সে ব্রিডিংয়ের জন্য দেয়া ভালো। এমন নয় যে আপনি ৩-৪ মাস বয়সীদের দিয়ে জোড়া দিলে ডিম বাচ্চা করবে না কিন্তু ৫-৬ মাস বয়সী দিলে বাচ্চা এবং ডিমের কোয়ালিটি ভালো হবে। কোথায় যদি প্রশ্ন আসে ফ্রেন্ড তাকে কত দিন বয়সে ডিম বাচ্চা দেয় তবে উত্তর হল চার থেকে ছয় মাস এর মধ্যে।
    দ্বিতীয়ত পাখি যখন আপনার পাখিগুলোর জোড়া দেবেন বা যখন দেখবেন পাখির মধ্যে কিছু ডিম পাড়ার লক্ষন প্রকাশ পাচ্ছে তখন তাদের বিডিং বক্স বা ডিম পাড়ার মটকা বা ঝুড়ির জায়গা টা সুন্দর করে সাজিয়ে দিবেন। অথবা আপনি তাদের বাসা তৈরীর জন্য প্রয়োজনীয় বিল্ডিং ম্যাটেরিয়াল খাঁচার ভিতর দিয়ে রাখুন। আমি আমার পাখি দুইটাকে আগে ডিম পাড়ার জন্য কিছু খরকুটো ওদের মাটির মটকায় দিয়ে রেখেছিলাম কিন্তু তারপরও এখন মনে হচ্ছে আরো কিছু বাসা তৈরির উপকরণ তাদের দেয়া উচিত তাই আমি ওদেরকে আরো বেশ কিছু খরকুটো শুকনো ঘাস এবং পাট এগুলো দিয়ে দিলাম। দেখুন ওরা কিভাবে মুখে করে নিয়ে তাদের বাসাটা বানাচ্ছে। আপনি এই পাখিটাকে বাসা তৈরির উপকরণ দিলে দেখবেন পাখিগুলো নিজে থেকেই তাদের বাসা বানিয়ে নিচ্ছে। ফিউজ পাখির বাসা তৈরীর জন্য কি কি উপকরণ দেয়া যায় বা পেনস পাখির বাসা তৈরি করতে কি কি স্টেপ ফলো করতে হয় এটা নিয়ে আমার পুরো বিস্তারিত আলাদা একটা ভিডিও থাকবে সেটা দেখে নিলে আপনি পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন। অনেক সময় দেখা যায এ পাখিগুলো নিজেদের বাসায় নিজেরাই তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে এবং আপনি যেভাবে তাদেরকে ঘর তৈরের উপকরণ দিয়েছিলেন সেগুলোকে পরিবর্তন করে তৈরি করে। তবে খেয়াল রাখবেন পাখিগুলো যদি বক্সে বা ডিম পাড়ার জায়গায় ডিম না দিয়ে অন্য কোথাও ডিম পেড়ে দেয় যেমন খাবারের পাত্রে বা খাঁচার অন্য কোন স্থানে তখন আপনাকে বুঝতে হবে বক্সের মধ্যে কোন একটা সমস্যা আছে আর সমস্যাটা কি আছে সেটা আপনাকে বুঝে বের করতে হবে প্রয়োজনে আরো বেশি পরিমাণে বাসা তৈরির সরঞ্জাম ওদেরকে দিতে হবে। এমন সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে শুকনো ঘাস খড় পাট বা শুকনো পাতা। দেখেন আমার পাখিগুলা প্রথম যে দুইটা ডিম দেয় একটা দিয়েছিল ওদের ডিম করার জন্য যে পাত্রটা দিয়েছি সেখানে আরেকটা ডিম দিয়েছিল খাবারের পাত্রের মধ্যে। আমি যখন দেখলাম দুইটা ডিম দুই জায়গায় দিয়েছে তখন আমি খাবারের পাত্রটা বের করে ওই ডিমটা আগের সেই পাত্রটাতে দিয়ে দিয়েছি। আসলে আমি যেটা বুঝতে পারছি সমস্যা হয়েছিল ওদের ডিম করার জন্য আমি যে মটকাটা দিয়েছি সেটা নিচে বেশ কিছু ময়লা জমে ছিল। ফলাফল শুরু পাখিগুলো ওই জায়গাটাতে ডিম দিয়ে স্বাচ্ছন্দ বোধ করছিল না তাই আমি ওই মটকাটা পরিষ্কার করে খাবারের পাত্রে পাড়া ডিমটাও এ মটকার মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু পাখির ডিম গুলো একেবারেই ছোট পোলো টিকটিকির ডিমের সমান বলা যায় সেহেতু আপনাকে খেয়াল রাখতে হবে যেন ডিম গুলো খাঁচার ফাসা দিয়ে নিচে পড়ে না যায়

КОМЕНТАРІ • 58

  • @Filmybengal
    @Filmybengal 12 днів тому

    Ara koto din por por egg lay kore ?? Java jamon daily pare bajri akdin por por, kintu Finch koto din ?? Naki daily day

  • @yashkarmakar4818
    @yashkarmakar4818 Рік тому +1

    Bhi khorgosh ke nie akta video daw na

  • @AttitudeBoy-rs9gd
    @AttitudeBoy-rs9gd Рік тому +1

    আমার ফিঞ্চ পাখি খায় আর শুধু গিয়ে ঝুড়িতে ঘুমাই ও বাইরে আসলে হালকা হালকা ঝিমায় অনেকদিন থেকে এই রকম চলছে তাহলে কি করণীয় দাদা।।

  • @tahsinadnan9191
    @tahsinadnan9191 Рік тому

    Assalamualikum Bhaya, finch pakhir Erkm Aro vedeo chai.

  • @SagorHossin-q7y
    @SagorHossin-q7y 10 місяців тому +1

    ভাই জাভা পাখি ব্রিডিং করছে কিন্তু ডিম দিচ্ছে না কিসের জন্য বলেনতো

  • @mahimallick
    @mahimallick Рік тому

    প্রথম কমেন্ট আমার

  • @Obito-uchiha333
    @Obito-uchiha333 Місяць тому

    Finch bosor e koto bar dim dey

  • @malaymark5890
    @malaymark5890 9 місяців тому

    Amar ek jora finch 10 tarikh last 4 te dim diyeche. Aj 24 tarikh.. Akhono ektao dim fote ni... Tahole ki dim fartile noy?

  • @RakesMusic
    @RakesMusic 9 місяців тому

    দাদা বলছি একই ফিঞ্চ এর বাচ্চা দিয়ে জোড়া দিলে কি সেই ডিম থেকে বাচ্চা হবে

  • @AhmedFaysal-go4xd
    @AhmedFaysal-go4xd 4 місяці тому

    ভাই পিন্ছ পাখির ডিম দরা জায় কিনা?

  • @biswajithalder4773
    @biswajithalder4773 6 місяців тому

    Kub bhalo

  • @mokterhossain2525
    @mokterhossain2525 Рік тому +1

    Mashaallah

  • @a.f.gaming420
    @a.f.gaming420 Рік тому

    King kobutor palon vidio dan

  • @rojenabegum8170
    @rojenabegum8170 Рік тому

    ভাই আমার বাজিগার পাখি একটি বাচ্চার বয়স ৬-৭ দিন।এখন ঐ বাচ্চাটার খাদ্যনালিতে হাওয়া জমে আছে এখন কি করব

  • @satyajitkhanra3549
    @satyajitkhanra3549 Рік тому

    Amer finch ta dime ta dai kintu dim theke bacha hoi nai doiakore bolen

  • @NihalHasan-z1p
    @NihalHasan-z1p Місяць тому

    আমি এক জোড়া পাখি কিনব বাইক থাকলে জানাইয়েন

  • @ManbiArtandCraft7306
    @ManbiArtandCraft7306 Рік тому

    খুব ভালো

  • @Shamim007bd
    @Shamim007bd 7 місяців тому

    বছরে কাত বার ডিম বাচ্ছা করে?

  • @tonmoyab
    @tonmoyab Рік тому

    ভাইয়া আমার ফিঞ্চ পাখি খড় কুটো দিয়ে বাসা তৈরি করেছে। তবে আমি ওর পেটে হাত দিয়ে দেখলাম ওর পেটে ডিম নেই।এরকম করছে কেনো? বলবেন প্লিজ।

  • @manisha_creations-o1i
    @manisha_creations-o1i Рік тому

    দাদা আমার ফিঞ্চ গুলো প্রথম ডিম দিয়েছে ১ টা কিন্তু র কোনো ডিম দেয়নি ১৭ দিন হলো আর কোনো ডিম দেয়নি আর ভালো ভাবে তাও দেয়না কি করবো

  • @zsahnafeditz992
    @zsahnafeditz992 Рік тому

    আমার ফ্রিন্স পাখি আজ ডিম দিছে সেটা বক্সের উপর কিন্তু ডিম টা হাত থেকে পড়ে ভেঙে গেছে
    এখন কি আর ডিম দিবে না-?

  • @shawondas-nz8mq
    @shawondas-nz8mq Рік тому

    ভাই আমার প্রিন্স পাখি 1বছর আগে ডিম দিয়েছে এখন আর ডিম দেয় না, আমার মেয় পাখি টা মারা জাবার পারে আরেক টা মেয় এনে দিয়েছি এখন আমি কি করবো

  • @Jppapiya-d6q
    @Jppapiya-d6q 6 днів тому

    ভাত আমার পাখি দুইটা ডিম দিসে ভাই

  • @SomuMajumdar
    @SomuMajumdar 9 місяців тому

    আমার পাখি দিনে এক এক বার তা দেয় কিন্ত পুরো রাত তা দেয় কি করবো ? ডিম কি ফুটবে ? কেনার 15 - 20 দিনের মধ্যে ডিম দিয়েছে 😊

  • @oplesamir3629
    @oplesamir3629 11 місяців тому

    Vai agular ki rest ar dorkar hoi na

  • @yashkarmakar4818
    @yashkarmakar4818 Рік тому

    Bhi amar khorgusher pregnencyr 30 din hoegache kintu tar pore o amar khorgush bacha diche na first time pregnency false pregnency na

  • @Jayshreeram33357
    @Jayshreeram33357 Рік тому

    আমার একটা পাখি ডিম দিয়েছে এখন কি ছেলে পাখি টাকে আলাদা খাচায় রাখব প্লিজ একটু বলবেন 🙏🙏🙏🙏🙏

  • @AngleParikhatun
    @AngleParikhatun 7 місяців тому

    আমার পাখি ২৮হয়ে গেছে সারা দিন ৩বার আর সারা রাত তা দিচ্ছে এটাই 1স্ট টাইম ডিম পেরেছে 2 টি

  • @sampritichatterjee9847
    @sampritichatterjee9847 Рік тому

    ভাইয়া যদি একটু সাহায্য করতেন খুব উপকৃত হতাম, আমার বাড়িতে 5 টা বাচ্ছা ও দুটি বড়ো খরগোশ আছে,আজ সকাল থেকে খেয়াল করছি একটা বাচ্ছা খুব চুপচাপ হয়ে গেছে এবং সারাক্ষণ চোখ বন্ধ করে রাখছে কি করবো যদি একটু বলেন, সে কিন্তু খাওয়া দাওয়া করছে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য

  • @NillDey-p2y
    @NillDey-p2y 11 місяців тому

    ভাই আমার পাখি দিনের বেলা খুব কম তা দেয়
    রাতের বেলা তা দেয় ডিমে।

  • @akramulsuman
    @akramulsuman Рік тому +1

    ১টা ডিম দিয়েছে, ৫-৬ দিন তা দিয়ে আর দিচ্ছে না

    • @user-wh5ic5bz7j
      @user-wh5ic5bz7j Рік тому

      আমার পাখি ৫ টা ডিম দিছে,, আলহামদুলিল্লাহ সবগুলাই ফুটবে 😇

  • @ismailislam5149
    @ismailislam5149 4 місяці тому

    Amar paki8ta dim disa❤❤

  • @sudiproy6564
    @sudiproy6564 11 місяців тому

    Apnr video ta vul acha finch k always box dewa uchit bcz ja Kno pakhi box pochndo kora r dim parar jonno hidden place pochndo kora

  • @ArohiJahan-Maya
    @ArohiJahan-Maya Рік тому

    ভাই আমার খরগোশ টাকে কুকুর ভয় দেখাইছে এখন কিছু খেতে চায় না শুধু বসে থাকে কিন্তু বিস্কুট খায় চিনি ছাড়া বিস্কুট আমি এখন পরজনত খাওয়াই নাই খেলে কোনো সমস্যা হবে জানাবেন প্লিজ রিপ্লাই দিন 😢😢😢

    • @growlife
      @growlife  Рік тому

      বিস্কুট একটু আকটু খেলে কিছু হবে না কিন্তু বেশি খেলে পেট খারাপ হবে। আপনি কলমি শাক ঘাস তুলসী পাতা শসা গাজর পাতাকপি আমের খোসা এগুলো আলাদা আলাদাভাবে ট্রাই করে দেখেন কোন না কোন টা অবশ্যই খাবে। বিস্কুট আসলে খরগোশ এর জন্য কোন ভালো খাবার না।

  • @susmitamaity5615
    @susmitamaity5615 Рік тому +1

    ডিমে তা দিলেও ডিম ফুটছে না কেন?২০ দিন হয়েগেছে।

  • @ArohiJahan-Maya
    @ArohiJahan-Maya Рік тому

    ভাই প্লিজ প্লিজ রিপ্লাই দিন আমার খরগোশ অনেক খানি বিস্কুট খেয়েছে যদিও চিনি ছাড়া বিস্কুট কিন্তু আজকে এনার্জি বিস্কুট খেয়েছে কোন অসুবিধা হবে একটু জানাবেন 😢

    • @growlife
      @growlife  Рік тому

      এক দুই দিন খেলে তেমন সমস্যা নেই, সর্বোচ্চ পেটখারাপ হবে । সমস্যা নেই। আর খেতে দিয়েন না। আর এখন থেকে স্বাভাবিক খাবার দিন

    • @ArohiJahan-Maya
      @ArohiJahan-Maya Рік тому

      ​@@growlife ভাই অনেক ধন্যবাদ আমি আপনার সব ভিডিও দেখি আর আপনি সব সত্তি কথা বলেন😊

  • @gamingwithSakil-di6qg
    @gamingwithSakil-di6qg Рік тому

    আমার পাখি এই প্রথম ডিম দিয়েছে তবে দুটি আর দিচ্ছে না

  • @MdKhabir-tr2ug
    @MdKhabir-tr2ug Рік тому

    ভাইয়া পাখি জদি ওর দিম খেয়ে ফেলে তাহলে কি করব কারন আমার পাখি দিম পারছিল খেয়ে ফেলছে অরা নেজেরাই

    • @growlife
      @growlife  Рік тому +2

      পাখির ডিম খেয়ে ফেলে ক্যালসিয়াম আর মিনারেল এর ঘাটতির কারণে। এক্ষেত্রে ওষুধ খাওয়াতে চাইলে ক্যালপ্লেক্স খাওয়াতে পারেন। আর যদি ওষুধ খাওয়াতে না চান তবে মিনারেল ব্লক আর কেটেল ফিস বোন পাখির খাঁচায় সব সময় দিয়ে রাখুন।

  • @user-eg7ij5bi3g
    @user-eg7ij5bi3g Рік тому +1

    3টা ডিম পারছে আর 6দিন তা দিছে

  • @BADBOI_SOUMOJIT
    @BADBOI_SOUMOJIT Рік тому

    আমাদের পাশের বাড়ির পাখি ১১ টি ডিম পাড়েছে

    • @arkniloy1483
      @arkniloy1483 8 місяців тому

      তো ?? নিজের বাসায় মন দেন। অন্যের বাআর দেখে লাভ কি

  • @jyotibulsul8086
    @jyotibulsul8086 Рік тому

    Amr pakhi gula dim o dei tao dei valo moto kintu baccha hocche na kn 😢

    • @REDBOY1.0
      @REDBOY1.0 Рік тому +1

      জিসভেট এবং ক্যালপ্লেক্স ওষুধ খওয়ান তাহলে হবে,,,,

    • @jyotibulsul8086
      @jyotibulsul8086 Рік тому +1

      @@REDBOY1.0 thank you 😇

  • @yashkarmakar4818
    @yashkarmakar4818 Рік тому

    Pete dhorle bukha jai

  • @asequrrahman6199
    @asequrrahman6199 Рік тому

    ব্লাক চিক এবং নরমাল ফিঞ্চ পেয়ার করলে ব্রিডিং কি পাওয়া যাবে?

  • @subratajana8248
    @subratajana8248 Рік тому

    20 দিন হয়ে গাছে এখোনো ডিম ফোটেনি।