সালামুন আলাইকুম। আমার একটা বড় অভিযোগ আপনাদের সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড ফোনের থেকে কান পর্যন্ত আসে না ভাই। আর অডিটোরিয়ামে একটা রেকর্ডার দিয়েন কারণ আপনাদের কথপোকথন অস্পষ্টতা থেকেই যাই। অভিযোগ এর জন্য সরি।।
সালাম। আমার মনে হয় আপনার মোবাইলে কোন সমস্যা আছে। অন্য কোন মোবাইল দিয়ে শুনে দেখতে পারেন। আমার বাসায় তিনটি মোবাইল সেট আছে। দুটি বেশ পুরনো। যেটি অনেক বেশি পুরনো সেটি দিয়ে একটু কম শোনা যায় কিন্তু তারপরও ভাল শোনা যায়। আর নতুন মোবাইলে তো অনেক ভাল শোনা যায়। mehedy hasan
জনাব ২০:১২,/আমি রাব্বুকা সৃষ্টি কর্তা,২০:১৪,আমি আল্লাহ্। অবশ্যই এইটা তাঁর পরিচয়। যেহেতু আল্লাহ্ সৃষ্টি নন ২০:১১০। তাই তাঁর নাম এর কোনো প্রয়োজন আছে কি?। আল্লাহ্ তাঁর থেকে রাসুল প্রেরণ করেন। আর এই রাসূল আল্লাহর এবাদত করে না এবং বিবাহ করে না। এই রাসূল মুনতাহার ও যান নাই। যারা আল্লাহ এবং তাঁর পাঠানো রাসূলের সাথে পার্থক্য করবে। তারা---- । আর আমার কোনো শরিক নাই। তা হলে,মক্কায় জন্ম গ্রহণ করা,আব্দুল্লাহ্কে কি আল্লাহ পাঠায়ে ছিলেন। নাকি তার পিতা মাতা হতে জন্ম গ্রহণ করেছিলেন। অর্থাৎ আল্লাহর রাসূল যখন কোরআন পাঠ করেন ( আল্লাহ্ নিজেই) তখন তাঁর মনোনীত বান্দার মুখ থেকে জ্বীন এরা আয়াত শুনতে পেয়েছেন। তারা ঈমান এনেছে আল্লাহ ও তাঁর রাসূলের বাণীর প্রতি। কিন্তু তার মনোনীত বান্দার প্রতি ঈমান আনার কোনো প্রয়োজন আছে কি?। সালাম।
বিশ্ব বাসির প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া বর্ষিত হোক।
আমি হাসান শুনছি রহমতপুর বরিশাল থেকে, ধন্যবাদ আপনাকে,,,,,,,,
Al ilah. The law. ba bidhan..allaw
sar : sura nsch thaka jodi kicuh bolban💓💓💓
সালামুন আলাইকুম স্যার।
salamun alaikum
সালামুন আলাইকুম।
আমার একটা বড় অভিযোগ আপনাদের সাউন্ড কোয়ালিটি নিয়ে।
সাউন্ড ফোনের থেকে কান পর্যন্ত আসে না ভাই।
আর অডিটোরিয়ামে একটা রেকর্ডার দিয়েন কারণ আপনাদের কথপোকথন অস্পষ্টতা থেকেই যাই।
অভিযোগ এর জন্য সরি।।
সালাম। আমার মনে হয় আপনার মোবাইলে কোন সমস্যা আছে। অন্য কোন মোবাইল দিয়ে শুনে দেখতে পারেন। আমার বাসায় তিনটি মোবাইল সেট আছে। দুটি বেশ পুরনো। যেটি অনেক বেশি পুরনো সেটি দিয়ে একটু কম শোনা যায় কিন্তু তারপরও ভাল শোনা যায়। আর নতুন মোবাইলে তো অনেক ভাল শোনা যায়। mehedy hasan
স্যার, সূরা ইয়াসিন এর আলোচনা যদি আরো একবার করা যায়? সম্ভব _--_-----___
জনাব ২০:১২,/আমি রাব্বুকা সৃষ্টি কর্তা,২০:১৪,আমি আল্লাহ্। অবশ্যই এইটা তাঁর পরিচয়। যেহেতু আল্লাহ্ সৃষ্টি নন ২০:১১০। তাই তাঁর নাম এর কোনো প্রয়োজন আছে কি?। আল্লাহ্ তাঁর থেকে রাসুল প্রেরণ করেন। আর এই রাসূল আল্লাহর এবাদত করে না এবং বিবাহ করে না। এই রাসূল মুনতাহার ও যান নাই। যারা আল্লাহ এবং তাঁর পাঠানো রাসূলের সাথে পার্থক্য করবে। তারা---- । আর আমার কোনো শরিক নাই। তা হলে,মক্কায় জন্ম গ্রহণ করা,আব্দুল্লাহ্কে কি আল্লাহ পাঠায়ে ছিলেন। নাকি তার পিতা মাতা হতে জন্ম গ্রহণ করেছিলেন। অর্থাৎ আল্লাহর রাসূল যখন কোরআন পাঠ করেন ( আল্লাহ্ নিজেই) তখন তাঁর মনোনীত বান্দার মুখ থেকে জ্বীন এরা আয়াত শুনতে পেয়েছেন। তারা ঈমান এনেছে আল্লাহ ও তাঁর রাসূলের বাণীর প্রতি। কিন্তু তার মনোনীত বান্দার প্রতি ঈমান আনার কোনো প্রয়োজন আছে কি?। সালাম।
Asif mohiuddin er ytube video dekhen islam janen