How Sylhet has been a part of Bangladesh in 1947 |

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 959

  • @truth2249
    @truth2249 2 роки тому +81

    All sylheti proud to be part of bangladesh 🇧🇩 😊 sylhet is unique city of bangladesh 🇧🇩

    • @positiveandoptimisticvive3816
      @positiveandoptimisticvive3816 2 роки тому

      ua-cam.com/video/aMdFlIx_ZjA/v-deo.html

    • @SubhadeepVlogsRF
      @SubhadeepVlogsRF 2 роки тому +3

      Tomra jodi bharoter ongshidar hote ,, tahole tomader aj separate state hoto,, tomader bhasa thakto official..

    • @abir6641
      @abir6641 2 роки тому +16

      @@SubhadeepVlogsRF আমাদের আলাদা কোনো রাজ্য চাই না 😊
      আমরা বাংলাদেশেই ভালো আছি
      আর হ্যা আমাদের আলাদা বিভাগ আছে আর তার অফিসিয়াল ভাষাও সিলেটি 🇧🇩❤️

    • @SubhadeepVlogsRF
      @SubhadeepVlogsRF 2 роки тому

      @@abir6641 ঘন্টা সিলেটি। খালি তোমাদের মাতৃভাষাই সিলেটি এর থেকে বেশী কিছু না। তোমাদের বর্ণমালা সব বিলীন হয়ে যাচ্ছে।...

    • @abir6641
      @abir6641 2 роки тому +8

      @@SubhadeepVlogsRF ভুল বললেন ভাই শুধু আমাদের না এই সিলেটি ভাষা ভারতের আসাম রাজ্যের কিছু অংশেও আছে আর শুনুন আমরা আমাদের এই ভাষাটাকে বইয়ের মধ্যে আনতে যাচ্ছি খুব তারাতারি আর একটা কথা এই ভাষা ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সিলেটিরা কাজ করছে আশা করি সেটাও সফল হবে 😊
      লন্ডন বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিছু অংশে আমাদের ভাষার প্রচলন শুরু হয়ে গেছে 🙂
      মনে রাখবেন যতদিন সিলেটিরা আছে ততদিন সিলেটি ভাষাও আছে

  • @mrcomedy3284
    @mrcomedy3284 2 роки тому +20

    আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় খরার মতোন নায় খারণ সিলেট বাংলাদেশো আমার জন্ম ❤️

  • @RaselRasel-bl6pz
    @RaselRasel-bl6pz 4 роки тому +51

    ভালোবাসি সিলেট, শরীয়তপুর হতে।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +3

      পাকিস্থানি প্রথম স্বাধীন সরকার *আলী জিন্না* এবং ভারতের প্রথম স্বাধীন সরকার *জাওয়াহর লাল নেহেরু* কিন্তু সিলটীদের কে কোন দিনও বাঙালী বলে নি। তারা সবাই ঠিকই আমাদের সিলটী নামে ডাকতো কারণ তারা জানতো আমরা বাঙালী জাতী না। তারা এটাও জানতো সিলটীদের পূর্ব পুরুষরা বিভিন্ন আরব দেশ থেকে এসে সিলটী স্থানীয় অদিবাসী মহিলাদের কে বিয়ে করে যে বাচ্চার জন্ম দিয়েছিলো তারাই হলাম আমরা আজকের সিলটী জাতী। এককথায় সিলটীদের বাবারা ছিলো বিদেশী বনিক আর মায়েরা ছিলো স্থানীয় সিলটী দেশী মহিলা। সিলটীদের সাথে ৫০% DNA বাঙালীদের সাথে মিলে আর বাকি ৫০% DNA হলো বিদেশী বিভিন্ন দেশের মুসলমান আরবদের। সিলটীদের জোর করে বাঙালী বানানোর অপচেষ্টা শুধু মাত্র শেখ মুজিব করেছিলো কিন্তু পারে নি কারণ আমাদের নিজস্ব জাতীগত পরিচয় আছে। ১৯৪৭ সালে সিলটীরা নিজের ইচ্ছায় ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিলো বাংলাদেশের অংশ নয় কারণ তখন বাংলাদেশ নামে কিছু ছিল না। ১৯৭১ সালে সিলটীরা বাঙালীদের সাথে এক হয়ে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলো। ১৯৭১ সালের পর সিলট বিভাগ সংবিধানীক ভাবে কাগজে, কলমে বাংলাদেশের অংশ হয় কারণ আমরা সবাই মুসলমান।
      সেনাবাহিনীর প্রধান জেনারেল কর্নেল আতাউল গনি ওসমানী। যিনি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নিজেও একজন সিলটী জাতী ছিলেন। উনার বাড়ি সিলট বিভাগের সুনামগঞ্জ জেলায়। মুক্তি যুদ্ধে সিলটীদের অনেক অবদান আছে।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +4

      সিলটীরা আসামীও না, বাঙালীও না, কারণ যার মাতৃভাষা বাংলা তাকে বাঙালী বলা হয়। যার মাতৃভাষা আসামী তাকে আসামী বলা হয়। যার মাতৃভাষা সিলটী তাকে সিলটী বলা হয়। সিলটীরা বাঙালী না এটা সবাই জানে কিন্তু বাংলাদেশের বাঙালীরাই সিলটীদের কে জোর করে বাঙালী বানানোর অপচেষ্টা করে আসছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়েছে, কিন্তু বাঙালীরা সিলটী ভাষা কে একটি আলাদা পূর্ণাঙ্গ স্বাধীন ভাষার স্বীকৃতি না দিয়ে সিলটী ভাষা কে বাংলা আঞ্চলিক ভাষা বলে চালিয়ে দিচ্ছে। বাংলাদেশ ছারা অন্য কোন দেশ হলে আজ সিলটী ভাষা সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হওয়া যথাযথ সম্মান এবং সৃকৃতি পেতো। বাংলাদেশ টা টিকে আছে শুধু দুর্নিতীর উপর তাই বাংলাদেশের কাছ থেকে ভালো জিনিস আশা করা অসম্ভব।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +2

      ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধ চলা কালীন সময় সিলটী ভাষার বই পুস্তক এবং পত্রিকা ছাপানোর অনেক ছাপাখানা ধংস হয়েছে।
      পুনোরায় ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও প্রায় ৩০ বছর পর্যন্ত সিলটী ভাষায় পত্রিকা এবং বই ছাপানো হয়েছে। এর পরে রাষ্ট্রীয় ভাবে কোন সৃকৃতি না পাওয়ায় আস্তে আস্তে তা বন্ধ হয়ে যায়। সিলটী ভাষার পত্রিকা এবং বই পুস্তকের ব্যবহার সিলট বিভাগ ছারাও ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৯১ সাল পর্যন্ত ব্যবহার হয়েছে। সিলটী অনেক সাহিত্য রয়েছে যা এখন বাংলা সাহিত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কে স্বাধীন করার পেছনে অনেক সিলটী বীর মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে। যাদের নাম এবং প্রশংসা করে কোন দিনও শেষ করা যাবে না। তাদের মধ্যে একজন হলেন ★সেনাবাহিনীর কর্নেল আতাউল গনি ওসমানী।★ যিনি নিজেও একজন সিলটী ছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের সাহিত্যের পেছনে সব চেয়ে বেশি অবদান সিলটীদের রয়েছে। বাংলাদেশের সাহিত্য মানে গান,গল্প,কবিতা,উপন্যাস,কৌতুক,নাটক,নৃত্য। তাদের মধ্যে অনেক গুনি বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না। তাদের মধ্যে রয়েছেনঃ হাসন রাজা, বাউল আব্দুল করিম, সুবীর নন্দী, রুনা লায়লা, রাধা রমণ, সালমান শাহ আরো হাজার হাজার সিলটী রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না।

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому +1

      আপনাররা অনেকে নিশ্চয়ই জানেন না। ভারতের আসাম,ত্রিপুরা,ঘেঘালয়,মনিপুর,নাগালেন্ড এই সকল রাজ্যে আরো সারে ৩ কোটি সিলটী মানুষ বসবাস করে। যাদের মাতৃভাষা সিলটী। তারা বিদ্যালয়, অফিস আদালতে সব কিছু সিলটী ভাষায় করে থাকে। ভারতের সিলটীরা তো বাংলার *ব* অক্ষরও বুঝে না। তারা বাংলা ভাষা বুঝে না। শুধু আমরা সিলট বিভাগের সিলটীরা বিদ্যালয়ে বাংলা চর্চা করি তাই বাংলা ভাষা লিখতে ও পড়তে পারি। আরেক টি কথা আমাদের সিলট বিভাগে সব স্থানীয় দলিল কিন্তু এখনও সিলটী ভাষায় লিখা হয়। বাংলাদেশের নতুন প্রজন্মের সিলটীরা ছারা কোন প্রবীন মানুষ জন বাংলা ভাষা বুঝে না। যেমনঃ আমার মা,নানা,নানু,চাচা,চাচি। আপনার উচিৎ সিলটী ভাষার ব্যাকরণ এবং শব্দ ভান্ডার পড়া তাহলে আপনি বাংলা এবং সিলটী ভাষায় মধ্যে পার্থক্য টা বুঝে যাবেন। আপনি চাইলে সিলট বিভাগে পাঠাগারে গিয়ে সদস্য হয়ে ২ হাজার বছরের পুরোনে কিছু সিলটী পুঁথি পড়তে পারেন যেগুলো বাংলায় অনুবাদ করা আছে। আশা করি সব বাঙালীদের সিলটী ভাষার প্রতি সব ভুল ধারণা ভেঙে যাবে।

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому +1

      সিলটীরা আলাদা জাতী এটা ইতিহাস বলে এটা কারো বানানো গল্প না। ৭০০ বছর আগে শাহজালাল এবং শাহপরান যখন *ইয়ামান* থেকে এসে সাথে অন্যান্য আরব দেশ থেকে আরো ৩৬০ জন আউলিয়াদের কে নিয়ে সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তখন হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন থেকে সারা বিশ্বের সব আরব দেশ গুলোর বনিকরা সিলট বিভাগে বানিজ্য করার জন্য পারি জমায়। ইরান,ইরাক,তুর্কি,ইয়ামান,ফিলিস্তিন,মিশর,আফগানিস্তান,ওমান,সিরিয়া এমন আরো অনেক দেশ থেকে জাহাজ নিয়ে মুসলমান বনিকরা সিলট বিভাগে আসতেন। যখন বনিকরা এসে দেখলেন সিলট বিভাগ অটাল সম্পদের ভাণ্ডার এবং ব্যবসা বানিজ্যের জন্য একটি আদর্শ জায়গা। তখন তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য সিলটী মহিলাদেরকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ৭০০ থেকে ২০০ বছর আগ পর্যন্তও আরব বনিকরা সিলট বিভাগে এসে সিলটী মহিলাদের কে বিয়ে করেছেন। প্রত্যেক মুসলমান সিলটী পরিবারের ১ জন করে আরব বনিক পূর্বপুরুষ ছিলো। তাদের মধ্যে অনেক হিন্দু মহিলারা ছিলেন যারা বনিকদের বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই সিলটীদের কে মিশ্র জাতী বা সংকর জাতী বলা হয়। এই মিশ্রণটি শুধু সিলটী মুসলমানদের সাথে ঘটেছিলো। প্রকৃত হিন্দু ধর্মালম্বীরা নিজের গোত্রের বাহিরে কাউকে বিয়ে করেন না। তাই হিন্দু সিলটীরা শুধু নিজের গোত্রের মানুষকে বিয়ে করেছিলেন। সাধারণ মুসলমান সিলটীদের চেহারা উজ্জ্বল বর্ণের এবং চোখের রং নীল,হলদে,সবুজ বা পাতলা বাদামী হয়ে থাকে। মুসলমান সিলটীদের চেহারার সাথে আরবীদের চেহারার বৈশিষ্ট্য বিদ্যমান।
      মৌলভীবাজার জেলার নাম করন করা হয়েছিলো ইরানী,ইরাকী,তুর্কিস,ইয়ামানী,ওমানী,আফগান,মিশরী মৌলভীদের কারনে। মৌলভী এবং বাজার এই দুটি শব্দই হলো ফার্সি শব্দ। *মৌলভী* শব্দের মানে হলো ইসলামিক জ্ঞান বিশেষজ্ঞ চিকিৎসক বা ইসলামিক জ্ঞান বিশেষজ্ঞ উকিল। মনিপুর পাহাড়ের ঝর্ণা থেকে সুরমা নদীর সৃষ্টি আর তার নিকটে সুরমা নদীর তীরে বসতো একটি মৌলভীদের হাট। সেই থেকেই মৌলভীবাজারের নাম করণ করা হয়েছিলো। এতেই প্রমাণ হয় সিলটী মুসলমানদের পূর্বপুরুষরা বিভিন্ন আরব দেশের বনিকরা ছিলেন। যারা সিলট বিভাগে ব্যবসা-বাণিজ্যের জন্য এসে সিলটী নারীদের বিয়ে করে স্থায়ী ঠিকানা গড়েছিলেন। এভাবেই সিলটীদের জন্ম হয়েছে।

  • @dr.md.shakilmahmood2050
    @dr.md.shakilmahmood2050 4 роки тому +70

    করিমগঞ্জ আমাদের দেশ। করিমগঞ্জ ভারত জোর করেই নিয়ে গেছে। আমরা আবার করিমগঞ্জ চাই

    • @Invisibleo_Person
      @Invisibleo_Person 4 роки тому +22

      আমরা আমাদের করিমগঞ্জ ফেরত চাই, আমাদের হাইলাকান্দি ফেরত চাই।। এগুলো আমাদের প্রাপ্য জায়গা।। আমাদেরকে ঠকানো হয়েছে।।

    • @zaynalsikder9213
      @zaynalsikder9213 3 роки тому +4

      @@Invisibleo_Person সহমত।

    • @samsungindia.pvtltd4469
      @samsungindia.pvtltd4469 3 роки тому +3

      @@Invisibleo_Person পেল কাটি লাইমু,, বাংলাদেশ ও কেউ যাইতো না.. আইআ জিগাইআ দেখিস বরাক উপত্যকার মানুষ রে 😂

    • @samsungindia.pvtltd4469
      @samsungindia.pvtltd4469 3 роки тому

      @Invisible Person nice joke 😆😆

    • @মিয়াকালীফা
      @মিয়াকালীফা 3 роки тому +11

      আমরা আমাদের করিমগঞ্জ কে আবার ফেরত নিয়ে আসবো ইনশা আল্লাহ। করিমগঞ্জ আমাদের সিলেটের অংশ।

  • @mehbubbarbhuiya4525
    @mehbubbarbhuiya4525 4 роки тому +51

    Sylhety hokol like hear ❤️

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +1

      পাকিস্থানি প্রথম স্বাধীন সরকার *আলী জিন্না* এবং ভারতের প্রথম স্বাধীন সরকার *জাওয়াহর লাল নেহেরু* কিন্তু সিলটীদের কে কোন দিনও বাঙালী বলে নি। তারা সবাই ঠিকই আমাদের সিলটী নামে ডাকতো কারণ তারা জানতো আমরা বাঙালী জাতী না। তারা এটাও জানতো সিলটীদের পূর্ব পুরুষরা বিভিন্ন আরব দেশ থেকে এসে সিলটী স্থানীয় অদিবাসী মহিলাদের কে বিয়ে করে যে বাচ্চার জন্ম দিয়েছিলো তারাই হলাম আমরা আজকের সিলটী জাতী। এককথায় সিলটীদের বাবারা ছিলো বিদেশী বনিক আর মায়েরা ছিলো স্থানীয় সিলটী দেশী মহিলা। সিলটীদের সাথে ৫০% DNA বাঙালীদের সাথে মিলে আর বাকি ৫০% DNA হলো বিদেশী বিভিন্ন দেশের মুসলমান আরবদের। সিলটীদের জোর করে বাঙালী বানানোর অপচেষ্টা শুধু মাত্র শেখ মুজিব করেছিলো কিন্তু পারে নি কারণ আমাদের নিজস্ব জাতীগত পরিচয় আছে। ১৯৪৭ সালে সিলটীরা নিজের ইচ্ছায় ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিলো বাংলাদেশের অংশ নয় কারণ তখন বাংলাদেশ নামে কিছু ছিল না। ১৯৭১ সালে সিলটীরা বাঙালীদের সাথে এক হয়ে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলো। ১৯৭১ সালের পর সিলট বিভাগ সংবিধানীক ভাবে কাগজে, কলমে বাংলাদেশের অংশ হয় কারণ আমরা সবাই মুসলমান।
      সেনাবাহিনীর প্রধান জেনারেল কর্নেল আতাউল গনি ওসমানী। যিনি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নিজেও একজন সিলটী জাতী ছিলেন। উনার বাড়ি সিলট বিভাগের সুনামগঞ্জ জেলায়। মুক্তি যুদ্ধে সিলটীদের অনেক অবদান আছে।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +3

      সিলটীরা আসামীও না, বাঙালীও না, কারণ যার মাতৃভাষা বাংলা তাকে বাঙালী বলা হয়। যার মাতৃভাষা আসামী তাকে আসামী বলা হয়। যার মাতৃভাষা সিলটী তাকে সিলটী বলা হয়। সিলটীরা বাঙালী না এটা সবাই জানে কিন্তু বাংলাদেশের বাঙালীরাই সিলটীদের কে জোর করে বাঙালী বানানোর অপচেষ্টা করে আসছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়েছে, কিন্তু বাঙালীরা সিলটী ভাষা কে একটি আলাদা পূর্ণাঙ্গ স্বাধীন ভাষার স্বীকৃতি না দিয়ে সিলটী ভাষা কে বাংলা আঞ্চলিক ভাষা বলে চালিয়ে দিচ্ছে। বাংলাদেশ ছারা অন্য কোন দেশ হলে আজ সিলটী ভাষা সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হওয়া যথাযথ সম্মান এবং সৃকৃতি পেতো। বাংলাদেশ টা টিকে আছে শুধু দুর্নিতীর উপর তাই বাংলাদেশের কাছ থেকে ভালো জিনিস আশা করা অসম্ভব।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +1

      ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধ চলা কালীন সময় সিলটী ভাষার বই পুস্তক এবং পত্রিকা ছাপানোর অনেক ছাপাখানা ধংস হয়েছে।
      পুনোরায় ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও প্রায় ৩০ বছর পর্যন্ত সিলটী ভাষায় পত্রিকা এবং বই ছাপানো হয়েছে। এর পরে রাষ্ট্রীয় ভাবে কোন সৃকৃতি না পাওয়ায় আস্তে আস্তে তা বন্ধ হয়ে যায়। সিলটী ভাষার পত্রিকা এবং বই পুস্তকের ব্যবহার সিলট বিভাগ ছারাও ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৯১ সাল পর্যন্ত ব্যবহার হয়েছে। সিলটী অনেক সাহিত্য রয়েছে যা এখন বাংলা সাহিত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কে স্বাধীন করার পেছনে অনেক সিলটী বীর মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে। যাদের নাম এবং প্রশংসা করে কোন দিনও শেষ করা যাবে না। তাদের মধ্যে একজন হলেন ★সেনাবাহিনীর কর্নেল আতাউল গনি ওসমানী।★ যিনি নিজেও একজন সিলটী ছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের সাহিত্যের পেছনে সব চেয়ে বেশি অবদান সিলটীদের রয়েছে। বাংলাদেশের সাহিত্য মানে গান,গল্প,কবিতা,উপন্যাস,কৌতুক,নাটক,নৃত্য। তাদের মধ্যে অনেক গুনি বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না। তাদের মধ্যে রয়েছেনঃ হাসন রাজা, বাউল আব্দুল করিম, সুবীর নন্দী, রুনা লায়লা, রাধা রমণ, সালমান শাহ আরো হাজার হাজার সিলটী রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না।

    • @mhrrules3627
      @mhrrules3627 3 роки тому +1

      @@sylotibaha830 ভাই, আপনাদের উচিত জোরদার আন্দোলনের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠন করা কারণ সিলেটিরা বাংগালীদের ঘৃণা করে, অথবা ভারতের সাথে যেতে চাইলেও নরেন্দ্র মোদি আপনাদের নিরাশ করবেনা ভাই

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому +2

      @@mhrrules3627
      আপনাররা অনেকে নিশ্চয়ই জানেন না। ভারতের আসাম,ত্রিপুরা,ঘেঘালয়,মনিপুর,নাগালেন্ড এই সকল রাজ্যে আরো সারে ৩ কোটি সিলটী মানুষ বসবাস করে। যাদের মাতৃভাষা সিলটী। তারা বিদ্যালয়, অফিস আদালতে সব কিছু সিলটী ভাষায় করে থাকে। ভারতের সিলটীরা তো বাংলার *ব* অক্ষরও বুঝে না। তারা বাংলা ভাষা বুঝে না। শুধু আমরা সিলট বিভাগের সিলটীরা বিদ্যালয়ে বাংলা চর্চা করি তাই বাংলা ভাষা লিখতে ও পড়তে পারি। আরেক টি কথা আমাদের সিলট বিভাগে সব স্থানীয় দলিল কিন্তু এখনও সিলটী ভাষায় লিখা হয়। বাংলাদেশের নতুন প্রজন্মের সিলটীরা ছারা কোন প্রবীন মানুষ জন বাংলা ভাষা বুঝে না। যেমনঃ আমার মা,নানা,নানু,চাচা,চাচি। আপনার উচিৎ সিলটী ভাষার ব্যাকরণ এবং শব্দ ভান্ডার পড়া তাহলে আপনি বাংলা এবং সিলটী ভাষায় মধ্যে পার্থক্য টা বুঝে যাবেন। আপনি চাইলে সিলট বিভাগে পাঠাগারে গিয়ে সদস্য হয়ে ২ হাজার বছরের পুরোনে কিছু সিলটী পুঁথি পড়তে পারেন যেগুলো বাংলায় অনুবাদ করা আছে। আশা করি সব বাঙালীদের সিলটী ভাষার প্রতি সব ভুল ধারণা ভেঙে যাবে।

  • @istiaktaslim4937
    @istiaktaslim4937 4 роки тому +31

    My grand fathers came to East Pakistan in 1947 from Jolaibari,Tripura,India.So,I very very Love Tripura.

    • @mr.majumder593
      @mr.majumder593 4 роки тому +1

      Love from Baikhora😁

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому +2

      এটা সিলটী ভাষা। সিলটী ভাষা একটি আলাদা পূর্ণাঙ্গ স্বাধীন ভাষা।
      ꠀꠙꠘꠣꠞ ꠎꠘ꠆ꠎ ꠇꠤꠍꠥ ꠡꠢꠎ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ ꠡꠤꠇ꠆ꠡꠣ⁕
      ꠛꠣꠋꠟꠣ ꠕꠦꠇꠦ ꠡꠤꠟꠐꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠥꠜ ꠡꠇꠣꠟ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠡꠥꠛꠧ ꠛꠤꠅꠣꠘ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠖꠥꠙꠥꠞ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠣꠖꠣꠘ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠇꠦꠝꠘ ꠀꠍ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠟꠣ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠔꠧꠝꠣꠞ ꠛꠅꠡ ꠇꠔꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠔꠧꠝꠣꠞ ꠃꠝꠞ ꠈꠔꠧ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠅꠘꠦꠇ ꠖꠤꠘ ꠙꠞ ꠇꠕꠣ ꠢꠟꠧ⁕ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠖꠤꠘ ꠛꠣꠖꠦ ꠝꠣꠔ ꠄꠟꠧ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠥꠟꠦ ꠉꠦꠍꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠚꠣꠃꠞꠤꠟꠤꠍꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠇꠤ ꠇꠞꠍ? ꠡꠤꠟꠐꠤঃ ꠇꠤꠔꠣ ꠈꠞꠞꠣꠅ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠎꠣꠘꠣꠟꠣ ꠈꠥꠟꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠈꠦꠞꠇꠤ ꠈꠥꠟꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠄꠐꠣ ꠔꠧ ꠅꠘꠦꠇ ꠡꠢꠎ ꠇꠣꠎ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠉꠥ ꠛꠢꠥꠔ ꠀꠡꠣꠘ ꠈꠣꠝ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠄꠐꠣ ꠅꠘꠦꠇ ꠇꠑꠤꠘ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠉꠥ ꠛꠢꠥꠔ ꠝꠥꠡꠇꠤꠟ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠤ ꠅꠘꠦꠇ ꠌꠤꠘ꠆ꠔꠤꠔ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠀꠝꠤ ꠛꠢꠥꠔ ꠚꠦꠞꠦꠡꠣꠘ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠔ꠆ꠎꠤ ꠛꠟꠍꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠢꠣꠡꠣ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠣꠠꠤꠔꠦ ꠡꠛꠣꠁ ꠇꠦꠝꠘ ꠀꠍꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠠꠤꠔ ꠢꠇ꠆ꠇꠟ ꠛꠣꠟꠣ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠣꠞ ꠡꠣꠕꠦ ꠇꠤ ꠔꠧꠝꠣꠞ ꠇꠕꠣ ꠛꠟꠔꠦ ꠈꠣꠞꠣꠙ ꠟꠣꠉꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠧꠞ ꠟꠉꠦ ꠇꠤꠔꠣ ꠔꠧꠝꠣꠞ ꠝꠣꠔ꠆ꠔꠦ ꠛꠥꠞꠣ ꠟꠣꠉꠦ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠇꠣꠡꠦ ꠅꠘꠦꠇ ꠝꠦꠊ ꠎꠝꠦꠍꠦ⁕ꠡꠤꠟꠐꠤঃ ꠀꠡꠝꠣꠘꠧ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠢꠣꠎ ꠖꠟꠣ ꠄꠍꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠝꠣꠑꠦ ꠇꠦꠝꠘ ꠙꠣꠘꠤ ꠢꠅꠦꠍꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠘ꠆ꠖꠧ ꠇꠤꠝꠣꠘꠔꠦ ꠚꠣꠘꠤ ꠄꠍꠦ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜূꠝꠤꠇꠝ꠆ꠙ ꠢꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠁꠍꠣꠟ ꠄꠍꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠘ꠆ꠗ꠆ꠎꠣ ꠢꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠢꠣꠁꠘ꠆ꠎꠣ ꠄꠍꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠧꠞ ꠢꠟꠦ ꠇꠛꠥꠔꠞ ꠒꠣꠇꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠔ ꠚꠥꠅꠣꠁꠟꠦ ꠚꠣꠞꠅ ꠒꠣꠈꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠅ ꠙꠦꠅꠦꠍꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠔꠞꠣꠘꠤ ꠈꠣꠁꠍꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠅꠘꠦꠇ ꠖꠤꠘ ꠙꠞ ꠄꠡꠦꠍꠦꠘ ꠇꠦꠖꠣꠞꠣꠅ ꠛꠡꠦꠘ! ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠎ꠆ꠎꠦꠞ ꠖꠤꠘ ꠛꠣꠖꠦ ꠀꠁꠍꠁꠘ ꠇꠥꠞꠍꠤꠔ ꠛꠃꠇ꠆ꠇꠣ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠞꠣꠉ ꠇꠞꠦꠍ ꠝꠘ ꠈꠣꠞꠣꠙ? ꠡꠤꠟꠐꠤঃ ꠉꠥꠡꠣ ꠈꠞꠍꠧ ꠖꠤꠟ ꠛꠦꠎꠣꠞ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠣꠞ ꠇꠕꠣ ꠛꠤꠡ꠆ꠛꠣꠡ ꠇꠞꠧ! ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠧꠞ ꠝꠣꠔ ꠄꠇꠤꠘ ꠈꠞꠧ!
      ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠤꠌꠣꠞ ꠇꠞꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠘꠍꠣꠚ ꠈꠞꠧ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠢꠥ ꠖূꠞ ꠎꠦꠔꠦ ꠢꠛꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠎ꠆ꠎꠦꠞ ꠖূꠞꠣ ꠎꠣꠅꠘ ꠟꠣꠉꠛꠧ⁕
      ꠛꠣꠋꠟꠣꠞ ꠡꠣꠕꠦ ১০০% ꠄꠞ ꠝꠗ꠆ꠎꠦ ৪০% ꠝꠤꠟ ꠀꠍꠦ ꠇꠤꠘ꠆ꠔꠥ ৬০% ꠅꠝꠤꠟ ꠞꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠅ ৫০% ꠡꠛ꠆ꠖ ꠚꠣꠞ꠆ꠡꠤ,ꠔꠥꠞ꠆ꠇꠤꠡ,ꠀꠞꠛꠤ ꠀꠞ ꠛꠣꠇꠤ ৫০% ꠡꠛ꠆ꠖ ꠡꠋꠡ꠆ꠇৃꠔ ꠡꠛ꠆ꠖ ꠕꠦꠇꠦ ꠄꠡꠦꠍꠦ⁕

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому +3

      সিলটী ভাষা বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা নয় বা সিলটীরা বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো সিলটী ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন মিল নেই। যদি সিলটী ভাষা বাংলার আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী।
      চাটগাঁইয়া,নুয়াখাইল্লা,রংপুরিয়া,রাজবংশী আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому +2

      বাঙালী আর বাংলাদেশী এক জিনিস নয়। যার মাতৃভাষা বাংলা সে বাঙালী আর যার মাতৃভাষা সিলটী সে সিলটী। সিলটী এক সিলটী ভাষা, বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা নয়। সিলট বিভাগে বাংলা চলে না। শুধু সিলটী চলে। আমার পরিবারের সবাই সিলটী নাগরী তে লিখে এবং পড়তে পারে। গুগলে ঢুকে বাঙালী আর বাংলাদেশ মধ্যে পার্থক্য টা শিখে নাউ। আমরা সবাই বাংলাদেশী কারণ আমাদের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে কিন্তু সবাই বাঙালী না। যদি সিলটী ভাষার জন্ম বাংলা ভাষা থেকে হতো আর সিলটী ভাষা যদি বাংলার আঞ্চলিক ভাষা হতো। তাহলে সিলটীদের কে বাঙালী বলা যেতো। যদি কোন ইন্ডিয়ান নাগরিকের মাতৃভাষা বাংলা হয় তাহলে সে ইন্ডিয়ান, বাঙালী। যদি তার মাতৃভাষা হয় আসামী তাহলে সে ইন্ডিয়ান, আসামী। যদি কোন ইন্ডিয়ান নাগরিকের মাতৃভাষা সিলটী হয় তাহলে সে ইন্ডিয়ান, সিলটী। পান্জাবী হলে পান্জাবী। সিলট বিভাগে অনেক আসামীরা বসবাস করে যাদের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে। তারা হলো বাংলাদেশী, আসামী। বাঙালী কোন জাতীর নাম নয়। এটি একটি ভাষাগত জাতী গুষ্টির নাম। সিলটীরা আর উপজাতিরা

    • @mr.majumder593
      @mr.majumder593 4 роки тому +2

      @@hasanahmed7972 Tahole apnader Bangali Bola Hoy keno

  • @user-vh4yt4ot3g
    @user-vh4yt4ot3g 3 роки тому +42

    সিলেট কে ভালোবাসি
    ভারত থেকে।

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому +3

      সংস্কৃত এবং হিন্দি ভাষা যে বর্ণমালা দিয়ে লিখা হয় সেই বর্ণমালার নাম [দেব নাগরি]। সিলটি ভাষা যে বর্ণমালায় লিখা হয় তার নাম [সিলটি নাগরি]। সংস্কৃত ভাষা কে সকল ভাষার মা বলা হয়। সংস্কৃত ভাষার বয়স ৬ হাজার বছর। সিলটি ভাষার বয়স ২ হাজার বছর। সংস্কৃত ভাষা থেকে ২হাজার বছর আগে যখন সিলটি ভাষার জন্ম হয়েছিল। তখন বাংলা ভাষার কোন অস্তিত্ব ছিল না এবং বাংলা বলতে কোন ভাষা ছিল না। ইসলাম প্রচার করতে শাহজালাল এবং উনার সঙ্গী সাথিরা ৭০০ বছর আগে সিলটি বিভাগে স্থায়ী ঠিকানা গড়ে তুলেছিলেন। ইসলাম প্রচার করা লোকেদের মাতৃভাষা ছিল আরবি,ফার্সি এবং তুর্কিস। উনারা সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন ভাষা নয়। সিলটি ভাষার সাথে ইসলাম এবং শাহজালালের কোন সম্পর্ক নেই। ইসলাম প্রচারের অনেক আগে থেকেই অধিবাসী সিলটিরা সিলটি ভাষা বলার এবং সিলটি নাগরি লিপি দিয়ে সিলটি ভাষার চর্চা করতেন। সিলটি ভাষা একটি প্রাচীণ ভাষা। ভাষার ইতিহাস না জেনে মনগড়া মন্তব্য প্রকাশ করা উচিৎ নয়।

    • @fozlurrahman9979
      @fozlurrahman9979 3 роки тому +2

      আপনাকে ধন্যবাদ ভাই
      সিলেট কে ভালোবাসার জন্য
      সিলেট থেকে

    • @mdmasumahmed9272
      @mdmasumahmed9272 3 роки тому +1

      ধন্যবাদ

    • @Shalishuka369
      @Shalishuka369 2 роки тому +1

      @@sylotibaha830 thik bolechhen. Oneke bole Sylheti Horof naki Islamic Horof. 😡

    • @mrcomedy3284
      @mrcomedy3284 2 роки тому

      @@Shalishuka369 এই প্রথম শুনলাম 🙄

  • @hassymiia6267
    @hassymiia6267 3 роки тому +35

    Sylheti Bangladeshi and proud 😊
    Am glad my ancestors, Sylheti people voted to be part of Bangladesh.
    I cant imagine what life would be under Hindutva hindu extremist leader Modi!

    • @सम्राट-द6य
      @सम्राट-द6य 3 роки тому +6

      He is not extremist
      Opposite spread lie
      He is best pm
      Do you know before he become pm we didn't even have toilets, electricity
      Manush rasta ghate hagto
      But now he is fast developing our country
      Opposite spread misinformation that he is extremist

    • @hassymiia6267
      @hassymiia6267 3 роки тому +1

      @@सम्राट-द6य he is a hindu nationalist who harms muslims for anything especially beef. His hindutva gang rss mobs always attacking harming minorities. Minorities lives in india is hell now since modi came to power.

    • @hakunamatata3935
      @hakunamatata3935 3 роки тому +5

      I was thinking the same today. Look at the situation of assam's barak valley districts now. I feel sad for the bengalis over there. These people couldn't be a part of Bangladesh. Just see how much they are suffering now. I feel grateful to our ancestors they created pakistan and then Bangladesh, now we are not a part of India. We could never achieve the development we are enjoying now, nor we could live the peaceful life we are living now. I can't thank them enough for their sacrifices.

    • @Thestruggler270
      @Thestruggler270 3 роки тому

      @@hakunamatata3935 We don't even want them

    • @S_r_k_96
      @S_r_k_96 3 роки тому +9

      Do called Bangla secularists why Hindu community in Bangladesh is under threat dwindling population 8% only where as indian muslims అరే 13-14 percent majority section living happily in our indian Hyderabad?

  • @asikurakash6066
    @asikurakash6066 2 роки тому +18

    শীঘ্রই সিলেট ঘুরতে যাব ইনশাআল্লাহ ❤️

    • @streetracinggame
      @streetracinggame 2 роки тому +1

      অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন

    • @PROGAMER-qv5cq
      @PROGAMER-qv5cq 18 днів тому

      Bangladeshi hole ashish na Amader Sylhet e Sala kangladeshi

  • @hasanahmed7972
    @hasanahmed7972 4 роки тому +18

    ইরানের ভাষার নাম ফার্সি। ফার্সি ভাষার ২টি আঞ্চলিক ভাষা রয়েছে। প্রথমটি হল দারি বা আফগান ফার্সি। যেটি আফগানিস্তানের ভাষা। দ্বিতীয় টি হল তাজিকি ফার্সি। যেটি তাজিকিস্তানের ভাষা। এই ২টি আঞ্চলিক ভাষার জন্ম হয়েছে ইরানি ফার্সি থেকে। যখন ১জন আফগানি লোক তাজিকিস্তানের লোকের সাথে আফগান ফার্সি বা দারি আঞ্চলিক ভাষায় কথা বলে। তখন তাজিকিস্তানের লোকেরা তাদের ভাষা বুঝে না কিন্তু ভাষা গুলোর মধ্যে অনেক মিলও রয়েছে। ঠিক একই ভাবে আফগানিরা ইরানি ফার্সি বুঝে না কিন্তু তারা সবাই ফার্সি ভাষায় কথা বলে। বাংলাদেশে যতো আঞ্চলিক ভাষা আছে যেমনঃ চাটগাঁইয়া,নুয়াখাইল্লা,রংপুরিয়া,রাজবংশী আরো অনেক। এই সব গুলি আঞ্চলিক ভাষায় জন্ম হয়েছে বাংলা এবং সিলটী থেকে। শুধু শুনতে আলাদা বা ঐ আঞ্চলিক ভাষায় কথা বললে বুঝা যায় না। এমন কোন আঞ্চলিক ভাষা থাকলেই যে সেটি আলাদা একটি ভাষা হয়ে যায় এমন কোন বিষয় না। একটি আঞ্চলিক ভাষা কে আলাদা পূর্ণাঙ্গ ভাষা হিসেবে বিবেচনা করতে হলে তার মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকতে হয়। যেমনঃ আলাদা ব্যাকরণ, নিজস্ব শব্দ ভান্ডার, নিজস্ব বর্ণমালা, প্রাচীণ পুঁথি বা পাঞ্জি যেখানে সেই ভাষাটি কে প্রাচীণ কাল থেকে সংরক্ষিত করে রাখা হয়েছিল। এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষার মধ্যে নেই। অন্য দিকে সিলটী ভাষায় এই সব গুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং সিলটী ভাষা প্রাচীণ কাল থেকে চর্চা হয়ে আসছে। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর আর বাংলার বয়স ১৩শত বছর। সিলটী ভাষা থেকে ৭০০ বছর পর সাধু বাংলা ভাষার জন্ম হয়েছে। তাই সিলটী ভাষা এবং বাংলা ভাষা দুটি আলাদা স্বাধীন পূর্ণাঙ্গ ভাষা। সিলটী ভাষা, বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা না এবং সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক নাই। সিলটী ভাষা একটি সম্পূর্ণ আলাদা ভাষা।

    • @tuhinchoudhury8628
      @tuhinchoudhury8628 4 роки тому +5

      খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ। সিলেট বিভাগের প্রতি উপজেলায় সিলেটি নাগরি চত্বর তৈরি করার দাবি জানাচ্ছি। আমাদেরকেই এই ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে।

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому +2

      @@tuhinchoudhury8628
      আপনাররা অনেকে নিশ্চয়ই জানেন না। ভারতের আসাম,ত্রিপুরা,ঘেঘালয়,মনিপুর,নাগালেন্ড এই সকল রাজ্যে আরো সারে ৩ কোটি সিলটী মানুষ বসবাস করে। যাদের মাতৃভাষা সিলটী। তারা বিদ্যালয়, অফিস আদালতে সব কিছু সিলটী ভাষায় করে থাকে। ভারতের সিলটীরা তো বাংলার *ব* অক্ষরও বুঝে না। তারা বাংলা ভাষা বুঝে না। শুধু আমরা সিলট বিভাগের সিলটীরা বিদ্যালয়ে বাংলা চর্চা করি তাই বাংলা ভাষা লিখতে ও পড়তে পারি। আরেক টি কথা আমাদের সিলট বিভাগে সব স্থানীয় দলিল কিন্তু এখনও সিলটী ভাষায় লিখা হয়। বাংলাদেশের নতুন প্রজন্মের সিলটীরা ছারা কোন প্রবীন মানুষ জন বাংলা ভাষা বুঝে না। যেমনঃ আমার মা,নানা,নানু,চাচা,চাচি। আপনার উচিৎ সিলটী ভাষার ব্যাকরণ এবং শব্দ ভান্ডার পড়া তাহলে আপনি বাংলা এবং সিলটী ভাষায় মধ্যে পার্থক্য টা বুঝে যাবেন। আপনি চাইলে সিলট বিভাগে পাঠাগারে গিয়ে সদস্য হয়ে ২ হাজার বছরের পুরোনে কিছু সিলটী পুঁথি পড়তে পারেন যেগুলো বাংলায় অনুবাদ করা আছে। আশা করি সব বাঙালীদের সিলটী ভাষার প্রতি সব ভুল ধারণা ভেঙে যাবে।

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому +1

      @@tuhinchoudhury8628
      সিলটীরা আলাদা জাতী এটা ইতিহাস বলে এটা কারো বানানো গল্প না। ৭০০ বছর আগে শাহজালাল এবং শাহপরান যখন *ইয়ামান* থেকে এসে সাথে অন্যান্য আরব দেশ থেকে আরো ৩৬০ জন আউলিয়াদের কে নিয়ে সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তখন হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন থেকে সারা বিশ্বের সব আরব দেশ গুলোর বনিকরা সিলট বিভাগে বানিজ্য করার জন্য পারি জমায়। ইরান,ইরাক,তুর্কি,ইয়ামান,ফিলিস্তিন,মিশর,আফগানিস্তান,ওমান,সিরিয়া এমন আরো অনেক দেশ থেকে জাহাজ নিয়ে মুসলমান বনিকরা সিলট বিভাগে আসতেন। যখন বনিকরা এসে দেখলেন সিলট বিভাগ অটাল সম্পদের ভাণ্ডার এবং ব্যবসা বানিজ্যের জন্য একটি আদর্শ জায়গা। তখন তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য সিলটী মহিলাদেরকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ৭০০ থেকে ২০০ বছর আগ পর্যন্তও আরব বনিকরা সিলট বিভাগে এসে সিলটী মহিলাদের কে বিয়ে করেছেন। প্রত্যেক মুসলমান সিলটী পরিবারের ১ জন করে আরব বনিক পূর্বপুরুষ ছিলো। তাদের মধ্যে অনেক হিন্দু মহিলারা ছিলেন যারা বনিকদের বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই সিলটীদের কে মিশ্র জাতী বা সংকর জাতী বলা হয়। এই মিশ্রণটি শুধু সিলটী মুসলমানদের সাথে ঘটেছিলো। প্রকৃত হিন্দু ধর্মালম্বীরা নিজের গোত্রের বাহিরে কাউকে বিয়ে করেন না। তাই হিন্দু সিলটীরা শুধু নিজের গোত্রের মানুষকে বিয়ে করেছিলেন। সাধারণ মুসলমান সিলটীদের চেহারা উজ্জ্বল বর্ণের এবং চোখের রং নীল,হলদে,সবুজ বা পাতলা বাদামী হয়ে থাকে। মুসলমান সিলটীদের চেহারার সাথে আরবীদের চেহারার বৈশিষ্ট্য বিদ্যমান।
      মৌলভীবাজার জেলার নাম করন করা হয়েছিলো ইরানী,ইরাকী,তুর্কিস,ইয়ামানী,ওমানী,আফগান,মিশরী মৌলভীদের কারনে। মৌলভী এবং বাজার এই দুটি শব্দই হলো ফার্সি শব্দ। *মৌলভী* শব্দের মানে হলো ইসলামিক জ্ঞান বিশেষজ্ঞ চিকিৎসক বা ইসলামিক জ্ঞান বিশেষজ্ঞ উকিল। মনিপুর পাহাড়ের ঝর্ণা থেকে সুরমা নদীর সৃষ্টি আর তার নিকটে সুরমা নদীর তীরে বসতো একটি মৌলভীদের হাট। সেই থেকেই মৌলভীবাজারের নাম করণ করা হয়েছিলো। এতেই প্রমাণ হয় সিলটী মুসলমানদের পূর্বপুরুষরা বিভিন্ন আরব দেশের বনিকরা ছিলেন। যারা সিলট বিভাগে ব্যবসা-বাণিজ্যের জন্য এসে সিলটী নারীদের বিয়ে করে স্থায়ী ঠিকানা গড়েছিলেন। এভাবেই সিলটীদের জন্ম হয়েছে।

    • @hn1508
      @hn1508 3 роки тому +1

      @@sylotibaha830 bhai tumar ei tottho ta bhul. Barak valleyr manush syllethy te kotha bole kintu Bangla bhasha bebohar kore official purpose er jonno. Eikhane school ba office e syllethy official language hishabe use hoy na. Aamra choto thekei Bangla pori ebong ekhaner official language tao Bangla, ebong aamra syllethy te shudhu kotha boli.

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому

      @@hn1508
      বাংলাদেশেও রাষ্ট্রীয় ভাষা বাংলা কিন্তু আমরা সিলট বিভাগের বাংলাদেশী সিলটিরা বাড়িতে এবং বাহিরে বাংলার পাশা পাশি সিলটি ভাষায় কথা বলা এবং লিখার চর্চা করে থাকি। সিলট বিভাগে অনেক সিলটি বিদ্যালয়ও রয়েছে। যেখানে সিলটি ভাষায় লিখার এবং বলার শিক্ষা দেওয়া হয়।

  • @shipubhai7853
    @shipubhai7853 3 роки тому +28

    আমাদের বৃহত্তর সিলেটের কয়েক টা জেলা ভারত নিয়ে গেলো 😢

    • @মিয়াকালীফা
      @মিয়াকালীফা 3 роки тому +9

      হয় ভাই। জোর করিয়া নিয়া গেছে আমরার করিমগঞ্জ

    • @SubhadeepVlogsRF
      @SubhadeepVlogsRF 2 роки тому +10

      আপনারা যদি আজ ভারতের অংশীদার হতেন তবে আজ তোমাদের সিলেট একটি আলাদা রাজ্য থাকতো। আর আপনাদের ভাষাও এভাবে বিলুপ্ত হতো না।সিলেটি থাকতো রাজের অফিসিয়াল ভাষা।

    • @saptarsheepaul1705
      @saptarsheepaul1705 2 роки тому +4

      @@SubhadeepVlogsRF Sylheti bangla Bhashar ekta dialect kono alada bhasha noi bro. Ami ekjon Sylheti Bangali.

    • @nobitanobi7964
      @nobitanobi7964 2 роки тому

      @@SubhadeepVlogsRF Bal thakto. Muslim ra aktuo santite thakte parto na.Hindu der kase matha nichu kre thaka lagto

    • @SubhadeepVlogsRF
      @SubhadeepVlogsRF 2 роки тому +4

      @@saptarsheepaul1705 na go sylheti sompurno ekta alada bhasa,,jar nijer bornomala ache,,
      Jodi sylhet banglar upobhasa hoto ,, tobe ager dine kewi eto somoy noshto kore sylheti r alada bornomala banate jeto naa,, ar ami to sunechi je Bengali bornomala r srishti r onek agei bole sylheti bornomala r abiskar hoye geche.

  • @multipleentertaiment2763
    @multipleentertaiment2763 3 роки тому +15

    Lucky we are in Sylhet thanks Allah.

  • @sylotibaha830
    @sylotibaha830 3 роки тому +11

    সিলটী ভাষা বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা নয় বা সিলটীরা বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো সিলটী ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন মিল নেই। যদি সিলটী ভাষা বাংলার আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী।
    চাটগাঁইয়া,নুয়াখাইল্লা,রংপুরিয়া,রাজবংশী আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।

    • @SubhadeepVlogsRF
      @SubhadeepVlogsRF 2 роки тому +1

      ভাই, বাংলা বর্ণমালা আগে সৃষ্টি হয়েছে না অসমিয়া বর্ণমালা ?

    • @sylotibaha830
      @sylotibaha830 2 роки тому +1

      @@SubhadeepVlogsRF
      বাংলা ভাষার নিজস্ব কোন বর্ণমালা নেই। বাংলা ভাষা নিজেই আজ থেকে ৩০০ বছর আগে একটি আঞ্চলিক ভাষা বা উপভাষা ছিল। ব্রিটিশরা বাংলা কে আঞ্চলিক ভাষা থেকে স্বতন্ত্র ভাষা হওয়ার স্বীকৃতি দিয়েছিলো। বাংলা ভাষার নিজস্ব কোন লিপি বা বর্ণমালা নেই কিন্তু সিলটি ভাষার আছে। বর্তমানে বাংলা ভাষা চর্চা করার জন্য যে বর্ণমালা গুলো ব্যবহার করা হয় তার নাম হলো পূর্বি নাগরি। সংস্কৃত ভাষাকে আরও সহজ ভাবে চর্চা করার জন্য পূর্বি নাগরি আবিষ্কার করা হয়েছিল। প্রাচীনকালে পূর্বি নাগরি দিয়ে সর্বপ্রথম অসমীয়া এবং মনিপুরী ভাষাকে লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেই একই বর্ণমালা দিয়ে বাংলা এবং চাটগাঁইয়া ভাষা কে লিপিবদ্ধ করা হয়।
      সংস্কৃত এবং হিন্দি ভাষা যে বর্ণমালা দিয়ে লিখা হয় সেই বর্ণমালার নাম [দেব নাগরি]। সিলটি ভাষা যে বর্ণমালায় লিখা হয় তার নাম [সিলটি নাগরি]। সংস্কৃত ভাষা কে সকল ভাষার মা বলা হয়। সংস্কৃত ভাষার বয়স ৬ হাজার বছর। সিলটি ভাষার বয়স ২ হাজার বছর। সংস্কৃত ভাষা থেকে ২হাজার বছর আগে যখন সিলটি ভাষার জন্ম হয়েছিল। তখন বাংলা ভাষার কোন অস্তিত্ব ছিল না এবং বাংলা বলতে কোন ভাষা ছিল না। ইসলাম প্রচার করতে শাহজালাল এবং উনার সঙ্গী সাথিরা ৭০০ বছর আগে সিলটি বিভাগে স্থায়ী ঠিকানা গড়ে তুলেছিলেন। ইসলাম প্রচার করা লোকেদের মাতৃভাষা ছিল আরবি,ফার্সি এবং তুর্কিস। উনারা সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন ভাষা নয়। সিলটি ভাষার সাথে ইসলাম এবং শাহজালালের কোন সম্পর্ক নেই। ইসলাম প্রচারের অনেক আগে থেকেই অধিবাসী সিলটিরা সিলটি ভাষা বলার এবং সিলটি নাগরি লিপি দিয়ে সিলটি ভাষার চর্চা করতেন। সিলটি ভাষা একটি প্রাচীণ ভাষা। ভাষার ইতিহাস না জেনে মনগড়া মন্তব্য প্রকাশ করা উচিৎ নয়।
      বাঙালিরা নিজের আধিপত্য বিস্তার করার জন্য সিলটি ভাষার মতো অসমীয়া,বিহারি,উরিয়ান এবং মনিপুরী ভাষা কেও বাংলা ভাষার আঞ্চলিক ভাষা বানানোর অনেক অপচেষ্টা করেছে কিন্তু ভাষার রাজনীতিতে বাঙালিরা তাদের সাথে অপচেষ্টা করে পারেনি। এজন্য আজও অসমীয়া, বিহারি,মনিপুরি এবং উরিয়ান জাতিরা বাঙালি জাতি কে খুবই অপছন্দ করে।

    • @SubhadeepVlogsRF
      @SubhadeepVlogsRF 2 роки тому

      @@sylotibaha830 ভাই ভাই ভাই, তুই এতো জানিস কি করে ? আমার সাথে একটু ব্যক্তিগত ভাবে কথা বল... তোর সাথে আমার কিছু কথা আছে। আমিও ভাষা প্রেমী।

    • @sylotibaha830
      @sylotibaha830 2 роки тому

      @@SubhadeepVlogsRF
      আপনি কি জানেন বাংলার মতো ইংরেজির ও নিজস্ব কোন বর্ণমালা নেই?🤣🤣🤣🤣
      হিন্দি বা নেপালী ভাষারও নিজস্ব কোন বর্ণমালা নেই। এই ভাষা গুলো লিখা হয় দেব নাগরী লিপি দিয়ে।
      বাংলা বর্ণমালা বলতে কিছু নেই।🤣 আপনাদের মিথ্যে বানোয়াট ইতিহাস অপপ্রচার করার দিন শেষ। সংস্কৃত ভাষাকে আরও সহজভাবে চর্চা করার জন্য পূর্বি নাগরী বর্ণমালা গুলো আবিষ্কার করা হয়েছিল। পূর্বি নাগরী বর্ণমালা গুলো সর্ব প্রথম অসমীয়া ভাষা চর্চা করার জন্য ব্যবহার করা হয়েছিল। সেই সময় বাংলা ভাষা ছিল অসমীয়া ভাষা থেকে জন্ম নেওয়া একটি আঞ্চলিক ভাষা বা উপভাষা। বাংলা ভাষার পূর্বের নাম হলো নদীয়া আঞ্চলিক ভাষা। তারপর রাজনৈতিক কারণে বাংলা উপভাষাকে ব্রিটিশরা আঞ্চলিক ভাষা থেকে স্বতন্ত্র ভাষা হওয়ার স্বীকৃতি দিয়েছে। পরে বাঙ্গালিরা অসমীয়া কামরূপী ব্রাহ্মণদের কাছ থেকে এই বর্ণমালা গুলো ধার করে নিয়ে বাংলা ভাষা চর্চা করা শুরু করেছে।

    • @AnowarulHoque-l6f
      @AnowarulHoque-l6f 10 місяців тому

      Tuin shiloti mastor kundin oisot

  • @KabirAhmed-
    @KabirAhmed- 10 місяців тому +2

    I'm Sylheti... love from assam ❤

  • @alauddintalukderchapal7405
    @alauddintalukderchapal7405 3 роки тому +6

    করিমগঞ্জ ও হাইলাকান্দি কেন পেলাম না?
    বর্তমান আসামের মুসলিম জেলা ও এলাকা সম্পর্কে জানতে চাই।
    আমার বাবার জন্ম কাছার জেলার শীলচর শহরে ১৯২৬ সনের ২ মে। তিনি শীলচর মিশনারী কলেজে আই এ পড়েন। আমার দাদার একাধিক বাড়ি, তৈরী পোশাকের কারখানা ও বিক্রয় কেন্দ্র ছিল শীলচরে। বাবা শীলচর শহরে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেন।
    পরবর্তী সময়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগলে আমার পূর্বপুরুষগন সকল সম্পত্তি ফেলে ঢাকায় চলে আসেন।
    কিন্তু আজ দুঃখের বিষয় আসামের বিজেপি সরকার এনআরসির নামে মুসলমানদের বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছে।

    • @hakunamatata3935
      @hakunamatata3935 3 роки тому +1

      Danga kobe kothay hoechilo janaben? Hindura complain kore Muslim der ottachare tara ghorbari chere dise. Muslim rao je suffer korse, eta shikar korte chay na

    • @hakunamatata3935
      @hakunamatata3935 3 роки тому +3

      @Secret Man khubi dukhkhojonok bepar je borak Valley districts bangladesh er hoyni.

    • @Shalishuka369
      @Shalishuka369 2 роки тому

      @@hakunamatata3935 suffer korle to shikar korbe. Shudhu peyeiyei gechhe mollara,kichhu haray ni. Manush to noy jano shokuner jaat.

    • @pritamsworld1706
      @pritamsworld1706 2 роки тому

      Same toh Hinduder shonge o hoyeche....Amader shob kichu chilo Hobiganj, shob chere eshe amar dadu Silchar settled holen.....😭

  • @revelation333
    @revelation333 Рік тому +6

    Sylheti made the absolute right choice otherwise, indians would have called them illigal immigrants.
    This is what's been happening in Assam since the partition. Sylhetis and Bengalis being called illigal.

    • @fanofedumantra4681
      @fanofedumantra4681 8 місяців тому +1

      Syleti and Bengali not 2 thing bro 😂 Bengalis are of many type like kelu Bengali , sylotiya Bengali , bhatiya Bengali etc

    • @TruthBeliever5557
      @TruthBeliever5557 18 днів тому

      @fanofedumantra4681 I'm Sylheti👑 not Bengali💩! Dont force race nmes and don't lie.

  • @mrhvlogs91
    @mrhvlogs91 9 місяців тому +3

    I love you Sylhet from Dhaka ❤❤❤

  • @TANJIL456
    @TANJIL456 4 місяці тому

    আমরা হক্কল সিলেটি ❤ আমি গর্বিত আমি বাঙালী আমি গর্বিত আমি সিলেটি ❤❤

  • @mdmarejhossin1850
    @mdmarejhossin1850 2 роки тому +6

    করিমগঞ্জ ও হাইলাকান্দি জিতলেও সিলেটের অংশ হতে পারে নাই ঐ দুইটা জেলা আসাম রয়েই যায়😒

  • @RaselRasel-bl6pz
    @RaselRasel-bl6pz 4 роки тому +6

    এ ব্যাপারে অবদানের জন্য মুসলিম লীগকে ধন্যবাদ জানাই।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +1

      পাকিস্থানি প্রথম স্বাধীন সরকার *আলী জিন্না* এবং ভারতের প্রথম স্বাধীন সরকার *জাওয়াহর লাল নেহেরু* কিন্তু সিলটীদের কে কোন দিনও বাঙালী বলে নি। তারা সবাই ঠিকই আমাদের সিলটী নামে ডাকতো কারণ তারা জানতো আমরা বাঙালী জাতী না। তারা এটাও জানতো সিলটীদের পূর্ব পুরুষরা বিভিন্ন আরব দেশ থেকে এসে সিলটী স্থানীয় অদিবাসী মহিলাদের কে বিয়ে করে যে বাচ্চার জন্ম দিয়েছিলো তারাই হলাম আমরা আজকের সিলটী জাতী। এককথায় সিলটীদের বাবারা ছিলো বিদেশী বনিক আর মায়েরা ছিলো স্থানীয় সিলটী দেশী মহিলা। সিলটীদের সাথে ৫০% DNA বাঙালীদের সাথে মিলে আর বাকি ৫০% DNA হলো বিদেশী বিভিন্ন দেশের মুসলমান আরবদের। সিলটীদের জোর করে বাঙালী বানানোর অপচেষ্টা শুধু মাত্র শেখ মুজিব করেছিলো কিন্তু পারে নি কারণ আমাদের নিজস্ব জাতীগত পরিচয় আছে। ১৯৪৭ সালে সিলটীরা নিজের ইচ্ছায় ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিলো বাংলাদেশের অংশ নয় কারণ তখন বাংলাদেশ নামে কিছু ছিল না। ১৯৭১ সালে সিলটীরা বাঙালীদের সাথে এক হয়ে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলো। ১৯৭১ সালের পর সিলট বিভাগ সংবিধানীক ভাবে কাগজে, কলমে বাংলাদেশের অংশ হয় কারণ আমরা সবাই মুসলমান।
      সেনাবাহিনীর প্রধান জেনারেল কর্নেল আতাউল গনি ওসমানী। যিনি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নিজেও একজন সিলটী জাতী ছিলেন। উনার বাড়ি সিলট বিভাগের সুনামগঞ্জ জেলায়। মুক্তি যুদ্ধে সিলটীদের অনেক অবদান আছে।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +1

      সিলটীরা আসামীও না, বাঙালীও না, কারণ যার মাতৃভাষা বাংলা তাকে বাঙালী বলা হয়। যার মাতৃভাষা আসামী তাকে আসামী বলা হয়। যার মাতৃভাষা সিলটী তাকে সিলটী বলা হয়। সিলটীরা বাঙালী না এটা সবাই জানে কিন্তু বাংলাদেশের বাঙালীরাই সিলটীদের কে জোর করে বাঙালী বানানোর অপচেষ্টা করে আসছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়েছে, কিন্তু বাঙালীরা সিলটী ভাষা কে একটি আলাদা পূর্ণাঙ্গ স্বাধীন ভাষার স্বীকৃতি না দিয়ে সিলটী ভাষা কে বাংলা আঞ্চলিক ভাষা বলে চালিয়ে দিচ্ছে। বাংলাদেশ ছারা অন্য কোন দেশ হলে আজ সিলটী ভাষা সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হওয়া যথাযথ সম্মান এবং সৃকৃতি পেতো। বাংলাদেশ টা টিকে আছে শুধু দুর্নিতীর উপর তাই বাংলাদেশের কাছ থেকে ভালো জিনিস আশা করা অসম্ভব।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому +1

      ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধ চলা কালীন সময় সিলটী ভাষার বই পুস্তক এবং পত্রিকা ছাপানোর অনেক ছাপাখানা ধংস হয়েছে।
      পুনোরায় ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও প্রায় ৩০ বছর পর্যন্ত সিলটী ভাষায় পত্রিকা এবং বই ছাপানো হয়েছে। এর পরে রাষ্ট্রীয় ভাবে কোন সৃকৃতি না পাওয়ায় আস্তে আস্তে তা বন্ধ হয়ে যায়। সিলটী ভাষার পত্রিকা এবং বই পুস্তকের ব্যবহার সিলট বিভাগ ছারাও ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৯১ সাল পর্যন্ত ব্যবহার হয়েছে। সিলটী অনেক সাহিত্য রয়েছে যা এখন বাংলা সাহিত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কে স্বাধীন করার পেছনে অনেক সিলটী বীর মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে। যাদের নাম এবং প্রশংসা করে কোন দিনও শেষ করা যাবে না। তাদের মধ্যে একজন হলেন ★সেনাবাহিনীর কর্নেল আতাউল গনি ওসমানী।★ যিনি নিজেও একজন সিলটী ছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের সাহিত্যের পেছনে সব চেয়ে বেশি অবদান সিলটীদের রয়েছে। বাংলাদেশের সাহিত্য মানে গান,গল্প,কবিতা,উপন্যাস,কৌতুক,নাটক,নৃত্য। তাদের মধ্যে অনেক গুনি বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না। তাদের মধ্যে রয়েছেনঃ হাসন রাজা, বাউল আব্দুল করিম, সুবীর নন্দী, রুনা লায়লা, রাধা রমণ, সালমান শাহ আরো হাজার হাজার সিলটী রয়েছেন যাদের নাম বলে শেষ করা যাবে না।

  • @eteahmed6328
    @eteahmed6328 3 роки тому +21

    I'm from Sylhet....I love sylhet....

  • @mdmogammel2137
    @mdmogammel2137 Рік тому +3

    বীর বাঙালী এক হও হিন্দু মুলীম এক হও এক সাথে দেশ গড়

  • @sayeedehsanalhaque762
    @sayeedehsanalhaque762 3 роки тому +11

    এত শুধু বাংলাদেশে যা পেয়েছে তার বর্ণনা দিলেন। কিন্তু যা হারিয়েছে তার বর্ণনা কে দেবে?

    • @pintumixvlog
      @pintumixvlog 3 роки тому +3

      আপনাদের হারানোর তো কিছুনেই।যেটুকু পেয়েছেন সেইটুকুনিয়ে খুশি থাকা উচিত।হারিয়েছি তো আমরা

    • @bcscadre197
      @bcscadre197 3 роки тому +2

      @@pintumixvlog আমাদের মুসলিম বাঙাল হারিয়েছি

    • @shamim5194
      @shamim5194 3 роки тому +3

      @@pintumixvlog
      বাংলা বলতে আপনারা আমরা একই ছিলাম,
      দুই দেশে দিয়া বাংলা কে টুকরো টুকরো করে পঙ্গু করে দিয়েছে বাংঙ্গালীদের।

    • @thinktank8471
      @thinktank8471 2 роки тому

      @@pintumixvlog তো তোমরা আলাদা দেশ গঠন করো
      যা হারিয়েছো তা ফেরত আনো

    • @bdkingdoms270
      @bdkingdoms270 2 роки тому

      @@pintumixvlog ভোটে জিতা অংশ যে ভারত জোর করে নিয়েছে।

  • @fozlurrahman7183
    @fozlurrahman7183 4 роки тому +8

    i'm From Sylhet
    Thank you bro

    • @smb9597
      @smb9597 3 роки тому

      ua-cam.com/video/8JoJpvM39u0/v-deo.html

  • @MrSadek-oj3wo
    @MrSadek-oj3wo 3 роки тому +4

    এধরণের ভিডিও দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আললাহ হেফাজত করুক এবং রহমত করুক।

  • @mdsalim4460
    @mdsalim4460 2 роки тому +7

    ভালোবাসি সিলেট কে সিলেট জৈন্তাপুর

  • @alhadiusedheavyequiptrllc3000
    @alhadiusedheavyequiptrllc3000 4 місяці тому

    Please make it in urdu and english also.

  • @sylotibaha830
    @sylotibaha830 3 роки тому +5

    Sylhot division was a part of Assam even before 1947. In 1947 India
    and Pakistan got independent from British empire after the war. India wanted Sylhot division to become part of India but Pakistan didn’t want that. So Sylhoti people said they will choose their own country by voting them.They said If Sylhoti people want to become part of Pakistan they have to vote for "Ax symbol" or If they want to stay with (Assam, India) they have to vote for "Hut house symbol". Most of the Sylhoti people were Muslim by religion so they choose to go with Pakistan. That's how Sylhot was separated from Assam. After 1971 when Bangladesh got Independent from Pakistan, Sylhot become officially part of Bangladesh from East Pakistan. There is more Sylhoti live in Assam,India than (Sylhot division, Bangladesh.) There are more Sylhoti live in other Indian states like: Tripura,Meghalaya,Assam,Manipur,Nagaland. They been living there since civilization. Assam was out of Bengal all the time. That's why Assamese people don’t consider them as Bengali. Sylhot used to be a important state of Assam. Even Assamese language is very similar to Sylhoti language. Like an example:
    English: Forget.
    Bangla: Vhule gechi.
    Sylhoti: Faawrilisi.
    Assamese: Faahorilisi.
    See the similarity between Assamese and Sylhoti language. There is a dance in Assam call Bihu. Bihu dance and song is very similar to Sylhoti Dhamail dance and song. Assamese food, culture, language, clothing style are very similar with Sylhoti culture.

    • @NurUddin-cd9fo
      @NurUddin-cd9fo 2 роки тому +2

      Have u lost your mind???Assam, west Bengal, Tripura was always part of Bengal

    • @sylotibaha830
      @sylotibaha830 2 роки тому +2

      @@NurUddin-cd9fo
      Lol Since when?🤣🤣🤣🤣🤣🤣

    • @NurUddin-cd9fo
      @NurUddin-cd9fo 2 роки тому +1

      @@sylotibaha830 u didn't born then kid.... Ask ur grandpa.

    • @sylotibaha830
      @sylotibaha830 2 роки тому +4

      @@NurUddin-cd9fo
      Learn the definition of presidency and province first. Learn the differences between both words and educate ur self.
      My grandparents told me Sylot never was a part of Bengal. It became a part of Pakistan in 1947 by voting for Pakistan not for Bengal. Even Bengal was a part of Pakistan. Sylot division became a part of Bangladesh after 1971. So that means Sylot is still a part of 7sister India not Bengal.

    • @NurUddin-cd9fo
      @NurUddin-cd9fo 2 роки тому +1

      @@sylotibaha830 search about "united Bengal" and u will find out that ur 7 sisters r still part of Bengal.

  • @jakirhussain-vq4hm
    @jakirhussain-vq4hm 3 роки тому +4

    আমি একজন সিলটি হিসাবে গর্ব করি।

  • @mychoice5579
    @mychoice5579 3 роки тому +4

    Nice I am from guwahati Assam.I knew the history of sylhet

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому

      সংস্কৃত এবং হিন্দি ভাষা যে বর্ণমালা দিয়ে লিখা হয় সেই বর্ণমালার নাম [দেব নাগরি]। সিলটি ভাষা যে বর্ণমালায় লিখা হয় তার নাম [সিলটি নাগরি]। সংস্কৃত ভাষা কে সকল ভাষার মা বলা হয়। সংস্কৃত ভাষার বয়স ৬ হাজার বছর। সিলটি ভাষার বয়স ২ হাজার বছর। সংস্কৃত ভাষা থেকে ২হাজার বছর আগে যখন সিলটি ভাষার জন্ম হয়েছিল। তখন বাংলা ভাষার কোন অস্তিত্ব ছিল না এবং বাংলা বলতে কোন ভাষা ছিল না। ইসলাম প্রচার করতে শাহজালাল এবং উনার সঙ্গী সাথিরা ৭০০ বছর আগে সিলটি বিভাগে স্থায়ী ঠিকানা গড়ে তুলেছিলেন। ইসলাম প্রচার করা লোকেদের মাতৃভাষা ছিল আরবি,ফার্সি এবং তুর্কিস। উনারা সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন ভাষা নয়। সিলটি ভাষার সাথে ইসলাম এবং শাহজালালের কোন সম্পর্ক নেই। ইসলাম প্রচারের অনেক আগে থেকেই অধিবাসী সিলটিরা সিলটি ভাষা বলার এবং সিলটি নাগরি লিপি দিয়ে সিলটি ভাষার চর্চা করতেন। সিলটি ভাষা একটি প্রাচীণ ভাষা। ভাষার ইতিহাস না জেনে মনগড়া মন্তব্য প্রকাশ করা উচিৎ নয়।

    • @rajadey3957
      @rajadey3957 3 роки тому +1

      So u know the history of cachar aswell plz educate ur people about how hindu bengali are staying there they should no the history bfor commenting on social media

    • @smb9597
      @smb9597 3 роки тому

      ua-cam.com/video/8JoJpvM39u0/v-deo.html

  • @nahidahmed9111
    @nahidahmed9111 2 роки тому +7

    আমাদের সিলেট 💝🔥

  • @marufkhan6685
    @marufkhan6685 2 роки тому +3

    গুটা ভারতবর্ষে একমাত্র সিলেটিদের এ অধিকার ছিল, তারা ভারত না পাকিস্তান এর অংশ হবে।
    সবচেয়ে ভালো হতো করিমগঞ্জ পাকিস্তান এ আসত।

    • @bdkingdoms270
      @bdkingdoms270 2 роки тому

      করিমগঞ্জ পাকিস্তান অংশ ছিল, শুধু মাত্র ত্রিপুরার সুবিধা জন্য ভারতে।

    • @aritrajitchakraborty8389
      @aritrajitchakraborty8389 Рік тому

      R amra vote dea nijeder purbobanglar theke alada kore nei bharoter ongorajjo hisabe jog deachilam seta amar Poschimbongo

  • @hasanahmed7972
    @hasanahmed7972 4 роки тому +9

    Sylhoti is a independent language its own. It's not a dialect or accent of Bengali language ! Sylhoti language also have its own letters called Sylhoti Nagri lipi. Sylhoti letters are totally different than Modern Bangla letters.
    Sylhoti Nagri language : ꠀꠝꠤ ꠡꠤꠟꠐꠤ ꠛꠣꠋꠣꠟꠤ ꠄꠛꠋ ꠛꠣꠋꠟꠣꠖꠦꠡꠧ ꠕꠣꠇꠤ⁕
    Bengali language : আমি সিলটী বাঙালী এবং বাংলাদেশে থাকি।
    Look at the difference between Bengali language and Sylhoti Nagri language. It's totally different. Sylhoti language is 900 hundred yeras old and Bengali language is only 500 years old. Based on the history Bengali language came from Sylhoti language. Before 1947 Sylhot use to be part of Assam. After 1947 Sylhot became part of East Pakistan (Bangladesh) by voting.Sylhoti people vote to Pakistan to become part of East Pakistan (Bangladesh) because Sylhoti people was Muslim. Sylheti people didn’t vote to become part of Assam because they were Hindu. The main reason for Sylhot being separated from Assam is only religion. But Assamese and Sylhoti people share the same culture and language except for religion. When the European, Middle eastern traders and Islamic saints came to Sylhot to preach the Islam religion to the Native Sylhoti Hindu people. A lots of Native Hindu Sylhoti people converted to Islam 700 hundred years ago and got married with those Foreigner people. That’s how Islam came to Bangladesh. Sylhoti people are very mix race. Sylhot's old name use to be (Sri Hatta) means (gorgeous market) cuz Sylhot was a one of the best Beautiful business place for all foreign traders in the Indian subcontinent. Then they change the name into Sylhot to make it easy for everyone. Then Dhakaiya people officially misnamed it (Sylhet) like they want to call. The real and correct name is Sylhot. If you have time, go through this website so you can learn the real history of Sylhoti language and Bengali language.
    ua-cam.com/video/bchdNNIq2Dg/v-deo.html

    • @rejoanbary2155
      @rejoanbary2155 4 роки тому

      en.m.wikipedia.org/wiki/History_of_Sylhet

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому

      @@rejoanbary2155
      সর্ব শেষ কথা হলো। সিলটী ভাষা কোন আঞ্চলিক ভাষা নয়। একটি পূর্ণাঙ্গ ভাষা হওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য থাকা দরকার তা সবই সিলটী ভাষার মধ্যে আছে। সিলটী ভাষা কে জোর করে বাংলার আঞ্চলিক ভাষা বানানোর অপচেষ্টা কেন চলছে তাও আমাদের জানা আছে। বাংলা ভাষি যতো মানুষ আছেন তারা মনে করেন সিলটী ভাষা কে পূর্ণাঙ্গ ভাষার সৃকৃতি দিলে মানুষের মধ্যে সিলট বিভাগ কে পাকিস্তানের মতো বাংলাদেশ থেকে আলাদা করার প্রবনতা সৃষ্টি হতে পারে এবং একটি দেশে দুটি ভাষা থাকলে মানুষের যোগাযোগের মাধ্যম আরো কঠিন হতে পারে। শিক্ষা ব্যবস্থা কঠিন হতে পারে। এই সব কিছু চিন্তা করে বাংলাদেশে সিলটী ভাষা কে পূর্ণাঙ্গ ভাষার সৃকৃতি দেওয়া হচ্ছে না। সমস্যা নেই সিলটীরা নিজের মাতৃভাষা ভাষা কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আরো অগ্রসর হচ্ছে। সিলটে অনেক বেসরকারি সিলটী নাগরী লিপি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি নিজেও সিলটী ভাষা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা সফল হবো।
      সিলটীঃ ꠀꠝꠞꠣ ꠢꠇ꠆ꠇꠟ ꠡꠤꠟꠐꠤ⁕ ꠝꠧꠞ ꠝꠣꠖꠞꠤ ꠎꠛꠣꠘ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ⁕ ꠁꠘꠡꠣꠀꠟ꠆ꠟꠣꠢ ꠝꠧꠞꠣ ꠈꠣꠝꠤꠅꠣꠛ ꠄꠝꠥ⁕

    • @Invisibleo_Person
      @Invisibleo_Person 4 роки тому +1

      বাংলাদেশের সংবিধানে সিলেটি ভাষার কোন উল্লেখ নাই। সংবিধানের বাইরে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা।।।

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому

      @@Invisibleo_Person
      আপনি কি বাংলাদেশের সংবিধান পড়েছিলেন? আমি একজন বাংলাদেশী নাগরিক। আমার ব্যক্তি এবং বাক স্বাধীনতা আছে। আপনি তো আমার ব্যক্তি এবং বাক স্বাধীনতায় বাধা দিচ্ছেন। তাহলে তো আপনি রাজাকার! বাংলাদেশের সংবিধানে তো কোথাও কারো ব্যক্তি এবং বাক স্বাধীনতায় বাধা দেওয়ার কথা লেখা নেই?

    • @Invisibleo_Person
      @Invisibleo_Person 4 роки тому +1

      @@hasanahmed7972 বাক স্বাধীনতার মানে এই নয় যে তুমি নিজের ইচ্ছামত উল্টাপাল্টা কথা বলে মানুষের মাথা খাবে। সিলেটি আলাদা ভাষা হলে আমাদের সংবিধানে অবশ্যই তার উল্লেখ থাকত। তুমি বোকাচোদার মত নিজের দেশের উপর দোষ চাপাচ্ছো। লজ্জা লাগে না তোমার নিজের দেশের বিরুদ্ধে কথা বলছো? নির্লজ্জ কোথাকার। তুমি চাচ্ছো সিলেটি একটা ভাষা হোক। এরপর বলবে সিলেট আলাদা দেশ হোক। নোয়াখালীর লোক যেমন "নোয়াখালী বিভাগ চাই" বলে আন্দোলন করে, তুমিও "সিলেট দেশ চাই" বলে আন্দোলন করবে।।।
      তোমার মত লোক বাংলাদেশি হিসাবে নয়, সিলেটি হিসাবে গর্ভ বোধ করে।
      ইডিয়ট কোথাকার।।
      সিলেটি যদি আলাদা ভাষাই হতো তাহলে বাংলাদেশ সরকার কেন, আসামের সরকারও সিলেটিকে ভাষা হিসাবে স্বীকৃতি দিত। আসামের সরকারি ভাষা দুইটা। একটা অসমিয়া, আরেকটা বাংলা। কোথাও সিলেটি ভাষার উল্লেখ নাই।
      ১৯৬৫ সালে আসামের শিলচরে ১১ জন বাঙ্গালী আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলো, সিলেটি ভাষার জন্য নয়। তাদের দাবী ছিল বাংলাকে আসামের রাজ্যভাষা করতে হবে।।।

  • @ahilislam3756
    @ahilislam3756 2 роки тому +3

    I love u সিলেট
    বরিশাল থেকে

  • @asmsieam7788
    @asmsieam7788 Рік тому

    My great grandfather from agartala tripura who came in 1947 🇧🇩 i went there this year

  • @hasanahmed7972
    @hasanahmed7972 4 роки тому +7

    আপনাদের জন্য কিছু সহজ সিলটী ভাষা শিক্ষা।
    বাংলা থেকে সিলটী।
    বাংলাঃ শুভ সকাল। সিলটীঃ শুবো বিয়ান।
    বাংলাঃ দুপুর। সিলটীঃ মাদান।
    বাংলাঃ কেমন আছ? সিলটীঃ বালা নী?
    বাংলাঃ তোমার বয়স কতো? সিলটীঃ তোমার উমর খতো?
    বাংলাঃ অনেক দিন পর কথা হলো।সিলটীঃ বাক্কা দিন বাদে মাত ঐলো।
    বাংলাঃ ভুলে গেছি। সিলটীঃ ফাউরিলিছি।
    বাংলাঃ কি করছ? সিলটীঃ কিতা খররায়?
    বাংলাঃ জানালা খুলি। সিলটীঃ খেরকী খুলি।
    বাংলাঃ এটা তো অনেক সহজ কাজ। সিলটীঃ ইগু বহুত আসান খাম।
    বাংলাঃ এটা অনেক কঠিন। সিলটীঃ ইগু বহুত মুসকিল।
    বাংলাঃ আমি অনেক চিন্তিত। সিলটীঃ আমি বহুত ফেরেসান।
    বাংলাঃ সত্যি বলছো? সিলটীঃ হাসা নী?
    বাংলাঃ বাড়িতে সবাই কেমন আছে? সিলটীঃ বাড়িত হক্কল বালা নী?
    বাংলাঃ আমার সাথে কী তোমার কথা বলতে খারাপ লাগে? সিলটীঃ মোর লগে কিতা তোমার মাত্তে বুরা লাগে নী?
    বাংলাঃ আকাশে অনেক মেঘ জমেছে।সিলটীঃ আসমানো বাক্কা হাজ দলা ঐছে।
    বাংলাঃ মাঠে কেমন পানি হয়েছে? সিলটীঃ বন্দো কিমানতে ফানি ঐছে?
    বাংলাঃ ভূমিকম্প হয়েছে। সিলটীঃ বইছাল ঐছে।
    বাংলাঃ সন্ধ্যা হয়েছে। সিলটীঃ হাইন্জা ঐছে।
    বাংলাঃ ভোর হলে কবুতর ডাকে। সিলটীঃ রাইত ফুয়াইলে ফারয় ডাখে।
    বাংলাঃ ভয় পেয়েছি। সিলটীঃ তরানি খাইছি।
    বাংলাঃ অনেক দিন পর এসেছেন কেদারায় বসেন! সিলটীঃ রাইজ্জের দিন বাদে আইছইন কুরছিত বউক্কা।
    বাংলাঃ রাগ করেছ মন খারাপ? সিলটীঃ গুসা খরছো দিল বেজার?
    বাংলাঃ আমার কথা বিশ্বাস করো! সিলটীঃ মোর মাত একিন খরো!
    বাংলাঃ বিচার করো? সিলটীঃ ইনছাফ খরো?
    বাংলাঃ বহু দূর যেতে হবে। সিলটীঃ রাইজ্জের দূরা যায়ন লাগবো।
    বাংলার সাথে ১০০% এর মধ্যে ৪০% মিল আছে কিন্তু ৬০% অমিল রয়েছে। সিলটী ভাষায় ৫০% শব্দ ফার্সি,তুর্কিস,আরবি আর বাকি ৫০% শব্দ সংস্কৃত শব্দ থেকে এসেছে।

    • @user-vh4yt4ot3g
      @user-vh4yt4ot3g 3 роки тому

      আপনার যোগাযোগ নাম্বার দেন।
      আমি সিলেট এর ভাষা শিখতে চাই।

    • @javedhussainbarbhuiya2635
      @javedhussainbarbhuiya2635 3 роки тому

      Silchari muslims or loge 80% mile... Sylheti language

    • @razidseason9865
      @razidseason9865 2 роки тому +2

      Don’t you feel ashamed of what you are saying now! You have shown how corrupted dialect it is, and how it has corrupted all the standard Bengali words. Don’t you see your ancestors couldn’t pronounce the correct form because either they were uneducated people or they used to be autistic. All the examples you have drawn Bengali vs Khilot are still Bengali. বিয়ান is from Bengali বিহান। also there is no word called Shubo in Khiloti, you guys don’t have the culture to say Shuvo. You just made it up and stole it right away from Bengali. In Khilot, Bengali sound ধ would sound দ, Bengali থ would ত, Bengali ট would sound ত, Bengali ঢ would sound ড , Bengali ঝ would sound জ , Bengali ভ would sound ব. Likewise you just did, শুভ=শুব। মাদান is corrupted from Bengali মর্ধ্যাহ্ন। বালা=ভাল। খিৱকি (হিন্দী)- খেৱকি, কৱৱা (খৱৱা), ইগু=এগুলো, পাৱেশান (ফার্সি) ফেৱেশান (লুল)। হক্কল (সকল, হক্কল লোকালী), ভূচল (হিন্দি), বইচাল (লুল), সাঝ=হাজ/হাইন্জা। ডর=তর, রাজ্য=রাইজ্য (রাজ্যের ঘুম), all these are from Bengali, corrupted, and even some words are from Persi and Hindi, which are also in use in Bengali in the original form, nothing new! But interestingly all the words khilotis use are broken down, remnant and corrupted. And this kid of trying to say this is a standard language!! Lol it is such a slang language, vernacular, and can’t even be spoken in a formal setting.

    • @bigbull9123
      @bigbull9123 2 роки тому

      লেখা গুলো ভালো লাগছিলো কিন্তু যখনই পড়লাম শ্রীহট্র ভাষার ৫০ % ফার্সি, আরবি তখনই বুঝে গেলাম ভাষা জ্ঞান এর পরিধি কতটুকু। শুধু কপি পেস্ট করছো। ফার্সি আরবি রা আসার আগে শ্রীহট্র বাসি দের কি কনো ভাষা ছিলো না?/ বাংলাদেশে এখন যে শ্রীহট্র ভাষায় কথা বলা হয় ইসলামের গোলামীর প্রমাণ। এক প্রকার বেজন্মা ভাষা। যেমন বাংলাদেশের বাঙ্গালী রা বেজন্মা ভাষার কথা বলে তেমনই বাংলাদেশ এর শ্রীহট্র বাসিন্দা রা বেজন্মা ভাষায় কথা বলে।

  • @nazmul2770
    @nazmul2770 2 роки тому +4

    I love Sylhet. From Sylhet

  • @SylhetiFuaS
    @SylhetiFuaS 3 роки тому +4

    Love From Sylhet...❤️

  • @bchakrabarty3418
    @bchakrabarty3418 10 місяців тому

    My Ancestors are from Sylhet almost 100 years back. They are doing their job Tinsukia and silchar. Grandmother is from Shilong. Bengali hindus are always to be part of bharat. Indian muslim and Neheru Gandhi bordoli politics make outside India. Sylhet is a place of knowledgeable personality. after 1947 they destroyed Sylhet. very very dark history.

  • @jumman5589
    @jumman5589 7 місяців тому +1

    আমি সিলেটি বাঙগালী হিসেবে গর্ভিত ❤❤❤জয় বাংলা

  • @nonenone7457
    @nonenone7457 2 роки тому +9

    Thank god amader karimganj part ta India te theke gelo🇮🇳🇮🇳❤❤

    • @mrcomedy3284
      @mrcomedy3284 2 роки тому +3

      আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক

    • @bdkingdoms270
      @bdkingdoms270 2 роки тому +1

      করিমগঞ্জ সিলেটের অংশ ছিল, কিন্তু ত্রিপুরা জন্য ততকালীন ভারতীয় এক প্রকার জোর করে করিমগঞ্জ কে সিলেটের অংশ করেছে।

  • @mmxmmx-zo2my
    @mmxmmx-zo2my 3 роки тому +3

    Errmm so there was no bangladesh in 1947. Bangladesh the country came into being in 1971. What's sad is that after the referendum in 1947 the British severed Karimganj and gave it to India.

  • @dinerdishari03
    @dinerdishari03 4 місяці тому

    বঙ্গে নয়,,সেলেটিরা এসেছিল পূর্বপাকিস্তানে। এরা যদি জানতো পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হবে তাহলে কোনো দিনঈ তারা বাংলাদেশের সাথে আসতো না।

  • @needforspeed186
    @needforspeed186 3 роки тому +4

    sylheti language is a dialect of Bengali language.It is the fact that many sylheti bangalis went to London.So stop spreading propaganda.

    • @supriyadasbera3188
      @supriyadasbera3188 3 роки тому

      Nah sylheti Bhasar sathe bangla vasar kono mil nei ...ami kajer sutre 2 years Guwahati (Assam) chilam ami 'oder' bhasa sunechi....r ora(rakhhonsil poribar bises kore) bangalider khub akta pochhondo korena....khub kharap kotha bole Bangalider niye Bengal k niye (from West Bengal)

    • @abir6641
      @abir6641 2 роки тому +1

      @@supriyadasbera3188 সিলেটি ভাষা আর অসমিয়া ভাষা আলাদা
      গোহাটিতে যাদের সাথে থেকেছেন ওরা অসমিয়া সিলেটি না
      সিলেটিরা বরাক উপত্যকায় থাকে আর বাংলাদেশের সিলেট ডিভিশনে

    • @supriyadasbera3188
      @supriyadasbera3188 2 роки тому +1

      @@abir6641 তারা বাংলাদেশের সিলেট থেকেই এসেছে আসাম এ

    • @abir6641
      @abir6641 2 роки тому +1

      @@supriyadasbera3188 যুদ্ধের সময় যারা গিয়েছিলো তাদের কথা বলছেন

    • @supriyadasbera3188
      @supriyadasbera3188 2 роки тому

      @@abir6641 হা বা তার পরে।আসলে আসামে ( গুয়াহাটি তে)এরকম প্রচুর সিলেটী থাকে।আমি সিলেটী দের বাড়িতেই ভাড়া থাকতাম । তাদের কাছ থেকেই সব শুনেছি

  • @hafizshorif897
    @hafizshorif897 2 роки тому +1

    Sylhet East Pakistan now Bangladesh and with Karim ganj. But now Karim ganj is in Assam ( India). We can return Karim ganj in Bangladesh.

  • @javedhussainbarbhuiya2635
    @javedhussainbarbhuiya2635 3 роки тому +7

    Sylhet jodi akn porjonto Assam er part hoito... Ta oile amrar Bangalir power taklo oy ☺

  • @faruqueahmed4363
    @faruqueahmed4363 3 роки тому +3

    See Kaide Azam in March 1946 came here for annexing sylhet with East Pakistan, what's his devotion for creating East Pakistan. I admire.OK.

  • @sylotibaha830
    @sylotibaha830 3 роки тому +2

    Due to the dominant political reason of Bangladesh, Bengali speakers don’t want to recognize Sylhoti as a different language. But we Sylhoti people know Sylhoti is not a dialect of Bengali cuz when a dialect can developed It's own writing system It's no longer a dialect. It becomes a separated independent language. Sylhoti language even has It's own grammar and vocabulary too and It's not even a dialect of Bangla. Sylhoti language has nothing to do with Bengali language. Sylhoti language has all kinds of qualifications and features be a separated independent language.

    • @macehoque7592
      @macehoque7592 3 роки тому

      You seem to have a lot of knowledge on this subject brother, thanks! I am interested in finding out more, if you have more resources then please provide.

    • @hakunamatata3935
      @hakunamatata3935 3 роки тому

      Recognise korte chay na bolata bodh hoy bhul hobe. Shobai ebepare aware na. Jodi ebepare jante pare, nischoi recognise korbe.

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому

      @@hakunamatata3935
      বাংলাদেশ সরকার সব জানে। বাঙালিরা জেনে শুনেই সিলটিদের ইতিহাস চিরতরে মুছে ফেলতে চাচ্ছে।

    • @hakunamatata3935
      @hakunamatata3935 3 роки тому

      @@sylotibaha830 Ta keno korte chabo bhai? Apnar culture noshto kore amader ki labh? Amra jodi nijeder language ke respect dite pari, apnarder language ke respect dite amader problem keno hobe? Amra shobai Bangladeshi. Shobari nijer bhashay kotha bolar right ache. Apnar comment er age amio jantam na sylheti alada bhasha. Hoyto govt gurutto deyni. Sherokom procharona chalale kaj nischoi hobe.

    • @sylotibaha830
      @sylotibaha830 3 роки тому

      @@hakunamatata3935
      বাংলা ভাষার নিজস্ব কোন বর্ণমালা নেই। বাংলা ভাষা নিজেই আজ থেকে ৩০০ বছর আগে একটি আঞ্চলিক ভাষা বা উপভাষা ছিল। ব্রিটিশরা বাংলা কে আঞ্চলিক ভাষা থেকে স্বতন্ত্র ভাষা হওয়ার স্বীকৃতি দিয়েছিলো। বাংলা ভাষার নিজস্ব কোন লিপি বা বর্ণমালা নেই কিন্তু সিলটি ভাষার আছে। বর্তমানে বাংলা ভাষা চর্চা করার জন্য যে বর্ণমালা গুলো ব্যবহার করা হয় তার নাম হলো পূর্বি নাগরি। সংস্কৃত ভাষাকে আরও সহজ ভাবে চর্চা করার জন্য পূর্বি নাগরি আবিষ্কার করা হয়েছিল। প্রাচীনকালে পূর্বি নাগরি দিয়ে সর্বপ্রথম অসমীয়া এবং মনিপুরী ভাষাকে লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেই একই বর্ণমালা দিয়ে বাংলা এবং চাটগাঁইয়া ভাষা কে লিপিবদ্ধ করা হয়।
      সংস্কৃত এবং হিন্দি ভাষা যে বর্ণমালা দিয়ে লিখা হয় সেই বর্ণমালার নাম [দেব নাগরি]। সিলটি ভাষা যে বর্ণমালায় লিখা হয় তার নাম [সিলটি নাগরি]। সংস্কৃত ভাষা কে সকল ভাষার মা বলা হয়। সংস্কৃত ভাষার বয়স ৬ হাজার বছর। সিলটি ভাষার বয়স ২ হাজার বছর। সংস্কৃত ভাষা থেকে ২হাজার বছর আগে যখন সিলটি ভাষার জন্ম হয়েছিল। তখন বাংলা ভাষার কোন অস্তিত্ব ছিল না এবং বাংলা বলতে কোন ভাষা ছিল না। ইসলাম প্রচার করতে শাহজালাল এবং উনার সঙ্গী সাথিরা ৭০০ বছর আগে সিলটি বিভাগে স্থায়ী ঠিকানা গড়ে তুলেছিলেন। ইসলাম প্রচার করা লোকেদের মাতৃভাষা ছিল আরবি,ফার্সি এবং তুর্কিস। উনারা সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন ভাষা নয়। সিলটি ভাষার সাথে ইসলাম এবং শাহজালালের কোন সম্পর্ক নেই। ইসলাম প্রচারের অনেক আগে থেকেই অধিবাসী সিলটিরা সিলটি ভাষা বলার এবং সিলটি নাগরি লিপি দিয়ে সিলটি ভাষার চর্চা করতেন। সিলটি ভাষা একটি প্রাচীণ ভাষা। ভাষার ইতিহাস না জেনে মনগড়া মন্তব্য প্রকাশ করা উচিৎ নয়।
      বাঙালিরা নিজের আধিপত্য বিস্তার করার জন্য সিলটি ভাষার মতো অসমীয়া,বিহারি,উরিয়ান এবং মনিপুরী ভাষা কেও বাংলা ভাষার আঞ্চলিক ভাষা বানানোর অনেক অপচেষ্টা করেছে কিন্তু ভাষার রাজনীতিতে বাঙালিরা তাদের সাথে অপচেষ্টা করে পারেনি। এজন্য আজও অসমীয়া, বিহারি,মনিপুরি এবং উরিয়ান জাতিরা বাঙালি জাতি কে খুবই অপছন্দ করে।

  • @rajdeepdeb4204
    @rajdeepdeb4204 3 роки тому +4

    ISLAM DESTROYED THE UNITY OF BENGAL

    • @aritrajitchakraborty8389
      @aritrajitchakraborty8389 Рік тому

      That true, not evan bengal, it destroyed the whole india

    • @RaliGenix
      @RaliGenix 10 місяців тому

      Hindu destroy bharat mata ijjat from mountbetan😂😂😂😂 apke phle papa

  • @ronieu1
    @ronieu1 11 місяців тому

    "To whom it may concern"
    Sylhet language is independent languages and one of the oldest languages of around 2000 years. Even before the creation of East Bengal, West Bengal and Assam, it was a kingdom of Sylhet in the twelfth century, the old name was 'Shrhattha'. Sylhet lost its glory after joining to East Pakistan (Present is Bangladesh). Bangladesh government forcefully and unfairly teaches Sylhet people Bengali and their national language Bengali. Before 1971, Bangladeshis did not have a nationality as Bangladesh, the nation was Bengali. However, Sylheti people are always Sylheti, not Bengali and their mother tongue is Sylheti language which is called Sylheti Nagari.
    In contrast, the Bengali language was established the written form around 250-300 years ago. It was originally founded by British and Hindu scholars. Bengali has about 2% self-words, rest of the words were hired from Songskit, Totsomo, and other sources. Bengali grammar was first written by Portuguese writers, English writers and finally Hindu scholars which were written in English. For reference and proof, please google it. You can find a lot of information about the evolution of the Bengali language.

  • @pradipkumar1173
    @pradipkumar1173 3 роки тому +13

    ব‌হৎ বাংলা ভাগের অসুবিধে ও আঘাত আজো রয়েছে মানুষের মনে,প্রাণে। ধন্যবাদ, নমস্কার

  • @streetracinggame
    @streetracinggame 2 роки тому +1

    I am proud to Sylhet, becouse I'm sylhety

  • @hasanahmed7972
    @hasanahmed7972 4 роки тому +6

    এটা সিলটী ভাষা। সিলটী ভাষা একটি আলাদা পূর্ণাঙ্গ স্বাধীন ভাষা।
    ꠀꠙꠘꠣꠞ ꠎꠘ꠆ꠎ ꠇꠤꠍꠥ ꠡꠢꠎ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ ꠡꠤꠇ꠆ꠡꠣ⁕
    ꠛꠣꠋꠟꠣ ꠕꠦꠇꠦ ꠡꠤꠟꠐꠤ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠥꠜ ꠡꠇꠣꠟ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠡꠥꠛꠧ ꠛꠤꠅꠣꠘ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠖꠥꠙꠥꠞ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠣꠖꠣꠘ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠇꠦꠝꠘ ꠀꠍ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠟꠣ ꠘꠤ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠔꠧꠝꠣꠞ ꠛꠅꠡ ꠇꠔꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠔꠧꠝꠣꠞ ꠃꠝꠞ ꠈꠔꠧ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠅꠘꠦꠇ ꠖꠤꠘ ꠙꠞ ꠇꠕꠣ ꠢꠟꠧ⁕ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠖꠤꠘ ꠛꠣꠖꠦ ꠝꠣꠔ ꠄꠟꠧ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠥꠟꠦ ꠉꠦꠍꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠚꠣꠃꠞꠤꠟꠤꠍꠤ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠇꠤ ꠇꠞꠍ? ꠡꠤꠟꠐꠤঃ ꠇꠤꠔꠣ ꠈꠞꠞꠣꠅ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠎꠣꠘꠣꠟꠣ ꠈꠥꠟꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠈꠦꠞꠇꠤ ꠈꠥꠟꠤ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠄꠐꠣ ꠔꠧ ꠅꠘꠦꠇ ꠡꠢꠎ ꠇꠣꠎ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠉꠥ ꠛꠢꠥꠔ ꠀꠡꠣꠘ ꠈꠣꠝ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠄꠐꠣ ꠅꠘꠦꠇ ꠇꠑꠤꠘ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠉꠥ ꠛꠢꠥꠔ ꠝꠥꠡꠇꠤꠟ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠤ ꠅꠘꠦꠇ ꠌꠤꠘ꠆ꠔꠤꠔ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠀꠝꠤ ꠛꠢꠥꠔ ꠚꠦꠞꠦꠡꠣꠘ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠔ꠆ꠎꠤ ꠛꠟꠍꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠢꠣꠡꠣ ꠘꠤ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠣꠠꠤꠔꠦ ꠡꠛꠣꠁ ꠇꠦꠝꠘ ꠀꠍꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠠꠤꠔ ꠢꠇ꠆ꠇꠟ ꠛꠣꠟꠣ ꠘꠤ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠣꠞ ꠡꠣꠕꠦ ꠇꠤ ꠔꠧꠝꠣꠞ ꠇꠕꠣ ꠛꠟꠔꠦ ꠈꠣꠞꠣꠙ ꠟꠣꠉꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠧꠞ ꠟꠉꠦ ꠇꠤꠔꠣ ꠔꠧꠝꠣꠞ ꠝꠣꠔ꠆ꠔꠦ ꠛꠥꠞꠣ ꠟꠣꠉꠦ ꠘꠤ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠇꠣꠡꠦ ꠅꠘꠦꠇ ꠝꠦꠊ ꠎꠝꠦꠍꠦ⁕ꠡꠤꠟꠐꠤঃ ꠀꠡꠝꠣꠘꠧ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠢꠣꠎ ꠖꠟꠣ ꠄꠍꠦ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠝꠣꠑꠦ ꠇꠦꠝꠘ ꠙꠣꠘꠤ ꠢꠅꠦꠍꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠘ꠆ꠖꠧ ꠇꠤꠝꠣꠘꠔꠦ ꠚꠣꠘꠤ ꠄꠍꠦ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠜূꠝꠤꠇꠝ꠆ꠙ ꠢꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠁꠍꠣꠟ ꠄꠍꠦ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠘ꠆ꠗ꠆ꠎꠣ ꠢꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠢꠣꠁꠘ꠆ꠎꠣ ꠄꠍꠦ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠧꠞ ꠢꠟꠦ ꠇꠛꠥꠔꠞ ꠒꠣꠇꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠔ ꠚꠥꠅꠣꠁꠟꠦ ꠚꠣꠞꠅ ꠒꠣꠈꠦ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠅ ꠙꠦꠅꠦꠍꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠔꠞꠣꠘꠤ ꠈꠣꠁꠍꠤ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠅꠘꠦꠇ ꠖꠤꠘ ꠙꠞ ꠄꠡꠦꠍꠦꠘ ꠇꠦꠖꠣꠞꠣꠅ ꠛꠡꠦꠘ! ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠎ꠆ꠎꠦꠞ ꠖꠤꠘ ꠛꠣꠖꠦ ꠀꠁꠍꠁꠘ ꠇꠥꠞꠍꠤꠔ ꠛꠃꠇ꠆ꠇꠣ⁕
    ꠛꠣꠋꠟꠣঃ ꠞꠣꠉ ꠇꠞꠦꠍ ꠝꠘ ꠈꠣꠞꠣꠙ? ꠡꠤꠟꠐꠤঃ ꠉꠥꠡꠣ ꠈꠞꠍꠧ ꠖꠤꠟ ꠛꠦꠎꠣꠞ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠣꠞ ꠇꠕꠣ ꠛꠤꠡ꠆ꠛꠣꠡ ꠇꠞꠧ! ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠧꠞ ꠝꠣꠔ ꠄꠇꠤꠘ ꠈꠞꠧ!
    ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠤꠌꠣꠞ ꠇꠞꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠘꠍꠣꠚ ꠈꠞꠧ?
    ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠢꠥ ꠖূꠞ ꠎꠦꠔꠦ ꠢꠛꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠎ꠆ꠎꠦꠞ ꠖূꠞꠣ ꠎꠣꠅꠘ ꠟꠣꠉꠛꠧ⁕
    ꠛꠣꠋꠟꠣꠞ ꠡꠣꠕꠦ ১০০% ꠄꠞ ꠝꠗ꠆ꠎꠦ ৪০% ꠝꠤꠟ ꠀꠍꠦ ꠇꠤꠘ꠆ꠔꠥ ৬০% ꠅꠝꠤꠟ ꠞꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠅ ৫০% ꠡꠛ꠆ꠖ ꠚꠣꠞ꠆ꠡꠤ,ꠔꠥꠞ꠆ꠇꠤꠡ,ꠀꠞꠛꠤ ꠀꠞ ꠛꠣꠇꠤ ৫০% ꠡꠛ꠆ꠖ ꠡꠋꠡ꠆ꠇৃꠔ ꠡꠛ꠆ꠖ ꠕꠦꠇꠦ ꠄꠡꠦꠍꠦ⁕

  • @ahkrony1023
    @ahkrony1023 2 роки тому +2

    Why not karimganj

  • @MdArafat-po7cq
    @MdArafat-po7cq 3 роки тому +4

    বাংলাদেশ সাধীন হয়ার আগে বাংলাদেশের মানচিএ কেমন ছিল এটা একটা ভিডিও বানান

    • @skjahidulislam8754
      @skjahidulislam8754 3 роки тому

      আমি এক মত

    • @bigbull9123
      @bigbull9123 2 роки тому

      বাংলাদেশ স্বাধীন হবার আগে বাংলাদেশ নামে কনো দেশ ছিলো না। তাই মানচিত্রের প্রশ্ন ওঠে না।

  • @zahiruddin8485
    @zahiruddin8485 2 роки тому +2

    করিমগঞ্জ কই করিমগঞ্জ এর মানুষ ভোট দিয়েছেন কিন্তু করিমগঞ্জ বাংলাদেশের অংশ হলো না কেন

  • @hasanahmed7972
    @hasanahmed7972 4 роки тому +9

    সর্ব শেষ কথা হলো। সিলটী ভাষা কোন আঞ্চলিক ভাষা নয়। একটি পূর্ণাঙ্গ ভাষা হওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য থাকা দরকার তা সবই সিলটী ভাষার মধ্যে আছে। সিলটী ভাষা কে জোর করে বাংলার আঞ্চলিক ভাষা বানানোর অপচেষ্টা কেন চলছে তাও আমাদের জানা আছে। বাংলা ভাষি যতো মানুষ আছেন তারা মনে করেন সিলটী ভাষা কে পূর্ণাঙ্গ ভাষার সৃকৃতি দিলে মানুষের মধ্যে সিলট বিভাগ কে পাকিস্তানের মতো বাংলাদেশ থেকে আলাদা করার প্রবনতা সৃষ্টি হতে পারে এবং একটি দেশে দুটি ভাষা থাকলে মানুষের যোগাযোগের মাধ্যম আরো কঠিন হতে পারে। শিক্ষা ব্যবস্থা কঠিন হতে পারে। এই সব কিছু চিন্তা করে বাংলাদেশে সিলটী ভাষা কে পূর্ণাঙ্গ ভাষার সৃকৃতি দেওয়া হচ্ছে না। সমস্যা নেই সিলটীরা নিজের মাতৃভাষা ভাষা কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আরো অগ্রসর হচ্ছে। সিলটে অনেক বেসরকারি সিলটী নাগরী লিপি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি নিজেও সিলটী ভাষা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা সফল হবো।
    সিলটীঃ ꠀꠝꠞꠣ ꠢꠇ꠆ꠇꠟ ꠡꠤꠟꠐꠤ⁕ ꠝꠧꠞ ꠝꠣꠖꠞꠤ ꠎꠛꠣꠘ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ⁕ ꠁꠘꠡꠣꠀꠟ꠆ꠟꠣꠢ ꠝꠧꠞꠣ ꠈꠣꠝꠤꠅꠣꠛ ꠄꠝꠥ⁕

    • @sabbirhossainakash2045
      @sabbirhossainakash2045 3 роки тому +5

      তাহলে সিলেটের আরেক অংস বারাক উপত্যকার মানুষ ১৯৬১ সালের ১৯ শে বাংলা ভাষার জন্য প্রান না দিয়ে সিলেটি ভাষার জন্য প্রান দিতো। ইতিহাস জানুন তার পরে বলুন। বারাক উপত্যকা আর সিলেট একি অঞ্চল ছিল আর তাদের ভাষা আগে যেমন একি ছিল এখনো একি আছে। ১৯৬১ সালে আসামের রাজ্য সরকার ঘোষণা করে অসমিয়া হবে আসামের একমাত্র সরকারি ভাষা। এই কথা সুনে বারাক উপত্যকার সিলেটিরা আন্দলোনে নেমে পরে তাদের স্লোগান ছিল জান দিবো তবু জবান দিবো না, মায়ের ভাষা বাংলাকে হারাতে দিবো না। এর পরে সেখানে ১১ জন সিলেটি ভাষার জন্য প্রান দেয়। এর পরে আসামের রাজ্য সরকার বাংলাকে আসামের দিতীয় সরকারি ভাষার মর্জাদা দেয়। এর পর থেকে প্রতিবছর ১৯ শে মে আসামে বাংলা ভাষা শহিদ দিবস পালন করা হয়। ১৯ শে মে ভাষা আন্দলোন লিখে সার্চ করুন ইউটুবে। গুগলে সিলেট লিখে সার্চ করলে শুধু সিলেট বিভাগের ম্যাপ আসবে। আর সিলেট অঞ্চল লিখে সার্চ করলে কিন্তু সিলেটের ম্যাপ একা আসেনা সাথে বারাক উপত্যকার ম্যাপ ও থাকে সেখানে সিলেটে অঞ্চলের আয়তন ১৮ হাজার বর্গকিলোমিটার দেওয়া আছে। অথচ বাংলাদেশ সিলেট বিভাগের আয়তন ১২ হাজার বর্গকিলোমিটার। আর ভারতের বারাক উপত্যকার আয়তন ৬ হাজার বর্গকিলোমিটার। দুইটি মিলে ১৮ হাজার। গুগলে সিলেট লিখবনে না। লিখবেন সিলেট অঞ্চল তাহলে বারাক ও সিলেটের সসম্পুর্ন ম্যাপ পাবেন।

    • @aritrajitchakraborty8389
      @aritrajitchakraborty8389 Рік тому

      Bharoter ongsho hole ekta alda bhasar rajjo hoto

  • @s.u.hassan4281
    @s.u.hassan4281 3 роки тому +1

    Sylheti okhol koi ba like koro

  • @hasanahmed7972
    @hasanahmed7972 4 роки тому +3

    বাঙালী আর বাংলাদেশী এক জিনিস নয়। যার মাতৃভাষা বাংলা সে বাঙালী আর যার মাতৃভাষা সিলটী সে সিলটী। সিলটী এক সিলটী ভাষা, বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা নয়। সিলট বিভাগে বাংলা চলে না। শুধু সিলটী চলে। আমার পরিবারের সবাই সিলটী নাগরী তে লিখে এবং পড়তে পারে। গুগলে ঢুকে বাঙালী আর বাংলাদেশ মধ্যে পার্থক্য টা শিখে নাউ। আমরা সবাই বাংলাদেশী কারণ আমাদের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে কিন্তু সবাই বাঙালী না। যদি সিলটী ভাষার জন্ম বাংলা ভাষা থেকে হতো আর সিলটী ভাষা যদি বাংলার আঞ্চলিক ভাষা হতো। তাহলে সিলটীদের কে বাঙালী বলা যেতো। যদি কোন ইন্ডিয়ান নাগরিকের মাতৃভাষা বাংলা হয় তাহলে সে ইন্ডিয়ান, বাঙালী। যদি তার মাতৃভাষা হয় আসামী তাহলে সে ইন্ডিয়ান, আসামী। যদি কোন ইন্ডিয়ান নাগরিকের মাতৃভাষা সিলটী হয় তাহলে সে ইন্ডিয়ান, সিলটী। পান্জাবী হলে পান্জাবী। সিলট বিভাগে অনেক আসামীরা বসবাস করে যাদের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে। তারা হলো বাংলাদেশী, আসামী। বাঙালী কোন জাতীর নাম নয়। এটি একটি ভাষাগত জাতী গুষ্টির নাম। সিলটীরা আর উপজাতিরা

    • @MdAlamin-im8xp
      @MdAlamin-im8xp 3 роки тому +1

      তাইলে তুমি আবাদি

    • @techsportsbd
      @techsportsbd 2 роки тому

      বাংলায় না লিখে সিলেটি ভাষায় লেখেন 🔥🙂

    • @aritrajitchakraborty8389
      @aritrajitchakraborty8389 Рік тому

      Bhai bharoter 22 ta sikrito bhasar modhhe sylhethi pore ne, serokom keo nei ekhane, sylhet er prai sobtai opar bangla te chole geache

  • @MrSadek-oj3wo
    @MrSadek-oj3wo 3 роки тому +2

    যুদ্ধের আগে বাংলাদেশের মানচিত্রে কোন কোন যায়গা ছিল?ভারত এবং মায়ানমার বাংলাদেশের কাছথেকে অবৈধভাবে কোন কোন যায়গা দখলে নিয়ে গেছে? এগুলো কীভাবে আবার বাংলাদেশে আনা যায়? এ বিষয়ে একটা ভিডিও তৈরি করুন

  • @rejoanbary2155
    @rejoanbary2155 4 роки тому +4

    Those who are saying that sylhetis aren’t Bengali got this idea from the Londonis, sylhet was a part of Bengal before being given to assam in 1874
    en.m.wikipedia.org/wiki/History_of_Sylhet
    "If you see two fish fighting in a river an Englishman must have passed by"- Native American Proverb
    I hope this problem can be solved early and sensibly. In sha Allah

    • @RaselRasel-bl6pz
      @RaselRasel-bl6pz 4 роки тому

      Right

    • @tuhinchoudhury8628
      @tuhinchoudhury8628 4 роки тому +1

      আবাল, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা............ তোমার মত বেকুব দের মতে তাহলেতো উরিসা বিহার বাংলার অধীনে ছিল। তারাও তাহলে বাঙালি। গাধা কত প্রকার ও কি কি?🤣🤣🤣

    • @lovehumanity1332
      @lovehumanity1332 3 роки тому +1

      Sylhetis are not Bengali.Sylhetis is different language than Bengali even it have different script too.

    • @smb9597
      @smb9597 3 роки тому

      Wikepedia is only as good as the source of information sourced that doesn't mean it can't be updated...do your own research .
      ua-cam.com/video/8JoJpvM39u0/v-deo.html

    • @smb9597
      @smb9597 3 роки тому

      @@lovehumanity1332 ua-cam.com/video/8JoJpvM39u0/v-deo.html

  • @imdad7948
    @imdad7948 2 роки тому

    আসল কথা কেন বললেন না???যদি সম্পূর্ণ সিলেট পূর্ব পাকিস্তানে থাকতে ভোট দেয় তাহলে করিমগঞ্জ, হাইলাকান্দি আর কাছাড় জেলাকে কেন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হলো না।।
    তারমানে কি এখানেও আমরা ঠকেছি???

  • @pradiptapal6655
    @pradiptapal6655 4 роки тому +9

    Amra karimganj barak UPTOKKAR bashinda...Karimganj subdivision was part of sylhet district which in turn was part of pre partition Assam...Referendum e 52 to 48 vote e sylhet zila was awarded to east pakistan...Ami hokkol sylheti hindu musulman shober loge share kori cultural affinity..But shottie koiram if Barak would have went to East Pakistan it would have been a disaster for minorities like us to survive in then East Pakistan..Ar ami kritogyo to Great Sylheti Bengalli Politician from Cachar Abdul Matlib Mazumdar jar lagya aaj amra bharoter part..No offense to my bangladeshi brothers and sisters..Tumrar saathe amrar culture khani shobtar mil ase..But circumstances were bad post partition

    • @MegaSmokez1
      @MegaSmokez1 4 роки тому +4

      Muslim hoya o amra o koshto paisi, minority takar kuno bepar chilo na pakistan amrar shobar shate karap bebhar korse. Er jonno to mukti joddo korlam. Tobe, amrar hindu bhaira ektu beshi koshto paise tai tik kota. Kintu ekon e rokom nay, ekn to assam r politics r maje shikar porso. Ekono bangali nafrat kore, kuno din assamese manbe na tara. Bjp awar por to aro bigrise ,To ki lab holo? R kita korar?

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому +1

      সিলটীরা আলাদা জাতী এটা ইতিহাস বলে এটা কারো বানানো গল্প না। ৭০০ বছর আগে শাহজালাল এবং শাহপরান যখন *ইয়ামান* থেকে এসে সাথে অন্যান্য আরব দেশ থেকে আরো ৩৬০ জন আউলিয়াদের কে নিয়ে সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তখন হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন থেকে সারা বিশ্বের সব আরব দেশ গুলোর বনিকরা সিলট বিভাগে বানিজ্য করার জন্য পারি জমায়। ইরান,ইরাক,তুর্কি,ইয়ামান,ফিলিস্তিন,মিশর,আফগানিস্তান,ওমান,সিরিয়া এমন আরো অনেক দেশ থেকে জাহাজ নিয়ে মুসলমান বনিকরা সিলট বিভাগে আসতেন। যখন বনিকরা এসে দেখলেন সিলট বিভাগ অটাল সম্পদের ভাণ্ডার এবং ব্যবসা বানিজ্যের জন্য একটি আদর্শ জায়গা। তখন তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য সিলটী মহিলাদেরকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ৭০০ থেকে ২০০ বছর আগ পর্যন্তও আরব বনিকরা সিলট বিভাগে এসে সিলটী মহিলাদের কে বিয়ে করেছেন। প্রত্যেক মুসলমান সিলটী পরিবারের ১ জন করে আরব বনিক পূর্বপুরুষ ছিলো। তাদের মধ্যে অনেক হিন্দু মহিলারা ছিলেন যারা বনিকদের বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই সিলটীদের কে মিশ্র জাতী বা সংকর জাতী বলা হয়। এই মিশ্রণটি শুধু সিলটী মুসলমানদের সাথে ঘটেছিলো। প্রকৃত হিন্দু ধর্মালম্বীরা নিজের গোত্রের বাহিরে কাউকে বিয়ে করেন না। তাই হিন্দু সিলটীরা শুধু নিজের গোত্রের মানুষকে বিয়ে করেছিলেন। সাধারণ মুসলমান সিলটীদের চেহারা উজ্জ্বল বর্ণের এবং চোখের রং নীল,হলদে,সবুজ বা পাতলা বাদামী হয়ে থাকে। মুসলমান সিলটীদের চেহারার সাথে আরবীদের চেহারার বৈশিষ্ট্য বিদ্যমান।
      মৌলভীবাজার জেলার নাম করন করা হয়েছিলো ইরানী,ইরাকী,তুর্কিস,ইয়ামানী,ওমানী,আফগান,মিশরী মৌলভীদের কারনে। মৌলভী এবং বাজার এই দুটি শব্দই হলো ফার্সি শব্দ। *মৌলভী* শব্দের মানে হলো ইসলামিক জ্ঞান বিশেষজ্ঞ চিকিৎসক বা ইসলামিক জ্ঞান বিশেষজ্ঞ উকিল। মনিপুর পাহাড়ের ঝর্ণা থেকে সুরমা নদীর সৃষ্টি আর তার নিকটে সুরমা নদীর তীরে বসতো একটি মৌলভীদের হাট। সেই থেকেই মৌলভীবাজারের নাম করণ করা হয়েছিলো। এতেই প্রমাণ হয় সিলটী মুসলমানদের পূর্বপুরুষরা বিভিন্ন আরব দেশের বনিকরা ছিলেন। যারা সিলট বিভাগে ব্যবসা-বাণিজ্যের জন্য এসে সিলটী নারীদের বিয়ে করে স্থায়ী ঠিকানা গড়েছিলেন। এভাবেই সিলটীদের জন্ম হয়েছে।

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому

      এটা সিলটী ভাষা। সিলটী ভাষা একটি আলাদা পূর্ণাঙ্গ স্বাধীন ভাষা।
      ꠀꠙꠘꠣꠞ ꠎꠘ꠆ꠎ ꠇꠤꠍꠥ ꠡꠢꠎ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ ꠡꠤꠇ꠆ꠡꠣ⁕
      ꠛꠣꠋꠟꠣ ꠕꠦꠇꠦ ꠡꠤꠟꠐꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠥꠜ ꠡꠇꠣꠟ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠡꠥꠛꠧ ꠛꠤꠅꠣꠘ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠖꠥꠙꠥꠞ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠣꠖꠣꠘ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠇꠦꠝꠘ ꠀꠍ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠟꠣ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠔꠧꠝꠣꠞ ꠛꠅꠡ ꠇꠔꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠔꠧꠝꠣꠞ ꠃꠝꠞ ꠈꠔꠧ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠅꠘꠦꠇ ꠖꠤꠘ ꠙꠞ ꠇꠕꠣ ꠢꠟꠧ⁕ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠖꠤꠘ ꠛꠣꠖꠦ ꠝꠣꠔ ꠄꠟꠧ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠥꠟꠦ ꠉꠦꠍꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠚꠣꠃꠞꠤꠟꠤꠍꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠇꠤ ꠇꠞꠍ? ꠡꠤꠟꠐꠤঃ ꠇꠤꠔꠣ ꠈꠞꠞꠣꠅ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠎꠣꠘꠣꠟꠣ ꠈꠥꠟꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠈꠦꠞꠇꠤ ꠈꠥꠟꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠄꠐꠣ ꠔꠧ ꠅꠘꠦꠇ ꠡꠢꠎ ꠇꠣꠎ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠉꠥ ꠛꠢꠥꠔ ꠀꠡꠣꠘ ꠈꠣꠝ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠄꠐꠣ ꠅꠘꠦꠇ ꠇꠑꠤꠘ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠉꠥ ꠛꠢꠥꠔ ꠝꠥꠡꠇꠤꠟ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠤ ꠅꠘꠦꠇ ꠌꠤꠘ꠆ꠔꠤꠔ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠀꠝꠤ ꠛꠢꠥꠔ ꠚꠦꠞꠦꠡꠣꠘ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠔ꠆ꠎꠤ ꠛꠟꠍꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠢꠣꠡꠣ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠣꠠꠤꠔꠦ ꠡꠛꠣꠁ ꠇꠦꠝꠘ ꠀꠍꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠣꠠꠤꠔ ꠢꠇ꠆ꠇꠟ ꠛꠣꠟꠣ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠣꠞ ꠡꠣꠕꠦ ꠇꠤ ꠔꠧꠝꠣꠞ ꠇꠕꠣ ꠛꠟꠔꠦ ꠈꠣꠞꠣꠙ ꠟꠣꠉꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠧꠞ ꠟꠉꠦ ꠇꠤꠔꠣ ꠔꠧꠝꠣꠞ ꠝꠣꠔ꠆ꠔꠦ ꠛꠥꠞꠣ ꠟꠣꠉꠦ ꠘꠤ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠇꠣꠡꠦ ꠅꠘꠦꠇ ꠝꠦꠊ ꠎꠝꠦꠍꠦ⁕ꠡꠤꠟꠐꠤঃ ꠀꠡꠝꠣꠘꠧ ꠛꠣꠇ꠆ꠇꠣ ꠢꠣꠎ ꠖꠟꠣ ꠄꠍꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠝꠣꠑꠦ ꠇꠦꠝꠘ ꠙꠣꠘꠤ ꠢꠅꠦꠍꠦ? ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠘ꠆ꠖꠧ ꠇꠤꠝꠣꠘꠔꠦ ꠚꠣꠘꠤ ꠄꠍꠦ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜূꠝꠤꠇꠝ꠆ꠙ ꠢꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠛꠁꠍꠣꠟ ꠄꠍꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠡꠘ꠆ꠗ꠆ꠎꠣ ꠢꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠢꠣꠁꠘ꠆ꠎꠣ ꠄꠍꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠧꠞ ꠢꠟꠦ ꠇꠛꠥꠔꠞ ꠒꠣꠇꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠔ ꠚꠥꠅꠣꠁꠟꠦ ꠚꠣꠞꠅ ꠒꠣꠈꠦ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠜꠅ ꠙꠦꠅꠦꠍꠤ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠔꠞꠣꠘꠤ ꠈꠣꠁꠍꠤ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠅꠘꠦꠇ ꠖꠤꠘ ꠙꠞ ꠄꠡꠦꠍꠦꠘ ꠇꠦꠖꠣꠞꠣꠅ ꠛꠡꠦꠘ! ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠎ꠆ꠎꠦꠞ ꠖꠤꠘ ꠛꠣꠖꠦ ꠀꠁꠍꠁꠘ ꠇꠥꠞꠍꠤꠔ ꠛꠃꠇ꠆ꠇꠣ⁕
      ꠛꠣꠋꠟꠣঃ ꠞꠣꠉ ꠇꠞꠦꠍ ꠝꠘ ꠈꠣꠞꠣꠙ? ꠡꠤꠟꠐꠤঃ ꠉꠥꠡꠣ ꠈꠞꠍꠧ ꠖꠤꠟ ꠛꠦꠎꠣꠞ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠀꠝꠣꠞ ꠇꠕꠣ ꠛꠤꠡ꠆ꠛꠣꠡ ꠇꠞꠧ! ꠡꠤꠟꠐꠤঃ ꠝꠧꠞ ꠝꠣꠔ ꠄꠇꠤꠘ ꠈꠞꠧ!
      ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠤꠌꠣꠞ ꠇꠞꠧ? ꠡꠤꠟꠐꠤঃ ꠁꠘꠍꠣꠚ ꠈꠞꠧ?
      ꠛꠣꠋꠟꠣঃ ꠛꠢꠥ ꠖূꠞ ꠎꠦꠔꠦ ꠢꠛꠦ⁕ ꠡꠤꠟꠐꠤঃ ꠞꠣꠁꠎ꠆ꠎꠦꠞ ꠖূꠞꠣ ꠎꠣꠅꠘ ꠟꠣꠉꠛꠧ⁕
      ꠛꠣꠋꠟꠣꠞ ꠡꠣꠕꠦ ১০০% ꠄꠞ ꠝꠗ꠆ꠎꠦ ৪০% ꠝꠤꠟ ꠀꠍꠦ ꠇꠤꠘ꠆ꠔꠥ ৬০% ꠅꠝꠤꠟ ꠞꠎ়ꠦꠍꠦ⁕ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠅ ৫০% ꠡꠛ꠆ꠖ ꠚꠣꠞ꠆ꠡꠤ,ꠔꠥꠞ꠆ꠇꠤꠡ,ꠀꠞꠛꠤ ꠀꠞ ꠛꠣꠇꠤ ৫০% ꠡꠛ꠆ꠖ ꠡꠋꠡ꠆ꠇৃꠔ ꠡꠛ꠆ꠖ ꠕꠦꠇꠦ ꠄꠡꠦꠍꠦ⁕

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому +1

      আপনি কি জানেন সিলটী ভাষা কোন আঞ্চলিক ভাষা না? আপনি কি জানেন যদি কোন আঞ্চলিক ভাষার নিজস্ব বর্ণমালা থাকে সেই আঞ্চলিক ভাষা একটি পূর্ণাঙ্গ ভাষায় রূপ নেয়? গুগলে Search করে দেখতে পারেন। সিলটী ভাষা ছারা বাংলাদেশের আর কোন আঞ্চলিক ভাষার নিজস্ব বর্ণমালা নেই। যদি থাকতো তাহলে প্রত্যেক টি আঞ্চলিক ভাষা এক একটি আলাদা পূর্ণাঙ্গ ভাষায় রূপ নিতো। পৃথিবীতে এমন কোন ভাষা নেই যে ভাষা প্রথমে আঞ্চলিক ভাষা ছিলো না। বাংলা ভাষাও প্রথমে আঞ্চলিক ভাষা ছিলো। সিলটী ভাষার সাথে বাংলাদেশের অন্যান্য আঞ্চলিক ভাষায় তুলনা দেওয়া টা একদম বোকার মতো কাজ। ভাষার সাথে ভাষার তুলনা দিতে হয় আর আঞ্চলিক ভাষার সাথে আঞ্চলিক ভাষার তুলনা দিতে হয়। আপনি কি জানেন সিলটী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সিলটী ভাষা হলো সাধু বাংলার মা। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর আর বাংলা ভাষার বয়স মাত্র ১৩শত বছর। বাংলা ভাষা নিজেই যখন আঞ্চলিক ভাষা ছিলো তখন বাংলা লিখার জন্য সিলটী বর্ণমালা ব্যবহার করা হতো। সেই বই গুলো এখনও সংরক্ষিত করা আছে। পরে সিলটী বর্ণমালা কে অনুকরণ করে বাংলা বর্ণমালার সৃষ্টি করা হয়েছিল। সিলটী ভাষা যদি কোন আঞ্চলিক ভাষা হতো তাহলে অন্য কোন ভাষার জন্ম দিতে পারতো না। আপনারা এসব জানবেনই বা কি করে কারণ বাংলাদেশ তো একটা দুর্নিতিবাজ দেশ! বাংলাদেশে স্কুলে সবাইকে মিথ্যা ইতিহাস শেখানো হয়। বাংলাদেশের কোন সিলটীরা সিলটী ভাষা নিয়ে কথা বললেই বাংলাদেশী বাঙালীদের মনে হয় এটা কোন ভারতীয়দের কাজ! এমন অসামঞ্জস্যিক কুমনোভাব আপনারা পোষণ করেন কি করেন করে? বাংলাদেশী সিলটীরা কি নিজের মাতৃভাষা নিয়ে কথা বলতে পারে না? সিলট বিভাগের প্রত্যেক টি মানুষ সিলটী ভাষায় কথা বলে এবং লিখে। সিলট বিভাগে বাংলা চলে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পার হয়েগেছে কিন্তু রাজনৈতিক দুর্নিতীর কারণে এখনও সিলটী ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রীয় ভাষা এবং সিলটী ভাষা একটি আলাদা ভাষার সৃকৃতি দেওয়া হয়নি।
      ua-cam.com/video/bchdNNIq2Dg/v-deo.html
      কিভাবে সিলটী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছিলে তার ইতিহাস জানতে ভিডিয় টি দেখুন।

    • @hasanahmed7972
      @hasanahmed7972 4 роки тому

      বাঙালী আর বাংলাদেশী এক জিনিস নয়। যার মাতৃভাষা বাংলা সে বাঙালী আর যার মাতৃভাষা সিলটী সে সিলটী। সিলটী এক সিলটী ভাষা, বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা নয়। সিলট বিভাগে বাংলা চলে না। শুধু সিলটী চলে। আমার পরিবারের সবাই সিলটী নাগরী তে লিখে এবং পড়তে পারে। গুগলে ঢুকে বাঙালী আর বাংলাদেশ মধ্যে পার্থক্য টা শিখে নাউ। আমরা সবাই বাংলাদেশী কারণ আমাদের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে কিন্তু সবাই বাঙালী না। যদি সিলটী ভাষার জন্ম বাংলা ভাষা থেকে হতো আর সিলটী ভাষা যদি বাংলার আঞ্চলিক ভাষা হতো। তাহলে সিলটীদের কে বাঙালী বলা যেতো। যদি কোন ইন্ডিয়ান নাগরিকের মাতৃভাষা বাংলা হয় তাহলে সে ইন্ডিয়ান, বাঙালী। যদি তার মাতৃভাষা হয় আসামী তাহলে সে ইন্ডিয়ান, আসামী। যদি কোন ইন্ডিয়ান নাগরিকের মাতৃভাষা সিলটী হয় তাহলে সে ইন্ডিয়ান, সিলটী। পান্জাবী হলে পান্জাবী। সিলট বিভাগে অনেক আসামীরা বসবাস করে যাদের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে। তারা হলো বাংলাদেশী, আসামী। বাঙালী কোন জাতীর নাম নয়। এটি একটি ভাষাগত জাতী গুষ্টির নাম। সিলটীরা আর উপজাতিরা

  • @abdullamamun8651
    @abdullamamun8651 Рік тому

    Behar,Odisha, Gharkhando, kalkata, Bangladesh & seven sisters all is a part of Bangla.

  • @nurlatifahmohdnor8939
    @nurlatifahmohdnor8939 3 роки тому +4

    Sound without 'h'.
    Page 3.
    1 The migration of the Bangladeshis from the then East Bengal or East Pakistan, and now Bangladesh, to Britain runs parallel to that of Gujaratis.
    2 The migration from East Bengal was predominantly from Sylhet - a district in the north region of Bangladesh.
    3 The early migrants to Britain from Bangladesh were men who worked on cargo ships as sailors and cooks who later gave up their seafaring careers and settled in sea-ports around Britain (Adams 1987; Eade 1990).

  • @abdulmojid4119
    @abdulmojid4119 3 роки тому +1

    ধন্যবাদ সঠিক তত্য তুলে ধরার জন্য

  • @drmmedia9048
    @drmmedia9048 3 роки тому +3

    সিলেট আমার অহংকার

  • @muslim_mahdin04
    @muslim_mahdin04 2 роки тому

    What about Meghalaya and Dawki?

  • @NazrulIslam-dw9hk
    @NazrulIslam-dw9hk 3 роки тому +4

    তখন নেতারা আরেকটি ভুল করে গেছে তখন কিন্তু চাইলে রাখাইনকে বাংলাদেশের সাথে ৱাখা যেত

  • @mdabdusshohid5026
    @mdabdusshohid5026 Рік тому

    ধন্যবাদ ভাই।

  • @learningwithmoshiur
    @learningwithmoshiur 4 роки тому +3

    Ayjonno.india sylhet key dabi korsey🙄🙄🙄

  • @sylotibaha830
    @sylotibaha830 2 роки тому

    ছিলট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগ প্রাচীণ কাল থেকে কখনো বঙ্গের অংশ ছিল না। এগুলো ৩ আলাদা স্বাধীন রাজ্য ছিল। ছিলটি, বাঙ্গালি, রংপুরী এবং চাটগাঁইয়া হলো ৪ টি আলাদা জাতি। তাদের মাতৃভাষা ও পুরোপুরি আলাদা।
    ছিলটিরা প্রাচীণ কাল থেকে অসমীয়াদের সাথে বসবাস করে আসছে। আজ পর্যন্ত ছিলটি জাতির সাথে অসমীয়া জাতির কোন লড়াই হয়নি। মোগলরা যখন পুরো বঙ্গ শাসন করতো। তখন আসাম এবং ছিলট রাজ্য ছিল পুরো ভারত উপমহাদেশের মধ্যে দুটি স্বাধীন রাজ্য। মোগলরা আসাম এবং ছিলট রাজ্যের উপর (১৭ বার) আক্রমণ করেও পরাজিত হয়েছিল। বঙ্গের রাজভাষা যখন ছিল আরবি এবং ফার্সি তখন স্বাধীন ছিলট রাজ্যের রাজভাষা ছিল ছিলটি। সেই সময় ছিলটিরা দিব্বি ছিলটি ভাষা চর্চা করে যাচ্ছিল। এতেই প্রমাণ হয় ছিলটি এবং অসমীয়া রাজারা কতোটা সাম্প্রদায়িক ছিলেন। তাদের মধ্যে আপন ভাইয়ের মতো মিল ছিল।

  • @sylhetyfua902
    @sylhetyfua902 3 роки тому +5

    ❤️love from Sylhet

  • @hindutv9136
    @hindutv9136 4 роки тому +1

    করিমগঞ্জ কোথায়

  • @chinmoysen8027
    @chinmoysen8027 2 роки тому +6

    We want our sylhet back 😡

    • @ritu1114
      @ritu1114 2 роки тому

      Kila aana jai sen Babu,thuda idea lagao🤣🤣🤣

  • @ICMStudioBangla
    @ICMStudioBangla 2 роки тому +2

    আমরা হক্কল সিলেটি

  • @jsidul
    @jsidul Рік тому

    Bhai khasi state ki

  • @Md.Tafurraihan
    @Md.Tafurraihan 6 місяців тому

    সিলেটের করিমগঞ্জকে আমরা আবার ফিরে পেতে চাই

  • @skkoyes5936
    @skkoyes5936 4 роки тому +2

    ধন্যবাদ বন্ধু

  • @debottamduttachowdhury8956
    @debottamduttachowdhury8956 Рік тому

    Please give back our Sylhet

  • @ferdousfahim1
    @ferdousfahim1 4 роки тому +2

    Thank you 😊 💓

  • @sohailahmed9580
    @sohailahmed9580 2 роки тому +1

    Sylhty are both live in India and Bangladesh

  • @sylotibaha830
    @sylotibaha830 4 роки тому +2

    আপনি কি জানেন আঞ্চলিক ভাষা বা বাংলার উপভাষা কাকে বলে? আঞ্চলিক ভাষা মানে কথ্য ভাষা বা একই ভাষা থেকে সৃষ্টি হওয়া কথ্য ভাষা যার লিখিত রূপে কোন বর্ণমালা বা অক্ষর নেই। যে ভাষার লিখিত কোন রূপ নেই তাকেই আঞ্চলিক ভাষা বলে। তাদের মধ্যে যেমনঃ চাটগাঁইয়া, বরিশাইল্লা, রংপুরিয়া, কুমিল্লা, নুয়াখাইল্লা আরো অনেক আঞ্চলিক ভাষা রয়েছে। সিলটী ভাষার নিজস্ব বর্ণমালা আছে যার নাম সিলটী নাগরী লিপি। এই লিপি গুলো দিয়ে সিলটী ভাষা লিখা হয়। সিলটী নাগরী লিপি বাংলা অক্ষর থেকে পুরোই আলাদা। এতে প্রমাণ হলো সিলটী ভাষা কোন আঞ্চলিক ভাষা নয় বা বাংলার থেকে সৃষ্টি হওয়া কোন উপভাষা নয় বা কোন কথ্য ভাষা নয়। সিলটী ভাষা শুধু সিলটে না ভাতরের অনেক জায়গায় সিলটী নাগরী লিপি এবং ভাষার ব্যাবহার রয়েছে যেমনঃ মেঘালয়া রাজ্য, আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, নাগালেন্ড। ভারত উপমহাদেশের সব ভাষার মা এবং প্রথম ভাষা হলো সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা থেকে কালের বিবর্তনে সব ভাষার জন্ম হয়েছে। প্রথমে সংস্কৃত ভাষা থেকে আসে প্রকৃত ভাষা, তার পর মাগধী প্রকৃত ভাষা, তার পর আস্তে আস্তে মৈথিলী ভাষার সৃষ্টি হয়। এর পর আসে সিলটী নাগরী ভাষা। মৈথিলী ভাষার সাথে সিলটী ভাষার এবং নাগরী লিপির অনেক মিল পাওয়া যায়। যা বাংলার সাথে নেই। সিলটী ভাষায় অনেক শব্দ আছে যেসব শব্দ মৈথিলী ভাষার সাথে হুবুহু মিলে। কালের বিবর্তনে এক ভাষা থেকে আরেক ভাষার সৃষ্টি হয়েছে। বাংলা ভাষার বয়স মাত্র ১৩০০ বছর আর সিলটী নাগরী ভাষার বয়স ২০০০ হাজার বছর। ৫০০ বছর আগে ভারত উপমহাদেশে বাংলার কোন চর্চা হতো না। ভারতের আসাম রাজ্যে, মেঘালয়া রাজ্যে এবং নেপাল সহো আরো অনেক জায়গায় প্রাচীণ নাগরী লিপির পুথি এবং পান্জি পাওয়া গেছে। গবেষণা করে জানা গেছে এসব পুঁথি ২০০০ বছরেরও পুরোনো। যদি বাংলা ভাষার বয়স হয় ১৩০০ বছর আর সিলটী ভাষা মেনে নিলাম বাংলা ভাষা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে মৈথিলী ভাষা থেকে বিরর্তনের মাঝখানের যে ৭০০ বছর মানুষ কি জ্ঞান চর্চা করেনি, নাকি ৭০০ বছর পর হঠাৎ মানুষ বাংলা ভাষায় কথা বলা শুরু করে দেয়? শ্রদ্ধেয় শাহজালাল সিলটে আগমনের আগে ও পরে যতো মধ্য প্রাচ্যের মুসলমান লোকরা বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন তাদের সবাই আরবি ভাষী ছিলেন। তাদের সাথে থাকা অনেকেই তখন নাগরী ভাষার চর্চা করেছিলেন। শাহজালাল ৭০০ বছর আগে সিলটে এসেছিলেন। উনার আগমনের আগে বেশিরভাগ মানুষ হিন্দু ছিল। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বাংলা ভাষা কে সহজ এবং আধুনিকায়ন করার জন্য সিলটী নাগরী লিপি কে অনুকরণ করে বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয়েছিল। সিলটীদের পূর্ব পুরুষরা মধ্য প্রাচ্যের বা ইউরোপের ছিলেন বলতে সবাইকে বুঝায় না। পূর্ব পুরুষ বলতে আমি পুরুষদের কথা বুঝাতে চেয়েছিলাম। সিলট ছিল অটাল সম্পদের উৎস আর বিদেশিরা সাগর পথে জাহাজ দিয়ে এসে নদী পথে সিলটে প্রবেশ করতেন এবং তারা স্থানীয় সিলটীদের সাথে বিভিন্ন ব্যাবসা করতেন। বিদেশিরা স্থানীয় আদিবাসী সিলটী ইসলাম ধর্ম গ্রহণ করা মহিলাদের বিয়ে করে বাংলাদেশে স্থায়ী ভাবে বসবাস করা শুরু করতেন। প্রত্যেক সিলটীদের পূর্ব পুরুষের মধ্যে বাবা ছিল বিদেশি এবং মা ছিল সিলটী স্থানীয় আদিবাসী। সিলটী মুসলমানদের পূর্ব পুরুষ সবাই মুসলমান ছিল না। স্থানীয় সিলটী আদিবাসী সবাই হিন্দু ছিলো। সিলটী ভাষা পৃথিবীর ১০০ টি প্রাচীণ ভাষার মধ্যে একটি।
    ua-cam.com/video/bchdNNIq2Dg/v-deo.html
    সিলটী ইতিহাস নিয়ে করা এই ভিডিও টি দেখুন তাহলে আপনার মনের বাকিটা সন্দেহ দূর হয়ে যাবে।

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому

      @Alam Miaji
      ꠀꠚꠘꠦ ꠡꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠅ ꠟꠉꠦ ꠛꠣꠋꠟꠣ ꠜꠣꠡꠣ ꠝꠤꠅꠣꠁꠛꠣꠘꠣ⁕

    • @rejoanbary2155
      @rejoanbary2155 4 роки тому +1

      সিলেট ১৮৭৪ সালে আসাম কে দিয়ে দেয় বৃটিশরা, তার আগে তা বাংলার অংশ ছিল
      en.m.wikipedia.org/wiki/History_of_Sylhet

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому

      @@rejoanbary2155
      ১৯৪৭ সালের আগে সিলট বিভাগ আসাম রাজ্যের অংশ ছিল। ১৯৪৭ সালের পর গণভোটের মাধ্যমে সিলটীরা পাকিস্তান কে ভোদ দিয়ে পাকিস্তানের অংশে ঢুকে পরে। ১৯৭১ সালের পর সিলট বিভাগ বাংলাদেশের অংশ হয়।

    • @Invisibleo_Person
      @Invisibleo_Person 4 роки тому +1

      তো এগুলো সিলেটি ভাষায় লিখলেই তো হত। বাংলায় লেখার কি প্রয়োজন ছিল???

    • @sylotibaha830
      @sylotibaha830 4 роки тому

      @@Invisibleo_Person
      বাঙালীদের জানানোর জন্য। সিলটীরা তো আগে থেকেই জানে।

  • @MutiborDqm
    @MutiborDqm Рік тому

    I'm From Sylhet🤘🤘

  • @AbdulMannan-wf7lk
    @AbdulMannan-wf7lk Рік тому

    সিলেটিরা কোনো ভাবেই বাঙ্গালী নয় সিলেটিরা ছিলটি জাতি, সিলেটিদের ভাষা বাংলা নয় ছিলটি। সিলেটিদের আলাদা ভাষা ও বর্ণমালা আছে যার নাম ছিলটি নাগরি।

  • @jamalmahmud2887
    @jamalmahmud2887 Рік тому

    The narrative is reasonable. However, role of most leaders of the Referendum movement have been deliberately skipped.
    Sheikh Mujib hardly had any role to play.

  • @TruthBeliever5557
    @TruthBeliever5557 Рік тому

    Sylhet should be an Independent country, we can run ourselves and dont need Bangladesh, Bangladesh system have never done Sylhet or it's people any good.

  • @mnraihan
    @mnraihan Рік тому

    বরাক উপত্যকা ভারত এ যাবার পক্ষে একজন মুসলিম সাংসদ এর

  • @ChinmoyRoy-pe1ic
    @ChinmoyRoy-pe1ic 6 місяців тому

    We want our shylhet back 😡

    • @PROGAMER-qv5cq
      @PROGAMER-qv5cq 18 днів тому

      We want to join India too they force us to learn bengali

  • @sheikhsaju-bw6nm
    @sheikhsaju-bw6nm 2 роки тому

    We Sylheti banglai 🇧🇩❣️

    • @syl247
      @syl247 Рік тому

      We are Bangladeshi syloti

  • @sylotibaha830
    @sylotibaha830 3 роки тому

    English : Lecture, Language.
    Sylhoti : Bahan, Baha.বাহান, বাহা।
    Assamese : Bhaxan, Bhaxa.ভাখন, ভাখা।
    Bangla : Bhashon, Bhasha.ভাষণ, ভাষা।
    Example in sentences :
    সিলটীঃ [তাইরে আজকু ফাইলে এখছুব বাহান দিমু। তাই খিগুরে জিকাইয়া খেইরো গেছে।]
    ꠍꠤꠟꠐꠤঃ [ꠔꠣꠁꠞꠦ ꠀꠎꠇꠥ ꠚꠣꠁꠟꠦ ꠄꠈꠍꠥꠛ ꠛꠣꠢꠣꠘ ꠖꠤꠝꠥ⁕ ꠔꠣꠁ ꠈꠤꠉꠥꠞꠦ ꠎꠤꠇꠣꠁꠅꠣ ꠈꠦꠁꠞꠧ ꠉꠦꠍꠦ⁕]
    বাংলাঃ [তাকে আজ পেলে ইচ্ছে মতো ভাষন দিবো। সে কাকে জিজ্ঞেস করে খেলতে গিয়েছে?]
    Why some Sylhoti people call it *Sylhoti Bhasha* when It's clearly *Sylhoti Baha*! Baha came from Sanskrit language.
    In Sylhoti language *Baha* has a similar word which is [*Zoban*(ꠎꠛꠣꠘ⁕) জবান।]Zoban is a Persian word.
    I think the word Bhasha in Sylhoti language is not correct. The correct way to say it is *Sylhoti Baha* or * Sylhoti
    Zoban*.

  • @jamilshibli6307
    @jamilshibli6307 2 роки тому

    I Am A Native Sylhetee !

  • @mdmogammel2137
    @mdmogammel2137 Рік тому +1

    সিলেট বিভাগ বাংলাদেশের নেয়ামত

  • @sylotibaha830
    @sylotibaha830 3 роки тому

    Bengali is not a race It's a ethnicity. Sylhoti is also a ethnicity just like Bengali, Assamese, Panjabi ect. All South asian countries people r racially Arian. However some illiterate Bengali people start to think that Bengali is a race. Sylhoti r same race as Bengali but mix with others race like Arab,Turkish, Persian, Mongolian ect. That's why Sylhoti and Bengali don't look alike. Bengali people look more like Indian when in other side Sylhoti people look more Persian or Arab cuz they r descendants of Arab and Persian.

  • @rockstartamimofficial6662
    @rockstartamimofficial6662 4 роки тому +2

    thanks 💜

  • @রিমনআহমদ-ধ৮ণ

    আমার জেলা সিলেট

  • @pesgammersstarbd8618
    @pesgammersstarbd8618 2 роки тому

    আসাম,ত্রিপুরা বাংলাদেশের অংশ 👍

    • @gamerpabs2546
      @gamerpabs2546 2 роки тому

      assam, tripura Bangladesh er ongsho bule hahaha lol 😂🤣🤣... r torar pura Bangladesh ta oi bharat er ongsho...

    • @pesgammersstarbd8618
      @pesgammersstarbd8618 2 роки тому

      @@gamerpabs2546 ar bharat to prithibir ongsho🤣🤣

    • @aritrajitchakraborty8389
      @aritrajitchakraborty8389 Рік тому

      ​@@pesgammersstarbd8618torao to tahole sei prithibiri ongsho

  • @sylotibaha830
    @sylotibaha830 3 роки тому

    সংস্কৃত এবং হিন্দি ভাষা যে বর্ণমালা দিয়ে লিখা হয় সেই বর্ণমালার নাম [দেব নাগরি]। সিলটি ভাষা যে বর্ণমালায় লিখা হয় তার নাম [সিলটি নাগরি]। সংস্কৃত ভাষা কে সকল ভাষার মা বলা হয়। সংস্কৃত ভাষার বয়স ৬ হাজার বছর। সিলটি ভাষার বয়স ২ হাজার বছর। সংস্কৃত ভাষা থেকে ২হাজার বছর আগে যখন সিলটি ভাষার জন্ম হয়েছিল। তখন বাংলা ভাষার কোন অস্তিত্ব ছিল না এবং বাংলা বলতে কোন ভাষা ছিল না। ইসলাম প্রচার করতে শাহজালাল এবং উনার সঙ্গী সাথিরা ৭০০ বছর আগে সিলটি বিভাগে স্থায়ী ঠিকানা গড়ে তুলেছিলেন। ইসলাম প্রচার করা লোকেদের মাতৃভাষা ছিল আরবি,ফার্সি এবং তুর্কিস। উনারা সিলট বিভাগে ইসলাম প্রচার করতে এসেছিলেন ভাষা নয়। সিলটি ভাষার সাথে ইসলাম এবং শাহজালালের কোন সম্পর্ক নেই। ইসলাম প্রচারের অনেক আগে থেকেই অধিবাসী সিলটিরা সিলটি ভাষা বলার এবং সিলটি নাগরি লিপি দিয়ে সিলটি ভাষার চর্চা করতেন। সিলটি ভাষা একটি প্রাচীণ ভাষা। ভাষার ইতিহাস না জেনে মনগড়া মন্তব্য প্রকাশ করা উচিৎ নয়।

  • @tuhinkumarghosh4983
    @tuhinkumarghosh4983 2 роки тому +2

    আসাম রাজ্যে শুখি হয়নি আজও

  • @nurealam4272
    @nurealam4272 2 роки тому

    Love from syelhet habiganj