সে কোন বনের হরিণ //রবিঠাকুরের গান//se kon boner horin//covered by:Anindita Deb

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • সে কোন্‌ বনের হরিণ ছিল আমার মনে।
    কে তারে বাঁধল অকারণে॥
    গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ,
    আকাশকে সে চমকে দিত বনে
    মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
    তমাল ছায়ে-ছায়ে।
    ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায়
    দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥
    পর্যায়:বিচিত্র
    রাগ: পঞ্চম
    তাল: দাদরা
    রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩২৫
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
    স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

КОМЕНТАРІ •