E - Sel / ই - সেল ব্যাবহার এর নিয়ম ও উপকারীতা।

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • E - Sel / ই সেল ব্যাবহার এর নিয়ম ও উপকারীতা।
    • ই-সেল
    সলিউশন
    উপাদানঃ প্রতি মি. লি. ই-সেল সলিউশন এ আছে ভিটামিন ই ১০০ মি. গ্রাম এবং সোডিয়াম সেলেনাইট ০.৫ মি. গ্রাম ।
    কার্যকারিতাঃ
    ভিটামিন ইঃ এনটিঅক্সিডেনট হিসেবে কাজ করে পলি-আনসেচুরেটেড ফ্যাটি এসিড থেকে ফ্রিরেডিকেল ও হাইপার পারঅক্সাইড এর উৎপাদন প্রতিরোধ ও বিলম্বিত করে ।
    পারঅক্সাইড এর হ্রাসকৃত উৎপাদন পলি-আনসেচুরেটেড ফ্যাটি এসিড যুক্ত কোষ প্রাচিরের স্থিতাবস্তা বজায় রাখতে সহায়তা করে।
    সেলেনিয়ামঃ অত্যাবশ্যকীয় খনিজ,যা টিসু্ পারঅক্সাইড এর পরিমান হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষ্মমতা বৃদ্দি করে ।
    নির্দেশনাঃ
    ডিমের উৎপাদন ও বাচ্চা ফুটার হার বৃদ্দিতে,দৈহিক ওজন বৃদ্দিতে,শারীরিক বৃদ্দি ও পালক বৃদ্দি ত্বরান্বিত করতে ।তাপ জনিত ধকল ও দুর্বলতা রোধ করতে ।প্রজনন ,ক্রেজি চিক ডিজিজ,এক্সুডেটিভ ডায়াথেসিস,মাস্কুলার ডিসট্রফি,উস্কুখুস্কু পালক ,হোয়াইট মাসল ডিজিজ প্রভৃতি প্রতিরোধ ও চিকিৎসায় ।
    মাত্রা ও প্রয়োগবিধিঃ
    প্রতিরোধ- ০১ মি.লি. ই-সেল সলিউশন প্রতি ০৪ লিটার খাবার পানিতে ।
    চিকিৎসায়ঃ- ০১ মি.লি. ই-সেল সলিউশন প্রতি ০২ লিটার খাবার পানিতে ।
    খাবার পানিতে ওষধ প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার করা উত্তম ।
    সংরক্ষনঃ শুস্ক ও ঠাণ্ডা স্থানে সংরক্ষন করুন।
    কেবল মাত্র পশু পাখি চিকিৎসায় ব্যাবহারয।
    ***রেজিস্টাড ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাবহারয।

КОМЕНТАРІ • 44