দাদা কোন কিছু লেখার ভাষা হারিয়ে ফেলেছি! আমার দেখা সাজেকের সবচেয়ে সেরা ভিডিও এটি, এবং আপনি কতটা কষ্ট করে যে ফুটিয়ে তুলেছেন তা যে না দেখবে সে কোনভাবেই বুঝতে পারবে না সাজেক ভ্যেলি এতটাই সুন্দর। ধন্যবাদ দাদা আপনাকে এভাবে দেশের সৌন্দর্য্য তুলে ধরার জন্য। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Al Farook Bhai অপূর্ব সুন্দর আপনার video টি । আমি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত অফিসার ।চাকুরীর কারনে বাঘাইহাট এবং মাসালং ক্যাম্পে ছিলাম ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত ।সাজেক আসার পথে এই দুটা এলাকাই আপনারা cross করে এসেছেন । তখন এমন ক্যামেরা বা cell ফোন ছিল না তাই এত সুন্দর ছবি তোলা হয়নি । আর তখন সাজেক গাড়িতে যাওয়া যেতো না । সাজেক আমার area of responsibility এর বাইরে থাকার কারনে যাওয়া হয়নি আর আজও যাওয়া হয়নি । Beautiful Bangladesh এর সুন্দর video share করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ । আমি আপনার video গুলি regularly দেখি । আপনার রাতে একা হেটে আসার সময়ের যে ভীতির কথা বলেছেন তা সঠিক ও যুক্তিযুক্ত । আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যা অনেকেই বিশ্বাস করতে চায় না । অশ্বরীরি কিছু জিনিষ আছে যা কেউ না দেখলে আসলে বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এটা আসলেই সত্যি । ভাল থাকুন আর সুন্দর সুন্দর video share করুন ।আপনার চাঁদের video টা অসাধারন ছিল ।
আমি আপনার আমেরিকার সব ব্লগ গুলো দেখি সাথে আমার আব্বা - আম্মা কে নিয়ে। বেশ ভালো লাগে। আমি সাজেকে গিয়েছিলাম ২৯ আর ৩০ তারিখ ছিলাম। একটা দোকানে কেনা কাটা করে বসলাম একটু হঠাৎ দেখি আপনি কথা বলতে বলতে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আমি দেখে খুব অবাক হলাম। কথা বলার ইচ্ছে ছিল। কিন্তু আমি বের হয়ে আসতে আসতে আপনি কিছুটা দূর চলে গিয়েছিলেন।
আপনার সমস্ত ভিডিও এত মনোযোগ দিয়ে দেখি, যেন আপনার চোখ দিয়ে আমি বিশ্ব দেখছি, সহজে কোন ভিডিও মিস করিনা বেশ কয়েক বছর থেকে। যখন ভিডিও গুলো দেখি মনে হয় আপনি বাইরের কেউ না, আমার পরিবারের কাছের কেউ, আশায় আছি যদি কখনো পথের বাকে দেখা হয়ে যায় আপনার সাথে। আশায় আ
From India, appreciating your sincere effort to highlight natural beauty of our neigbouring lovely sister "Bangladesh". It is very similar to Indian state "Meghalaya" , home of the clouds.
Breathe taking view......amazing Alha'mdulillah Alha'mdulillah Alha'mdulillah. Drone ta use kore khub valo korechen farooq bhai. Jemon view temni apnar drone theke neya shot...ma sha Allah . Mohan rabbul ala'min ki baniye rekhechen....subha'n Allah. Apnar vid dekhe mone hocchilo ural diye chole jai. Allah bachiye rakhle jabo ekdin in sha Allah!!
এই বয়সে অনেকে টাকা জমায় খরছ করে না, আর আপনি টাকা নষ্ট করে ভ্রমন করেন দেশ বিদেশে আপনার ঘুরাফেরা অনেক ভালো লাগে মনে হয়, আপনও একজন ভ্রমন পিয়াসু মানুষ দোয়া রইল শুভকামনা রইল আপনার জন্য। ❤
ফারুক ভাই সাজেক অনেক বদলে গেছে আগের ভিডিও থেকে এইবার অনেক কিছু নতুন দেখলাম এবং জানলাম কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হলো ।নতুন কটেজ হয়েছে লোকজন অনেক বাড়ছে আপনার এই সুন্দর বর্ণনার জন্য অনেক ধন্যবাদ ।আশা রইল আগামীতে অন্য কোথাও আরো সুন্দর জায়গায় আপনারা সুন্দর ধারা বর্ণনা শুনতে পাবো আবারো। ধন্যবাদ❤
সাজেক আমাদের দেশের সেরা টুরিষ্ট স্পট। সাজেক কে এর আগে এতো সুন্দর করে কেউ ভিডিও করে দেখাতে পারেনি, আমার বিশ্বাস। সূর্যোদয় ও সূর্যাস্তের ভিডিওগুলো কি অসাধারণ ছিলো। ও হ্যা সম্ভবত চাকমা ভাষায় "পেদা টিং টিং" এর একটা আভিধানিক সুন্দর অর্থ আছে,আমি জানতাম ভুলে গেছি। পরের পর্বের অপেক্ষায় রইলাম। সুস্বাস্থ্য কামনা করছি। শুভকামনা।
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! সাজেক খুবই সুন্দর! আপনার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ!আমি যখন হাটছিলেন! গা ছম ছম করছিল! সাজেকের দৃশ্য এতই মনমুগ্ধকর যে ভাষায় প্রকাশ করা যাবে না! আমার ভীষন খুশি লাগছে আপনি মালা ভাবীকে নিয়ে আবার আসছেন!So romantic! ভাইয়া আমি আপনাকে আর মালা ভাবীকে ভীষন ভালবাসি! আপনারা আমার খুব প্রিয়! ভাইয়া আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনার honest reviews আর অভিজ্ঞতা শেয়ার করার জন্য! ভাল থাকবেন! সুস্হ থাকবেন! আল্লাহ হাফেজ!❤
রাতের অন্ধকারে একা একা হাঁটার অনুবতি শেয়ার করেছেন সূর্যদয় ⛅ দেখার পর এক কথায় অসাধারণ দাদা ভাই সেই সাথে ভূমন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানলাম অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনার জন্য দোয়া রইলো
Assalamualikum vai. Khub sundor laglo video ti. Vai apnar abbu r thekha khahini sunlam. Vai prithibi te sob kicu ace. Ami bishsas kori. Amar nijer jibone ghothece. Valo thakben vai.
স্রষ্টার সৃষ্টি এই সৃষ্টিতে যদি একজন মানুষ সারাজীবন ধরে সারা পৃথিবী ঘুড়ে দেখতে পারতো তাহলেই স্বার্থক হতো ,, কারণ ঘরে বসে হাজার কোটি টাকার থেকেও কোন মূল্য নেই ,, যদি আমরা সারা পৃথিবী সৃষ্টি না দেখি 🌿🌿🌷🌷🌿🌿,, শুভকামনা ভালবাসা নিরন্তর 🌿🌿💚💚🌷🌷🎼🎼🌿🌿🌷🌷
আমার সালাম নিবেন। আপনার সাজেকের ভিডিও বেশ এনজয় করছি। আপনার গল্প শুনে বেশ ভয় ভয় লাগছে।জানি এটা মনের ব্যাপার তবুও ভয়....। উজ্জ্বল ভাইয়ের চিকেন রেসিপি শুনে ভালো লাগলো। সূর্যোদয় অনেক সুন্দর একটা মুহূর্ত। তেমনি সূর্য অস্ত। সাজেক ভ্যালি ধীরে ধীরে তার সৌন্দর্য হারাচ্ছে। আগের সেই প্রাকৃতিক দৃশ্য এখন দেখা বেশ কষ্টকর। ধন্যবাদ ভাই আপনাকে। সবাই খুব ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ভাই। পাহাড়ের উপরের ছবি টা এবং গাড়ির সামনে আপনার ছবি টা অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফেন এর রেষ্টুরেন্টে আপনার জন্য যে নিজ হাতে রান্না করেছে প্রত্যেকটা খাবার ছিলো ভালো বাসায় পরিপূর্ণ, দেখেই বুঝা গিয়েছিল খাবার গুলো সাধে ভরপুর । সমস্ত পৃথিবীতে এভাবেই আপনার জন্য সবার ভালো বাসা ছড়িয়ে থাক দোয়া করি। ভালো থেকেন। Fiamanillah.
আসসালামু আলাইকুম ভাই। পাহাড়ের উপরের ছবি টা এবং গাড়ির সামনে আপনার ছবি টা অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফেন এর রেষ্টুরেন্টে আপনার জন্য যে নিজ হাতে রান্না করেছে প্রত্যেকটা খাবার ছিলো ভালো বাসায় পরিপূর্ণ, দেখেই বুঝা গিয়েছিল খাবার গুলো সাধে ভরপুর । সমস্ত পৃথিবীতে এভাবেই আপনার জন্য সবার ভালো বাসা ছড়িয়ে থাক দোয়া করি। ভালো থেকেন। Fiamanillah.
আপনার মতই একি অবস্তা আমার বান্দরবানে হয়েছিল ভাই😮 এমন ভয়ংকর রকম সব আওয়াজ আসছিস বন থেকে যা হার্ট আট্যাক আসার মতই অবস্তা ভাই😢😟 আপনি অনেক সাহসী বলতে হবে😮 তবে সেই লেভেলের এডভ্যানচার হয়েছে ভাই❤❤❤
আমার দাদা ভাই নেই ,তাই দাদা বলেই সম্বোধন করছি সংসার করে যে টুকু টাইম পাই ফোন ধরার। সত্য কোনো সফলতা সহজে আসে না।গল্প হলেও। হয়তো সত্য। ছোট বেলায় বাংলাদেশের ভুতুড়ে গল্প শুনতাম এখন ভারতের হয়তো আছে অনেক মারা ও যায়।সাজেকর দৃশ্য খুবই ভালো লাগছে।
ডুবাই থেকে মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখলাম। ভূতের গল্প শুনে কিচেন এ রাত একটার সময় এ ফল কাটতে গিয়ে ভয় পেলাম 🤣🤣 Really uncle ❤️ আর সাজেকের natural সুন্দর বহুলাংশে কমে গেলো যএতএ দোকান পাট আর কটেজে। যেনো মনে হলো একটি বস্তী এলাকা। এমন কেন হবে? প্রফেশনাল হোটেল রিসোর্ট মালিকদের ইজারা দেওয়া উচিত ছিল। যার ইচ্ছা বাঁশ বেত দিয়ে একটি ঘর বানালে রিসোর্ট বা কটেজ হয় না।ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম আঙ্কেল। আজকের ভিডিও টি দারুন ছিলো। আমি সাজেক গিয়েছিলাম বর্ষা কালে, তখনকার প্রাকৃতিক সৌন্দর্য ছিলো অসাধারণ । আপনি সাজেকে খাবারের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলেন কিন্তু আমার খাবার অসম্ভব মজা লেগেছিল। ওদের খাবারে মশলা কম এটা আমার ভালো লেগেছিল। যাইহোক এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤।
Opurbo ! Sàjek valley te hariye gechi apnar Shathe ! Khub khub e enjoy korchi ! Still watching ! Ki opurbo shundor shokaler view ! Subhan Allah ! Apni onek koshto korechen ei view amader Ke dekhanor jonno ! Eto shundor morning 🌄🌅 dekhte parlam apnar jonno e ! Many thanks for sharing such a Nice and beautiful vlog ! Shuvo kamona apnar jonno ! Valo thakun obiram !
Thanks a lot for taking much risk for us and satisfied our taste greatly. Me and my family enjoyed it very much. Allah bless you. Hope we will get this type video more.Pray for us that we can see all your video.
আপনার ভাগ্য ভালো, কারণ পাহারে শান্তি বাহিনীর একটা ঝামেলা তো মাঝে মাঝেই হয়৷ যদিও সাজেকে সেই ঝামেলা নাই, কিন্তু নিরিবিলি পাহার একটু ভয়ংকর, বিশেষ করে মানুষের কথা যেহেতু বললেন। ভুত সে তো ভাগ্যে থাকলে তবেই না দেখা হয়। 😂😂
Uncle,❤❤❤ you are absolutely unique. First 4 minutes e Sajek er j view ta dekhlam, amn ta kokhono kolpona kori e nai. The road without people is mindblowing ❤❤❤
Thanks Farook vai for shooting a nice blog. Specially drone shoot was amazing. In this blog we found a brave Farook vai, who takes lot of risks for making nice blog. Once again thank you so much for this blog.
Sajek valley needs much attention from the tourism department for its beautification and safety of the tourists, so many places are vulnerable. However drone shots were mesmerizing as usual.
ভাই ফজরের আগে এই সময়টা (মানে যখন আপনি বেরিয়েছেন) অনেক বাজে একটা সময়। এই সময়টাতে জ্বীন এবং দুষ্ট মানুষ চলাফেরা করে, শিকারী পশুও এমন সময় শিকার করে। সাজেক পাহাড়ের উপরে অবস্থিত আর হাদিসে আছে জ্বীনদের একটা অংশ পাহাড়ে বসবাস করে। আমি নিজের গভীর রাতে কক্সবাজার থেকে মোটর বাইক চালিয়ে ঢাকা এসেছি। গভীর রাতের পাহাড়ি রাস্তার ভাইব আসলেই রোমাঞ্চকর। সাজেক আসলেই দিনে দিনে শহুরে হয়ে যাচ্ছে, আমি দুবছর আগেও গিয়েছিলাম মোটর বাইক চালিয়ে। সর্বোপরি আপনার সাজেক সিরিজের ভিডিও জোস লাগলো।
আঙ্কেল, আপনার ভিডিও দেখলে মনে হয় যেন কেও আমাকে ফোনে ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখাচ্ছে। আরো মোনে হয় আমার family এর কেও যেন ঘুরতে গিয়ে specially আমার জন্য ভিডিও করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। ❤❤ এজন্য হয়তোবা চার বছর ধোরে ধারাবাহিক ভাবে ভিডিও দেখছি তবুও boring feel হচ্ছে না😍। Thank you uncle for giving me such beautiful videos❣️❣️
দাদা কোন কিছু লেখার ভাষা হারিয়ে ফেলেছি!
আমার দেখা সাজেকের সবচেয়ে সেরা ভিডিও এটি, এবং আপনি কতটা কষ্ট করে যে ফুটিয়ে তুলেছেন তা যে না দেখবে সে কোনভাবেই বুঝতে পারবে না সাজেক ভ্যেলি এতটাই সুন্দর।
ধন্যবাদ দাদা আপনাকে এভাবে দেশের সৌন্দর্য্য তুলে ধরার জন্য। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
তোমার ভাল লেগেছে যেনে অনেক খুশী হয়েছি ভাই। ভাল আছ?
প্রিয় চাচাজান এই প্রথম আপনার ভিডিও দেখলাম। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন সব কিছু ভিডিও তে ❤
Thank you 💕
@Al Farook Bhai অপূর্ব সুন্দর আপনার video টি । আমি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত অফিসার ।চাকুরীর কারনে বাঘাইহাট এবং মাসালং ক্যাম্পে ছিলাম ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত ।সাজেক আসার পথে এই দুটা এলাকাই আপনারা cross করে এসেছেন । তখন এমন ক্যামেরা বা cell ফোন ছিল না তাই এত সুন্দর ছবি তোলা হয়নি । আর তখন সাজেক গাড়িতে যাওয়া যেতো না । সাজেক আমার area of responsibility এর বাইরে থাকার কারনে যাওয়া হয়নি আর আজও যাওয়া হয়নি । Beautiful Bangladesh এর সুন্দর video share করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ । আমি আপনার video গুলি regularly দেখি । আপনার রাতে একা হেটে আসার সময়ের যে ভীতির কথা বলেছেন তা সঠিক ও যুক্তিযুক্ত । আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যা অনেকেই বিশ্বাস করতে চায় না । অশ্বরীরি কিছু জিনিষ আছে যা কেউ না দেখলে আসলে বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এটা আসলেই সত্যি । ভাল থাকুন আর সুন্দর সুন্দর video share করুন ।আপনার চাঁদের video টা অসাধারন ছিল ।
❤❤❤❤
অনেক ধন্যবাদ ভাই। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশী হয়েছি। দোয়া করি ভাল থাকুন। 💕🥰
আমি আপনার আমেরিকার সব ব্লগ গুলো দেখি সাথে আমার আব্বা - আম্মা কে নিয়ে। বেশ ভালো লাগে। আমি সাজেকে গিয়েছিলাম ২৯ আর ৩০ তারিখ ছিলাম। একটা দোকানে কেনা কাটা করে বসলাম একটু হঠাৎ দেখি আপনি কথা বলতে বলতে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আমি দেখে খুব অবাক হলাম। কথা বলার ইচ্ছে ছিল। কিন্তু আমি বের হয়ে আসতে আসতে আপনি কিছুটা দূর চলে গিয়েছিলেন।
ডাকলেই আসতাম। আশা করি আপনারা সাজেক উপভোগ করেছেন। ধন্যবাদ 💕🥰
নয় অভিরাম এই দৃশ্যে অবর্ণনীয়! ফটোগ্রাফি অসমোম্ভ সুন্দর । ধন্যবাদ ।
Welcome
অনেক সুন্দর লেগেছে। ওদের দোল দোল মিউজিক খুব ভালো লাগলো। অভিগ্য হয়েও রাতে ঐ এলাকায় একা চলা ঠিক হয়নি।
Thank you
আপনার সমস্ত ভিডিও এত মনোযোগ দিয়ে দেখি, যেন আপনার চোখ দিয়ে আমি বিশ্ব দেখছি, সহজে কোন ভিডিও মিস করিনা বেশ কয়েক বছর থেকে। যখন ভিডিও গুলো দেখি মনে হয় আপনি বাইরের কেউ না, আমার পরিবারের কাছের কেউ, আশায় আছি যদি কখনো পথের বাকে দেখা হয়ে যায় আপনার সাথে।
আশায় আ
Inshallah হয়েও যেতে পারে। ধন্যবাদ। 🥰💕
আপনার আমেরিকার ভিডিও আগও দেখেছি। কিন্তু দেশীয় ভিডিও দেখা। ভালো লাগলো আমাদের নজরুল শিক্ষালয়ের জামাই।
Thank you 🥰💕
Hi@@AdventureTube21
@@RiontiAkter hello
দাদা.....সুন্দরী সাজেক এর মেঘের নদী অসাধারণ....নীল আকাশে সাদা মেঘের ভেলা মন কেড়ে নেয়....আর ভূতের গল্পটা দারুন....ভালো থাকবেন দাদা 🥰🥰🙏🙏
Thank you 🥰💕
@@AdventureTube21 ওয়েলকাম দাদা 💞💞
Amazinggggggggg…ki j likhbo…..eto sundorrrrrrrrrrr..SubhanAllah 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻❤️
💕🥰
খুবই সুন্দর , আমি পরিবার সহ ২১ সালে গিয়েছিলাম সকালে মেঘের সমুদ্র এখনো চোখে ভেসে আছে , আপনাকে আমার বরাবরই ভালো লাগে মার্জিত কথাবার্তা আপনার l
Thank you 💕
সাজেক গিয়েছি।দারুণ সুন্দর জায়গা! আজ আপনার চোখ দিয়ে আবারও দেখলাম।অসাধারণ লাগলো!! ধন্যবাদ
My pleasure
সাজেক দেখার মতো একটা জায়গা 😊
প্রথম দর্শনে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য ❤❤
🥰
অসাধারণ দূর্লভ একটি মনোরম প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
My pleasure
Khub sundor .Im proud of my country. Lol
Lol??
From India, appreciating your sincere effort to highlight natural beauty of our neigbouring lovely sister "Bangladesh". It is very similar to Indian state "Meghalaya" , home of the clouds.
Thank you dear 💕
@@AdventureTube21 Please carry on your sincere effort "Highlighting Motherland". The best what all we can do in our short span of life.
নয়ন মুগ্ধকরা সূর্যোদয়।মেঘের রঙের খেলার ফটোগ্রাফি মনোমুগ্ধকর।অসম্ভব সুন্দর একটি ভ্লগ।ভাইয়া আপনার সাহসকে জানাই হ্যাটস অফ।কিভাবে একা একা এজঙ্গল দিয়ে হেঁটে গেলেন।ভাবতেই পারছিনা।আর ভূতের গল্প শুনে ভয়ে হিম হয়ে গেছি।কি ভয়ংকর অভিজ্ঞতা।এরপরের ভ্লগে কোথায় আপনার ভ্রমন হবে দেখার অপেক্ষায় আছি।শুভ কামনা নিরন্তর।
Thank you dear 💕🥰
ফারুক ভাই অসাধারণ ড্রোন ভিউ দেখালেন। আমি একবার গিয়েছিলাম কিন্তু উপভোগ করলাম আপনার ভিডিও দিয়ে। Thanks lot.
My pleasure
আপনার কথা বলার স্টাইল টা আমার খুব ভালো লাগে। কলকাতা থেকে দেখছি।
শব্দ চয়ন ও উপস্থাপনের বিষয়টিও চমৎকার।
Thank you 💕🥰
Breathe taking view......amazing Alha'mdulillah Alha'mdulillah Alha'mdulillah. Drone ta use kore khub valo korechen farooq bhai. Jemon view temni apnar drone theke neya shot...ma sha Allah . Mohan rabbul ala'min ki baniye rekhechen....subha'n Allah. Apnar vid dekhe mone hocchilo ural diye chole jai. Allah bachiye rakhle jabo ekdin in sha Allah!!
Alhamdulillah. ভাল লেগেছে জেনে খুশী হলাম। ধন্যবাদ। 💕
অনেক ইচ্ছে ছিল যাবার, যাওয়া হয়নি। অনেক অনেক সুন্দর হয়েছে । অসাধারণ !!!!
Thank you 😊
এক কথায় অসাধারণ । আর কি লিখবো বুঝতে পারছিনা ❤️ভাষা খুঁজে পাচ্ছিনা।
আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই 🥰💕
এই বয়সে অনেকে টাকা জমায় খরছ করে না, আর আপনি টাকা নষ্ট করে ভ্রমন করেন দেশ বিদেশে আপনার ঘুরাফেরা অনেক ভালো লাগে মনে হয়, আপনও একজন ভ্রমন পিয়াসু মানুষ দোয়া রইল শুভকামনা রইল আপনার জন্য। ❤
Thank you
আমার দেশের মত যদি আমার দেশের মানুষ গুলা সুন্দর হত, আমরা সব জায়গায় সম্মানিত হতাম!
🥰💕
সব দেশেই ভালো খারাপ মানুষ থাকে
ফারুক ভাই
সাজেক অনেক বদলে গেছে আগের ভিডিও থেকে এইবার অনেক কিছু নতুন দেখলাম এবং জানলাম কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হলো ।নতুন কটেজ হয়েছে লোকজন অনেক বাড়ছে আপনার এই সুন্দর বর্ণনার জন্য অনেক ধন্যবাদ ।আশা রইল আগামীতে অন্য কোথাও আরো সুন্দর জায়গায় আপনারা সুন্দর ধারা বর্ণনা শুনতে পাবো আবারো।
ধন্যবাদ❤
@@sharifa442 inshallah bhai. Thank you 😊
গল্পটা আমি বিশ্বাস করেছি। এমন অনেক সত্যি গল্প আমি শুনেছি।
🥰💕
অনেক সুন্দর। আমি আপনার ব্লগ দেখি ৩ বছর যাবৎ। সত্যিই অসাধারণ।
Thank you 😊
বাংলার অপরূপ সৌন্দর্য খুব ভালো লাগলো ধন্যবাদ স্যার, বাহরাইন থেকে দেখছি
ফারুক সাহেব, আমরা আছি আপনার সঙ্গে। অপূর্ব সূর্যোদয় আর কুয়াশার নদী। ড্রোন ফটোগ্রাফি অনিন্দ্য সুন্দর। ভালো থাকুন।
Thank you 💕🥰
শীতের রাতে ঘরে বসে ফারুক ভাইয়ের ক্যামেরায় তুলে আনা সাজেকের সার্বিক সৌন্দর্য যেভাবে উপভোগ করলাম তা সত্যি অতুলনীয়।
Thank you 😊
আলহামদুলিল্লাহ! কি অপরূপ সুন্দর আমার বাংলাদেশ!একেবারে মুগ্ধ হয়ে গেছলাম। ধন্যবাদ আঙ্কেল অসাধারণ দৃশ্য উপস্থাপনের জন্য।
বি: দ্র:-★সুন্দর পরিবেশকে সুন্দর রাখতে আমরা দায়িত্ববান হই অন্যকে সচেতন করি★
Thank you
সাজেক আমাদের দেশের সেরা টুরিষ্ট স্পট। সাজেক কে এর আগে এতো সুন্দর করে কেউ ভিডিও করে দেখাতে পারেনি, আমার বিশ্বাস। সূর্যোদয় ও সূর্যাস্তের ভিডিওগুলো কি অসাধারণ ছিলো। ও হ্যা সম্ভবত চাকমা ভাষায় "পেদা টিং টিং" এর একটা আভিধানিক সুন্দর অর্থ আছে,আমি জানতাম ভুলে গেছি। পরের পর্বের অপেক্ষায় রইলাম। সুস্বাস্থ্য কামনা করছি। শুভকামনা।
Thank you. Appreciate your kind words & continuing support. 🥰💕
আংকেল আপনার ল্যান্ডস্কেপ ও ড্রোন শটগুলো এক্সিলেন্ট ছিলো।।।।।।।❤❤❤❤🎉🎉🎉
Thank you 😊
সাজেক আল্লাহ তালার এক অপূর্ব সৃষ্টি, সেপ্টেম্বর -অক্টোবরে এর রূপ সবচেয়ে সুন্দর।❤❤❤
Thank you 😊
Apnar video amr vlo lage onk information pawa jay ..... Nabil vai amr elakar boro vai....
Thank you 🥰
আমি বিশ্বাস করি, কারণ এরকম একটা ঘটনা আমার আব্বার সাথে হয়েছিল।
🥰
I think no one intrduce Sajel like you before, beautiful!!!
I am glad that you have enjoyed it. Thank you.
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! সাজেক খুবই সুন্দর! আপনার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ!আমি যখন হাটছিলেন! গা ছম ছম করছিল! সাজেকের দৃশ্য এতই মনমুগ্ধকর যে ভাষায় প্রকাশ করা যাবে না! আমার ভীষন খুশি লাগছে আপনি মালা ভাবীকে নিয়ে আবার আসছেন!So romantic! ভাইয়া আমি আপনাকে আর মালা ভাবীকে ভীষন ভালবাসি! আপনারা আমার খুব প্রিয়! ভাইয়া আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনার honest reviews আর অভিজ্ঞতা শেয়ার করার জন্য! ভাল থাকবেন! সুস্হ থাকবেন! আল্লাহ হাফেজ!❤
Waalaikum Assalam. My pleasure dear. Thank you 😊
Enjoyed to the fullest!!!!
Hope one day we can go there.
Inshallah
Chomotkar blog.khub valo laaglo
Thank you
আহা অসাধারণ সুন্দর একখানি vlog উপহার দিলেন ভাইজান 😊
Thank You so much ❤
Thank you 😊
মোগলাই পরোটা যে তৈরী করেছে তার হাসিটা বেশ❤
💕🥰
প্রিয় আংকেল,আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে দেশ, বিদেশ দেখছি
Thank you.
রাতের অন্ধকারে একা একা হাঁটার অনুবতি শেয়ার করেছেন সূর্যদয় ⛅ দেখার পর এক কথায় অসাধারণ দাদা ভাই সেই সাথে ভূমন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানলাম অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনার জন্য দোয়া রইলো
Thank you 😊
Assalamualikum vai. Khub sundor laglo video ti. Vai apnar abbu r thekha khahini sunlam. Vai prithibi te sob kicu ace. Ami bishsas kori. Amar nijer jibone ghothece. Valo thakben vai.
Waalaikum Assalam. Most of us don’t believe it or even don’t know it. Thank you bhai. 🥰
আসসালামু আলাইকুম ভাইয়া, কি বলবো ভাইয়া, ভাষা হারিয়ে ফেলেছি, অসাধারণ ভিউ দেখালেন ভাইয়া, যা আপনার ধারা সম্ভব, অনেক দোয়া রইলো, ভাইয়া, নিরাপদে ও সুস্থ থাকবেন। ❤❤
Waalaikum Assalam. Many thanks dear. 💕
Vaya salam . Onek din por deksy aper vidio. Sotty Jokhon aka aka Hatsilen voy lagsilo
স্রষ্টার সৃষ্টি এই সৃষ্টিতে
যদি একজন মানুষ সারাজীবন ধরে
সারা পৃথিবী ঘুড়ে দেখতে পারতো
তাহলেই স্বার্থক হতো ,,
কারণ ঘরে বসে হাজার কোটি টাকার থেকেও কোন মূল্য নেই ,,
যদি আমরা সারা পৃথিবী সৃষ্টি না দেখি 🌿🌿🌷🌷🌿🌿,,
শুভকামনা ভালবাসা নিরন্তর 🌿🌿💚💚🌷🌷🎼🎼🌿🌿🌷🌷
Thank you 😊
আমার সালাম নিবেন। আপনার সাজেকের ভিডিও বেশ এনজয় করছি। আপনার গল্প শুনে বেশ ভয় ভয় লাগছে।জানি এটা মনের ব্যাপার তবুও ভয়....। উজ্জ্বল ভাইয়ের চিকেন রেসিপি শুনে ভালো লাগলো। সূর্যোদয় অনেক সুন্দর একটা মুহূর্ত। তেমনি সূর্য অস্ত। সাজেক ভ্যালি ধীরে ধীরে তার সৌন্দর্য হারাচ্ছে। আগের সেই প্রাকৃতিক দৃশ্য এখন দেখা বেশ কষ্টকর। ধন্যবাদ ভাই আপনাকে। সবাই খুব ভালো থাকবেন।
Waalaikum Assalam. Thank you bhai 🥰💕
Masallah onk sundor akta video dada
Thank you.
আসসালামু আলাইকুম ভাই। সাজেক ভ্যালির সূর্য উদয়ের যে অপূর্ব মোহনীয় সৌন্দর্য আপনি তুলে ধরলেন সত্যি অসাধারণ মনে রাখার মতো।একা অন্ধকার নির্জন বনের মাঝ দিয়ে সূর্য উদয় দেখতে চলে গিয়েছেন সত্যি আপনি একজন বীর পুরুষ। আপনার গল্প কাহিনি খাওয়া দাওয়া আড্ডা আর আপনি সাজেকের সৌন্দর্য যেভাবে উপস্থাপন করলেন সত্যি অসাধারণ লেগেছে। ভালো থেকেন মহানায়ক। Fiamanillah.
Waalaikum Assalam. My pleasure dear. Appreciate your kind words & continuing support. Jajakallah Khairan
আসসালামু আলাইকুম ভাই। পাহাড়ের উপরের ছবি টা এবং গাড়ির সামনে আপনার ছবি টা অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফেন এর রেষ্টুরেন্টে আপনার জন্য যে নিজ হাতে রান্না করেছে প্রত্যেকটা খাবার ছিলো ভালো বাসায় পরিপূর্ণ, দেখেই বুঝা গিয়েছিল খাবার গুলো সাধে ভরপুর । সমস্ত পৃথিবীতে এভাবেই আপনার জন্য সবার ভালো বাসা ছড়িয়ে থাক দোয়া করি। ভালো থেকেন। Fiamanillah.
আসসালামু আলাইকুম ভাই। পাহাড়ের উপরের ছবি টা এবং গাড়ির সামনে আপনার ছবি টা অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফেন এর রেষ্টুরেন্টে আপনার জন্য যে নিজ হাতে রান্না করেছে প্রত্যেকটা খাবার ছিলো ভালো বাসায় পরিপূর্ণ, দেখেই বুঝা গিয়েছিল খাবার গুলো সাধে ভরপুর । সমস্ত পৃথিবীতে এভাবেই আপনার জন্য সবার ভালো বাসা ছড়িয়ে থাক দোয়া করি। ভালো থেকেন। Fiamanillah.
@@yesminamin9654 Waalaikum Assalam. প্রতিটি খাবার আসলেই সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan 🥰
আপনার মতই একি অবস্তা আমার বান্দরবানে হয়েছিল ভাই😮 এমন ভয়ংকর রকম সব আওয়াজ আসছিস বন থেকে যা হার্ট আট্যাক আসার মতই অবস্তা ভাই😢😟 আপনি অনেক সাহসী বলতে হবে😮 তবে সেই লেভেলের এডভ্যানচার হয়েছে ভাই❤❤❤
Thank you 💕
Khub e chomotkar ❤❤
Thank you 😊
আমার দাদা ভাই নেই ,তাই দাদা বলেই সম্বোধন করছি সংসার করে যে টুকু টাইম পাই ফোন ধরার। সত্য কোনো সফলতা সহজে আসে না।গল্প হলেও। হয়তো সত্য। ছোট বেলায় বাংলাদেশের ভুতুড়ে গল্প শুনতাম এখন ভারতের হয়তো আছে অনেক মারা ও যায়।সাজেকর দৃশ্য খুবই ভালো লাগছে।
Thank you 😊
ডুবাই থেকে মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখলাম। ভূতের গল্প শুনে কিচেন এ রাত একটার সময় এ ফল কাটতে গিয়ে ভয় পেলাম 🤣🤣 Really uncle ❤️ আর সাজেকের natural সুন্দর বহুলাংশে কমে গেলো যএতএ দোকান পাট আর কটেজে। যেনো মনে হলো একটি বস্তী এলাকা। এমন কেন হবে? প্রফেশনাল হোটেল রিসোর্ট মালিকদের ইজারা দেওয়া উচিত ছিল। যার ইচ্ছা বাঁশ বেত দিয়ে একটি ঘর বানালে রিসোর্ট বা কটেজ হয় না।ধন্যবাদ
সত্যি আগের সেই সৌন্দর্য নাই। ধন্যবাদ।
ইশ! ফারুক ভাই যদি আমিও থাকতে পারতাম। সূর্যোদয় দারুণ !!
🥰💕
Nature view Amazing chilo
🥰
অপেক্ষার অবসান হলো
🥰
You’re videos so excellent. Thank you so much have a wonderful trip
Thank you 😊
আমার দেখা সাজেকের সেরা ভিডিও 😮
Thank you
Beautiful😍✨❤ excellent... Movie r moto...
Thank you 🥰
অসাধারণ ছিল 😊
Thank you
অসাধারণ একটি ব্লগ
ধন্যবাদ ❤
Welcome
মাশাল্লাহ খুবই সুন্দর জায়গা
Thank you
অসাধারন একটি পোস্ট।
Thank you 😊
Oshadharon...
💕
ড্রোন শুট গুলো আসলেই অনেক সুন্দর হয়েছে ❤
Thank you
মনটা ভরে গেল
আসসালামুয়ালাইকুম আঙ্কেল। আজকের ভিডিও টি দারুন ছিলো। আমি সাজেক গিয়েছিলাম বর্ষা কালে, তখনকার প্রাকৃতিক সৌন্দর্য ছিলো অসাধারণ । আপনি সাজেকে খাবারের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলেন কিন্তু আমার খাবার অসম্ভব মজা লেগেছিল। ওদের খাবারে মশলা কম এটা আমার ভালো লেগেছিল। যাইহোক এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤।
Waalaikum Assalam. My pleasure dear 💕
অসাধারণ আপনার সাহসিকতা 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🥰
Amazing photography at the end.
Thank you 😊
I love it. Faruque Bhai.
Glad to hear that. Thank you.
You have done justice to the beauty of this place through your lens …. breathtakingly beautiful 😮
Thank you 💕🥰
Opurbo ! Sàjek valley te hariye gechi apnar Shathe ! Khub khub e enjoy korchi ! Still watching !
Ki opurbo shundor shokaler view ! Subhan Allah ! Apni onek koshto korechen ei view amader Ke dekhanor jonno ! Eto shundor morning 🌄🌅 dekhte parlam apnar jonno e !
Many thanks for sharing such a Nice and beautiful vlog !
Shuvo kamona apnar jonno !
Valo thakun obiram !
Thank you 💕🥰
Good information vIya
Good afternoon! Thank you
অসাধারণ ভিডিও সুন্দর
Thank you
Sajek apurva sunder... aapni anek lucky person.
Alhamdulillah
Apnar sobcheye sundor dialogue amar kache
"Prithibir sobcheye sundor gram amar benukhali"
Thank you 🥰💕
Osm Osm and osm ❤❤❤❤❤❤
Thanks for liking
Thanks a lot for taking much risk for us and satisfied our taste greatly. Me and my family enjoyed it very much. Allah bless you. Hope we will get this type video more.Pray for us that we can see all your video.
Inshallah dear. Thank you 💕
Great work dadu. Thanks!
Always welcome
বাঁধা কপি হাফ সিদ্ধ আমার খুব প্রিয়😊😊
আসলেই খেতে অনেক মজা ছিল। 🥰
এক কথায় অসাধারণ, ইনশাআল্লাহ দেশে গেলে সাজেক যাওয়ার চেষ্টা করবো,ধন্যবাদ ভাই জান আপনার জন্য এত সুন্দর জায়গা দেখতে পেলাম ❤
My pleasure
❤❤❤❤❤বলার কিছু নাই।
💕
Opurbo sundor !
💕
আপনার ভাগ্য ভালো, কারণ পাহারে শান্তি বাহিনীর একটা ঝামেলা তো মাঝে মাঝেই হয়৷ যদিও সাজেকে সেই ঝামেলা নাই, কিন্তু নিরিবিলি পাহার একটু ভয়ংকর, বিশেষ করে মানুষের কথা যেহেতু বললেন। ভুত সে তো ভাগ্যে থাকলে তবেই না দেখা হয়। 😂😂
সত্যি বলেছেন। ধন্যবাদ 💕
assalamualaikum vi....apni r aka ber hoben na...mukti pon Chai lokjon dhore Nia u know bangladesh...
Thank you
Uncle,❤❤❤ you are absolutely unique. First 4 minutes e Sajek er j view ta dekhlam, amn ta kokhono kolpona kori e nai. The road without people is mindblowing ❤❤❤
Thank you 😊
Thanks Farook vai for shooting a nice blog. Specially drone shoot was amazing. In this blog we found a brave Farook vai, who takes lot of risks for making nice blog. Once again thank you so much for this blog.
My pleasure bhai. Thank you 🥰
Spectacular photography
Many thanks!
স্যার আবারো দুরদান্ত হইছে ❤👍 আগ্রাবাদ চট্টগ্রাম থেকে
Thank you 😊
ফারুক ভাই, আপনার ক্যামেরায় অসাধারণ নক্ষত্র খচিত আকাশ!!! 👍💝
Thank you 😊
Absolutely amazing...
Thank you
নিশি ভুতের গল্প আমাদের এলাকাতেও প্রচলিত আছে।
🥰
I have enjoyed a lot thanks a lot uncle.❤❤❤
Glad to hear that
❤ Assalamualikum Bhai ❤ Very Nice ❤ Thanks ❤
Waalaikum Assalam
Sajek valley needs much attention from the tourism department for its beautification and safety of the tourists, so many places are vulnerable. However drone shots were mesmerizing as usual.
Thank you 😊
ভাই ফজরের আগে এই সময়টা (মানে যখন আপনি বেরিয়েছেন) অনেক বাজে একটা সময়। এই সময়টাতে জ্বীন এবং দুষ্ট মানুষ চলাফেরা করে, শিকারী পশুও এমন সময় শিকার করে। সাজেক পাহাড়ের উপরে অবস্থিত আর হাদিসে আছে জ্বীনদের একটা অংশ পাহাড়ে বসবাস করে। আমি নিজের গভীর রাতে কক্সবাজার থেকে মোটর বাইক চালিয়ে ঢাকা এসেছি। গভীর রাতের পাহাড়ি রাস্তার ভাইব আসলেই রোমাঞ্চকর। সাজেক আসলেই দিনে দিনে শহুরে হয়ে যাচ্ছে, আমি দুবছর আগেও গিয়েছিলাম মোটর বাইক চালিয়ে। সর্বোপরি আপনার সাজেক সিরিজের ভিডিও জোস লাগলো।
Thank you 🥰
প্রিয় আংকেল কি জানে! আমি যে তাঁর দুর্দান্ত রুচি এবং মনের ভক্ত...
# শুভকামনা 💚....
Thank you 🥰💕
আঙ্কেল, আপনার ভিডিও দেখলে মনে হয় যেন কেও আমাকে ফোনে ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখাচ্ছে।
আরো মোনে হয় আমার family এর কেও যেন ঘুরতে গিয়ে specially আমার জন্য ভিডিও করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। ❤❤
এজন্য হয়তোবা চার বছর ধোরে ধারাবাহিক ভাবে ভিডিও দেখছি তবুও boring feel হচ্ছে না😍।
Thank you uncle for giving me such beautiful videos❣️❣️
My pleasure dear uncle. I am glad that you enjoy them. Thank you 💕
আপনি যে গল্প বললেন, এ-ই ধরনের গল্প আমাদের দাদা দাদীরা এ-ই বলেছে।
🥰💕