ঈদ শেষে ফিরে এলাম সংসারের চিরচেনা ছন্দে | Dressing Table Organization | Beef Puff Pastry | Mum Hira

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 566

  • @BangladeshibloggermumHira
    @BangladeshibloggermumHira  2 роки тому +65

    আসসালামু আলাইকুম। আপনারা আমার ফেসবুক পেজটি follow করে সেখানেও কমেন্ট করে রেসিপি শেয়ার করতে পারেন। আমার পেজ এর লিঙ্কঃ facebook.com/MumHira

    • @adamssumon7428
      @adamssumon7428 2 роки тому +2

      Apu apnara messager ASE?ettu Kotha boltam plz

    • @YasminLifestyle
      @YasminLifestyle 2 роки тому

      আমি আপনাকে অনেক বার fb te ম্যাসেজ করেছি উত্তর পাইনি

    • @mdriponahmad3367
      @mdriponahmad3367 2 роки тому

      @@adamssumon7428 77o-ú hmmm

    • @audrymahi5143
      @audrymahi5143 2 роки тому

      আপনি ভালো মানুষ

    • @momotazbegum690
      @momotazbegum690 2 роки тому

      Apu tomar ajke r video ta khub balo laglo agiye jaw amra tmr pashe aci takhbo insaallah fb akdin tmr shate kotha bolci mone ace pore bolalm je ar birokto korbo na ok 😉😉😄😄💝💝

  • @sheulysimivlogs2090
    @sheulysimivlogs2090 2 роки тому +58

    আপু আমি যতই আপনার ভিডিও দেখি , জীবনের অন্যরকম একটা মানে খুঁজে পাই । মাশাআল্লাহ আপু । আপনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি । আল্লাহ তাআলা আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন । আমীন

  • @MdShamim-wq3tn
    @MdShamim-wq3tn 2 роки тому +17

    আসসালামু আলাইকুম আপু!আপনার সুমিষ্ট কন্ঠ, গুছিয়ে কথা বলা আর কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নেআমত,যা খুব কম মানুষকেই তিনি দিয়ে থাকেন।

  • @RajuAhmed-rk7tg
    @RajuAhmed-rk7tg 2 роки тому +19

    যতই দেখি ততই দেখার ইচ্ছা বেড়ে যায়... এতো গুছিয়ে কথা বলা কাজের পরিপাটি আপনার কাছ থেকেই আসা করা যায় 🥰❤️

  • @ummahkulsum8778
    @ummahkulsum8778 2 роки тому +23

    আপু আপনার কথা মন ছুঁয়ে যায় ! আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @abirasraful2887
    @abirasraful2887 2 роки тому +17

    আপু আপনার ভিডিও যত দেখি তত অবাক হয়, আপনি মনে সব কিছু জানেন অল্পতে বোঝাতে পারেন,অনেক ভাল লাগে 🗽🗽

  • @jasminpia5882
    @jasminpia5882 2 роки тому +7

    আপু আপনার কথাগুলো শুনে অন্য রকম জগতে চলে যাই।জীবনটা বড়ই অদ্ভুত তাইনা।

  • @TheMagicOfSuiDhaaga
    @TheMagicOfSuiDhaaga 2 роки тому +8

    I am from India.I know little bit of Bengali but Sometimes I don't understand your language, even I watch your video and I love it keep it up like that my good wishes are with you.

  • @farganashikdar8156
    @farganashikdar8156 2 роки тому +1

    আপনার কথা শুনলে শুনতেই মন চায়। কেন জানি খুব আপন মনে হয়।ভালো থাকবেন আপু।

  • @nabilAli-gq6uz
    @nabilAli-gq6uz Рік тому

    আপনার কথা গুলো এতো সুন্দর আপু যত দেখি আবারও দেখার ইচ্ছে বেড়ে যায়।

  • @henasalim1001
    @henasalim1001 2 роки тому +4

    ঠিক বলছো, বাবার প্রতি মেয়েদের ভালোবাসা কখনো পরিবর্তন হবে না।

  • @shamimislam6903
    @shamimislam6903 2 роки тому

    আসসালামু আলাইকুম। আপনার ভিডিও বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। সাংসারিক অনেক কাজকর্ম শিখেছি আপনার ভিডিও দেখে। আজকের ভিডিও এর শেষের কথাগুলো শুনে খুব ইমোশনাল হয়ে গেলাম। বন্দী মানুষ আর মুক্ত মানুষের পার্থক্যটা আপনি কতো ভালোভাবে বুঝালেন। সত্যি আপু আপনি অসাধারণ

  • @mdfahim2111
    @mdfahim2111 2 роки тому

    আপনার ভিডিও যতই দেখি ততই অবাক হয়ে যাই একটা মনুষের কত গুন থাকতে পারে। ইউ আর অল রাউন্ডার।এগিয়ে য যান আল্লাহ আপনার মুংগল করুক

  • @afrinaakther7982
    @afrinaakther7982 2 роки тому

    ব্লগ তো অনেকই বানায় আপু কিন্তু আপনার ব্লগ ভালো লাগো কারনটা পুরাটাই আপনার কথা গুলির জন্য, মাশাআল্লাহ আপনার কথা গুলিই অনেক ভালো লাগলো।ধন্যবাদ 😊

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 роки тому

      আপনাকেও অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন।

  • @antorruby2511
    @antorruby2511 2 роки тому +8

    আসসালামু আলাইকুম, আপু।
    আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি।আপনি সব কাজ অনেক সুন্দর করে গুছিয়ে করেন।আপনার ভিডিও যারা একবার দেখবে, তারা আপনার কাজের প্রতি মুগ্ধ হতে বাধ্য। সত্যি আপু,আপনার থেকে অনেক কিছু শিখেছি।দোয়া করি,এভাবে আপনি যাতে সামনে এগিয়ে যেতে পারেন।

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 роки тому

      ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু।

  • @tabeatahsinshuchi5314
    @tabeatahsinshuchi5314 2 роки тому +5

    আজকে আমি ফার্স্ট ভিডিও দেখা শুরু করলাম। 😍😍

  • @sefamoni
    @sefamoni 2 роки тому +6

    আপু আমি প্রথম কমেন্ট করলাম,,আষা করি ভিডিওটা অন্য দিন এর মতো সুন্দর হবে

  • @mostafroza6788
    @mostafroza6788 2 роки тому +1

    আপুর প্রতিটা কথা, উপদেশ আমাদের চলার পথে সহায়ক হিসেবে কাজ করবে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমীন।

  • @Tashriqsmom
    @Tashriqsmom 2 роки тому

    আপনি এতো সুন্দর করে কি করে কথা বলেন এটা আমি বুঝতেই পারি না একটা মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না।আপনার আজকের কথাগুলো শুনে আপনাকে দেখার ইচ্ছা সামনাসামনি সাক্ষাতের ইচ্ছা আরো বেশি তীব্র হয়ে গেল আপু ধন্যবাদ।

  • @মেহেদিহাসানসুজনহাওলাদার-ণ৬খ

    আপু আপনার ভিডিও জন্য অপেক্ষায় ছিলাম 🥰🥰

  • @koliahmed6376
    @koliahmed6376 2 роки тому

    আপু এটা আমার ১ম কমেন্ট। আপনার কথাগুলো শুনে এতো বেশি ভালো লাগলো যে আপনাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না৷ আল্লাহ আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ভালো রাখুক৷

  • @ummenafis7950
    @ummenafis7950 2 роки тому

    যখনই আমার মন খারাপ লাগে বুঝতে পারিনা কি করবো বা হতাশায় ভুগি ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় আপু তোমার ভিডিও গুলো সামনে আসে আর ভিডিও তে বলা তোমার কথাগুলো আমার জন্য অনেক উপকারী আপু❣️ একজন বড়বোন যে ভাবে তার ছোট বোনদের বোঝায় মনে হয় তুমিও আমাকে সে ভাবেই বোঝাচ্ছ, ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইলো তোমার ও তোমার পরিবার এর সবার জন্য।❤️❤️❤️

  • @taniatanjin1979
    @taniatanjin1979 2 роки тому

    আপনি অনেক ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ। কথাগুলো খুব বেশি মন ছুঁয়ে যায়।

  • @jfjannatul5618
    @jfjannatul5618 2 роки тому

    ekdom last minutes er kotha gula kutay jeno click korlo apu,apnar bolar dhorontay emotions chilo kintu koto boro realistic Kotha bollen.Asolei Deyal er 2 pasher manusher koto alada jibon.Apni sohoje shob kicu buje jan apu tai bolteo paren eta onek boro blessing ja onno onekei amra sohoje reality related bisoy buje utte parina.♥️

  • @beautifulvideosbynusaiba5765
    @beautifulvideosbynusaiba5765 2 роки тому +4

    শত মন খারাপের মধ্যেও তোমার ভিডিও দেখে ভালো লাগলো। ভালো থেক আপু।

  • @soniasvlogcraft
    @soniasvlogcraft Рік тому +1

    আপু আপনার ভিডিও গুলো সত্যিই অসাধারণ হয়।

  • @suraiyajahansumona8728
    @suraiyajahansumona8728 2 роки тому

    Apu 2umar kotha mon k chuya giya cha.mashaallah vlog ta khub pranobonto.

  • @aidenabdullah613
    @aidenabdullah613 2 роки тому

    Aapu eto shundor kore valo valo massage deyar jonno onek dhonnobad

  • @shohelpopy8516
    @shohelpopy8516 2 роки тому +1

    আসসালামু আলাইকুম আপু আপনার সব কাজ ওনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখেন ভালো লাগে

  • @abc-cq2bk
    @abc-cq2bk 2 роки тому

    শেষের কথা গুলো শুনে মনটা খুবই খারাপ লাগছে, আপনার কথাগুলো আসলেই সত্যি আর সুন্দর যেইটা সত্যি মনের গভীরে ছুয়ে যায়।

  • @ridoykhan9304
    @ridoykhan9304 2 роки тому

    Apu apnar konto r kotha bolar doron kubi sundor. Kotha r kaj mile apni osadharon. Love u a lot.

  • @ahnafisrak4417
    @ahnafisrak4417 2 роки тому +1

    আপু,আপনার ভিডিও গুলো যতই দেখি ততই মুগ্ধ হই।💗💖💕

  • @priyanka7289
    @priyanka7289 2 роки тому

    Kotha gulo mon chuye galo... Khub bhalo kore jibon katan..

  • @fashiondesine361
    @fashiondesine361 2 роки тому

    Khub valo laglo, apnar kothagulo onk mulloban apu.
    Plzz apu apnar barandar gacgulo niye video diyen

  • @MdAbdullah-js9oh
    @MdAbdullah-js9oh 2 роки тому

    আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন অনেকদিন ধরে আপনার কথা শুনছি ইনশাল্লাহ ভবিষ্যতে ও শুনতে চাই

  • @linasalman700
    @linasalman700 2 роки тому

    অনেক ভালো লাগলো আপু। আমি ও মিতব্যয়ী হবার ঐ ব্যপারটা শুনেছি একটা ভিডিও তে। আবার ও তোমরা সাথে আমার ৩টা জিনিস মিলে গেল!! আমি ও ঝুমকার পাগল! আর আমি ও বিয়ের প্রথম দিকে অনেক বাজে জিনিস কিনেছি! কিন্তু কয়েক বছর ধরে আর কিনি না,ঐ চিন্তা করি যে,এক আনা সোনা কিনব,এক ভরি রুপা কিনব,কাজে লাগবে।ঐ মোটরসাইকেলে র খেলা দেখেছি, সাথে একটা গাড়িও ছিল।
    সবার দিন ভালো কাটুক।

  • @kishorifarhana4058
    @kishorifarhana4058 2 роки тому

    আলহামদুলিল্লাহ্‌,আপু আমরা বেঙ্গলর পৌঁছে গিয়েছে। ফ্রেস, খাওয়া-দাওয়া শেষ করে এখন আমি ও আমার মেয়ে আপনার ভিডিও টি দেখছি। আগামীকাল ডাক্তারের দেখানোর উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। আপু দোয়া রেখো।

  • @dilrubasultana1943
    @dilrubasultana1943 2 роки тому +1

    মাশা আল্লাহ আপু আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। খুব ভাল লাগে আপু আপনার কথাগুলো।

  • @mumtahijurrahmannahin9633
    @mumtahijurrahmannahin9633 2 роки тому

    আসসালামুআলাইকুম আমি অনেক ভিডিও দেখেছি আপু but কখনো কমেন্ড করি নাই।আপনার সব ভিডিও আমার ভালো লাগে।

  • @NusratJahan-zl7td
    @NusratJahan-zl7td 2 роки тому

    Apu tumar video dake to ami tumar big fan hoyakase ma sa Allah onak sondor video

  • @tempurshongsherblog1545
    @tempurshongsherblog1545 2 роки тому +1

    মাশাল্লাহ আপু❣️❣️ এটা আমার প্রথম কমেন্ট।। তোমার ভিডিও গুলো দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় আপু।। কি বলে যে কমেন্ট করবো তার ভাষা খুঁজে পাই না।।❤️❤️

  • @mdwashim67
    @mdwashim67 2 роки тому +2

    আপু কলাপাড়া থেকে বলছি, আপনার দেয়া ভিডিও যখনই উপহার পাই, আনন্দের সাথে উপভোগ করি, তার সাথে 'এন আরজি,ও পেয়ে থাকি। ভালো থাকবেন আপু। ইতি আপনার বিভাগের এক বোন।

  • @missesnoyon4461
    @missesnoyon4461 2 роки тому

    গত দুদিন ধরে আপনার ভিডিও দেখি খুবই গুচানো এবং পরিপাটি ।আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবো আশা করি ইনশাআল্লাহ

  • @Irabotis_life_in_uk2
    @Irabotis_life_in_uk2 2 роки тому

    Apnar chinta vabna gulu onnorokom kuthay jeno mone hoy amr shate onk mil, onk sundor kore guchiye kotha bolen Apni,

  • @bdmainulcookingvlog
    @bdmainulcookingvlog 2 роки тому

    আপু গো অনেক ভালো লেগেছে। অসাধারণ ভিডিও শেয়ার করেছেন করেছেন।।

  • @sumaiyaskitchenwithgardening
    @sumaiyaskitchenwithgardening 2 роки тому +1

    আপু আপনার কথাগুলো অনেক সুন্দর এবং অনেক শিক্ষনীয় । 😍

  • @parvinsultana4276
    @parvinsultana4276 2 роки тому

    Love you apu from India..... Apnake dakhle majhe majhe hingshe hoy.. Valo thakben ai dua kori

  • @Mampi1993
    @Mampi1993 2 роки тому

    Apa ami India theke bolchi. Apnake Amar khub valo lage. Apnar kotha sunley monta jeno khusi hoye jai.

  • @rumpaakter8877
    @rumpaakter8877 2 роки тому

    Apu ajker video r best part hoche nurer Babar proti valobasha❤️❤️ khub valo laglo.

  • @JannatMujahid
    @JannatMujahid 2 роки тому

    আপনার ভিডিও গুলো সত্যিই খুব সুন্দর। এতো সুন্দর করে গুছিয়ে কথা খুব কম মানুষ বলতে পারে। আপনার জন্য শুভকামনা

  • @sukladas7467
    @sukladas7467 2 роки тому

    Tmr vlog dekhte aunty ami r amr maa dujonei khub valobasi. Ami ekjon school student, tmi j kotha gulo bolo mainly majhe majhe j motivational kotha gulo bolo oi gulo seriously amke onek motivate kore.
    Love from Kolkata, West Bengal ❤️

  • @rafirihan3771
    @rafirihan3771 2 роки тому

    আপু আপনার ভিডিও দেখে,,, মানুষিক টেনশন গুলো চলে জাই,,,অনেক কিছু শিখতে পারি আপনার ভিডিও দেখে,,,

  • @mdshasorif6133
    @mdshasorif6133 2 роки тому +3

    আপু অনেক ভালো লাগলো দারুণ ধন্যবাদ ভিডিও টা দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম

  • @lamiaislamlamu8824
    @lamiaislamlamu8824 2 роки тому +1

    আপু ভিডিওটির যখন দিয়েছেন সাথে সাথে দেখা শুরু করেছিলাম অর্ধেটা দেখার পরে বিদ্যুৎ চলে যায় আর দেখাও বন্ধ হয়ে যায়,ভেবেছিলাম আজ প্রথম কমেন্ট করতে পারবো কিন্তু বিদুৎ আসার পরে পুরোটা দেখে শেষ করতে করতে অনেক কমেন্ট করা হয়ে গেছে,
    তার পরেও বলছি সব মিলিয়ে কথা আর কাজ উভয় অসাধারণ আপনি আপু 🥰🥰🥰

  • @dr.rasheda9711
    @dr.rasheda9711 2 роки тому

    Assalamualaikum.
    অল্প কিছুদিন ধরেই আপনার video গুলো দেখছি।
    অসাধারণ।বেশ সুন্দর করে কথা বলেন।
    হিজাবপিনগুলো আমিও ঠিক এভাবেই রাখি🙂
    ফ্রোজেন পরাটা দিয়ে এভাবে চটজলদি পেটিস তৈরী করি, বেশ ভালো হয়, আলহামদুলিল্লাহ।
    অনেকদূর এগিয়ে যাবেন, দোয়া করি।💖🤲

  • @lizamoni8931
    @lizamoni8931 2 роки тому

    Apu tmr kotha bollar style ta just osadaron ami jotobar e suni tmr prem e pore jai🥰🥰🥰i mean tmr voice er prem e ❤️❤️❤️amio chai tmr moto sundor kore kotha bolte aktu tips dio coto bon ta k🙈🙈🙈🙈

  • @nusratjahan867
    @nusratjahan867 2 роки тому

    Apnar ktha gula sune khub aggroho jage. issss😍apnak jodi samna samni dekhte paitam

  • @ifranislam1318
    @ifranislam1318 2 роки тому

    Apu tmr video gula dekle bastobik jibon upolobddi te ase.... Tmr video te jibon tar onno rokom akta mane kuje pai ...😭😭😭😭 Apu 3mas dore biye hoice .. doa korba tmr moto jate airokom sajie gucie songsar toiri pari ... Tumi khub bastobbadi...💖

  • @tufajuahmed9306
    @tufajuahmed9306 2 роки тому

    কেমন আছেন আপু,,,,আমি আপনার সব গূলা ভিডিও দেখি আর জীবন সাজাতে অনেক সাহায্য পাই

  • @wahidasultanalucky4541
    @wahidasultanalucky4541 2 роки тому

    এত সুন্দর করে লাল দেয়ালের ব্যাখ্যা আর তাৎপর্য্য বললে আপু কমেন্টে না লিখে পারলাম না।দীর্ঘদিন তোমার কন্টেন দেখি নিরবে কখনো লিখি না।আজ এই একটা কথাই আমায় কিছুক্ষন ভাবালো।তোমার চোখে এরকম একটা বিষয় এভাবে আটকালো তুমি সত্যিই ভিন্ন মনের মানুষ।দোয়া রইলো।

  • @tanhamone6894
    @tanhamone6894 2 роки тому

    সত্যি আপু আপনার সব ভিড়িও অতুলনীয়, ভালো থাকবেন আপু আললাহ হাফেজ,

  • @mdmamunmdmamun2152
    @mdmamunmdmamun2152 2 роки тому

    Apu apnr vedio ar Opekhay chilam.Masha Allah onek sundor akta vedio.

  • @seaidhossain2783
    @seaidhossain2783 Рік тому

    তোমার ভিডিও গুলো সত্যিই খুব খুব খুব ভালো লাগে আপু তুমিও খুব ভালো মানুষ

  • @hdhdhdhdhdhdjdjd3621
    @hdhdhdhdhdhdjdjd3621 2 роки тому

    আপু খুব ভালো লেগেছে তবে অনেক অপেক্ষা ছিলাম অবশেষে পেলাম তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছি নিজেকে ও অনেক ভাবে গুচিয়ে নিয়েছি সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকো দোয়া করি

  • @pratimaslifestyle5607
    @pratimaslifestyle5607 2 роки тому

    দিদি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার ভিডিও আজ দুদিন হলো দেখছি সব ভিডিও গুলি মোটামোটি দেখেছি যত দেখছি ততোই যেন মুগ্ধ হযে যাচ্ছি অসাধারন তোমার কন্ঠ আর তোমার বলার ধরন

  • @ReviewwithDipa
    @ReviewwithDipa 2 роки тому

    অসাধারণ video. অপূর্ব presentation. এত ভালো লেগেছে যা হয়ত ভাষায় প্রকাশ করা যাবে না। খুব ভালো থাকবেন।

  • @pintugazi5523
    @pintugazi5523 2 роки тому

    ওয়ালাইকুম আসসালাম,,,,, অনেক ভালো লেগেছে,,,,, আর অনেক কিছু শিকতে পারলাম,,,, আপু ধন্যবাদ আপনাকে

  • @জীবনযেখানেযেমন-ত৯ল

    আমি প্রথম কমেন্ট করতে পেরে আনন্দিত..... ভালো লাগা আমার ব্লগার আপনি। ভালো থাকবেন নুর এর জন্য ভালোবাসা🥰🥰🥰

  • @মাহফুজাশিমু

    আপনার কাছে শেখার জন্য অনেক কিছু আছে।

  • @mdratan9851
    @mdratan9851 2 роки тому

    Apu ata amr husband er id....
    Ami last 1 year apnr video dekhi.. Kokhono cmnt kori nai.. Eccha chilo cmnt korar ajk korlm... Apnk kmn j akta vlo lage bole bujhate parbo na.. Apnr video dekhle soto bestotar majhe oo relax feel hoy 💜💜❣️❣️

  • @sharmin7790
    @sharmin7790 2 роки тому

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,,, কেমন আছেন আপু ভাইয়া এবং নুরকে নিয়ে...?আপু আমি নিয়মিত দেখি আজ প্রথম এসেমেছ করলাম,, আমি শারমিন লিজা,,আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল,, সব সময় এমন হাসি খুশি থাকবেন,আল্লাহাফেজ।

  • @jenifashahariar357
    @jenifashahariar357 2 роки тому

    আমি ইউটিউব এ এসেই আগে তোমার ভিডিও চেক করি❤️

  • @bgspfashion7900
    @bgspfashion7900 2 роки тому

    ai first comment apu upnar vlog amar vishon balo lage 💞💞💞

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 2 роки тому

    প্যাটিসগুলো খুব ভালো হয়েছে। হিজাব পিনগুলো আমিও এভাবে রাখি। যদি সময় পাওয়া যায় তাহলে পুরোনো চুরি মালা দিয়ে অনেক সুন্দর DIY করা যায়। আমার বাসায় অর্গানাইজার এর বক্সগুলিও আমি নিজেই ডিজাইন করে বানাই কাগজের শক্ত কার্টুন দিয়ে। ভিডিও ভালো লাগলো আপু।
    অনেক ধন্যবাদ।

  • @nazmasultana8483
    @nazmasultana8483 2 роки тому

    ওয়ালাইকুম আসসালামু প্রিয় আপু।লাইক দিয়েই দেখা শুরু করলাম

  • @fariya3612
    @fariya3612 2 роки тому

    Assalamualaikum apu..khub vlo lage apnar video gulo...onk kichu shikte pari❤️❤️

  • @zschainu
    @zschainu 2 роки тому

    আসসালামু আলাইকুম। আপনার ভিডিও দেখলে সত্যিই মনটা ভাল হয়ে যায়।মনে হয় রোজই যদি দেখতে পেতাম।আপনার সাথে কত জায়গায় ঘুরে বেড়াই।কত ইতিহাস জানতে পারি।নতুন নতুন কত কিছু শিখছি।আপনার এই সাজানো গোছানো সংসার দেখে এই বুড়া বয়সে আবার নতুন করে সব সাজাতে ইচ্ছা করে।খুব ভাল থাকবেন আপনি।আর আমাদের ভাল থাকার জন্য নতুন নতুন ভিডিও দিবেন।কখনো এইটা বন্ধ করবেন না।

  • @BeutifulRecitation
    @BeutifulRecitation 2 роки тому

    মিউজিক টি দিল ছুঁয়ে যায়।

  • @ishrajahanvlogs1907
    @ishrajahanvlogs1907 2 роки тому

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু মেয়েদের প্রতি বাবাদের ভালোবাসা একটু বেশি থাকে।

  • @safisorkarsomon268
    @safisorkarsomon268 2 роки тому

    আপু আমি আপনার সব ভিডিও দেখি কিন্ত কোনো দিন কমেন্ট করি নাই আজকে না করে পারলাম না আপু আপনার ভিডিও দেখলে অনেক সমস্যার সমাধান পাওয়া যাই দোয়া করি আপু আপনে অনেক ভালো থাকেন

  • @nishatnisavlog3414
    @nishatnisavlog3414 2 роки тому +1

    তোমার কথা গুলো অনেক ভালো লাগলো আপু। অনেক ভালোবাসা রইল।

  • @afrinakter7511
    @afrinakter7511 2 роки тому +2

    খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু কিন্তু আরেকটা ভিডিও খুব শীঘ্রই চাই নূরের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো ....😊😊😊

  • @mdtaskin3022
    @mdtaskin3022 2 роки тому

    আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, আজকের ভিড়িওটা আমার মনের মতও আপু,কারন আমি অকারনে কোনও জিনিস নেইনা, প্রয়োজনীয় ছাড়া, আর আপু আপনার গুছানো কথা আর কাজ আমার অনেক ভালো লাগে আলহামদুল্লিহ

  • @mariyaakhter6120
    @mariyaakhter6120 2 роки тому

    আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে যখন দেখি তখন কোথায় জেন হারিয়ে জাই,,,,,

  • @tasnimaakter5112
    @tasnimaakter5112 2 роки тому

    Apu assalamualaikum. Ami apnar video gulo dekhi amr onk valo lage. Mas Allah apnar voice ta onk sundor. Apu ami notun songshar petesi apnar video dekhe onk kisu shikhte parsi.

  • @khalidahamad2647
    @khalidahamad2647 2 роки тому

    Apu apnar blog er opekkay chilam.koto bar j check kori.tnx apu blog dewar jonno

  • @fahmidamuna7239
    @fahmidamuna7239 2 роки тому +1

    Yaaaaaaaa ami wait kortesilm videor jonno...
    Thank you apu ❤️❤️❤️❤️❤️❤️

  • @afrozaahmed9739
    @afrozaahmed9739 2 роки тому +1

    Eid mubark, onek din por video pelam valo achen tuntuni ta nur valo

  • @sabrinaalam1642
    @sabrinaalam1642 2 роки тому

    আপুর বাবার কথা শুনে চোখে কেন জানি ইদানীং পানি আসে,,, ছয় মাস হল দুরে থাকি বলতে গেলে সপ্তাহেই দেখা হয় কিন্তু ইদানীং মিস করি বেশী 😭

  • @ummehabiba4109
    @ummehabiba4109 2 роки тому

    আজ প্রথমবার আপনার ভিডিও দেখলাম।মাশাল্লাহ এত সুন্দর করে কথা বলেন।মনটা ছুঁয়ে গেছে

  • @shamimjasmin2459
    @shamimjasmin2459 2 роки тому

    apoo tomr kotha golo sonlee asoleii monta santoo hoyee jayy....

  • @mitur_songsar
    @mitur_songsar 2 роки тому

    আপু তোমার ভিডিও দেখাতে দেখতে কোথায় যেনো হারিয়ে গেছিলাম৷ খুব ভালো লাগলো আপু।

  • @rumisaud1979
    @rumisaud1979 2 роки тому +1

    Amar dakha Best blogger

  • @বাউলমনআমার-ষ৪স

    আপু আপনার ভিডিও গুলো আমার মন ছুয়ে যায়

  • @raishahujaifa1662
    @raishahujaifa1662 2 роки тому

    Pobitrota imanar ongo .ai hadistir upoa apnar puropuri Amol asa donnobad Apu

  • @tasniyasaiyef2657
    @tasniyasaiyef2657 2 роки тому

    Mashaallah apu asker vlog ta onk vlo lagce hoito ekto late kore dekcilm tai.., 💞💞

  • @HumaiyraDailylife
    @HumaiyraDailylife 2 роки тому

    আপু আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে প্রথম কমেন্ট করলাম

  • @taniasultanasvlog
    @taniasultanasvlog 2 роки тому

    Apu ato sundor kora guchiya kotha bolan. Maa sha allah

  • @zannatesha8848
    @zannatesha8848 2 роки тому

    আসসালামু আলাইকুম আপু.... আজকের ভিডিও টা একবার নাহ্ ২বার দেখলাম আর খুব বেশী ভালোলাগা +কিছু শিখে নিতে পারলাম😍আপনার বাচনিক বহিঃপ্রকাশ মাশাআল্লাহ্ ভালো রাখুন আপনাদের ফি-আমানিল্লাহ্, আমাদের জন্যও দোয়া করবেন আপু🥰

  • @nujhatnowsinjara2635
    @nujhatnowsinjara2635 2 роки тому

    Good 👍 idea 💡 cute apu nure er school e tiffin ke banao pls recipe 🙏 deo