বার্ধক্য ও অসুস্থতার কারণে রোযা রাখতে না পারলে কি করণীয় ।। Sheikh Ahmadullah
Вставка
- Опубліковано 13 гру 2024
- অসুস্থতা কিংবা বার্ধক্যজনিত কারণে কেউ কেউ রোজা রাখতে অপারগ হয়ে যান। তখন তার করণীয় কী এবং শরিয়ত তার জন্য কী সুযোগ রেখেছে- সেটা অনেকে জানেন না। অথচ রোজার মোটামুটি সবকিছু জেনে রাখা একজন মুমিনের কর্তব্য।
অক্ষমদের জন্য ফিদিয়া
কোনো ধরনের ভুলভ্রান্তি হলে শরিয়তের পক্ষ থেকে যে বিনিময় বাধ্যতামূলক করে দেওয়া হয়- তাকে ফিদিয়া বলে। অপারগতার কারণে কোনো শারীরিক ইবাদত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই বিনিময়কে শরিয়তের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়।
পবিত্র কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন- আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া- একজন দরিদ্রকে খাবার খাওয়ানো।
(সুরা বাকারা, আয়াত : ১৮৫)
এ আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যারা সওম পালনে সক্ষম নয়, তাদের জন্য একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া।’ তিনি আরও বলেন, ‘এ আয়াত রহিত হয়নি। এ বিধান ওই অতিবৃদ্ধ পুরুষ ও স্ত্রীলোকের জন্য, যারা সওম পালনে অক্ষম। এরা প্রতিদিনের সওমের পরিবর্তে একজন মিসকিনকে পেট পুরে আহার করাবে।
ফিদিয়া কখন দিতে হয়
পবিত্র রমজান মাসে যারা রোজা রাখতে অক্ষম, তাদের জন্য বিকল্প বিধান রাখা হয়েছে। কারণ, আল্লাহ তার প্রিয় বান্দাদের ওপর অসাধ্য কিছু চাপিয়ে দেননি। তাই যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে ও অভিজ্ঞ ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে অক্ষম হন এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুস্থ হওয়ার পর রোজার কাজা আদায় করতে হবে। ওই ব্যক্তির জন্য ফিদিয়া নয়।
আর যদি ওই অসুস্থ ব্যক্তি কাজা করার আগেই ইন্তেকাল করেন, তাহলে তার পক্ষ থেকে আত্মীয়-স্বজন ফিদিয়া আদায় করবে। কেননা মারা যাওয়ার কারণে তার আর কাজা করার সুযোগ নেই। (হেদায়া : ২/১২০)
আর যদি অসুস্থ ব্যক্তির আরোগ্য হওয়ার সম্ভাবনা না থাকে কিংবা এমন বৃদ্ধ হন- যে কখনোই রোজা রাখার মতো সামর্থ্য ফিরে আসার সম্ভাবনা নেই, তাহলে ফিদিয়া আদায় করবে। (ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৫/৪৫৫)
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। (কাজা করে নেবে) আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া আদায় করা- অর্থাৎ একজন দরিদ্রকে খাবার খাওয়ানো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৪)
◉ ওয়াজ মাহফিল লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। ▶ চ্যানেলটি স্বাবস্ক্রাইব করে সহীহ দ্বীন প্রচারে সহয়োগিতা করুন। ◉ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি Subscribe করুন !! ▶ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন! ============================== Needs and Advice ============================ --------------------------------------- ✔Email: mkr300774@gmail.com ----------------------------------------- -------------✔Phone: +8801706-917791-------------------- ✔Brilliant +8809638288307 ----------------- ===============================FOLLOW US================================ ================= SUBSCRIBE►LIKE►COMMENT►SHARE ================== পিস ওয়াজ বিডি ►► / peacewazbd পিস ওয়াজ ►► / peacewaz ওয়াজ মাহফিল লাইভ ►► / @wazmahfillive শান্তি টিভি ►► / shantitv বাজিতপুর টিভি ►► / bajitpurtv আধুনিক টিভি ►► / @adhunik-tv If you like the video, please like, comment and share it with your friends. Don't forget to subscribe. I have two more channels to visit. Hope you see something better. Thanks. @peacewazbd @wazmahfillive @shantitv @bajitpurtv @peacewaz @adhunik-tv @adhunik-tv
#wazmahfillive #wml #ওয়াজমাহফিললাইভ