আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী! যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই! ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র বাংলা আধুনিক গানের অবিস্মরণীয় শিল্পী। প্রিয় শিল্পী কিংবদন্তি শ্যামল মিত্রের অসাধারণ কিছু কালজয়ী স্মরণীয় বাংলা গান নিয়ে অসাধারণ এক আয়োজন! ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় প্রিয়শিল্পী কিংবদন্তি শ্যামল মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
আমি বড় মূর্খ মানুষ। অন্তত গানের ব্যাপারে। কিন্তু এই একটা মানুষের গান শুনলে যেনো মনটা আর বাঁধ মানেনা। শ্যামল মিত্র আর সলিল চৌধুরী আমার সর্বকালের সেরা। কোথায় যেনো মনে হয় বাংলা গানের আধুনিক গানের জনক।
আমার একজন প্রিয় শিল্পী।শ্যামল মিত্রের গাওয়া গান যতই শুনি ততই যেন আপ্লুত হয়ে যাই।বাঙলার যে কজন শিল্পী আছেন শ্যামল মিত্র তাদের মধ্যে একজন।শিল্পী কে আমার সশ্রদ্ধ প্রণাম 🙏❤🙏❤🙏❤🙏❤
আমি ছেলেবলায় দাদার সাথেগান শুনতে যেতাম। আমার দাদা গায়ক ছিলেন। তিনি শ্যমল মিত্রের গান করতেন। তখন থেকে আমি তার ভক্ত ছিলাম আজও তাকে ভীষন ভালো বাসি।তার গান বাজলে সাথে গান করার চেষ্টা করতাম।তিনি আমার একান্ত আপনার ও আপনাদের সেইপ্রবাদ প্রতিম গায়ক।
কথাশিল্পী শরৎ চন্দ্র যিনি মনুষ্য চরিত্র বিশ্লেশোন করতেন, তেমনি শ্যামল মিত্র গানে গানে মন ভরিয়েছেন, সলিল চৌধুরী এর সুরে যে সব গান গেয়েছেন হৃদয় ছুঁয়ে গেছে, 🙏🙏💓💓👍👍👌👌
আমি শ্যামল মিত্র কে শ্রদ্ধাণজলী ঞাপন করছি। অসাধারণ।ফিরে দেখছি। অপূর্ব। বাংলা গানের সুরের ঝঙ্কার। সেই সোণালী দিনের কথা মনে পড়ে।ভাবায় সেই মধুর ছোঁয়ায়।
ভালো মনের মানুষ না হলে কোন বিষয়ে খ্যাতির চুড়ায় যাওয়া যায় না। শ্যামল মিত্র তাই সঙ্গীত জগতের শৃঙ্গে উঠতে পেরেছিলেন। তাহার গান জীবনের অতীত স্মৃতিকে জাগিয়ে তোলে এবং মনকে উদাশ করে দেয়। এই সকল গান আজীবন আমরা শুনবো, তিনি আমাদের কাছে অমর।
আজীবন প্রার্থনা করবো ,এই চিরো সুন্দর ,চিরন্তন শিল্পী আমাদের সস্থি শান্তি দেবার জন্য বারে বারে আমাদের মাঝে ফিরে আসুক ।পৃথিবীতে কি রেখে গেছেন হয়তো উনি জানেন না । বেঁচে থাকলে দেখতে পেতেন। উনার জন্য সারা জীবন কাঁদবো ।
একযোগে গাওয়া গানগুলো মনকে স্তম্ভিত করে, স্নিগ্ধ করে , কবি মনে পরশ পাথর হাওয়ায় সুর তুলে , ক্ষনিকের জন্য হলেও। হাওয়াই মিঠাই মেঘগুলো আকষ"নীয়। ধন্যবাদ।
এই সব মানুষেরা ধরাধামে একবারই আসেন। যেমন গানের কথা, তেমন গলা, তেমন সুর জীবনে কোন দিন এনাদের শূন্যতা পূরণ হবেনা।🙏🏻🙏🏻 সেই জন্যই সেটা স্বর্ণযুগ যেটা হাজার চেষ্টা করলেও ফিরে আসবে না।
শ্যামল মিত্র তো অসাধারণ, সেটা বলাই বাহুল্য।কিন্তু যিনি সঞ্চালনা করছেন তাঁর কন্ঠস্বর এবং বাচনভঙ্গির প্রশংসা না করলে ভীষণ অন্যায় হবে।নিসন্দেহে তিনিও অসাধারণ।তাঁর বলার ভঙ্গীর মধ্যে দিয়ে শ্যামল মিত্র আরও আরও জীবন্ত হয়ে উঠেছেন।🙏🙏🙏
যখন গান শোনার ইচ্ছে কেবল হয়েছে, তখন থেকে গান শুনতে শুনতে আমি বুড়ো হয়েছি, ওনার গানগুলি হয়নি, হা..হা....হা...হা.... কি মজার কথা/ আর আশ্চর্যের কথা হল কখনো হবেওনা,/আরো দুই জেনারেশনেও হবেনা, জয় শ্যামল মিত্র কি জয়
সেই 1960 সাল,জ্ঞান হওয়ার পর থেকে শ্যামল মিত্রর গান শুনে মুগ্ধ হচ্ছি, আজ উনি নেই, 62 বছরের বেশি হয়ে গেলো। সামনে বসেও শুনেছি, শুধু মাত্র এই অসাধারণ শিল্পীর গান গুলো শোনার জন্য আরও অনেকদিন বাঁচতে ইচ্ছা করে। বাংলা সংগীত এর রেনেসাঁস যুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী শ্যামল মিত্র। লহ প্রণাম।🙏🙏🙏🙏,এই অডিওর উপস্থাপনা ভীষন সুন্দর লাগলো 👍👍
যিনি সঞ্চালনা করলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই । শ্যামল মিত্রের সাথে আমার ও আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল সেটাও মন্টু জেঠুর( বসুশ্রী হলের মালিক মন্টু বসু) কল্যাণে। শ্যামল জেঠুর জন্মদিন পালন হতো মন্টু জেঠুর বাড়ি তে। শ্যামল মিত্র জন্মদিনে শেষ গান গাইতেন এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায় ।
পরে জানা যায় তার বাড়ি ও ওই নৈহাটি তেই। খুব ভালো লাগলো আর ভাবতাম কবে তার গান তার সামনে বসেই শুনবো ।না সে সুযোগ হয় নাই আমার, তবে চিরকাল আমি তাঁর গানের ভক্ত হয়ে গেলাম, আজো তাই আছি--_
আমাদের নৈহাটির গর্ব।ওনার ছেলে শৈবাল আমাদের সঙ্গেই নৈহাটি বয়েজ হাইস্কুল এর ছাত্র সেই সময় ওনার বাড়িতে অনেক বার যাওয়ার সুযোগ হয়েছে। পুরোনো ইতিহাস মনে পড়লে ভীষণ ভালো লাগে। আমার বন্ধু ও ভালবাসা র প্রিও গায়ক আজ আর নেই। ওদের আত্মার শান্তি কামনা করছি। ওদের জগতে ভালো থাকুক।মঙ্গলময় হোক আত্মার শান্তি কামনা করি।।।
শ্যামল মিত্রের প্রতিটি গান.... প্রতিটি কথাকে সুরে ডোবানো, যেন পিঠা দুধপুলির রসে ডোবানো....প্রতি গানের কথা তো সুর নিয়েই তো গান হয়, কিন্তু ওনার গান শুনে মনে হবে, গানের পদগুলি সুরে ডুবো ডুবো হয়ে সেইসবশুদ্ধ ওনার গলায় উঠে বসে আছে
The very enchanting and melodious voice of great artist Shyamal Mitra captivates our hearts. And his songs of different tastes have an extra appeal to the music lovers. Thursday, October 15, 2020 Dhaka, Bangladesh
বহুদিন আগে থেকে বহুবার শোনা গান। তবু যতই শোনা থাক সবসময়ই যেন নতুনত্বের স্বাদ দেয়, ফিরিয়ে নয়ে যায় সেই পুরোনো দিনগুলোতে যখন রেডিয়োতে "অনুরোধের আসরে" গানগুলো শোনার জন্য মুখিয়ে থাকতে হতো।
Program ta darun korecho vhison bhalo laglo, ekhonkar প্রজন্ম রা কিছুই জানতে পারলো না সে কি সব তাবড় তাবড় শিল্পীরা ছিলেন কি ধরনের গান গেয়ে মন ভরিয়ে গেছেন ।।।।।
মানুষ শ্যামল মিত্র কে চিনলাম ।দরদ দিয়ে রবীন্দ্র সংগীত গেয়েছেন ।আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র সম্পর্ক কে নতুন করে জানলাম আপনার মাধ্যমে নীলাঞ্জন ।Thank you very much
Listening these songs again and again for a very long time since my childhood, but never got bored. So melodious, so sweet. Everytime time each one appears to be fresh. Amazing! Profound appreciation and deep respect to Shaymol babu.
শ্যামল মিত্র আমার প্রিয় শিল্পী।কারন অনেক।ছেলেবেলা তার গান ভীষন ভালো লাগতো।পরিনত বয়সে এই ভালো লাগার কয়েক যৌক্তিক কারন খুঁজে পেলাম।প্রথয়ত,অসাধারণ কন্ঠ, তার গলায় সব ধরণের গান ই সুরময় হয়ে ওঠে,কন্ঠে র মাধুর্য অন্যান্য শিল্পীদের থেকে আলাদা,দ্বিতীয় ত,তার কোন গান ফ্লপ করেনি।তৃতীয়ত,শ্যামল বাবুর গাওয়া গানের সুর ও মেজাজ তার কন্ঠে গীত অন্যান্য গানের থেকে একেবারেই আলাদা,অর্থাৎ, স্টেরিয়টাইপ নয়।চতুর্থ ত,তিনি একাধারে বড় শিল্পী এবং প্রখ্যাত সরকার।বিশিষ্ট সু্রকার অভিজিৎ বন্দ্যেপাধ্যায়েয় মতে শ্যামল মিত্র একজন অদ্বিতীয় আধুনিক গানের শিল্পী।বহুকাল জয়ী গানের স্রষ্টা।শ্যামল মিত্র চিরকাল তার অনুরাগী দের মনে সবুজ শ্যামল হয়ে থাকবেন।
Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
ua-cam.com/video/VJftyTaCIio/v-deo.html
#monerpassword #anupamroy
A, 🎉#.
Nn
❤w❤pq..
@@silpibanerjee6784a
W
@@silpibanerjee67841
আহা, সত্যিই কি অসাধারণ এবং অনবদ্য এক গায়কী!
যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই!
ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র বাংলা আধুনিক গানের অবিস্মরণীয় শিল্পী।
প্রিয় শিল্পী কিংবদন্তি শ্যামল মিত্রের অসাধারণ কিছু কালজয়ী স্মরণীয় বাংলা গান নিয়ে অসাধারণ এক আয়োজন!
ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় প্রিয়শিল্পী কিংবদন্তি শ্যামল মিত্র এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
নীলাঞ্জন তোমার উপস্থাপনা মন ভরিয়ে দেয় ।অনেক ধন্যবাদ ।আমার প্রিয় শিল্পী কে জানাই প্রনাম ।
আমি বড় মূর্খ মানুষ। অন্তত গানের ব্যাপারে। কিন্তু এই একটা মানুষের গান শুনলে যেনো মনটা আর বাঁধ মানেনা। শ্যামল মিত্র আর সলিল চৌধুরী আমার সর্বকালের সেরা। কোথায় যেনো মনে হয় বাংলা গানের আধুনিক গানের জনক।
আহাঃ! শ্রদ্ধেয় "শ্যামল মিত্র" কে এমন উপস্থাপন মনে হল তিনি পুনরায় জীবিত হয়ে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ সঞ্চালককে।
Gud s mitra jio jug jug bhore
আমার একজন প্রিয় শিল্পী।শ্যামল মিত্রের গাওয়া গান যতই শুনি ততই যেন আপ্লুত হয়ে যাই।বাঙলার যে কজন শিল্পী আছেন শ্যামল মিত্র তাদের মধ্যে একজন।শিল্পী কে আমার সশ্রদ্ধ প্রণাম 🙏❤🙏❤🙏❤🙏❤
0
আমার ছেলে বেলা থেকে ওনার গান শুনে আসছি,এনার গলার আওয়াজ উত্তমকুমারের অভিনয় এক যুগান্তকারী অধ্যায় প্রণাম জানাই 🙏
এক অনন্য মাত্রার শিল্পী, অনন্য মাত্রার মানুষ শ্যামলবাবু। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন আমাদের হৃদয়ে।
ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য।
শ্যামল মিত্র আমার প্রিয় শিল্পী। আর নীলাঞ্জনের উপস্থাপনতা মন ভরিয়ে দেয়। তাই মনটা আমার খুশিতে মেতে উঠলো।
শৈশব থেকে শুনে আসছি শ্যামল মিত্রের এই গান- এখনও অনবদ্য অপূর্ব! অনেক ধন্যবাদ।
অসাধারণ উপস্থাপনা ও বর্ননা য় শ্যামল মিত্র এর গান গুলি নূতন করে শোনার আগ্রহ বাড়িয়ে দিল.......
খুব সুন্দর উপস্থাপনা করলেন ভাই ,,,,দারুণ শুনলাম,,,,শিল্পীর প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম ⚘⚘
অসাধারন গান গেয়ে আজীবন শ্রোতাদের আনন্দ সঞ্চার করে সকলের চিরকালের জন্য হৃদয়ে জায়গা করে নিয়েছেন।৬৬বছর বয়সে এখনও তাঁর গাওয়া গানগুলো গুনগুন করি।
অসংখ্য ধন্যবাদ সঞ্চালক কে এমন সুন্দর সুন্দর গান শোনানোর জন্য
খুব নরম ও মাদকতা পূর্ণ কন্ঠস্বর।গান শেষ হয়ে যাওয়ার পরেও রেশ থেকে যায়। অপূর্ব ও অসাধারণ!!!!
এই সব গান শুনতে ভালো লাগে । মনে হয় যেন আমারা পুরনো দিনের উত্তর কলকাতা র কোন এক পাড়ায় বসে আড্ডা দিচ্ছি ।
আমি ছেলেবলায় দাদার সাথেগান শুনতে যেতাম। আমার দাদা গায়ক ছিলেন। তিনি শ্যমল মিত্রের গান করতেন। তখন থেকে আমি তার ভক্ত ছিলাম আজও তাকে ভীষন ভালো বাসি।তার গান বাজলে সাথে গান করার চেষ্টা করতাম।তিনি আমার একান্ত আপনার ও আপনাদের সেইপ্রবাদ প্রতিম গায়ক।
কথাশিল্পী শরৎ চন্দ্র যিনি মনুষ্য চরিত্র বিশ্লেশোন করতেন, তেমনি শ্যামল মিত্র গানে গানে মন ভরিয়েছেন, সলিল চৌধুরী এর সুরে যে সব গান গেয়েছেন হৃদয় ছুঁয়ে গেছে, 🙏🙏💓💓👍👍👌👌
বাচনভঙ্গি সুন্দর ছিলো ! সঞ্চালককে অশেষ ধন্যবাদ।
আমি শ্যামল মিত্র কে শ্রদ্ধাণজলী ঞাপন করছি। অসাধারণ।ফিরে দেখছি। অপূর্ব। বাংলা গানের সুরের ঝঙ্কার। সেই সোণালী দিনের কথা মনে পড়ে।ভাবায় সেই মধুর ছোঁয়ায়।
শ্যামল মিত্র একজন অসাধারণ গায়ক তিনি খুব দরদ দিয়ে গান করেন এবং মানুষের ভেতরের হৃদয়কে জাগ্রত করে তোলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ গায়ক তিনি
00 pp
এসব গান এক আলাদা অনুভূতি,আবেশ-এর মায়াজাল তৈরী করে। জড়িয়ে ধরে স্মৃতি মেদুরতা ।।
ভালো মনের মানুষ না হলে কোন বিষয়ে খ্যাতির চুড়ায় যাওয়া যায় না। শ্যামল মিত্র তাই সঙ্গীত জগতের শৃঙ্গে উঠতে পেরেছিলেন। তাহার গান জীবনের অতীত স্মৃতিকে জাগিয়ে তোলে এবং মনকে উদাশ করে দেয়। এই সকল গান আজীবন আমরা শুনবো, তিনি আমাদের কাছে অমর।
আজীবন প্রার্থনা করবো ,এই চিরো সুন্দর ,চিরন্তন শিল্পী আমাদের সস্থি শান্তি দেবার জন্য বারে বারে আমাদের মাঝে ফিরে আসুক ।পৃথিবীতে কি রেখে গেছেন হয়তো উনি জানেন না । বেঁচে থাকলে দেখতে পেতেন। উনার জন্য সারা জীবন কাঁদবো ।
একযোগে গাওয়া গানগুলো মনকে স্তম্ভিত করে, স্নিগ্ধ করে , কবি মনে পরশ পাথর হাওয়ায় সুর তুলে , ক্ষনিকের জন্য হলেও। হাওয়াই মিঠাই মেঘগুলো আকষ"নীয়। ধন্যবাদ।
ছোট বেলায় দেখতাম বাবা হেমন্ত জী আর শ্যামল মিত্রের গান শুনতেন। সেই থেকে আমারও প্রিয় এই দুই মহান শিল্পী। 🙏🏼🙏🏼
একে একে চলে যাচ্ছেন বাংলার সংস্কৃতির ধারকেরা।আর কি আসবে এমন সব শিল্পী।আর
এমন গান।
এই শিল্পী অন্যান্য মা বর পুত্র আশীর্বাদ না থাকলে সফলতা লাভ করা যায় না ওনার প্রতি কোটি কোটি প্রণাম
এই সব মানুষেরা ধরাধামে একবারই আসেন। যেমন গানের কথা, তেমন গলা, তেমন সুর জীবনে কোন দিন এনাদের শূন্যতা পূরণ হবেনা।🙏🏻🙏🏻 সেই জন্যই সেটা স্বর্ণযুগ যেটা হাজার চেষ্টা করলেও ফিরে আসবে না।
শ্যামল মিত্র তো অসাধারণ, সেটা বলাই বাহুল্য।কিন্তু যিনি সঞ্চালনা করছেন তাঁর কন্ঠস্বর এবং বাচনভঙ্গির প্রশংসা না করলে ভীষণ অন্যায় হবে।নিসন্দেহে তিনিও অসাধারণ।তাঁর বলার ভঙ্গীর মধ্যে দিয়ে শ্যামল মিত্র আরও আরও জীবন্ত হয়ে উঠেছেন।🙏🙏🙏
Eweepee ee iyipoep baaaaaqqqqmmmm
আমি পরম হেমন্ত ভক্ত হয়েও বলছি, এত খোলাগলায় রবীন্দ্রসংগীত ভাবা যায় না
Absolutely!
Thanks my friend@@pankajmondal3193
Super fine mind blowiñg
যখন গান শোনার ইচ্ছে কেবল হয়েছে, তখন থেকে গান শুনতে শুনতে আমি বুড়ো হয়েছি, ওনার গানগুলি হয়নি, হা..হা....হা...হা.... কি মজার কথা/ আর আশ্চর্যের কথা হল কখনো হবেওনা,/আরো দুই জেনারেশনেও হবেনা, জয় শ্যামল মিত্র কি জয়
A great heritage we all bangladesh are proud of.
সেই 1960 সাল,জ্ঞান হওয়ার পর থেকে শ্যামল মিত্রর গান শুনে মুগ্ধ হচ্ছি, আজ উনি নেই, 62 বছরের বেশি হয়ে গেলো। সামনে বসেও শুনেছি, শুধু মাত্র এই অসাধারণ শিল্পীর গান গুলো শোনার জন্য আরও অনেকদিন বাঁচতে ইচ্ছা করে। বাংলা সংগীত এর রেনেসাঁস যুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী শ্যামল মিত্র। লহ প্রণাম।🙏🙏🙏🙏,এই অডিওর উপস্থাপনা ভীষন সুন্দর লাগলো 👍👍
অসাধারণ নীলাঞ্জন দা অনবদ্য গান সব কোটি গান চমৎকার 🌹🌼🌹
চিরকালের প্রিয় গায়ক। কী গায়কী, কী কণ্ঠ! অপার শ্রদ্ধা।❤
কোন্ কৈশোরে শ্যামল মিত্রের গান শুনতে করেছিলাম আজ আর মনে নেই। কিন্তু আজও সমানভাবে তিনি আমাকে মুগ্ধ রাখেন। তাঁর গানের কোন বিকল্প নেই।
যিনি সঞ্চালনা করলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই । শ্যামল মিত্রের সাথে আমার ও আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল সেটাও মন্টু জেঠুর( বসুশ্রী হলের মালিক মন্টু বসু) কল্যাণে। শ্যামল জেঠুর জন্মদিন পালন হতো মন্টু জেঠুর বাড়ি তে। শ্যামল মিত্র জন্মদিনে শেষ গান গাইতেন এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায় ।
এসব গান মনকে আনন্দে ভরিয়ে তোলে। অনেক পুরনো দিনে মন চলে যায়।
Being a resident of Naihati, Banerjee pata I am proud of great singer Shyamal Mitra
পরে জানা যায় তার বাড়ি ও ওই নৈহাটি তেই। খুব ভালো লাগলো আর ভাবতাম কবে তার গান তার সামনে বসেই শুনবো ।না সে সুযোগ হয় নাই আমার, তবে চিরকাল আমি তাঁর গানের ভক্ত হয়ে গেলাম, আজো তাই আছি--_
শ্যামল মিত্র এর গান আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় কিন্তু উনি এতো সুন্দর রবীন্দ্রসংগীত গাইতেন আমি আগে জানতামই না ۔۔۔۔এই অনুষ্ঠান সত্যিই খুব ভালো লাগলো ❤
omayik protiva onader
@@kaustavmukherjee6277 ।
@@prabirsinha1293 ?
আমাদের নৈহাটির গর্ব।ওনার ছেলে শৈবাল আমাদের সঙ্গেই নৈহাটি বয়েজ হাইস্কুল এর ছাত্র সেই সময় ওনার বাড়িতে অনেক বার যাওয়ার সুযোগ হয়েছে। পুরোনো ইতিহাস মনে পড়লে ভীষণ ভালো লাগে। আমার বন্ধু ও ভালবাসা র প্রিও গায়ক আজ আর নেই। ওদের আত্মার শান্তি কামনা করছি। ওদের জগতে ভালো থাকুক।মঙ্গলময় হোক আত্মার শান্তি কামনা করি।।।
Shyamal Mitra chilen silpi mohall er KHANOJANMA SONGHIT SILPI
Po
আর শুনতে পাওয়া যাবে না,এমন কন্ঠস্বর।
Aha ❤️❤️ Shyamal Mitra 🙏🙏🙏
এ গান অন্য ট্রেন্ডের গান রোমাঞ্চকর অকৃত্রিম ভালোবাসায় ভরা।অসাধারণ পরিবেশনা।
অপূর্ব অসাধারণ সব গান সকালে শুনি আমরা দুজনে সারাদিন খুব ভালো কাটে । এনারাই আমাদের ঈশ্বর ।
🙏🙏🙏
আমাদের সময়কার জনপ্রিয় গায়ক এঁনারা।অতীতটাকে সামনে এনে দিলেন।
এরকম ভাবে ই পুরোনো দিনের গায়কদের গান ও জীবনী শুনতে চাই । 🙏🙏
শ্যামল মিত্রের প্রতিটি গান.... প্রতিটি কথাকে সুরে ডোবানো, যেন পিঠা দুধপুলির রসে ডোবানো....প্রতি গানের কথা তো সুর নিয়েই তো গান হয়, কিন্তু ওনার গান শুনে মনে হবে, গানের পদগুলি সুরে ডুবো ডুবো হয়ে সেইসবশুদ্ধ ওনার গলায় উঠে বসে আছে
Central Asian musical programs are my very favourate progs. Thanks very much for the same.
The very enchanting and melodious voice of great artist Shyamal Mitra captivates our hearts. And his songs of different tastes have an extra appeal to the music lovers. Thursday, October 15, 2020 Dhaka, Bangladesh
অনবদ্য। অপূর্ব
শ্যামল মিত্র আমার সব চেয়ে প্রিয় শিল্পী এত সুরেলাকন্ঠ পৃথিবীতে আর কারো নাই । আমার সর্বচ্চ শ্রোদ্ধা রইলো।
Such a Golden Voice will never return. Wish God made some exception to make such persons immortal!
শ্যামলমিত্র আমার জীবনের সবচেয়ে প্রিয় শিল্পী। আমার হূদয় ঝুলে আছেন
বহুদিন আগে থেকে বহুবার শোনা গান। তবু যতই শোনা থাক সবসময়ই যেন নতুনত্বের স্বাদ দেয়, ফিরিয়ে নয়ে যায় সেই পুরোনো দিনগুলোতে যখন রেডিয়োতে "অনুরোধের আসরে" গানগুলো শোনার জন্য মুখিয়ে থাকতে হতো।
Legend artist, Legend songs, Legend compose, these are all for ever to us.
Program ta darun korecho vhison bhalo laglo, ekhonkar প্রজন্ম রা কিছুই জানতে পারলো না সে কি সব তাবড় তাবড় শিল্পীরা ছিলেন কি ধরনের গান গেয়ে মন ভরিয়ে গেছেন ।।।।।
Whenever I listen to the songs of this singer it seems to me that these songs were recorded Just few days back.These songs don't get old.
Asadharon ...sudhu gan gulo noi manus tao💓
-Priha Hazra 10/10/2022
অসাধারন অসাধারন প্রোগ্রাম দাদা শুধুই শুনি 👌👌
শ্যামল মিত্রের গান কোনদিন পুরানো হবেনা
উনাকে সালাম জানাই।
Nostaljic Singer. Great Persons. Uttam Kumar er Bandhu. Hats off Shyamal Mitra Dada.
অনেক দিন পর এসব গান শুনে খুব ভাল লাগল ধন্যবাদ।
আমি এখন আশি বছর যুবক। বুঝতেই পারছেন তাকে কত ভাল বাসি ।সকলে ভাল থাকবেন ।
Shyamal Mitra is my favourite Singer in all respects as well as a renown music composer.
শ্যামল মিত্রের গলা ❤️❤️ প্রনাম
Shilpir moner jor khub ছিল মৃত্যু sajjyai sisterder গান suniechilen.ter গানগুলো অপূর্ব.
Syamal Mitra Was One Of The And All The Time Greatest Tollywood Very Sweet Voice Shilpi. His Modern Sangeet And Film Sangeet Was Super Hit.
Asadharon .amar mayer priyo gayok . Aaj amar o priyo hoa gachhe. 👌👌👌
যে গান শরীরের অঙ্গ - প্রত্যঙ্গ কে নাড়িয়ে দেয়, তা শ্যামল মিত্রের।
That was a golden period when we got a bunch of talented singers.
মানুষ শ্যামল মিত্র কে চিনলাম ।দরদ দিয়ে রবীন্দ্র সংগীত গেয়েছেন ।আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র সম্পর্ক কে নতুন করে জানলাম আপনার মাধ্যমে নীলাঞ্জন ।Thank you very much
আমার প্রিয় শিল্পী বিশেষ করে এমন দিন আসতে পারে যখন তুমি এমনিতে সমস্ত গানই আমার খুব প্রিয়
"কান্না" যখন তোকে না চেনার কষ্টটাকে মনে করায়...
Song Out Now.
ua-cam.com/video/yta_Xk2i9T4/v-deo.html
এসব গানের আবেদন কোনোদিন শেষ হবে না।
আমার অন্যতম প্রিয় শিল্পী শ্যামল মিত্র।
খুব ছোটো বেলায় গ্রামে থাকতে অনেক কাছ থেকে তার কত যে গান
শুনেছি ---।
আজও তাঁর গান আমার
মন প্রাণ জুড়ে।
Qqq@
H
Unparallel presentation with the unique songs of Golden Voice. Hats off to Nilanjan..
aha! ki sundar samayta katlo. khub valo
১৯৫৮সাল কলেজে ভর্তি হয়েছি,ফেরার পথে নৈহাটি থেকে পার্বতীপুর এক্সপ্রেস এ এক সহপাঠী শ্যামল মিত্রের গান গাইত খুব ভালো লাগত
Kaka.apni.romantik.lok
Thanks classic radio show shilpir samparke amon amulyo information debate jonyo.
অপূর্ব শুর স্যামল মিত্র,আমার প্রিয়
কি অপূর্ব যুগ ছিল সেই সময়। ❤️
Satti 24:35 24:42
আমি তাকে ভক্তিপূর্ণ প্রনাম নিবেদন করি । আমার প্রিয়তম শিল্পীকে ।।
কোথায় গেল সেই সুবর্ণ যুগ ।। সবাই যেন ভগবানের আর্শীবাদ শিল্পী ।।
Ei gaan guli shyamal Mitra er kanthei manai apurba sundar gaan guli
Listening these songs again and again for a very long time since my childhood, but never got bored. So melodious, so sweet. Everytime time each one appears to be fresh. Amazing! Profound appreciation and deep respect to Shaymol babu.
বাঙালির চিরকালের সবচেয়ে মনের মত শিল্পী আজো,- আমারও মনে☝️🤗🙏🙌
Amar priyo silpi Shyamal Mitra gaan a mon sital hoyea jai.
Kono kotha hobay na , Darun , Darun
Darun darun radior ai prochestaka highly appreciate.
শ্যামল মিত্র আমার প্রিয় শিল্পী।কারন অনেক।ছেলেবেলা তার গান ভীষন ভালো লাগতো।পরিনত বয়সে এই ভালো লাগার কয়েক যৌক্তিক কারন খুঁজে পেলাম।প্রথয়ত,অসাধারণ কন্ঠ, তার গলায় সব ধরণের গান ই সুরময় হয়ে ওঠে,কন্ঠে র মাধুর্য অন্যান্য শিল্পীদের থেকে আলাদা,দ্বিতীয় ত,তার কোন গান ফ্লপ করেনি।তৃতীয়ত,শ্যামল বাবুর গাওয়া গানের সুর ও মেজাজ তার কন্ঠে গীত অন্যান্য গানের থেকে একেবারেই আলাদা,অর্থাৎ, স্টেরিয়টাইপ নয়।চতুর্থ ত,তিনি একাধারে বড় শিল্পী এবং প্রখ্যাত সরকার।বিশিষ্ট সু্রকার অভিজিৎ বন্দ্যেপাধ্যায়েয় মতে শ্যামল মিত্র একজন অদ্বিতীয় আধুনিক গানের শিল্পী।বহুকাল জয়ী গানের স্রষ্টা।শ্যামল মিত্র চিরকাল তার অনুরাগী দের মনে সবুজ শ্যামল হয়ে থাকবেন।
Bikash debnath
দারুণ! দারুন
Ever Green samal Mitra pranam
আমার সবচেয়ে পছন্দের শিল্পী শ্যামল মিত্র দাদা উনার কন্ঠে এত সুন্দর ও সাবলীল মেলোডী মনটা ম্লান করে দেয় । ধন্যবাদ মোওজা রেজা মনি কৃষ্ণনগর ঝিকরগাছা যশোহর বাংলা দেশ ।
আমার প্রিয় সঙ্গীত শিল্পীদের একজন শ্রী শ্যামল মিত্র। ওঁর গান বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝেই শুনি।
Shyamal Mitra was evergreen Bengali playback singer we feel he is still live our mind through his song
অসাধারণ সুন্দর পরিবেশনা ।
𝓓𝓻𝓾𝓽𝓪𝓵𝓪𝔂𝓮𝓻 𝓰𝓪𝓪𝓷𝓰𝓾𝓵𝓸 𝓴𝓱𝓾𝓫 𝓮𝓲 𝓼𝓱𝓻𝓾𝓽𝓲𝓶𝓪𝓭𝓱𝓾𝓻.
Egulo choto belar gaan boro bhalo lage abar shunte pabo bhabini khub khushi hoechi
অসংখ্য ধন্যবাদ ।
Amar khub valo laga gn gule
Sokala gn sunta sunta kajkore ❤️👌❤️🌹🌹🌹🌹
শ্যামল মিত্র আমার অতি প্রিয় গায়ক। আরও গান শুনতে চাই আমার প্রিয় শিল্পীর। ধন্যবাদ।
I am one and only big fan of legend Shyamal Mitra
শ্যামল মিত্রের গান আমি ভীষণ ভীষণ ভীষণ ভালো বাসি । যতবার শুনি যেন নতুন মনে হয়।