জন্মেছি যখন তখন মৃত্যু অনিবার্য সত্য । ডক্টর বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ,এত সুন্দর বিশ্লেষণের জন্য।মৃত্যুকে ভয় নয় আপন মনে করাই উচিত ,কারণ মৃত্যু ই একমাত্র প্রকৃত বন্ধু যে জন্মের পর থেকে শেষ পর্যন্ত সাথে থেকে । সব বন্ধু, আত্মীয়,পরিজন , সাথ ছেড়ে দিলেও সে নিঃসার্থ ভাবে শেষ দিন পর্যন্ত পাশে থাকে ।তাই মৃত্যু ই প্রকৃত বন্ধু।তাকে ভালো বাসো ভয় পেও না।সে ই সত্য বাকি সব মিথ্যা।
Awesome! A gem of a man! ঘুমের মধ্যে মৃত্যু এড়াতে যাবো কেন গো ডাক্তার বাবু ? এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে ? আমি তো ঘুমোতে ঘুমোতেই যেতে চাই ! ওই আঃ উঃ হসপিটালে টানা টানি একদম চাই না ! জীবন টা এতো কষ্টে ভরা! মরণ টা না হয় যন্ত্রনা বিহীন হোক আমার ! কুনাল স্যার আমার খুব প্রিয় মানুষ ! উনি পারলে সবাইকেই বাঁচিয়ে রাখেন ! কিন্তু ঘুমের মধ্যেই মৃত্যু টা শ্রেষ্ঠ মৃত্যু !
একান্তই খুব প্রয়োজনীয় একটি ভিডিও আর আমাদের প্রিয় ডাক্তার বাবু বিষয়টিকে এমন সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে একজন সাধারণ ব্যক্তি ও মনোযোগ সহকারে শুনলে তারা নিজের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে পারবেন 🌹 অসংখ্য ধন্যবাদ স্যার 🙏🌹🪷
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পরিস্কার ভাব বুঝাইয়া দিয়েছেন। যেমন সুন্দর আপনার বাচন ভঙ্গি তেমন আপনার রোগের প্রতি গভীরে অভিজ্ঞতা সম্পূর্ন জ্ঞান তেমন আপনার চেহারা জ্যুতি মনে হয় একজন দেবতা চিকিৎসার জ্ঞান বিলাইতেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করি।
হ'লে তো খুব ভাল হয় ৷ বেঁচে আছি না মরে বেঁচে আছি, সেটাই তো কাউকে বুঝানো মুস্কিল ৷ তবে এই শান্তির ঘুমের দেশে যাওয়াটা তো চাইলেই কেহই দিতে পারবেননা ৷ তবে এই অনাকাঙ্খিত মৃত্যু একান্তভাবে কাম্য ৷ পরিবেশ ও পরিস্থিতি মনকে এই কথা বলতে বাধ্য করছে ৷
Doctor Babu apni akjan asadaran Bhalo manus.Apnar mato Jodi sab doctor amon hoto....... kubh bhalo laglo ai program ta.Anek kichu janlam.Many many thanks. Apni kub bhalo takben.
ডাক্তার বাবু আপনার কথা শুনে মুগ্ধ এবং সমৃদ্ধ হলাম। 2বার শুনলাম। আরো অনেক বার শুনতে হবে। আমার একটা অনুরোধ যে ঘুমের মধ্যে মৃত্যু বা 5-6মিনিটের মধ্যে বাড়িতে মারা গেলে ডাক্তার বাবু রা কেউ ডেথ সার্টিফিকেট দিতে চান না। তখন সাধারণ মানুষের খুব অসহায় হয়ে পড়েন। এই অবস্থায় মানুষ কি করবে। সদ্য দেখলাম এক প্রতিবেশীর নাজেহাল অবস্থা। হার্ট এবং সুগারের পেশেন্ট ছিলেন বয়স 85.মানুষ কি করবে। কোথায় যাবে। এই নিয়ে আলোচনা করেন খুব ভালো হয়।
I am a diabetic with heart problem. The video is so informative that no consulting physicians ever try to explain these precious knowledge to their patients. This kind of video is the best type of social service. Dr. Sir is an asset to the society. Best wishes to him for a long life. Thanks for bringing a valuable video.
Namaskar sir ur precious advices will help us for ever.God bless all of us for ur long lifetime pray near God for ur healthy life to serve humanity .Thanks once again. J Das.
এই ডাকতার বাবু কোথায় বসেন যদি জানান তাহলে খুব ভালো হয়। উনার কথা শুনে মনে হয় অর্ধেক রোগ ভালো, হয়ে গেছে। এতো সুন্দর বুঝিয়ে বলছেন। উনাকে দেখাতে গেলে কি কি করতে হবে।
I am 60years old lady with high Blood pressure with eskimic heart &take regular medicines since last 30years but Dr.Sarkar explains so nicely that's why I always listen to him get clear idea.I am having hypoglycemia so want to know the remedy.
Your advice is gospel to us .Your explanation of medical science to the common man is noteworthy We eagerly wait for the next episode from your end.Thank you very much.
ডাক্তার বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর ভাবে যে বোঝাতে পারেন তার চির কৃতজ্ঞ হয়ে থাকবো। খোদা আপনাকে দীর্ঘজীবী করুন এটাই দোয়া করি। আপনি বেঁচে থাকলে আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারবো।
Dr. Kunal Sarkar, your presence in the society is a phenomenal blessing of the people’s providence. I wish you a long and healthy life. - Dr Sakti Mukherjee, M.D., D.Sc. from Washington DC, USA
জন্মেছি যখন তখন মৃত্যু অনিবার্য সত্য । ডক্টর বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ,এত সুন্দর বিশ্লেষণের জন্য।মৃত্যুকে ভয় নয় আপন মনে করাই উচিত ,কারণ মৃত্যু ই একমাত্র প্রকৃত বন্ধু যে জন্মের পর থেকে শেষ পর্যন্ত সাথে থেকে । সব বন্ধু, আত্মীয়,পরিজন , সাথ ছেড়ে দিলেও সে নিঃসার্থ ভাবে শেষ দিন পর্যন্ত পাশে থাকে ।তাই মৃত্যু ই প্রকৃত বন্ধু।তাকে ভালো বাসো ভয় পেও না।সে ই সত্য বাকি সব মিথ্যা।
Ek ebom oddityom Sorbosoktimaan Parameswar tahole ki?
রাইট বলছেন দাদা 👍😱
আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি মরতে চাই যদি কোনো সাজেশন দেন খুবই ভালো হয় কারণ আমি এখন সবার বোঝা হয়ে গেছি আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে
তিনিই তো মৃত্যু! তিনিই জন্ম, তিনিই সব। আলো এবং অন্ধকার। আদি শক্তি। জ্ঞানের অগম্য। মহামায়া।
তাঁর সবটুকুই সত্য।@@madhusudandasgupta-gj5kr
খুব ভালো লাগলো এই স্বাস্থ্য সমন্ধে আলোচনা ।।আশা করি অনেক মানুষ উপকৃত হবেন এই অনুষ্ঠান দেখে ।।ধন্যবাদ ডাক্তার বাবু এবং টিভি চ্যানেল কর্তাব্যক্তিদের
Awesome! A gem of a man! ঘুমের মধ্যে মৃত্যু এড়াতে যাবো কেন গো ডাক্তার বাবু ? এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে ? আমি তো ঘুমোতে ঘুমোতেই যেতে চাই ! ওই আঃ উঃ হসপিটালে টানা টানি একদম চাই না ! জীবন টা এতো কষ্টে ভরা! মরণ টা না হয় যন্ত্রনা বিহীন হোক আমার ! কুনাল স্যার আমার খুব প্রিয় মানুষ ! উনি পারলে সবাইকেই বাঁচিয়ে রাখেন ! কিন্তু ঘুমের মধ্যেই মৃত্যু টা শ্রেষ্ঠ মৃত্যু !
Ekdom thik bolechen
পরিবারের কি হবে ??
😢
ডাক্তার সরকার কে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই , ওনার এতো সুন্দর করে বলার ধরণ যে খুব পরিস্কার সবকিছু বুঝতে পারা যায়।
একান্তই খুব প্রয়োজনীয় একটি ভিডিও আর আমাদের প্রিয় ডাক্তার বাবু বিষয়টিকে এমন সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে একজন সাধারণ ব্যক্তি ও মনোযোগ সহকারে শুনলে তারা নিজের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে পারবেন 🌹 অসংখ্য ধন্যবাদ স্যার 🙏🌹🪷
একমাত্র ভাগ্যবান ই এইরকম মৃত্যু পেতে পারে।
কি সুন্দর বোঝান আপনি।ভালো ডক্টর তো আপনি হচ্ছেন একজন খুব ভালো শিক্ষকও আপনি। আপনার বলার ধরন আর আপনাকে দেখতে অনিল চট্টোপাধ্যায় এর মত।খুব ভালো থাকবেন ।
ডাক্তার বাবু খুব সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে কথা বলে। ধন্যবাদ। ❤❤
ডাক্তার বাবু, সত্যি আপনি হলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আপনার কথা আমি মন্ত্র মুগ্ধের মত শুনি। তথ্যে ভরপুর আপনার উপদেশ ও বক্তব্য।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পরিস্কার ভাব বুঝাইয়া দিয়েছেন। যেমন সুন্দর আপনার বাচন ভঙ্গি তেমন আপনার রোগের প্রতি গভীরে অভিজ্ঞতা সম্পূর্ন জ্ঞান তেমন আপনার চেহারা জ্যুতি মনে হয় একজন দেবতা চিকিৎসার জ্ঞান বিলাইতেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করি।
Dr.Sarkar এর মত আরো সবাই যদি মিডিয়ার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করতেন তবে সমাজের অনেক উন্নতি হতো।
Enriched and obliged, thank you both the arranger and the Doctor, a samaritan's job done. 24:32
টাকা উপার্জন করার পর সময় কোথায়
আসলে হচ্ছে, বর্তমানে, কেউ,কারো,
সুনাম,হোক,তা, কিন্তু,কেউ,চাইনা,
আচার্যয্য,বিষয়,,এই, জন্য, বাংলাদেশ,
আজ,দ্বঙশের,পথে,উন্নতির, দিকে,,
পরিপূর্ণ, হতে,পারছেন না,
ডাক্তার বাবুকে অশেষ ধন্যবাদ নমস্কার, আপনার সুদীর্ঘ সুস্থ জীবনঈশ্বরের নিকট কামনা করি।
ভগবান যদি এই আশীর্বাদ আমাকে করেন তাহলে আমি ধন্য হয়ে যাবো। এটা আমার জন্য একটা খুব সুন্দর সুখের দিন হবে
অসংখ্য ধন্যবাদ আপনাদের channel কে আর ডাক্তার বাবুকে এই মূল্যবান মতামতের জন্য
খুব সুন্দর আলোচনা। ডাক্তারবাবুকে জানাই প্রনাম।ডাক্তারবাবু আপনি খুব সুস্থ এবং ভালো থাকবেন।
গুরুত্বপূর্ন আলোচনা ধন্যবাদ ডাক্তার।
শ্রদ্ধা ।
ডাক্তারবাবুকে সশ্রদ্ধ প্রণাম জানাই। সেইসাথে ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলকে। ডাক্তারবাবু এইভাবেই আমাদের সবাইকে সচেতন করুন, ভালো থাকুন। আর, অজ্ঞান ও ছদ্মজ্ঞানী পাপিষ্ঠ (দের)কে এভাবেই জবাব দিয়ে যান।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ।
❤️❤️ 🇧🇩
Dr sarkar এর মূল্যবান advice আমাদের অনেক সজাক করলেন।ওনাকে আমার শ্রদ্ধা জানাই।উনি ভালো থাকুন।
P x
ভগবানের কাছে এই মিনতি,মোর মৃত্যু হয় যেন ঘুমের মাঝেই।
আমরা সবাই তাই চাই
ভীষণ ভালো বিশ্লেষণ। খুব উপকৃত হলাম। ডাক্তারবাবু খুব ভালো থাকুন।
অসাধারণ ভিডিও। অনেক কিছু শিখলাম। আমার নিজেরও হার্ট রেট ভীষণ কমে গেছে, সুগার ও ফ্লাকচুয়েট করে। কোলস্টেরল, সুগার, ও ব্লাড থিনার সবই খাই।
ডাক্তার বাবুর সুন্দর ভাষা জ্ঞান ও সুন্দর বাচন ভঙ্গি, সেই সাথে মোহনীয় গলার টোন আমাদের মুগ্ধ করে।
বেশ বোঝা যাচছে বহু মানুষই মৃত্যু নিয়ে তথাকথিত লড়াই বা টানাহ্যাঁচড়া পছন্দ করেন না ঘুমেই যেন শেষ ঘুম হয় এটাই চাইছেন ঠিকই এটা অবশ্যই ভাল সবদিক দিয়ে
খুব ভাল লাগল আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য
খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি একজন গ্রামীণ চিকিৎসক।ভিডিওটি অনেক helpfull হবে বলে মনে করি । ধন্যবাদ দিদি কে। । ধন্যবাদ ডাক্তারবাবুকে।।
ধন্যবাদ ডক্টর সরকার। আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে অত্যন্ত ভালো লাগলো। মানুষ কে সচেতন করে তুলতে পারবেন।
আজকাল পুরুষ মানুষ গুলো ঘুমের ভিতর মরছেতো বৌয়ের হাতে ঘুমের ঔষধ খেয়ে
খুব সুন্দর আলোচনা.... ধন্যবাদ ডাক্তার বাবুকে ও সংবাদ মাধ্যমকে।
স্যার আপনাকে প্রণাম জানাই। আপনার শরীরের সুস্থতা কামনা করি।পরম করুণাময় ভগবান আপনাকে দীর্ঘ জীবি করুন।
ডাক্তার বাবু খুব জটিল বিষয় গুলো এত সুন্দর ভাবে বুঝিয়ে দেন, যেকোনো মানুষই বুঝে যাবে। ওনাকে অসংখ্য ধন্যবাদ।
ডাক্তার বাবু খুব সুন্দর আলোচনা করলেন,, অনেক অনেক ধন্যবাদ।
ডাক্তার বাবুকে প্রণাম। এতো সুন্দর সহজ করে বোঝালেন যে অনেক কিছু পরিষ্কার হয়ে গেলো।
এত সুন্দর করে জরুরী কথা গুলো বুঝিয়ে বললেন তাতে সবাই খুব উপকৃত হলাম
ডাক্তার বাবুর বিশলেষণ খুব সহজ সরল খুব ভালো লাগে, আপনার প্রতি শ্রদ্ধা জানাই
কাউকে কষ্ট না দিয়ে যদি ঘুমের মধ্যে পৃথিবী ছাড়তে পারি, তাহলে নিজেকে খুবই ভাগ্যবান মনে করব।
Excellent
Sotti e tai...
এর জন্যও ভাগ্য হওয়া দরকার
Totally agreed with you
Excellent sir🙏🙏
আপনার মূল্যবান আলোচনা শুনে খুব ভাল লাগল ।ভাল থাকবেন ।প্রণাম জানাই।
অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার বাবু। আপনার কথা শুনতে শুনতে আপনার ভক্ত হয়ে গেছি।
হ'লে তো খুব ভাল হয় ৷ বেঁচে আছি না মরে বেঁচে আছি, সেটাই তো কাউকে বুঝানো মুস্কিল ৷ তবে এই শান্তির ঘুমের দেশে যাওয়াটা তো চাইলেই কেহই দিতে পারবেননা ৷ তবে এই অনাকাঙ্খিত মৃত্যু একান্তভাবে কাম্য ৷ পরিবেশ ও পরিস্থিতি মনকে এই কথা বলতে বাধ্য করছে ৷
আমিও চাই
আমার স্বামী ও গত বছর রাতে ঘুমের মধ্যে গেছেন।আমিও তাই চাই।কাউকে কষ্ট না দিয়ে নিজে কষ্ট না পেয়ে চলে যাওয়া
ধন্যবাদ ডাক
ডাক্তার কুনাল সরকার আপনার মূল্যবান আলোচনা প্রকাশ করার জন্য।
ডাঃ কুনাল বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার মূল্যবান কিছু সাজেসানের জন্য।
পুনরায় আরো কিছু কথা বিভিন্ন বিষয়ে বলার জন্য অনুরোধ রইল ।
Doctor Babu apni akjan asadaran Bhalo manus.Apnar mato Jodi sab doctor amon hoto....... kubh bhalo laglo ai program ta.Anek kichu janlam.Many many thanks. Apni kub bhalo takben.
ডাঃ কুনাল সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ।
Thankyou very much. Dr. 🎉
স্যার, আপনি অসাধারণ সামাজিক কাজ করছেন সাধারণ বা অতি-সাধারন মানুষ দের যে ভাবে তাদের হেলথ নিয়ে বললেন। আপনি একজন সমাজ সংস্কারক।
খুব ভালো লাগলো ডাক্তারবাবুর কথা। প্রশ্ন একটাই ছিল কিন্তু উত্তর ছিল অনেকগুলো অনেক দিক থেকে
এইরকম তো সবারই হওয়া কাম্য বয়সকালে। এতো ভগবানের আশির্বাদ।
দারুন খুশী হোলাম, ডাক্তার বাবু কে প্রণাম.
ঘুমের মধ্যে যাদের মৃত্যু হয় তারা খুব ভাগ্যবান হয় এটাকে ব্রহ্মমৃত্যু বলে 😢
Vishon valo laglo abong daktarer bojhanor kathagulo sab samayi shunte khub valo lage.
ডাক্তার বাবুর মতামত শুনে খুব ভালো লাগলো এবং উপকৃত হলাম ও অনেক কিছু । জানতে পারলাম।
ডাক্তার বাবু আপনার কথা শুনে মুগ্ধ এবং সমৃদ্ধ হলাম। 2বার শুনলাম। আরো অনেক বার শুনতে হবে। আমার একটা অনুরোধ যে ঘুমের মধ্যে মৃত্যু বা 5-6মিনিটের মধ্যে বাড়িতে মারা গেলে ডাক্তার বাবু রা কেউ ডেথ সার্টিফিকেট দিতে চান না। তখন সাধারণ মানুষের খুব অসহায় হয়ে পড়েন। এই অবস্থায় মানুষ কি করবে। সদ্য দেখলাম এক প্রতিবেশীর নাজেহাল অবস্থা। হার্ট এবং সুগারের পেশেন্ট ছিলেন বয়স 85.মানুষ কি করবে। কোথায় যাবে। এই নিয়ে আলোচনা করেন খুব ভালো হয়।
ধন্যবাদ স্যার, খুব প্রয়োজনীয় আলোচনা
Pronam Dr sir. Thank for knowledge. Apni sustho thakun. Thank u. Sir.
I am a diabetic with heart problem. The video is so informative that no consulting physicians ever try to explain these precious knowledge to their patients. This kind of video is the best type of social service. Dr. Sir is an asset to the society. Best wishes to him for a long life.
Thanks for bringing a valuable video.
Sir sotty khub valo laglo many many thanks
Very useful
@@lalibasu495800 phn k Zee Zee CT
Namaskar sir ur precious advices will help us for ever.God bless all of us for ur long lifetime pray near God for ur healthy life to serve humanity .Thanks once again. J Das.
অনেক বিষয়ে জানতে পারলাম।
অসাধারণ আলোচনা!শিক্ষণীয় অনুষ্ঠান ।খুবই ভালো লাগলো।নমস্কার ডাক্তারবাবু ।আপনি ভালো থাকুন!ভগবান আপনার মংগল করুন ।হরেকৃষ্ণ ।
অসংখ্য ধন্যবাদ sir.খুব ভালো এবং important advice
ডা: কুনাল সরকারকে অসংখ্য ধন্যবাদ তাঁর অসাধারণ উপস্থাপনার জন্য। এটি আমার অনেক উপকারে আসবে।
A very comprehensive presentation for commoners like us. Thank you Dr. Sarkar for such an extraordinary talk covering a wide range of issues.
Eto sundar laglo.. really wonderful... I , a lay man , but understood everything..thank you so much Dr ...
দারুন সব কথা বললেন, অনেক কিছু জানতে পারলাম, অনেক অনেক ধন্যবাদ 🥰💞।🇧🇩
অমূল্য আলোচনা ও বিশ্লেষণ 🙏🙏🙏
ধন্যবাদ ডাক্তার বাবু। অনেক কিছু জানতে পারলাম। আমার মাঝে মাঝে সুগার ফলট হয়।
অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ডাক্তারবাবু ভালো থাকবেন
অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রণাম।
উপকৃত হলাম 🙏। বসিরহাট থেকে বলছি আপনাদের অনেক ধন্যবাদ।
নমস্কার স্যার 🙏আমি বাংলাদেশ থেকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষত চিকিৎসা বিষয়ক সব কিছু মনোযোগ দিয়ে দেখি এবং ভীষণ ভালো লাগে । ভালো থাকবেন সবসময় ।
এই ডাকতার বাবু কোথায় বসেন যদি জানান তাহলে খুব ভালো হয়। উনার কথা শুনে মনে হয় অর্ধেক রোগ ভালো, হয়ে গেছে। এতো সুন্দর বুঝিয়ে বলছেন। উনাকে দেখাতে গেলে কি কি করতে হবে।
I also want to know
L0@@ArpitaKarmakar-hy1jw
Pg hospital
MEDICA ..kOLKATA
বাংলাদেশ থেকে কি সিরিয়াল দেয়া যাবে?
I am 60years old lady with high Blood pressure with eskimic heart &take regular medicines since last 30years but Dr.Sarkar explains so nicely that's why I always listen to him get clear idea.I am having hypoglycemia so want to know the remedy.
যাদের ঘুমের মধ্যে মৃত্যু হয় তারা ভাগ্যবান।
অসাধারণ আলোচনা। আর অসাধারন মানুষ ডাক্টার কুণাল।
Eye opener…,.. so so informative. Thank you Doctor.
ধন্যবাদ। অনেক কাজে লাগবে।
সুন্দর প্রতিবেদন এর জন্য চেনেল সহ ডাক্তার বাবু কে অজস্র ধন্যবাদ জানাই
ডাক্তার বাবুকে হাজারো প্রণাম, আপনার আলোচনা বিষণ ভালো লাগলো,জলপাইগুড়ি থেকে,সেই সাথে ধন্যবাদ,আয়োজক কেও
Dactar Kunal Ghosh ke onek onek dhonyobad...Aapni valo thakun tobe aamra kichu valo jinish jante parbo....
Doctor kunal sarkar hobe.
Analysis is too good. Dr, hisebe boli he is a very good Dr.and friendly behaviour.
Dr babu apnake pronam eto bhalo kore bojhalen khub upokrito holam
ডাঃবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রনাম🙏 সুন্দর বিশ্লেষণ করার জন্য
Lots of thanks to Dr. Sarkar for such a valuable discussion .
ডাক্তার বাবু কে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই ।
আশাকরি আগামী দিনেও এই রকম আরও অনেক মূল্যবান মতামত ওনার কাছ থেকে আমরা পাব ।
Very beautiful discussion for all aged persons.
I love Dr Kunal’s interview.
Your advice is gospel to us .Your explanation of medical science to the common man is noteworthy We eagerly wait for the next episode from your end.Thank you very much.
ধন্যবাদ ডাক্তারবাবুকে। খুব ভালো লাগলো আপনার আলোচনা ।
Aapnar rog niye ktha bolata onk valo lage ...onk soft kore aapni bojhan doctor shaheb...onk shuvocamona aapnar jonno
ডা কথার বাবুকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য
চমৎকার.... অনেক কিছু জানলাম...
ডাক্তারবাবুর উদাহরণস্বরুপ আলোচনা আমাদের সমৃদ্ধ করে
Very informative video. Thank you doctor.
Doctor Babu Khub Bhalo Kotha Aapnar Kachee Jaana Geloo Aamader Khub Upakar Hobee Namaskar Doctor Babu
ডাক্তারবাবুর পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
আমার মনে হয় এর থেকে ভাল বুড়ো মানুষের পক্ষে আর কিছু হয় না, ডাক্তারবাবু যাই বলুন। খুব ভাগ্যবান দের এটাই হয়। রাতে শুয়ে এটা হলে একদম সবচেয়ে ভাল।
ডাক্তার বাবুর আলোচনা যেমন খুব ভালো তেমনই ঘুমের মধ্যে মৃত্য খুবই ভাগের ব্যাপার।
ডাক্তার বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর ভাবে যে বোঝাতে পারেন তার চির কৃতজ্ঞ হয়ে থাকবো। খোদা আপনাকে দীর্ঘজীবী করুন এটাই দোয়া করি। আপনি বেঁচে থাকলে আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারবো।
সশ্রদ্ধ প্রণাম জানাই ডাক্তার বাবুকে ভালো থাকবেন।
ধন্যবাদ স্যার।সমৃদ্ধ হলাম।
Health Care ke asankha dhanyabad...ato boro2 doctor der interview gulo upload karar janya❤❤
Dr. Kunal Sarkar, your presence in the society is a phenomenal blessing of the people’s providence. I wish you a long and healthy life.
- Dr Sakti Mukherjee, M.D., D.Sc. from Washington DC, USA
খুব ভালো লাগলো ।ডাক্তার বাবু কে নমস্কার। এই চ্যানেল কে ধন্যবাদ জানাই। ।
Thank you very much Sir for your precious discussion, by the way I am also a heart patient under Dr. Soumya Patra of your hospital Medica.
অসাধারণ।অসংখ্য ধন্যবাদ।প্রণাম নেবেন ডাক্তার বাবু