ব্যাংক এ টাকা রেখেও টাকা তো নেওয়া যাইতেছে না --আবার গ্রাহক এর সাথে খারাপ ব্যবহার করা হইতেছে --অর্থ উপদেষ্টা সাহেব এবং বাংলাদেশ ব্যাংক এর গভর্মেন্ট এর বক্তব্য চাই আমরা -আর এর বিরুদ্ধে কি ব্যবস্থা জাতি জানতে চায়
হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোড করে স্বৈরাচার হাসিনার আমলে সবাই নিয়ে গেছে এটা আপনার জানা নাই এখন ব্যাংকের দোষ দিয়ে লাভ কি ব্যাংকে জিম্মি করে সব টাকা লোন করে করে লোন করে করে লোনের নাম দিয়ে প্রসাদ করে নিয়ে গেছে এটা আপনি তো ভালো করে জানেন এটার মন্তব্য কি বিকল্প কি হতে পারে
ব্যাংক কর্মকর্তার এখানে কি দোষ, সব দোষ বাংলাদেশ ব্যাংক গভর্নরের, আর এই মহিলা সবকিছু জানে বাংলাদেশ ব্যাংক এস আলমের ব্যাংকগুলোকে সমস্যায় ফেলে দিয়েছে, এখানে ম্যানেজার যিনি উনি তো চাকরি করতেছেন উনার রুমে ঢুকে ভিডিও করবে সিন ক্রিয়েট করবে কেন এগুলো?
@@iqbalteachingpoint.2444 সমস্যা থাকলে গ্রাহককে সুন্দরভাবে বুঝাতে হবে। গ্রাহকের টাকায় তার জীবিকা চলে। বেয়াদবির ও একটা সীমা থাকে! আর আপনি তার বেয়াদবির সাফাই গাইছেন! আপনাকেও ধিক্কার! বাংলাদেশ ব্যাংক এস আলমের ব্যাংক গুলোকে সমস্যায় ফেলেছে? বছরের পর বছর গ্রাহকের টাকা কিভাবে লুট করেছেন? তারা কিভাবেই বা এই ব্যাংকের মালিক হলো?
oi mohilar gaye hat dicce kharap bebohar korche eigula ki thik korce manager... Apni manager er pokkho niccen... apnr ma bon er gaye hat dile tokon kmon lagbe vai... vhabe cinte comment korben..
আমি ভুক্তভোগী নারী গ্রাহককে অনুরোধ করছি আপনি বাংলাদেশ ব্যাংকের এফ আই সি এস ডি( ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট )এ লিখিত কমপ্লেন দেন এই ব্যবস্থাপকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য.
কিছু কিছু ব্যাংকে টাকা তুলতে গেলে মনে হয় ওদের বাবার পকেটের টাকা আমাদের দিচ্ছে। ওদের বাবাদের বলেদেওয়া উচিৎ তারাও আমাদের মতো সাধারণ গ্রাহকের টাকায় বেতন পায়। আমার টাকা আমি নিবো নিয়ম মেনে তাতে ওর বাপের সমাস্যা কোথায়, যখন হাজার কোটি টাকা পাচার হয় কিংবা ঋণ খেলাপি হয় ওদের কোন বাবার লাফালাফি দেখি না।
@@MukhlesurRahman-xq7xc shoho mot vai … bortoman desh er prosthiti na boja ami jodi bankar k shodo blme kori ata tho thik na .. tar opor oni abar video korca
জি, আর ওদের বাপ এস আলম টাকা চাওয়ার আগেই কোটি কোটি টাকা দিয়ে দিছে। জনগণের টাকা এসব লুটেরাদের দিয়ে ঋণখেলাপী তৈরি করছে এখন যার টাকা তারে দেয় না।ধোলাই দেওয়া উচিৎ ম্যানেজার গুলোকে
এটার দায় ব্যাংক না এটার দায় স্বৈরাচার সরকারের আমলের আমলা কামলারা এটা আপনি জানেন না যে হাজার হাজার কোটি টাকা লোন করে দেশের বাইরে পাচার করছে এই টাকাটা ব্যাংকের টাকা আপনার আমার টাকা এখন ব্যাংক কর্তৃপক্ষ এ টাকা আপনাকে দিতে হিমশিম খেয়ে যেতে চাই একসাথে
ব্যাংকগুলো খালি করে গিয়েছে কে? আর আপনি স্বাধীন কে টিটকারী মারছেন?ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেল এটা জেনে যদি এই ধরনের কথা বলেন তাহলে বিবেক-বুদ্ধি নাই।
স্বাধীন ভাইয়া এখনো পুরাপুরি হয় নাই স্বাধীন সামনে হবে যখন লুট করার টাকা সব ফিরে আনতে পারবে তখন আর না হলে ভোগান্তি সবাইকে করতে হবে কারণ সব ব্যাংক থেকে লুট করে টাকা দেশের বাইরে চলে গেছে এটা তো আপনারা সকলেই জানেন এখন ও ব্যক্তি যদি একসাথে 16 লাখ টাকা চাই তাহলে কোত্থেকে দিবে ব্যাংক সরকারি আমলা কামলা যেগুলো লোন করে নিয়ে গেছে এগুলা আপনার আর আমার টাকা ব্যাংক তো আপনার টাকাগুলা নিয়ে বসে রাখে নাই এটা এরা রোলিং করতেছে
ব্যাংকের বিরুদ্ধে যারা কথা বলতেছে এরা কি কখনো ব্যাংকে যায়নাই নাকি😂,ব্যাংকে ফোনে রেকর্ড করবে কেন উনি,উনি জাস্ট বাংলাদেশ ব্যাংকে হেল্পলাইন এ কল করে অভিযোগ করতো এরপর তারাই বুজত কি করা লাগবে,দেশের এ পরিস্থিতিতে কেউই ১৬ লাখ টাকা একজনের জন্য ক্যাশ নিয়প বসে নাই।
@@sohelrana-lt3zk @user-cc6nq1el7h আজ থেকে ২ বছর আগে থেকেই বলে আসছে সাংবাদিক রা ব্যাংক দেওলিয়া হবার পথে তোর জারজ মা হাসিনা বলে না ব্যাংক ঠিক আছে ; আগেও এমন হয়েছে ! দুর্নীতি বাজরা টাকা লুট করে পালাইছে ; তাই টাকা নেই
টাকা কোথায় গেলো দেখুন, ১৫ বছরের লুট দেড় মাসেতো ঠিক হবেনা। সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেলাল আহমেদ। তিনি আওয়ামিলীগ মাহবুব-উল-আলমের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (২৭ মার্চ) ব্যাংকের ৪৯৪তম বোর্ড সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।Mar 28, 2023
Chutmaranir puut tor hashu matari ki korse atodin tar kache chaite paro nai!?! ....hauwar nati...je ba Jara shadhinotar mormartho bujhe na tader putki diye shadhinota na aaro onno onek kichui bhore deya uchit...taholei tara prokrito bhabe shadhin hobe.
এই ব্যাংক ব্যবস্থাপকের এত সাহস কেন উনি নারী গ্রাহকের মোবাইল ছিনিয়ে নিয়েছে ভেঙ্গে ফেলেছে গ্রাহকের সাথে এত দুর্ব্যবহার করেছে উনাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক. এসআইবিএল এর হেড অফিস এবং বাংলাদেশ ব্যাংকের এফ আই সি এসডির দৃষ্টি আকর্ষণ করছি.
নারী নারী বলে অভিযোগ করাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পুরুষরা কি গ্রাহক না? পুরুষকে যখন লাঞ্ছিত করা হয় তখন সেটা কি লাঞ্ছনা না? আমরা নারীদেরকে যতটা সহানুভূতি করি, নারীরা কি আমাদের তার এককোণাও মূল্য দেয়?
She does not have even common sense that no one can take picture and record without permission. She was forcing though manager said they did not have money. Only she can go legally through Bangladesh bank
সব প্রাইভেট ব্যাংকগুলি জয় বাংলা হয়ে বসে আছে। জানাজানি হলে পাবলিক ঝাপিয়ে পড়বে এইজন্য গোপন করে রেখেছে। অনেকেই টাকা পাচ্ছেনা। কবে দিবে তাও নাকি তারা জানেনা!
মাগির পোলা তোর মায় টাকা নিয়ে ভাগছে টাকা এখন কোথা থেকে দিবে তোর মাকে বল ইন্ডিয়া থেকে চোদাইয়া বাংলাদেশে টাকা পাঠাইতে তারপর সেই টাকা পরিশোধ করবি @@hosehshahadat5713
@@ChistijibonBidrohi আজ থেকে ২ বছর আগে থেকেই বলে আসছে সাংবাদিক রা ব্যাংক দেওলিয়া হবার পথে তোর জারজ মা হাসিনা বলে না ব্যাংক ঠিক আছে ; আগেও এমন হয়েছে ! দুর্নীতি বাজরা টাকা লুট করে পালাইছে ; তাই টাকা নেই
তোমার মায়ের ভাতাররা যে ব্যাংকের টাকা সব খেয়ে শেষ করে দিয়ে গেছে সে খবর জানোনা??? এই সময় শুয়োরের বাচ্চারাই স্বৈরাচারের দোষর। এদের ধরে আগুনে পুড়িয়ে মারতে হবে।
টাকা দিতে পারে নাই কিন্তু লাঞ্চহিত করার কোন সুযোগ নাই আর মোবাইলে রেকর্ড করার অধিকার তার আছে অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজার সহ জড়িত সকলের চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত
@@harundoe1 এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না নিয়ম মানার ব্যাপার। আপনি যে কোন জায়গায় গিয়ে যে কোন কিছু ভিডিও করতে পারবেন না নিয়মকানুন বলে একটা ব্যাপার আছে।
আমাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে, যে কেউ চাইলেই ব্যাংকের ভিতরে কোন কিছু ভিডিও করতে পারে না। এখানে ব্যাংকের অফিসারদের মূল দোষ হচ্ছে, যেহেতু গ্রাহকের টাকা তারা সময়মতো দিতে পারছে না, যেভাবেই হোক গ্রাহককে সেটা বুঝিয়ে বলা বা ম্যানেজ করা। প্রয়োজনে 100 বার সরি বলতে হবে। কিন্তু কোনভাবেই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
ভাই, টাকা কি সমন্বয়করা মেরেছে? ইসলামী ব্যাংকগুলোর টাকা তো আপনাদের নেত্রী আর এস. আলম আত্মসাৎ করেছেন। অন্য ব্যাংকগুলোতে তো টাকার কোন সমস্যা নাই, গ্রাহকের যা দরকার তাই তুলতে পারছেন।
আপনার টাকা আপনি নিবেন সুন্দর কথা আপনার টাকায় তো আপনাকে দিবে আপনি যদি কারো থেকে টাকা নেন টাকাটা কি আপনার কাছে জমা রাখিবেন এটা নিয়ে নইলে ব্যবসা করবেন নইলে আপনি কোন একটা কিছু করবেন এটাই তো টাকা দিয়ে ব্যবসা-বাণিজ্য রোলিং করার কাজ এটাতো ঘরে বসে রাখা বা জমা রাখার টাকা না শরিফের অমূলদ জাহাজের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন দেখে দেখে নিয়ে গেছে ওগুলো আপনারা জানেন যে ব্যক্তি টাকা চাইতেছে 16 লাখ টাকা একসাথে ব্যাঙ একসাথে এতগুলো টাকা কিভাবে দিবে
বিগত সরকারের আমলে সবাই ব্যাংক লুটপাট করল, কেউ কোন কথা বলল না, আর বর্তমান সরকারের মেয়াদ 1 মাস 6 দিন হয়নি, এখনি সে সব খেয়ে নিল তাই না, সমলোচনা করা ভালো, আর সমলোচনা করলে বিগত সরকার বিভিন্ন ঋণের মাধ্যমে ব্যাংক বা গ্রাহকের টাকা লুট করতে পারতো না, এস আলম গ্রুপের মালিকানাধীন পাঁচটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক , ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, আর এসব ব্যাংক থেকে মাত্রারিক্ত ঋণ ও এলসি মাধ্যমে টাকা পাচার করেছেন। আর এটা তো একজন ব্যক্তি না এমন অনেক ব্যক্তি আছে যারা বিগত সরকারের সময় ব্যাংক থেকে টাকা সরিয়েছেন, তাদের নিয়ে সমালোচনা করুন, তারা জনগণের আত্নীয় লাগে না। এস আলম গ্রুপের ঋণ সমূহঃ ইসলামী ব্যাংক-74,900.00 কোটি টাকা, জনতা ব্যাংক 13,400.00 কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক 4,200.00 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 2000.00 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 574.00 কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক 257.00 কোটি টাকা মোট 95,331.00 পঁচানব্বই হাজার তিনশত একত্রিশ কোটি টাকা, তাহলে টাকা পাবেন কি রে বলেন। সাবেক সরকারের সময় অনৈতিকভাবে নতুন টাকা ছাপিয়ে এগুলো ব্যাংকে সরবরাহ করেছে, আর এ জন্য জিনিস পত্রের দাম ও বেড়েছে অনেক, অথ্যাৎ মুদ্রাস্ফিতি ঘটেছে অস্বাভাবিক ভাবে। আর বর্তমান সরকার তো আর অনৈতিক ভাবে টাকা ছাপিয়ে সরবরাহ করবে না , বুঝলেন, সুতরাং সমালোচনা করুন গঠনমূলক তাহলে এদেশের জনগণ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। ধন্যবাদ।
এটা আলম গ্রুপের ব্যাংক আগে থেকেই তো খেয়ে দেয়ে শেষ করে বসে আছে, এস আলমের সিঙ্গাপুরেই আছে, 6300(ছয় হাজার তিনশত কোটি) টাকার দৃশ্যমান সম্পদ, আপনি সিঙ্গাপুরে গেলে আপনিও দেখতে পাবেন,বিগত সরকারের আমলে সবাই ব্যাংক লুটপাট করল, কেউ কোন কথা বলল না, আর বর্তমান সরকারের মেয়াদ 1 মাস 6 দিন হয়নি, এখনি সে সব খেয়ে নিল তাই না, সমলোচনা করা ভালো, আর সমলোচনা করলে বিগত সরকার বিভিন্ন ঋণের মাধ্যমে ব্যাংক বা গ্রাহকের টাকা লুট করতে পারতো না, এস আলম গ্রুপের মালিকানাধীন পাঁচটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক , ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, আর এসব ব্যাংক থেকে মাত্রারিক্ত ঋণ ও এলসি মাধ্যমে টাকা পাচার করেছেন। আর এটা তো একজন ব্যক্তি না এমন অনেক ব্যক্তি আছে যারা বিগত সরকারের সময় ব্যাংক থেকে টাকা সরিয়েছেন, তাদের নিয়ে সমালোচনা করুন, তারা জনগণের আত্নীয় লাগে না। এস আলম গ্রুপের ঋণ সমূহঃ ইসলামী ব্যাংক-74,900.00 কোটি টাকা, জনতা ব্যাংক 13,400.00 কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক 4,200.00 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 2000.00 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 574.00 কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক 257.00 কোটি টাকা মোট 95,331.00 পঁচানব্বই হাজার তিনশত একত্রিশ কোটি টাকা, তাহলে টাকা পাবেন কি রে বলেন। সাবেক সরকারের সময় অনৈতিকভাবে নতুন টাকা ছাপিয়ে এগুলো ব্যাংকে সরবরাহ করেছে, আর এ জন্য জিনিস পত্রের দাম ও বেড়েছে অনেক, অথ্যাৎ মুদ্রাস্ফিতি ঘটেছে অস্বাভাবিক ভাবে। আর বর্তমান সরকার তো আর অনৈতিক ভাবে টাকা ছাপিয়ে সরবরাহ করবে না , বুঝলেন, সুতরাং সমালোচনা করুন গঠনমূলক তাহলে এদেশের জনগণ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। ধন্যবাদ।
আমার ও ব্যাংকে টাকা ছিল তারা একবারে দিতে পারছিল না বললো এক সপ্তাহ পর পর নেন, আমি এক সপ্তাহ পর পর টাকা তুলে নিয়েছি, বাংলাদের পরিস্থিতি সব জেনেও কিছু মানুষ আছে বিভ্রান্ত সৃষ্টি করে বুঝতে চাই না
Information vul janen..oder official kaj kormo record kora ba pic tula jabe na..but onno khetre phone use kora jabe..to oi banker to unofficial kaj korese.akjon grahoker gaye hat tulese.ar ha sobai desh theke paliye jasce na..keu keu kono proyojoneo bideshe jete pare
আইনি ব্যবস্থা নিতে এত দেরি হচ্ছে কেনো? দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক ব্যাংক কৃতপক্ষের বিরুদ্ধে।
😂😂😂 আইন মরছে
সঠিক।
There is no law and order .
আইন আছে নাকি
@@tanvirhossain2119vসব তো হাসু খেয়ে দিছে
এই ব্যাংক কর্মকর্তা কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিম থেরাপি দেওয়া হোক ।
#boycottSIBL
Right
সহমত
শাস্তি দিলেই কি বেংকে টাকা উৎপাদন শুরু হয়ে যাবে ?
ব্যাংক এ টাকা রেখেও টাকা তো নেওয়া যাইতেছে না --আবার গ্রাহক এর সাথে খারাপ ব্যবহার করা হইতেছে --অর্থ উপদেষ্টা সাহেব এবং বাংলাদেশ ব্যাংক এর গভর্মেন্ট এর বক্তব্য চাই আমরা -আর এর বিরুদ্ধে কি ব্যবস্থা জাতি জানতে চায়
lut koresen apnara ekhon taka debey orto upodeshta.
লুট করলে ব্যাংকে টাকা থাকবে?
এইসব হাবি জাবি ব্যাংকে টাকা রাখলে এমন হবেই!
Tahole upodes ta ra codayte aiche khomoty ? Notun sorkar to corer gusti ,
দালালী কথা ছাড় আগের সরকার কি ভাবে দিছে@@rubelmia5502
হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোড করে স্বৈরাচার হাসিনার আমলে সবাই নিয়ে গেছে এটা আপনার জানা নাই এখন ব্যাংকের দোষ দিয়ে লাভ কি ব্যাংকে জিম্মি করে সব টাকা লোন করে করে লোন করে করে লোনের নাম দিয়ে প্রসাদ করে নিয়ে গেছে এটা আপনি তো ভালো করে জানেন এটার মন্তব্য কি বিকল্প কি হতে পারে
সেলুট আপনাকে বোন প্রতিবাদ করার জন্য
ওই ব্যাংক কর্মকর্তাকে আইনেরে আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক, যাতে করে এমন দুরব্যবহার না করতে পারে।
ব্যাংক কর্মকর্তার এখানে কি দোষ, সব দোষ বাংলাদেশ ব্যাংক গভর্নরের, আর এই মহিলা সবকিছু জানে বাংলাদেশ ব্যাংক এস আলমের ব্যাংকগুলোকে সমস্যায় ফেলে দিয়েছে, এখানে ম্যানেজার যিনি উনি তো চাকরি করতেছেন উনার রুমে ঢুকে ভিডিও করবে সিন ক্রিয়েট করবে কেন এগুলো?
কোন বিচার হবে না লিখে দিলাম
@@iqbalteachingpoint.2444
সমস্যা থাকলে গ্রাহককে সুন্দরভাবে বুঝাতে হবে। গ্রাহকের টাকায় তার জীবিকা চলে। বেয়াদবির ও একটা সীমা থাকে! আর আপনি তার বেয়াদবির সাফাই গাইছেন! আপনাকেও ধিক্কার!
বাংলাদেশ ব্যাংক এস আলমের ব্যাংক গুলোকে সমস্যায় ফেলেছে? বছরের পর বছর গ্রাহকের টাকা কিভাবে লুট করেছেন? তারা কিভাবেই বা এই ব্যাংকের মালিক হলো?
oi mohilar gaye hat dicce kharap bebohar korche eigula ki thik korce manager... Apni manager er pokkho niccen... apnr ma bon er gaye hat dile tokon kmon lagbe vai... vhabe cinte comment korben..
@@iqbalteachingpoint.2444তার উপর পর্দা করে নাই। তাই ম্যানেজারের এগুলা করা জায়েজ? ঠিক না ব্রো?
তীব্র প্রতিবাদ জানাচ্ছি !আশার্য্য ব্যাংক মেনেজার এর এতো সাহস কোথায় পাইলো ? আইনী ব্যবস্হা নেওয়া হক ।বিচার চাই !
#boycottSIBL
অভিযুক্তদের অপরাধ প্রমানিত হলে দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
আর কিভাবে প্রমাণ করতে হবে?
Pagol cuda naki tui proman to video te dekhos na kana
ভাই আপনার মাথা কি ঠিক আছে কেসের প্রমান সরাসরি ভিডিও আছে আবার এতো কথা
র কী বাকি আছে
#boycottSIBL
ব্যাংকের সবাইকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি
#boycottSIBL
আমি ভুক্তভোগী নারী গ্রাহককে অনুরোধ করছি আপনি বাংলাদেশ ব্যাংকের এফ আই সি এস ডি( ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট )এ লিখিত কমপ্লেন দেন এই ব্যবস্থাপকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য.
#boycottSIBL
নারীদের সম্মান করতে হবে।যিনি গায়ে হাত দিয়েছে তার বিচার চাই।🥺
#boycottSIBL
কিছু কিছু ব্যাংকে টাকা তুলতে গেলে মনে হয় ওদের বাবার পকেটের টাকা আমাদের দিচ্ছে। ওদের বাবাদের বলেদেওয়া উচিৎ তারাও আমাদের মতো সাধারণ গ্রাহকের টাকায় বেতন পায়।
আমার টাকা আমি নিবো নিয়ম মেনে তাতে ওর বাপের সমাস্যা কোথায়, যখন হাজার কোটি টাকা পাচার হয় কিংবা ঋণ খেলাপি হয় ওদের কোন বাবার লাফালাফি দেখি না।
Vai ami apnar shata akmot.. but din sash a desh ta amader subai k e mela mesha cholta hoba
আসলে আমাদের দেশের লোকজন ব্যাংকের কাজকর্ম সম্বন্ধে কিছু বুঝে না। অনেক ব্যাংকারও জনগনকে ঠিকমত বুঝাতে পারে না। তাই এমন সমস্যার সৃষ্টি হয়।
@@MukhlesurRahman-xq7xc shoho mot vai … bortoman desh er prosthiti na boja ami jodi bankar k shodo blme kori ata tho thik na .. tar opor oni abar video korca
ছাগল
জি, আর ওদের বাপ এস আলম টাকা চাওয়ার আগেই কোটি কোটি টাকা দিয়ে দিছে। জনগণের টাকা এসব লুটেরাদের দিয়ে ঋণখেলাপী তৈরি করছে এখন যার টাকা তারে দেয় না।ধোলাই দেওয়া উচিৎ ম্যানেজার গুলোকে
এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি
#boycottSIBL
কোন ব্যাংক গ্রাহকের সাথে এমন আচরণ করতে পারে না। এই ব্যাংকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।
এসআইবিএল এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক এবং ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক
এ-ই ব্যাংক কর্মকতা দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক
#boycottSIBL
আইনি ব্যবস্থা নেওয়া হক একজন নারীর গায়ে কিভাবে হাত দেয় স্বৈরাচার চলে গেছে তাদের কর্মী-লীগ এখন ও রয়ে গেছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক।
সবাই লীগ।
😂😂😂
😂😂😂😂
আগে তো টাকে দিতে পারতো, এখন সৈরাচার চলে গেছে তাই টাকা পাওয়া যাচ্ছে না
😂😂😂
স্বাধীন বাংলাদেশ আমার টাকা আমাকে ফেরত দিচ্ছে না
আপনার টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গেছে বহু আগে -
নিজ দলের ব্যবসায়ী আর নেতা এমপি মন্ত্রীদের লোন হিসেবে দিয়ে দিছে
এটার দায় ব্যাংক না এটার দায় স্বৈরাচার সরকারের আমলের আমলা কামলারা এটা আপনি জানেন না যে হাজার হাজার কোটি টাকা লোন করে দেশের বাইরে পাচার করছে এই টাকাটা ব্যাংকের টাকা আপনার আমার টাকা এখন ব্যাংক কর্তৃপক্ষ এ টাকা আপনাকে দিতে হিমশিম খেয়ে যেতে চাই একসাথে
এবার হাতে নুনু নিয়ে নাড়াও 😅😅
তোমার আপায় টাকা মেরে নিছে তুমি জান না বাবু?
ব্যাংকগুলো খালি করে গিয়েছে কে? আর আপনি স্বাধীন কে টিটকারী মারছেন?ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেল এটা জেনে যদি এই ধরনের কথা বলেন তাহলে বিবেক-বুদ্ধি নাই।
সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যানা দরকার। সঠিক বিচার করা হোক।
সবকিছু তো বোঝাই যাচ্ছে এখানে কি যাচাই করবে
আপাতত স্বাধীনতা খেয়ে বেঁচে থাকুন
হ্যা আগে যেমন উন্নয়ন খেয়ে বাচতাম।
❤❤❤❤
হাসিনাকে খেলে বেশী পেট ভরবে😋
তার মানে স্বীকার তো করলেন উন্নয়ন হয়েছে ধন্যবাদ@@DrFirozKabir
গ্রাহকদের টাকা লোন দিয়ে দিয়েছে স্বাধীনতা হজম না হওয়া দলের এমপি মন্ত্রী ব্যাবসায়ীদের!!
অতি দ্রুত বিচার দাবি করছি যথাযথ কর্তৃপক্ষের কাছে
ফাইজলামির স্বাধীন বাংলাদেশ
bank to money hossey apni lut koresen!!!!
Sadhin bangladesh er ageo sibl e taka dito na🤣🤣🤣🤣
বোকাচোদা আগে কেনো এতো হয়নি এখন কেনো এমন হচ্ছে@@rubelmia5502
@@rubelmia5502দালালী কথা ছাড় আগের সরকার কি ভাবে দিছে??
স্বাধীন ভাইয়া এখনো পুরাপুরি হয় নাই স্বাধীন সামনে হবে যখন লুট করার টাকা সব ফিরে আনতে পারবে তখন আর না হলে ভোগান্তি সবাইকে করতে হবে কারণ সব ব্যাংক থেকে লুট করে টাকা দেশের বাইরে চলে গেছে এটা তো আপনারা সকলেই জানেন এখন ও ব্যক্তি যদি একসাথে 16 লাখ টাকা চাই তাহলে কোত্থেকে দিবে ব্যাংক সরকারি আমলা কামলা যেগুলো লোন করে নিয়ে গেছে এগুলা আপনার আর আমার টাকা ব্যাংক তো আপনার টাকাগুলা নিয়ে বসে রাখে নাই এটা এরা রোলিং করতেছে
ব্যাংক কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি
#boycottSIBL
সবাইকে অনুরোধ সরকারি ব্যাংক ছাড়া এফবিআর করবেন না, কিছু লাভ বেশি পাওয়ার জন্য মানুষ কত বিপদে পড়ছে এখন
এক সরকারি ব্যাংকে আমার মায়ের ব্যাংক একাউন্ট, টাকা সহ গায়েব করে দিয়েছিল।
Apni ki vi S. Alam er bank e job koren???
স্বাধীন দেশ
😂😂😂😂
শেখ হাসিনা ম্যগি সব টাকা লুট করে নিয়ে চলে গেছে, ওকে যৌনপল্লীতে বিক্রি করে টাকা আদায় করা হোক।
তোমার হাসিনা তো সব নিয়ে গেছে
অবশ্যই স্বাধীন দেশ, টাকা যে আপনার আপায় চুরি করে নিয়ে গেছে সেটা মেনে নিয়ে পোস্ট করেন।
আফসোস লীগ
চলিতেছে সার্কাস, 🤣আমার টাকা আমি তুলতে পারবো না এটা কেমন স্বাধীনতা???
টাকা তো পূর্বের সরকারের লোকজন পাচার / লুটপাট করে নিয়েছে । আপনি খোঁজ নিন। SIBL এ এস আলমের হাত ছিল।
Tor bap S Alam k ko...tor jonno kisu rakhe gase kina😂
টাকা লুটে পুটে খাইছেন
সব টাকা গ্রামীন ব্যাংকের সম্পত্তি এখন 🤐
কারণ তোমার বাবারা সব লুটে খেয়ে গেছে।
ব্যাংকের বিরুদ্ধে যারা কথা বলতেছে এরা কি কখনো ব্যাংকে যায়নাই নাকি😂,ব্যাংকে ফোনে রেকর্ড করবে কেন উনি,উনি জাস্ট বাংলাদেশ ব্যাংকে হেল্পলাইন এ কল করে অভিযোগ করতো এরপর তারাই বুজত কি করা লাগবে,দেশের এ পরিস্থিতিতে কেউই ১৬ লাখ টাকা একজনের জন্য ক্যাশ নিয়প বসে নাই।
যাহা কিছু হউক একজন নারীর সাথে এমন আচরণ মোটেও কাম্য নয়,তদন্ত হওয়া উচিত।
Vai onar onek vul asa
পুরুষের সাথে হইলে অপরাধ ছিলো না ?
@@Tasmenabonna thahola R nari poros shoman hoilo kmna … R bapar ta o emon na ami jani nah apni bojta parchen ki na ja mohilar behaviour valo chilo na
@@Tasmenabonna obossoi chilo .keo to bole ni chilo na
@@mdmahabub4549 tk rekhe tk pay na to oder ador krbe nki 😂😂
সারারাত ঘুমাইতে পারি না বিদ্যুৎ থাকে না
শেখ হাসিনা আসলেই বিদ্যুৎ আসবে
উত্তরাধিকার সূত্রে পাওয়া পাপের ফল
Tomi ki bill baki raksila ni tu hasina magi 8sho koto taka baki raklo kn tai tu somusa hoi se
হাসিনা আর এস আলম সব জয় বাংলা করে দিয়েছে।
সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক
এটাই তো মেধাবীদের স্বাধীনতা।
@@sohelrana-lt3zk @user-cc6nq1el7h আজ থেকে ২ বছর আগে থেকেই বলে আসছে সাংবাদিক রা ব্যাংক দেওলিয়া হবার পথে
তোর জারজ মা হাসিনা বলে না ব্যাংক ঠিক আছে ;
আগেও এমন হয়েছে !
দুর্নীতি বাজরা টাকা লুট করে পালাইছে ;
তাই টাকা নেই
টাকা কোথায় গেলো দেখুন, ১৫ বছরের লুট দেড় মাসেতো ঠিক হবেনা।
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেলাল আহমেদ। তিনি আওয়ামিলীগ মাহবুব-উল-আলমের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (২৭ মার্চ) ব্যাংকের ৪৯৪তম বোর্ড সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।Mar 28, 2023
তোর মা হাসিনার পরাধীনতা
যারা এই ব্যাংক লুট করেছে তাদের নামটাও সাথে বলেন ।
@@sohelrana-lt3zk তুই কোন গ্রামের কাঙ্গালুরে? মেধাবী ছাত্রই তো দেশ চালাবে
এটাই স্বাধীন বাংলাদেশ।
Ata hasina amoler poradhin desher fol 😂
@@safron9417ফল দেখিয়ে বসে থাকলে হবে জনগণের টাকা ফলে ঝুলবে আর নেতারা দাঁত কেলাবে তা কিভাবে হবে, এই ছাত্র নেতাগুলোকে ধরে উলটে লটকানো হোক
আমাকে এক থালা স্বাধীনতা দাও,,
আমি বড়ই ক্ষুধার্ত 😢😢
Tumar putki dea debo
শেষ তো হাসু করে দিছে
@@AfnanSahjin হাসু আপার অপশাসন থেকে মুক্তি পেয়েছে,,, আমরা সাধারণ মানুষ বর্তমান নৈরাজ্য দেখে হতাশ,, আমরা কি যুগের পর যুগ শাসক ধারা শোষিত হবো,,
Your ID proves that you were born on the street. Now tell the nation whether you are the of bitch or not.
Chutmaranir puut tor hashu matari ki korse atodin tar kache chaite paro nai!?!
....hauwar nati...je ba Jara shadhinotar mormartho bujhe na tader putki diye shadhinota na aaro onno onek kichui bhore deya uchit...taholei tara prokrito bhabe shadhin hobe.
এই ব্যাংক ব্যবস্থাপকের এত সাহস কেন উনি নারী গ্রাহকের মোবাইল ছিনিয়ে নিয়েছে ভেঙ্গে ফেলেছে গ্রাহকের সাথে এত দুর্ব্যবহার করেছে উনাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক. এসআইবিএল এর হেড অফিস এবং বাংলাদেশ ব্যাংকের এফ আই সি এসডির দৃষ্টি আকর্ষণ করছি.
নারী নারী বলে অভিযোগ করাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পুরুষরা কি গ্রাহক না? পুরুষকে যখন লাঞ্ছিত করা হয় তখন সেটা কি লাঞ্ছনা না? আমরা নারীদেরকে যতটা সহানুভূতি করি, নারীরা কি আমাদের তার এককোণাও মূল্য দেয়?
ভয়াবহ অবস্থা, গ্রাহক নিজের কষ্টের জমানো টাকা উঠাতে গিয়ে হেনস্তার শিকার, মগের মুল্লুক হয়ে গেল নাকি! আজব!!
আপনাদের হাসিনা আপা সব টাকা নিয়ে গেছে টাকা দিবে কোথা থেকে ব্যাংক বিক্রি করে তারপর টাকা দিবে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
কয়েকমাস আগে থেকেই এই ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংক টাকা দিতে পারছে না ,প্রায় দেউলিয়া । এটা তো উনি জানেনই।
ব্যাংক লুট করছে হারামখোর এস, আলম আর দরবেশ ক্ষ্যত সালমান এফ রহমান আর তাদেরকে ক্লীন চেক দিছিলো খুনি, চুরনি, ফ্যাসিষ্ট, রক্তপিপাসু, কুলাঙ্গার মানবতার আম্মু ৫০% কমিশনের বিনিময়ে | যারা এখন আঁতকে উঠার ভান করছেন আপনারা সম্ভবতঃ সেই ক্রিমিন্যালের সহযোগী |
@@rodelamodelschool10 to sheta bank er bisoy . Tar to na . Amra ki bolsilam amder tk niye deuliya hoye jete?
এই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত
She does not have even common sense that no one can take picture and record without permission. She was forcing though manager said they did not have money. Only she can go legally through Bangladesh bank
আমার টাকা আমি নিব ব্যাংক কে টাকা নেই কেমন দেশে বাস করছি বলেন তো, arrest them
K arrest korbe vai😢
ব্যাংক লুট করলে কোথায় পাবে টাকা দাদা
হাসিনা সব খাইছে
সব প্রাইভেট ব্যাংকগুলি জয় বাংলা হয়ে বসে আছে। জানাজানি হলে পাবলিক ঝাপিয়ে পড়বে এইজন্য গোপন করে রেখেছে। অনেকেই টাকা পাচ্ছেনা। কবে দিবে তাও নাকি তারা জানেনা!
যারা লুট করে খাচ্ছিল তারা থাকতে তো এই সমস্যা ছিল না,, তাহলে এখন যখন খাচ্ছে না এখন সমস্যা কেন? @@NobaerAhmed
এটা কেমন স্বাধীন দেশে হলো নিজের টাকা তুলতে পরছে না।
ছাত্রদের বাপ ইউনুস পালাবে কইদিন পর
তদের মা হাসিনা সব খাইছে
Cudanir fua tor ma bap ra jy taka lut Kory gycy syta bol@@hosehshahadat5713
মাগির পোলা তোর মায় টাকা নিয়ে ভাগছে টাকা এখন কোথা থেকে দিবে তোর মাকে বল ইন্ডিয়া থেকে চোদাইয়া বাংলাদেশে টাকা পাঠাইতে তারপর সেই টাকা পরিশোধ করবি @@hosehshahadat5713
@@hosehshahadat5713ganja khaisos
ভাই আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মাত্র ২৫ হাজার টাকা তুলতে গেছি ব্যাংক থেকে বলে আগামী সপ্তাহে ফোন দিয়ে আসবে এখন কোন টাকা নাই
টাকা গুলো গেলো কই?
@@ChistijibonBidrohi আজ থেকে ২ বছর আগে থেকেই বলে আসছে সাংবাদিক রা ব্যাংক দেওলিয়া হবার পথে
তোর জারজ মা হাসিনা বলে না ব্যাংক ঠিক আছে ;
আগেও এমন হয়েছে !
দুর্নীতি বাজরা টাকা লুট করে পালাইছে ;
তাই টাকা নেই
@@ChistijibonBidrohiশেখ হাসিনা সরকার ১৮ লক্ষ্য কোটি টাকা পাচার করছে জনগণের টাকা৷
তাহলে ব্যাংকে টাকা থাকবে
Mair dite hobe
এখন মেধাবী ও কোমলমতি ছাত্র রা কই
নটির পোলা উন্নয়নের নামে দেশের টাকা বাইটে পাচার করায় এই সমস্যা।।।
ওরা অতি শীঘ্রই ভেগে যাবে দেশ ছেড়ে তার চিন্তায় আছে
ছাত্ররা ছাত্র থাকবে আপনার মত লোক সমালোচনা করতেই থাকবে কারণ আপনারা জানেন যে অন্যের দোষ খুঁজে বেড়ানো নিজের দোষ ঢাকার জন্য
তোমার মায়ের ভাতাররা যে ব্যাংকের টাকা সব খেয়ে শেষ করে দিয়ে গেছে সে খবর জানোনা??? এই সময় শুয়োরের বাচ্চারাই স্বৈরাচারের দোষর। এদের ধরে আগুনে পুড়িয়ে মারতে হবে।
@@টাকারকাছেভালোবাসামূল্যহীনহ খানকিরপোলারা আমরা ভেগে যাব সাহস থাকলে মাঠে আইয়া কথা কইস
দেশে এর মানুষ যাবেনটা কই? নিজের টাকা নিজে আন্তে গিয়ে লাল্চিত ! ব্যাংক আইন আরও কঠিন করাও দ্রুত এর বিরুদ্ধে আইন গত বেবস্থা নেওয়া জরুলী
টাকা দিতে পারে নাই কিন্তু লাঞ্চহিত করার কোন সুযোগ নাই আর মোবাইলে রেকর্ড করার অধিকার তার আছে অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজার সহ জড়িত সকলের চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত
ব্যাংকের যে কেউ ম্যানেজার চেম্বারে ঢুকে যে কোন কিছু রেকর্ড করতে পারবে এই কথা আপনাকে কে বলল
If she is not record any thing then no one believe whats going on
@@harundoe1 এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না নিয়ম মানার ব্যাপার। আপনি যে কোন জায়গায় গিয়ে যে কোন কিছু ভিডিও করতে পারবেন না নিয়মকানুন বলে একটা ব্যাপার আছে।
Dhur miya niyom age apni manen. Bipod dekhei record korce. @@md.aminulislam9611
@@md.aminulislam9611 সুশীল ভাই, নিয়মমতোই যদি সব হতো তাহলে ওনি টাকাটা পেয়ে যাইতেন। আর রেকর্ড লাগত না।
সারা দেশের চিত্র একই
Hasina destroyed everything
আমি ডাচ বাংলা ব্যাংক এ গিয়ে হয়রানি ও লাঞ্ছিত হয়েছি কিন্তু লোক চক্ষুর ভয়ে চুপ আছি কখনো সামী ছাড়া কাওকে বলি নি এই কথাগুলো আর আজ কমেন্ট করে সবাইকে বললাম😥
প্রমাণ সহ অভিযোগ করেন।
ভাই এদের দ্রুত আইনের আওতায় আনা হোক আমরাও ফাস্ট সিকিউরিটি ব্যাংক এমন কোন টাকা পাচ্ছি না খুবই অসহায় অবস্থায় আছে 😢😢😢😢
সবার খাওয়া দাওয়া বন্ধ শুধু প্রধান উপদেষ্টার সুন্দর সুন্দর বক্তব্য শুনে শুনে ঘুমাবেন
😅😅
😅😅
সবাই না খেয়ে যদি ঘুম হয় তারপরও শান্তি যদি বুলেটের গুলি বুকের মধ্যে না ঠেকায়
কই আমরা তো ঠিকই খাইতেছি।আফসোস লীগদের খাইতে সমস্যা হয় কারণ তারা আগে চাঁদাবাজি করে খাইতো।আর সবাই ঠিকই খাইতে পারতেছে।
Ghoom o Santi nai.... current nai ar dakater voe😢
উপযুক্ত কঠিন শাস্তির ব্যাবস্তা করা হক
Good hope right thank you FOR CHILDRENFlying family truthful information Mr
বাহ বাক স্বাধীনতা
দেশে কি শুরু হইছে রে?
ইউনুস নামা---
ব্যাংক লুট করলে কোথায় পাবে টাকা দাদা
@@NobaerAhmedব্যাংক লুট করে তোমার মার ভোঁদার ভিতরে দিয়ে দিয়েছে
শেখ হাসিনা সরকার ১৮ লক্ষ্য কোটি টাকা পাচার করছে জনগণের টাকা
তাহলে ব্যাংকে টাকা থাকে
@@NobaerAhmedভারত থেকে ঈদ মোবারক😂
এই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক
লুটপাট কোন পর্যায়ে এসে গেছে ভাবা যায়? এরপর আবার লাঞ্চিত করা গ্রাহক কে। দেশটা আছে কই???
এই অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী।
বর্তমান গভর্ণরের পদত্যাগ চাই।
আমাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে, যে কেউ চাইলেই ব্যাংকের ভিতরে কোন কিছু ভিডিও করতে পারে না। এখানে ব্যাংকের অফিসারদের মূল দোষ হচ্ছে, যেহেতু গ্রাহকের টাকা তারা সময়মতো দিতে পারছে না, যেভাবেই হোক গ্রাহককে সেটা বুঝিয়ে বলা বা ম্যানেজ করা। প্রয়োজনে 100 বার সরি বলতে হবে। কিন্তু কোনভাবেই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
আগেই ভালো ছিলাম! 😮
হাসিনা চোর, তার চোর নেতাকর্মীদের দিয়ে ব্যাংক থেকে সকল টাকা তুলে নিয়েছে।
আফসোস লীগ।😂😂😂😂😂
Afsos league. Akhon e vlo achen. New government ke time dan recover korar jonno 😂
সকল টাকা পাচার করে এ অবস্হা আওয়ামিলীগ করে গেছে
আয়নাঘরে ২ দিন থাকলে এ কথা বলতা না ঘরে বসে স্বাধীনতা পেয়ে গেছো তো তাই কদর নাই
এবার জিকির করেন মেদাবী সমন্বয়ক
ভাই, টাকা কি সমন্বয়করা মেরেছে? ইসলামী ব্যাংকগুলোর টাকা তো আপনাদের নেত্রী আর এস. আলম আত্মসাৎ করেছেন। অন্য ব্যাংকগুলোতে তো টাকার কোন সমস্যা নাই, গ্রাহকের যা দরকার তাই তুলতে পারছেন।
দেশ স্বাধীন হলে কি অটোমেটিক টাকা চলে আসবে নাকি,, সময় তো দিতে হবে৷ হাসিনা তো সব ব্যাংক খেয়ে চলে গেছে এখন সম্বনয়কদের দোষ কি
তাহলে হাসিনার জিকির করা দরকার তাই না? যার জন্য আজ ব্যাংকগুলো খালি।
এই ইতোর এটা তোর বাইজি মায়ের তৈরী সমস্য , সমোন্যায়কারীর নয়,
ঠিক কথা বলছে
ব্যাংক কর্মী র কঠিন শাস্তি বা চাকরি চুত্য করা হোক
বা নিজের টাকা নিজে তুলবে আর কি বলবো।
দেশে কি শুরু হয়েছে আগেই অনেক ভালো ছিলো
এত গুলি মানুষের মৃত্যু, আপনাদের বিবেক কে নারা দেয় না? তারপরও বলবেন আগেরটা? ব্যাংক লুটপাট, দুর্নীতি, আয়নাঘর এত কিছুর পরও?
এই ফল হাসিনার জন্য।
আগে ভালো আওয়ামীলীগের জন্য ,,
Bolod apni.
Illegal note issues hoyse aita mone hoi janen na.. Mullu sfirti barse.
Apnader mto bolod and abul marka lokdoker jonne, ora ato lai pai
যান এখন এটার জন্য আন্দোলন করেন
এটাই আমার সোনার বাংলা দেশ
সবাই এক হয়ে রুখে দাঁড়ানো দরকার
ব্যাংক কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি করছি।
স্বাধীন দেশের এই অবস্থা
এই ব্রাঞ্চের সকল কর্মকর্তা কে আইনের আওতায় আনা হোক 😮😮
আরো কতো কিছু দেখবো সামনে😔💔
এই ব্যাংক কর্মকর্তা আওয়ামী আচরণ ভুলতে পারে না এদেরকে আইনের আওতায় আনা হোক।
মহিলার গায়ে হাত দেয়ার জন্য আলাদা শ্বাস্তি ,
এরা দলিয় দের বস্তায় বস্তায় টাকা দিয়ে পালাতে সাহায্য করেছে এবং এখন বলেছেন টাকা নেই
এক জন নারী কে এবং ভাবে আক্রম করাটা সন্দেহ এখন গ্রহক কে এই কি সন্মান
সোশ্যাল ইসলামী ব্যাংকের সব শাখা একই অবস্থা বাংলাদেশ গভর্নরকে অতি দ্রুত ব্যবস্থা করার জন্য অনুরোধ করতেছি
দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
খোঁজ নিয়ে দেখেন এই ব্যাংকার BAL এর হালুয়া-রুটি খাওয়া লোক । একে কোনভাবেই ছেড়ে দেয়া যাবেনা ।
এফডিআর একটি একসাথে ভাংঙ্গাতে হয়। ব্যাংক কোত্থেকে টাকা দেবে, সরকারের উচিৎ আইনের আওতায় এস আলমের সম্পদ অধিগ্রহন করে টাকা প্রদান করা।
আমার টাকা আমি নিব ব্যাংক কে টাকা নেই কেমন দেশে বাস করছি বলেন তো
ব্যাংক লুটপাট করে শেষ করা হয়েছে ধীরে ধীরে
আপনার টাকা আপনি নিবেন সুন্দর কথা আপনার টাকায় তো আপনাকে দিবে আপনি যদি কারো থেকে টাকা নেন টাকাটা কি আপনার কাছে জমা রাখিবেন এটা নিয়ে নইলে ব্যবসা করবেন নইলে আপনি কোন একটা কিছু করবেন এটাই তো টাকা দিয়ে ব্যবসা-বাণিজ্য রোলিং করার কাজ এটাতো ঘরে বসে রাখা বা জমা রাখার টাকা না শরিফের অমূলদ জাহাজের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন দেখে দেখে নিয়ে গেছে ওগুলো আপনারা জানেন যে ব্যক্তি টাকা চাইতেছে 16 লাখ টাকা একসাথে ব্যাঙ একসাথে এতগুলো টাকা কিভাবে দিবে
@@MdAkbar-h8v হু চোরে এসে হুগা মেরে দিক
আওয়ামী লীগ সরকারি সময় ব্যাংক ব্যবস্থা ভালো ছিল, আমাদের টাকা আমাদের দিকে তার জন্য তার কৈফিয়ত দিতে হবে কেন
Torkono bebegnai Corey koyra deshi taka pasar koyra deshi taka pasar korlo awmeleg dosorra jar karoney deshi adorbosta
তুই কে রে ভাই ? কোন দেশে থাকিস?
তোদের আপা কত টাকা পাচার করছে কোনো ধারনা আছে। আজকে এ দুরাবস্থার মূল কারন এ আওয়ামী লীগ।
আজকে এই অবস্থা হাসিনার জন্য। ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হইছে।
Right 😢
এস আলম সব টাকা নিয়ে গেছে
টাকা দিতে পারে না আবার জুলুম করে। এদের প্রকাশ্য বেতানো দরকার।
সোস্যাল ইসলামি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি
ঐ ম্যানেজার কে এখনো জীবিত রাখছে জনগণ!
জংলী কাটার বাচ্চা। মানুষ মারা ছাড়া বোজেনা। জংলী জাত। মাদ্রাসা ছাপ।
স্বাধীন দেশের স্বাধীন সুশাসন
বিগত সরকারের আমলে সবাই ব্যাংক লুটপাট করল, কেউ কোন কথা বলল না, আর বর্তমান সরকারের মেয়াদ 1 মাস 6 দিন হয়নি, এখনি সে সব খেয়ে নিল তাই না, সমলোচনা করা ভালো, আর সমলোচনা করলে বিগত সরকার বিভিন্ন ঋণের মাধ্যমে ব্যাংক বা গ্রাহকের টাকা লুট করতে পারতো না, এস আলম গ্রুপের মালিকানাধীন পাঁচটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক , ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, আর এসব ব্যাংক থেকে মাত্রারিক্ত ঋণ ও এলসি মাধ্যমে টাকা পাচার করেছেন। আর এটা তো একজন ব্যক্তি না এমন অনেক ব্যক্তি আছে যারা বিগত সরকারের সময় ব্যাংক থেকে টাকা সরিয়েছেন, তাদের নিয়ে সমালোচনা করুন, তারা জনগণের আত্নীয় লাগে না। এস আলম গ্রুপের ঋণ সমূহঃ ইসলামী ব্যাংক-74,900.00 কোটি টাকা, জনতা ব্যাংক 13,400.00 কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক 4,200.00 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 2000.00 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 574.00 কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক 257.00 কোটি টাকা মোট 95,331.00 পঁচানব্বই হাজার তিনশত একত্রিশ কোটি টাকা, তাহলে টাকা পাবেন কি রে বলেন। সাবেক সরকারের সময় অনৈতিকভাবে নতুন টাকা ছাপিয়ে এগুলো ব্যাংকে সরবরাহ করেছে, আর এ জন্য জিনিস পত্রের দাম ও বেড়েছে অনেক, অথ্যাৎ মুদ্রাস্ফিতি ঘটেছে অস্বাভাবিক ভাবে। আর বর্তমান সরকার তো আর অনৈতিক ভাবে টাকা ছাপিয়ে সরবরাহ করবে না , বুঝলেন, সুতরাং সমালোচনা করুন গঠনমূলক তাহলে এদেশের জনগণ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। ধন্যবাদ।
১ মাস আগেও টাকার সমস্যা ছিলোনা,
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই টাকার সমস্যা
তোমাগে আপা টাক নিয়ে পালিয়ে গেছে
@@Riaz-gv8vc ভাইজান কোন কোন খাত থেকে কয় টাকা নিছে সেটার প্রমান গত ১ মাসেও দিতে পারল না উপদেষ্টারা? অদৃশ্যমান কিছু বইলা দৃশ্যমান সংকট ঢাকা যায় না।
@@Riaz-gv8vcতোর মার ভোঁদার ভিতর ভরছে?
@@Riaz-gv8vc তোর মার ভোঁদার ভিতর ভরছে?
মাদারবোর্ড
এই ব্যাংক কর্মকর্তাকে উপযুক্ত শাস্তি দেয়া হোক এবং ধরা হোক ব্লাডিকে
এটা অমানবিক ? ঘটনা তদন্ত সাপেক্ষ এদের বিরুদ্ধে এ্যাকশন চাই ??
স্বাধীন দেশ এখন টাকা পাবেন না কেন?
পরাধীন দেশের নেত্রী খেয়ে ফেলসে তাই।
Apnar hasina ammo to sob tk bidesh pachar kore paliyece akhon
তোর মা ভেন্টি বেগ এ টাকা
@@RajuHossain-b3nতোমার হাসিনা খালার সময়তো টাকা তুলতে কোন সমস্যা হয়নি কিন্তু সমস্যাতো তোমাদের ভিতরে ! 🤔🤥
@@RajuHossain-b3nতোমার হাসিনা খালাআম্মার সময়তো টাকা তুলতে কোন সমস্যা হয়নি কিন্তু সমস্যাতো তোমাদের ভিতরে 😡🤔
দেশে এখন সবই স্বাধীন 😃 যার যেমন মন চায় তেমনই করে 😅😅
We are second time independent nation so everything is possible
কি একটা অবস্থা।
এত টাকা সে কোথায় পেল তারা একটু খোঁজ নেওয়া উচিত আর কেনইবা এতটা একবারে সে তুলতে গেল একটু খোঁজ নেওয়া উচিত
এই দায়িত্বটা আপনিই নেন।
Tar tk jkhn iccha tulbe ete khojar thik ki ache vhai shuni?
মনে করেন সে টাকা চুরি করে আনছে সেজন্য কি ব্যাংকটা আটকে রাখতে পারবে
এদের বিরুধ্বে আইনী ব্যবস্থা নেওয়া হউক ।
ঐ লোককে আইনের হাতে দেওয়া হোক। যে গায়ে হাত দিয়েছে।
মজা বুঝেন এবার।
হাসিনা প্রেতাত্মা নারা দিতে চাচ্ছেন মনে হচ্ছে
এটা আলম গ্রুপের ব্যাংক আগে থেকেই তো খেয়ে দেয়ে শেষ করে বসে আছে, এস আলমের সিঙ্গাপুরেই আছে, 6300(ছয় হাজার তিনশত কোটি) টাকার দৃশ্যমান সম্পদ, আপনি সিঙ্গাপুরে গেলে আপনিও দেখতে পাবেন,বিগত সরকারের আমলে সবাই ব্যাংক লুটপাট করল, কেউ কোন কথা বলল না, আর বর্তমান সরকারের মেয়াদ 1 মাস 6 দিন হয়নি, এখনি সে সব খেয়ে নিল তাই না, সমলোচনা করা ভালো, আর সমলোচনা করলে বিগত সরকার বিভিন্ন ঋণের মাধ্যমে ব্যাংক বা গ্রাহকের টাকা লুট করতে পারতো না, এস আলম গ্রুপের মালিকানাধীন পাঁচটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক , ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, আর এসব ব্যাংক থেকে মাত্রারিক্ত ঋণ ও এলসি মাধ্যমে টাকা পাচার করেছেন। আর এটা তো একজন ব্যক্তি না এমন অনেক ব্যক্তি আছে যারা বিগত সরকারের সময় ব্যাংক থেকে টাকা সরিয়েছেন, তাদের নিয়ে সমালোচনা করুন, তারা জনগণের আত্নীয় লাগে না। এস আলম গ্রুপের ঋণ সমূহঃ ইসলামী ব্যাংক-74,900.00 কোটি টাকা, জনতা ব্যাংক 13,400.00 কোটি টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক 4,200.00 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 2000.00 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 574.00 কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক 257.00 কোটি টাকা মোট 95,331.00 পঁচানব্বই হাজার তিনশত একত্রিশ কোটি টাকা, তাহলে টাকা পাবেন কি রে বলেন। সাবেক সরকারের সময় অনৈতিকভাবে নতুন টাকা ছাপিয়ে এগুলো ব্যাংকে সরবরাহ করেছে, আর এ জন্য জিনিস পত্রের দাম ও বেড়েছে অনেক, অথ্যাৎ মুদ্রাস্ফিতি ঘটেছে অস্বাভাবিক ভাবে। আর বর্তমান সরকার তো আর অনৈতিক ভাবে টাকা ছাপিয়ে সরবরাহ করবে না , বুঝলেন, সুতরাং সমালোচনা করুন গঠনমূলক তাহলে এদেশের জনগণ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। ধন্যবাদ।
আমার ও ব্যাংকে টাকা ছিল তারা একবারে দিতে পারছিল না বললো এক সপ্তাহ পর পর নেন, আমি এক সপ্তাহ পর পর টাকা তুলে নিয়েছি, বাংলাদের পরিস্থিতি সব জেনেও কিছু মানুষ আছে বিভ্রান্ত সৃষ্টি করে বুঝতে চাই না
ভাই না বুজলে আপনি এই মহিলাকে টাকা দেন....এটা ডলার না যে টাকা নাই টাকা নাই করবে
এই ব্যাংক কর্মকর্তার নামে মামলা করেন প্লিজ, তার বিচার হওয়া উচিৎ!
ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত
গ্ৰাহকের সাথে ভদ্র ও শালিনতা বজায় রেখে কথা বলা উচিত। আর একজন গ্ৰাহক ভিডিও রেকর্ডিং করলেই বা কি সমস্যা। ব্যাংক কর্মকর্তা শাস্তি হওয়া উচিত।
ব্যাংকের ভিতর রেকর্ডিং তো নিষেধ। মোবাইল ব্যাবহার করতেই মানা করা থাকে।
Information vul janen..oder official kaj kormo record kora ba pic tula jabe na..but onno khetre phone use kora jabe..to oi banker to unofficial kaj korese.akjon grahoker gaye hat tulese.ar ha sobai desh theke paliye jasce na..keu keu kono proyojoneo bideshe jete pare
কি শুরু হলো
আমিও ১০ হাজার টাকার চেক নিয়ে SIBAL ২/৩ টা শাখা খুজে পেয়েছি
তাও ১০ টাকার বান্ডেল
ওই ব্যাংকের কর্মকর্তার তৎক্ষণাৎ শাস্তি হওয়া দরকার
মেধাবীরা কোথায়?
মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে টুকরো করে দিয়েছে। কত বড় সন্ত্রাসী এরা। এদের বিরুদ্ধে মামলা দেন।
এইভাবে জনগণের টাকা নষ্ট হইতে পারে না
সব পরিচালক দের আটক করে আইনের আওতায় আনা হোক
এসআইবিএল ব্যাংকের সকল কর্মকর্তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক! কেন গ্রাহকদের টাকা চাহিদা মাত্রই দিতে ব্যার্থ হলো!