ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে কি কি লাগে - ২০২৪ | Necessary Documents For Driving Licence - 2024

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে কি কি লাগে - ২০২৪ | Necessary Documents For Driving Licence - 2024
    ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে কি কি লাগে, ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে, ড্রাইভিং লাইসেন্স, কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন, new driving licence required documents, driving licence, driving licence online apply, driving licence apply online, renew driving licence, learner driving licence required documents, driving licence cost in bangladesh, learner driving license bd, driving, licence, online application, brta driving test bangladesh, motorcycle driving licence, kivabe driving licence korbo, driving licence smart card bd, tech plus, technology plus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    এই চ্যানেলের অনান্য ভিডিওগুলো দেখেতে:
    ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম: • ভোটার এলাকা পরিবর্তন ক...
    সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে কি কি লাগে: • সরকারি চাকরিজীবীদের ই ...
    প্রাপ্তবয়স্কদের ই পাসপোর্ট করতে কি কি লাগে: • প্রাপ্তবয়স্কদের ই পাসপ...
    বাচ্চাদের ই পাসপোর্ট করতে কি কি লাগে: • বাচ্চাদের ই পাসপোর্ট ক...
    নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে পর্ব- (১) • নতুন জন্ম নিবন্ধন করতে...
    নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে পর্ব- (২) • নতুন জন্ম নিবন্ধন করতে...
    নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগে পর্ব- (৩) • নতুন জন্ম নিবন্ধন করতে...
    নতুন ভোটার হওয়ার জন্য কি কি লাগে: • নতুন ভোটার হওয়ার জন্য...
    জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড: • জন্ম নিবন্ধন অনলাইন কপ...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    সবার প্রতি রইলো অসংখ্য ভালোবাসা । চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🔔 Subscribe My Channel : / @techplus-w6c
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Personal Facebook ID Link: / dsovi007
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🔔 Business Inquiries : techplus158@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thanks for watching my video and subscribing my channel.
    #banglareview
    #driving_license
    #learner_driving_licence
    #smart_card_driving_license
    #techplus #technology_plus

КОМЕНТАРІ • 78

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 3 дні тому +2

    ভাই কোন শিক্ষাগতা যোগ্যতা না থাকলে কি টাইপিং লাইসেন্সের জন্য এপ্লাই করা যাবে না আমার শিক্ষাগতা যোগ্যতা নেই আমি চাচ্ছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য ভাই অবশ্যই জানাবেন

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  3 дні тому

      ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। এবং অবশ্যই মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আপনি চাইলে এই বিষয়টি জন্য আরো ভালো জানতে কিংবা পরামর্শ নিতে সরাসরি বিআরটিএ হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন ১৬১০৭। আশা করছি আপনার সমস্যা দ্রুত সমাধান পেয়ে যাবেন।

  • @rk-rony23
    @rk-rony23 3 дні тому +1

    ভাইয়া আমি চাপাইনবয়াবগঞ্জ থেকে বলতেছি আমার লাইসেন্সের মিয়াদ ফেল ১.৫ বছর অনলাইন করলে কত দিন পর লাইসেন্স পাওয়া যাবে

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  3 дні тому

      ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:
      (ক) অপেশাদার:
      গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪,২১২/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
      (খ) পেশাদারঃ
      পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২,৪৮৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড প্রন্টিং-এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
      প্রয়োজনীয় কাগজপত্র:
      ১। নির্ধারিত ফরমে আবেদন।
      ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য)
      ৩। ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি।
      ৪। নির্ধারিত ফি জমাদানের রশিদের বিআরটিএ কপি।
      ৫। সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি।

  • @banglarakash3263
    @banglarakash3263 10 днів тому +1

    ভাইয়া আমার 2004 ইস্যু করা একটি ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সেটাতে বয়সের গড়মিল রয়েস অর্থাৎ আইডি কার্ডের সাথে অমিল সেক্ষেত্রে করণীয় কি আমি বিএসপি একাউন্টের মাধ্যমে আবেদন করেছিলাম কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ রিজেক্ট করে দিয়েছে আমাদের তো অনেক আগের লাইসেন্স স্কুল সার্টিফিকেট লাগতো না এখন আমরা যারা পুরাতন লাইসেন্স ধারি আছি তারা স্কুল সার্টিফিকেট কোথায় পাবো ভাইয়া যদি আপনার কাছে এই সমস্যার কোন সমাধান জানা থাকে প্লিজ দয়া করে জানাবেন অনেক উপকৃত হব এক তো আইডি কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের শুধু বয়সের অমিল আরেক সমস্যা হলো স্কুল সার্টিফিকেট যদি পুরাতন লাইসেন্স রেখে নতুন করে লাইসেন্স বানাতে যাই তাতেও সমস্যা কেননা পূর্বের লাইসেন্সটি সার্ভারে থাকার জন্য শুনতেছি সমস্যা হবে তার সাথে স্কুল সার্টিফিকেটের সমস্যা তো আছি সবকিছু ছেড়ে দিলেও নতুন করে ড্রাইভিং লাইসেন্স বানালে আমি লাইসেন্সটি পাবো লাইট লাইসেন্স আমার পূর্বের লাইসেন্স ভারী তাতেও আমি সমস্যায় পর্ব কেননা আমি তো লাইসেন্সটি ভারী পাবনা তাতেও আমি ক্ষতিগ্রস্ত হবো অনেক চিন্তা করছি ভাইয়া যদি আইডি কার্ড সংশোধন করে নেই তাতেও আর এক সমস্যা পাসপোর্ট ইসু চলে আসবে আর পাসপোর্ট এর ইসু চলে আসলে আমার আরো দুইটি দেশের ড্রাইভিং লাইসেন্স আছে সেটিতেও সমস্যা চলে আসবে আমি 2018 সালে লাস্ট নবায়ন করেছিলাম ড্রাইভিং লাইসেন্স তখন থেকেই চেষ্টা করতেছিলাম কিন্তু বিআইটি কর্তৃপক্ষ তখন বলছিল অপেক্ষা করেন এটির সংশোধনের কাজটি আপাতত স্থগিত আছে তারপর শুনলাম বিএসপি একাউন্টের মাধ্যমে এটিকে সংশোধন করার চেষ্টা করলাম কিন্তু তাতেও কোন সমস্যার সমাধান পেলাম না ভাইয়া আপনার যদি সঠিক কোন ধারনা থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন অনেক উপকৃত হব ধন্যবাদ

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  10 днів тому

      আপনার মূল্যবান কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
      ভাইয়া যেহেতু বয়সে একটা গরমিল আছে! সে ক্ষেত্রে তো আপনাকে শুরু থেকে আবার সবকিছু করতে হবে। প্রথমে আপনার জন্ম সনদ এবং এনআইডি কার্ড এই দুইটি এডজাস্টমেন্ট করে নিতে হবে অনলাইনে সংশোধনের মাধ্যমে। এই দুটি তথ্য হুবহু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এরপরে আপনার এনআইডির মাধ্যমে আপনার পাসপোর্টের সংশোধন কিংবা রিনিউ করে দিবেন। আপনার পাসপোর্ট সংশোধন কিংবা রিনিউ হয়ে যাওয়ার পরে। আপনার যে তথ্য ভুল আছে ড্রাইভিং লাইসেন্সে তার জন্য নবায়ন কিংবা সংশোধন করার জন্য আপনার একজাস্টমেন্ট থাকা সকল কাগজপত্র নিয়ে, আপনি আপনার নিজ জেলার বিআরটিএ অফিসে যোগাযোগ করবেন। আপনি চাইলে এই বিষয়টি জন্য আরো ভালো জানতে কিংবা পরামর্শ নিতে সরাসরি বিআরটিএ হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন ১৬১০৭। আশা করছি আপনার সমস্যাগুলোর দ্রুত সমাধান পেয়ে যাবেন।

  • @mdfojlul2990
    @mdfojlul2990 6 днів тому +1

    আসসালামুয়ালাইকুম। আশা ও বিশ্বাস ভালো আছেন বাই।অপেশাদার লাইসেন্স থেকে পেশাদার লাইসেন্স করার নিয়ম চালু আছে,,,, একটু জানাবেন

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  4 дні тому

      আপনি যখন অনলাইনে আবেদন কিংবা নবায়ন করবেন। তখন হচ্ছে দুইটি অপশন আপনি পেয়ে যাবেন পেশাদার এবং অপেশাদার। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

  • @mdrasel2508
    @mdrasel2508 13 днів тому +1

    ভাই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে মেডিকেল সার্টিফিকেট লাগবে?? অনেকে বলছে অপেশাদার লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট নাকি লাগে না

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  12 днів тому

      জি আমার জানা মতে ভাইয়া মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক। আপনি এটা আরো ভালো পরামর্শ পেতে আপনার জেলার বিআরটিএ অফিসে যোগাযোগ করুন কিংবা আপনি যেখান থেকে ড্রাইভিং লাইসেন্সে করতে চাচ্ছেন সেখানে একটু যোগাযোগ করে পরামর্শ নিন।

  • @user-se2dj3di5y
    @user-se2dj3di5y 11 днів тому +1

    ভাই আর ড্রাইভিং লাইসেন্স ২০২৬ সালের মার্চ মাসে মেয়াদ শেষ হবে যখন রেনু করতে দিব তখন সার্টিফিকেট লাগবে নাকি

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  11 днів тому

      ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:
      (ক) অপেশাদারঃ
      গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪১৫২/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
      (খ) পেশাদারঃ
      পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড প্রিন্টিং-এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
      প্রয়োজনীয় কাগজপত্র:
      ১। নির্ধারিত ফরমে আবেদন।
      ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
      ৩। ন্যাশনাল আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি।
      ৪। শিক্ষাগত যোগ্যাতার সনদ;
      ৫। নির্ধারিত ফী জমাদানের রশিদ।
      ৬। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি।
      সূত্রঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

  • @EngrArif-it6mv
    @EngrArif-it6mv 10 днів тому +1

    পুলিশ ভেরিফিকেশ তো শুনলাম ২০২৪ থেকে আর করা লাগছেনা। এটি বাদ দিয়ে দিয়েছে। এটি ক্লিয়ার করেন।

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  10 днів тому

      ভাইয়া এই ভিডিওর তথ্যগুলো আমি 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ' ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। এখানে আমি এই ধরনের কোন তথ্য পাইনি। এছাড়া পুলিশ তদন্ত প্রতিবেদন শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রযোজ্য। আপনি আরো জানতে কিংবা সঠিক পরামর্শের জন্য সরাসরি বিআরটিএ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ১৬১০৭

  • @Noakhaiiaswag07
    @Noakhaiiaswag07 11 днів тому +1

    Driving licence e motorcycle add korte ki kora lagve aktu janaben plz

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  10 днів тому

      প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। সেটা কি আপনি পেয়েছেন?

  • @sadman24896
    @sadman24896 5 днів тому +1

    ভাই আমার বয়স ২০ বছর ৮ মাস আমি কি পেশাদার লাইসেন্স করতে পারবো প্লিজ জানাবেন। 🙏

    • @souravhasanshuvo7583
      @souravhasanshuvo7583 5 днів тому +1

      4মাস পরে পারবেন 21 লাগবে ভাই 😅

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  4 дні тому

      ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে এবং অবশ্যই মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

  • @Apple.x00
    @Apple.x00 7 днів тому +1

    ভাই আমার জন্ম সাল ১০-০২-২০০৪
    এখন আমার বয়স 20 বছর প্লাস
    কিন্তু আমি নাকি 21 বছর ছাড়া কোনভাবেই করতে পারবো না পেশাদার ড্রাইভিং লাইসেন্স
    ভাই এই বিষয়ে কিছু জানা থাকলে জানান ড্রাইভিং লাইসেন্স টা করা আমার খুব প্রয়োজন প্লিজ ভাই জানাবেন

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  7 днів тому

      অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আর আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স ধাপ অনুযায়ী এবং অফিসিয়াল রুলস অনুযায়ী পাবেন। প্রথমেই তো আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবেন না ভাইয়া।

    • @Apple.x00
      @Apple.x00 7 днів тому +1

      @@TechPlus-w6c
      ভাই তোবে আমি এখন কি করতে পারি

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  7 днів тому

      আপনার বয়স ২১ পূর্ণ হয়ে গেলে। আপনি অনলাইনের মাধ্যমে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। এরপরে আপনি পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স টি খুব সহজে পেতে পারবেন।

    • @Apple.x00
      @Apple.x00 7 днів тому +1

      @@TechPlus-w6c
      ভাই ধন্যবাদ ❤️❤️❤️

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  7 днів тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ❤️

  • @RakibHasan-bj8vo
    @RakibHasan-bj8vo 9 днів тому +1

    ভাই আমার মোটরসাইকেল ড্রাইভিং টেস্ট ফেল হয়েছে । এখন BSP ওয়েবসাইটে পুনরায় ড্রাইভিং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের অপশন খুঁজে পাচ্ছিনা। Please help me😢

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  8 днів тому

      লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন আপনি অনলাইনে নিজে করেছেন। নাকি বিআরটিএ অফিসের মাধ্যমে করিয়েছে? নাকি দালালের মাধ্যমে করিয়েছে?

    • @RakibHasan-bj8vo
      @RakibHasan-bj8vo 8 днів тому +1

      @@TechPlus-w6c ভাই রেজাল্ট আসছিল না আমি ভাবছি ফেল হয়েছে। আলহামদুলিল্লাহ 🤩 একদিন পরে এসএমএস আসছে পাশ করেছি। টাকা জমা দেওয়ার মাধ্যম খুঁজে পাচ্ছিনা

    • @RakibHasan-bj8vo
      @RakibHasan-bj8vo 8 днів тому +1

      ভাই শুধুমাত্র আপনার অনুপ্রেরণায় সফল হয়েছি🥰

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  7 днів тому

      আপনার সফলতা মানেই আমার সফলতা ভাইয়া। আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️

  • @RakibHasan-bj8vo
    @RakibHasan-bj8vo 14 днів тому +1

    (ভাই আমার লার্নার তৈরি করেছিলাম পরীক্ষার 3 তারিখ ।)
    এখন আমি বাকি কাজগুলো দালাল ছাড়া কিভাবে করব বিআরটিএ অফিসে গেলে আগের মত হয়রানি করবে নাতো?😢
    প্লিজ উত্তর দেন।
    ( আপনার সাবস্ক্রাইবার)

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  14 днів тому +1

      কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️
      প্রথমে আমি একটা কথাই বলব হয়রানির দিন শেষ সোনার বাংলাদেশ। আপনার কাগজপত্র গুলো সব যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি আপনার জায়গায় রাইট থাকেন তাহলে কখনোই আপনাকে হয়রানি হতে হবে না। হয়তো একটু এই টেবিল ওই টেবিল যেতে কষ্ট হতে পারে। যদি কোন ঝামেলা হয় সে ক্ষেত্রে আপনি ওইখানের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তার সাথে সরাসরি কথা বলবেন এবং যে সমস্যা হবে সে সমস্যা কথা বলবেন। যদি তারপরও দেখেন কোন সমাধান না পান কিংবা আপনি হয়রানি হচ্ছে। তাহলে ডিরেক্টলি আপনি 999 এ কল দিয়ে আইনের সাহায্য নিবেন এবং আপনার সমস্যার কথা জানাবেন। আশা করছি খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার কাজটি হয়ে যাবে। এখন কাউকে ভয় পাওয়ার কোন সুযোগ নেই। সাধারণ মানুষের পাশে সবাই আছে। যদি আপনি সবদিক থেকে পজিটিভ হন।

    • @RakibHasan-bj8vo
      @RakibHasan-bj8vo 14 днів тому

      @@TechPlus-w6c আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সব সময় আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ।

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  14 днів тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ❤️

    • @safayethasan6387
      @safayethasan6387 4 дні тому +1

      ​@@RakibHasan-bj8voভাই আপনি পরীক্ষা দিছেন দিলে কেমন হইছে নিজে নিজে নাকি দালাল দিয়ে কোনো হয়রানি শিকার হয়েছেন নাকি জানাবেন

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  4 дні тому

      ভাইয়া এই বিষয়গুলো অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে আসলে এটা তেমন ঝামেলা না শুধু বুঝলেই হচ্ছে। আপনার কাছে সকল প্রকারের প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে। আপনি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন কিংবা অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট আপনি নিজেই করতে পারবেন। শুধুমাত্র আবেদন প্রক্রিয়া এবং হচ্ছে আবেদন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে। এর সাথে অনলাইনে মাধ্যমে কিভাবে আবেদনটা সম্পূর্ণ করতে হয় স্টেপ বাই স্টেপ এগুলো জানা থাকলে আর কোন সমস্যা হয় না।

  • @safayethasan6387
    @safayethasan6387 16 днів тому +1

    ভাই আমার জানা মতে ড্রাইভিং লাইসেন্স করতে সর্বনিম্ন অষ্টম শ্রেণী আমি
    লাইসেন্স করার জন্য কথা বলছি উনি বলে HSC সার্টিফিকেট লাগে ssc টা দিয়ে হয়না ২০২৪ আপডেট করা হয়েছে এটা কতটুকু সত্য জানাবেন প্লিজ ১৩০০০ টাকা লাগবে বলে জানাবেন প্লিজ

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী: -
      (ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
      (খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)
      স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী :-
      (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী - ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ)
      (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী - ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)

  • @mdsahajulislam5321
    @mdsahajulislam5321 17 днів тому +2

    মোট কত টাকা লাগবে ড্রাইভিং লাইসেন্স করতে

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  17 днів тому +1

      লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী: -
      (ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
      (খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)
      স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী :-
      (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী - ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ)
      (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী - ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)

    • @hhbdone7543
      @hhbdone7543 16 днів тому +1

      @@TechPlus-w6cভাই ইসকুল সাটিফিকেট লাগবে না

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

    • @MdmonirKhan-kl7sq
      @MdmonirKhan-kl7sq 15 днів тому +1

      ভাইয়া ৮ষ্টম শ্রেণির সাটিফিকেট নাই।।৮ ষ্টম শ্রেণি পরজন্ত পড়াশোনা করি নাই।।আমি কি লাইসেন্স করতে পারবো না ভাইয়া।

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  15 днів тому

      দুঃখিত ভাইয়া এই বিষয়টা আমার জানা নেই। ভাইয়া আমি অফিসিয়াল রুলস অনুযায়ী কিংবা ফলো করে কথা বলি‌। এর বাইরে আপনাকে আমার পরামর্শ দেওয়ার মতো কিছু নেই।

  • @Shemulsmallmedia
    @Shemulsmallmedia 11 днів тому +1

    ভাইয়া বানানো ইশকুল সার্টিফিকেট হবে

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  11 днів тому

      ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

  • @pulockkhan44
    @pulockkhan44 16 днів тому +1

    Passport diye korte parbo ?

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      না ভাইয়া, পাসপোর্ট এর সাথে ড্রাইভিং লাইসেন্স এর কোন কানেকশন নেই। আপনাকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • @mdsahajulislam5321
    @mdsahajulislam5321 17 днів тому +1

    সব কিছু করতে মোট কত টাকা লাগবে।

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  17 днів тому +2

      লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী: -
      (ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
      (খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)
      স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী :-
      (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী - ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ)
      (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী - ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)

  • @farukhossainfarukhossain9409
    @farukhossainfarukhossain9409 19 днів тому

    আমি নতুন গাড়ি চালাতে বেশি পারি না আমি কি ভাবে ডাংরিং লাইসপস করব

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  19 днів тому

      ভাইয়া আর একটু সময় নিয়ে শিখুন। তারপরে মোটামুটি আপনার কন্ট্রোলে এসে গেলেন। তখন না হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে দিবেন।

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  19 днів тому

      আর ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য। আপনার জেলার বিআরটিএ অফিসে সকল প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন।

  • @Jony42041
    @Jony42041 14 днів тому

    Drop test kora lagbe ki na janaben?

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  14 днів тому

      অপেশাদার নয়, পেশাদারদের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে ডোপ টেস্ট করতে হবে।

  • @Md.Helal.hossin
    @Md.Helal.hossin 21 день тому +1

    ভাই আমার ছাটিফিকেট নাই আমার রেনু
    হবে

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  21 день тому +1

      এই বিষয়টি আমি সঠিক জানিনা ভাইয়া। আপনি যে মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করিয়েছে। আপনি সেই মাধ্যমেই এখন ড্রাইভিং লাইসেন্স রেনু করে দিবেন। আর আপনার যদি বিষয়টা এখন ঝামেলা মনে হয়। তাহলে BRTA হেল্পলাইন কল সেন্টারে ডিরেক্টলি কল করতে পারেন এবং আপনার সমস্যাটির জন্য পরামর্শ নিতে পারেন। BRTA হেল্পলাইন নাম্বার 16107 । আশা করছি খুব দ্রুত আপনি সমস্যা সমাধান পেয়ে যাবেন।

  • @Jr.Rimon1
    @Jr.Rimon1 14 днів тому

    Amar to driving jana ache tahole amake ki korte hobe

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  13 днів тому

      ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া:
      গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যমে আবেদন করতে হবে। অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং গ্রাহক সাথে সাথেই সিস্টেম থেকেই তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন। এরপর ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক, তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে।

  • @azimmolla7758
    @azimmolla7758 16 днів тому +1

    ❤❤

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      অসংখ্য ধন্যবাদ ❤️

  • @Mdsajib-dk2jy
    @Mdsajib-dk2jy 19 днів тому +1

    Vai nije nije dalal chara kivabe pesadar moto/light Licence korbo?

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  18 днів тому

      আপনি তো প্রথমবারই পেশাদার লাইসেন্স পাবেন না। পেশাদার লাইসেন্স পাওয়ার জন্য কিছু ধাপ আছে সেগুলো অতিক্রম করতে হবে তারপর আপনি পেশাদার লাইসেন্স পাবেন।
      (জেনে রাখুন পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে)
      ১) রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। ২) ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। ৩) নির্ধারিত ফি (পেশাদার- ১৬৭৯/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা) বিআরটিএ'র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ। ৪) পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।

    • @Mdsajib-dk2jy
      @Mdsajib-dk2jy 18 днів тому +1

      @@TechPlus-w6c vai amar samner mase runner exam ase.

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      ও আচ্ছা, তো আপনার সমস্যাটা কি?

    • @Mdsajib-dk2jy
      @Mdsajib-dk2jy 16 днів тому +1

      @@TechPlus-w6c Car er jonno dalal chara kivabe ki korte hobe? besir vag video hondar jonno dekhlam.

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদন এটা কি আপনি নিজে গিয়ে করেছেন নাকি দালালের মাধ্যমে করেছেন।

  • @hhbdone7543
    @hhbdone7543 16 днів тому +1

    ইছকুল সাটিফিকেট লাগবে না

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  16 днів тому

      ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

    • @Skjabed743
      @Skjabed743 6 днів тому +1

      ভাই ৮ম শ্রেণী পাস করেছি অনেক বছর আগে তখন তো ভাই ৮ম শ্রেণির কোনো সাটিফিকেট দেওয়া হতো না--

    • @TechPlus-w6c
      @TechPlus-w6c  6 днів тому

      দুঃখিত ভাইয়া এই বিষয়টা আমার জানা নেই। ভাইয়া আমি অফিসিয়াল রুলস অনুযায়ী কিংবা ফলো করে কথা বলি‌। এর বাইরে আপনাকে আমি পরামর্শ দিতে পারছি না। আপনি আরো জানতে কিংবা সঠিক পরামর্শের জন্য সরাসরি বিআরটিএ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ১৬১০৭