অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস | Ayodhya Ram Mandir | Ayodhya Complete Travel Guide

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  Рік тому +1296

    একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়... রাম মন্দিরের নেপথ্যের কাহিনী অন্তত সবার জানা দরকার.. আর যেটা সত্যি সেটা বলার জন্য কোন পার্টি বা কোন দলের প্রচারক হওয়ার প্রয়োজন পরে না ... দেখা হচ্ছে পরের পর্বে❤️❤️

    • @ayanavapal5519
      @ayanavapal5519 Рік тому

      সত্যি কথা বলার অবশ্যই দরকার...তবে সেটা ২ দিকেরই....কিছু হিন্দু সন্ত্রাসবাদী দের....যাদের জন্য সকলের সামনে সনাতন ধর্মের নাম খারাপ হয়...তাদের বিরুদ্ধে ও কিছু বলার দরকার ছিল

    • @SUKHDEBADHIKARI
      @SUKHDEBADHIKARI Рік тому +66

      সত্যি কথা বলতে কোনো পার্টির সদস্য হতে হয় না

    • @spandan35
      @spandan35 Рік тому +9

      .

    • @Travel_with_Sandip-no1
      @Travel_with_Sandip-no1 Рік тому +17

      Valo video dada darun laglo ❤

    • @HigherSecondaryPhysicsLearning
      @HigherSecondaryPhysicsLearning Рік тому +26

      Akdom thik dada....sotti ta sotti tate jodi karor ga jole se barnol lagiye nik❤

  • @sabyasachimukherjee6791
    @sabyasachimukherjee6791 11 місяців тому +3

    জয় শ্রী রাম

  • @KabitaOKahini-4318
    @KabitaOKahini-4318 Рік тому +191

    বহরমপুরের যোদ্ধা,
    পৌঁছে গেছে অযোধ্যা,
    করেছে শ্রীরামের(মন্দির )দর্শন,
    সবার উপর শ্রীরামের আশীর্বাদ হোক বর্ষণ 🙏

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu Рік тому +241

    এই পর্বটা দাদার তৈরি সবচেয়ে সেরা ভিডিওর মধ্যে একটা। মন্দিরের ইতিহাসের সাথে মন্দির দর্শনের একটি সঠিক দিশা রয়েছে। খুব ভালো লাগলো, জয় শ্রী রাম 🙏

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому +53

      আমি তো প্রায় প্রতিটা মন্দির এর ইতিহাস ব্যাখ্যা করি আজকে হঠাৎ কিছু লোক আমারে রাগ কেনো করলো এটাই বুঝতে পারছি না 😊

    • @budhadityadas_babu
      @budhadityadas_babu Рік тому +8

      @@TravelWithKoushik ভগবানের আশীর্বাদে তাদের চেতনা হোক। তুমি ভালো থেকো দাদা ❤️🙏

    • @ARNAB262
      @ARNAB262 Рік тому +9

      ​@@TravelWithKoushikdada sotti kotha sune kichu lok er Gaye jala dhore. Tumi charo esob mon a nio na. Tomar kaje amra khusi. Egiye jao pase achi❤

    • @Pritam.96
      @Pritam.96 Рік тому

      @@TravelWithKoushik কিছু কথা বলেছো যা এই শান্তিপ্রিয় কিছু ব্যাক্তির গায়ে লেগেছে । মানে আমি বলছি কিছু বাংলাদেশি মৌলবাদীদের গায়ে লেগেছে , আছে আরো কিছু ভারতে থাকা ভারতবিরোধী দের গায়ে লেগেছে , একটা কথা কি জানো দাদা সত্যি কথা গায়ে লাগলেও সেটা সত্যি হয় । হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাবে আর দেশীয় আর বৈদেশিক আর ভৌগোলিক রাজনীতি সম্মন্ধে বেশ জ্ঞান আছে বলে ব্যাপারটা বুঝতে পারছি ।

    • @PunuMondal
      @PunuMondal Рік тому +1

      😊❤

  • @Disha-6295
    @Disha-6295 Рік тому +24

    কাহিনী টা শুনে কোথাও যেনো চোখের কোনে জল এলো😊🥺💖..... এ যেনো জয়ের জল❤.... জয় শ্রী রাম

  • @mr.ganguly2624
    @mr.ganguly2624 Рік тому +99

    অযোধ্যা তো শুধু শুরু হওয়া,
    কাশী-মথুরা এখনো বাকি আছে!!
    জয় শ্রীরাম, জয় মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।।

    • @ProudIndian2024
      @ProudIndian2024 Рік тому

      বাংলাদেশে হিন্দুরা বিপদে আছে তারও জবাব দেওয়া হবে
      দুর্গাপূজায় বাধা ও পূজামণ্ডপ ভাঙচুর, ইস্কন মন্দিরে হামলা এবং ৫১ শক্তিপীঠের একটি চন্দ্রনাথ পাহাড় দখলের চেষ্টার প্রতিবাদ করতে হবে।
      জয় মা দুর্গা🔱
      হর হর মহাদেব 🔱
      জয় শ্রী কৃষ্ণ 🚩

    • @sumitradas8702
      @sumitradas8702 Рік тому +9

      একদম ভাই ❤ শ্রী রামচন্দ্র ও মা সীতার জয় 🙏

    • @priteghosh3248
      @priteghosh3248 Рік тому +3

      Joy sree ram ❤❤❤❤

  • @JaiSriRam30255
    @JaiSriRam30255 11 місяців тому +3

    ❤❤জয় জয় শ্রী রামজী❤❤

  • @spc3461
    @spc3461 Рік тому +6

    ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপ্ন আজ সত্যি হল। আপনার এই ভিডিওটি দেখে সেই স্বপ্ন পূরণের আনন্দ আরও বেড়ে গেল। ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং আকর্ষণীয়। রাম মন্দির ও অযোধ্যার ইতিহাস সম্পর্কে অনেক নতুন জিনিস জানতে পারলাম।
    আপনার ভিডিওগুলি সবসময়ই এত ভালো হয়। আপনার ভ্রমণ কাহিনীগুলি শুনতে এবং দেখতে আমার খুব ভালো লাগে। আপনি একজন দুর্দান্ত ভ্রমণ লেখক এবং ভিডিওগ্রাফার।
    আমি আশা করি আপনি ভবিষ্যতেও এমন সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও তৈরি করবেন এবং আমাদেরকে আপনার সাথে ভ্রমণে নিয়ে যাবেন।
    জয় শ্রী রাম

  • @gokuldham5587
    @gokuldham5587 Рік тому +49

    দাদা অনেক বাঙালি হিন্দু ইউটিউবার আছে এই জায়গা যেতে ভয় পাই আপনার জন্য আমরা গর্বিত

  • @swagataghosh773.
    @swagataghosh773. Рік тому +81

    খুব ছোট বেলায় আদবানির রথ যাত্রার কথা শুনেছিলাম কিন্তু পুরো ব্যাপারটা আজ তোমার ছোট অথচ তথ্যপ্রমাণ সহ বর্ণনায় পরিষ্কার হল👌👌👌
    অসংখ্য ধন্যবাদ তোমায়🙏
    জয় শ্রী রাম🙏🙏🙏

  • @Sdheartspace5670
    @Sdheartspace5670 Рік тому +63

    অনেক বাংলাদেশি অফেন্ড হয়েছে স্বাভাবিক হওয়ার ই কথা..তাতে আমাদের কিছু আসে যায় না..কৌশিক দা চালিয়ে যাও..জয় শ্রী রাম ❤

  • @santanumukherjee-ng2tn
    @santanumukherjee-ng2tn Рік тому

    Thanks

  • @pallabtalukder2731
    @pallabtalukder2731 Рік тому +7

    আপনার গবেষণা লব্ধ বক্তব্য অসাধারণ। অনেক কিছুই জানা হলো। সত্যের জয় হয়েছে সেটাই সার্থকতা। আপনি ভালো থাকুন সবসময়। জয় শ্রী রাম।

  • @Hello_buddy_06
    @Hello_buddy_06 Рік тому +76

    উফফ মন ছুঁয়ে গেলো দাদা ভিডিও টা 😍
    জয় শ্রী রাম ❤

  • @prasundas220
    @prasundas220 Рік тому +53

    সাত কান্ড রামায়ণ পড়ে এটাই বুঝলাম ট্রৈভেল উইথ কৌশিক সব ব্লগার দের বাপ❤

  • @gouravsaha8970
    @gouravsaha8970 Рік тому +52

    ইতিহাস কে সোজা ভাবে বলার জন্যে ধন্যবাদ কৌশিক ❤😊

  • @sanjaydatta3805
    @sanjaydatta3805 Рік тому +2

    Excellent কৌশিক
    অনেক কিছু জানলাম তোমার এই ব্লগ (ডকুমেন্টারী)) দেখে ,
    জয় শ্রী রাম

  • @rickstyles16
    @rickstyles16 Рік тому +12

    সত্যি কথা বলার জন্য ধন্যবাদ দাদা❤ রামমন্দির আর বাঙালি আবেগ সবকিছুই ভিডিও র মাধ্যমে ফুটে উঠেছে✨ রাম রাম❤️🧡

  • @mistu634
    @mistu634 Рік тому +18

    সব ভিডিও দেখি দাদা।স্বীকার করতে লজ্জা নেই কমেন্ট করি ঠিকই কোনোদিন লাইক করার কথা মনে থাকে না।আজ হাত টা নিজে থেকেই like button এ চলে গেল।

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu Рік тому +395

    রাম ও শরদ কোঠারী ভাতৃদ্বয় ও অন্যান্য সকলে যারা রামমন্দিরের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের শত শত প্রণাম 🙏। জয় শ্রী রাম 🙏

    • @arindamchatterjee2816
      @arindamchatterjee2816 Рік тому +9

      Joy Shree Ram ❤

    • @RaviTudu-m6x
      @RaviTudu-m6x 11 місяців тому

      ✝ জয় যীশু খ্রীষ্ট আমেন ✝ ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন গাছ পালা পশু পাখি সব কিছু সৃষ্টি করেছেন ✝ তিনি আমাদের পাপের জন্য মরেছেন, যেনো আমরা পাপ থেকে উধার পাই আমেন ✝ Amen

  • @shishirmandaljoy4573
    @shishirmandaljoy4573 Рік тому +27

    জয় শ্রী রাম 🚩
    from 🇧🇩

    • @anwarvoice3438
      @anwarvoice3438 Рік тому

      তোর পা*ছা দিয়ে ঢুকাতে হবে

    • @biplobdey2725
      @biplobdey2725 Рік тому

      @@anwarvoice3438 তোর মায়ের হেডা দিয়ে ঢুকিয়ে দিবে ধর্ষক নবীর সন্তান

  • @arjunsutradhar602
    @arjunsutradhar602 Рік тому +15

    জয় শ্রী রাম🙏🙏🙏
    আমি বাংলাদেশ থেকে দেখছি।ওখানে যাওয়া কোনোদিন ভাগ্য হবে কি না জানি না,,,কিন্তু আমার খুব ইচ্ছে ভারতের আমাদের তীর্থ গুলো দর্শন করার।
    জয় শ্রী রাম 🙏🙏

  • @soumenmukherjee2283
    @soumenmukherjee2283 Рік тому +7

    কৌশিক ভাই সত্যি অসাধারণ বললেও কিছুটা কম হয়ে যায় এই পর্বটা.আপনার এই অক্লান্ত পরিশ্রম মন টা ছুঁয়ে গেল.
    জয় শ্রী রাম.🙏🙏❤🙏🙏

  • @avijithalder0408
    @avijithalder0408 Рік тому +52

    রাম মন্দির এর এই ইতিহাস অগণিত মানুষের সামনে তুলে ধরার জন্য শত কোটি প্রণাম জানাই তোমায় দাদা।।
    চোখের কোনে যে জলের বিন্দু টা জমা হয়েছে সেটা দুঃখের না খুশির বলতে পারবো না তবে এইটুকু বলবো তোমার এই ভিডিওর মাধ্যমে রাজনীতির যাঁতাকলে চাপা পরে যাওয়া এই ইতিহাস টা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ dada🙏🙏🙏
    জয় শ্রী রাম 🙏🚩🚩

    • @ApurbaBiswas-gy6zg
      @ApurbaBiswas-gy6zg Рік тому

      Ekdom thik jay shree Ram 😢🙏🙏🙏🙏 jeno tomake dorshon korte pari

    • @somdatta..
      @somdatta.. Рік тому

      Unsubscribe korar kono prosnoy e nei..... Darun akta information dada.... Khub bhalo laglo. Aboshoyee jabo dekhte❤

  • @arijitdutta452
    @arijitdutta452 Рік тому +66

    04:04 History of Ayodhya and the Ram Mandir
    08:08 The history of the Ayodhya Ram Mandir conflicts and its construction.
    12:12 Homestay near Ram Mandir
    16:16 The construction of Ram Mandir has positively impacted the economy and infrastructure of Ayodhya
    20:20 Construction updates of the Ram Mandir
    24:24 Tour guide for visiting Ayodhya Ram Mandir
    28:28 Dasarath Mahal and Kanak Bhavan's significance in Ayodhya
    32:29 The significance of Sarju river in Ayodhya
    Jay Shri Ram🚩🚩🚩
    Jay Shri Ram🚩🚩🚩
    Jay Shri Ram🚩🚩🚩

  • @abhigamyachakraborty4497
    @abhigamyachakraborty4497 Рік тому +29

    কৌশিক দা জিন্দাবাদ জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম। শৈব সনাতন সদা বিজয়তে।
    তোমার সাহস কে আমার দন্ডবত প্রণাম।❤❤❤❤❤❤

  • @kakaliguha9292
    @kakaliguha9292 Рік тому +2

    রামচন্দ্র সমস্ত হিন্দুদের হৃদয়ে আছেন।জয় শ্রী রামকে শতকোটি প্রণাম জানাই।

  • @gharoaranna4553
    @gharoaranna4553 Рік тому +8

    সত্যিই অসাধারণ লাগল ভিডিও টি। ভীষণ ইমোশনাল হয়ে গেলাম। অযোধ্যা যেতেই হবে একবার হলেও। খুব ভাল লাগল। জয় শ্রীরাম।

  • @BajrangiSurya-hj2yu
    @BajrangiSurya-hj2yu Рік тому +86

    অযোধ্যা ভি সাজাদি হে
    কাশী ভি সাজাদি হে
    মেরে শ্যাম কৃপা কার দো, ঘনশ্যাম কৃপা কার দো মথুরা ভি সাজায়েঙ্গে 🕉️🙏🚩✊

  • @rupapathak8196
    @rupapathak8196 Рік тому +27

    ভাবতে খুব ভলো লাগছে ,আমরা এখন অতীতের স্থাপত্য দেখি ,আর ভবিষ্যতে এই স্থাপত্য দেখবে ভবিষ্যত প্রজন্ম, যা আমরা এখন দেখছি , সাবাস্ " আমরা "👌👌👏👏 জয় শ্রীরাম

  • @moushumidas1901
    @moushumidas1901 Рік тому +1

    সেরা ব্লগ গুলির মধ্যে একটি।
    অনবদ্য।
    এভাবেই এগিয়ে যাও কৌশিক।

  • @gopalcox4308
    @gopalcox4308 Рік тому +1

    বাংলাদেশের অজপাড়া গাঁয়ের বাসিন্দা,, আপনার পুরো উপস্থাপনা ও videoটা ভালো লাগলো,, save করেছি, য়দি শারীরিক সুস্থতা ঠিক থাকে ,, তবেই তীর্থস্থান দর্শনের সৌভাগ্য হতেই পারে,,, 🙏

  • @bhaswatibosu5231
    @bhaswatibosu5231 Рік тому +116

    দারুণ দারুণ। আমি গর্বিত আমি হিন্দু এবং ভারতবর্ষ আমার মাতৃভূমি। জয় হিন্দ ❤🙏🙏

    • @MonirHossin-d2i
      @MonirHossin-d2i Рік тому

      তর রামের গুয়াই বাছ ঢুকিয়ে দেব

    • @amithnath1115
      @amithnath1115 Рік тому

      ভালো লাগলো,,, বহু কথা বলতে গিয়েও আটকে যায়।। কতজনের চোখ পড়বে।। আবার কখন বাড়ি পুড়িয়ে দেয়।। একজন ফেইসবুকে ট্যাক করেছিল আমায় তিনি ভারতীয় বাধ্য হয়েছি ট্যাগ হটাতে।।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому +30

    পুরো ইতিহাস শুনে গায়ে কাঁটা দিল কৌশিক দা। রামমন্দিরের নেপথ্যে এতগুলো ঘটনা সত্যি জানতাম না। রাম কোঠারি, শরদ কোঠারি ও সমগ্ৰ নিরীহ মানুষের আত্মবলিদানে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ওনাদের আত্মার শান্তি কামনা করি। 🙏🙏 জয় শ্রী রাম। সকলের মঙ্গল করো প্রভু। ❤❤🙏🙏🙏 (from Belgharia)

  • @therealunknown4589
    @therealunknown4589 Рік тому +50

    বাস্তব সত্যিটাকে নির্ভিক ভাবে বলার জন্য ধন্যবাদ কৌশিক দা, আর বাকি যাদের কাছে পালিস্টিনের মুসলিম দের ইতিহাস বলা অপরাধ নয় কিন্তু জন্মভূমির ইতিহাস বলা অপরাধ, তাঁদের বোঝাতে যেও না।

  • @oindriladas3548
    @oindriladas3548 11 місяців тому

    Khub valo laglo video ta... history ta eto sundor describe korlen...darun

  • @mahatastageprogram7372
    @mahatastageprogram7372 Рік тому +1

    কৌশিক দা আপনার ভিডিও দেখে অনেক অজানা কে জানলাম ধন্যবাদ দাদা

  • @aniketpandit2004
    @aniketpandit2004 Рік тому +53

    ভগবান শ্রী রাম অযোধ্যায় আসছেন।🧡🚩 সবাই নিজেদের দুঃখ, কষ্ট, বেদনা, ভুলে আনন্দের সঙ্গে বলুন জয় শ্রী রাম 🧡🚩

    • @mdsajib1883
      @mdsajib1883 Рік тому

      এতদিন ভগবান কই ছিলো 🤔🤔🤔

    • @1111taktak
      @1111taktak Рік тому +2

      Ei to ekta lungi deshi ese geche……🤣🤣🤣🤣

    • @taposiraniray1856
      @taposiraniray1856 Рік тому +2

      ​@@mdsajib1883tor alla aysar pude chilo

    • @mdsajib1883
      @mdsajib1883 Рік тому

      @@taposiraniray1856 জুতা চিনস ছেরাজুতা,, তুর শ্রিরামকে জুতা পিটা করবো,,, তকেও

    • @mdsajib1883
      @mdsajib1883 Рік тому

      @@1111taktak ভুলবাল নাবলে শ্রিরাম কই আছে বলুন,,,তাকেতো আবার পতিষ্ঠা করতে হবে 😁😁😁

  • @S4suman07
    @S4suman07 Рік тому +40

    ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাম লালা অবশেষে পৌঁছলেন মন্দিরের গর্ভগৃহে!! 🛐🧡 সবাই একবার মন থেকে বলুন ☺🌼
    জয় জয় শ্রী রাম 🏹🚩🙏

  • @subrataghosh2563
    @subrataghosh2563 Рік тому +14

    অনেক বড় বড় মিডিয়া এই সত্যিটা সবাইকে জানাতে যেখানে প্যান্টে টয়লেট করে ফেলে, সেখানে আপনি সত্যিটা সবার সামনে তুলে ধরলেন সেলুট আপনাকে ,জয় শ্রীরাম

    • @birajhalder3931
      @birajhalder3931 Рік тому +2

      bhai ki line bolli...😂😅 jai shree ram😇

  • @satyabratakanjilal2966
    @satyabratakanjilal2966 Рік тому +2

    দারুন দারুন, তোমার ডকুমেন্টারি নিয়ে কোনো কথা হবে না। সত্যি স্বীকার করতে লজ্জা নেই শুরুর কিছু কথা আমার জানা ছিলো না। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাজরংবলী🚩🚩🚩 জয় শ্রী রাম 🚩🚩🚩

  • @sharmisthasengupta2555
    @sharmisthasengupta2555 Рік тому +3

    Information এ ঠাসা একটা দুর্দান্ত ভিডিও।। ভীষন ভালো লেগেছে।। জয় শ্রী রাম।।

  • @Sottikatha53
    @Sottikatha53 Рік тому +63

    হিন্দু হয়েও শুধুমাত্র রাজনীতির জন্য যারা রাম মন্দিরের বিরোধিতা করছে,, তাদের জন্ম ইংরেজ আমলে হলেও তারা ইংরেজদের দেশ ছেড়ে যাওয়ার বিরোধিতা করতো।।
    এই ভিডিও দেখে কতগুলো পাবলিক তোমার চ্যানেল unsubscribe করেছে সেটা পরের ভিডিওতে please জানিও।।
    Love from Bethuadahari (Nadia)....
    ❤️ জয় শ্রী রাম ❤️

    • @Army999x
      @Army999x 6 місяців тому +1

      Joy Momota Banarjee....
      Joy Bangla
      🇧🇩🤝🏻

  • @chinmoykarmakar6434
    @chinmoykarmakar6434 Рік тому +5

    দম থাকতে হয় এমন ভাবে সত্য তুলে ধরতে হলে। সাথে আছি দাদা অনেক শুভ কামনা রইল।

  • @Krish.khilari
    @Krish.khilari Рік тому +19

    আমার আসল বাড়ি উত্তর প্রদেশ। কিন্তু দুর্ভাগ্য আমি সেখানে যেতে পারিনি 😢। বিশেষ কিছু কারণের জন্য। আমি যদি কোনদিন আমার বাড়ি যেতে পারি তাহলে আমার প্রথম গন্তব্যস্থল হবে অযোধ্যা
    জয় শ্রী রাম ❤❤

  • @KrishnaDas-tp3rn
    @KrishnaDas-tp3rn Рік тому +1

    Vdo ta daruun! Dekhe khub bhalo legeche. Onek najana kotha janlam. Thank you for this vdo.

  • @bhaktilatadas6904
    @bhaktilatadas6904 Рік тому +1

    দারুণ ভাবে এত অল্প সময়ে ইতিহাসটা জানালে দাদা। আমি গেলে শুদ্ধ নিরামিষ খাদ্যের সন্ধান করবো যেটা যেকোনো জায়গায় গিয়ে ঠিক বের করে নি। দার্জিলিং এও বের করে নিয়েছি শেষবার।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому

      ওখানে 10Km এর মধ্যে আমিষ পাওয়া যায়না

  • @apuranavlog
    @apuranavlog Рік тому +32

    সত্যি মন ছুয়ে গেলো ❤️🥀
    জয় শ্রীরাম 🚩

  • @travelMagicN
    @travelMagicN Рік тому +30

    প্রকৃত সত্য এভাবে গুছিয়ে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দাদাকে ❤❤❤❤❤

  • @Rajesh_Electonics
    @Rajesh_Electonics Рік тому +27

    ইতিহাস হয়তো অনেকে জানেননা . খুব ভালো লাগলো জয় শ্রী রাম ভালো থাকবেন .

  • @tanushripal550
    @tanushripal550 Рік тому +1

    Jay shree RAM🙏
    Khub valo laglo video ta
    24:49 24:51

  • @amitavapal3345
    @amitavapal3345 Рік тому +1

    অসাধারণ, যুগ যুগ জিও মেরে ভাই

  • @KaberiMukherjee-j4j
    @KaberiMukherjee-j4j Рік тому +5

    অনেক কিছু জানলাম এই ভিডিও টা দেখে ।জয় শ্রী রাম

  • @joydebganguly1283
    @joydebganguly1283 Рік тому +5

    রাম মন্দিরের প্রকৃত সত্য ইতিহাস বর্ণনা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অন্যতম সেরা ভিডিও দেখলাম ভাই। এই বছরেই যাবার ইচ্ছা রইলো। জয় শ্রী রাম।

  • @adityamazumdershantanu4111
    @adityamazumdershantanu4111 Рік тому +10

    জয় শ্রী রাম বাংলাদেশ থেকে

  • @aishik_d
    @aishik_d Рік тому +14

    1:42 prothom er kotha gulo khub sundor laglo..sobar jana uchit eta..❤️🕉️🙏🙏

  • @anjan_chakraborty
    @anjan_chakraborty Рік тому +5

    জয় শ্রী রাম 🙏
    খুব ইনফরমেটিভ একটি ভিডিও। প্রথম এপিসোডে এতো ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে শ্রী রাম জন্মভূমি এসে পৌঁছান এবং তারপর এই অপূর্ব সুন্দর তথ্যবহুল উপস্থাপন ❤️🙏।
    দাদা তুমিই একমাত্র পারো এই অসাধ্য সাধন করতে ❤❤❤

  • @Shuva_Das
    @Shuva_Das Рік тому +1

    *_Dada amader aii generation er chele-meyeder janno aii video taa khub ee interest(onek kichu ojana kotha jante parlam) video taa.._*
    *_Dada tomar video dekhte khubee valoo lage..✌️♥️_*

  • @mousamgiri5616
    @mousamgiri5616 Рік тому +1

    Darun hoyeche

  • @anantakeyboardsmusic4197
    @anantakeyboardsmusic4197 Рік тому +33

    জয় শ্রী রামচন্দ্র❤ অন্য ভিডিও গুলোর মত এইটাও অনেক ভালো লাগলো আর দাদার মুখ থেকে ইতিহাস টা শুনতেও লাগলো বেশ ❤।।

  • @souravadhikari4221
    @souravadhikari4221 Рік тому +9

    সত্যি মন ছুঁয়ে গেলো এই ভিডিও টা দেখে অসাধারণ কৌশিক দা।।।। জয় শ্রী রাম🙏🙏❤❤

  • @Oni2024
    @Oni2024 Рік тому +3

    অনেক অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দর একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য।
    জয় শ্রী ভগবান রাম 💛🙏🧡

  • @gautammukherjee7849
    @gautammukherjee7849 Рік тому

    কৌশিক ভাই আপনার ভিডিও দেখে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম । আমার দেখা অন্যতম সেরা ভিডিও ।.সত্যি অযোধ্যার প্রকৃত ইতিহাস টা আপনি তুলে ধরলেন অসাধারণ সুন্দর ভাবে ।.আর আপনার উপস্থাপনা নিয়ে বলার কিছু নেই এককথায় অসাধারণ । আপনার ভিডিও দেখে সত্যি কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম - ছেলেবেলার রামলালা যেখানে খেলে বেড়াতো রাজা দশরথ এর সেই প্রাসাদ, আহা।
    ভাই আমি অবশ্যই অযোধ্যা যাবো সপরিবারে. যেতেই হবে ভালো থাকবেন ।
    0:15 0:15

  • @amitavagupta3403
    @amitavagupta3403 Рік тому

    কৌশিক ভাই, এটা নিঃসন্দেহে তোমার সেরা ভিডিও। মন ভরে গেল। জানিনা ভগবান শ্রীরামচন্দ্র কৃপা করবেন কিনা, তাঁর মূর্তি বা মন্দিরের দর্শন কোনদিন পাবো কিনা। তুমি যা দেখালে মনে থাকবে। আর পরিচিত উৎসাহী মানুষদের শেয়ার করে দিলাম।
    মন্দির নির্মাণের আগের ইতিহাস তুমি খুব সুন্দর ভাবে সংক্ষেপে বর্ণনা করেছো। জয় শ্রীরাম।🙏🙏

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp Рік тому +3

    এই ভিডিও শেয়ার করতেই হবে কোনো কথা হবে না। তবে এই ভিডিও দেখার পর অনেক মানুষের ইতিহাস ও রাম মন্দির দর্শন হবেই হবে। এটা শুধু ভিডিও অনেক মানুষের আকর্ষণ ভালোবাসা। জয় শ্রী রাম ❤❤জয় বাজরাঈবালি ❤❤❤। দাদা তুমি সত্যি জিনিয়াস আর ধন্যবাদ দাদা এতো সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য।❤❤❤

  • @barnalisaha3576
    @barnalisaha3576 Рік тому +6

    জয় শ্রী রাম। অসাধারণ একটি পর্ব। তোমার তুলনা কোনোদিন হবে না। ভালো থেকো সুস্থ থেকো।

  • @pritambiswas6171
    @pritambiswas6171 Рік тому +24

    দাদা..কোনো প্রিয় অভিনেতার সিনেমার জন্য যেমন অপেক্ষা করে থাকি.....ঠিক তার অনুরূপ আপনার ভিডিওর জন্য আমি অপেক্ষা করি..।। Big fan Dada 😩💗🙏

  • @mousumichowdhury7383
    @mousumichowdhury7383 Рік тому

    🎉 অসাধারণ ভিডিও। খুব সুন্দর অযোধ্যা মন্দির এবং আশেপাশের নানা মন্দির এবং এবং রাস্তাঘাট কারুকার্য সব দেখলাম খুবই ভালো লাগলো।

  • @titlikasturigupta7483
    @titlikasturigupta7483 Рік тому +2

    তোমার বানানো সবথেকে সেরা ভিডিও.. যারা এত ঝামেলা করছে পার্টি পলিটিক্স নিয়ে, তাদের দেখা উচিত একবার ভিডিওটা। এত সুন্দর ভাবে সমস্ত ইনফরমেশন তুলে ধরার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ 👌👍🙏

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому +3

      আবাল রা চিরকার করে বাওয়াল তাতে কি ছেঁড়া যায় আমার বা* 😂😂

    • @titlikasturigupta7483
      @titlikasturigupta7483 11 місяців тому

      😎😎😂😂😂😂

    • @babaidas5142
      @babaidas5142 11 місяців тому

      @@TravelWithKoushik খাটি উত্তর দিসো মামা,,,

  • @guruchandbain7644
    @guruchandbain7644 Рік тому +8

    আজকে জানিনা কি কারণে দুইচোখে জল চলে এল? হয়তো আমাদের প্রভু ফিরে এসেছে সেই আনন্দে। ভালো থেকো কৌশিক দা।জয় শ্রীরাম

  • @mousumisamantaofficial893
    @mousumisamantaofficial893 Рік тому +8

    এত বছর ধরে এত লড়াই। সত্যিই গায়ে কাঁটা দিল। ঐতিহাসিক মুহূর্ত। সেরা লাগলো। ধন্যবাদ এই তথ্য গুলো দেওয়ার জন্য। জয় শ্রীরাম।

  • @californiacanvas
    @californiacanvas Рік тому +4

    Hats off to you Kaushik! You deserve all the success! Jai Sri Raam

  • @tanmoy5110
    @tanmoy5110 Рік тому +1

    তোমার ভিডিওর বিরোধিতা আগেও দেখেছি হয়তো ভবিষ্যতেও দেখবো
    কিন্তু তুমি এইসব জিনিস নিয়ে ভাবনা নিজের কাজ করে এটাই আমাকে অনেক ইনস্পিরেশন দেয় ❤️
    নিজের কাজের প্রতি কতটা লয়াল সেটা হয়তো তোমাকে না দেখলে কেউ বুঝবে না।
    ভালোবাসা নিও দাদা আর এভাবেই এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি❤❤

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому

      ভালো কাজে বিরোধিতা ছিল আছে থাকবে.. আসলে সমালোচনা করতে যোগ্যতা লাগেনা সমালোচিত হতে লাগে.. ভালো টা যদি সবাই বুঝতে তাহলে হয়তো যীশু কে ক্রুশবিদ্ধ হতে হতোনা

  • @bhatta.aniruddha
    @bhatta.aniruddha Рік тому +1

    Khub bhalo laglo blog. Itihas sobar Jana tau joruri, specially nutun projonmer kache

  • @amitcreation6059
    @amitcreation6059 Рік тому +9

    অসাধারণ হয়েছে ।
    অপেক্ষায় ছিলাম। ❤
    জয় শ্রী রাম 🙏🙏

  • @viratiansaikat1293
    @viratiansaikat1293 Рік тому +5

    জয় শ্রী রাম 🚩🧡🇮🇳
    খুব ভালো লাগলো ভিডিও টা দেখে।
    চালিয়ে যাও 🎉❤

  • @prayass3788
    @prayass3788 Рік тому +25

    This video needs to reach out to every Bengali, especially those who oppose Lord Ram's mandir, the sacrifice of Lakhs of Hindus has finally bore fruit, if you cannot appreciate it atleast dont oppose it, for Crores of Sanatani Ayodhya and Ram hold a special place in our heart.
    The masjid demolition was absolutely right, something which should've been done long back, and the then CM of UP Kalyan Singh fanous words on asked whether he was apologetic for demolition of Masjid, he said " No Regret, No repentance, no sorrow, no Grief" still holds true
    Jai Shri Ram❤

    • @anamikabiswas5204
      @anamikabiswas5204 Рік тому +1

      Khub vlo laglo. Pase achi. Am I Gorbito ami Bharatbasi. Aro besi gorbito ai oitihasik somoyer sakhi hote Pere.
      Jay sree Ram🙏🙏

  • @jitthakur8282
    @jitthakur8282 Рік тому +1

    Khub sundor laglo

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya Рік тому +1

    Dada vison sundor laglo video❣️❣️Sotti kotha bolte amar jauar vison vison iche kiche kintu samortho nei tai protidin nijer gham jhorano taka theke 20 taka kore Ram er jonno tule rakchi Ram dorshon korbo bole,3 month holo jomano ekhono 12-14 month jomabo,sobai ashirbaad korben Ami ei taka ta jeno ami Ram er jonnoi uthsorgo korte pari,JAI SHREE RAM 🚩🚩

  • @BajrangiSurya-hj2yu
    @BajrangiSurya-hj2yu Рік тому +19

    জয় শ্রী রাম 🚩

  • @khaomorewithpunam1454
    @khaomorewithpunam1454 Рік тому +6

    বাপ রে কতকিছু জানলাম ..
    জয় শ্রী রাম 🙏🙏🙏

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому +8

      অনেকের আজ ফেটে যাবে কেউ বলবে TMC কেউ বলবে BJP😂মানে ভোটে দাঁড়ানো এবার পাক্কা... 😂😂Ultimate ইতিহাস কেউ জানার চেষ্টাও করবে না,

    • @abhhrajitdutta7903
      @abhhrajitdutta7903 Рік тому

      ​​@@TravelWithKoushikoder kothay patta dewar kono ortho hoy na. Probhu SRIRAMCHANDRA sobai ke sumoti din. JOY SREE RAMCHANDRA.

  • @kunal_778g
    @kunal_778g Рік тому +3

    Jay sri ram 🧡🚩 Gorbo kore bolo ami Hindu ami Sanatani 🧡🚩 and love you Koushik da ❤

  • @sasumon1573
    @sasumon1573 11 місяців тому +1

    অনেক অজানা তথ্য

  • @AshimRoy-k1s
    @AshimRoy-k1s Рік тому +1

    পুরো বর্ণনা দারুন লাগলো

  • @benimadhabsaha9193
    @benimadhabsaha9193 Рік тому +9

    অসাধারণ দাদা মন ছুঁয়ে গেলো আমরা গর্বিত যে এটা ভেবে যে আপনার মত কেউ একজন আছে যে কোনো কিছুর তোয়াক্কা না করে এক লহমায় আমাদিকে যারা অযোধ্যা যেতে পারছে না তাদেরকে আপনার চোখ দিয়ে দেখিয়ে দিলেন আমাদের রাম লালার জন্মস্থান অপূর্ব দাদা ভাষা নেই ,খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই মিলে বলুন জয় শ্রী রাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @koushalroy2566
    @koushalroy2566 Рік тому +6

    ধর্ম রক্ষতি রক্ষিতঃ
    ধর্মকে আপনি রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে।
    Unsubscribe নিয়ে ভয় পাবেন না।ধর্ম, সত্য, ন্যায়, নীতির পক্ষে চলুন। যা হারাবেন তার থেকে অনেক অনেক গুণ বেশি পাবেন। শুধু পরিশ্রম করুন আর সঠিক পথে কাজ চালিয়ে যান।

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 Рік тому +4

    অযোধ্যার রাম মন্দির হনুমান মন্দির রাজা দশরথ ভবন কনক ভবন ভ্রমন খুব ভালো লাগলো। জয় শ্রী রাম । 🙏🙏🙏

  • @sonalishaw4902
    @sonalishaw4902 Рік тому +1

    Onek video sobai dieche ayodhyar apnar ta best best nd best

  • @monideepasarkar3679
    @monideepasarkar3679 Рік тому +1

    Khub valo legeche 😊❤
    Jay shree Ram 🕉️🙏🏻🚩

  • @rabinadhikari1301
    @rabinadhikari1301 Рік тому +6

    কৌশিক বাবু এত সুন্দর করে ইতিহাস তুলে ধরার জন্য আমার আশির্বাদ রইলো ভালো থেকো সুখে থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি তোমার প্রতিটি ভিডিও দেখি এবং তোমার ভিডিওর অপেক্ষায় থাকি

  • @pulakhazra3963
    @pulakhazra3963 Рік тому +5

    তোমার ব্লগের অপেক্ষায় ছিলাম ❤❤, অনেক ভালোবাসা নিয়ো কৌশিক দা।
    জয় শ্রী রাম 🧡🧡🧡🧡

  • @sutapaparial4304
    @sutapaparial4304 Рік тому +4

    জয় শ্রী রাম 🙏❤️
    অপূর্ব অপূর্ব অপূর্ব
    এতো সুন্দর বিস্তারিত আলোচনা, অনবদ্য বিশ্লেষন করেছো ভাই কিছু বলার নেই, ভালো থেকো ভাই❤

  • @musicmasti7077
    @musicmasti7077 11 місяців тому +1

    আমরা মার্চ এ যাবো অযোধ্যা,তোমার ব্লগ খুব ভালো লাগে,এই ব্লগ টা আমাদের tour এ কাজে আসবে

  • @abhrajitsaha7873
    @abhrajitsaha7873 Рік тому +1

    Tomar sob vlog er moddhye sera vlog eta. Jay Shree Ram

  • @soumyakrishnahalder3008
    @soumyakrishnahalder3008 Рік тому +34

    রাম শুধু নাম নয়, এক জয়গান।।
    রামচন্দ্র ও তার জীবন সত্যিই অনুপ্রেরণা প্রদান করে।।

  • @subashsarkar7422
    @subashsarkar7422 11 місяців тому +3

    আমাদের শুধু রাম মন্দির পুনরুদ্ধার দেখেই শান্ত থাকা উচিত নয় । এটা শুধুমাত্র পাহাড়ের চূড়া। কাশি মথুরা মন্দির , জ্ঞানবাপি , এই বাংলার ত্রিবেণী ও পন্দুয়াহ আছে ।

  • @chinmoykarmakar6434
    @chinmoykarmakar6434 Рік тому +2

    যা আমাদের তা আদায় করে নিতে হবে।জয় শ্রী রাম ❤

  • @balaich.mallick435
    @balaich.mallick435 Рік тому +1

    খুব সুন্দর লাগলো।

  • @goutampaul995
    @goutampaul995 Рік тому

    Khub vhalo laglo dada. Ram temple er total history ta onek ta kaje aste pare, kunudin. Joy Sree Ram

  • @biltudas638
    @biltudas638 Рік тому +6

    ভিডিওটা দেখে মন ভরে গেল। আর দুই চোখের কোনায় আনন্দের জল চলে এল। জয় শ্রী রাম 🚩🚩🚩