আমার জন্মেরও ৬ বছর আগে গানের ঈশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ছোটবেলা থেকেই বাবার টেপ রেকর্ডারে শুনে আসছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান। সেই থেকেই ভালোবাসা। খুব আফসোস হয় আর কিছু বছর আগে জন্মালে হয়তো গানের ঈশ্বরের গান সরাসরি শ্রবণ করার সৌভাগ্য হতো।
Hemanta Mukherjee is the God of music. His acceptability in Bengali music world was skyscrapper . No contemporary artists can touch him. His melodious and rare voice gave him a special niche in hearts of music lovers. Simply he was impaccable and unique.
Glad to see that still 80 likes with no dislike😊,hope it goes like this forever,he was almost 70 back then,but what a singing, feelings, really appreciatable,love & respect for him from Bangladesh
Bangladesh swadhin hobar por Hemanta Mukhppadhyay Bangladeshe eshichilen ebong B T V te onek gulo gaan geyechilen.Ei gaan gulo karo shongrohe thakle upload deyar anurodh roilo.
হেমন্ত মুখোপাধ্যায় 1961 তে রবীন্দ্র শতবর্ষে 78 RPM এই গান recod করেছিলেন, সঙ্গে ছিল " মন মোর মেঘের সঙ্গী "। একেবারে ওনার top form এ গানদূটি তখন দুর্দান্ত গেয়েছিলেন। গলা দিয়ে যেন মধু ঝরেছে । এরপর সময় এবং বয়সের সঙ্গে ধীরে ধীরে voice অনেক টা down হয়। শেষ বয়সেও আমি ওনার গান শুনেছি , কিন্তু তখন ওনাকে বেশ কষ্ট করেই গাইতে হোত । কিন্তু জীবনের একেবারে শেষদিকে গাওয়া এই গান হয়ত record এর মত হয়নি , তবু বয়স হিসাবে ভীষণ ভাল গেয়েছেন । খুব ভাল লাগল। ধন্যবাদ uploading এর জন্য।
I remember watching this on BTV with the full family. I was probably 9/10. Abu Hena Mustafa Kamal was the host for this show. A memorable experience all around. Mr. Mukherjee left Dhaka and after a few days he passed away in Kolkata. Abu Hena Mustafa Kamal passed away after a while too. I believe they used to be good friends. My respect.
Voice from heaven is dropping on the earth we are lucky hearing this song for many years praying to the God for the singer to keep him in the heaven forever
মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে বাঙলা দেশে অনুষ্ঠিত হেমন্ত দার এই সঙ্গীতানুষ্ঠান টি নিয়ে কোনো বাঙলাদেশীর মন্তব্য দেখতে পেলাম না। তবে কি বাঙলা দেশীরা আর বাঙালি নাই ? তারা শুধুই মুসলমান !
আপনার কথা ঠিক নয়। বাংলাদেশেই অনুষ্ঠান খানি হয়েছিল। সব খানে ধর্ম টেনে আনা একটি নিচু প্রকৃতির কাজ। বাংলাদেশে আজো হেমন্ত মুখোপাধ্যায় সর্বাধিক শ্রুত কন্ঠ শিল্পী। কে মন্তব্য করলো কী করলো না এটাতে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু যায় আসে না। হেমন্ত মুখোপাধ্যায় বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ ভালো থাকবেন।
ki dhoroner comment eta?.....Onaraito(Bangladeshira) ei anushthanti korechhilen......dhonnyobad janan ei Mohan Shilpir jiboner shes muhurtotake camera bondi kore rakhar jonnyo.....
এই অনুষ্ঠানে দুইদিন পরেই শিল্পী মারা যায়। এবং তার কয়েক দিনের পর মোস্তফা কামাল মারা যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় কে ঢাকায় এনে তার ন্যায্য সম্মানী নিয়ে খুব আঘাত করা হয় । এবং দেখার জন্য সরকার এটা তদন্ত কমিটি গঠন করে।
আমার জন্মেরও ৬ বছর আগে গানের ঈশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ছোটবেলা থেকেই বাবার টেপ রেকর্ডারে শুনে আসছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান। সেই থেকেই ভালোবাসা। খুব আফসোস হয় আর কিছু বছর আগে জন্মালে হয়তো গানের ঈশ্বরের গান সরাসরি শ্রবণ করার সৌভাগ্য হতো।
এই অনুষ্ঠানের পর কলকাতায় ফিরে তুমি চলে গেলে ।কিছু বললে না । কিছু শুনলে না ।পাড়ি দিলে অনন্তের পথে । তোমাকে ধরে রেখেছি হৃদয়ে ।॥
আমাদের চিরকালের জন্য ছেড়ে যাবার ১২/১৪ দিন আগে তিনি এই অবিস্মরণীয় গানটি গেয়েছিলেন। ভাবতে কেমন লাগে !!
এটা খুব সম্ভবত ওনার মৃত্যুর দু-তিন দিন আগের কনসার্ট.....এই বয়সেও গায়কীর কোন পার্থক্য নেই ❤️❤️
দু-তিন দিন না। 15-20 দিন আগে। কিন্তু ওই মাসের ই অনুষ্ঠান।।
😢😢
রবীন্দ্র সংগীতের সম্রাট আমার এক ভালো লাগার শিল্পীকে জানাই শত শত প্রণাম।
আমাদের এই মহান শিল্পী কে প্রণাম জানাই। কন্ঠ থেকে সুধা ঝরে পড়ছে।
অসাধারণ। শেষ বয়সেও শিল্পীর কি অসাধারণ গলা! আপনাকে অশেষ ধন্যবাদ।।
শেষ বয়স তো বটেই, একেবারে শেষ অনুষ্ঠান এটা। 1989, এর 15 - 20 দিনের মধ্যেই তিনি চলে যান।।
আসলে ওই বয়সকে কি শেষ বয়স বলা যায়? যেমন শুনি, সে কথা অনুযায়ী ওঁর চলে যাওয়াটা তো একেবারেই আকস্মিক।
Hemanta Mukherjee is the God of music. His acceptability in Bengali music world was skyscrapper . No contemporary artists can touch him. His melodious and rare voice gave him a special niche in hearts of music lovers. Simply he was impaccable and unique.
Glad to see that still 80 likes with no dislike😊,hope it goes like this forever,he was almost 70 back then,but what a singing, feelings, really appreciatable,love & respect for him from Bangladesh
"Dislike"?? Is there any MAD in this world??
Bangladesh swadhin hobar por Hemanta Mukhppadhyay Bangladeshe eshichilen ebong B T V te onek gulo gaan geyechilen.Ei gaan gulo karo shongrohe thakle upload deyar anurodh roilo.
মৃত্যুর কয়েক দিন আগের গাওয়া গান। অনুষ্ঠানটি বিটিভিতে দেখেছিলাম। হেমন্ত বাবুকে প্রনাম জানাই বাংলাদেশ থেকে।
The best Voice I ever heard.
বি টিভির তাঁদের এক বিশেষ সঙ্কোচনের আগে পিছনের সময়ে এমন একটা দলিলকৃত অনুষ্ঠান করায় তাঁরা ধন্যবাদার্হ।
"সকরুণ নিবেদনের গন্ধ ঢালা"..........
বিটিভর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানে বিশ্বের সেরা শিল্পীদের সমাহার এখনো মনে পড়ে !
কোন্ কোন্ শিল্পীরা আমন্ত্রিত ছিলেন জানার আগ্রহ আছে। একটু যদি জানান।
হেমন্ত মুখোপাধ্যায় 1961 তে রবীন্দ্র শতবর্ষে 78 RPM এই গান recod করেছিলেন, সঙ্গে ছিল
" মন মোর মেঘের সঙ্গী "। একেবারে ওনার top form এ গানদূটি তখন দুর্দান্ত গেয়েছিলেন। গলা দিয়ে যেন মধু ঝরেছে । এরপর সময় এবং বয়সের সঙ্গে ধীরে ধীরে voice অনেক টা down হয়। শেষ বয়সেও আমি ওনার গান শুনেছি , কিন্তু তখন ওনাকে বেশ কষ্ট করেই গাইতে হোত । কিন্তু জীবনের একেবারে শেষদিকে গাওয়া এই গান হয়ত record এর মত হয়নি , তবু বয়স হিসাবে ভীষণ ভাল গেয়েছেন । খুব ভাল লাগল। ধন্যবাদ uploading এর জন্য।
আমি হেমন্ত মুখোপাধ্যায়ের প্রায় ৩৫০ টি গান শুনেছি... আমার মতে ১৯৮০টে ওনার প্রথম হার্ট এটাকের পর অনেক টা ডাউন হয় voice,breathing এ সমস্যা হতো।
God sings with his Golden voice
Kono sondheho nei
Ata vogobaner gola
None other than Salil Choudhary said God's voice same as Hemant Babu's voice.
God is Singing.🌹.👏👏👏
One of the best singers, a natural talent
I remember watching this on BTV with the full family. I was probably 9/10. Abu Hena Mustafa Kamal was the host for this show. A memorable experience all around. Mr. Mukherjee left Dhaka and after a few days he passed away in Kolkata. Abu Hena Mustafa Kamal passed away after a while too. I believe they used to be good friends. My respect.
ঊনার গান সরাসরি শোনার সৌভাগ্য হয়েছিল।
আমার প্রিয় শিল্পী কে প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রণাম গানের ঈশ্বরকে।
Pronam Hemanta Da Ke.
Swarga theke aalap!! Sambhabata Bangladesh-e shesh diker anusthan! Ektai shabda beroy: Pronam!!🙏🙏🙏
What a voice.🙏🙏🙏
ভিডিও টি দেখতে পেয়ে খুব ভালো লাগল ।
I wish the full program was available somewhere.
Khub bhalo laglo
Thanks to Shubhajit Babu and Tanmay Babu both for preserving and presenting a glimpse of an important history.
amader sathe segla vagavagi koren
Asadharan
Voice from heaven is dropping on the earth we are lucky hearing this song for many years praying to the God for the singer to keep him in the heaven forever
Joto din bharote songit beche thakbe toto din Hemanta babu amader hridoye raj korben
Nishchoi
The Guardian of Bengali songs.
Asadharon
Mahan shilpir shuru abong shesh sab i asadharan.....ei asustho sharireo tar prakash dhrubotarar mato.
🙏🙏🙏🙏🙏🙏
Please upload full program me. we want to see this programme.
shesh boyoseo golatar kichu poriborton holeo , khub bhalo lagche.
হেমন্তবাবু আবার ফিরে আসুন।
SETA BODHAY ARE SAMVAB NAY,
@@priyabratadutta1231 Tobe mon ki mane.
Sudhu Rabindrasangeet er jonno -------
@@olivialo7233 n
বলছেন কি? আত্মহত্যা করতে হবে এখন এলে।
Excellent 👌
Ei concert er Surer Akashey gaan ta upload korley khub Khushi habo.
❤PRONAM.❤
Khub sundor
Wow i like it
Ashesh Pronaam
Etai onar jibaner shesh sangeet paribeshan. Er por Kolkatai phire asushtha holen.
বয়স কণ্ঠে ভর করেনি।
Bangladesh e Ranu ke niye o gaan geyechhilen. Shei video ta pathan please.
Subhajit Sarkar
E gulo save karbo ki karey? 29 din parey toh delete haye jaay.
পুরো অনুষ্ঠানের ভিডিও কিভাবে পাবো?
Kanthe klanti. Kintu mistatwa etotukuo komeni. Ei kantha (Bhagawandatta) aar aasbe naa!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে বাঙলা দেশে অনুষ্ঠিত হেমন্ত দার এই সঙ্গীতানুষ্ঠান টি নিয়ে কোনো বাঙলাদেশীর মন্তব্য দেখতে পেলাম না। তবে কি বাঙলা দেশীরা আর বাঙালি নাই ? তারা শুধুই মুসলমান !
আপনার মনের গুুনজন হলো বাংলাদেশের লোকেরা এই গান শুুনে কিছু বললেনা কেনো আসলে কি দাদা যে জার মুল্যো
আপনার কথা ঠিক নয়। বাংলাদেশেই অনুষ্ঠান খানি হয়েছিল। সব খানে ধর্ম টেনে আনা একটি নিচু প্রকৃতির কাজ। বাংলাদেশে আজো হেমন্ত মুখোপাধ্যায় সর্বাধিক শ্রুত কন্ঠ শিল্পী। কে মন্তব্য করলো কী করলো না এটাতে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু যায় আসে না। হেমন্ত মুখোপাধ্যায় বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ ভালো থাকবেন।
ki dhoroner comment eta?.....Onaraito(Bangladeshira) ei anushthanti korechhilen......dhonnyobad janan ei Mohan Shilpir jiboner shes muhurtotake camera bondi kore rakhar jonnyo.....
Ai concerte tini dhaka te korecilen
ekbari deshe ashlen aar setai onar last performance
🙏🙏🙏🥲🥲🥲
পুরো অনুষ্ঠান টা থাকলে প্রকাশ করুন।
অপেক্ষা করুন। আসবে।
এই অনুষ্ঠানে দুইদিন পরেই শিল্পী মারা যায়। এবং তার কয়েক দিনের পর মোস্তফা কামাল মারা যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় কে ঢাকায় এনে তার ন্যায্য সম্মানী নিয়ে খুব আঘাত করা হয় । এবং দেখার জন্য সরকার এটা তদন্ত কমিটি গঠন করে।
Aha. Ki. Manuserki. Pagination. Varater. Avisap. Jatopap. Fanfankorebachbe. Er. Juugabatarera. Sab. Nakhetepeye. Asammane. Asukhe. Morbe. Kabe. Sesh. habe. Aei. Papermaty. Asale. Bangalir. Gun. Vangiye. Sab. Pustohoyechhe. Ora. Kastabukeniye. Cholejay. Aeimanuser. Ozonta. Keu. Mepe. Bolteparbe???
72 boyeseo ki gailen
৭২ নয়,৬৯
এটা বিটিভি পর্দার অনুষ্ঠান মনে হচ্ছে ।
মনে হবার আবার কী আছে, পরিষ্কার লেখাই তো রয়েছে।