কম দামে ভালো বই এবং লেনিন । About Good books for cheap price and LENIN

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • কম দামে ভালো বই এবং লেনিন । About Good books for cheap price and LENIN
    “লেনিন" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
    মহামতি লেনিন কেবল একটি দেশের নন, সারা বিশ্বের নেতা। তিনি পৃথিবীতে এমন একটি রাষ্ট্র গড়ে তােলেন যার কোনাে নজির ইতিপূর্বে ছিল না। মার্কসবাদের শিক্ষার আলােকে লেনিন যে নতুন রাশিয়ার জন্ম দিয়েছেন তা এখন বহু দেশের অনুপ্রেরণার উৎস। তিনি যে কেবল একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছেন তাই নয়, তিনি একটি দেশের মানুষের সামগ্রিক অবস্থারও পরিবর্তন ঘটিয়েছেন। শােষণ ও বঞ্চনার হাত থেকে লাখাে মানুষকে বাচার মন্ত্র শিখিয়েছেন। সর্বহারার উপর যে অন্যায়, অত্যাচার ও অবিচার চলত তা চিরতরে স্তব্ধ করে দেওয়ার পথ দেখিয়েছেন তিনি। তিনি মানুষকে ভালােবাসতেন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধির ফুল ফুটিয়েছিলেন।
    লেনিন স্বাপ্নিক। স্বপ্ন দিয়ে গড়ে তুলেছেন তার দেশকে। সে স্বপ্ন আর কিছুই নয়, মানুষের মঙ্গল-সাধন। সাধারণ মানুষ যেন রাষ্ট্রের কাছ থেকে কল্যাণের ছোঁয়া পায়। লেনিনের সে স্বপ্ন সফল হয়েছে। তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন তাঁর দেশকে। এখন তার আদর্শ অনুসরণ করে কেবল যে তার দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তাই নয়, সারা বিশ্বও অনুপ্রাণিত হচ্ছে।

КОМЕНТАРІ • 6