আর কি বসবো এমন সাধুর সাধবাজারে।লালন বানী,কন্ঠ:পূর্নিমা দাস।SUJAN DAS YOUTUBE CHANNEL

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • ফকীর লালন শাহ্ এর পদ
    শিরোনাম : আর কি বসবো এমন সাধুর সাধবাজারে ।
    আর কি বসবো এমন সাধুর সাধবাজারে ।
    না জানি কোন সময় কী দশা হয় আমারে ।।
    সাধুর বাজার কি আনন্দময়
    অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয়
    ভক্তির নয়ন যার, সে চাঁদ দৃষ্ট হয় তার
    ভববন্ধন জ্বালা যায় গো দূরে ।।
    দেবের দুর্লভ পদ সে
    সাধু নাম যার শাস্ত্রে ভাসে
    ওসে গঙ্গাজননী, পতিতপাবনী
    সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে ।।
    আমি দাসের দাস দাসের যোগ্য নই
    কী ভাগ্যতে এলাম এই সাধ-সভায়
    লালন বলে মোর, ভক্তিশূন্য মন
    আবার বুঝি পলাম কদাচারে ।।
    কন্ঠ: পূর্নিমা দাস, কুষ্টিয়া
    অনুষ্ঠান :ফকীর হুমায়ুন সাধু (৫তম)উফাত দিবস।
    আখড়া :ফকীর হুমায়ুন সাধু আখড়া বাড়ী
    উত্তর মির্জানগর ,রায়পুরা,নরসিংদী।
    ফকীর লালন শাহ্👉 (আনুমানিক ১৭৭৪ - জন্ম-১৭ অক্টোবর ১৮৯০ তিরোধান )বাঙালি কবি, সুরকার এবং বাউল সাধক
    ফকীর লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
    📹SUJAN DAS UA-cam Channel.please Subescribe🔔Like👍Comment✍️SHARE🤝

КОМЕНТАРІ • 2