সত্যকে ধরে রাখতে হলে জীবনে একা থাকতেই হবে মহারাজ। জীবনের অনেকটা সময় কাটালাম,আমি একজন-ও কাউকে এরকম দেখিনি।তাই তো একলা চলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এটা কি কেউ কখন বুঝবে? আজ মনে হল ,আমি আমার নিজের চিন্তার প্রতিধ্বনি শুনতে পেলাম। এই সঙযম, মনের উচচভাব আপনাদের মধ্যে-ই সম্ভব।ভালো থাকবেন। প্রনাম নেবেন।
অসাধারণ সুন্দর ব্যাখ্যা 🙏এমন করে কত ভেবেছি।কিন্তু কাউকে দেখিনি এমনি করে খোলামেলা আলোচনা করতে।মহারাজ আজ এটা ভেবে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমার ভাবনাটাই একজন মহারাজ আলোচনা করলেন,ঠিক যেমন আমি ভাবি তেমন করে। প্রণাম মহারাজ🙏
প্রনাম মহারাজ। আপনার এই ভিডিওটা দেখে কমেন্ট না করে পারলাম না। আট বছর হলো আমরা বিয়ে করেছি। আমি যাকে বিয়ে করেছি তার কাছেই প্রথম আমি এই পথের ধারণা পেয়েছি। তাতে আমরা দু'জনই স্বাধীন । অনেক সময় কাছের মানুষ অনেক কথা বলেছে। সত্যি বলছি আমার মনে কোনো প্রতিক্রিয়া আসেনি। কিন্তু কাউকে বোঝাতে পারিনি। আশা করি আপনার এই কথা গুলো সবাই বুঝতে পারবে। আমি বেশকিছু দিন ধরে আপনার কথা গুলো শুনছি , খুব ভালো লাগে। আমরা দু'জনই একদিন আপনার সাথে দেখা করার ইচ্ছা রাখি।
Yes amar Didi jamaibabu ar ma baba o biye korechen পরস্পর পরস্পরকে সত্যের পথে এগিয়ে দেয়,,, তাঁরা চারজনেই সঠিক বিবাহ করেছেন ,,, তাঁরা সংসারের সঠিক মানেটা বুঝেছেন। তাঁরা সংসারের জ্বালে আবদ্ধ নয় আমার মা দিদি বাবা প্রকৃত তত্ত্ব বোঝার চেষ্টা করেন যে পৃথিবীতে সত্য এর খোঁজই একমাত্র লক্ষ্য,, সৎ সঙ্গ।। 🙏🙏🙏🙏
মহারাজ ছেলেকে এটা শেয়ার করলাম জানিনা ও কতটা মানবে মানলে আশা করি এই নরক বাস থেকে উদ্ধার হবে। ছেলে এখনো বিয়ে করেনি আমিও চাই না যে ঐ ভবরোগে আবদ্ধ হোক। প্রণাম মহারাজ 🙏🏻🙏🏻🙏🏻
মহারাজের কথাগুলো শুনছি আর ভাবছি যে সমাজের প্রথাগত শিক্ষার কারণে আমরা কতটা অন্ধকারের মধ্যে রয়েছি Double Bed 🛏️এর খেলা থেকে বাচুন At Any cost... লাইনটা সেই লেগেছে😅😅।।
Maharaj amar pronam grohon korben ami surjomaharaj swami nirbananander dikkhito sudhu bolte chai aj obdhi amon alochona karo ka6e sunte pai ni ja amar jibone dhrubotarar moto path dakhabe
I agree. Respected Maharaj shows us what is involved in the topic of discussion. We get a glimpse of how to think honestly, without deceiving ourselves. Joy Thakur Joy Maa.
4:49 to 5:23 Maharaaj bollen,, "Aagey nijer sathe boso",,,,, To prosnota holo, nijer sathe bosa maaney ki,,,,, time niye bosey- nijer chinta bhabna gulo ke dekhbo na nijer past life 2 present porjonto amar sathe ghote jaoa ghatona gulo ke dekhbo,,, maaney ki bhabe ki korbo, confussion,,,,,, plz answer
প্রনাম মহারাজ , একটি বহুল প্রচলিত কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে । কথাটির সত্যতা কি আছে ? ভারতীয় প্রথায় অভিভাবক রা বিয়ের ঠিক করেন , লাভ ম্যারেজ ও হয় । পাত্র পাত্রীর কি ভাগ্য নির্দিষ্ট ভাবে যোগাযোগ হয়?
Excellent explanation Maharaj. I am unmarried and I seems I am the happiest lady. Ami prothom thekei decided chilam ami single thakbo ar independently earn korbo ar setai korechi. But I think marriage is the part of the life eta ke discourage kora o thik na.
মহারাজ আমি একজনকে দেখেছি সে শুধুমাত্র সম্পর্ক নষ্ট হবে ভেবে কখনো অসত্য বলে না। যেটা ঠিক সেটাই বলে। তাকে দেখে আমার মনে হয়েছে তার সাথে আমার জীবন টা কাটালে আমার জীবন টা কখনো নিম্ন মুখী হবে না। কিন্তু তাকে এই কথা বলায় সে বলেছে আমাকে নিয়ে সে কখনো এমন টা ভাবেনি। এটা নিয়ে তো আর জোর করার কিছু নেই তাকে। এখন আমি কি করব?
ua-cam.com/video/er4WeufTLrg/v-deo.html
Big salute moharaj ji . 👌👌😢😪
Maharaj satakoti pranam. Akatya jukti. Tulona hoy naa
Maharaj ekdam chhal chharie bolechhen. Vari chamatker.
সত্যকে ধরে রাখতে হলে জীবনে একা থাকতেই হবে মহারাজ। জীবনের অনেকটা সময় কাটালাম,আমি একজন-ও কাউকে এরকম দেখিনি।তাই তো একলা চলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এটা কি কেউ কখন বুঝবে? আজ মনে হল ,আমি আমার নিজের চিন্তার প্রতিধ্বনি শুনতে পেলাম। এই সঙযম, মনের উচচভাব আপনাদের মধ্যে-ই সম্ভব।ভালো থাকবেন। প্রনাম নেবেন।
না
Amio didi,
একদম।
Apnar day ki sottie ache, kauke bojhabar jodi nijei bujhe Jan sotti ke. 🙏
🙏
আপনি একজন সাহসী মহারাজ। অনেক আধ্যাত্মিক গুরুই তো এই ধরনের প্রসঙ্গ এড়িয়ে যান। খুব সুন্দর আপনার বিশ্লেষণ। অসাধারন।
😮😮😮😮😮😍😍😍😘😘😘😱😬😡😡
বিবাহ সম্পর্কিত গভীর দর্শন ও সুক্ষ্ম চিন্তার এক অপুর্ব মেলবন্ধন আপনার এই ভিডিওর পরতে পরতে ৷ সহস্র কোটি প্রনাম আপনার শ্রীচরনে ৷
মানুষের জন্ম প্রকৃতিকে অনুসরণ করার জন্যে নয় , প্রকৃতিকে জয় করার জন্য.....
অসংখ্য ধন্যবাদ আপনাকে..🙏🙏🙏🙏
আমি একা থাকি মহারাজ। আপনার বাণী আলোচনা সবকিছুর মধ্যে রয়েছে অসাধারণ শক্তি যা জীবনের পাথেয়। সদগুরু আপনার চরণে শতকোটি দন্ডবত প্রণাম নিবেদন করি।
একেবারেই তাই🙏🙏 এমন বিবাহ ঘরে ঘরে হোক। আমরা রাম রাজ্য ফিরে পাই।🙏
🌼🙏
অসাধারণ সুন্দর ব্যাখ্যা 🙏এমন করে কত ভেবেছি।কিন্তু কাউকে দেখিনি এমনি করে খোলামেলা আলোচনা করতে।মহারাজ আজ এটা ভেবে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমার ভাবনাটাই একজন মহারাজ আলোচনা করলেন,ঠিক যেমন আমি ভাবি তেমন করে। প্রণাম মহারাজ🙏
এতো সত্যি কথা কেউ বলে না| প্রণাম মহারাজ 🙏🙏
প্রত্যেক বার নতুন ভাবে উপলব্ধি করি , নিজেকে আরও পূর্নতার পথে, অসাধারণ বিশ্লেষণ , সশ্রদ্ধ প্রনাম মহারাজ🙏
আপনি অনেক জ্ঞানী ।
প্রকৃতি কে নিয়ে চলাই নামই জীবন তুমি যেটা করবে মন দিয়ে সত্যের জন্য। সত্যে চাও। 🙏🏻🕉️
প্রনাম মহারাজ।
আপনার এই ভিডিওটা দেখে কমেন্ট না করে পারলাম না। আট বছর হলো আমরা বিয়ে করেছি। আমি যাকে বিয়ে করেছি তার কাছেই প্রথম আমি এই পথের ধারণা পেয়েছি। তাতে আমরা দু'জনই স্বাধীন । অনেক সময় কাছের মানুষ অনেক কথা বলেছে। সত্যি বলছি আমার মনে কোনো প্রতিক্রিয়া আসেনি। কিন্তু কাউকে বোঝাতে পারিনি। আশা করি আপনার এই কথা গুলো সবাই বুঝতে পারবে।
আমি বেশকিছু দিন ধরে আপনার কথা গুলো শুনছি , খুব ভালো লাগে।
আমরা দু'জনই একদিন আপনার সাথে দেখা করার ইচ্ছা রাখি।
Yes amar Didi jamaibabu ar ma baba o biye korechen পরস্পর পরস্পরকে সত্যের পথে এগিয়ে দেয়,,, তাঁরা চারজনেই সঠিক বিবাহ করেছেন ,,, তাঁরা সংসারের সঠিক মানেটা বুঝেছেন। তাঁরা সংসারের জ্বালে আবদ্ধ নয়
আমার মা দিদি বাবা প্রকৃত তত্ত্ব বোঝার চেষ্টা করেন যে পৃথিবীতে সত্য এর খোঁজই একমাত্র লক্ষ্য,, সৎ সঙ্গ।।
🙏🙏🙏🙏
ওঁ তৎ সৎ । ওঁ শ্রীপরমাত্মনে নমঃ । মহারাজ দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ ।
মহারাজ ছেলেকে এটা শেয়ার করলাম জানিনা ও কতটা মানবে মানলে আশা করি এই নরক বাস থেকে উদ্ধার হবে। ছেলে এখনো বিয়ে করেনি আমিও চাই না যে ঐ ভবরোগে আবদ্ধ হোক।
প্রণাম মহারাজ 🙏🏻🙏🏻🙏🏻
You are great
@@suchetahalder7311 tai
আপনার সিদ্ধান্তটা রাইট হয়েছে
আপনার মতো মা কে সশ্রদ্ধ প্রণাম।"ভবরোগ" কথাটা এক্কেবারে সঠিক অর্থে ব্যবহার করেছেন
Excellent বক্তব্য মহারাজ। শতকোটি প্রণাম আপনাকে।
শেষ বাক্য অসাধারণ হরে কৃষ্ণ 🙏
লোভী এবং কামুক যারা তারা এসব কথা বুঝতে পারবে না
Ki je asadharon laglo bole bojhate parbona. Pranam maharaj ji. 🙏
Bhalo alochona, pronam Moharaj ji 🙏🙏
Maharaj amer pranam grahan Karun apner banike satyi vagabaner bani mone hoi apner katha amrita Saman you are really a living God
True and wonderful definition of marriage!!! I am pleased....thank you maharaj for giving us the true knowledge....🙏🙏
11🐹
Awesome discussion...Pronam Moharaj.
অফুরন্ত প্রণাম মহারাজ সত্যি ই সুন্দর।
কি সুন্দর! কি সুন্দর ❤️
Excellent discussion. Pronam Moharaj.
Maharaj apner Joy hok apni adwitio. Anek pranam apnake
Amulya katha.perfect katha.
অসাধারণ আপনার কথা গুলো শুনতে লাগছিল।।।।
বারবার শুনি আপনার ভিডিও গুলো, খুব ভালো লাগে 🙏🙏
অসাধারণ উচ্চমার্গের শাশ্বত জ্ঞান।🙏
Pranam maharaj. Khub bhalo thakun. Eswarer kacha prarthana kari. Ai alochonai bahu manus asha kari maner andhakar thake berie asbe.
Jai Sri Ramakrishna,,asato ma sad gamay,,,tamaso ma jotirgamay,,, mrityur ma amritam gamay,,, pronam janai Maharaj,, apurbo,, apurbo,, apurbo...
Your words charm again and again . Pronam.
"খুব সাবধান থাকো ওরকম টাইপ এর বিয়ের থেকে।"
😎😎😎
Pronam janai Moharajer sree chorone
Jay srikrishna radhe radhe krishna
Sotik songgo nirbachon koro..... Darun kotha bollen moharaj
19:46 to 19:54 Heavy bolechhen,,, mon to 'tiring-biring' korbei,,,,
Apurbo
Pronam neben Moharaj
Oshadharon kotha bollen......apnar sathe dekha korboi.....nale jibon tai britha
Sundar alochona🙏🏻
Pronam moharaj.Bibaher pobitorotake vule amra prakrito store namia anachi. Opurbo sukkho take sukkhotoro bissalation ,amra jano purnoter dikey kromosh ogorosor hote pari🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
দারুণ দারুণ, মহারাজ আমার প্রনাম নেবেন।
Koti koti pronam moharaj
অনেক কিছু শিখলাম..🙏🙏🙏
PRANAM Maharaj ji. Appni ato satto khatha jibon r ke kor a bolen Ato sahaj kor a.khub bhalo lag a .bhalo thakben maharaj ji.
Nijeyke 100% shudhho o pbitro rakhtey paarley tobei jiboney asha, nirasha, chaoya, paoya kichui thakbey naa...pronam moharaj...
Sundor bhabe bojhalen
Pronam neben
Thanks. Unlimited. Very. Good
মহারাজের কথাগুলো শুনছি আর ভাবছি যে সমাজের প্রথাগত শিক্ষার কারণে আমরা কতটা অন্ধকারের মধ্যে রয়েছি Double Bed 🛏️এর খেলা থেকে বাচুন At Any cost... লাইনটা সেই লেগেছে😅😅।।
খুব সুন্দর বলেছেন..
দাদা আপনার আলোচনায় আমিও সহমত রাইট বলেছেন আপনি
Who is dada?
Pronaam Moharaj aponake 🙏🙏
Onek onek kichu siklam moharaj
Ami derite bibaho korechi Maharaj....kintu ami shantite achi....pronam neben
Khub sundor 🙏🙏🙏🙏
Apner kotha khub bhalo laglo
Ato sundor bojano kichu r baki thaklo na pronam kore apner sree chorone apne grohon korun
হরি ওম
অপূর্ব
প্রণাম
Maharaj amar pronam grohon korben ami surjomaharaj swami nirbananander dikkhito sudhu bolte chai aj obdhi amon alochona karo ka6e sunte pai ni ja amar jibone dhrubotarar moto path dakhabe
I agree. Respected Maharaj shows us what is involved in the topic of discussion. We get a glimpse of how to think honestly, without deceiving ourselves. Joy Thakur Joy Maa.
প্রণাম নিবেন মহারাজ
4:49 to 5:23 Maharaaj bollen,, "Aagey nijer sathe boso",,,,, To prosnota holo, nijer sathe bosa maaney ki,,,,, time niye bosey- nijer chinta bhabna gulo ke dekhbo na nijer past life 2 present porjonto amar sathe ghote jaoa ghatona gulo ke dekhbo,,, maaney ki bhabe ki korbo, confussion,,,,,, plz answer
Khub bhalo laglo,ae 21 din holo amr husband mara gachhen,amr 2years er bachha achhe,amr 3 bochhor biya hoyechhe,nijake samlate perchhi na,eto koshto hocche, kintu apner kotha sunle aktu strong thaki.banchte ichha hoi.chhale amr khub chhoto ki bhabe boro korbo ,ki korbo tension tension a ghumote perchhi na.
আপনার ভিডিও বানী শেয়ার করে থাকি।
Pranaam 🙏❤️🌺❤️🙏
🙏
Ulto sango hole ki r mukti nei .... sekhetre ki upay
Kub blo speech
Pronam neben moharaj
মহারাজ মুগ্ধ
অমৃত।🙏🙏🙏
Pranam naben maharaj 🙏🙏🙏
মহারাজ প্রণাম।
Asadharon....
দুর্ধর্ষ 🙏🙏
প্রনাম মহারাজ ,
একটি বহুল প্রচলিত কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে । কথাটির সত্যতা কি আছে ? ভারতীয় প্রথায় অভিভাবক রা বিয়ের ঠিক করেন , লাভ ম্যারেজ ও হয় । পাত্র পাত্রীর কি ভাগ্য নির্দিষ্ট ভাবে যোগাযোগ হয়?
Amra vison vave ottacharito hoechi , emnki dik vorosto hoechi, SABKICHUKE VIVEK BOIRAGOO DIYE BICHAR KORO R SOTTOKE NIJER JIBONE JAIGA DAO SOTTOTATR SONGE- DEKHBE SOMOSTHO UTTOR PAYE GECHO, R KONO NUTON NUTON PROSHNO ASCHE NA MNER MODHE🙏
Excellent explanation Maharaj. I am unmarried and I seems I am the happiest lady. Ami prothom thekei decided chilam ami single thakbo ar independently earn korbo ar setai korechi.
But I think marriage is the part of the life eta ke discourage kora o thik na.
Shubho sondhya Maharaj
Pronum Maharaj🙏🙏
Pronam gurudev
Apurbo 👌 Pronam neben Maharaj 🙏
মহারাজ আমি স্বামীজির একজন একান্ত আদর্শ,আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছি,বিয়ের আগে সেই আধ্যাত্মিকতা দেখাতো এখন দেখছি পুরোটাই ভ্রান্তি।...
Mane ek2 details bolun.. amaro same but biye ta hoyni ekhno
@@thatfoodiecouple MNE?
@@biplabibarman2764 haa
আধ্যাত্মিকতা বানান ta age thik kore korun tarpor akhonke আধ্যাত্মিক বানাবেন 😁😁
Pranam maharaj
🌻 Ram Narayan Ram 🌻
Jay Thakur 🙏
Pronam 🙏🙏🙏
Prai 25 minutes time laaglo thik e,,,, kintu 'Biye' baparta ekdam clear kore dilen Maharaj-- eta maantei hobe,,,,,
🙏🙏🙏🙏 pronam Maharaj
Pronam Maharaj 🙏🙏🙏🙏
Ami nodia theke bolchi ... Amar akti prosner ami akhono puro puri vabe ortho khuje paini j... Prem/ valobasha ai 2to sobder ortho jante chai. Ki ache ai 2to sobdor modhe jeta Amar mon k santo rakhe na..
Ami Jani bolbo naki?
প্রনাম নেবেন মহারাজ।
Pronam moharaj
abar kokhono money hoy hoyto thakurer paye jadi nijekey samarpan kartey pari, er thakey boro souvaggya ar ki hotey parey.
sadhu dada,kokhono kokhono mone hoy ei avaga ami ektu jeno namar kangal hoye gachi.abar kokhono money hoy thakurer paye jadi nijekey
Kono sannasi avabe bolen na.pronam
আপনার মতন সুসন্তান সংসারে প্রয়োজন ছিল। আর আপনিই স্বয়ং সংসার ত্যাগ করেছেন।
পান্ডুর সংসার ত্যাগই প্রকৃত পক্ষে কুরুক্ষেত্রের কারণ হয়েছিল।
বিশুদ্ধ জল বাষ্প হয়ে উড়ে যায়। আর পড়ে থাকে আবর্জনা। বিশুদ্ধ জলেরা অভিমান করে সংসার ত্যাগ করে, আর যত অধঃক্ষেপ সংসার চালায় বলেই যুগের এই অবস্থা।
Prothom tyager janya bhagbot gita pelam r ditya tyag er janyai amra ajj notun kore jeebon er mane khojar sahos pachchhi, Maharaj k sashraddha pronam
মহারাজ, সময়মত আপনাকে শুনিনি
মহারাজ আমি একজনকে দেখেছি সে শুধুমাত্র সম্পর্ক নষ্ট হবে ভেবে কখনো অসত্য বলে না। যেটা ঠিক সেটাই বলে। তাকে দেখে আমার মনে হয়েছে তার সাথে আমার জীবন টা কাটালে আমার জীবন টা কখনো নিম্ন মুখী হবে না। কিন্তু তাকে এই কথা বলায় সে বলেছে আমাকে নিয়ে সে কখনো এমন টা ভাবেনি। এটা নিয়ে তো আর জোর করার কিছু নেই তাকে। এখন আমি কি করব?
Excellent