সূর্যের আলোর ফারাক বিজ্ঞানিদের জিরো│আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক │Abdullah Bin Abdur Razzak new waz

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2024
  • আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিউ ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রিজিক,শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রশ্ন উত্তর,তাওহীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন বক্তব্য,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
    .
    .Abdur Razzak Bin Yousuf new waz ,Shaikh Abdur Razzak Bin Yousuf,Sheikh Abdur Razzak Bin Yousuf new waz,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
    Voice of True Tv কোন ধরনের দেশ বিরুধী কর্মকান্ড, সন্ত্রাসবাদ, জঙ্গি বাদ সমর্থন করে না।
    Voice of True Tv এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
    Lecturer: Shaikh Abdur Razzak Bin Yousuf
    Waz Recorded by @Voice of True Tv
    #Shaikh_Abdur_Razzak_Bin_Yousuf
    #শায়খ_আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ
    #VoiceofTrueTv
    Abdur Razzak Bin Yousuf
    Pls Like Facebook Page
    / voiceoftruetvlive
    Subscribe Now:
    / @voiceoftruetv
    পাব্লিশের ডেট থাম্বলিনে দেয়া হইলো
    দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন। আপনাদের ওয়াজ মাহফিল রেকর্ড করে অনলাইন এ প্রচার করতে যোগাযোগ করুন।
    দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন। আর ভিডিও টি শেয়ার করে ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন।
    Sheikh Abdur Razzak Bin Yousuf
    ----------------------------------
    জন্মঃ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন।
    পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীর নিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।
    কর্ম জীবনঃ জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় অবস্থিত আল মারাকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্ম জীবনের শুরু করেন। তারপর ১৯৯৮ সাল থেকে অদ্যবধি আল মারকাজুল ইসলামী আস সালাফী নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র মাদরাসায় প্রায় ৫ বছর প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালান করেছেন। এই পাঁচ বছরে মাদরাসার উত্তরত্তর উন্নতি সাধনে বিরাট অবদান রেখে যান। এছাড়া তিনি মাসিক আত তাহরিক পত্রিকার ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আল জামিয়াতুস সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন।
    দ্বীনের খিদমাতঃ ছাত্র জীবনে থেকেই বক্তব্য দেয়ার অভ্যাস থাকায় দারস দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে থাকেন । এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত। তিনি ডাঃ জাকির নায়েকের পীস টিভিতেও নিয়মিত লেকচার দিয়ে থাকনে। তিনি এ পর্যন্ত সউদী আরব, দুবাই, ভারত ও মালদ্বীপ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদীসের আরবী ইবারাত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন । তার প্রায় দুই আড়াই হাজার হাদীস মুখস্থ রয়েছে। একেক বিষয়ের উপর তিনি দীর্ঘ দুই তিন ঘণ্টা বক্তব্য দেন কিন্তু তার মাঝে হাদীস ও হাদীসের অনুবাদ ছাড়া অন্য কিছু স্থান পায়না। ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দারসে হাদিস।

КОМЕНТАРІ • 172

  • @SadharonGyan
    @SadharonGyan 3 місяці тому +42

    আল্লাহু আকবর। ।
    আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের
    বিজ্ঞান ভিত্তিক আলোচনা যতই শুনছি,
    ততই মুগ্ধ হচ্ছি।

  • @praptae9433
    @praptae9433 3 місяці тому +17

    আবদুল্লাহ ভাইকে আল্লাহ দীর্ঘ জীবন দান করুন। আমিন

  • @zubayersalihin5573
    @zubayersalihin5573 3 місяці тому +58

    কেউ যদি ঈমান বাড়াতে চায় তাহলে তার এই বক্তব্য শোনা উচিৎ

    • @MDAlamin-jh8pg
      @MDAlamin-jh8pg 3 місяці тому +2

      Val

    • @blinkwithoutdelay
      @blinkwithoutdelay 3 місяці тому

      হ্যা? আপনার মতে ঈমান আনতে হলে কোরআন না পড়ে এনার ব্যাক্তব্য শুনবো????

    • @trueman1519
      @trueman1519 2 місяці тому

      আন্ডা।😂😂

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 2 місяці тому

      আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷
      মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে।
      আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরানের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন,
      "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড এবং তা ই ছোঁড়া হয় বলেই আমরা উল্কাপাত দেখি।
      ৬৭. সুরা আল-মুল্‌ক
      ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
      রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে।
      ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ।
      বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ।
      উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷
      ১৫. সূরা হিজর
      ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি।
      ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি।
      ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড।
      ৩৭. সূরা আল্-সাফ্‌ফাত
      ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
      ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
      ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
      ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
      ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
      ৫৫. সুরা আর-রহমান
      ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
      ৭২. সুরা আল-জিন
      ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
      ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে।
      উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
      কোরআনুল করীম
      অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
      onushilon.org/corpus/trans/koran/koranind.htm

    • @md.ashfaquealsinan6810
      @md.ashfaquealsinan6810 2 місяці тому

      ​@@blinkwithoutdelayshei quran tao to poro...quran porle ei lecture bujhta

  • @user-bn9gu3cb1j
    @user-bn9gu3cb1j 3 місяці тому +16

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া রইল আপনাকে মহান রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন আমিন

  • @Sabbir-185
    @Sabbir-185 Місяць тому +1

    বিজ্ঞান ভিত্তিক সুন্দর একটা আলোচনা ❤

  • @FarukAhmed-pt6gc
    @FarukAhmed-pt6gc 3 місяці тому +11

    সুবহানআল্লাহ, আল্লাহুআকবার !

  • @MdHossain-os1go
    @MdHossain-os1go 3 місяці тому +8

    আল্লাহু আকবর!!!

  • @identityofallah
    @identityofallah Місяць тому +1

    আল্লাহ্‌ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্‌র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
    সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র
    সকল ক্ষমতা ও সকল রাজত্ব,
    সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্‌র
    বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব।
    ...////////////////////////

  • @mdhannan9118
    @mdhannan9118 3 місяці тому +4

    আল্লাহু আকবার, সুবহান আল্লাহ্‌। আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ।

  • @leon-ry9xi
    @leon-ry9xi 3 місяці тому +13

    আলোর গতিতে কোন বস্তুর চলা কখনো কোনদিনও সম্ভব না। কারণ আলোর গতিতে চলতে হলে সেই বস্তুর ভর অসীম হতে হবে যা কোনদিনও সম্ভব না। সুবহানাল্লাহ

    • @mathsicsbd
      @mathsicsbd 3 місяці тому +3

      আলোর ভর তার নিজের সাপেক্ষে ০ হতে হবে। আর নিজের সাপেক্ষ ছাড়া অন্য যেকোনো কাঠামোর সাপেক্ষে আলোর ভর অসীম হবে।
      কনসেপ্ট-টা ক্লিয়ার করে নিন।

    • @sajidabdullah8555
      @sajidabdullah8555 3 місяці тому

      অসীম হবেনা৷ এটা শুন্য হবে।

    • @leon-ry9xi
      @leon-ry9xi 2 місяці тому

      @@mathsicsbd ji ami hsc physics 2nd paper er adhunik podartho biggan er sucona chapter er solution onujaiye m=~. Infinite hote hobe.ja impossible..sei hisebe bolesi

    • @leon-ry9xi
      @leon-ry9xi 2 місяці тому

      @@sajidabdullah8555 ji ami hsc physics 2nd paper er adhunik podartho biggan er sucona chapter er solution onujaiye m=~. Infinite hote hobe.ja impossible..sei hisebe bolesi

    • @leon-ry9xi
      @leon-ry9xi 2 місяці тому

      ​@@sajidabdullah8555ji ami hsc physics 2nd paper er adhunik podartho biggan er sucona chapter er solution onujaiye m=~. Infinite hote hobe.ja impossible..sei hisebe bolesi

  • @mdabulhasem-vw7pb
    @mdabulhasem-vw7pb 3 місяці тому +4

    আলহামদুলিল্লাহ

  • @anisha4301
    @anisha4301 3 місяці тому +2

    Masha Allah

  • @BannyHowes
    @BannyHowes 3 місяці тому +4

    জাজাকাল্লাহ খইরান,,,,

  • @YunusaliMdyunusali
    @YunusaliMdyunusali 3 місяці тому +4

    আলহাদুলীলা আলোচনা খুব মহান ও তথ্য বহল 🇧🇹

    • @golammostafa3994
      @golammostafa3994 2 місяці тому

      আলহাদুলীলা নয় , হবে আলহামদুলিল্লাহ।

  • @Al-Qaeda7490
    @Al-Qaeda7490 2 місяці тому +1

    সুবহানআল্লাহ , আল্লাহু আকবার?

  • @sahidullamolla3510
    @sahidullamolla3510 3 місяці тому +2

    Jajakallah Khairan

  • @MizanurRahman-wh4bh
    @MizanurRahman-wh4bh 3 місяці тому +2

    অবশ্যই আমি সেই মহান রবের প্রশংসা করছি যিনি প্রসংসা পাওয়ার একমাত্র যোগ্য। হাদিসে বর্ণিত পাঁচ শত বছরের পথ বা সাত শত বছরের পথ যে আলোর গতিতেই হবে বা পৃথিবীর সবচেয়ে গতিমান জিনিসের সঙ্গে তুলনীয় হবে সেটা কিভাবে বোঝা যায় যদি অনুগ্রহ পূর্বক ব্যাখ্যা করতেন?

  • @Marlam-wq1cn
    @Marlam-wq1cn 28 днів тому

    মাশ আল্লাহ

  • @ilyasmunshi3549
    @ilyasmunshi3549 3 місяці тому +3

    সুবহানআল্লাহ সুবহানআল্লাহ আল্লাহ আকবর subhanallah subhanallah allahu akbr allahu akbr سبحان الله سبحان الله الله اکبر الله اکبر

  • @sumonsumon-bs7og
    @sumonsumon-bs7og 3 місяці тому +1

    মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল লাহ ভাই

  • @ShorifmiaShorifmia-pj7vt
    @ShorifmiaShorifmia-pj7vt 3 місяці тому +1

    জাজাকাল্লাহ খাইরান ঠিক বলেছেন ভাই

  • @munirkhan2208
    @munirkhan2208 2 місяці тому

    আল্লাহুআকবর

  • @rokeyabegum592
    @rokeyabegum592 3 місяці тому +2

    আললাহ আপনাকে নেক হায়াত দেন

  • @Hirabazar1234
    @Hirabazar1234 2 місяці тому +1

    আল্লাহু তায়ালার নিয়ামত বিবেকহীন দুপায়ু মানুষ জনের জন্য নসিয়ত দান করুক। আল্লাহুর দয়া ও রহমত মুসলমান হিসাবে বোঝবার তৌফিক দান করুন। আমিন।

  • @Raisar-e3x
    @Raisar-e3x 20 днів тому

    এই শায়েখ একজন জ্ঞানী মানুষ

  • @mrmansormansor5679
    @mrmansormansor5679 2 місяці тому

    La Ilaha Illallah muhammadur rasulullah ❤❤
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল 🎉🎉🎉

  • @islamicinformation3786
    @islamicinformation3786 3 місяці тому +1

    আল্লাহু আকবার

  • @molypola8979
    @molypola8979 3 місяці тому +1

    Barakallah Barakallah Tabarakallah !!!! Most important lecture..

  • @user-ks5un2vy4u
    @user-ks5un2vy4u 2 місяці тому +4

    এখানে মুমিন বিজ্ঞানীদের গবেষণা চলছে।😂😂

    • @md.sowmik7944
      @md.sowmik7944 2 місяці тому

      চলতেই‌ পারে, এটা দেখে তোমার ধন কি কেঁপে উঠলো নাকি 😅

  • @sarworulislam
    @sarworulislam 3 місяці тому +1

    মাশাআল্লাহ। খুব সুন্দর বর্ণনা।

  • @abdulmohaiminulislam7037
    @abdulmohaiminulislam7037 3 місяці тому +2

    ৫০০ বছরের ১ম হাদীসটিকে যতদূর মনে পড়ছে সম্ভবত শায়েখ আলবানী যয়ীফ বলেছেন। সুতরাং আমাদের জন্য দ্বিতীয় হাদীসটিই যথেষ্ট মহা বিশ্বের বিশালতা বোঝার জন্য।

  • @realislam228
    @realislam228 3 місяці тому +1

    Alhamdulillah

  • @Jafarbinnazir
    @Jafarbinnazir 3 місяці тому +2

    ❤ masha allah ❤

  • @alamunislamfulmialamunisla7012
    @alamunislamfulmialamunisla7012 3 місяці тому +1

    Alhumdullia

  • @osmangoni-nv6qj
    @osmangoni-nv6qj 3 місяці тому +2

    ভাই পুরো ভিডিওটা আপলোড করেন

  • @akramaliakramali4490
    @akramaliakramali4490 3 місяці тому +1

    Subhanallahi obehumdihi

  • @islamicschoolbd3493
    @islamicschoolbd3493 3 місяці тому +2

    এই বক্তব্য টা পুরোটা শুনতে চাই!

  • @KASHIPURTVSR
    @KASHIPURTVSR 3 місяці тому +1

    Mashallah

  • @MDKARIM-280
    @MDKARIM-280 3 місяці тому +1

    ❤❤❤

  • @whatis9280
    @whatis9280 2 місяці тому +1

    বিজ্ঞান সব কিছু ভূল ,বিজ্ঞানে নির্ভর 😂😂😂

  • @khepaproduction2366
    @khepaproduction2366 2 місяці тому +1

    পথটা নবীদর সময়ের ভ্রমন সময় দিয়ে হিসেব করতে হবে। সিরিয়া পাচ মঞ্জিল মানে মক্কা থেকে যেতে এক মাস লাগতো।

  • @Funny-iw4jt
    @Funny-iw4jt 3 місяці тому +2

    ❤❤❤❤

  • @Musenin-bh4nh
    @Musenin-bh4nh 3 місяці тому +1

    মাসাআললাহ্ ওনেক সুনদর আলোচোনা

  • @UAoops
    @UAoops 2 місяці тому +1

    0:14আমার পৃথিবীতে 😂😂😂

  • @S-Anti-M
    @S-Anti-M 23 дні тому

    একমাত্র হুজুরদেরি দেখি যারা বিজ্ঞান শিক্ষার সমালোচনা করে নিজেরা তো কিছু আবিষ্কার করতে পারেনা শুধু সমালোচনা করে এতোই যেহেতু কোরানে সব দেওয়া আছে তা নিজেরা আবিষ্কার করে দেখাক সেটা পারবেনা

  • @user-xq8sz2xo3l
    @user-xq8sz2xo3l 3 місяці тому +3

    আপনারা কী পেলেন, জাতিকে দেখান

  • @anamulhaque5779
    @anamulhaque5779 3 місяці тому +1

    আল্লাহু আকবার।

  • @user-oj8ws4gq3m
    @user-oj8ws4gq3m 3 місяці тому +1

    Masaallah

  • @S-Anti-M
    @S-Anti-M 23 дні тому

    আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাঃ) বলেনঃ আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খোলা ময়দানে বসা ছিলাম। তখন আমাদের মাথার উপর দিয়ে একটি মেঘখন্ড অতিক্রম করার সময় তিনি বললেনঃ তোমরা কি জান এটি কী? আমরা বললামঃ এটি একটি মেঘের খন্ড। অতঃপর তিনি বললেনঃ তোমরা কি জান আকাশ ও পৃথিবীর মাঝখানের দূরত্ব কতটুকু? আমরা বললামঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ উভয়ের মধ্যে রয়েছে পাঁচশত বছরের দূরত্ব। এমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবতী দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের পথ। এভাবে সপ্তম আকাশের উপর রয়েছে একটি সাগর।
    বৈজ্ঞানিকভাবে বোঝানোর জন্য আর কত গোজামিল দিবি রে ভাই হাদিসে স্পষ্টভাবেই বলা আছে একটা মেঘ খন্ড পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছর আর একটা মেয়ে খন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব পর হচ্ছে দ্বিতীয় আসমান,😂😂😂😂😂
    গোজামিল গোজামিল সবকিছুই যেন গোজামিল
    আলেম মানেই গোজামিল,,
    ভাই পরবর্তীতে এসব গোসামির দিতে আসলে একটু দেখেশুনে দিস সবাই এখন বুঝি যে তোদের কোন বাল বাল ছিঁড়ার ও মুরোদ নাই আর আসছে বিজ্ঞানের ভুল ধরতে

    • @S-Anti-M
      @S-Anti-M 23 дні тому

      কি একটা ভাব নিচ্ছে মনে হয় যেন সবজান্তা কলা চাঁদ😂😂😂😂

  • @abutaleb01738
    @abutaleb01738 2 місяці тому

    সবচেয়ে দ্রুত আলোর গতি, বলছেন তাহলে, আল্লাহ বা নবি সা জানতোনা? এটা বলেনি কেন? যখন যেটা বৈজ্ঞানিক আবিষ্কার করবে ওটাকে মিলিয়ে দিলে হবে? আগে ভবিষ্যৎ বানি করলে তো ঈমান বৃদ্ধি পাবে!!!

  • @user-xk9np7jx1m
    @user-xk9np7jx1m 15 годин тому

    500 বছর এবং 13 শো কোটি বছর বোঝা গেল না

  • @kdydhncsjfiekdfrhgsdgdfa8987
    @kdydhncsjfiekdfrhgsdgdfa8987 2 місяці тому

    টেলিস্কোপ বানিয়েছে অল-কুরুন থেকে

  • @mahadevsaha932
    @mahadevsaha932 2 місяці тому +1

    Please read koran by your own language

  • @golammostafa3994
    @golammostafa3994 2 місяці тому

    আশমান নয় আসমান।

  • @sohagsultan3972
    @sohagsultan3972 3 місяці тому +1

    😮😮😮

  • @akhtarhossain675
    @akhtarhossain675 2 місяці тому +1

    What is your point?

  • @mr.billah
    @mr.billah 2 місяці тому

    আসছে মুলা বিজ্ঞানী! 😂

  • @giashuddinahmed3264
    @giashuddinahmed3264 2 місяці тому +1

    আপনার আবিস্কার বিশ্ববাসী দের জানিয়ে দেন দয়া করে ।আপনি নোবেল পুরস্কার পাবেন আশা করা যেতেই পারে ।

  • @dipankarnag6596
    @dipankarnag6596 2 місяці тому

    জীবনে কোনো দিন পড়াশুনা করেছে বলে মনে হয় না। একটা রাম পাঠা।।। যারা শুনছে সেগুলো আরো বড় পাঠা।

    • @skliakat7956
      @skliakat7956 2 місяці тому

      আপনি তো নিশ্চয়ই পড়াশোনা করেছেন বলে মনে হয়
      তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন
      আপনি মারা যাবেন কেন?

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 2 місяці тому

    এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ বলতে একটি উট পাঁচশ বছরে যতটুকু যেতে পারে সেই পরিমাণ পথ।

  • @tawsifalasad4136
    @tawsifalasad4136 3 місяці тому +1

    Abdullah ki bujhe asober....ki kore khao vaia aktu bolben naki

  • @gymloverbd
    @gymloverbd 2 місяці тому

    মহাবিজ্ঞানী।
    এর নিকট আইনস্টাইন, নিউটনও ফেল😂

  • @irisali4852
    @irisali4852 3 місяці тому

    Abdullah CAMERA MAN selo.vua .....lecture

  • @littlesparkiot6522
    @littlesparkiot6522 3 місяці тому +1

    Hadis nabojha gorghop.........................

  • @user-jh3ef9lq8x
    @user-jh3ef9lq8x 2 місяці тому +1

    Saglamir akta matra ase

  • @farhadhossain7075
    @farhadhossain7075 3 місяці тому +7

    বিজ্ঞানিদের জিরো করতে গিয়ে নিজেইতো জিরো হয়ে গেলেন 😂

    • @sajidabdullah8555
      @sajidabdullah8555 3 місяці тому

      wtf. আপনার মাথায় সমস্যা আছে নাকি?

  • @grambangla3846
    @grambangla3846 2 місяці тому +2

    এসব বক্তব্য দিয়েন না হুজুরদের এটি বদনাম। জ্ঞানের পরিধি জিরো আপনার। ভালো করে রিচার্জ করে জানার পরে বক্তব্য দিন।

    • @abcd37383
      @abcd37383 2 місяці тому

      Recharge na Research

  • @johirmollah863
    @johirmollah863 2 місяці тому

    একটা মরুভূমি এবং একটা আংটির মধ্যে যত পার্থক্য তেমনি একজন বিজ্ঞ আলেম এর সাথে আপনার পার্থক্য ততটুকুই,।

  • @BRIAN_118
    @BRIAN_118 2 місяці тому +1

    😂😂😂

  • @pushpitahassan7287
    @pushpitahassan7287 2 місяці тому +1

    Tumi ki khahini bolo babsa

  • @ujjwalchowdhury5287
    @ujjwalchowdhury5287 2 місяці тому

    Kuran to bolta hay earth is flat😂
    Se abar ki science distribute korbe

  • @allian2627
    @allian2627 2 місяці тому

    Dhormo manus k jug jug dhore buka baniye rekheche, bukader jonno e dhormo😂

  • @shovonhasan7404
    @shovonhasan7404 2 місяці тому

    মাদ্রাসা শিক্ষা 😅🤣😂😁
    কসমোলজি কি জানেই না এরা।

  • @helaluddin9818
    @helaluddin9818 2 місяці тому

    ভাই তুই নাসাতে চলে যা। নাসা তুই ছাড়া অচল।

  • @DBb194
    @DBb194 3 місяці тому

    কি এমন কাজ করেছে তাই এত প্রশংসা করতে হবে? শাস্ত্র গুলা তে যা আছে সবই দাবি মাত্র । কুনু প্রমাণিত না ঐগুলা তো ভিন্ন ধর্ম র শাস্ত্র গুলা তেউ পাওয়া যায়। আপনার মতে সব শাস্ত্র গুলা সত্যি হতে হবে তাইনা? আসল কথা হলো আপনারা আগোলো পাওয়ার আশায় করেন ua-cam.com/video/ckyCeE2iqHU/v-deo.htmlsi=J4BRpcurB1bOfJn3

    • @mdtofazzolhossen8433
      @mdtofazzolhossen8433 3 місяці тому +1

      তোর চ্যানেলে যতগুলো ভিডিও আছে এই ভিডিও গুলোর কমেন্ট অপশন ব্লক না করে খুলে রাখ ।জনগণ সব প্রমাণ করে দিবে।

    • @DBb194
      @DBb194 3 місяці тому

      @@mdtofazzolhossen8433সব ভিডিও গুলা দেখে তার পর কমেন্ট করেন আখন কর আধুনিক যুগেও আপনারা অই পুরোনো ধেন ধারণা নিয়ে পরে আছেন আর কত ঘুমিয়ে থাকবেন।

    • @DBb194
      @DBb194 3 місяці тому

      @@mdtofazzolhossen8433 ধর্ম গুলা এই শিক্ষা দেয় একজন মানুষ কখনই শাস্ত্র না পরে নাস্তিক হয় না। আর একজন মানুষ শুনেই আস্তিক হয়।

    • @DBb194
      @DBb194 2 місяці тому

      @@mdtofazzolhossen8433 একজন মানুষ কেন বলে সেইটার সন্ধান করলে আপনারা অন্ধ বিশ্বাস থেকে মুক্তি পেতেন ua-cam.com/users/shortsxNAKdT4COFc?si=aLWjwPtkISEYLTnN

  • @tariqulislam176
    @tariqulislam176 3 місяці тому +1

    Edob faltu thumbnail banano off koren

  • @niceislamictv5799
    @niceislamictv5799 3 місяці тому +4

    আশমান নয় আসমান😅😅

    • @shakilahmedsohag362
      @shakilahmedsohag362 3 місяці тому +6

      একেকজনের আঞ্চলিক শব্দ এক এক রকম। আপনি কি সবজান্তা শমসের?

    • @nayemsview
      @nayemsview 3 місяці тому

      @@shakilahmedsohag362 তাই মনে হয় l কি bolbo এরা ভুল ধরার মেশিন 😊😊

    • @MdMilon-mo7ns
      @MdMilon-mo7ns 3 місяці тому

      এই কমেন্ট করে কি বুঝাতে চেয়েছেন?

    • @algalib1436
      @algalib1436 3 місяці тому

      মানে যাকে সয্য হয়না তার সবকিছুই বাকা বাকা লাগে আরে ভাই বেলাল( রাঃ) আযান দিতে জিভ জনিত প্রবলেম হতো আর উনি চাপাইনবয়াবগঞ্জ এর লোক তার ভাষায় আঞ্চলিকতার টান দোষের কিছু নয় আনেক বড় বড় আর্মি অফিসার আছে যারা আঞ্চলিক ভাষা ছাড়া কথাই বলতে পারেনা তারেকি আপনি শুদ্ধ শিখাতে যাবেন গেলেতো কান আর গাল থাপড়ায়া সোজাকরে দিবে অফিসার রা এমনেই করা মেজাজের হয়

    • @mdsamimakthar8175
      @mdsamimakthar8175 3 місяці тому +1

      তোমার ভাসাগতো গেন কম

  • @jibonsarker6534
    @jibonsarker6534 2 місяці тому +1

    মুলা বিগানি ভাই জোরে বলেন ঠিক কি না

    • @AtaurRahman-gv6wk
      @AtaurRahman-gv6wk 2 місяці тому +1

      আল্লাহ তোমার মাথা ঠিক করে দিক।

  • @mdbulbulalom9232
    @mdbulbulalom9232 2 місяці тому +2

    ওনার বক্তব্য সবার কাছে নতুন তথ্য মনে হবে,,,, কারন এতো দিন বিজ্ঞানীদের ভুল তথ্য আমরা পেয়েছি,,, বিজ্ঞানীদের তথ্য আমরা
    সঠিক মনে করতাম,,,, বিজ্ঞান সবসময় সঠিক হয় না

  • @changethegame8048
    @changethegame8048 2 місяці тому +1

    এর থেকে চায়ের দোকানে লোক ভালো আলোচনা করে😂😂😂

    • @MR_Shuvo_Entertainment
      @MR_Shuvo_Entertainment 2 місяці тому

      আপনি চায়ের দোকানের মানুষ চায়ের দোকানে যান, এখানে কেন আসছেন?

  • @tawsifalasad4136
    @tawsifalasad4136 3 місяці тому

    Aise nijer marketing korte.....waz mahfil theke akta lok o valo hole bangladeshe kono kharap manus thaktona

    • @mdnayeem8652
      @mdnayeem8652 3 місяці тому +2

      নিজের ইমান নিয়ে চিন্তা করুন নিজের ইমানের হেফাজত করেন😢

    • @sajidabdullah8555
      @sajidabdullah8555 3 місяці тому +1

      apnar kotha kono sense make korchena unfortunately. Akjon lok valo hole bangladeshe sobai valo hoto bolte kii bujhacchen? Please akjon psychologist dekhan.

  • @Kingfisher-bw2vi
    @Kingfisher-bw2vi 3 місяці тому

    প্রমাণ করে দেখান আরো আশমান আছে।😂

  • @rkkhan7843
    @rkkhan7843 3 місяці тому

    ভুল ব্যাখ্যা।😂😂😂😂😂

  • @ksr2070
    @ksr2070 3 місяці тому +3

    সাইন্স পড়া উচিত, আলেমদের।
    শুধু ভাঙ্গা ভাঙ্গা দিয়ে হয় না।

    • @nayeemsadhon8719
      @nayeemsadhon8719 3 місяці тому

      ভুল বললেন কুরআন পড়া উচিৎ

    • @user-pt5zn2yp4e
      @user-pt5zn2yp4e Місяць тому

      Aamader coran hadis a ja acha science porar dor kar ni.allha ar pota chalo madrasa ta poro bangaladesh ar unnati hoba.afganistan ka dako koto valo

  • @sinkingproduction6552
    @sinkingproduction6552 2 місяці тому +3

    ধুর ভাই।। ধর্ম সব মানুষের বানানো

  • @mahbubulhoque4956
    @mahbubulhoque4956 3 місяці тому +1

    ওহে বয়ানজীবি! তুমি কি দেশের মানুষের কোন সমস্যা দেখ না? সস্তা বাহবা পাওয়ার জন্যই কি এ সকল বয়ান হাজির কর?

    • @abdullahwasi1759
      @abdullahwasi1759 3 місяці тому

      রসুলের যুগে মক্বার এক গোত্র আরেক গোত্রের সাথে যখন হানা হানিতে লিপ্ত তখন আল্লাহর নবী বলতেন তোমরা এসব ছেড়ে আল্লাহর দিকে ফিরে এসো।

    • @mamun7692
      @mamun7692 3 місяці тому

      দেশের সমস্যা দেখার দায়িত্ব আব্দুর রহমানের নয় সরকারের । সরকার কি চুল ফেলতে বসেছে যদি তত জন্যে বসে থাকে তবে কথা নেই ।

    • @nazimuddin-ib2fi
      @nazimuddin-ib2fi 3 місяці тому

      তুমি দেখনা

  • @abdussattar5214
    @abdussattar5214 2 місяці тому

    আলহামদুলিল্লাহ

  • @mynewpc808
    @mynewpc808 3 місяці тому +1

    আল্লাহু আকবর!!!

  • @MizanurRahman-wh4bh
    @MizanurRahman-wh4bh 3 місяці тому +1

    অবশ্যই আমি সেই মহান রবের প্রশংসা করছি যিনি প্রসংসা পাওয়ার একমাত্র যোগ্য। হাদিসে বর্ণিত পাঁচ শত বছরের পথ বা সাত শত বছরের পথ যে আলোর গতিতেই হবে বা পৃথিবীর সবচেয়ে গতিমান জিনিসের সঙ্গে তুলনীয় হবে সেটা কিভাবে বোঝা যায় যদি অনুগ্রহ পূর্বক ব্যাখ্যা করতেন?

  • @ZakirHossain-sr3qt
    @ZakirHossain-sr3qt 2 місяці тому

    আল্লাহু আকবার

  • @user-cl3lq8ko2l
    @user-cl3lq8ko2l 3 місяці тому

    Alhamdulillah

  • @user-sg4en6pi7f
    @user-sg4en6pi7f 3 місяці тому

    😂😂😂

  • @rubelrubel6169
    @rubelrubel6169 3 місяці тому

    আলহামদুলিল্লাহ

  • @mdmosiurrahmanrahman57
    @mdmosiurrahmanrahman57 3 місяці тому

    আল্লাহু আকবার

  • @user-vs8ie7xk5x
    @user-vs8ie7xk5x 3 місяці тому

    আল্লাহু আকবার

  • @MizanurRahman-wh4bh
    @MizanurRahman-wh4bh 3 місяці тому

    অবশ্যই আমি সেই মহান রবের প্রশংসা করছি যিনি প্রসংসা পাওয়ার একমাত্র যোগ্য। হাদিসে বর্ণিত পাঁচ শত বছরের পথ বা সাত শত বছরের পথ যে আলোর গতিতেই হবে বা পৃথিবীর সবচেয়ে গতিমান জিনিসের সঙ্গে তুলনীয় হবে সেটা কিভাবে বোঝা যায় যদি অনুগ্রহ পূর্বক ব্যাখ্যা করতেন?

  • @MizanurRahman-wh4bh
    @MizanurRahman-wh4bh 3 місяці тому

    অবশ্যই আমি সেই মহান রবের প্রশংসা করছি যিনি প্রসংসা পাওয়ার একমাত্র যোগ্য। হাদিসে বর্ণিত পাঁচ শত বছরের পথ বা সাত শত বছরের পথ যে আলোর গতিতেই হবে বা পৃথিবীর সবচেয়ে গতিমান জিনিসের সঙ্গে তুলনীয় হবে সেটা কিভাবে বোঝা যায় যদি অনুগ্রহ পূর্বক ব্যাখ্যা করতেন?

    • @abdurrahimm2312
      @abdurrahimm2312 2 місяці тому

      যদি ৬৩২ খ্রিস্টাব্দের আগে আলোর গতির কথা বলা হতো তাহলে তখনকার মানুষ হয়ত বলতো আলোর গতি আবার কি জিনিস,, তাছাড়া আলোর গতি ছাড়াও অন্য কিছুর গতি আরও বেশি হতে পারে যা এখনও আবিষ্কার হয়নি, তাই সবচেয়ে গতিশীল বস্তুর হিসাবটাই ধরে নিতে হবে বিশালতার একটু অনুমানের জন্য। এটাই নিয়ম কারণ কুরআন হাদীসে বর্ণিত বিষয়গুলো আধুনিক যুগে এমনকি কিয়ামত পর্যন্ত প্রমানিত হতে থাকবে।

    • @user-pt5zn2yp4e
      @user-pt5zn2yp4e Місяць тому

      Bangladesh only madrasa education.masallha kub valo alachona