গরীবের সৌন্দর্য কবি হুমায়ুন আজাদ Goriber Shoundorjo Humayun Azad Abdullah Al Hadi goriber soundorjo

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • গরিবেরা সাধারণত সুন্দর হয় না।
    গরিবদের কথা মনে হ’লে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো।
    গরিবদের ঘরবাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘরবাড়িই নেই।
    গরিবদের কাপড়চোপড় খুবই নোংরা, অনেকের আবার কাপড়চোপড়ই নেই।
    গরিবেরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভুত দেখায়।
    যখন গরিবেরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাঁটে গাড়ি ঠেলে পিচ ঢালে তখন তাদের
    সারা দেহে ঘাম জবজব করে, তখন তাদের খুব নোংরা আর কুৎসিত দেখায়।
    গরিবদের খাওয়ার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ।
    অশ্লীল হাঁ ক’রে পাঁচ আঙ্গুলে মুঠো ভ’রে সব কিছু গিলে ফেলে তারা।
    থুতু ফেলার সময় গরিবেরা এমনভাবে মুখ বিকৃত করে
    যেনো মুখে সাতদিন ধ’রে পচছিলো একটা নোংরা ইঁদুর।
    গরিবদের ঘুমোনোর ভঙ্গি খুবই বিশ্রী।
    গরিবেরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি ক’রে ফেলে।
    গান গাওয়ার সময়ও গরিবদের একটুও সুন্দর দেখায় না।
    গরিবেরা চুমো খেতেই জানে না, এমনকি শিশুদের চুমো খাওয়ার সময়ও
    থকথকে থুতুতে তারা নোংরা করে দেয় ঠোঁট নাক গাল।
    গরিবদের আলিঙ্গন খুবই বেঢপ।
    গরিবদের সঙ্গমও অত্যন্ত নোংরা, মনে হয় নোংরা মেঝের ওপর
    সাংঘাতিকভাবে ধ্বস্তাধ্বস্তি করছে দু’টি উলঙ্গ মানুষ।
    গরিবদের চুলে উকুন আর জট ছাড়া কোনো সৌন্দর্য নেই।
    গরিবদের বগলের তলে থকথকে ময়লা আর বিচ্ছিরি লোম সব জড়াজড়ি করে।
    গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই,
    চোখ ঢ্যাবঢ্যাব ক’রে তারা চারিদিকে তাকায়।
    মেয়েদের স্তন খুব বিখ্যাত, কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে
    বুকের দু-পাশে দুটি ফোড়ার মতো দেখায়।
    অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না।
    শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়।
    গরীবের সৌন্দর্য
    - হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ)
    আবৃত্তি - আব্দুল্লাহ আল হাদী,
    ব্যাকগ্রাউন্ড স্কোর : রিফাত নোবেল,
    বিশেষ কৃতজ্ঞতা -বিন ই আমিন টুটুল।
    Humayun Azad was a Bangladeshi poet, novelist, short-story writer, critic, linguist, columnist and professor of Dhaka University. He wrote more than sixty titles. He was awarded the Bangla Academy Literary Award in 1986 for his contributions to Bengali linguistics. Wikipedia
    হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ - ১২ আগস্ট ২০০৪ খ্রিষ্টাব্দ; ১৪ বৈশাখ ১৩৫৪ - ২৬ শ্রাবণ ১৪১১ বঙ্গাব্দ) একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক ছিলেন।
    The beauty of the poor (Google Translation)
    The poor are not usually beautiful.
    When you think of the poor, you never think of beauty.
    The houses of the poor are very dirty, and many of them have no house at all.
    The clothes of the poor are very dirty, many of them have no clothes at all.
    The poor look very strange when they walk.
    When the poor cut the soil, break the bricks, push the cart on the haystack and pour the pitch
    Sweating all over the body, Then they look very dirty and ugly.
    The eating habits of the poor are worse than those of chimpanzees.
    They swallowed everything with a fistful of five fingers.
    The poor distort their faces in this way while spitting
    It was as if a dirty rat had been rotting in its mouth for seven days.
    The sleeping style of the poor is very awkward.
    The poor go to laughter and destroy the laughter.
    Even when singing, the poor do not look a little beautiful.
    The poor don't even know how to kiss, even when children are kissing, they spit on their lips, nose, and cheeks.
    The embrace of the poor is very awkward.
    The intercourse of the poor is also very dirty, it seems that two naked obscene beasts are wreaking havoc on the dirty floor.
    The intercourse of the poor is also very dirty, it seems that two naked people are wreaking havoc on the dirty floor.
    There is no beauty in the hair of the poor except lice and tangles.
    Under the armpits of the poor, dirt and filthy hair cling to the thakatha.
    There is no beauty in the eyes of the poor, they look around with wide eyes.
    The breasts of girls are very famous, but the breasts of poor girls are dry and look like two boils on either side of the chest.
    In other words, the poor do not look beautiful at any moment of life.
    Only when they resist do they look beautiful.
    গরীবের সৌন্দর্য।। কবি- হুমায়ুন আজাদ।। Goriber Shoundorjo।।Humayun Azad
    গরীবের সৌন্দর্য । কবিতা - হুমায়ুন আজাদ | আবৃত্তি | Goriber Sondorjo | Humayun Aajad
    আমাকে ভালবাসার পর-হুমায়ুন আজাদ(Amakey Bhalobasar Por-Humayun Azad), আবৃত্তি-
    DR. HUMAYUN AZAD FULL INTERVIEW.
    হুমায়ুন আজাদ বহুমাত্রিক জ্যোতির্ময়
    Bengali recitation
    Modern Bengali Poem Recitation
    Bengali recitation
    Modern Bengali Poem Recitation
    Bengali recitation
    Modern Bengali Poem Recitation
    Bengali Poem Recitation
    bengali poetry recitation

КОМЕНТАРІ • 10